Monday 7 July



×

পশ্চিমবঙ্গ

ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা।

2025-07-04

মালদা: ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। একই সঙ্গে ওই নির্যাতিতা পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১ সালের ৫ই জুন মালদার মানিকচক থানা এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ২০২১ এর বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থিত এই পরিবারের নাবালিকা সদস্যকে ধর্ষণ করেছিল এই তৃণমূল নেতা বলে জানান সিবিআই পক্ষের আইনজীবী অমিতাব মৈত্র। হাইকোর্টের নির্দেশে ৫৫ টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় আজ সাজা ঘোষণা হলো।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে

2025-06-29

কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলী দ্বারা পরিকল্পিতভাবে গণধর্ষণের অভিযোগ তুলে এবং কসবা থানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা বিজেপি নেতৃত্ব। এদিনের এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, গাজল ও হবিবপুর বিধানসভার বিধায়ক চিন্ময় বর্মন , জুয়েল মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পুরাতন মালদা নগর মন্ডলের সভানেত্রী বাসন্তী রায়, উত্তর মালদার সাংগঠনিক জেলা সম্পাদক স্নাংশু স্নেহাংশু ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রায় আধা ঘন্টা প্রতীকি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপি কর্মীরা | এদিনের এই অবরোধে উত্তর মালদার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ জানান, গোটা রাজ্যে খুন , ধর্ষণ চলছে এবং সম্প্রীতি কলকাতার কসবায় গত একদিন আগে ল কলেজের এক ছাত্রীকে গনধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে কসবা থানায় আমাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থানায় প্রতিবাদ জানাতে গেলে তাদের অ গনতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয়েছে | তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।

মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি।

2025-06-27

মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি। কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রাম তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে AIMIM যোগদান করলেন প্রায় ১০০ জোন। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মীসভা আয়োজন করা হয় কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রামে । সেখানেই প্রথমে যোগদান কর্মসূচি করা হয়। পরে কর্মীসভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের, দক্ষিণ মালদা জেলা সভাপতি রেজাউল করিম। ও কালিয়াচক ওয়ান ব্লক সভাপতি মোহাম্মাদ আবুল কাশিম সহ অন্যান্যরা।

আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা।

2025-06-27

একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা। সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও, কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি ১৯৬২ সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ারস্ট্রিপ হিসেবে নির্মিত হয়। প্রথমদিকে বায়ুদূতের মতো সংস্থা এখানে পরিষেবা দিত। কিন্তু আর্থিক অকার্যকারিতা, যাত্রীসংখ্যার অভাব ও পরিকাঠামোগত ঘাটতির কারণে ১৯৮৬ সালে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি রাজ্য সরকার 'Pawan Hans'-এর মাধ্যমে হেলিকপ্টার পরিষেবা চালু করে কলকাতার বেহালা থেকে মালদা ও বালুরঘাট রুটে। সপ্তাহে একদিন, বুধবার পরিষেবা থাকলেও, ২০১৭ সালে বিমানবন্দরের পুনর্নির্মাণ শুরু হওয়ায় পরিষেবাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বর্তমানে মালদা বিমানবন্দরটি অচল অবস্থায় রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের UDAN (Ude Desh ka Aam Nagrik) প্রকল্পের আওতায় এটিকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু মাটি স্তরে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।এদিকে, বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে জোরালো জনমত। নেটিজেনদের একাংশ এ নিয়ে সরব হয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিমানবন্দরের নামকরণ সংক্রান্ত বিতর্ক। নামকরণ নিয়ে মতবিরোধ: অনেকেই চাইছেন বিমানবন্দরের নাম হোক প্রয়াত এ. বি. এ. গনি খান চৌধুরী-এর নামে। মালদার উন্নয়নে তার অসামান্য অবদান এবং জাতীয় রাজনীতিতে তার ভূমিকার কথা স্মরণ করে নেটিজেনদের দাবি, “মালদার প্রকৃত স্থপতির নামেই হোক বিমানবন্দরের নামকরণ। আবার কেউ কেউ বলছেন, জেলার ঐতিহ্যবাহী রেশম শিল্পকে সামনে রেখে "মালদা সিল্ক এয়ারপোর্ট" নামটাই আরও অর্থবহ হবে

কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

2025-06-25

নাজমুস সাহাদাত, কালিয়াচক: বুধবার কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে টার্গেট পয়েন্ট স্কুল থেকে এবছরের নিটে ১১ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ লাভ করে এবং ১ জন আইআইটিতে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধর কুরবান সেখ, হায়দার আলী, জোহর আহমেদ, রাফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছিলেন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা গন। এবছরে নিটে ওয়াহিদুর রহমান, ফারিয়া হোসেন, রিদা কালিমী, নাইমা খাতুন, ফাহিম আব্রার, জিসান আলী, পুনাম মণ্ডল, আব্দুল আজিজ, সায়েদ হোসেন, সুহানা আক্তার, সাকিব মোমিন ও গোলাম মাসুদ বিশ্বাস (আইআইটি) তারা প্রত্যেকেই টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন বলেন, এবছরে নিটে উত্তীর্ণ লাভ করেছে ১১ জন ছাত্রছাত্রী এবং ১ জন আইআইটিতে সুযোগ পেয়েছে। প্রতিবছরই আমাদের টার্গেট পয়েন্টে স্কুল থেকে পেয়ে যাচ্ছে। কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলব যারা চিকিৎসক হবে তারা যেন ভালোভাবে হয় এবং চিকিৎসক ভালোভাবে করে। ভালো ডাক্তার হয়ে একজম ভালো মানুষ হতে হবে। এবং রুগীদেরকে ভালো ট্রিটমেন্ট দিতে হবে। তার কারণ হচ্ছে একটা ডাক্তারের উপরে রুগীর জীবন নির্ভর করে। তাই ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট দেয় বা যদি ভুল ঔষধ দিয়ে দেওয়া হয় তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে। এবং আরও বলব তারা যেন রুগীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তার সাথে সাথে যে ইঞ্জিনিয়ার হবে সে যেন ভালো ও সৎ ইচ্ছা নিয়ে কনস্ট্রাকশন করে। আরও যেন সে গবেষণামূলক কাজে এগিয়ে যায়। স্কুলের অন্যতম কর্ণধার কুরবান সেখ জানান, এইরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরে টার্গেট পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষদের পক্ষ থেকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। টার্গেট পয়েন্ট স্কুল যে আশা ও স্বপ্ন নিয়ে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তা আল্লাহ পাকের রহমতে ধীরে ধীরে সেটা আমরা পেতে চলেছি। আগামীতে আরও টার্গেট পয়েন্ট স্কুল অগ্রগতির পথে এগিয়ে যাবে এই আশা আমি রাখছি। এবং আমাদের এই ছাত্রছাত্রীরা আজকে যে সফলতা অর্জন করেছে তারা আরো বড় হোক। দেশের ও টার্গেট পয়েন্ট স্কুলের নাম উজ্জ্বল করুক এবং নিজেদের বাবা-মায়ের নাম কে উজ্জ্বল করুক এই আশা আমি তাদের কাছে করবো। এবং তারা যাতে একজন সৎ নিষ্ঠাবান নাগরিক হয়ে উঠুক।

ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল অল বেঙ্গল স্টেট রেংকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

2025-06-22

শিলিগুড়ি ১৮ই জুন থেকে শুরু হয়েছে জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল অল বেঙ্গল স্টেট র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট । ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ৬ দিনব্যাপী এই টুর্নামেন্টের আজ হলো তৃতীয় দিন। গত ১৮ই জুন থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট চলবে আগামী 23 শে জুন পর্যন্ত।। ছেলে ও মেয়েদের উভয় বিভাগেই খেলা অনুষ্ঠিত হচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও যেরকম ছয়টি বিভাগ রয়েছে মেয়েদের ক্ষেত্রেও ছটি বিভাগ রয়েছে। প্রসঙ্গত এই বিষয়ে আরো জানা গেছে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। অন্তত ১ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা থেকে। আজ এই প্রতিযোগিতার তৃতীয় দিন চলবে আগামী ২৩ শে জুন পর্যন্ত। ইতিমধ্যে মেয়েদের বিভাগের খেলা প্রায় শেষের পর্যায়ে, ছেলেদের বিভাগের খেলা চলছে।

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের

2025-06-10

মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের | পৌরসভার পরিশ্রুত পানীয় জল পর্যাপ্ত পরিমাণ না পাওয়াই জলের দাবিতে পুরাতন মালদার নবাবগঞ্জের বাঁশহাটা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পুরাতন মালদার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দারা | অবরোধকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে পৌরসভার জল কোনদিন একবেলা আবার কোনদিন দুই বেলা জল দেওয়া হয় | কিন্তু জলের পাইপ দিয়ে অল্প অল্প জল পড়ে এর ফলে বাড়িতে সাধারণত কাজ কর্মে জলের চাহিদা মেটে না বাসিন্দাদের | স্থানীয় কাউন্সিলর ও চেয়ারম্যান কে বলেও কোন লাভ হয়নি | অবরোধকারীদের দাবি তিন বেলা যেন পর্যাপ্ত পরিমাণ পৌরসভায় জল দেওয়া হয় | পৌরসভা থেকে এই পর্যাপ্ত পরিমাণ জলের প্রতিশ্রুতি না পেলে অবরোধ তুলতে নারাজ অবরোধকারীরা | স্কুল ও অফিস সময়ে অবরোধ হাওয়ায় বিশাল যানজটের সৃষ্টি হয় | ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ |

মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে মালদা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহ রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে নামল তৃণমূল।

2025-06-05

মালদা জেলার ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে মালদা থেকে অন্যত্র নিয়ে যাওয়া সহ রেল প্রশাসনের উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে নামল তৃণমূল। আন্দোলনের অঙ্গ হিসেবে ডিআরএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচিকে সামনে রেখে বুধবার জেলা তৃণমূল নেতৃত্ব ঝলঝলিয়া এলাকায় রেলের জমিতে বসবাসকারীরা সাধারণ বাসীন্দা সহ ব্যবসায়ীদের নিয়ে ডি.আরএম অফিস ঘেরাও করেন। অফিসের সামনে দীর্ঘক্ষণ ধরে অবস্থান-বিক্ষোভ করেন। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূলের জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাস, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এলাকার সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের নিয়ে অবস্থান-বিক্ষোভ করার পর একগুচ্ছ দাবীতে ডি.আর.এম সাহেবকে ডেপুটেশন দেন। ডেপুটেশনের দাবীগুলির মধ্যে মালদা জেলা ঐতিহ্যবাহী ট্রেনগুলিকে অন্যত্র নিয়ে যাওয়া বন্ধ করতে হবে, মালদা থেকে নিয়মিত দিল্লিগামী ট্রেন চালানোর ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন ছাড়া রেল প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে, রেল হকারদের উপর আর.পি.এফ-এর নির্যাতন বন্ধ করতে হবে ইত্যাদি ছিল অন্যতম।

ঈদুল আযহা আনন্দ ছড়িয়ে দিতে এতিম বাচ্ছা ও অসহায় শিশু বিধবা বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে বস্ত্র-খাদ্য সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ মানবতার

2025-06-05

ঈদুল আযহা আনন্দ ছড়িয়ে দিতে এতিম বাচ্ছা ও অসহায় শিশু বিধবা বৃদ্ধ বৃদ্ধাদের মাঝে বস্ত্র-খাদ্য সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ মানবতার বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- অসহায় ও দুস্থ মানুষের মাঝে “ঈদের আনন্দ ছড়িয়ে দিতে” প্রায় একশত শিশু, বিধবা, বৃদ্ধ-বৃদ্ধা, নারী-পুরুষের মাঝে পোষাক-শাড়ি, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী কিট বিতরণ করলেন এক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতা।ঈদুল আযহার প্রাক্কালে বৃহস্পতিবার ঢোলাহাট থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুরে। স্থানীয় লক্ষ্মীনারায়নপুর বি এইচ এম হাই স্কুল সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদুল আযহার তোহফা স্বরুপ নতুন বস্ত্র এবং ঈদ খাদ্য সামগ্রী কিট বিতরণ করেন। খাদ্য সামগ্রী কিটে ছিলো সিমাই-লাচ্চা-দুধ-মশলা-আলু-পিয়াজ-সরিসা তেল-আদা-রসুন-গরম মশলা-ডালডা-লবন । এদিন অনুষ্ঠানের শুরুতে বিশ্ব মানবতার কল্যাণের উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত এর মাধ্যমে এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এই ঈদ বস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন। কোরান তেলওয়াত করেন স্থানীয় ইমাম হাফেজ মোঃ রাকিব। এখানে উপস্থিত ছিলেন মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা,লক্ষ্মীনারায়ণ পুর হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ শামসুজ্জোহা,ডাঃ ফারুক আহমেদ,লক্ষ্মীনারায়ণ পুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দিবস কুমার হালদার, লক্ষীনারায়নপুর হাই স্কুলের সহকারী শিক্ষক সুপ্রতিম রায়,গ্রামের প্রাক্তন মেম্বার সহিদুল্লা মোল্লা সহ সদস্যবৃন্দ পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতা'র সদস্য সাহাবুদ্দিন নাইয়া। মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা বলেন, আনুষ্ঠানিকভাবে শুধু এখানে ১০০ অসহায় মানুষের হাতে তোহফা তুলে দেয়া হলো তা নয়, মানবতা'র দ্বায়িত্বে থাকা বাংলার বিভিন্ন জেলায় যে অনাথ অসহায় রা রয়েছে তাদের সকল পরিবারকেই সংস্থার তরফে ঈদ তোহফা পৌঁছে দেওয়া হয়েছে।সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ তোহফা হিসেবে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে খুব ভালো লেগেছে। এই ঈদের দিনে শুধু মাত্রই অবহেলিত মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। সারাজীবন অবহেলিত মানুষগুলোর পাশে থেকে এভাবেই কাজ করতে চাই। সেই সাথে তিনি এই কার্যক্রমের পাশে থাকা সকলকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি সমাজের আর্থিকভাবে স্বাবলম্বী বা সচ্ছল এবং বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন,“আমাদের এলাকায় অনেক ধনী ব্যক্তি আছেন। সবারই উচিত দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাফাই কর্মীদের সঙ্গে পরিছন্নতার কাজে সামিল হলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ।

2025-06-05

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাফাই কর্মীদের সঙ্গে পরিছন্নতার কাজে সামিল হলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। বৃহস্পতিবার পুরাতন মালদা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে সাফাই অভিযানের মাধ্যমে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করেন চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি প্রতি পরিবারের সদস্য পিছু একটি করে বাড়িতে চারাগাছ লাগানোরও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন পুরাতন মালদা পুরসভার সাফাই কর্মীদের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জঞ্জাল পরিষ্কার করেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। পুরসভার বিভিন্ন রাস্তায় ঝাঁটা হাতে পরিছন্নতার কাজে হাত লাগান তিনি। চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। প্রতি পরিবারের সদস্য পিছু যদি একটি করে চারা গাছ বাড়ির টপে অথবা বাগানে লাগানো যায় , তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। পাশাপাশি নিজের এলাকা এবং বাড়ির সামনে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জঞ্জাল নোংরা আবর্জনাও যত্রতত্র ফেলা উচিত নয় ‌ । এই বার্তা নিয়ে এদিন পরিবেশ দিবস পালন করা হয়েছে।

সস্ত্রীক দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিলেন সিপিআইএম জেলা নেতৃত্বের হাতে।

2025-05-26

মরণোত্তর দেহদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে দৃষ্টান্ত স্থাপন করলেন মালদা জেলা সিপিআইএম-এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র। সস্ত্রীক দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিলেন সিপিআইএম জেলা নেতৃত্বের হাতে। শনিবার তিনি মালদা জেলা সিপিআইএম-এর সদর কার্যালয় মিহির দাস ভবনে গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত অঙ্গীকার পত্র সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ দলের অন্যান্য নেতৃত্বের হাতে তুলে দেন। তবে শুধু অম্বরবাবু একা নন। তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী রীনা মিত্রও এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র তুলে দেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে মালদা জেলা সিপিআইএম-এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র এবং তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী রীনা মিত্র দুজনেই জানান, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির স্বার্থে জেলা সিপিআইএম নেতৃত্বের অনেকেই ইতিমধ্যেই মরণোত্তর দেহদান করেছেন। তারাও সেই পথে হেঁটে শনিবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিয়েছেন। আশা করছেন এর ফলে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধন ঘটবে। ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা উপকৃত হবে। এছাড়াও মরণোত্তর দেহদানের ফলে তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ মুমূর্ষ রোগীদের কাজে লাগতে পারে। তাই সমস্ত দিক ভেবে-চিন্তে একমাত্র ছেলে অবীন মিত্রের সম্মতি নিয়েই সস্ত্রীক মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়ে অঙ্গীকারপত্র তুলে দিয়েছেন দলের জেলা নেতৃত্বের হাতে।এই প্রসঙ্গে সিপিআইএম-এর মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, সাম্প্রতিককালে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বামপন্থী সহ প্রগতিশীল ভাবনার মানুষজনের দেহদান দৃষ্টান্ত স্থাপন করেছে। মৃত্যুর পরেও যে মানব কল্যাণে কাজ করা যায় তা বামপন্থীরা মরণোত্তর দেহদানের মধ্যে দেখিয়ে গেছেন। সেই পথে হেঁটেই মালদা জেলা সিপিআইএম-এর প্রবীণ নেতা অম্বর মিত্র এবং তার স্ত্রী রীনা মিত্র মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র জমা দিয়েছেন। যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত।

মালদার গাজোলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার পুলিশের।

2025-05-21

মালদা:- মালদার গাজোলে বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল উদ্ধার পুলিশের। দূরপাল্লার ডাম্পার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় সাড়ে পাঁচ কেজি ব্রাউন সুগার। এর বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজোলের পান্ডুয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই ডাম্পার আটক করে পুলিশ। এরপর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার তৈরির কাঁচামাল। ওই কাঁচামাল আসাম থেকে দুর্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় ফিরোজ মোমিন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি কালিয়াচকের ঠাকুরপাড়া এলাকায়। ব্রাউন সুগার তৈরির জন্য ওই কাঁচামাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে, প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।

ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ বর্ষের প্রথম সাধারণ সভা ও ডি আই অফিসে ডেপুটেশন।

2025-05-21

ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ বর্ষের প্রথম সাধারণ সভা ও ডি আই অফিসে ডেপুটেশন। মালদা, 21 মে: মালদা নেতাজি মার্কেটের সভাকক্ষে ২০২৫ বর্ষের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের। জাতীয় সংগীত পাঠের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। আজকের সভায় সংগঠনের বিগত বছরের হিসাব-নিকাশ করা হয় এবং সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ভোলাপদ রায়, সম্পাদক অলক সরকার সহ মালদা জেলার বিভিন্ন স্কুলের কম্পিউটার শিক্ষকগণ। সংগঠনের সভাপতি ভোলাপদ রায় জানান, আজকের সভায় বিগত বছরের হিসেব-নিকাশ হয়। এবং সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আজকে আলোচনার পর ডি আই অফিসে দশ দফা ডেপুটেশন দেওয়া হবে। এই দশ দফা ডেপুটেশনে উল্লেখিত আছে, বকেয়া বেতনের এরিয়ার বিল, কম্পিউটার শিক্ষকদের পিএফ একাউন্ট চালু করা, ডাইং হারনেস, কম্পিউটার সাবজেক্টকে সিলেবাসে অন্তর্ভুক্তি করন, ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার বই প্রদান সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হলো।

শিক্ষকদের লাঠি পেটানোয় পুলিশকে আরও সংবেশনশীল হলে ভালো হত বলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়

2025-05-17

বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকদের অভিযানে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করার ঘটনায় পুলিশকে আরও সংবেদনশীল হলে ভালো হতো বলে মন্তব্য করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়।সেই সঙ্গে শিক্ষকদের বিকাশ ভবনের তালা ভেঙে ঢোকার ঘটনাকে সমচীন হয়নি বলে মনে করেন তিনি। সিঁদুর অভিযানে সেনাদের শ্রদ্ধা জানাতে বারুইপুরে পশ্চিম বিধানসভা বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সংসদ সায়নী ঘোষ শনিবার বারুইপুর কল্যানপুর পঞ্চানন তলা থেকে দক্ষিণ কল্যাণপুর পর্যন্ত অপারেশন সিঁদুরের সাফল্যে সেনাবাহিনীকে শুভেচ্ছা ও সম্মান জানাতে তিরাঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এর পাশাপাশি তিনি আরো বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের কথা ভেবে ভাতা ঘোষণা করেছে কিন্তু বিক্ষোভকারীদেরও বুঝতে হবে রাজ্যের অবস্থা। ইতিমধ্যেই আন্দোলনকারী শিক্ষকদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ। এই প্রসঙ্গে বিমানবাবু বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষকদের পাশে রয়েছে ইতিমধ্যেই এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন শিক্ষকদের নিয়ে আগামী দিনে বিধানসভা অচল করে দেবে। এই প্রসঙ্গে মিদু হেসে বিরোধী দলনেতার বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে যান বিমান ব্যানার্জি তিনি বলেন আগামী দিনের দেখা যাবে।

ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন কেন্দ্র মালদা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা

2025-05-17

ক্রেতা সুরক্ষা দপ্তরের উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন কেন্দ্র মালদা শাখার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা হয়ে গেল শুক্রবার। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় এদিন সন্ধ্যায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। কর্মশালা হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক সহ ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা। ছিলেন, মালদা মার্চেন্টের কর্মকর্তারাও। সকলে মিলে ব্যবসায়ীদের উপভোক্তা সুরক্ষা অধিকার, ফুড সেফটি বিভিন্ন বিষয়ে সচেতন করেন বলে জানা গেছে।

আজ ইংরেজবাজার বিধানসভার অন্তর্গত কাজীগ্রাম অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া লিপিকা বর্মন ঘোষ মহাশয়া।

2025-05-17

আজ ইংরেজবাজার বিধানসভার অন্তর্গত কাজীগ্রাম অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া লিপিকা বর্মন ঘোষ মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কাজিগ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী সহ আরো অনেকে। প্রথম প্রকল্পটি হলো দিলালপুর কালী মন্দির থেকে সমীর ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা, যার জন্য বরাদ্দ হয়েছে ₹১৪,৬৬,৭৭৪ টাকা। দ্বিতীয় প্রকল্পটি অনুপের দোকান থেকে টিটিয়াপাড়া বাবুজ সংঘ ক্লাব পর্যন্ত রাস্তা, যার জন্য বরাদ্দ হয়েছে ₹১১,৭৯,৫৮৬ টাকা। শিলান্যাস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান, "এই রাস্তা দুটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।" তিনি আরও বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।"এছাড়াও, সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ স্থানীয় বিজেপি বিধায়কের প্রতি কটাক্ষ করে বলেন, "যারা উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তারা আজ কোথায়? তৃণমূুল কংগ্রেস কাজ করে, প্রতিশ্রুতি নয়।" এই দুটি রাস্তার নির্মাণ সম্পন্ন হলে কাজীগ্রাম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সুফল বয়ে আনবে।

কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের অঞ্চল ভিত্তিক কৃষক সচেতনতা কর্মসূচির সাংগঠনিক আলোচনা

2025-05-13

নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক: মঙ্গলবার মালদহের কালিয়াচকের সাহাবাজপুরে কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অঞ্চল ভিত্তিক কৃষক সচেতনতা কর্মসূচির সাংগঠনিক আলোচনা সভা শুরু করেন কৃষক নেতা কুরবান শেখ। এদিন কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের কালিয়াচকের সাহাবাজপুর কার্যালয়ে ব্লকের সমস্ত নেতৃত্ব ও কর্মীবৃন্দদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অসিম সিকদার, মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান সেখ সহ একাধিক নেতৃত্ব ও কর্মীবৃন্দ। অসিম সিকদার জানান, আজকে আমরা কালিয়াচক -১ ব্লকের ১৪ টি অঞ্চলের সভাপতি ও নেতৃত্ব বৃন্দ সকলকে নিয়ে এবং কুরবান দা মালদা জেলার সাধারণ সম্পাদক তার নেতৃত্বে আজকে আমরা কৃষক নেতাদের নিয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আমাদের আলোচনার বিষয় ছিল কিভাবে এই সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেসব বিষয় নিয়ে আজকের এই আলোচনা সভা। এবং আগামী ২০২৬-এ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয় লাভ করে সেদিকে লক্ষ্য রেখে কিষান সংগঠন মাঠে নেমেছে। আজ কৃষকদের নিয়ে একটি সচেতনতা বার্তা দিলাম যে প্রত্যেকটা কৃষক যেন সরকারি যেসব প্রকল্প বা সুযোগ সুবিধা রয়েছে যেন সমস্ত পরিষেবায় কৃষকরা পায়। আমাদের সরকারের যা উন্নয়ন তাতে কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক যন্ত্রপাতির ভর্তুকির মাধ্যমে এবং কৃষি বীজ থেকে শুরু করে কৃষি বীমা এবং শস্য বীমা সেটা কিভাবে পাচ্ছে বা যারা পাচ্ছেনা বঞ্চিত হচ্ছে সেদিকে লক্ষ্য রেখে চিরনি তল্লাশি চালাতে হবে। কৃষক নেতা কুরবান সেখ বলেন, যদি কোন কৃষক বঞ্চিত হয়ে যায় সেসব কৃষকের পাশে গিয়ে আমরা দাড়াব এবং সরকারি মাধ্যমে কৃষকদের পাইয়ে দেওয়ার আপ্রাণ আমরা চেষ্টা করব। অর্থাৎ সারা বাংলার পাশাপাশি কালিয়াচক -১, ২, ৩ ব্লকের মধ্যে কোন কৃষক বঞ্চিত যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কর্মীদেরকে এই বার্তাটাই দেব। সুজাপুর বিধানসভার ১৪ টি গ্রাম পঞ্চায়েতের কৃষকদের নিয়ে আলোচনা সভা করব।

পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এক ক্লাবের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডলের সহযোগিতায় 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

2025-05-12

পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের এক ক্লাবের উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডলের সহযোগিতায় 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় | জানা যায় রবিবার সন্ধ্যায় মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ক্লাব প্রাঙ্গণ এলাকায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি মোট ১০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক নিতাই মন্ডল, বিশিষ্ট ব্যক্তি পলাশ কুমার সাহা, চন্দন দাস, সুশান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা | এই অনুষ্ঠানকে ঘিরে কচিকাঁচাদের নিয়ে এক নাচ গানের অনুষ্ঠান করা হয় | ফলে আনন্দ মুখরিত এলাকাবাসি

বৈষ্ণবনগরের বীরনগর এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল বহু বাড়ি

2025-05-12

নাজমুস সাহাদাত,কালিয়াচক: ফের আগুনে পুড়ে ভস্মিভূত হল ৩০ টি বাড়ি। ঘটনা মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত এলাকার বীরনগর-১ গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলা গ্রামে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই বহু বাড়ি। এলাকাবাসীর বক্তব্য, রান্নার অনুন থেকে লাগে এই আগুন। মূহুর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ছড়িয়ে পড়ে পরপর ৩০ টি বাড়িতে। অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই অনেকগুলো বাড়ি। আরও জানা যায়, দুর্গারামটোল গ্রামে বেশকিছু কাঁচা বাড়িতে বসবাস কয়েকশত মানুষের এবং সকল পরিবারের অবস্থা অনেকটাই দুর্বল। এদিন গঙ্গার পাড় এলাকায় রবিবার সকাল প্রায় ১১ টা নাগাদ ওই দুর্গারামটোলা এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নিমেষের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে বস্তির ঘরবাড়ি। দ্রুত গ্রামবাসীরা বালতি, মগ নিয়ে পুকুর-নদী থেকে জল তুলে নেভানোর চেষ্টা করলেও তাতে কোন প্রভাবই পড়েনি! খবর পেয়ে মালদহ থেকে আসে দমকলের একটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বৈষ্ণবনগর থানার পুলিশ। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় তিশটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। স্থানীয় সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া ভস্মি ভূত হয়ে যাওয়া বাড়ির সদস্যরা গঙ্গা নদীতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পরিবারগুলোই সেখানে বসবাস করছিল। একদিকে অতিরিক্ত তাপদাহ অন্যদিকে রান্না করার সময় আগুন লাগে বলে সূত্রের খবর। বাড়িতে তাদের সকল আসবাবপত্র থেকে শুরু করে সাইকেল, মোটর বাইক, গ্যাস সিলিন্ডার, ধান, গম, চাল সহ মূল্যবান একাধিক জিনিসপত্র সম্পূর্ণটাই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কোনও কিছুই তাদের বাঁচানো সম্ভব হয়নি। ত্রিশটি পরিবার একেবারে এখন নিঃস্ব। ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। অন্যদিকে মোথাবাড়ি থানা এলাকার কাহালা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই পরপর দুটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্না করার সময় একটি রান্নাঘরে হঠাৎই আগুন লাগে সেই রান্না ঘর থেকে অন্য একটি রান্নাঘরে আগুন ছড়িয়ে রবিবার সকাল ১০ টা নাগাদ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এদিন উত্তর লক্ষীপুর অঞ্চলের কাহালা গ্রামের বাসিন্দা সাবুর আলী শেখ ও সাখিম উদ্দিন নামে দুই ব্যক্তির বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকল ইঞ্জিন তবে দমকল আসার আগে গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে খবর। কালিয়াচক-৩ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুকান্ত সিকদার জানান, বীরনগর-১ গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলায় গঙ্গার পাড়ে একটি জায়গা আছে সেখানে একটা বস্তিতে সাড়ে এগারোটা বারোটা নাগাদ কিভাবে আগুন লাগে এর কারণ এখনো আমি জানিনা। মোটামুটি কুড়ি-পঁচিশটা ঝুপড়ি ঘর। খুবই গরীব মানুষ তারা। সেই ঘর গুলো পুড়ে গেছে। ওই এলাকায় আমরা যোগাযোগ করেছিলাম ফায়ার ব্রিগেড এসে ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং থানার আইসি সাহেবও ছিলেন। যেহেতু খড়ের বাড়ি আর চড়া রোদ তাই বাড়িগুলো পুরে ছাই হয়ে যায়। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা টিমকে পাঠানো হয়েছিল এবং সরকারিভাবে যেটা সম্ভব ত্রিপল, কাপড়, বাসনপত্র পৌঁছানো হয়েছে। পরবর্তীকাল আর কোনো ব্যবস্থা থাকলে আমরা করে দেব।

আল-জামিয়া আল ইসলামিয়া মালদা শাখার উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য, কৃতি ছাত্রদের সংবর্ধনা।

2025-05-08

নাজমুস সাহাদাত, মালদহ: বুধবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি ড. চিরঞ্জিত ভট্টাচার্য বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরিক্ষার ফলাফল প্রকাশ করেন। দুর্দান্ত ফল! মালদহের হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত আল জামিয়া আল ইসলামিয়া মালদহ ক্যাম্পাসের হাসানুর জামান প্রায় ৯২ শতাংশ নম্বর পেয়েছে, অন্যদেরও চমৎকার ফল! জানা যায়, মাত্র দুই বছরে দুর্দান্ত ফলাফল করল হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত আল জামিয়া আল ইসলামিয়া মালদহ ক্যাম্পাস। এ বছরের উচ্চমাধ্যমিকে প্রায় ৯২ শতাংশ নম্বর পেয়েছে মিশনের ছাত্র হাসানুর জামান। হাসানুর জামান ৪৫৮ নম্বর পেয়েছে, শতাংশের হিসাব অনুযায়ী ৯১.৬ শতাংশ। আরও ছাত্র মেহেদী হাসান ৪৫৬ নম্বর পেয়েছে, শতাংশের হিসাবে ৯১.২ শতাংশ, মাহমুদ আলম ৪৫০ নম্বর পেয়েছে, শতাংশের হিসাবে ৯০ শতাংশ। এই ক্যাম্পাস থেকে মোট ৩১ জন পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। সকলেই কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে পাশ করেছে। ২২ জন ছাত্র স্টার মার্ক পেয়েছে। এই অসামান্য রেজাল্ট এর পর খুশি মালদহ জেলা ক্যাম্পাসের পরিচালক মাওলানা আব্দুল ওদুদ। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান, আমরা এই রেজাল্টে অত্যন্ত খুশি। মাত্র দুই বছরেই ছেলেরা এত ভালো রেজাল্ট করবে ভাবতেই পারিনি, আগামীতে রাজ্যে এক থেকে দশের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত আল জামিয়া আল ইসলামিয়া মালদহ ক্যাম্পাসের পরিচালক মাওলানা আব্দুল ওদুদু বলেন, আল-জামিয়া আল ইসলামিয়া মালদহ শাখার আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ফলাফল ভালো হয়েছিল ৮০% শতাংশের উপরে অনেকেই নম্বর পেয়েছিলো। এবছরে খুব ভালো ফল হয়েছে। আমাদের প্রতিষ্ঠান থেকে হাসানুজ্জামান সে ৯২% নম্বর পেয়েছে। এছাড়াও মেহেদী হাসান পেয়েছে ৯১% শতাংশ, তৃতীয় হয়েছে মেহেবুব আলাম ৯০% শতাংশ পেয়েছে। এখানে ১৭ জন ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে এবং ক্যাম্পাস থেকে পরীক্ষা দিয়েছিল প্রায় ৩১ জন ছাত্র তার মধ্যে ১৭ জন ৮০% শতাংশের বেশি নম্বর পেয়েছে। আমরা ছাত্রদের মনোবল শক্তি বাড়ানোর জন্য তাদের সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আমদের উদ্দেশ্যে মূলত সোশ্যাল সায়েন্স হিউম্যানেটিস এর মধ্যে ইকোনোমিক, পলিটিক্যাল সাইন্স, ইতিহাস, উর্দু, আরবি, বাংলা ও ইংরেজি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে পড়ানো হয়। সেসব বিষয়গুলোকে নিয়ে যাতে তারা গবেষণা করতে পারে এবং সোসাইটির জন্যে একটা অবদান রাখতে পারে।

হাই মাদ্রাসায় যুগ্নভাবে রাজ্যে তৃতীয় স্থান আলিফ নুর খাতুন

2025-05-03

হাই মাদ্রাসায় যুগ্নভাবে রাজ্যে তৃতীয় স্থান আলিফ নুর খাতুন তার প্রাপ্ত নম্বর - ৭৭২ মোহাম্মাদিয়া হাই মাদ্রাসা

মাধ্যমিকের ফলাফল প্রকাশে মালদহের ৭ জন পড়ুয়া প্রথম দশের মধ্যে স্থান দখল

2025-05-03

নাজমুস সাহাদাত, কালিয়াচক: শুক্রবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ করলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ। মাধ্যমিকের ফলাফল প্রকাশে মালদহের ৭ জন পড়ুয়া প্রথম দশের মধ্যে স্থান দখল করেছে। যার মধ্যে কালিয়াচকের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট স্কুল থেকে ইনজাম উল হক ও কালিয়াচক আবাসিক মিশনের আসিফ মেহেবুব রাজ্যে অষ্টম আরও কালিয়াচকের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমিনা বানু ও উবাই সাদাফ দশম স্থান অধিকার করেছে। কৃতি ছাত্র ইনজাম উল হকের বাবা মাইনুল হক একজন পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাড়ি কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার অনুপ নগর গ্রামে। ইনজাম উল হক টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম শ্রেণীতে মেধা তালিকায় ভর্তি হয়েছিলেন ইনজাম। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং দরিদ্র পরিবার থেকে উঠে এসে আজকে সে রাজ্যের সেরা। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৮ পেয়ে রাজ্যে অষ্টম হয়েছে অন্যদিকে আসিফ মেহেবুবের প্রাপ্ত নম্বর ৬৮৮ পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে। তাদের সাফল্যে অত্যন্ত আনন্দিত স্কুল কর্তৃপক্ষ ও তাদের পরিবার সহ এলাকাবাসী। কালিয়াচক আবাসিক মিশনের কৃতি ছাত্রদের উভয়েরই ইচ্ছে আগামীতে ডাক্তার হওয়ার। এদিন কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা পত্র তুলে দেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা প্রতিনিধিদল।স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধার কুরবান সেখ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। কৃতি ছাত্রদের মিস্টিমুখ করিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। অন্যদিকে মালদহে রতুয়া ব্লকের মাগুরা এলাকার ছাত্র আসিফ মেহেবুবকে নজড় কাড়া ফলাফলের জন্যে কালিয়াচক আবাসিক মিশনের সম্পাদক আমিরুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকারা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা ও মিস্টি মুখ করানো হয়। এবং কা‌লিয়াচ‌কের জগদীশপুর গ্রা‌মের আমিনা বানু ৬৮৬ নম্বর পেয়ে দশম এবং সুজাপুরের কৃতি ছাত্র উবাই সাদাফ ৬৮৬ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। তার বাবা মা মে‌য়ের সাফ‌ল্যে খু‌শি। আমিনা জানায়, সে দৈনিক ৫ থে‌কে ৬ ঘণ্টা পড়া‌শোনা ক‌রে‌ছে। যার ফল স্বরূপ প্রত্যেক‌টি বিষ‌য়ে তার ৯৬-এর ওপর নম্বর এসে‌ছে। ওর ইচ্ছা ইউপিএস‌সি শেষ ক‌রে আইএএস অ‌ফিসার হ‌ওয়ার। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন জানান, এই বছরে মাধ্যমিক পরীক্ষার্থী ৬২ জন ছেলে মেয়ে এবার অ্যাফিলিয়েশন পাওয়ার পর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে এবার আমাদের আশা ছিল মাধ্যমিকে বোর্ডের ভালো র‍্যাঙ্ক করবে যাইহোক দুর্ভাগ্য বশত একজনই বোর্ডে র‍্যাঙ্ক করেছে। প্রথম থেকে দশ এর মধ্যে একজন অষ্টম স্থান অধিকার করেছে। ধারাবাহিকভাবে আমাদের ২০১৮ সাল থেকে চলছে কখনো একজন কখনো তিনজন কখনো চারজন। আগামী দিনে এই ধারাবাহিকতা বজায় থাকবে আশাকরি। কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি তবে ভাগ্যে না থাকলে তো কিছু করার নেই তবে ভাগ্যে আমি বিশ্বাসি। কালিয়াচক আবাসিক মিশনের সম্পাদক আমিরুল ইসলামের বক্তব্য, ১১৯ জন পরীক্ষার্থী সবাই পাশ করেছে ৮৫% রেজাল্ট করেছে প্রায় ৮০ জন ৯০% প্লাস পেয়েছে ৩৫ জন। ৯৫% ক্লাস পেয়েছে ৯ জন একজন বোর্ডে রাঙ্ক করেছে বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছে আমাদের শুরুতেই ২০০৭ সালে মাদ্রাসা বোর্ডে তৃতীয় হয়েছিল এবারের মাধ্যমিক বোর্ডে অষ্টম স্থান করায় আমরা স্বাভাবিকভাবে গর্বিত। বরাবরি আমাদের রেজাল্ট খুব ভালো হয়।

জাতীয় সড়ক পারাপারের ক্রসিং ও ট্রাফিক সিগন্যালের দাবিতে ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর।

2025-04-28

জাতীয় সড়ক পারাপারের ক্রসিং ও ট্রাফিক সিগন্যালের দাবিতে ১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। সোমবার সকাল সাড়ে দশটা থেকে পুরাতন মালদার চেঁচুমোড় ১২ নং জাতীয় সরকারের উপর প্রায় ঘন্টাখানেক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন স্থানীয় শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং এলাকার বাসিন্দারা। অবরোধকারীদের দাবি, দীর্ঘ আট মাস আগে জেলাশাসক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ক্রসিংয়ের দাবিতে লিখিত আকারে জানানো হয়েছিল | কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ শুরু না হওয়ায় অবশেষে সোমবার সকাল থেকে তারা অবরোধের এই পথ বেছে নেয়। যদিও ঘন্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের পেট্রোলিন টিম | তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এই অবরোধের ফলে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটেথ সৃষ্টি হয়।

পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইক চালকের ।

2025-04-28

পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইক চালকের । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পুরাতন মালদার মিশন রোড ১২ নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত যুবকের নাম সায়ন চক্রবর্তী (৩০), | বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। শনিবার দুপুর তিনটে নাগাদ মোটরবাইক চালিয়ে গাজোলের দিকে যাচ্ছিল ১২ নং জাতীয় সড়ক ধরে, তখনই পেছন থেকে এক লরি এসে সজরে ধাক্কা মারা এবং দুর্ঘটনার ফলে ওই মোটর বাইক চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় । ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ সহ এন এইচ টোল প্লাজার প্যারামেডিকেল টিম। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সূত্র মারফত জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবক মঙ্গল বাড়ির এফসিআই গোডাউনে কর্মরত ছিল, সম্ভবত দক্ষিণ দিনাজপুর বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে | যদিও ঘাতক লরিটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে | তবে মালদা থানার পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘাতক লরিটিকে আটক করার চেষ্টা করছে। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ ১২ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় অবশেষে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

গরম থেকে বাঁচতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।

2025-04-28

গরম থেকে বাঁচতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মানিকচক; মালদা: চলছে তীব্র দাবদাহ।গরম থেকে পরিবারের মানুষকে রেহাই দিতে ঘরে পাখা লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহকর্তার। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা নাগাদ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ডোমাট মনকুত বাঁধ এলাকায়।জানা গেছে,মৃত ব্যক্তির নাম কৃষ্ণ মন্ডল(৩৯)।পেশাই তিনি দিন মজুর ছিলেন।পরিবারে স্ত্রী এবং তিন সন্তান রয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে,বিগত দুইদিন আগে ভিন রাজ্যে থেকে বাড়ি ফিরে এসে তিনি। তীব্র গরম থেকে পরিবারকে রেহাই দিতে একটি পাখা নেন কৃষ্ণ।সেই পাখা ঘরে লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় মৃত্যু হয়। ফলে মাটিতে লুটিয়ে পড়ে কৃষ্ণ। পরিবারের লোকজনদের নজরে আসতেই তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীন হাসপাতাল নিয়ে আসেন। তবে ততক্ষণে সব শেষ। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে খবর। এদিকে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।

বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মহিলার মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়দের তীব্র বিক্ষোভ ।

2025-04-28

বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মহিলার মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়দের তীব্র বিক্ষোভ । শনিবার অন্ডাল থানার মদনপুর পঞ্চায়েত এলাকায় বালি বোঝাই ট্রাকের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মদনপুর এলাকার। জানাযায় যে কাজলী সাধু নামের এক আশা কর্মী স্বামীর সঙ্গে স্কুটিতে চড়ে পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় মদনপুর থেকে বক্তানগর যাওয়ার রাস্তায় একটি বালি বোঝাই ট্রাক তাদের স্কুটিকে ধাক্কা মারে, ফলে কাজলী সাধুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর মহিলা অনেকক্ষণ জীবিত ছিলেন, কিন্তু সময়মতো হাসপাতালে না নিয়ে যাওয়ায় তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমিয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আছে অন্ডাল থানা এবং অন্ডাল ট্রাফিক বিভাগের পুলিশ । পরিস্থিতি সামাল দিতে আণ্ডাল থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাত্য বসুর সাংবাদিক সম্মেলন

2025-04-23

ব্রাত্য বসুর সাংবাদিক সম্মেলন রামানুজন গঙ্গোপাধ্যায়, আর শিক্ষা সচিব আছে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভাবে চাকরিহারাদের পাশে রয়েছেন। তার নির্দেশে আমরা কাজ করছি‌। মুখ্যমন্ত্রী আজ বলেছেন চাকরি আমরা দিয়েছি ব্যাবস্থাও আমরা করো‌ কিন্তু কারা চাকরি কাড়লো সেটা দেখতে হবে‌ । আমরা এটাও জানিয়েছি দ্রুত রিভিউ পিটিশনে যাবো। সুপ্রিম কোর্টের রায় মানতে আমরা দায়বদ্ধ। তারপরেও মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার কাজ করছেন। তাই এমন কিছু করা উচিত নয় তাতে আপনাদের রিভিউ পিটিশন কে দুর্বল করে। আপনাদের এবং আমাদের কন্টেপ অফ কোর্ট যাতে না হয় সেই দিকে নজর রাখতে হবে‌ ‌ অনুরোধ করবো আপনারা ডিসেম্বর পর্যন্ত স্কুলে যান আমরা ব্যাবস্থা করবো। কালকেও ডিভিশন বেঞ্চে এস এসসি র মামলা রয়েছে। আপনারা এস এস সি চেয়ারম্যান কে আটকে রাখা আছে। অনুরোধ আপনারা আপনাদের কাজ করূন আমাদের কাজ আমাদের করতে দিন। সুপ্রিম কোর্ট আমাদের কোনো তালিকা প্রকাশ করতে বলেননি। চাকরি হারা যাদের ওনাদের লড়াইয়ের জন্য চেয়েছেন তারাই আমাদের পরামর্শ দিয়েছেন তাই আমরা করতে পারিনি। ১৭২০০ জন যে তার মধ্য শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই তালিকা দিয়েছেন । তাই আমাদের ভাগ আছে আমরা সেটাই করছি।কে স্কুলে যাবে আর কে যাবেনা সেটা আমরা জানি। কতগুলো কাউন্সিল বৈধ বা অবৈধ আমরা এমন কোনো কথা বলেনি আরও চেয়ারম্যান ও বলেনি আর কারা স্কুলে যাবে আমরা সেটা নিয়ে কাজ করছি‌ । আর ওনারা এইসব করে ওনাদের রিভিউ পিটিশনের বাঁধা দিচ্ছেন। ওনারা এগুলো করে ঠিক করছেন না। পর্ষদের সামনে এবং এস এস সির সামনে যেভাবে খাবার ওষুধ নিয়ে যেতে দেওয়া হচ্ছেনা এটা একেবারে ঠিক নয় পর্ষদে এখন মাধ্যমিক রেজাল্টের গুরুত্বপূর্ণ কাজ চলছে। সেখানে এগুলো করা ঠিক‌ নয়। কার যদি কিছু হয় সেটাও ভাবতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী পাশে রয়েছেন সেখানে এই আন্দোলনের যৌক্তিকতা কী। ওনারা যদি আমাদের সঙ্গে বৈঠক করতে চান আমরা রাজি। কিন্তু অন্যদিকে এস এসসি চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে আপনাদের জন্য কাজ করছে আর তাদের সঙ্গে আপনার এমন করলে কী হবে। কাল কেস রয়েছে এস এসসি র তাকে কাজ করতে না দিলে কী করে হবে। অবিলম্বে আপনাদের আন্দোলন প্রত্যাহার করা দরকার। তালিকা প্রকাশৈ আমাদের অসুবিধা নেই কিন্তু আইনে পরামর্শে বলছে কন্টেম্প ওফ কোর্ট হতে পারে। পাশে দাঁড়ানো এবং মানবিকতা আমরাই দেখাচ্ছি। রামানুজ গঙ্গোপাধ্যায় : আমরা যাদের জন্য সময় চেয়েছিলাম তাদের মধ্যে ১৭২০৬ জনের নাম রয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন কারা যোগ্য আর কারা অযোগ্য ‌ তাদের আমরা ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার নোটিস দেওয়া হয়েছে। তাদের বেতন বন্ধ করা হয়নি । তাহলে অনিশ্চয়তা টা কোথায়। আপনারা কাজে যাচ্ছেন কেন। এস এস সি লিস্ট দেবেন ।এসএসসি তালিকা করছেন। সেই তালিকা প্রকাশ করা হবে। কতজন স্কুলে যাবেন। চাকরি হারালেন বলবো আপনারা কেন এমন করছেন আমাদের কাজ করতে দিন। আবার বৈঠক করতে চাইলে রাজি। এমন কোনো কিছু করবেননা যাতে এস এস সি এবং মধ্য শিক্ষা পর্ষদের কোনো সমস্যা না হয়‌

কাশ্মীরে জঙ্গি হামলার সাক্ষী, হুগলির পরিবার আতঙ্কে – শিশুর মুখ বন্ধ

2025-04-23

কাশ্মীরে জঙ্গি হামলার সাক্ষী, হুগলির পরিবার আতঙ্কে – শিশুর মুখ বন্ধ কাশ্মীরে ফের জঙ্গি হামলার রক্তচক্ষু। প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। এই ভয়াবহ ঘটনার সরাসরি সাক্ষী হুগলির ব্যান্ডেল টায়ার বাগানের বাসিন্দা চঞ্চল দে ও তাঁর পরিবার। বেড়াতে গিয়ে সন্ত্রাসের কবলে পড়েছেন তিনি, তাঁর স্ত্রী এবং ছোট পুত্র। চঞ্চলবাবু জানান, আচমকা গুলির শব্দ ও হাহাকার। চোখের সামনে মৃত্যু, আতঙ্ক আর চরম বিশৃঙ্খলা। সেই দৃশ্যের মানসিক আঘাতে তাঁদের পুত্র শিশুটি সম্পূর্ণভাবে চুপ করে গিয়েছে। কথা বলা বন্ধ করে দিয়েছে সে। বর্তমানে পরিবারটি কাশ্মীরেই আটকে পড়েছে। নিরাপত্তা ও মানসিক চিকিৎসার জন্য প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় বাসিন্দারাও দ্রুত উদ্ধার এবং পর্যাপ্ত সাহায্যের আহ্বান জানিয়েছেন।

স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন,আলুর ঝোল। পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ।

2025-04-16

মালদা:-স্টিলের থালায় ভাতের উপরে ছড়ানো সয়াবিন,আলুর ঝোল। পাশাপাশি বসে সে থালা থেকে ভাত মেখে খেতে ব্যস্ত দুই বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ। মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজাজে ভাত খাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায়। মোথাবাড়ি, মুর্শিদাবাদ আবহে সন্দীপ, সোলেমান জুটির ভাগ করে ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের। মোথাবাড়ি বিধানসভার বাঙিটোলা চক্রে ১৯৪৭ সালে গড়ে ওঠে অলিটোলা প্রাথমিক বিদ্যালয়। স্কুলে প্রাক্ প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ২৮১জন ছাত্রছাত্রী রয়েছে। প্রধান শিক্ষক সহ ১০ জন শিক্ষক রয়েছেন। দ্বিতল স্কুল বাড়ির দেওয়াল জুড়ে কার্টুন এবং মনীষীদের ছবি। মিড-ডে মিল খাওয়ার জন্য ঝা চকেচকে ডাইনিং রুম। সে স্কুলেই ছাত্র বাঙিটোলা ফিল্ড পাড়ার বাসিন্দা সন্দীপ সাহা এবং সোলেমান শেখ। জানা গিয়েছে, সন্দীপের বাবা শম্ভু সাহা ভ্যান চালান। আর সোলেমানের বাবা রসুল শেখ দিনমজুর। সন্দীপ তিন ভাই এবং সোলেমানের পাঁচ বোন ও তিন ভাই। প্রায় আট মাস আগে স্কুলের ডাইনিং রুমে মিড-ডে মিল এক থালায় সন্দীপ এবং সোলোমানকে খেতে দেখে মোবাইলে ভিডিয়ো বন্দি করেন স্কুলেরই শিক্ষক রবিউল ইসলাম। তাদের ভাত খাওয়ার ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন রবিউল। মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে অস্থিরতার পরে ফের সে ভিডিয়ো তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন। মালদার সম্প্রীতির ছবি হিসেবে বছর আটের সন্দীপ এবং সোলেমানের ভিডিয়ো এখন ভাইরাল নেট দুনিয়ায়।

শান্তিনিকেতনে বিশেষ উপাসনার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত।।

2025-04-16

ভোরে বৈতালিক, সকাল সাতটায় মন্দিরে বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে বিশেষ উপাসনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ কে স্বাগত জানালো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী, আশ্রমিক, অধ্যাপক, কর্মীরা উপস্থিত ছিলেন। ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। রবীন্দ্র রীতি অনুযায়ী বাংলা নতুন বছর ১৪৩২ সালকে স্বাগত জানালো শান্তিনিকেতন। ভোর বেলায় বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মী, আশ্রমিক রবীন্দ্র সংগীত গাইতে গাইতে শান্তিনিকেতন আশ্রম পরিক্রমা করেন। বৈতালিকের শেষে সকাল সাতটায় শুরু হয় নববর্ষর বিশেষ উপাসনা। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উপস্থিত উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। বৈদিক মন্ত্রপাঠ, রবীন্দ্র সংগীতের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো। বাংলা নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠান সকাল ন'টায় অনুষ্ঠিত হবে শান্তিনিকেতনের মাধবীবিতানে। পাঠভবন ও শিক্ষাসত্র সহ বিভিন্ন ভবনের ছাত্র-ছাত্রীরা বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিশ্বভারতীর রীতি অনুযায়ী নতুন বছরের কার্ড এবং লাড্ডু বিতরণ পুরনো প্রথা। যা ঐতিহ্যের কথা মাথায় রেখেই পালন করা হবে। সন্ধ্যায় শান্তিনিকেতন গৌড় প্রাঙ্গণের মূল মঞ্চে হবে রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা। অংশগ্রহণ করছে বিশ্বভারতের পাঠভবনের কচিকাঁচারা।

জলপাইগুড়ি জেলার সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়ার বাসিন্দা আহাজাদ আলী গত ৮ বছর আগে গড়াল বাড়ির সভার হাট থেকে নিখোঁজ হয়ে যায়।

2025-04-13

জলপাইগুড়ি জেলার সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের চৌধুরীপাড়ার বাসিন্দা আহাজাদ আলী গত ৮ বছর আগে গড়াল বাড়ির সভার হাট থেকে নিখোঁজ হয়ে যায়। আহজাদ আলীর বাড়ির লোকজন থানায় লিখিত অভিযোগ জানান। কিন্তু ৮ বছর কেটে গেলেও পাওয়া গেল না আহজাদ আলীকে। আহজাদ আলীর পরিবারে রয়েছেন তিন সন্তান, স্ত্রী এবং তার মা। দীর্ঘ আট বছর ধরেই পথ চেয়ে বসে আছেন আহজাদ আলীর মা। তার মায়ের একটাই আশা শেষবারের মতো তার সন্তানকে দেখে যাতে মৃত্যু হয় এটাই তিনি আশা করেন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আহজাদ আলীর মা কাতর আর্জি জানান যাতে তার ছেলেকে খবরের মাধ্যমে পাওয়া যায়। বাড়ির পরিবারের লোকজন সবাই পথ চেয়ে বসে আছে সেই আহজাদ আলীর জন্য। যদি কোন সহৃদয় ব্যক্তি এই খবরটি দেখে এই আহজাদ আলীকে চিনতে পারেন তাহলে তাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন।

বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজার চাকরি যাওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল তৃণমূলের।

2025-04-12

মালদা ;- ২৬ হাজার চাকুরি বাতিল হল কেন? সিপিএম-বিজেপি জবাব দাও। এমনটাই স্লোগান তুলে মালদার মোথাবাড়িতে পথে নামলেন তৃণমূল ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। কালিয়াচক-২নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে যৌথভাবে এক ধিক্কার মিছিল আয়োজন করা হল মোথাবাড়ি এলাকায়। মিছিলে নেতৃত্ব দিয়ে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকুরি বাতিল ইস্যুতে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সুর চড়ালেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল

পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ, বুকে লাথি মারার জন্যএস ইউ সি আই সি এর তীব্র নিন্দা করে এবং দোষী পুলিশের শাস্তি দাবি তুলে প্রতিবাদ মিছিল

2025-04-11

পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ, বুকে লাথি মারার জন্যএস ইউ সি আই সি এর তীব্র নিন্দা করে এবং দোষী পুলিশের শাস্তি দাবি তুলে প্রতিবাদ মিছিল বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- এস ইউ সি আই সি মথুরাপুর দুই নম্বর ব্লক পক্ষ থেকে জানান তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতির পরিণামে স্বচ্ছতা ও দক্ষতার ভিত্তিতে কর্মরত থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় হয়েছিল। মুখ্যমন্ত্রী দুদিন আগে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে ত্রাতা হিসাবে দেখাতে চাইলেন, অথচ কসবা ডি আই অফিস, বর্ধমান, মালদা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর পুলিশ সেই শিক্ষকদের উপর ব্যাপক লাঠিচার্জ করল, বুকে লাথি মারল। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী হিসাবে তাঁর এই আচরণ এক কথায় সম্পূর্ণ দ্বিচারিতা। আমরা এর তীব্র নিন্দা করছি এবং দোষী পুলিশের শাস্তি দাবি করছি। এর প্রতিবাদে আজ ১০ এপ্রিল সারা বাংলা প্রতিবাদ দিবসে রায়দিঘী, মথুরাপুর,ঢোলা, মন্দিরবাজার,বিষ্ণুপুর সহ বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করা হয়। এদিন রায়দিঘী থানাতে বিক্ষোভ মিছিল পৌঁছালে পুলিশ থানার গেট গার্ডরেল দিয়ে মিছিলের পথ আটকেদেয়। এর পর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে সভা হয়। আজকের এই আন্দোলনে নেতৃত্ব দেন এস ইউ সি আই সি এর পক্ষ থেকে গুনসিন্ধু হালদার, বিশ্বনাথ সরদার, বামদেব হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। এস ইউ সি আই সি এর পক্ষ থেকে এই মিছিল থেকে জানান রাজ্য সরকার দোষী পুলিশের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এবং যজ্ঞ স্কুল মাস্টারদের চাকরিতে না ফেরালে, পরবর্তীতে এই রাজ্য সরকারের বিরুদ্ধে আরও আন্দোলন চালিয়ে যাবো।

মালদা বিজেপির নগর মন্ডলের উদ্যোগে একটি চায় পে চর্চার আয়োজন

2025-04-11

শুক্রবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড়ে পুরাতন মালদা বিজেপির নগর মন্ডলের উদ্যোগে একটি চায় পে চর্চার আয়োজন করা হয় ।এই চায় পে চর্চায় অংশ নেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ তৎ সহ উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি প্রতাপ সিং এছাড়াও উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ জেলা এবং ব্লক বিজেপি নেতৃত্ব। এদিন এই চায় পে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যের তৃণমূল সরকারকে তুলনা করেন বিশেষ করে ২৬ হাজার চাকরিহারা শিক্ষকদের বিষয় নিয়ে এবং ওয়াকফ বিল নিয়ে। দিলীপ ঘোষ জানান রাজ্যে মুখ্যমন্ত্রী টাকা নিয়ে যে চাকরি দিয়েছে এবং এইসব নির্দোষ শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছে সেই অপরাধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একদিন জেলে যেতেই হবে | পাশাপাশি মালদার পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করান। পুলিশ একশ্রেণীর মানুষের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করছেন এমনটাই অভিযোগ তুলেন এবং আগামী দিনের সকল সনাতনী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।

শিল্প ও বাণিজ্য বিষয়ক: দ্বিদিবসীয় আন্তর্জাতিক অনলাইন সেমিনার কালিয়াচক কলেজে

2025-04-10

আমেরিকার নিউ ইয়র্ক থেকে বাংলা তথা মালদার কালিয়াচক কলেজের ওয়েবিনারে যোগদান করলেন বাবু খালফান এবং তাজিম খালফান। এই আন্তর্জালিক পদ্ধতিতে অনুষ্ঠিত দুই-দিবসীয় আন্তর্জাতিক সেমিনারের মূল বিষয় "ব্রেকিং দ্যা বেরিয়ার্স : এন্ট্রো্প্রেনারসিপ ফর অল উইথ স্পেশাল ফোকাস অন উইমেন"। শতাধিক ছাত্র-ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকার যোগদানে সাফল্যমন্ডিত হয় এই কর্মসূচি। কলেজের ক্যারিয়ার কাউন্সেলিং শেল প্লেসমেন্ট সেল এবং উইমেন্স সেল এর সংযুক্ত উদ্যোগে আয়োজিত ও পরিচালিত হয় এই আলোচনা চক্র মূলক কর্মকাণ্ড। এই সময় উপযোগী বিষয়ের উপরে অনুষ্ঠিত ওয়েবেনারে সভাপতিত্ব করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান। দুই দিন ব্যাপী এই ওয়েবিনারের কনভেনার নিযুক্ত হয়েছিলেন আরবি বিভাগের প্রধান ডঃ মুজতবা জামাল এবং রসায়ন বিভাগের পৌলমী জানা। প্রথম ও দ্বিতীয় দুই দিনেই টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডঃ মনিরুল ইসলাম । এই অনলাইন সেমিনারের প্লেনারি সেশন পরিচালনা করেন কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরান্স সেল ( আইকিউএসি ) এর কো-অর্ডিনেটর ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুব্রত কুমার দাস। প্রথম টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইংলিশ বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট এ. কে. ফজলুল হক দ্বিতীয় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন পলিটিক্যাল সাইন্স এর বিভাগীয় প্রধান অধ্যাপিকা বিজয়া মিশ্র এবং এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপিকা মৌসুমী সরকার। সভাপতিির ভাষণে প্রিন্সিপাল, ড. নাজিবর রহমান, আমেরিকা থেকে যোগদানকারী দুই রিসোর্স পারসন সহ শিক্ষাবিদ, অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রীদের কৃতজ্ঞতা স্বীকার করেন, কালিয়াচক কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর মূল্যায়নে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ এই তিন জেলার মধ্যে একমাত্র "এ গ্রেড" কলেজের স্বীকৃতি পাওয়ার জন্য। তিনি আরো উল্লেখ করেন একবিংশ শতাব্দীর বর্তমান প্রজন্মের যুবক-যুবতী, ছাত্র-ছাত্রীদের এবং আগন্তুক প্রজন্মের নাগরিকদের নতুন দিশা দেখানোর দায়িত্ব পালন করে চলেছে ভারতের প্রথম শ্রেণীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত কালিয়াচক কলেজ । আর তারই ফলশ্রুতি হিসেবে শুধু চাকুরী-প্রার্থী সুলভ মানসিকতা তৈরি হওয়ার চাইতে উদ্যোগপতি হওয়ার মাধ্যমে চাকুরীদাতা সুলভ মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে বেশি করে জাগ্রত করার লক্ষ্যে এই ধরনের এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট বিষয়ে সেমিনার আয়োজন করা হয়। ইউনাইটেড স্টেটস এর নিউ ইয়র্ক সিটির সিগনেজ প্লাস ডিকাল কোম্পানির প্রতিষ্ঠাতা মি. বাবু খালফান তার কিইনোট এড্রেস এ তুলে ধরেন উদ্যোগ বা এন্টারপ্রেনারশিপ রাতারাতি গড়ে ওঠে না, ধৈর্য সহকারে, সততার সাথে বীজ বপন করতে হয় এবং লাগাতোর প্রচেষ্টার ফলে বিশাল আকার বৃক্ষ হিসেবে বৃদ্ধি লাভ করার মাধ্যমে সাফল্য অর্জিত হয় । সিগনেজ বিজনেস এর অপর কর্ণধার তাজিম খালফান বিশেষ ভাষণে উল্লেখ করেন, ব্যবসা-বাণিজ্য গড়ে তোলা বা উদ্যোগপতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মহিলাদের সামাজিক ও পারিবারিক কিছু বাধ্যবাধকতা থাকলেও তাদের যোগ্যতা ও দক্ষতা প্রশ্নাতীত, পরিবেশ এবং সহযোগিতা পেলে তারাও শিল্প ও ব্যবসা করার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে অনায়াসেই।

কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরিষা ২৪৬ মোড়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ

2025-04-04

কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরিষা ২৪৬ মোড়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- এপ্রিল থেকেই ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার কপালে চিন্তার ভাঁজ। এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধের দাম বৃদ্ধির ইস্যুতে কেয়েক দিন আগে পথে নামারও ডাক দিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্র এবং শনিবার রাজ্যের প্রতি ব্লক এবং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশ কে পথেও করে এদিন ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় সারা বিধান সভার পাশাপাশি সরিষা ২৪৬ মোড়ে ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েনের তথ্যাবোধনে কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন,শিক্ষক নেতা মইদুল ইসলাম,দুই নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি, দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি,সহ সভাপতি রফিক মোল্লা,দুই নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,সংখ্যালঘু সেলের সভাপতি রফিক মোল্লা সহ দুই নম্বর ব্লকের সকল প্রধান,উপপ্রধান অন্যান্য সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ। সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বিধায়ক পান্নালাল হালদার বলেন, তাঁরা আছে কীসের জন্য? ওষুধের দাম বাড়িয়ে আদতে সাধারণ গরিব মানুষের ক্ষতি করা হচ্ছে বলে স্পষ্ট দাবি করেন।

বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক যুবকের মৃ*তদে*হ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার পাথার অমরপুর এলাকায়।

2025-04-04

বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক যুবকের মৃ*তদে*হ উদ্ধারের ঘটনায় শুক্রবার সাত সকালে জোর চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার পাথার অমরপুর এলাকায়। ঘটনায় খুনের অনুমান করছেন মৃত যুবকের পরিবারবর্গ। জানা গেছে, মৃত যুবকের নাম বিশ্বনাথ মুর্মু। বয়স ২০ বছর। বাড়ি হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের ডুহুটোলা এলাকায়। কিন্তু শুক্রবার সাত সকালে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হবিবপুর অঞ্চলের পাথার অমরপুর এলাকায়। পরিবারবর্গের দাবী, তার ছেলের সঙ্গে পাথার অমরপুর এলাকার এক বিবাহিত মহিলার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলে ফোন পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর শুক্রবার ভোর রাতে খবর পান ছেলের মৃতদেহ পড়ে রয়েছে পাথার অমরপুর এলাকায় ওই মহিলার বাড়ির পেছনে। এই খবর পেয়ে তারা সেখানে ছুটে যান এবং দেখতে পান তার ছেলের মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। পাশেই তার মোবাইল পড়ে আছে। এই দৃশ্য দেখে তারা তৎক্ষণাৎ হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ

টেন্ডার পাওয়ার জন্য ভুঁয়ো নথি দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে।

2025-04-04

টেন্ডার পাওয়ার জন্য ভুঁয়ো নথি দেওয়ার অভিযোগ উঠল অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূল অঞ্চল সভাপতি এর বিরুদ্ধে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ব্লক প্রশাসনের কাছে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এ নিয়ে অস্বস্তি ছড়িয়েছে। কারণ ঋষিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। আর এখানেই টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্যে। বিষয়টি নিয়ে তদন্তে আস্তা দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান শান্তি সিকদার। তিনি বলেছেন গ্রামের কিছু বাসিন্দা অভিযোগ করেছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে তদন্ত করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ জানানো হয়েছে। এ বিষয়ে অঞ্চল সভাপতি অপুল মজুমদার বলেন, যাচাই করে দেখুক। তারপর কাজ দিবে কি না দিবে ওনাদের ব্যাপার। যদিও ভারতীয় জনতা পার্টির মালদা মন্ডল ১-এর জিএস দিলীপ কুমার মন্ডল বলেন নিজেদের মধ্যে কাঠ মানির ভাগ যোগ নিয়ে গন্ডগোল |

বর্তমানে পশ্চিমবঙ্গে যা চলছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার।

2025-04-04

মালদা:- বর্তমানে পশ্চিমবঙ্গে যা চলছে তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গত পাঁচ মাস ধরে মহিলা কমিশনের দায়িত্ব পেয়েছি তার মধ্যে এতগুলো বাংলার রিপোর্ট করতে হয়েছে। আগে বাংলায় এই পরিস্থিতি ছিল না। কারা চাইছে বাংলাকে উত্ত্যক্ত করতে, এখনো পর্যন্ত মালদার মোথাবাড়ির ঘটনায় ইন্ডিভিজুয়াল সাতটি অভিযোগ জমা পড়েছে এছাড়াও এসেছে প্রচুর মহিলা স্বাক্ষরিত মার্চ পিটিশন। আজ মোথাবাড়ি এলাকায় যাবেন কেন্দ্রীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। ইতিমধ্যেই তিনি মালদায় এসে পৌঁছেছেন। মোথাবাড়িতে যাওয়ার আগে মালদার সার্কিট হাউসে সংবাদ মাধ্যমকে এ কথা বলেন তিনি।

দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় সরিষা হাই স্কুল মাঠে ৫ দিনের সবলা মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ মন্ডল ও এডিএম সহ অন্যান্যরা

2025-04-03

দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় সরিষা হাই স্কুল মাঠে ৫ দিনের সবলা মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ মন্ডল ও এডিএম সহ অন্যান্যরা বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- রাজ্যের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের দক্ষিন ২৪ পরগনা জেলা সবলা মেলা সরিষা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।৫ দিনের এই জেলা সবলা মেলা এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাষক অঞ্জন ঘোষ,এ ডি এম ডেভলপমেন্ট ভাস্কর পাল,অতিরিক্ত জেলা শাসক আতিবুর রহমান,শিশু ও মহিলা দপ্তরের কর্মাধ্যক্ষ সোচি নস্কর,ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি, এস ডি আই সি ও ম্যাডাম ব্রতি বিশ্বাস,দুই নম্বর ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী,এক নম্বর ব্লকের বিডিও দিন মহম্মদ ইসলাম,ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী,ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি,দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি,এক নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সন্দ্বীপ সরকার,এছড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা ওহিদা রহমান গায়েন,জেলা পরিষদের সদস্যা মনমোহিনী বিশ্বাস,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,জেলা পরিষদের সদস্যা ডলী কয়াল সহ অন্যান্য রা।

ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা,ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

2025-04-03

হরিশ্চন্দ্রপুর : কোনও ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা। মাথায় হাত তিন ব্যাঙ্ক গ্ৰাহকের।সাইবার পুলিসের কাছে অভিযোগ দায়ের।টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকার এক বেসরকারি ব্যাঙ্কে। ব্যাঙ্ক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মহম্মদ পিয়ারুল ইসলামের ৪ লক্ষ টাকা,ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলির ১ লক্ষ ১৫ হাজার টাকা ও মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা। কেউ দুই মাস ধরে,কেউ চার মাস ধরে ব্যাঙ্ক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন। কোনও সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট রয়েছে। কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা। অভিযোগ,কোনও ওটিপি তারা কাউকে দেননি। এমনকী, ফোনে শেয়ার করেননি কোনও ব্যক্তিগত মেসেজও। তা সত্ত্বেও হটাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাঙ্ক গ্রাহকরাও। কী ভাবে এই ঘটনা ঘটল? তা ভেবে পাচ্ছেন না তারা। সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাইক টাকা রিফান্ড করছেন না। তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ। টাকা লেনদেন করতে পারছেন না তারা। ব্যাঙ্ক গ্রাহকরা কি অভিযোগ করছেন শুনুন।

অতিরিক্ত জেলাশাসকের শোবার ঘরের এসির মুখ থেকে কিলবিল করে বেড়িয়ে আসছে একের পর এক সাপ।

2025-04-02

মালদা:- অতিরিক্ত জেলাশাসকের শোবার ঘরের এসির মুখ থেকে কিলবিল করে বেড়িয়ে আসছে একের পর এক সাপ। আর তা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ খোদ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকারের। পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক। এরপরই খবর যায় সর্প বিষারদ নিতাই হালদারের কাছে। যেমনটি ফোন তেমনি কাজ। পুরাতন মালদা থেকে মোটরবাইক নিয়ে ছুটে আসেন সর্প বিশারদ নিতাই হালদার। ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাইবাবু। যদিও উদ্ধার হওয়া ৮টি সাপ বিষধর নয় বলেই জানিয়েছেন সর্প বিষারদ নিতাই হালদার। তিনি বলেন, এগুলি হচ্ছে ঘরোয়া বাতাচিতি । মূলত ঠান্ডা জায়গা পাওয়ার কারণেই বাসা বেঁধে থাকে এই ধরনের সাপ। শীতের মরশুমের কারণে এসি না চলায় সেখানে বাসা বেধে প্রজনন ঘটিয়েছে এই ধরনের সাপ। কিন্তু সাপ বিষধর হোক বা না হোক, দেখলেই আতঙ্ক তাও আবার অতিরিক্ত জেলাশাসকের বাংলোয়। গতকাল রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার প্রশাসনিক পদস্থ কর্তা তথা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার। তিনি বলেন , চৈত্রের গরমে এদিন শোবার ঘরের এসিটা চালাতে শুরু করেছিলাম। আর তাতেই ঘটে বিপত্তি । কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এতগুলো সাপ কিভাবে এসির মধ্যে ঢুকে পড়লো কিছুই বুঝতে পারছি না। যাই হোক যথা সময়ে বনদপ্তরের সহযোগিতা নিয়ে একজন সর্প বিষারদ বাংলোতে এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন। সাপের বিষ আছে কিনা জানা নেই। কিন্তু সাপ দেখে পরিবারের সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। এরকম ঘটনা যাতে না ঘটে সেই আশায় রাখছি। নতুন করে বাংলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।

সিতো রিও ক্যারাটে এসোসিয়েশন বারুইপুর শাখার পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান

2025-03-29

সিতো রিও ক্যারাটে এসোসিয়েশন বারুইপুর শাখার পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠান: অনুষ্ঠিত হয়ে গেলো বারুইপুর প্রোগতি সঙ্ঘের মাঠে ক্যারাটে প্রশিক্ষণ কর্মশালা।এই মাঠে মাননীয় সেনসাই জয়ন্ত পুরকাইত রীতিমতো প্রশিক্ষণ দিলেও গতকাল বিভিন্ন জায়গা থেকে স্বনামধন্য ক্যারাটে প্রশিক্ষকগণ উপস্থিত হয়ে এই কর্মসূচিতে যেন চাঁদের হাট বসিয়েছিলেন বারুইপুর অঞ্চলের ভারপ্রাপ্ত প্রশিক্ষক সেনসাই মাননীয় জয়ন্ত মহাশয়। এখানে উল্লেখ্য উপস্থিত ছিলেন সর্বভারতীয় সীতো রিও ক্যারাটে এসোসিয়েশন এর সর্বোচ্চ কর্ণধার সিহান সনাতন হালদার মহাশয়। সেইসঙ্গে উপস্থিত ছিলেন সিহান রাজু বিশ্বাস,সেনসাই বাপি পাত্র,সেনসাই শঙ্কর সরদার,সেনসাই পূজা সাহা,সেনসাই প্রোহ্লাদ প্রামাণিক প্রমূখ। গতকাল এই ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করেছিলেন সীতো রিও ক্যারাটে থেকে প্রাপ্ত ব্লাকবেল্টধারী ছাত্রছাত্রীরা।তারা যে সুনিপুণ দক্ষতার সাথে সিতোরিও ক্যারাটে এসোসিয়েশন এর প্রশিক্ষকদের নিকট থেকে কৌশল অবলম্বন করেছেন তার ছাপ রেখে গিয়েছেন।যেমন কিছু অল্প বয়স্কা তরুণীদের পেটের ওপর ইট রেখে ইট ভাঙা ,অথবা কোনো সমাজবিরোধী দুষ্কৃতীরা মহিলাদের ওপর আক্রমণ করলে কিভাবে রক্ষা করতে হয় তা হাতেকলমে দেখিয়ে দিলেন সেনসাই পুজা মহাশয়া,যা বর্তমান পরিস্থিতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত।এইদিনে অনেকেই রীতিমতো পরিক্ষার মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন বেল্ট প্রাপ্ত হয়েছেন। এখানে ছাত্রছাত্রীদের শুধু কাতা নয় বরং কাতা ও কুমিতের ওপর‌ও পরিক্ষা দিতে হয়েছে।এমনকি আশ্চর্যজনক বিষয় মাত্র ৩.৬ বছরের আয়ুষ নামের এক শিশু সাদা বেল্ট থেকে হলুদ বেল্ট প্রাপ্ত হয়েছেন। প্রধান উপদেষ্টা মাননীয় সেনসাই সনাতন হালদার মহাশয় জনসমাগমের মাঝে বলেছেন "বর্তমানে যেভাবে নারীদের ওপর একশ্রেণীর দুষ্কৃতীরা শ্লীলতাহানি করে চলেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মার্শাল আর্ট ছাড়া কোনো গতি নেই, নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে।"সেনসাই জয়ন্ত পুরকাইত বলেন "পড়াশোনার পাশাপাশি ক্যারাটে শেখা মন ও স্বাস্থ্যের জন্য ভালো।" সর্বপরি সমগ্ৰ কর্মশালার পরিপূরক হিসেবে ওতোপ্রোতভাবে একনিষ্ঠ ভক্ত ও গুণগ্রাহী রেখে সঙ্গ দিয়েছিলেন বয়োজ্যেষ্ঠ মাননীয় মনমোহন ময়রা থেকে মাননীয়া লিনা মন্ডল ময়রা মহাশয়া,যাহা মায়েদের অর্থাৎ মহিলাদের ক্যারাটে প্রশিক্ষণে অংশগ্ৰহণে উৎসাহিত করেছে বা করবে বলে মনে করা যায়। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সিহান সনাতন হালদার মহাশয় থেকে শুরু করে একের পর এক সিহান ও সেনসাই মহাশয়গন বক্তব্য রেখে জয়ন্ত পুরকাইত মহাশয় সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করে সৌভ্রাতৃত্বের বার্তা দিয়ে এক সুন্দর নির্মল ভারতবর্ষ গড়ে তোলার জন্য বার্তা প্রদান করেন। দঃ২৪ পরগানার বারুইপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট

মালদায় পরপর তৃণমূল নেতা-কর্মী খুন, নিরাপত্তারক্ষী বাড়ানো হল মন্ত্রী সাবিনার

2025-03-26

নাজমুস সাহাদাত, মোথাবাড়ি : মালদায় একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনায় নিরাপত্তারক্ষী বাড়ানো হলো পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ ও জলপথ, স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিনের। চলতি বছরের শুরুতেই মালদহ শহরের ঝলঝলিয়া এলাকার মহানন্দাপল্লীতে নিজের ওয়ার্ডেই শুট আউট হন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর তথা মালদা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রবীণ নেতা দুলাল সরকার। নিজের ওয়ার্ডেই গুলি করে হত্যা করা হয়েছিল বাবলা সরকারকে। তারপর কালিয়াচকের যদুপুর অঞ্চলের সালেপুর মোমিনপাড়া এলাকায় তৃণমূল কর্মী হাসা সেখ খুন হন। ওই ঘটনায় গুরুতর আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল সেখ ও নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এসারুদ্দিন রাজু সেখ। এরপরে কালিয়াচক-৩ নং ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর বাজারের কাছে একটি মদের আসরে শুটআউটের ঘটনা ঘটে। তাতে গুলিবিদ্ধ হয়ে প্রদীপ কর্মকার ও নিরঞ্জন দাসের মৃত্যু হয়। কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার রামনগর পাঁচুয়াটোলায় মদ ভাটির পিছন দিকে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। এবারে কিছুদিন আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের মালদহ শহরের সদরঘাট এলাকার বাড়ির পিছনে শুটআউটে গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। তার জেরে জেলার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এছাড়াও মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল এবং প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। এইরকম পরপর বেশকিছু ঘটনা রীতিমতো ঘটে যাওয়ায় কি আতঙ্কিত হয়ে পড়ছে তৃণমূলের নেতা-কর্মীরা, উঠছে প্রশ্ন! এদিন দেখা গেল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নিরাপত্তা রক্ষী বাড়িয়ে দেওয়া হয়েছে। চারজন অস্ত্রধারী পুলিশ সহ একজন সাব-ইন্সপেক্টর মোতায়েন করা হয়েছে তার নিরাপত্তার জন্য। রাষ্ট্রীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মালদায় যেভাবে খুনের ঘটনাগুলো একেরপর এক ঘটছে তার জেরেই হয়তো পুলিশ প্রশাসন নিরাপত্তারক্ষী বাড়ানোর কথা মনে করেছেন তাই প্রশাসন নিজেই দিয়েছেন। তবে তারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন এবং এরজন্যে আমিও পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

ঐতিহ্যবাহিত দাতা বাবার মেলার শুভ উদ্বোধন।।

2025-03-23

বীরভূম জেলায় সিউড়ি সন্নিকট পাথরচাপুরি তে ১৩৩ তম হযরত দাতা মাহবুব শাহর পবিত্র উরশ মেলার শুভ উদ্বোধন। যদিও এখন পবিত্র মাহে রমজান চলছে তা সত্ত্বেও পুন্যাত্রীদের ভিড় জমেছে মেলা প্রাঙ্গণ। দাতাবাবার উরুষ মেলা উপলক্ষে বহু পুণ্যার্থী প্রায় ১০০ কিলোমিটার পায়ে হেঁটে পথ অতিক্রম করে দাতাবাবার মাজারে আসেন। তাদের মনের বাসনা পূরণে করার জন্য। জাতি ধর্ম মত নির্বিশেষে দাতাবাবার মাজারে সকলেই মনোবাসনা পূরণের জন্য ছুটে আসেন দূর-দূরান্ত থেকে এমনকি বিদেশ থেকে। এই মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের দোকান বসে ও বিভিন্ন ধরনের জিনিস কেনা বেচা হয়। এই ওরস মেলা চলবে সাত দিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ি বিধায়ক বিকাশ রায়চৌধুরী, এসএসডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু।

2025-03-23

মালদা:- বৈষ্ণবনগর থানা এলাকার ১৮ মাইলে পথ দুর্ঘটনায় মৃত তিন বন্ধু। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই সকাল আনুমানিক সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত যুবকদের নাম সাবির আলম ২৪, রমজান শেখ ১৯ও সাদিকাতুল ইসলাম ২০। তারা তিনজনেই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরের বাসিন্দা। ওই যুবকদের পরিবার সূত্রে খবর, সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে। সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল। গত তিনদিন আগে সে ট্রেনে চাপে বাড়ি ফেরার জন্য। রমজান এবং সাদিকাতুল সাবিরকে ফরাক্কা স্টেশন থেকে আনতেই বাইক নিয়ে গিয়েছিল। কিন্তু বাড়ি ফেরার পথে দুর্ঘটনা গ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

খাদ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধন এক সচেতনতা শিবির

2025-03-23

মালদা:- মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় খাদ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধন এক সচেতনতা শিবির হয়ে গেল শনিবার। এদিন বিকালে এই শিবির অনুষ্ঠিত হয় মালদা মার্চেন্টের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালঙ্কে, মালদা জেলা কৃষি আধিকারিক প্রশান্ত বৈদিক, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য ব্যবসায়ীরা। এদিনের বৈঠকে মালদা মার্চেন্টের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাদের খাদ্য সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে কী কী করণীয় সেই ব্যাপারে সচেতন করা হয়। বিশেষ করে ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিক ক্যারিবাগ বিক্রি না করা, থার্মোকল বা প্লাস্টিক জাতীয় পাতা, বাটি, কাপ ইত্যাদি ব্যবহার না করা এই সমস্ত নানান বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয় বলে জানা গেছে। প্রজেক্টর এর মাধ্যমে দেখানো হয় খবরের কাগজ এবং প্লাস্টিক ব্যবহার করলে কি ধরনের মারণ রোগ হতে পারে তার পরিবর্তে কি ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা? সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হয় এই শিবিরে। খবরের কাগজ ব্যবহার এবং প্লাস্টিক নিষিদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে প্রশাসন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা গিয়েছে।

ফলতার দিঘির পাড় বাজার সংলগ্ন এলাকায় "পলাশ ফাগুন " দলের বিশেষ বসন্ত উৎসব

2025-03-14

ফলতার দিঘির পাড় বাজার সংলগ্ন এলাকায় "পলাশ ফাগুন " দলের বিশেষ বসন্ত উৎসব বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- বসন্ত উৎসব! এই নামটা আমাদের খুব পরিচিত। বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন আর শান্তিনিকেতন মানেই বসন্ত উৎসব। এত দিন খবরে কাগজে টিভি সংবাদে দেখে এসেছে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা। শুনে আসছে মানুষের মুখে মুখে।তখনও কচিমনে ইচ্ছে করত একবার ঘুরে আসতে,রবি ঠাকুরের শান্তিনিকেতনে। বসন্ত উৎসবে আবীরের উৎসবে,ভালোবাসার উৎসবে। এদিন প্রধান শিক্ষিকা অঞ্জনা গড়িয়া ও নাচের শিক্ষিকা তিথিকোনা কয়াল মন্ডল এর যৌথ উদ্যোগে ফলতার দীঘির পাড় বাজার সংলগ্ন এলাকায় "পলাশ ফাগুন" দলের বিশেষ বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এই নিয়ে শিক্ষিকা অঞ্জনা গোড়িয়া তিনি বলেন আমার এক ছোট্ট বোন এই গাঁয়ের বউ প্রীতি যখন বলল,এমন এক উৎসবের কথা,মনটা আনন্দে নেচে উঠল। বাড়িয়ে দিলাম হাত,নিঃসংকোচে,এগিয়ে এলাম দু-পা বাড়িয়ে। যদিও নানান প্রতিকূলতার মুখোমুখি হয়েও হাল ছাড়িনি।প্রীতির অসুস্থতার কারণে একটু চিন্তিত ছিলাম সবাই। তাই পলাশ ফাগুন দলের সবার সাথে আলোচনা করে ঠিক হয় - বন্ধ করা যাবে না,বসন্ত উৎসব হচ্ছে -হবে। সবার মুখে হাসি ফোটাতে,ভালোবাসার রঙ ছড়িয়ে দিতে সবাই এগিয়ে এসেছি বসন্ত উৎসবে।এই গ্রামের মেয়েদের বউদের মধ্যে যে এত প্রতিভা লুকিয়ে আছে তার বহিঃপ্রকাশ ঘটলো আমাদের এই বসন্ত উৎসবে। লুকিয়ে থাকা শিল্পীস্বত্তা প্রকাশ পেল এই বসন্ত উৎসবে। যে মেয়েটা কোনো দিন নাচ করেনি।যে মেয়েটা ঘরের কোণে লুকিয়ে থাকে,ভয়ে সংকোচে। যে বউটা সংসার জালে জড়িয়ে ভুলে গেছে সাজতে,ভুলে গেছে হাসতে। আজ তাদের মুখে হাসি,সবাই সব লজ্জা ছেড়ে সুন্দর করে সেজেগুজে হাজির। খোঁপায় গুজে চন্দ্রমল্লিকা ফুল,হলুদ শাড়িতে টুকটুকে হয়ে এসেছে আবীর হাতে। সবার পায়ের তালে তালে কেঁপে উঠলো দিঘির জল। গাছের পাতা উঠলো থরথরিয়ে,পাখিরা গেহে উঠলো গান। আকাশে বাতাসে বইছে রঙিন হাওয়া,এ এক নতুন বসন্তের সূচনা হলো। নৃত্যের তালে তালে এগিয়ে চলল মেয়েরা। ছেলেরা ও এগিয়ে এসেছে সহযোগিতায়, কারোর যাতে কোনো অসুবিধা না হয়। হাতে হাতে তুলে দিচ্ছে জলের বোতল, রাখা হয়েছে ছোলা বাতাসা আর বিশুদ্ধ পানীয়।ছেলেরা ও হলুদ পাঞ্জাবিতে সজ্জিত,গ্রামের বয়স্করা ফোঁকলা দাঁতে একঝলক হেসে বলল,এটা আমাদের সেই গ্রাম। এত মেয়ে এ গ্রামে? এত সুন্দর নাচতে পারে? অবাক দৃষ্টিতে তাকিয়ে,অন্ধকারের মাঝে একটু আলোর সন্ধান পেল। গাঁয়ের বধূরা আজ আর কোনো বাধা মানবে না,এত দিন পর ফিরে পেল তাদের ছোট বেলাটা,একটু দোল খেলার সুযোগ। তাই আজ আর কেউ রুখতে পারবে না,আজ তারা আবিরে রাঙাবেই, খুশিতে মাতবেই, হাসিতে লুটোপুটি করবেই, এই আমাদের গ্রাম। মনের দুঃখ কষ্ট বেদনা বিরহ সব এক নিমেষে মুছে ফেলে আনন্দ উৎসবে এগিয়ে এলো সবাই। এ যেন এক স্বর্গসুখ। তিনি আরো বলেন আমি খুব সাধারণ এক গাঁয়ের বধূ। স্বপ্ন দেখি হাজার,স্বপ্ন দেখতে ও ভালোবাসি।স্বপ্ন নাকি সত্যি হয় না? কে বলেছে? সব স্বপ্ন সত্যি হয়,যদি অন্তর থেকে দেখি। তার একটা স্বপ্ন এই বসন্ত উৎসব। একটা দিন আমরা মেয়েরা বউরা পুরুষরা একতালে হাঁটলাম। নাচলাম,গাইলাম রঙ মাখলাম,হাতে মুখে রং মেখে রঙিন হাওয়ায় মেতে উঠলাম। চেনা অচেনার বাধন গেল খুলে,মুক্ত বাতাসে স্বাধীনতার ঘোষণা। আমরা পেরেছি,আমরা হেসেছি।আমরা নেচেছি,আমরা গেহেছি,আমরা রং মেখেছি, আমরা সবাই পেরেছি। দোল খেলা হোলি খেলা মানে একদল মাতালের মাতলামো নয়। শুধু একটা নিছক ছুটি নয়,ডিজে পিকনিক হুইস্কির ফোয়ারা নয়,পিচকারি আর বাদুড়ে রঙের জ্বালাময় বেদনা নয়। বসন্ত উৎসব নিয়ে এল একরাশ শুভেচ্ছা আর রঙিন ভালোবাসা।এসো সবার হাত ধরি,এগিয়ে যাই সম্মুখে,খুশি আর শান্তির বার্তা দিতে। রবিঠাকুরের ভাষায় বলতে হয় "ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল "এভাবেই প্রতিটি গ্রামে শহরে সর্বত্র বসন্ত উৎসবে একটা দিন মেতে উঠুক প্রতিটি মানুষ। প্রতিটি গ্রাম হয়ে উঠুক শান্তিনিকেতন। সবাই এগিয়ে এসো এই উৎসবে। একটা সুন্দর শান্তিময় পৃথিবী গড়ে তুলি। এসো স্বপ্ন দেখতে শিখি,স্বপ্ন দেখাতে শিখি।একদিন নিশ্চয় সব স্বপ্ন সত্যি হবে। নিজেদের আঁকা ছবি নিয়েই মন্ডপ সাজানো হয়েছে। গাঁয়ের বউ মেয়েরা এগিয়ে এসেছে একসাথে,নিজেদের উজাড় করে দিতে। দলের শেষে দেওয়া হলো খিচুড়ি ও আলুর দম।

অবিশ্বাস্য ঘটনা! চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন। আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার।

2025-03-11

মালদা,হরিশ্চন্দ্রপুর : অবিশ্বাস্য ঘটনা! চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন। আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার। হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে জবুথবু গোটা গ্রাম। কি কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছেন না কেউই। অবিশ্বাস্য এই ঘটনা,না দেখলে বিশ্বাস হবে না কারোরই। ভুতুড়ে এই ঘটনার জেরে আতঙ্কে রাত জেগে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথম আগুন লাগে। প্রথম দিকে সন্দেহ হয়, কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে।এরপর দফায় দফায় সইবুর রহমান,মহম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।গত চারদিন ধরে এই ঘটনা ঘটছে। বিষয়টি জানাজানি হতেই দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। কারও কাপড়চোপড় পুড়ে গিয়েছে,কারও বিছানা,মশারী ও বাক্স এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ও ব্লক প্রশাসন। আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তাঁর। সইবুর রহমান বলেন,কি করে আগুন লাগছে কিছুই বুঝতে পারছি না। খড়ের গাদা ও বাড়ির বাক্সে থাকা কাপড়চোপড়ে নিজে নিজেই আগুন ধরে যাচ্ছে। দিনে পাঁচ থেকে সাত বার বিক্ষিপ্ত ভাবে দফায় দফায় আগুন লাগছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রকম ঘটনা ঘটছে। রাতে আবার আগুন ছড়ায় না। আতঙ্কে বাড়ি ছেড়ে চারটি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন,এটা কোনও অলৌকিক ঘটনা নয়। এটি একটি প্রাকৃতিক ঘটনা। লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে সরজমিনে তদন্ত না করে সঠিকভাবে বিষয়টি বলা যাবে না।

বীরভূমের ম্যানেজারপাড়ায় বাহা উৎসবে মেতে উঠল আদিবাসী সমাজের মানুষজন।

2025-03-09

বীরভূমের ম্যানেজারপাড়ায় বাহা উৎসবে মেতে উঠল আদিবাসী সমাজের মানুষজন। রবিবার বীরভূমের মহম্মদবাজার থানার ম্যানেজার পাড়ায় বাহা উৎসবকে কেন্দ্র করে পূজা পাঠ সহ সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। সামনেই দৌল উৎসব। বাহা উৎসবের প্রাক্কালে পুজোর মধ্যে দিয়ে বাহা উৎসবের সূচনা হলো। সার্জম ও মাতকম গাছের নিচে এই পুজোর আয়োজন করা হয় এদিন। পুজো শেষে বিশেষ অতিথিদের বরণ পর্ব করার পর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ম্যানেজার পাড়ায়, আর সেখানেই উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের জেলা সভাপতি খোকা সরেন, বিশিষ্ট সমাজসেবী সাধন সিংহ সহ আরো অনেকেই।

সাড়ম্বরে পালিত হল নৃত্যধারা কালচারাল একাডেমী আয়োজিত ষষ্ঠতম বসন্ত বরণ উৎসব ২০২৫।

2025-03-09

বাঁকুড়া জেলার ইন্দাস এ কালীবাড়ি সমিতিতে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও মহা সাড়ম্বরে পালিত হল নৃত্যধারা কালচারাল একাডেমী আয়োজিত ষষ্ঠতম বসন্ত বরণ উৎসব ২০২৫।সকালে একটি প্রভাত ফেরী সহ "রাঙিয়ে দিয়ে যাও" নামক বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেন নব বসন্তকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিপ্রেমী মানুষ, গুণীজন, শিক্ষক শিক্ষিকা সহ আপামর ইন্দাস গ্রামবাসী বৃন্দ। একাডেমির সম্পাদক মাননীয় আনন্দকুমার পন্ডিত ও কোষাধ্যক্ষ অভিজিৎ সরকার মহাশয় জানান এই বসন্ত বরণ উৎসবের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সাংস্কৃতিক বাতাবহনের বার্তা বহন করতে চান তাঁরা। বসন্তের বর্ণময় ছটার ন্যায় বিচ্ছুরিত হোক সকলের হৃদয়।

কিষান ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির উদ্যোগে কৃষক সচেতনতা কর্মসূচি

2025-03-09

কালিয়াচক: তৃণমূল কংরেস কিষান ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির উদ্যোগে কৃষক সচেতনতা কর্মসূচি বৈষ্ণবনগর বিধানসভা এলাকার চরিঅনন্তপুরে। এদিন তৃণমূল কংগ্রেস কিষাণ মজদুর রাজ্য কমিটির রাজ্য সম্পাদক অসীম সিকদার ও মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান শেখের নেতৃত্বে এলাকার কৃষকদের চাষবাস ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিশেষ আলোচনা করেন। চাষিরা নিজেদের সমস্যার কথা তাদের সম্মুখে তুলে ধরেন। কৃষকদের প্রধান সমস্যা হল জল সরবরাহ থেকে শুরু করে তড়িৎ প্রবাহ ব্যবস্থা না থাকার ফলে তারা বহু সমস্যায় ভুগছেন। অনেক বড় মাঠভরা ক্ষেত কিন্তু এখানে বিদ্যুতের সংযোগ না থাকাই চাষবাসে অসুবিধা। যাতায়াত করতেও অনেক আতঙ্কিত আমরা। এদিন কৃষকদের সঙ্গে রাজ্যের সাধারণ সম্পাদক তথা কৃষক নেতা অসীম সিকদার বিভিন্ন ফসল উৎপাদন ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কিত আলোচনা তুলে ধরেন। মানুষের নেতা, কৃষকের নেতা, শিক্ষা জগতের অন্যতম কান্ডারী কুরবান সেখ সকল চাষীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। আরও বলেন, আমরা সর্বদা মানুষের পাশে থাকি, পিছিয়ে পড়া সমাজের হয়ে কথা বলি। প্রত্যেকটি অভাব অভিযোগের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং সমস্যার সমাধান বের করব।

মালদা কলেজ ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের মউ সাক্ষর অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় বাণিজ্য ভবনে।

2025-03-09

মালদা:-মালদা কলেজ ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের মউ সাক্ষর অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় বাণিজ্য ভবনে। এর পাশাপাশি জিএসটি নিয়েও কর্মশালা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে। এদিন প্রদীপ প্রজনন করে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করা হয়, উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক দপ্তরের জয়েন্ট কমিশনার সুদীপ কুমার মল্লিক আধিকারিক দয়মন্ত্রী ভট্টাচার্য সহ অন্যান্য ব্যবসায়ীরা। পেশাদার হিসেব রক্ষক ও পরীক্ষকের ঘাটতি মেটানো এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে যৌথ উদ্যোগে মালদা কলেজ কর্তৃপক্ষ ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের। শনিবার দুই পক্ষের মধ্যে মালদা কলেজের বাণিজ্য বিভাগের পড়ুয়াদের হিসাব বিষয়ক পেশাদার প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত একটি মৌ সাক্ষর অনুষ্ঠিত হয় । সম্পাদক উত্তম বসাক জানান জিএসটি আধুনিক বাণিজ্যের সংজ্ঞা অনেকটাই বদলে দিয়েছে। সপ্তাহে অন্তত একদিন পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। জিএসটি কর্তৃপক্ষ এই বিষয়ে অত্যন্ত ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন তারা সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

তসকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল তিনজনের আহত একজন।

2025-03-06

মালদা:- সাতসকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল তিনজনের আহত একজন। মালদার গাজলের হিয়াঘর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে এক অজানা গাড়ি ধাক্কা মারল টোটকে ঘটনাস্থলেই তিনজন মারা যায় একজন গুরুতর আহত হয়। যদিও ঘাতক গাড়িটির খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ। জানা গেছে দেওতলা এলাকার বেশ কিছু লোকজন তারা গাজোলে যাচ্ছিল কেউ যাচ্ছিল মাছ বিক্রি করতে কেউ বা আবার আড়ত থেকে সবজি কিনতে যাওয়ার জন্য যাচ্ছিল। গাজোল যাওয়ার পথেই গঙ্গারামপুর গামী অজানা গাড়ি ধাক্কা মারে । ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ ছুটে যায় মৃতদেহ গুলোকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে একজন আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তার অবস্থা আশঙ্কা জনক। ওই ব্যক্তিদের নাম, নিজামুদ্দিন সেখ বয়স ৫৫ । অন্যদিকে মৃতদের নাম ললিত ভুইমালি (৬০), আলতাফ হোসেন (৪২) , শামসুদ্দিন শেখ (৬০)। ঘটনাটা ঘিরে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়।

প্রতিবন্ধকতা জয় করে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হরিমোহন রায়

2025-03-06

প্রতিবন্ধকতা জয় করে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হরিমোহন রায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নং অঞ্চলের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা হরিমোহন রায় নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এক মহান মানবসেবকের ভূমিকা পালন করে চলেছেন। অর্থনৈতিক কষ্ট আর শারীরিক সীমাবদ্ধতা তাঁর পথ আটকাতে পারেনি। এখন পর্যন্ত ৫৪ বার রক্তদান করে তিনি অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তাঁর এই অসাধারণ মানবিক কাজের জন্য এলাকার মানুষ ভালোবেসে তাঁকে "মিনি ব্লাড ব্যাংক" নামে ডাকেন। পেশায় একজন দিনমজুর হরিমোহন রায় প্রতিদিনের জীবনযাত্রার জন্য যে কোনো কাজ গ্রহণ করেন। তাঁর একটি পা ছোট, যার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলায় অসুবিধা হয়। তবু তিনি কৃষিকাজের মজুরিসহ নানা পরিশ্রমী কাজে যুক্ত থাকেন। তবে তাঁর আসল পরিচয় এক নিঃস্বার্থ রক্তদাতা হিসেবে। যখনই কোনো রোগীর রক্তের প্রয়োজন হয়, তিনি নিজের কাজ ফেলে ছুটে যান সাহায্য করতে। অভাবের সংসার, স্ত্রী ও দুই সন্তান নিয়ে হরিমোহন রায়ের জীবনসংগ্রাম সহজ নয়। কিন্তু তবুও তিনি নিজের কষ্ট ভুলে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর এই মহানুভবতা ও ত্যাগ সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা। সর্বস্তরের মানুষ তাঁর এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বলেছেন— "মানবতার প্রকৃত উদাহরণ হলেন হরিমোহন রায়। তাঁর মতো মানুষরা সমাজের আলোকবর্তিকা।"

জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউ ডি ডিডব্লিউএস কার্যালয়ের সামনে আন্ত মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।

2025-03-06

বেটি বাঁচাও, বেটি পড়াও,কর্মসূচির দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার সাড়ে এগারোটা নাগাদ জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউ ডি ডিডব্লিউএস কার্যালয়ের সামনে আন্ত মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক ও সমাহর্তা স্মৃতা মল এম এস,জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা,অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার, হেমন্ত দেববর্মণ পিপি,সিনিয়র অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা যোগেশ রিয়াং,জেলা তথ্য,সংস্কৃতি দপ্তরের এসিষ্ট্যান্ট ডিরেক্টর প্রমোদ আচার্যী। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অন্ত মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন অতিথিরা। স্বাগত ভাষন রাখেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক প্রবীর দেববর্মা। এরপর উপস্থিত অতিথিদের আলোচনার পরই বারোটা নাগাদ শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট । মোট আটটি মহিলা দল অংশগ্রহণ করে এই দিনের আয়োজিত টূর্ণামেন্টে ।

মালদার ইংরেজ বাজারের অতুল মার্কেট সংলগ্ন ছানা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে।

2025-03-06

মালদা:- মালদার ইংরেজ বাজারের অতুল মার্কেট সংলগ্ন ছানা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রায় ১০০ ছানা ব্যাবসায়ী বিভিন্ন দাবি নিয়ে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রতিনিধিত্ব করেন ছানা ব্যবসায়ী বাপি ঘোষ। ছানা ব্যবসায়ী বাপি ঘোষ জানান কিছু অসাধু ব্যক্তি জোরপূর্বক ছানা ব্যবসায়ীদের কাছে প্রতিদিন টাকা আদায় করে কিন্তু ছানা ব্যবসায়ীদের কোনরকম সুযোগ-সুবিধা নেই। রাতে ছানা বাজারে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা কোন তোলাবাজি চলতে দেব না তার পাশাপাশি কেউ যদি গায়ের জোর খাটায় তাহলে আমরা এরপরে প্রশাসনের দ্বারস্থ হবো।

জঞ্জাল সাফাই-এর কাজে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পৌরসভা।

2025-03-05

মালদা:-জঞ্জাল সাফাই-এর কাজে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পৌরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে ওয়ার্ডে ওয়ার্ডে গাড়ির ব্যবস্থা করছে জঞ্জাল সাফাইয়ের জন্য। বুধবার জঞ্জাল সাফাইয়ের সেই গাড়ি পেল পৌরসভার ২৪নং ওয়ার্ড। যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ। তিনি নারকেল ফাটিয়ে জঞ্জাল সাফাইয়ের গাড়ির আনুষ্ঠানিক পথচলা শুরু করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর সুতপা দাস ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাক, সমাজসেবী রতন ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে কাউন্সিলর সুতপা দাস ঘোষ জানান, ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল সাফাই-এর জন্য তারা একটি গাড়ি পেলেন। যা এখন থেকে দিবারাত্রি গোটা ওয়ার্ড এলাকায় ঘুরবে। বাড়ি বাড়ি থেকে পচনশীল ও আচনশীল আবর্জনা পৃথক পৃথকভাবে সংগ্রহ করবে। এজন্য তারা ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করছেন। যাতে তারা আবর্জনা পৃথকীকরণ করে জঞ্জাল সাফাইয়ের গাড়ি ফেলেন।

বড়সড়ো ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজ বাজার থানার পুলিশ।

2025-03-05

মালদা:- বড়সড়ো ডাকাতির ছক ভেস্তে দিল ইংরেজ বাজার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গৌড়বঙ্গ স্টেশনের পার্কিং জোন এলাকা থেকে গ্রেপ্তার চারজনের এক ডাকাত দল। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র হাঁসুয়া, লোহার রড এবং দড়ি। বুধবার সকাল আনুমানিক নটা নাগাদ ইংলিশ বাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন পার্কিং জোনে জমায়েত হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজার থানার পুলিশ সেই এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে বাকিরা পালিয়ে যায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির অন্যান্য সামগ্রী।

এবার আবাস যোজনায় বিজেপি র সদস্যর বিরুদ্ধে কাটমানি চাওয়া এবং মারধরের অভিযোগ উঠল।

2025-03-05

এবার আবাস যোজনায় বিজেপি র সদস্যর বিরুদ্ধে কাটমানি চাওয়া এবং মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে। অভিযোগ সারিয়াম চৌধুরী আবাস যোজনায় একটি ঘর পায়। অভিযোগ বিজেপি র সদস্য গোবিন্দ চৌধুরী ২০ হাজার টাকা কাটমানি চায়। সেই সময় সারিয়াম চৌধুরীর হাতে টাকা না থাকায় ছাগল বিক্রি করে টাকা দেয়। অভিযোগ প্রথম কিস্তি টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির জন্য আবার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। না দিলে মারধর করা হয় সারিয়ামকে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চামগ্রাম হাইস্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার কান্ড

2025-03-05

বুধবার মালদার বৈষ্ণবনগর থানার চামগ্রাম হাইস্কুলে ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষার্থীদের তল্লাশি চালানোকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে গেল। পরীক্ষার্থীদের একাংশের হামলায় গুরুতর জখম হয়েছেন সংশ্লিষ্ট স্কুলের ৬ জন শিক্ষক। পরীক্ষার সময় ওই স্কুলে উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় যে ঘটনাস্থলে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে এদিন মালদায় পরীক্ষার পরিদর্শনে এসেছেন পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি বোর্ডের কাউন্সিল সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য । তিনি অবশ্য এই বিষয় এখনি কোনও মন্তব্য করেন নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবছর চামাগ্রাম সিট পড়েছে কান্দিটোলা হাইমাদ্রাসা, চর সুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের। পরীক্ষা শুরুর সময় মেন গেটের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক । সেই সময় পরীক্ষার্থীদের একাংশ তল্লাশি চালানোর প্রতিবাদ জানিয়ে আচমকায় কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আর তাতেই পরীক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ মধ্যে ধুন্ধুমার কান্ড ঘটে যায় । পরে ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা  প্রদানে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস

2025-03-05

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তা প্রদানে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনগর হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হলো আজ। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিয়ে এবং তাদের মিষ্টিমুখ করিয়ে তাদের উৎসাহিত করা হয়। হাজির ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুকুমার সাধু, পরিমল সাহা, ধ্রুবকুমার ধীবর, আদিত্য সাহা, মহম্মদ শরীফসহ বিভিন্ন স্থানীয় নেতৃত্ব।

হরিহরপুর গ্রাম পঞ্চায়েত কেঁশিলী সিনিয়ার মাদ্রাসার পশ্চিমে মোহন ও হাসমত লস্করের বাড়ির পাশে যাতায়াতের একমাত্র মাঠের রাস্তা বিপজ্জনক দুর্ভোগে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষ

2025-03-05

হরিহরপুর গ্রাম পঞ্চায়েত কেঁশিলী সিনিয়ার মাদ্রাসার পশ্চিমে মোহন ও হাসমত লস্করের বাড়ির পাশে যাতায়াতের একমাত্র মাঠের রাস্তা বিপজ্জনক দুর্ভোগে স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষ বাইজিদ মন্ডল উস্থি:- ছেলে মেয়েদের স্কুলে পাঠাতেও বিশেষ ভরসা পাচ্ছেন না মগরাহাট পশ্চিমে উস্থী থানার অন্তর্গত হরিহরপুর গ্রাম পঞ্চায়েত কেঁশিলী এলাকার বেশ কিছু অভিভাবকেরা। কোথাও স্কুলে যাওয়ার রাস্তায় জল জমেছে।কখনও আবার জোয়ারের জল ঢুকে পড়েছে একমাত্র মাঠের পথ চলা রাস্তার উপর। উদ্বিগ্ন অভিভাবকদের প্রশ্ন, স্কুল ও বাজারে যাওয়ার পথ যদি নিরাপদ না হয় তাহলে কোন ভরসায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাব?’’ স্থানীয় একাংশ মনে করছেন, এই উদ্বেগ কিন্তু একেবারেই অমূলক নয়। স্কুল ও বাজারে যাওয়ার রাস্তার অবস্থা কিন্তু সত্যিই বিপজ্জনক। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বহু স্থানীয় মানুষ ও পড়ুয়া স্কুলে যাচ্ছে বিপদের ঝুঁকি নিয়েই। অভিযোগ স্থানীয় যুবকদের, বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানালেও কারও তরফে তেমনটা কোনও সাড়া মেলেনি। স্থানীয় এক যুবক জানান হরিহর পুর গ্রাম পঞ্চায়েত ৭৮ নম্বর বুথে, কেঁশিলী সিনিয়র মাদ্রাসার পশ্চিমে বাড়ি মোহন মোল্লা ও হাসমত লস্করের বাড়ির পাশ দিয়ে ওখান থেকে পিচ রাস্তা প্রায় ৪০০ ফুটের মতো। এই রাস্তাটা হয়ে গেলে স্কুল-কলেজ বাজার হাসপাতাল প্রতিদিন কায়েক শত মানুষের যাতায়াতের সুবিধা হবে। তা না হলে অনেক ঘুরপাক দিয়ে সময় অপচয় নষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে খুব সমস্যার মধ্যে পড়তে হয় বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য। কারণ,মাঠ থেকে আসতে হবে মাটির উপর দিয়ে তেমন কোনো পাকা রাস্তা নেই,তারপরে ঢালাই সম্পূর্ণ হয়ে মেন রাস্তার উপর উঠতে হবে। বিশেষ করে ৩০ ৩৫ টা মানুষের বাড়ি থেকে বার হয়ে যাওয়ার কোন নির্দিষ্ট রাস্তা নেই একমাত্র মাঠের উপর রাস্তা ছাড়া। প্রতি পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বিধানসভা থেকে লোকসভা ভোট পর্যন্ত প্রলোভন দিয়ে আসে স্থানীয় নেতৃত্বরা। দীর্ঘ প্রায় ২২ বছর পার হয়ে গেল আজও পর্যন্ত তার কোনো সুফল পেলাম না। স্থানীয় নেতৃত্ব ও প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ ও আবেদন করেন যত তাড়াতাড়ি সম্ভব এক মাত্র এই মাঠের রাস্তা পাকা সম্পূর্ণ হলে খুব উপকৃত হবেন এলাকার কয়েক শত পরিবার।

কালিয়াচকে নির্বিঘ্নে উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিন

2025-03-04

নাজমুস সাহাদাত, কালিয়াচক: সোমবার শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। গোটা রাজ্যের পাশাপাশি মালদহের কালিয়াচকের বিভিন্ন স্কুলে শান্তিপূর্ণভাবেই শুরু হল উচ্চমাধ্যমিক পরিক্ষা। কালিয়াচক এলাকার মধ্যে ৯টি হাই স্কুল অর্থাৎ কালিয়াচক হাই স্কুল, নয়মৌজা হাই স্কুল, কালিয়াচক বালিকা হাই স্কুল, মোজমপুর এইচএসবি হাই স্কুল, হাজী ওমর আলী স্মৃতি বিদ্যালয়, জালালপুর হাই স্কুল, সুজাপুর হাই স্কুল, সুজাপুর বালিকা হাই স্কুল, বামনগ্রাম হাই স্কুল এবং ৪টি হাই মাদ্রাসা অর্থাৎ নয়মৌজা সুভানিয়া হাই মাদ্রাসা, মাজহারুল উলুম হাই মাদ্রাসা, দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসায় উচ্চমাধ্যমিক পরিক্ষা চলে। অন্যদিকে মোথাবাড়ি এলাকায় পরিক্ষার প্রধান কেন্দ্র এজিজেএস হাই মাদ্রাসা এছাড়াও মোথাবাড়ি হাই স্কুল, বাঙ্গীটোলা হাই স্কুল, পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুল, আব্বাস গঞ্জ হাই মাদ্রাসা, ডিএসকেবি হাই মাদ্রাসা ও উত্তরলক্ষীপুর হাই স্কুলে উচ্চমাধ্যমিক পরিক্ষা কেন্দ্রে প্রথম দিনে সুষ্ঠুভাবে উচ্চমাধ্যমিকের পরিক্ষা হয়। এবং কালিয়াচক-৩ ব্লকের বৈষ্ণবনগর এলাকায় পরিক্ষার প্রধান কেন্দ্র জিবিএস হাই মাদ্রাসা সহ আরও গোলাপগঞ্জ হাই স্কুল, ভগবানপুর কেবিএস হাই স্কুল, আকন্দবেরিয়া এসসি হাই স্কুল, সাহাবাজপুর উমাচরণ হাই স্কুল, গয়েশ্বরী পিভি বিদ্যানিকেতনে উচ্চমাধ্যমিকের পরিক্ষা কেন্দ্রে সুশৃংখলভাবে পরিক্ষা হয়। শিক্ষা মহলের বক্তব্য, খুব সুন্দরভাবে এদিনের উচ্চমাধ্যমিক পরিক্ষা সম্পন্ন হল। আমরা চাইব বাকি পরিক্ষাগুলোও ভালোভাবে কাটুক। তবে এই বছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। আগামী ২০২৬ সাল থেকে সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। উচ্চমাধ্যমিক পরিক্ষার মালদা জেলার যুগ্ম আহ্বায়ক বাসিরুল ইসলাম জানান, মালদা জেলায় উচ্চমাধ্যমিক পরিক্ষার প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন হল। এবছর গোটা মালদা জেলায় ১৭টি কেন্দ্রের ১২২ টি ভ্যানুতে পরিক্ষার আয়োজন করা হয়েছিল। তার মধ্যে কালিয়াচকের ৩টি ব্লকে চারটি প্রধান কেন্দ্রের ৩২ টি ভ্যানুতে প্রায় দশ হাজার আটশত ছিয়াত্তর জন পরিক্ষার্থীরা পরিক্ষা দেয়। এবারের উচ্চমাধ্যমিক পরিক্ষায় ছাত্র পরিক্ষার্থীর সংখ্যা প্রায় চোদ্দ হাজারের কাছাকাছি এবং ছাত্রীর সংখ্যা আঠারো হাজারের কিছু বেশি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রত্যেকটি ভ্যানুর জন্যে মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে এবং মোবাইল চেকিং সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চিহ্নিত করার জন্য।

জীবন যুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছেন হাসিমুখে! কুর্নিশ জানাতেই হয় আপনাকে

2025-02-28

শিলিগুড়ি শীতকালের একটি আলাদা বিশেষত্ব রয়েছে। শীতের সময় পিঠে পাটিসাপটা মালপোয়া জিভে জল আনা এই খাবারগুলো সত্যিই একেবারে অনবদ্য। এই খাবারগুলো খেতে কে না ভালোবাসে, শীত এলেই যেন খাদ্য রসিকদের আনন্দ আরো বেড়ে যায়। বিমলা সরকার হায়দার পাড়া বাজারের সংলগ্ন এলাকায় শীতের শুরু থেকেই এই সমস্ত লোভনীয় খাবার গুলি বিক্রি করছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন শীতের শুরু থেকেই তিনি পিঠা মালপোয়া ভাপা পিঠে বিক্রি করছেন। রাস্তার পাশে বসেই , গরম গরম বানাচ্ছেন এবং বিক্রি করছেন। অর্থের অভাবে দোকান ভাড়া নিতে পারেননি তবে , তবে হাল ছেড়ে দেননি তিনি রাস্তার পাশে বসেই উনুনের মধ্যে গরম গরম ভাপা পিঠে মালপোয়া পাটিসাপটা বানিয়ে বিক্রি করছেন। বাড়ি জিজ্ঞাসা করা হলে তিনি জানান তার বাড়ি একটিআশালে। তিনি আরো জানান ভালই বিক্রি হচ্ছে শীতের শুরু থেকেই তিনি এই খাবারগুলো বিক্রি করছেন। বাড়িতে রয়েছে স্বামী ও এক সন্তান। বাড়ির সংসার চালানোর দায় নিজের উপর নিয়ে জীবন যুদ্ধে লড়াই করে চলেছেন। প্রতিদিনের লড়াই প্রতিনিয়ত লড়াই। তবে লড়াই করতে করতে তিনি মোটেও ক্লান্ত হয়ে যাননি হাসিমুখে চালিয়ে যাচ্ছেন জীবন যুদ্ধের লড়াই। কুর্নিশ জানাতেই হয় বিমলা দেবী কে পুরো নাম বিমলা সরকার।

বি বি ইনস্টিটিউট অফ নার্সিং এর আয়োজিত অডিটোরিয়াম এ ২৫ জন নার্সিং ছাত্রদের শুরুতে তাদের শপথ বাক্য পাঠ উপস্থিত রাজ্যে মাইনরিটি চেয়ারম্যান আহমদ হাসান ইমরান

2025-02-28

বি বি ইনস্টিটিউট অফ নার্সিং এর আয়োজিত অডিটোরিয়াম এ ২৫ জন নার্সিং ছাত্রদের শুরুতে তাদের শপথ বাক্য পাঠ উপস্থিত রাজ্যে মাইনরিটি চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং এর আয়োজিত অডিটোরিয়াম এ বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং এর প্রায় ২৫ জন নার্সিং ছাত্রদের সামনে মানব সেবায় পথ চলার শুরুতে তাদের শপথ বাক্য পাঠ করান বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং এর প্রিন্সিপাল রত্না কোটাল। এছাড়াও এদিন উদ্বোধনী সঙ্গীতের পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন সাংসদ তথা চিয়ারম্যাম পশ্চিম বঙ্গ মাইনরিটি কমিশন আহমদ হাসান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক আল আল আমিন মিশন, কে কে গুপ্তা চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা অফ মেডিক্যাল সায়েন্স এন্ড হসপিটাল,ডাক্তার ফারুক পূরকাইত ডিরেক্টর বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং,রত্না কোটাল প্রিন্সিপাল বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং,মহম্মদ শাহ আলম চেয়ারম্যান বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। বজ বজ ইনস্টিটিউট অফ নার্সিং এর ডিরেক্টর ফারুক পুরকাইত তিনি জানান আজ নার্সিং দ্বিতীয় ব্যাচে শপথ বাক্য পাঠ করানো হয়। ডাক্তারদের যেরকম তাদের শপথ বাক্য পাঠ করে ট্রেনিং শুরু করতে হয়। ঠিক নার্স তাদের উদ্দেশ্য ও আদর্শ উদ্বুক্ত হয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করে শপথ বাক্য পাঠ করে। এটা আমাদের মেল নার্স বলা যায় এটা তাদের গুরত্বপূর্ণ অধ্যায় নার্সিং চিকিৎসা ক্ষেত্রে শুরু হওয়ার আগে। বি বি ইন্সটিটিউট অফ নার্সিং এ মোট ২৫ জন মেল নার্স তাদের কে শপথ বাক্য গ্রহণ করলো তারা।

নারায়ণপুর বিএসএফ এর ১২ ব্যাটালিয়ান পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার দুপুরে ।

2025-02-28

নারায়ণপুর বিএসএফ এর ১২ ব্যাটালিয়ান পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার দুপুরে । শুক্রবার মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে ঋশিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিভিক একশন প্রোগ্রাম করা হয়। ১২ ব্যাটালিয়ান বিএসএফের পক্ষ থেকে এদিন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্যেমে এলাকার মানুষের জন্য বিনামূল্যে ঋশিপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়।যেমন ভলিবল,ভলিবল নেট, স্পিকিং ,ডাস্টবিন, ব্যাডমিন্টন র‍্যাকেট, ফুটবল, ক্রিকেট খেলার সামগ্রিকসহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয়। এলাকাবাসিরা জানান যেভাবে সীমান্তবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে পাহারা দিচ্ছেন তার পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করছেন বিএসএফ তারই অঙ্গ হিসেবে দেখা গেল সিভিক অ্যাকশন প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সহযোগিতা করতে। এদিন উপস্থিত ছিলেন বিএসএফ ১২ নম্বর ব্যাটেলিয়ান সিও প্রেম কুমার,বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট পি আর সৃজিৎ,কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুধীর কুমার সহ বিএসএফের১২ নাম্বার ব্যাটেলিয়ানের বি এস এফ কর্মকর্তারা | এছাড়াও উপস্থিত ছিলেন ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার,সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রীরা

শুকনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে।

2025-02-28

শুক্রবার দুপুরে হবিবপুর ব্লকের আইহো চক্রের শুকনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয়ের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুক নগর প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক পুষ্পেন্দু শেঠ, এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন চক্রবর্তী বিদ্যালয়ের বর্তমান শিক্ষক মিঠুন দাস সহ চক্রের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিবৃন্দ। প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুলের ছাত্র-ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খুদে পড়ুয়ারা বিভিন্ন নাচ গান পরিবেশন করে। জানা গেছে বিদায়ী শিক্ষক পুষ্পেন্দু শেঠ মহাশয় ১৯৮৭ সালে তার শিক্ষকতা জীবন শুরু করেন এবং দীর্ঘ বছর পর আজ অবসর গ্রহণ করেন। তার এই বিদায়ী দিনে সহকর্মীরা ভারাক্রান্ত মনে তাকে বিদায় সম্বর্ধনা জানান এবং আগামী দিনে তার দেখানো পথেই স্কুল পরিচালনা হবে বলে জানান সহকর্মীরা।

টার্গেট পয়েন্ট (আর) স্কুলে এবছরের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি প্রবেশিকা পরীক্ষা ।

2025-02-27

নাজমুস সাহাদাত, কালিয়াচক: মালদা জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচকের টার্গেট পয়েন্ট (আর) স্কুল। এবছরের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রায় নয়শত ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়। একই দিনে কালিয়াচক টার্গেট পয়েন্ট এর নিজস্ব শাখার পাশাপাশি কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। আজকে সর্বমোট কয়েক হাজার ছাত্রছাত্রী টার্গেট পয়েন্ট স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা সুশৃংখলভাবে সম্পন্ন হয়। সম্প্রতি কালিয়াচক টার্গেট পয়েন্ট স্কুলের বিগত দিনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ ডাক্তারি নিট পরীক্ষায় চমকপ্রদ রেজাল্টের ফলে মালদা জেলার বিশেষ চাহিদা সম্পন্ন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীর অভিভাবকরা জানান, এখন নজরে শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য ভিড়। তবে ছেলেমেয়েদের কোয়ালিটি সম্পন্ন ও তাদের সুদূর ভবিষ্যৎ এবং একজন প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে যে শিক্ষা দরকার সেটা আমরা আমাদের এলাকার টার্গেট পয়েন্ট স্কুলে দেখতে পাচ্ছি। একটা স্কুলের সুনাম তখনই হয় যখন সেই স্কুলের শিক্ষার মান, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানের কঠিন পরিকাঠামো এবং ছাত্র-ছাত্রীদের সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সকলের কঠিন পরিশ্রম খুবই প্রয়োজন। আমরা মনে করি টার্গেট পয়েন্ট স্কুল আগামীর পথ আরো উজ্জ্বলময় হবে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন জানান, আমাদের প্রতিবছরই ভর্তি প্রবেশিকা পরীক্ষা খুব সুষ্ঠুভাবে এবং কঠিন নিয়ম নীতির মাধ্যমে নেওয়া হয়। এছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে বলব, আমাদের বরাবর কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে নিয়মিত পাঠ দান করে থাকে ও নীতি আদর্শের উপর চরিত্র গঠন লেখাপড়া, রেজাল্ট ভালো করা ইত্যাদি দিয়েই আমরা সুনাম অর্জন করছি। অতএব আপনি আপনার ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নিরাপত্তার দিক দিয়ে এবং তাদের রেজাল্টের উপর নিশ্চিন্তে থাকুন। আজকের পরীক্ষার ফলাফল আগামী ৭ই মার্চ প্রকাশিত হবে। মোবাইল নম্বরে এসএমএস এবং স্কুলের ওয়েবসাইট ও স্কুলের উল্লেখিত যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও যারা ভর্তির সুযোগ পাবে অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ের জন্য পৃথক ক্লাসরুম ও হোস্টেলের ব্যবস্থা রয়েছে।

মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে।

2025-02-26

মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকে। অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল মানিকচকের গোপালুর এলাকায়। জানা গেছে, এদিন হঠাৎ করেই এক গৃহস্থ বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে সেই আগুন আরও বিধ্বংসী রূপ ধারণ করে। অগ্নিকান্ডের সময় পরিবারের চারজন সদস্য আহত হন বলে খবর। ঘটনার পরপরই প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও দমকল দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। এদিনের এই অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা সম্ভবপর হয়নি।

৫০ বছর পূর্তি উপলক্ষে সবুজ বি এড কলেজের আয়োজিত সবুজ প্রাইমারি টিচার ট্রেনিং ইনিস্টিউট ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয় ক্লাস রুম কমিউনিটি হলে*

2025-02-24

*৫০ বছর পূর্তি উপলক্ষে সবুজ বি এড কলেজের আয়োজিত সবুজ প্রাইমারি টিচার ট্রেনিং ইনিস্টিউট ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয় ক্লাস রুম কমিউনিটি হলে* *বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-* ম্যানগ্রোভের সুরক্ষায় বিবিধ কারণে দ্রুত নষ্ট হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য। যে-ভারসাম্য ফিরিয়ে আনার একমাত্র উপায় ম্যানগ্রোভ-অরণ্য রক্ষা ও কৃত্রিম বাদাবন তৈরি করা। আর সুন্দরবনের সুন্দর জীবনকে আগলে রাখতে এদিন রায়দিঘী থানার অন্তর্গত নন্দকুমারপুরে আয়োজিত সবুজ বি এড কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সবুজ প্রাইমারি টিচার ট্রেনিং ইনিস্টিউট ইন্টারন্যাশনাল সেমিনার অনুষ্ঠিত হয় ক্লাস রুম কমিউনিটি হলে।এদিন উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডাঃ ইর্মগার্ড হোলিলহেলম শাফের(টিচার জিমনেশিয়াম আর্ন ক্রেব্সবার্গ নিউকিরচেন জার্মানি),এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ডা: সোমা বাহদ্যপাঠ্যায়(ভাইস চ্যান্সেলর,বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি),অংশুমান দাস (সেক্রেটারী এন্ড ডিরেক্টর,সবুজ সংঘ মেম্বার,সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড গভঃ পশ্চিম বঙ্গ),অরুনাভা দাস(হেড অফ রিসোর্স মোবিলাইজেশন এন্ড সবুজ সংঘ এডমিনিস্ট্রেটর ও সবুজ বি এড কলেজ),ডাঃ অমল মুখোপাধ্যায়(ফাউন্ডার অফ এলগা বায়োটেক এন্ড প্রেসিডেন্ট,হেনসিটিক ইন্ডিয়া ফোরাম ই,ভি,জার্মানি), দিব্যেন্দু সরকার আই এ এস ডেভেলপমেন্ট প্রফেশনাল(রিটার্ড সেক্রেটারি পি & আর ডি ডিপার্টমেন্ট গভঃ পশ্চিম বঙ্গ),প্রফেসর ডা: বিশ্বরঞ্জন মিস্ত্রি (ইউনিভার্সিটি অফ বর্ধমান), ডা: নবীন ঠাকুর (এসিস্ট্যান্ট প্রফেসর ইউনিভার্সিটি কলকাতা), প্রফেসর রমাকান্ত মহালিক (ভুবনেশ্বর),সুজয় চৌধুরী কো ফাউন্ডার (সি এস এস) সহ কয়েকশ প্রাইমারি টিচার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এই সেমিনার শুভ সূচনা হয় ২৪ ফেব্রুয়ারি,এর সমাপ্তি হবে ২৫ ই ফেব্রুয়ারি ২০২৫। এদিন অংশুমান দাস ও অরুণাভা দাস তারা বলেন ম্যানগ্রোভের সুরক্ষায় বিবিধ কারণে দ্রুত নষ্ট হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য। যে-ভারসাম্য ফিরিয়ে আনার একমাত্র উপায় ম্যানগ্রোভ-অরণ্য রক্ষা ও কৃত্রিম বাদাবন তৈরি করা। সুন্দরবনের সুন্দর জীবনকে আগলে রাখতে হবে আমাদেরই। তাই সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে এই সবুজ সংঘের ব্যবস্থাপনায় প্রায় কয়েক লক্ষ ম্যানগ্রোভ লাগানো হয়েছে। এছাড়া সবুজ সংঘ ৫০ বছর পূর্তি উপলক্ষে এদিন কয়েক শত প্রাইমারি টিচার দেরকে সঙ্গে নিয়ে এক ইন্টারন্যাশনাল সেমিনার এর আয়োজন করা হয়।,,,,

চিল্ডেন্স কর্নার ইন্সটিটিউশান' আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" সাড়ম্বরে উদযাপন

2025-02-23

চিল্ডেন্স কর্নার ইন্সটিটিউশান' আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" সাড়ম্বরে উদযাপন বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- চিলড্রেন কর্নার ইনস্টিটিউশন এর উদ্যোগে আয়োজিত উক্ত শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এদিন বেলা ২টোয় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের সুচনা হয়।একুশে ফেব্রুয়ারি শুধু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নয়, তা বাঙালির কাছে গর্বের ইতিহাস কে স্মরণের দিন। এই দিনটি কার্যত কান্না ও উৎসবের মিশ্রণে জমজমাট ভাবে পালিত হলো রাজ্য জুড়ে।তবে এপার বাংলাতে অর্থাৎ পশ্চিমবঙ্গে একুশে ফেব্রুয়ারি বা ভাষা দিবসের অবদান কম নয়। রাজ্যের নানা প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মাতৃভাষা দিবস।তাই মগরাহাট এক নম্বর ব্লক কালিকাপিতা অঞ্চল সংগ্রাম পুরে বিশিষ্ট শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে চিলড্রেন কর্নার ট্রাস্ট ইনষ্টিটিউশন এ এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এদিন স্কুলের (নার্সারি - দশম শ্রেণি) ছাত্রদের আবৃত্তি, নাচ,গান ও বক্তব্য পরিবেশন দ্বারা অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন হয়। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী আব্দুর রউফ স্যার ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক গুরুত্ব তাতপর্য তথ্য সহ বিশ্লেষণ ও উদযাপনের প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। এছাড়াও ভাবগম্ভীর পরিবেশে পালিত অনুষ্ঠানে উল্লেখযোগ্য উপস্থিতি অবসৃত হাইস্কুল শিক্ষক শফিউল আলম, ইলহাম মিশনের আব্দুল ওহাব,বিশিষ্ট প্রফেসর জাহান আলী, প্রধান শিক্ষিকা রীতা ঘোষ,সমাজসেবী ইমরান সাহেব, শিক্ষিকা শাবানা খাতুন প্রমুখ।ছাত্র,শিক্ষক, অভিভাবক,অভিভাবিকা, স্কুলের শুভার্থী, শিক্ষানুরাগী ও এলাকার বিশিষ্ট গুনীজনদের উপস্থিতিতে মনোজ্ঞ অনুষ্ঠানটি খুবই চিত্তাকর্ষক হয়ে ওঠে।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন যথাক্রমে চিলড্রেন কর্নার ইনস্টিটিউশন প্রতিষ্ঠানের কর্নধার সাবির হোসেন,মিশন এর সভাপতি মাওলানা আবুল কালাম, সাজিদুল ও সাংস্কৃতিক সম্পাদিকা হাসিয়ারা খাতুন সহ অন্যান্যরা।

সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির আয়োজিত এনুয়াল বেল্ট গ্রেডেশন এক্সাম নয়াবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়

2025-02-23

সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির আয়োজিত এনুয়াল বেল্ট গ্রেডেশন এক্সাম নয়াবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্ট একাডেমির আয়োজিত এনুয়াল বেল্ট গ্রেডেশন এক্সাম সোনারপুর নয়াবাদ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফেরদৌসী বেগম,নয়াবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শান্তনু মন্ডল,খেরাদাও ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এর উপ প্রধান গোরাচাঁদ নস্কর,নয়াবাদ হাই স্কুলের সভাপতি বিধান হালদার,চিফ এক্সানিমার ইন্দ্রনীল দাস(হ্যাপীডো ফেডারেশন অফ ইন্ডিয়া ন্যাশনাল কোচ),এছড়াও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের বিশেষ উদ্যোক্তা সেন্সেই 3র্ড ডান ব্ল্যাক বেল্ট ন্যাশনাল রেফারী এন্ড ন্যাশনাল কোচ নিতাই মন্ডল সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। বিশেষ এই অনুষ্ঠানের উদ্দ্যেশ্য ২০২৪ শে দিল্লিতে ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ,সেখানে সেনসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্টের মধ্যে ৮জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্যে গোল্ড মেডেল চার জন ও সিলভার মেডেল ৪ জন পেয়েছিলেন,এদিন তাদের কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সাতজন অভিভাবক তারাও এই ক্যারাটে প্রশিক্ষণে অংশ যোগদান করেন তাদের উৎসাহ বাড়াতে তাদেরও সংবর্ধনা দেওয়া হয়। এদিন বিধায়িকা ফেরদৌসী বেগম তিনি বলেন প্রত্যেক অভিভাবকদের তাদের বাড়ির ছেলে ও মেয়েদের এরকম ক্যারাটে প্রশিক্ষণে এগিয়ে আসা প্রয়োজন। কেনোনা ক্যারাটে জানা থাকলে আত্মরক্ষার পাশাপাশি শরীর চর্চা হয়ে থাকে, এতে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে। তিনি আরও বলেন এমন একটা প্রোগ্রাম এ এসে খুব ভালো লাগছে। পাশাপাশি সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্শাল আর্টে একাডেমির সর্ব দিক থেকে পাশে থাকবেন বলে তিনি জানান।

দু'বছর ধরে বাড়ি থেকে নিখোঁজ থাকা যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক

2025-02-23

দু'বছর ধরে বাড়ি থেকে নিখোঁজ থাকা যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মগরাহাট: মধ্যপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিশ। বেশ কয়েকদিন আগে মগরাহাট থানা এলাকায় উদ্দেশ্য প্রণোবিতভাবে এক যুবক ঘোরাঘুরি করতে থাকে। এলাকায় টহল দেয়ার সময় মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযুষ কান্তি মন্ডলের নজরে আসে ওই যুবক। এরপর মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওই যুবককে মগরাহাট থানাতে নিয়ে আসে। ওই যুবকের সঙ্গে কথা বলে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকার িক বুঝতে পারে যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। ওই যুবকের পরিবারের সন্ধান চালানোর জন্য তৎপর হয় মগরাহাট থানার পুলিশ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সূত্র মারফত ওই যুবকের ছবি নিয়ে শুরু হয় ওই যুবকের পরিবারের খোঁজ। অবশেষে সন্ধান মেলে ওই যুবকের পরিবারের। অবশেষে পুলিশ জানতে পারে ওই যুবকের বাড়ি মধ্যপ্রদেশের ফরিদাবাদে ওই যুবকের নাম মোহাম্মদ রশিদ। পুলিশ আরো জানতে পারে ওই যুবক গত দু'বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। এরপর মগরাহাট থানার পুলিশের তরফ থেকে ওই যুবকের পরিবারকে খবর দেয়া হয় ।খবর পেয়ে শনিবার দুপুরে মগরাহাট থানাতে এসে হাজির হয় ওই যুবকের ভাই। দু'বছর আগে হারিয়ে যাওয়া দাদাকে দেখে চিনতে বিলম্ব করেনি রশিদের ভাই মোহাম্মদ ফারহাদ। এরপর ওই মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে তুলে দেয় মগরাহাট থানার পুলিশ। এ বিষয়ে মানসিক ভারসাম্যহীন যুবক রশিদের ভাই মোঃ ফারহাদ তিনি জানান, গত দু'বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তার দাদা। মানসিক ভারসাম্যহীন থাকার কারণে প্রায় সময় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় কোন সময় দিল্লি কোন সময় ফারিদাবাদ রেল স্টেশনে চলে যেত তার দাদা। এবার কিভাবে পশ্চিমবাংলায় এসে পৌঁছেছে আমরা বুঝতে পারছি না। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোন সন্ধান পায়নি। অবশেষে কয়েকদিন আগে মগরাহাট থানা থেকে আমাদেরকে ফোন করা হয় যে আমার দাদা মগরাহাট থানাতে রয়েছে। এরপর আমরা চলে আসি মগরাহাট থানাতে এসে মগরাহাট থানা থেকে আমার দাদাকে আমরা উদ্ধার করি। আমার দাদাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য মগরাহাট থানার পুলিশ আধিকারিক কে ধন্যবাদ জানাই। এ বিষয়ে মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযুষ কান্তি মন্ডল তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা খুব খুশি। ওই যুবক তিন দিন ধরে মগরাহাট থানাতেই ছিল। ওই যুবকের পরিবার এসে আজ ওই যুবককে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।

বীরভূমের রাজনগর)শতবর্ষ পূর্ণ করে পরলোকে রাজনগরের বৃন্দাবন মহারাজ

2025-02-23

বীরভূমের রাজনগর)শতবর্ষ পূর্ণ করে পরলোকে রাজনগরের বৃন্দাবন মহারাজ কেউ বলেন , তাঁর বয়স হয়েছিল ১১০ , কেউবা বলেন ১২০ বছর বা তারও বেশি ৷ তবে এককথায় শতায়ু তিনি। সেই শতবর্ষ পূর্ণ করে আজ ২৩শে ফেব্রুয়ারি সকাল ৯টা নাগাদ নীরবে চলে গেলেন রাজনগরের প্রবীণতম ব্যক্তি বৃন্দাবন মহারাজ। জন্ম উড়িষ্যায়, তাই স্বাভাবিকভাবেই কথাবার্তায় ছিল উড়িয়া টান। উড়িষ্যা থেকে চলে যান বৃন্দাবন। সেখান থেকে একটানা প্রায় বিশ বছর রাজনগর থানার গাঙমুড়ি গ্রামের একটি ছোট্ট ঘর ছিল তাঁর ঠিকানা। সন্ন্যাসী মানুষ। গোপালের সেবা-পুজো করতেন। আর বিভিন্ন ধর্মীয় উৎসব-অনুষ্ঠানে যোগ দিতেন। তবে ইদানীং বয়সের ভারে নিজের ঘরেই থাকতেন। ভক্তরা দেখাশোনা করতেন। এমনি এক স্থানীয় ভক্ত প্রভাত দত্ত সংবাদ মাধ্যমকে তাঁর মৃত্যুর খবরটি জানান। খবর পেয়ে সকাল থেকেই ভিড় জমান এলাকার মানুষ।

"সবুজ হাইড্রোজেন উৎপাদন" বিষয়ের ওপর গবেষণা করতে বিদেশ পাড়ি কালিয়াচকের সামিম আখতার

2025-02-21

নাজমুস সাহাদাত, কালিয়াচক: আবারও মালদহের কালিয়াচকের ভূমিপুত্র বিদেশের মাটিতে গবেষনা করতে পাড়ি দিচ্ছেন ড. সেখ সামিম আখতার। তিনি কালিয়াচকের শেরশাহী রন্নুচক গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা মুহাম্মদ রাজু সেখ একজন দিনমজুর আর মা সুফিয়া বানু হলেন আশা কর্মী। শেখ সামিম আখতার কালিয়াচক হাই স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়াশোনা শুরু করে উচ্চমাধ্যমিক পাশ করার পর ২০১১ সালে চলে যায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে রসায়ণবিজ্ঞান বিষয়ে গ্রাজুয়েট ও মাস্টার্স করার পর ঝাড়খন্ডের ধানবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে 'ইলেক্ট্রোকেমিক্যাল কার্বনডাইঅক্সাইড রিডাক্সন' টপিকের ওপর গবেষণা সম্পন্ন করল। তারপরেও থেমে থাকেনি শেখ সামিম আখতার। তার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এই মাসেই অর্থাৎ আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার Kumoh National Institute of Technology তে পাড়ি দিচ্ছেন সামিম। তার পোস্ট ডক্টরাল টপিক হলো Green Hydrogen Production এছাড়াও সামিম প্রচার বিমুখ স্বভাবের ছেলে এবং সে অত্যন্ত শান্ত, ধর্মপ্রান, মিষ্টি ভাষী, মিশুকে স্বভাবের বলে জানান এলাকাবাসী। সামিমের এই গগন-চুম্বী যাত্রার প্রতক্ষ সাক্ষী যারা তারা আজ সামিমের জন্য গর্বিত। সামিমের সাফল্যে তার বাবা মা ও একমাত্র বোন ভীষণ আপ্লুত। এর আগেও কালিয়াচক থেকে অনেকেই গবেষণা করতে বিদেশে পাড়ি দিয়েছেন। আরও অনেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এগিয়ে যাওয়ার জন্যে। প্রতি বছর কালিয়াচক থেকে শিক্ষার মান উন্নয়নে ধারাবাহিভাবে ছাপ রেখে যাচ্ছে। কখনও ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, খেলাধুলায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বোর্ড র‍্যাঙ্ক সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় দেশের সেরার সেরা হয়েছেন কালিয়াচকের কৃতি সন্তানরা। গবেষক ড. শেখ সামিম আখতার এর বাবা রাজু শেখ জানান, ছেলেবেলা থেকেই সামিম আক্তার পড়াশোনায় অত্যন্ত মেধাবী। আমি দিনমজুরের কাজ করি, অর্থাভাবে ছেলেকে সরকারি বিদ্যালয় বাদে কোথাও টিউশনি পড়াতে পারিনি। নিজের মেধার জোরেই আজ সামিম নিজের সাফল্যে এগিয়ে গেছে এতে আমরা অত্যন্ত খুশি। এবং তার মাতা সুফিয়া বানু জানান, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ছেলে বিদেশে গবেষণা করতে যাবে। অনেক কষ্ট করে আমরা আমার ছেলেকে বড়ো করেছি। তবে সে আজকে নিজের পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে এতদূর পৌঁছে গেলে এতে আজ আমরা সহ পুরো কালিয়াচক বাসি আমার ছেলের জন্যে গর্বিত। অন্যদিকে কালিয়াচকের আর কৃতি ছাত্র টার্গেট পয়েন্ট স্কুলের এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গোলাম মাসুদ বিশ্বাস। সে NTA পরিচালিত JEE (MAINS)-2025 session -1 for BE/B Tech পরীক্ষায় ৯৮.২৯৫ শতাংশ নম্বর পেয়ে আবারও কালিয়াচক তথা মালদা জেলার গৌরব বৃদ্ধি করছে। এই গোলাম মাসুদ বিশ্বাস ২০২৩ সালের মাধ্যমিক বোর্ড পরিক্ষায় রাজ্যে ৭ম স্থান অধিকার করেছিল। ধারাবাহিক এই সাফল্যে আনন্দের জোয়ার কালিয়াচকজুড়ে।

জ্ঞানের দীপ্ত আলো জ্বালাতে ডা: হা: এ স্বরবর্ণের ব্যবস্থাপনায়,পকেটমানির অর্থ বাঁচিয়ে নিজ খরচে শিশু শিক্ষায় পাঠ্যসামগ্রী বিতরণ করল বেশ কয়েকজন কলেজ পড়ুয়া মেয়েরা উপস্থিত ডা: হা: এডিশনাল এস পি মিতুন কুম

2025-02-18

জ্ঞানের দীপ্ত আলো জ্বালাতে ডা: হা: এ স্বরবর্ণের ব্যবস্থাপনায়,পকেটমানির অর্থ বাঁচিয়ে নিজ খরচে শিশু শিক্ষায় পাঠ্যসামগ্রী বিতরণ করল বেশ কয়েকজন কলেজ পড়ুয়া মেয়েরা উপস্থিত ডা: হা: এডিশনাল এস পি মিতুন কুমার দে বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- শিক্ষা থাকুক প্রতিটি ঘরে,শিক্ষাদানে নারীরাই পারে। সদিচ্ছা আর সততাই যে আসল মূলধন,আর্থিক সহায়তা ছাড়াই টিফিন এবং পকেট মানির অর্থই সঞ্চয় যাদের মূল সম্বল,আজ সেই নারীরাই সামাজিক কল্যাণে শিশুশিক্ষার প্রকৃত বার্তা বাহক। আর এই নারীশক্তির সমাজকল্যাণকর মানসিকতার সাথে যিনি নিজেকে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ করে ফেলেছেন,তিনি আর কেউ নন,ডায়মণ্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। শিক্ষা থাকুক প্রতিটি ঘরে, জ্ঞানের দীপ্ত আলো জ্বালাতে ডায়মন্ড হারবারে স্বরবর্ণের ব্যবস্থাপনা,পকেটমানির অর্থ বাঁচিয়ে নিজ খরচে শিশু শিক্ষায় পাঠ্যসামগ্রী বিতরণ করল বেশ কয়েকজন কলেজ পড়ুয়া মেয়েরা।শিশুদের হাতে স্কুল ব্যাগ, টিফিন বক্স পেন,পেন্সিল সহ পেন্সিল বক্স,ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে প্রায় ৫০ জন ছোট ছোট শিশুর হাতে পাঠ্য সামগ্রী তুলে দেন নারী শক্তির নারীরা। এমনকি ক্ষুদে ক্ষুদে কচিকাঁচা পড়ুয়াদের হাতে ব্যক্তিগত নিজ উদ্যোগে কিছু উপহার তুলে দেন এডিশানাল এসপি মিতুন কুমার দে। কেউ বা স্কুল কেউ বা কলেজ - আবার কেউবা বাড়ির গৃহবধূ। এই মহিলারাই আগামী প্রজন্মের শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন। এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াসে মহিলাদের সাথে এই কর্মকান্ডে সামিল হলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার এডিশানাল এসপি মিতুন কুমার দে। এদিন ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে স্বরবর্ণের আমন্ত্রণে এদিন পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে প্রবেশ করেন তিনি। ছোট ছোট শিশুদের হাতে চকলেট,পেন সহ কিছু উপহার তুলে দেন ছোট ছোট শিশুদের প্রিয় পুলিশ আঙ্কেল। রাফ অ্যাণ্ড টাফ - পেশাদার ইমেজের বাইরে বেরিয়ে এদিন শিশুদের শৈশবকালীন সারল্যের মধ্যে নিজেকে বন্দী করে রাখেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। স্বামীজি বলেছিলেন "জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর" অর্থাৎ জীব সেবাই শিব সেবা - জীবসেবা করলেই প্রকারান্তরে স্রষ্টার সেবা করা হয়। পৃথকীকরণ বিষয় এটাই যে, এই নারীশক্তি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক মুঠোফোনে বন্দি সো-কলড প্রচারকেন্দ্রিকতায় নয়,বরং মুক্ত বিহঙ্গের ন্যায় খোলা আকাশের নিচেই মুক্ত অঙ্গনে অর্থাৎ মুক্তাঙ্গনে সমাজের সর্বত্র সকল শিশুর ভবিষ্যৎ কল্যাণে,সুশিক্ষার মানোন্নয়নে বিশ্বাসী।

মাধ্যমিক পরীক্ষা চলছে এবং পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে এসে পরীক্ষা দিচ্ছে।

2025-02-17

মাধ্যমিক পরীক্ষা চলছে এবং পরীক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্র থেকে এসে পরীক্ষা দিচ্ছে। পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের সমসপুর হাই মাদ্রাসায় একটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। অন্যান্য দিনের মতোই, পরীক্ষার্থীরা এখানে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। এশিয়াটিক রিসার্চ অর্গানাইজেশনের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল, পেন এবং টিফিন প্যাকেট তুলে দিয়েছেন। সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। তারা সকলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং পরীক্ষায় সফলতা কামনা করেছেন। সংস্থার ডিরেক্টর জীন্নার আলী এবং রায়না এক পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক (চন্দন) সেখানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগটি সত্যিই প্রশংসার যোগ্য। এর মাধ্যমে পরীক্ষার্থীরা কিছুটা হলেও মানসিক শান্তি পেয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে।

পুষ্প প্রদর্শনীতে রক্তদান শিবিরের আয়োজন

2025-02-17

পুষ্প প্রদর্শনীতে রক্তদান শিবিরের আয়োজন শিলিগুড়ি চলছে পুষ্প প্রদর্শনী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে। এ বছর ৪১ তম পুষ্প প্রতিষ্ঠির অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছর হর্টিকালচার সোসাইটির উদ্যোগ পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। প্রথম দিন থেকে প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে। এদিন হর্টিকালচার সোসাইটির এবং শিলিগুড়ি লাইন্স ক্লাব আধিরণের উদ্যোগ পুষ্প প্রদর্শনীতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সারা বছরই শিলিগুড়ি টেরাই লাইনস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এদিন সকাল থেকে এ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং অনেকেই এসে এই রক্তদান শিবিরে রক্ত দান করেন।

পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শশুর এবং ভাসুরের বিরুদ্ধে।

2025-02-17

পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ শশুর এবং ভাসুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের উগ্ৰিটোলা এলাকায়। ওই এলাকার বাসিন্দা দশরথ মন্ডল কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। বাড়িতে শুধুমাত্র তার স্ত্রী রেনুকা মন্ডল এবং তার একমাত্র মেয়েকে নিয়ে থাকে। রেনুকা মন্ডলের অভিযোগ তার ভাসুরের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ রয়েছে। তার আরো অভিযোগ এই আক্রোশ বসত বিগত শুক্রবার রাত আনুমানিক দুটো নাগাদ রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। ফলে রান্নাঘর থেকে আসবাবপত্র প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এদিকে সম্পূর্ণ ঘটনা বিবরণ দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন রেনুকা মন্ডল। পাশাপাশি তিনি অভিযুক্তদের শাস্তির দাবি করেন।

রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা শহরের সিংঙ্গা তলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে।

2025-02-15

মালদা :- রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা শহরের সিংঙ্গা তলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনাস্থলে ছুটে আসতে হল ইংলিশ বাজার থানার চার চার জন পুলিশ অফিসার কে। পরে পরিবারের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মালদা শহরের দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা প্রাক্তন রেল কর্মী প্রবীর চন্দ্র সুর গত ৪ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে প্রথমে রেল হাসপাতাল এবং পরে মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ দুই দুইবার অস্ত্র প্রচার করা হয় প্রবীরবাবুর। কর্তব্যরত চিকিৎসকরা জানান অস্ত্র প্রচার সফল হয়েছে তাদের রোগী সুস্থ রয়েছে। কিন্তু হঠাৎ করে আজকে নার্সিংহোমে এসে তারা জানতে পারেন তাদের রোগী মারা গেছে। তাদের পরিবারের সদস্য কখন মারা গেছে তা জানানো হয়নি নার্সিংহোমের কর্তৃপক্ষের তরফ থেকে, সেই সঙ্গে পরিবারের অভিযোগ কোন রকমের রিপোর্ট এবং বিল দেওয়া হচ্ছে না তাদের। তার সঙ্গে তারা মনে করছেন চিকিৎসার গাফিলতি হয়েছে। অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের বাড়ির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেত উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কিছুই বলতে চাইনি।

বাণীবিদ্যাপীঠে বিদায় সংবর্ধনা

2025-02-14

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাণীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেনি বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে এডমিট কার্ড বিলি করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা দীপ্তি দেববর্মা, শিক্ষক সংসদের সাধারন সম্পাদক মনোজ রায়, যুগ্ম সম্পাদক শ্যামল দেও মনীষা ভৌমিক। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীগণ।পরীক্ষা সংক্রান্ত বক্তব্য রাখেন শিক্ষকে মনোজ রায় ও মনীষা ভৌমিক। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে সাজেশান বই বিলি করা ইয়। বই বিলি শেষে বিদ্যালয়ের শিক্ষিকারা সমবেত সঙ্গীত পরিবেশন করে। বিদ্যালয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বক্তব্য রাখে বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। সবশেষে প্রধান শিক্ষকের ভাষনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা বাড়ছে

2025-02-14

ভালোবাসা দিবসে গোলাপের চাহিদা বাড়ছে শিলিগুড়ি : ভালোবাসা হয়ে উঠুক চিরন্তন শাশ্বত! প্রতিটি সম্পর্কের মধ্যে ভালোবাসার বন্ধন সুদৃঢ় হোক। আজ ভালোবাসা দিবস valentines day নিজের মনের মানুষকে ভালোবাসা জানানোর দিন। ভালোবাসা দিবসের স্বাভাবিকভাবে সবথেকে বেশি চাহিদা থাকে গোলাপের। এদিন দেখা গেল সকাল থেকেই বিভিন্ন দোকানগুলিতে রয়েছে গোলাপের বাহার। লাল সাদা গোলাপি বিভিন্ন রঙের গোলাপ ফুল রয়েছে। এই প্রসঙ্গে একজন ফুল বিক্রেতা জানিয়েছেন ভালই বিক্রি হচ্ছে আজ valentines day প্রত্যেক বছরের মত এ বছরও চাহিদা রয়েছে গোলাপ ফুলের। ভালোই বিক্রি হচ্ছে , আশা রাখছেন প্রতিবছরের মতো এ বছরও ভালই বিক্রি হবে গোলাপ ফুলের। কলকাতার গোলাপ ফুলের দাম রয়েছে কুড়ি টাকা এবং ব্যাঙ্গালোরের গোলাপ ফুলের দাম রয়েছে 40 টাকা প্রতি পিস।

হুগলীর ত্রিবেনীতে কুম্ভের আজ গঙ্গায় পূন্যস্নানে হাজার হাজার মানুষ  সকাল থেকে  গঙ্গায় পূন্যস্নান করছে।  ত্রিবেনী কুম্ভমেলার চতুর্থ বর্ষে।

2025-02-12

হুগলীর ত্রিবেনীতে কুম্ভের আজ গঙ্গায় পূন্যস্নানে হাজার হাজার মানুষ  সকাল থেকে  গঙ্গায় পূন্যস্নান করছে।  ত্রিবেনী কুম্ভমেলার চতুর্থ বর্ষে। প্রায় সাতশ বছর আগে হুগলির ত্রিবেনীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ বসত বলে জনশ্রুতি।গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেনী সঙ্গমে মিলিত হতেন মাঘি পূর্নিমায়।  সেখানে একদিনের কুম্ভ হত, যাকে অনুকুম্ভ বলা হয়। ত্রিবেনীতে এই দিন বহু মানুষের সমাগম হয়। যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা রয়েছে।

শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে নীল নলিনী বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাওয়া হলো চকলেট

2025-02-12

শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে নীল নলিনী বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাওয়া হলো চকলেট শিলিগুড়ি আজ থেকে শুরু হলো ২০২৫ মাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল-সকাল পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা পৌঁছে যায়। আজ থেকে পরীক্ষা শুরু সেই কারণে কিছুটা আগেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে যায়। শিলিগুড়ির বিভিন্ন স্কুল গুলিতে পড়েছে মাধ্যমিক পরীক্ষার সিট। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র গুলির সামনে ট্রাফিক পুলিশের সামনে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এদিন শিলিগুড়ি বিদ্যামন্দিরে শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের চকলেট দেওয়া হয়। এদিন পরীক্ষার শেষে সংশ্লিষ্ট স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে দেওয়া হয় পরীক্ষার্থীদের চকলেট। চকলেট পাওয়ার পর স্বাভাবিকভাবে খুশি পরীক্ষার্থীরা।

আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা

2025-02-10

বাঁকুড়া : আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা । চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৪৭৬ জন । এর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২১ হাজার ৯৪৫ ও ২৬ হাজার ৫৩১ জন । সাঁওতালী মাধ্যমে পশ্চিমবঙ্গ ( রাজ্য ) পরীক্ষার্থীর সংখ্যা ৩৬৫ জন । এবার পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে ১১৫ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে । ব্যাগ ও ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভীতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । প্রতিটি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে । আকুই ইউনিয়ন হাইস্কুলে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের পুলিশ প্রশাসনের তরফে প্রতিটা পরীক্ষার্থীকে একটি করে কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।

সমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন | তাই মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত শহরকে যানজট মুক্ত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি

2025-02-10

সমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন | তাই মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত শহরকে যানজট মুক্ত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হলো পুরাতন মালদা শহর এলাকায়। মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে নিজেদের পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পৌঁছাতে পারে সেই উদ্দেশ্যে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যানের উদ্যোগে এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়, বুলবুলি মোড় সহ বিভিন্ন ব্যস্ততম এলাকায় ড্রোনের মাধ্যমে যানজটের উপরে নজরদারি চালানো হয়।

মগদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে মেলার আয়োজন ময়ূরেশ্বর নোনাদিঘী পুকুর সন্নিকটে।

2025-02-10

মগদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে মেলার আয়োজন ময়ূরেশ্বর নোনাদিঘী পুকুর সন্নিকটে। রবিবার বৈকাল পাঁচটা নাগাদ এই মেলায় ফিতে কেটে মেলার শুভ সূচনা করলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায়। মূলত মগদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে প্রায় ২২ থেকে ২৫ বছর ধরে এই মেলার আয়োজন করে আসছেন এলাকাবাসী। তবে আজ মেলার গেট ঢোকার পূর্বে প্রথমে ফিতে কেটে তারপর সেখান থেকে পায়ে হেঁটে চাদর নিয়ে গিয়ে মাজারে চাদর চাপালেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায়। এছাড়াও এদিন তার সাথে ছিলেন এলাকার একাধিক মুসলিম ধর্মালম্বী মানুষজন। উল্লেখ্য মগদুম জাহান পীর সাহেবের ঔরস উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়েছে মাজারের ঠিক পাশেই, সেই মেলায় গিয়ে দোকানদারদের সাথেও কথা বললেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।

শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে নীল নলিনী বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাওয়া হলো চকলেট

2025-02-10

শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে নীল নলিনী বিদ্যামন্দিরে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাওয়া হলো চকলেট শিলিগুড়ি আজ থেকে শুরু হলো ২০২৫ মাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল-সকাল পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা পৌঁছে যায়। আজ থেকে পরীক্ষা শুরু সেই কারণে কিছুটা আগেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে যায়। শিলিগুড়ির বিভিন্ন স্কুল গুলিতে পড়েছে মাধ্যমিক পরীক্ষার সিট। মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র গুলির সামনে ট্রাফিক পুলিশের সামনে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এদিন শিলিগুড়ি বিদ্যামন্দিরে শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের চকলেট দেওয়া হয়। এদিন পরীক্ষার শেষে সংশ্লিষ্ট স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের তরফ থেকে দেওয়া হয় পরীক্ষার্থীদের চকলেট। চকলেট পাওয়ার পর স্বাভাবিকভাবে খুশি পরীক্ষার্থীরা।

পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন এঞ্জেল স্পোর্টস্‌ ক্লাব

2025-02-10

দীর্ঘ ১০ বছর পর দুবরাজপুর পৌরসভার উদ্যোগে আবারও ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয় পৌর ক্রীড়াঙ্গনে। দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী হলো এঞ্জেল স্পোর্টস ক্লাব। গত ১২ই জানুয়ারি থেকে দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে শুরু হয়েছিল দুবরাজপুর পৌর ডিউস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। দুবরাজপুর পৌরসভার ২৬ টি দল এই খেলায় অংশগ্রহণ করেছিল। এদিন ছিল ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় নায়কপাড়া স্পোর্টস ক্লাব ও অ্যাঞ্জেল স্পোর্টস ক্লাব। ফাইনাল খেলা দুটি হয় ২০ ওভার করে। তবে নায়কপাড়া স্পোর্টস এসোসিয়েশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এঞ্জেল স্পোর্টস্‌ ক্লাব। এদিনের ফাইনাল খেলায় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে উইনার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ২০ হাজার টাকা এবং রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা খেলোয়াড়দের তুলে দেওয়া হয়। তাছাড়াও প্রতিটি খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ সহ একাধিক পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুদীপ্ত ঘোষ, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলর সনাতন পাল, মানিক মুখার্জী, সাগর কুন্ডু, সুভাষ মেটে, অর্জুন চৌধুরী, বুল্টি চক্রবর্তী, বনমালী ঘোষ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, সারদা আশ্রমের রাজু মহারাজ, আইনজীবী স্বরূপ আচার্য, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, খুব সুষ্ঠুভাবে এই ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হল। এবারে পৌরসভার ৫০ বছর পূর্তি। তাই আমরা বছরটা শুরু করলাম ক্রিকেট টুর্ণামেন্টের মধ্য দিয়ে। তবে গোটা বছরটা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর পূর্তি উদযাপন করব।

মেধা প্রকাশ মিশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক নবীনবরণ অনুষ্ঠান

2025-02-08

নিজস্ব প্রতিবেদক, সাহাবাজপুর: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়।ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। এলাকার সুপরিচিত একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেধা প্রকাশ মিশনের উদ্যোগে দুদিনব্যাপী ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক এবং নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমদিনে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধুলা এবং দ্বিতীয়দিনে সাংস্কৃতিক নবীনবরণ ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিনের মেধা প্রকাশ মিশনের বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোশাররফ হোসেন, ড. সিদ্ধার্থ শংকর ঘোষ, প্রধান শিক্ষক সাকিলুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ সরকার, গোলাপগঞ্জ থানার ওসি আনসারুল হক প্রমুখ। এছাড়াও মেধা প্রকাশ মিশনের পক্ষ থেকে প্রধান শিক্ষক মুক্তার হোসেন, মিশনের সেক্রেটারি নাসিমুল গনি ছাড়াও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। খেলাধুলার পাশাপাশি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান তথা কবিতা আবৃত্তি, গানের তালে নৃত্য, দেশাত্মবোধক সংগীত, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও ছাত্র-ছাত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এছাড়াও খেলাধুলাতেও বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেধা প্রকাশ মিশনের ছাত্রছাত্রীরা।

গোলাপ দিবসে ফুলের দোকানগুলিতে বিভিন্ন রঙের গোলাপ

2025-02-07

শিলিগুড়ি :- আজ গোলাপ দিবস, গোলাপ ভালবাসার প্রতীক। আজ থেকে গোলাপ দিবস দিয়ে শুরু ভালোবাসার সপ্তাহ। শিলিগুড়ির বিভিন্ন ফুলের দোকানে দেখা গেল গোলাপের বাহার। ব্যস্ত রয়েছেন ব্যবসায়ীরা। বিভিন্ন রঙের গোলাপ রয়েছে যেমন লাল গোলাপ, হলুদ গোলাপ, গোলাপি গোলাপ ইত্যাদি। এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন বিক্রি শুরু হয়েছে গোলাপের ভালোই বিক্রি হচ্ছে। কলকাতার গোলাপ যেমন রয়েছে কেমন রয়েছে ব্যাঙ্গালোরের গোলাপ। কলকাতার গোলাপের দাম ১৫ থেকে ২০ টাকা আর ব্যাঙ্গালোরের গোলাপের দাম আরেকটু বেশি। আশা রাখছেন এবছর ভালোই বিক্রি হবে গোলাপের।

মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক।

2025-02-07

পশ্চিম মেদিনীপুর: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা! ছাত্রজীবনের প্রথম বোর্ড পরীক্ষা মাধ্যমিক। স্বভাবতই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা চাপ থেকেই যায়। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ কয়েকটি ব্যবস্থা গ্রহণ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পরীক্ষা কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। আজকের পর থেকে বাইরে কোন প্রোগ্রাম মাইক ব্যবহার করে করা যাবে না। কোন প্রোগ্রাম এ মাইক ব্যবহার করতে গেলে মহকুমা শাসকের নির্দেশ লাগবে। কোন ইনডোর প্রোগ্রাম করলে সেক্ষেত্রে মাইক ব্যবহার করা যেতে পারে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে শিক্ষকদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ "কুইক রেসপন্স টিম" এর ব্যবস্থা করা হয়েছে। মেদিনীপুর শহরের জন্য পরীক্ষার শুরুর আগে এবং পরীক্ষা শেষের পর দু' ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান জেলাশাসক খুরশেদ আলী কাদরী। সেই সঙ্গে সম্পূর্ণ জেলা জুড়ে প্রশাসনের নজরদারি থাকবে, যেকোনো ধরনের সমস্যায় ছাত্রছাত্রীরা পড়লে তাদেরকে সহযোগিতা করার জন্য হেল্পলাইন খোলা হয়েছে। পাশাপাশি প্রস্তুত থাকবে সমষ্টি উন্নয়ন আধিকারিক, মহাকুমা শাসক ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। জঙ্গলমহলের পার্শ্ববর্তী এলাকায় যেসমস্ত পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে, সেগুলির উপর বিশেষ নজরদারির জন্য বনদপ্তরের আধিকারিকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। হাতির সমস্যায় যাতে কোন পরীক্ষার্থী না পড়ে, সেই জন্য ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। পরীক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থার কথা মাথায় রেখে প্রত্যেকটি হাসপাতালে বেশ কয়েকটি করে রিজার্ভ বেড ও বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রাখা হচ্ছে। প্রত্যেকটি পরীক্ষার্থীকে জেলাশাসক খুরশেদ আলী কাদরী শুভেচ্ছা জানিয়েছে এবং তিনি এও বলেন সকলেই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়।

শ্রীরামপুরে বাসন্তী পূজা ও মন্দির প্রতিষ্ঠা উৎসব।

2025-02-07

শ্রীরামপুরে বাসন্তী পূজা ও মন্দির প্রতিষ্ঠা উৎসব। পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের কাইতি অঞ্চলের শ্রীরামপুর মাঠপাড়া এলাকায় আজ থেকে ১০ বছর আগে গ্রামের মধ্যে শুরু হয়েছিল বাসন্তী পূজা। সেই থেকে এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে, গ্রামবাসীদের ঐকান্তিক পরিশ্রমের ফলে সম্প্রতি এখানে একটি মন্দির তৈরি হয়েছে। আজ সেই মন্দিরের অভিষেক অনুষ্ঠিত হলো। সকাল থেকে নগর সংকীর্তন এর মধ্য দিয়ে সমগ্র এলাকা শোভাযাত্রা করে মন্দির প্রতিষ্ঠার ঘট উত্তোলন করা হয়। এরপর, প্রতিষ্ঠা উপলক্ষে হোম যজ্ঞের পাশাপাশি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এই অভিষেক উপলক্ষে এলাকার ৫০০০ মানুষকে মন্দির কমিটির পক্ষ থেকে অন্ন ভোগ খাওয়ানো হয়।

একমাসে সাড়ে ৫ লক্ষ মানুষকে পরিষেবা দিল ‘‌সেবাশ্রয়’‌ বিধান সভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর নেতৃত্বে অভিষেক কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন সভা নুরপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে

2025-02-06

একমাসে সাড়ে ৫ লক্ষ মানুষকে পরিষেবা দিল ‘‌সেবাশ্রয়’‌ বিধান সভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর নেতৃত্বে অভিষেক কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন সভা নুরপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- একমাসে রুটিন চেকআপ–সহ জটিল রোগে আক্রান্ত রোগীরা সাহায্য পান একমাসেই স্বাস্থ্য পরিষেবায় নয়া রেকর্ড গড়ে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘‌সেবাশ্রয়’‌ কর্মসূচি।একেবারে বিনামূল্যে চিকিত্‍সা পরিষেবা থেকে শুরু করে ডায়মন্ডহারবারে এখন জীবনদায়ী ওষধুও পৌঁছে দিয়ে যাচ্ছেন মানুষের দুয়ারে। আর পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষের অধিক সাধারণ মানুষ। আর সেই ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন জানাতে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ এর নেতৃত্বে সারা বিধান সভার পাশাপাশি নুরপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন সভার আয়োজন করেন। এখানে উপস্থিত ছিলেন ডা: হা: ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব বৃন্দ প্রমুখ।সমালোচকরা যাই বলুন ২ জানুয়ারি থেকে পথচলা শুরু ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্প ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ব্যাপক প্রভাব ফেলেছে। একমাসেই প্রায় ৫.৫ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন 'সেবাশ্রয়’ শিবির থেকে। সরকারি পরিষেবার সঙ্গে ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্পকে এক করা ঠিক নয়,তেমন বড় কোনও বিষয় নয়। দলের একাংশ প্রবীণ নেতাদের বক্তব্য ‘‌সেবাশ্রয়’‌ প্রকল্প নিয়ে এমনই রয়েছে। কিন্তু বাস্তবে কী দেখা যাচ্ছে?‌ একমাসেই স্বাস্থ্য পরিষেবায় নয়া রেকর্ড গড়ে ফেলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘‌সেবাশ্রয়’‌ কর্মসূচি। একেবারে বিনামূল্যে চিকিত্‍সা পরিষেবা থেকে শুরু করে ডায়মন্ড হারবারে এখন জীবনদায়ী ওষধুও পৌঁছে দিয়ে যাচ্ছেন মানুষের দুয়ারে। আর পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন সাড়ে পাঁচ লক্ষ মানুষ। জটিল স্নায়ুরোগের চিকিৎসা থেকে চোখের ছানি বা হার্ট ও অন্যন্য বিভিন্ন জটিল রোগের অপারেশনের সুবিধা পেয়েছেন এলাকার বাসিন্দারা। ব্লক সভাপতি অরুময় গায়েন বলেন ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে নিরাশ্রয় মানুষের জন্য সেবাশ্রয়, কল্পতরু ও একের পর এক প্রকল্প সৃষ্টি করে নজির স্থাপন করেন দেশের সেরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার সাংসদ এর এমন উদ্যোগ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন এলাকার সর্বসাধারণ মানুষ।

রোজ ডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন! ফুলের দোকানে গোলাপের বাহার।

2025-02-06

রোজ ডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন! ফুলের দোকানে গোলাপের বাহার। শিলিগুড়ি ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস। শুরু হতে চলেছে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে, নিজের প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার দিন। তারপরে রয়েছে চকলেট ডে টেডি ডে , এবং একেবারে সপ্তাহের শেষে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। নিজের প্রিয় মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের দিন। শিলিগুড়ির বিধান মার্কেটের ফুলের বাজারে গোলাপের বাহার। বিভিন্ন ফুলের দোকানগুলিতে রয়েছে গোলাপ। এই প্রসঙ্গে তারা জানিয়েছেন গোলাপের দাম যথাক্রমে ১৫ থেকে ২০ টাকা পিস প্রতি। ভালোই বিক্রি হচ্ছে আশা রাখছেন রোজ ডে সেই উপলক্ষে গোলাপ ফুল ভালই বিক্রি হবে। পাশাপাশি তারা আরো জানিয়েছেন ব্যাঙ্গালোরের গোলাপও চলে আসবে, যে গোলাপ আরো দেখতে সুন্দর রংবেরঙের হয় সেই গোলাপ। ব্যাঙ্গালোরের গোলাপের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে। দাম একটু বেশি ৩৫ থেকে ৪০ টাকা পিস প্রতি। প্রত্যেক বছর এই রোজডের সময় গোলাপের একটা আলাদা রকমের চাহিদা থাকে। সারা বছরই গোলাপের চাহিদা থাকলেও এই সময় যেন চাহিদা আরো বেড়ে যায়, বেড়ে যায় গোলাপ ফুলের বিক্রি। দোকানদাররা আশা রাখছেন প্রত্যেক বছরের মত এ বছরও ভালোই বিক্রি হবে।

সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত।

2025-02-04

সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত। বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে রবিবার রাজ্যের বেশ কয়েকটি স্থানের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এবার দুই দিন শ্রীপঞ্চমী তিথি থাকায় সোমবারই রাজ্যের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা সম্পন্ন করা হয়েছে। “ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে”। এই মন্ত্রে দেবী বন্দনার মধ্য দিয়েই রবিবার রাজ্যের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। এবার শ্রী পঞ্চমী তিথি দুই দিন থাকাতে সোমবার রাজ্যের বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো সম্পূর্ণ করা হবে। সকাল থেকেই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভক্তি ভরে মা সরস্বতীর বন্ধনায় মেতে ওঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১২:২৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল ৯:৫৯ পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। তবে মূলত: যেদিন তিথি ছাড়ে সেদিনই পূজা হয়ে থাকে। তবে কেউ কেউ এবছর রবিবারেই করে নিচ্ছে সরস্বতী পুজো। তাই রবিবারও বিদ্যার দেবী সরস্বতী পূজাকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি আগরতলা শহরের বেশ কিছু স্কুলে রবিবার দেবী বন্দনায় ব্রতি হতে দেখা যায়। ফলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঐ সমস্ত ছাত্র-ছাত্রীরা সকাল থেকেই ভীড় জমাতে দেখা গেছে।

বাগ দেবীর আরাধনায় ব্রতী হলো ছাত্র ছাত্রীরা।

2025-02-04

বাগ দেবীর আরাধনায় ব্রতী হলো ছাত্র ছাত্রীরা। বাগ দেবীর আরাধনা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বিদ্যাদেবী সরস্বতী পূজায় ব্রতী হয়েছে। সোমবার সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের ব্যাপক ব্যস্ততা পরিলক্ষিত হয়েছে। সকাল বেলা তারা স্নান করে নতুন জামা কাপড় পরিধান করে নিজ নিজ বিদ্যালয়ে যায়। সেখানে পূজায় অংশ নিয়ে তারা অঞ্জলি নেয়। ছাত্র-ছাত্রীদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যার দেবী সরস্বতী। দেবীকে আরাধনা করতে প্রতিবছর তারা এভাবে বিশেষ আয়োজন করে। দু-তিনদিন আগে থেকেই চলে তাদের পূজার আয়োজন। শিক্ষক শিক্ষিকারাও ছাত্রছাত্রীদের বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পূজা মানে আনন্দ। এর কোন জাত পাত বর্ণ কিছুই হয় না। প্রতিবছর এই দিনটির জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষাও করে। রাস্তাঘাটে সেদিন কচিকাঁচারা শাড়ি এবং পাঞ্জাবি পরিধান করে ভিড় জমিয়েছে। কেউ কেউ দিনটি বাঙালি ভ্যালেন্টাইন ডে বলে থাকে। সব মিলিয়ে এক আনন্দমুখর পরিবেশ।

প্রান্তিক এলাকায় অসহায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে সোনাখালী বাজারে শুরু হলো মানবতা হেল্থ কেয়ার

2025-02-01

প্রান্তিক এলাকায় অসহায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে সোনাখালী বাজারে শুরু হলো মানবতা হেল্থ কেয়ার বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য দায়বদ্ধতায় অঙ্গীকারবদ্ধ সমাজ কল্যাণমূলক সংস্থা মানবতা সুন্দরবনের অসহায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার কথা ভেবে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সোনাখালীতে শুরু করলো মানবতা হেলথ কেয়ার। জানুয়ারীর শেষে দক্ষিণ ২৪ পরগনার ,বাসন্তী থানার অন্তর্গত সোনাখালি বাজারে মানবতা নামক এক স্বেছাসেবী সংস্থা একটি বিশেষ মানবিক পদক্ষেপ গ্রহণ করলো। সুন্দরবন প্রান্তিক এলাকায় যেখানে দুঃস্থ অসহায় মানুষেরা কলকাতার নামিদামি চিকিৎসক দ্বারা ন্যূনতম ফিজ এ চিকিৎসা পরিষেবা ও ঔষধ সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে বারো মাস। যেখানে দন্তচক্ষু সহ সার্বিক চিকিৎসা পরিষেবা মানুষ পাবে।এদিনের এই শুভ উদ্বোধন কর্মসূচি সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি সুজাউদ্দিন সাহেব। অতঃপর প্রতীকি বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। পরপরই ফিতে কাটার মধ্য দিয়ে মানবতা হেল্থ কেয়ারের উদ্বোধন সম্পন্ন হয়। প্রতিকী বৃক্ষরোপণ ও হেল্থ কেয়ারের উদ্বোধন করেন এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি আল আমীন মিশনের সুপারভাইজার আলহাজ্ব সেখ মারুফ আজম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মুফাক্কারুল ইসলাম, কলকাত মেডিকেল কলেজের প্রফেসর ডা.ফরিদ খন্দকার,আবুসিদ্দিক খাঁন(সিরাত সাধারণ সম্পাদক),বাপিরুল হোসেন খান (টিচার ইনচার্জ, আল-আমীন মিশন, খলৎপুর, সিনিয়র সেকশন),সেখ সোহেল জাবেদ (ইনচার্জ, আল আমিন মিশন, খলৎপুর, নীট কোচিং সেকশন)ডা: নাসিম জাভেদ (ডি.এন দে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল),ডা: মোজাহিদুল ইসলাম (ডাইরেক্টর, মানবতা হেলথ কেয়ার, সোনাখালি) ডা: আসাদুল আকঞ্জি ও ডা. সুহান আহমেদ (ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল), ডা: সাজিরুল হক(নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল) সহ এলাকার বহু সমাজ সেবী সহ মানবতার সদস্যগন। এদিন সাধারণ মানুষের জন্য ফ্রি হেলথ চেকআপ এর সুব্যবস্থা ছিল। চিকিৎকরা শতাধিক মানুষকে পরিষেবা প্রদান করেন। মানবতা'র এই কর্মসূচি দেখে স্থানীয় মানুষ বেজায় খুশি। আর দু:স্থ পরিবার যারা টাকার অভাব এ দীর্ঘদিন চিকিৎসা করাতে পারছিলনা এই পরিষেবা পেয়ে তাদের মুখে হাঁসি ফুটেছে। মানবতার কর্ণধার জুলফিকার আলী পিয়াদা বক্তব্যে বলেন আগামী ৬ মাসের মধ্যে মানবতা নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার চালু করবে এবং আগামীতে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকাতে একটি হসপিটাল এর ভিত্তি প্রস্থর করা হবে।মানবতার এই হেলথ কেয়ারে এতিম পরিবার ও বাঘের আক্রমণের ফলে অভিভাবকহারা অসহায় পরিবারা বিশেষ সুবিধা পাবে বলে তিনি আশ্বাস দেন। সভা মুখ্য শেখ মারুফ আজম সাহেব তার বক্তব্যে বলেন আল আমীন মিশন শুরু হয়েছিল মাত্র সাত জন ছাত্রকে নিয়ে আজ তা ৭৫ শাখার প্রতিষ্ঠান হিসেবে পূর্ণতা পেয়েছে,মানবতা আজ যে পদক্ষেপ গ্রহণ করল আগামী দিনে এটা সুন্দরবন এলাকার মানুষের জন্য একটা আশীর্বাদ হবে। শিক্ষারত্ন শিক্ষক মোফাক্কারুল ইসলাম কোরআন হাদিসের আলোকে সুন্দর বক্তব্য রাখেন। তিনি বলেন মানুষের পাশে থাকা মানুষের সেবা করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বলা যেতে পারে এবং অবশ্যই এটা তাঁর ই ইবাদত। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: তৌহিদুর রহমান ও সুহানা পারভিন। মানবতা নামক সংস্থার এই উদ্যোগ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ সাধুবাদ জানান। আশা করা যায় আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে জনকল্যাণে এক বিশেষ ভূমিকা রাখবে এই সংস্থা।

মালদা জেলা জুড়ে একের পর এক ঘটনা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে। এবার নিরাপত্তার উপরে বিশেষ নজর দিচ্ছে মালদা জেলা পুলিশ।

2025-01-31

মালদা:- মালদা জেলা জুড়ে একের পর এক ঘটনা, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা রাজ্য জুড়ে। এবার নিরাপত্তার উপরে বিশেষ নজর দিচ্ছে মালদা জেলা পুলিশ। এতদিন পুলিশ পেট্রোলিং ভ্যানে করেই জেলার বিভিন্ন জায়গায় চলতো পুলিশি টহলদারি। অলিতে গলিতে প্রবেশ করতে সমস্যা হতো পেট্রোলিং ভ্যানের। এবার এই সমস্যার সমাধান খুঁজে বের করেছে জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। গুরুত্বপূর্ণ এলাকা গুলিতে নজরদারির জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ইলেকট্রিক বাইসাইকেল। যে সাইকেলে চেপেই এবার নজরদারি চালাবেন পুলিশকর্তারা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গাজোল থানায় এসে পৌঁছেছে চারটি ইলেকট্রিক বাইসাইকেল। সেই বাইসাইকেলে করেই একজন পুলিশ কর্তার সাথে তিনজন সিভিক কর্মী টহলদারি চালাচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেলে করেই সারাদিন ও সারারাত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। প্রথমে বিভিন্ন স্কুল এবং অফিস এলাকায় টহলদারি চালাবেন পুলিশকর্মীরা। রাতে বিভিন্ন এলাকায় ঘুরবে এই সাইকেল। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে অত্যাধুনিক মানের এই ইলেকট্রিক বাইসাইকেল একবার চার্জ দিলে চলবে সারাদিন। ঘুরবে বিভিন্ন অলিতে গলিতে যার ফলে সুবিধা হবে নজরদারিতে।

মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ

2025-01-31

মালদা :- 'সাবধানে চালাও, জীবন বাঁচাও' এই স্লোগানদের সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে মোটর বাইকে হেলমেট বিহীন মানুষদের সচেতন করতে হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয়। এছাড়া যে সমস্ত মানুষ হেলমেট পড়ে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে বাইকে সেফ ড্রাইভ, সেভ লাইফ স্টিকার লাগিয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস, ট্রাফিক আই সি দেবু চক্রবর্তী, ট্রাফিক অফিসার সুজিত রায়, প্রবেশ দাস সহ অন্যান্য অফিসাররা। ট্রাফিক ডিএসপি জানান, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যানবাহন চালক সহ পথ চলতি মানুষদের সচেতন করতে ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে এই হেলমেট বিতরণ একটা কর্মসূচি। পথ দুর্ঘটনা কমাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জেব্রা ক্রসিং করা হবে। তাতে মানুষ অনেক সচেতন হবে।

শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার নবম পর্যায়ের ক্যাম্প

2025-01-30

গত শুক্রবার 24 শে জানুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার নবম পর্যায়ের ক্যাম্প | দীর্ঘ কয়েক বছর ধরে এই কাজ হয়ে আসলেও এখনো সাধারণ মানুষের প্রচুর জনসমাগম লক্ষ্য করা গেল এই দুয়ারে সরকার ক্যাম্পে। বৃহস্পতিবার এই দুয়ারে সরকার ক্যাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল পুরাতন মালদা ব্লকের মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে |বৃহস্পতিবার চন্দ্র মোহন স্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় এবং স্বতঃস্ফূর্তভাবে মুচিয়া অঞ্চলের জনসাধারণ মুখ্যমন্ত্রীর ৩৭ টি প্রকল্পের সুবিধা নিতে বা প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হতে আবেদন পত্র জমা দেন। এদিন এই দুয়ারে সরকার ক্যাম্পে তদারকি করতে দেখা গেল বিজেপি পরিচালিত মুচিয়া অঞ্চলের প্রধান পলি দাস মহাশয়াকে। বিজেপি প্রধান পলি দাস জানান, রাজ্য সরকারের এই দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে বিভিন্ন প্রকল্প আওতায় অন্তর্ভুক্ত হতে এবং মানুষ প্রচুর উপকৃত হচ্ছে ,এই দুয়ারে সরকার ক্যাম্পে জনসাধারণের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে।

নবম পর্যায়ে বড়িয়া এফপি স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প ৩৭টি প্রকল্পের সুবিধা সুষ্ঠ ভাবে পাওয়ার জন্য পরিদর্শনে যান বিডিও শেখ দিন ইসলাম সহ অন্যান্যরা

2025-01-30

নবম পর্যায়ে বড়িয়া এফপি স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প ৩৭টি প্রকল্পের সুবিধা সুষ্ঠ ভাবে পাওয়ার জন্য পরিদর্শনে যান বিডিও শেখ দিন ইসলাম সহ অন্যান্যরা বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার :- ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বলসিদ্ধি পঞ্চায়েত এলাকার বড়িয়া এফ পি বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো নবম পর্যায়ে “দুয়ারে সরকার” ক্যাম্প। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে মোট ৩৭টি প্রকল্প নিয়ে আবেদনকারীদের সেবা প্রদান করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সাধারণ মানুষ ভিড় জমাতে শুরু করেন। আবেদনকারীদের সুবিধার্থে সুবিন্যস্ত পরিষেবা ক্যাম্পে আগতদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি প্রকল্পের জন্য আলাদা কাউন্টার স্থাপন করা হয়, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুততার সঙ্গে আবেদনপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এই ক্যাম্পের কার্যক্রম পর্যবেক্ষণ করতে ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বিডিও শেখ দিন ইসলাম উপস্থিত হন। তিনি বিভিন্ন প্রকল্পের স্টল ঘুরে দেখেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ক্যাম্পের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং আবেদন প্রক্রিয়াকে আরও মসৃণ করতে নির্দেশনা দেন।এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। প্রশাসনের উদ্যোগে অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের লাইনে দাঁড়ানোর অসুবিধা এড়াতে বিশেষ সুবিধা দেওয়া হয় এই দুয়ারে সরকার ক্যাম্পে। এছাড়াও এই কর্মসূচিকে সফল করতে উপস্থিত হয়ে ছিলেন সান্তনা হালদার আই সি ডি এস ব্লক সুপার ভাইজার,পঞ্চায়েত সেক্রেটারি ইন্দ্রজিৎ সাও,রেক্সোনা বিবি আশা মেম্বার ডায়মন্ড হারবার, আই সি ডি এস মেম্বার নাজিমা খাতুন,রেহেনা বিবি ও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে কাজ করেন। এবং এই ক্যাম্পে অঙ্গনারীর পক্ষ থেকে ৬টি পরিষেবা দেন, প্রাক প্রাথমিক শিক্ষা, পরিপূরক পুষ্টি প্রদান,ওজন ও বৃদ্ধির তদারকী, স্বাস্থ্য পরীক্ষা,সচেতনতা সভা ও প্রেরণ। তাঁরা আবেদন কারীদের সহায়তা করেন এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন।

দীর্ঘদিনের চাহিদার অবশেষে পূরণ হল ।

2025-01-29

দীর্ঘদিনের চাহিদার অবশেষে পূরণ হল । পূর্ব বর্ধমানের সেহারাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের যাতায়াতের রাস্তা নিয়ে দুর্ভোগ ছিল । পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দারা এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন অসুবিধা নিয়েই ।। পড়ুয়াদের যেমন যাতায়াত রয়েছে পাশাপাশি এলাকার বাসিন্দারাও তারা যাতায়াত করেন । বর্ষার মরশুমে বেশি দুর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকার বাসিন্দাদের।। ইতিপূর্বে একাধিক বার রাস্তা তৈরীর কথা বলা হলেও সমস্যা সমাধান হয়নি ‌। গত দিন দশেক আগে শিক্ষা প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ওরফে ফাগুন স্কুল পড়ুয়াদের সমস্যার কথা তুলে ধরেছিলেন শিক্ষকরা । কথা দিয়েছিলেন অধ্যক্ষ এবং দ্রুত কথা রাখলেন। এই সমস্যার কথা শুনে অধ্যক্ষ যোগাযোগ করেন উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে ‌ । দ্রুত সমস্যার সমাধান ‌ । ৩০০ মিটার নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হলো । দ্রুত এই সমস্যার সমাধান এর উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা । রাস্তা নির্মাণের সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ এলাকার বাসিন্দারা এবং স্কুলের শিক্ষকরা ।

বরাকরে সোনার দোকানের মালিকের স্কুটি থেকে প্রায় ২০০গ্রাম সোনা চুরি, অভিযোগ ফাঁড়িতে।

2025-01-29

বরাকরে সোনার দোকানের মালিকের স্কুটি থেকে প্রায় ২০০গ্রাম সোনা চুরি, অভিযোগ ফাঁড়িতে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত বরাকর ডিসেরগড় রোড স্থিত মহাময়া জুয়েলার্স এর মালিক মলয় কর্মকার আজ বিকেল সাড়ে চারটায় কুলটি থানার বরাকর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলেন যে গতকাল রাতে প্রায় সাড়ে নটার সময় সে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বারাকরে একটি দোকানে কিছু কিনতে যায় সে সময় তার স্কুটিতে একটি বেগে তার দোকানের সোনা রাখা ছিল। তারপর হটাৎ দেখে তার স্কুটি থেকে ব্যাগ চুরি হয়ে গিয়েছে। এরপর আজ এই চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হলো বরাকর ফাঁড়িতে।

পানীয় জলের সমস্যা মেটাতে আদিবাসী পাড়ার বাসিন্দাদের ডেপুটেশন, আশ্বাস প্রশাসনের।

2025-01-28

পানীয় জলের সমস্যা মেটাতে আদিবাসী পাড়ার বাসিন্দাদের ডেপুটেশন, আশ্বাস প্রশাসনের। পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ নম্বর ব্লকের কুচুটের বড় মশা গড়িয়া এলাকার আদিবাসী পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন। সমস্যা সমাধানে সোমবার তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্যের কাছে লিখিত ডেপুটেশন জমা দেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় পানীয় জলের বড় সমস্যা। সম্প্রতি সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সাব-মার্সিবল বসানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। বাসিন্দাদের দাবি, ওই সাব-মার্সিবলটি তাদের এলাকায় বসানো হলে পানীয় জলের সমস্যা চিরতরে মিটবে। এই বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য জানিয়েছেন, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধানে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।এলাকার বাসিন্দারা আশাবাদী, প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাদের দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত মিটবে।

রটন্তী কালীপূজা, মা ভবানী কালী মন্দিরে ভক্তদের ভিড়

2025-01-28

রটন্তী কালীপূজা, মা ভবানী কালী মন্দিরে ভক্তদের ভিড় শিলিগুড়ি আজ রটন্তী কালী পুজো ।সারাবছর সমস্ত কালীপুজো হয় অমাবস্যা তিথিতে। তবে শুধুমাত্র রটন্তী কালীর পুজো হয় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে । শিলিগুড়ির মা ভবানী কালী মন্দিরে রটন্তী কালীপুজো উপলক্ষে দেখা গেল ভক্তদের ভিড়। অনেক ভক্তই দূর-দূরান্ত থেকে এই শুভ দিনে মায়ের পুজো দিতে উপস্থিত হয়েছেন। মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করছেন ভক্তরা। রটন্তী কালী পুজো উপলক্ষে সেজে উঠেছে মা ভবানী কালীমন্দির। এছাড়া ভক্তদের জন্য ভোগ-প্রাসাদের ও ব্যবস্থা করা হয়েছে।

কৃষ্ণমায়া মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

2025-01-28

কৃষ্ণমায়া মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিলিগুড়ি এদিন সকালে অনুষ্ঠিত হয়ে গেল কৃষ্ণ মায়া মেমোরিয়াল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন সকালে শুরু হয় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিবছরের মতো চলতি বছরেও বর্ণাঢ্য ভাবে অনুষ্ঠিত হলো কৃষ্ণ মায়া হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রামকৃষ্ণ ময়দানে সংশ্লিষ্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক , এছাড়া সংশ্লিষ্ট স্কুলের ছাত্রছাত্রীরা ও তাদের অভিভাবকরা এছাড়া আরো বেশ কিছু বিশিষ্ট জনেরা।

৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন মেদিনীপুর পুলিশ লাইনে।

2025-01-27

৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন মেদিনীপুর পুলিশ লাইনে। পশ্চিম মেদিনীপুর: সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হল ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। রবিবার সকাল ৯ টায় মেদিনীপুর পুলিশ লাইন মাঠে দেশের তিরাঙ্গা পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক বরুণ মন্ডল, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। কুচ-কাওয়াজ এবং বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন হল। পুলিশ এর বিভিন্ন বিভাগের প্যারেড অনুষ্ঠিত হয়। জেলাশাসক জেলার সমস্ত মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান। সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষের উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে বলেও আশা প্রকাশ করেন। জুলাই ঝড়-বৃষ্টি ও বন্যা বিপর্যয় মোকাবিলা প্রশাসন খুব ভালোভাবে কাজ করে চলেছে। জেলা পুলিশ প্রশাসনের সাথে সংবাদমাধ্যমও সুসম্পর্ক রেখে কাজে সহায়তা করছে বলেও জানান জেলা শাসক। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত মেদিনীপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নৃত্য প্রদর্শনও করেন পুলিশ লাইন মাঠে। বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন হল ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন।

অমৃতি ব্যবসায়ী সমিতি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো অমৃতি বাস স্ট্যান্ড মোড় এলাকায়।

2025-01-27

মালদা:- অমৃতি ব্যবসায়ী সমিতি এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহযোগিতায় ১৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো অমৃতি বাস স্ট্যান্ড মোড় এলাকায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, কোষাধক্ষ্য হিমাদ্রি রায়, গোপাল শাহা সহ অমৃত ব্যবসায়ী সমিতির সভাপতি পবন সাংঘাই সম্পাদক পঙ্কজ সিং কোষাধক্ষ্য উত্তম মন্ডল সহ একাধিক সদস্যরা। এদিনের এই বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের সম্পাদক পঙ্কজ সিং। তিনি আরো জানান এই সংগঠনকে আগামী দিনে কিভাবে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এই নিয়েও বিশদ আলোচনা করা হয়। এই দিনের এই বার্ষিক সাধারণ সভায়।

প্রতিবছরের মতো এবারও মালদা প্রেস কর্নারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস।

2025-01-27

মালদা:-প্রতিবছরের মতো এবারও মালদা প্রেস কর্নারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। ৭৬ তম পজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সাংবাদিক অভিজিৎ চৌধুরী ও স্বপন মুখার্জি।। নেতাজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলার সাংবাদিকেরা। এরপর সমবেত জাতীয় সংগীত গেয়ে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরিশেষে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন সাংবাদিক অভিজিৎ চৌধুরী।

প্রজাতন্ত্র দিবস দিবসে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ

2025-01-27

প্রজাতন্ত্র দিবস দিবসে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ আজ ২৬ জানুয়ারি সারা ভারতজুড়ে আড়ম্বরের সাথে পালিত হয় ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। ভারতে সাধারণতন্ত্র  দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। তাই আজ প্রজাতন্ত্র দিবসে দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত সত্যানন্দ শিশু ভারতী নামে একটি বেসরকারি স্কুলে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হল। এদিন স্কুল মঞ্চে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও আয়োজিত হয়। এদিন উপস্থিত ছিলেন সত্যানন্দ শিশু ভারতীর সম্পাদক ডাক্তার এস. পি মিশ্র, সহ-সভাপতি আল আফ্তাব, কোষাধ্যক্ষ কিশোর আগরওয়াল, প্রিন্সিপাল নূপুর চক্রবর্তী সহ অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক শিক্ষিকারা। ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব বক্তব্য, গান, কবিতা, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে তুলে ধরে সত্যানন্দ শিশু ভারতীর ছাত্রছাত্রীরা। সবশেষে স্কুলের পক্ষ থেকে বাৎসরিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। LKG থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৭০ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ২১ জন ছাত্রছাত্রীকে আর্থিক পুরস্কার এবং একজনকে ট্যাব দেওয়া হয়। অন্যদিকে প্রতিটি শ্রেনির বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকারা তাঁদের সর্বোচ্চ নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ভাবে পুরস্কার প্রদান করেন বলে জানান প্রিন্সিপাল নূপুর চক্রবর্তী। তবে এবারে পঞ্চম শ্রেণীর ফারনাজ ফাতেমা সর্বোচ্চ নম্বর পেয়েছে তাই তাঁকে একটি ট্যাব দেওয়া হয়।

76 তম প্রজাতন্ত্র দিবসে আজ বারুইপুর রাস ময়দানে অনুষ্ঠিত হয় ।

2025-01-27

76 তম প্রজাতন্ত্র দিবসে আজ বারুইপুর রাস ময়দানে অনুষ্ঠিত হয় । পতকা উত্তোলন করেন বারুইপুর মহকুমা শাসক চিত্রদীপ সেন সাথে ছিলেন বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বাস। তিনবার গান স্যালুটের পর বক্তব্য রাখেন মহকুমা শাসক। তারপরেই বিভিন্ন স্কুল সহ সরকারি বিভিন্ন ট্যাবলো দিয়ে মাঠ প্রদক্ষিণ করা হয়। সবার শেষেই বিভিন্ন স্কুল থেকেই প্রজাতন্ত্র দিবসের বিভিন্ন গান এর মাধ্যমে নাচের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সারম্বরে পালিত হচ্ছে 76 তম প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দ্যা গ্লো এডুকেশনে।

2025-01-27

আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সারা ভারতবর্ষ জুড়ে সারম্বরে পালিত হচ্ছে 76 তম প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো দ্যা গ্লো এডুকেশনে। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন দ্যা গ্লো এডুকেশন এর কর্ণধার ইন্দ্রদেব মন্ডল। এরপর মথুরাপুর সুভাষ কলোনিতে অবস্থিত দ্যা গ্লো এডুকেশন প্রায় 250 জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু করে র‍্যালি। এই র‍্যালি সুভাষ কলোনি থেকে বেরিয়ে মথুরাপুর চৌরঙ্গী হয়ে ভূতনি ব্রিজ পরিক্রমণ করে পুনরায় দ্যা গ্লো এডুকেশন প্রাঙ্গনে পৌঁছয়। দ্যা গ্লো এডুকেশন এর কর্ণধার ইন্দ্রদেব মন্ডল এর পরিচালনায় ও সমস্ত শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় সম্পন্ন হয় র‍্যালি। র‍্যালি শেষে ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ ও করানো হয়। দা গ্লো এডুকেশনের কর্ণধার ইন্দ্র দেব মণ্ডল জানান, ২০১৯ সাল থেকে দ্যা গ্লো এডুকেশন এলাকার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করে আসছে। বিষয় ভিত্তিক শিক্ষক-শিক্ষিকা দ্বারা এখানে পঠন পাঠন করানো হয়। ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলায় আমাদের লক্ষ্য।

টার্গেট পয়েন্ট (আর )স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

2025-01-25

নিজস্ব প্রতিবেদক, সাহাবাজপুর: পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। মালদার সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠান টার্গেট পয়েন্ট আর স্কুলের উদ্যোগে দুদিনব্যাপী ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। প্রথমদিনে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা মূলক খেলাধুলা ও দ্বিতীয়দিনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিনের টার্গেট পয়েন্ট আর স্কুলের তম বার্ষিকী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রীয় মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন, কলকাতা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গনি। এছাড়াও টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধার কুরবান শেখ, মুকুল হক ছাড়াও স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং স্কুলের ছাত্রছাত্রীরা। খেলাধুলার পাশাপাশি একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান তথা কবিতা আবৃত্তি, গানের তালে নৃত্য, দেশাত্মবোধক সংগীত, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও ছাত্র-ছাত্রীদের শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এছাড়াও খেলাধুলাতেও বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টার্গেট পয়েন্টের ছাত্রছাত্রীরা।

নতুন বছরে পাণ্ডবেশ্বরে বৈদ্যুতিক চুল্লি উপহার বিধায়কের।

2025-01-23

নতুন বছরে পাণ্ডবেশ্বরে বৈদ্যুতিক চুল্লি উপহার বিধায়কের। পাণ্ডবেশ্বর তথা খনি অঞ্চলে সর্বপ্রথম তৈরি হতে চলেছে বৈদ্যুতিক চুল্লি। অজয় নদীর পাড়ে পাণ্ডবেশ্বর মহাশ্মশানে বসবে ইলেকট্রিক চুল্লি । মঙ্গলবার সেই কাজের শিলান্যাস করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । প্রকল্পটি রূপায়ণের ফলে শবদাহ করতে সংশ্লিষ্ট এলাকার মানুষের সুবিধা হবে বলে জানান তিনি । দুর্গাপুরের বীরভানপুর ও রানীগঞ্জ সংলগ্ন মেজিয়া শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা রয়েছে । ফলে বৈদ্যুতিক চুল্লিতে শবদাহের জন্য জন্য এতদিন খনি অঞ্চলের মানুষজনকে যেতে হতো সেখানে । কিন্তু খনি এলাকা থেকে এই দুটি জায়গার দূরত্ব যথেষ্ট বেশি । এবার অবশ্য সেই সমস্যা থাকবে না । কারন অজয় নদীর পাড়ে পাণ্ডবেশ্বর শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্প নিয়েছে উখরা রোটারি ক্লাব । প্রকল্পটি রূপায়ণের জন্য ২ কোটি ৪০ লক্ষ টাকা অনুদান দিয়েছে “দে গ্রুপ” নামে একটি বেসরকারি সংস্থা । সিএসআর প্রকল্পে তারা এই টাকা অনুমোদন করেছে । মঙ্গলবার পাণ্ডবেশ্বর শ্মশান ঘাটে প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু হল । কাজের সূচনা করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দে গ্রুপ সংস্থার দুই কর্ণধার বিশ্বদ্বীপ দে, সন্দীপ দে সহ অন্যরা । বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন প্রকল্পটি রূপায়ণের ফলে শুধু পাণ্ডবেশ্বর নয়, সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী বীরভূম জেলার মানুষজনও এর সুবিধা পাবে ।এখানে দুটি ইলেকট্রিক চুল্লি থাকবে । প্রকল্পের কাজ শেষ হলে সেটি পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির হাতে হস্তান্তর করা হবে । ২০২৬ সালে জানুয়ারির মাস থেকে এখানে শবদাহ করা যাবে। বৈদ্যুতিক চুল্লি ছাড়াও আনুষাঙ্গিক উন্নয়ন নিয়ে সর্বমোট প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হিসেবে ধরা হয়েছে।

অপরাজিতা বিল" কে পরিণত করার দাবিতে কেশপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা।

2025-01-23

অপরাজিতা বিল" কে পরিণত করার দাবিতে কেশপুরে মহিলা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা। কেশপুর, পশ্চিম মেদিনীপুর: "অপরাজিতা বিল" কে কেন্দ্রীয় সরকারের কাছে পাশ করিয়ে আইনে পরিণত করার দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের শ্যামচন্দপুর এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের পদযাত্রা ও পথসভা। পথসভা থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবী জানায় রাজ্য সরকার কর্তৃক মহিলাদের সুরক্ষার জন্য যে "অপরাজিতা বিল" আনা হয়েছে তা কেন্দ্রীয় সরকার, পাশ করছে না। রাষ্ট্রপতি যাতে এতে শিলমোহর দিয়ে আইনে পরিণত করে, সেজন্য কেশপুর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা দাবী জানাচ্ছি। পাশাপাশি এই রাজ্যে মহিলারা সুরক্ষিত রয়েছে, কথা বলেন কেশপুরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আগামী ২৫ শে জানুয়ারি কেশপুরের মুগবাসন এ আইএনটিটিইউসি র জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই জনসভারও প্রস্তুতি বৈঠক হয়। রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে, সাধারণ মানুষের কাছে উন্নয়ন রুপে পৌঁছে দিতে বদ্ধ পরিকর তৃণমূল কংগ্রেস বলেও জানান কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই। কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা বলেন, ২৫ তারিখ আইইনটিটিউসির জেলা সম্মেলনে কয়েক হাজার লোকের সমাগম হবে। তিনি আরও জানান, অপদার্থ কেন্দ্রীয় সরকার চরম অসহযোগিতার সঙ্গে অপরাজিতা বিল আইনে পরিণত করতে দিতে চাইছে না। এই "অপরাজিতা বিল" নারীদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করেছে রাজ্য সরকার! যাতে দ্রুত এই বিল আইন এ পরিণত হয় সেজন্যই আমরা পথে নেমেছি। আগামী দিনে এই বিল যদি কেন্দ্রীয় সরকার আইনের পরিণত হতে না দেয়, তাহলে দলনেত্রীর নির্দেশে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস।

দুবরাজপুর পৌরসভার উদ্যোগে নেতাজির জন্মদিন পালন

2025-01-23

আজ ২৩ শে জানুয়ারি দিনটি ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হিসেবে পালন করা হয়। ১৮৯৭ সালের এই দিনে তিনি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সুভাষ চন্দ্র বসু ছিলেন মেধাবী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শেষে তিনি ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে বিদেশি সরকারের অধীনে কাজ করা তাঁর আদর্শের বিরুদ্ধে ছিল। তিনি সেই চাকরি ত্যাগ করেন এবং নিজেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসর্গ করেন। তাই সারা ভারতবর্ষের পাশাপাশি দুবরাজপুরেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। এদিন সকালে দুবরাজপুর পৌরসভার উদ্যোগে ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত সাতকেন্দুরি এলাকার শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তারপর সাতকেন্দুরি মোড়ে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে নেতাজীর মূর্তিতে মাল্যদান করে তাঁকে সম্মান জানান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, সনাতন পাল, মানিক মুখার্জি, ভাস্কর রুজ, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ দাস, সেখ নিজাম উদ্দিন সহ পৌরসভার কর্মী এবং শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা।

কচিকাঁচাদের নেতাজি জয়ন্তী রাজনগরে।

2025-01-23

জেলার অন্যান্য অংশের সঙ্গে যথাযথ মর্যাদায় দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম-জয়ন্তী পালিত হলো এ জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর ডাকবাংলো ভারত পাবলিক স্কুলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল পড়ুয়া- শিক্ষক-অভিভাবক থেকে এলাকার বিশিষ্টজনেরা। কচিকাঁচাদের পরিবেশিত রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উদযাপন

2025-01-23

শিলিগুড়ি :- আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস। বিভিন্ন স্থানে উদযাপন করা হচ্ছে নেতাজির জন্ম দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু হলেন শ্রেষ্ঠ অধ্যায়। যার চোখ রাঙ্গানিতে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য। এই মহান বীরনায়কের জন্ম দিবস এদিন উদযাপন করা হলো বেলা বারোটার সময় হাতি মোড়ে। বেলা বারোটা বেজে ১৫ মিনিটের সময় শঙ্খ বাজিয়ে সাইরেন বাজিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উদযাপনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়া মাল্য দান করেন এম এমআইসি মানিকদে সহ আরো বিশিষ্টজনেরা। জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারপর সমবেত সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্ত্রীর উদ্যোগে রক্তদান শিবির।

2025-01-23

মন্ত্রীর উদ্যোগে রক্তদান শিবির। হরিশ্চন্দ্রপুর, ২৩ জানুয়ারি: আজ তেইশে জানুয়ারির নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকায় রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন এর উদ্যোগে একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে প্রায় দেড় শত জন সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী এবং দলীয় কর্মীরা রক্তদান করেন। এই কর্মসূচিতে মহিলা রক্তদাতা দেরউপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তজমুল বলেন জেলায় মাঝে মাঝে রক্ত সংকটের মত ঘটনা ঘটে। বিভিন্ন কারণে মানুষের রক্তের প্রয়োজন পরে রক্ত কোথাও উৎপাদন করা যায় না। তাই এই রক্ত মানুষকে দিতে হয়। আর এই উদ্দেশ্যে আজকে আমরা নেতাজির জন্ম জয়ন্তীতে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। এলাকার মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে।

অভিষেকের গড়ে সরিষা চেওড়ায় প্রায় ১০ লক্ষ মুসুল্লিদের উপস্থিতিতে বিশ্ব শান্তি কামনায় দোয়ার মাধ্যমে শেষ হলো তিন দিনের সারা বাংলা ইজতেমা

2025-01-20

অভিষেকের গড়ে সরিষা চেওড়ায় প্রায় ১০ লক্ষ মুসুল্লিদের উপস্থিতিতে বিশ্ব শান্তি কামনায় দোয়ার মাধ্যমে শেষ হলো তিন দিনের সারা বাংলা ইজতেমা বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে রবিবার দুপুরে যোহরে নামাজ পড়ে প্রায় ১০ লক্ষের মুসুল্লিদের উপস্থিতিতে বিশ্ব মানব কল্যাণের শান্তি কামনায় দোয়ার মাধ্যমে তিন দিনের সারা বাংলা ইজতেমা দওয়ার মধ্যে সমাপ্তি ঘটে। ডায়মন্ড হারবার বিধান সভার সরিষার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়ক মহিলা বিশ্ববিদ্যালয় এর পার্শ্ববর্তী চেওড়া মাঠে বিশাল সামবেশ জুড়ে সেই অর্থ নেই কোনরকম পুলিশ আছে, কেবল তাবলীগের স্বেচ্ছাসেবক তারাই বিশাল কর্মযজ্ঞ সামিলিয়ে নিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে গতবৃহস্পতিবার বাদ মাগরিব শুরু হয় ইজতেমার শুভ উদ্বোধন,দশ লক্ষ ফুট বিশাল প্যান্ডেল। আড়াই কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে তাবু দু’হাজার বায়ো টয়লেট পাঁচ হাজার প্রস্রাব খানা, ছয়টা দু শো ফুট লম্বা অজু খানা মেহমানরা অজু করে পবিত্র হয়ে নামাজ আদায় করবেন তার ব্যবস্থা চোখ জুড়িয়ে যাবে। সমস্ত বর্ণনা দিলেন মোহাম্মদ ইমরান। এই মানুষের এই দোয়া এ মজলিশ একই সামলাচ্ছেন ইজতেমার কর্মকর্তা আক্রা চন্দন নগর মার্কেজের আমির আব্দুর রউফ সাহেব। প্রায় দেড় মাস ধরে পাঁচশ স্বেচ্ছাসেবক সম্পূর্ণ ধান জমি জলা ভূমি পরিষ্কার করার সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে ধার্মিক মানুষেরা। অনেকেই নেননি কোন দিন মজুরি। খোদার খিদমত গার হিসেবে তারা কাজ এসেছেন। দু বছর যারা ইসলাম প্রচারে জামাতে ঘুরে মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন তাঁদের পৃথক থাকার ব্যবস্থা। দিল্লি গুজরাট রাজস্থান খাজা বাবার দরবার শরীফ থেকে মানুষ ভিড় করেছেন মহা মানবের এই তাবলিগ জমায়েতে। যারা উক্ত মঞ্চে তাশরীফ আনেন তাঁরা হলেন দিল্লির মাওলানা মাহমুদ আলী সাহেব, মাওলানা মুরসালিন সাহেব রাজস্থান, মেওআতি থেকে মাওলানা আবদুর রশিদ সাহেব,উত্তর প্রদেশের মাওলানা রিয়াসাত সাহেব ছাড়া কাশ্মীর , নাগাল্যান্ড, মহারাষ্ট্র থেকে এসেছেন আমিররাও।রবিবার দুপুরে যোহরের নামাজ পড়ে আখেরি দোয়াও মোনাজাতের মাধ্যমে শেষ হয় সারা বাংলা ইজতেমা। সবাই শৃঙ্খলা বজায় রেখে ধর্ম সাধনায় ব্যস্ত ছিলেন। যে পথে মোর যেতেন হেঁটে নবীজী হজরত মুহাম্মদ (সা:)সেই পথেই নেমেছে মানুষের ঢল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবা শ্রয় প্রকল্প চলছে তার ভিতর এই ধর্ম সভা সবই চলেছে নিজস্ব ছন্দে। রাস্তায় যেতে যেতে দেখা ও আলাপ হল ডাক্তার সাকিল আহমেদের সঙ্গে সাংবাদিকদের,তিনিও শরিক হয়েছেন জামাতে। মালদা মেডিকেল কলেজের চেস্ট স্পেশালিস্ট সাকিল আহমেদের জামাতের প্রতি বড় টান,থাকেন বারুইপুর। মগরাহাটের যুগদিয়া গ্রামের সাকিল পড়ে থাকবেন হয়তো বিশাল প্যান্ডেলের কোন এক কোণে। বঙ্গবাসী কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর মুসা কালিম তিনিও হেদায়েত দিচ্ছেন পথভ্রষ্ট মানুষের আল্লাহর রাস্তায় ঈমান আনতে। এক আবেগময় ইজতেমা চলছে ইজতেমা চলাকালীন ডায়মন্ড হারবারের বিধান সভার পর্যবেক্ষক শামীম আহমেদ ও প্রায় পাঁচ লক্ষ মুসুল্লিদের উপস্থিতিতে জুম্মার নামাজ আদায় করেছেন সাংসদ অভিষেকের প্রতিনিধি হয়ে। এটা সাংসদের খাস তালুক তাই এটা ইজ্জত কা সওয়াল হ্যায়।

মশার্ট গঠুরা এলাকায় আধুনিক ও দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মাহ ফাউন্ডেশন এর পথ চলার শুরুতে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণীজন

2025-01-20

মশার্ট গঠুরা এলাকায় আধুনিক ও দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মাহ ফাউন্ডেশন এর পথ চলার শুরুতে উপস্থিত বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণীজন বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- নব সংগ্রামপুর মশার্ট সাহপাড়া গঠুরা এলাকায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষাবিদদের পরামর্শ ও সহযোগিতায় আধুনিক এবং দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মাহ ফাউন্ডেশন এর এদিন থেকে পথ চলা শুরু হয়।সেই উপলক্ষে কিছু বিশিষ্ট শিক্ষাবিদ হায়দ্রাবাদ থেকে এবং পশ্চিম বঙ্গের মুসলিম বুদ্ধিজীবীদের একাংশকে সঙ্গে নিয়ে একটি বিশেষ মোহতি সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের প্রখ্যাত শিক্ষাবিদ ও বহু কলেজ ও ইউনিভার্সিটি পরিচালক মুফতি মাওলানা আহমেদ ওবায়দুর রহমান নাদভি কাসেমী (হায়দ্রাবাদ), হজরত মাওলানা হাফেজ ক্বারী আনাস (মদিনা ইউনির্ভাসিটি হায়দ্রাবাদ), এছাড়াও উপস্থিত ছিলেন শাহানারা খাতুন সাহিত্যিক ও সমাজকর্মী,উম্মা ফাউন্ডেশনের সভাপতি ও আল আমিন ফাউন্ডেশনের কর্মকর্তা নুরুস সুবহান,উম্মা ফাউন্ডেশনের সম্পাদক আরিফ হোসেন শাহ,ইব্রাহিম শেখ এডভোকেট কলকাতা হাইকোর্ট,আনিসুর রহমান বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী,সহ সম্পাদক ও শিরাকল মহা বিদ্যালয়ের প্রফেসর বদরুদ্দজা মোল্লা সহ অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। উক্ত সভা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা জানান খোলাফায়ে রাশেদীন থেকে মধ্যযুগের স্বর্ণকাল ও তার পরবর্তী সময় পর্যন্ত মুসলমানরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বিশ্বকে শুধুই নেতৃত্বই দেন নাই বরং পুরো মানবসভ্যতার অপরিসীম উন্নয়ন ঘটিয়েছে। সেই শিক্ষাই পারে মানব সভ্যতার প্রকৃত উন্নতিসাধন করতে,আর সেই শিক্ষা ব্যবস্থাই হলো প্রকৃত শিক্ষা ব্যবস্থা। আর সেই শিক্ষা ব্যবস্থাকে পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে নব সংগ্রাম পুর মোশার্ট গোঠুরায় এক গ্রাম্য এলাকা থেকে আমাদের এই উম্মা ফাউন্ডেশন আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পথ চলা শুরু করলাম।

বেপরোয়া ভাবে যান চলাচলের বিরুদ্ধে নুনি মোড়ে বিজেপির পথ অবরোধ:-

2025-01-20

বেপরোয়া ভাবে যান চলাচলের বিরুদ্ধে নুনি মোড়ে বিজেপির পথ অবরোধ:- আসানসোলের জুবলি মোড় থেকে রুনাকুড়া ঘাট রাস্তার নুনি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির।বিজেপি নেতৃত্বের অভিযোগ সারা শিল্পাঞ্চলে যে ভাবে প্রতিদিন নিত্যযাত্রীদের পথ দুর্ঘটনা স্বীকার হতে হচ্ছে।এবং তার সাথে সাথে বারাবনি এলাকার জুবলির থেকে রুনাকুড়া ঘাট যাওয়ার রাস্তার এত ব্যস্ততম ও এই রাস্তায় ভারী যান চলাচল বেপরোয়া ভাবে বেড়েছে।এবং এর ফলে তিনদিন পর পর চারজনের দুর্ঘনায় মৃত্যু ঘটেছে।কিন্তু প্রশাসন নিশ্চুপ নিরুপায়।এর প্রতিবাদে আসানসোলের উত্তর থানার অন্তর্গত নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় রাস্তায় বসে। প্রায় এক ঘন্টা এই রাস্তা অবরোধ চলে। যদিও পুলিশ এই রাস্তা অবরোধ উঠাতে এলে বিজেপির নেতৃত্ব কর্ম সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি হয়।

৫ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের যোগদান করলেন প্রাক্তন প্রধান তথা কংগ্রেসের অঞ্চল সভাপতি।

2025-01-20

মালদা: ৫ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের যোগদান করলেন প্রাক্তন প্রধান তথা কংগ্রেসের অঞ্চল সভাপতি।মালদহের রতুয়ার দুর্গাপুর স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি যোগদান সভায় কংগ্রেস ছেড়ে তারা তৃণমূলের যোগদান করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রতুয়া বিধানসভার তৃণমূল বিধায়ক সমর মুখার্জি, ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনা ছাড়াও মালদা জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি লালটু চৌধুরী তৃণমূলের বিভিন্ন অঞ্চল কমিটির নেতৃত্ব ও নির্বাচিত জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন এলাকার অঞ্চল সভাপতি দায়িত্বে ছিলেন মোহাম্মদ মুজিবুkর রহমান তিনি প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের সাথে নিয়ে নেতৃত্বের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। নেত্রীর আদর্শ এবং সরকারি বিভিন্ন পদক্ষেপ অভিভূত করেছে বলেই কর্মীর সমর্থকদের সাথে নিয়ে কংগ্রেস দল ছেড়ে তৃণমূলের যোগদান বলে দাবি সদ্য কংগ্রেস ছেড়ে আসা অঞ্চল সভাপতির। বিধায়ক সমর মুখার্জী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাজে অভিভূত হয়ে কংগ্রেস ছেড়ে তারা সকলে তৃণমূলের ঝান্ডা হাতে ধরেছে।

FDTRC স্কুলের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল বিশাল এক অংকন প্রতিযোগিতা।

2025-01-20

FDTRC স্কুলের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল বিশাল এক অংকন প্রতিযোগিতা। মুর্শিদাবাদ ও মালদা জেলার প্রায় দুই হাজার প্রতিযোগী কে নিয়ে ফরাক্কার কাশিনগরের এফডিটিআরসি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয়ে গেল বিশাল এক অঙ্কন প্রতিযোগিতা। সকাল দশটা নাগাদ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এফ টি আর সি স্কুলের পক্ষ থেকে এটি দশম তম অঙ্কন প্রতিযোগিতা। আজকের এই প্রতিযোগিতায় কচিকাচা থেকে শুরু করে বড়রা সকলেই অংশগ্রহণ করে। আজকের এই প্রতিযোগিতা থেকে মোট কুড়িজন সর্বশ্রেষ্ঠ প্রতিযোগীকে বাছাই করা হবে। তারপর সেই কুড়ি জন থেকে আবার ১০ জনকে বাছাই করা হবে। পরবর্তী সময়ে সেই ১০ জনের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হবে বলেও জানান এফ ডি টি আর সি স্কুলের কর্ণধার ও আজকের অনুষ্ঠানের আয়োজক,আব্দুল রাহিম। এফ ডি টি আর সি স্কুলের কর্ণধার,আব্দুল রাহিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে প্রত্যেকটি শিশুর মধ্যে কোন না কোন সুপ্ত প্রতিভা থাকে। তাকে বের করে উদ্ভাসিত করাই তাদের প্রতিষ্ঠানের লক্ষ্য। যেহেতু তিনি নিজেই অঙ্কন করতে ভালোবাসেন তাই এই প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যেক শিশুর মধ্য থেকে অংকনের প্রতিভাকে বিকশিত করবার চেষ্টা করছেন। এছাড়া তিনি জানান কচিকাঁচাদের অংকনের প্রতি উৎসাহিত করতেই তার এই আয়োজন। অভিভাবকদের ভালোবাসা থাকলে তিনি আগামীদিনেও এই ধরনের অনুষ্ঠান করে যাবেন বলে জানান।

মানিকচক:রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার মানিকচকের গঙ্গাঘাটের নতুন লঞ্চ পরিষেবার কাউন্টার।

2025-01-20

মালদা, মানিকচক:রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেল মালদার মানিকচকের গঙ্গাঘাটের নতুন লঞ্চ পরিষেবার কাউন্টার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় নতুন লঞ্চ পরিষেবা কাউন্টার কর্তৃপক্ষের অভিযোগ, রাতে কাজকর্ম করে কাউন্টার বন্ধ করে, কারেন্টের মেইন সুইচ অফ করে বাড়ি গিয়েছিলেন। এরপর রাতে খবর পান কাউন্টারে আগুন লেগেছে। এসে দেখেন আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ বা কারা শত্রুতা করে কাউন্টারের আগুন লাগিয়েছে। কারণ আশপাশের সমস্ত দোকান ঠিকঠাক আছে। শুধু নতুন কাউন্টারে আগুন লাগানো হয়েছে। তাই এই ঘটনার তারা তদন্ত চেয়ে মানিকচক থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো দুই শ্রমিকের মৃতদেহ।

2025-01-20

বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো দুই শ্রমিকের মৃতদেহ। ভিন রাজ্যের এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে বামুনারা শিল্পতালুকে। ত্রিভূবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা নামে এই দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।এই মাসের আট তারিখ থেকে এই কারখানা বন্ধ ছিল, এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে থাকতো, রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায়, দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক, কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়, এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠায়।

কিশলয় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও জাঁক জমক সাংস্কৃতিক অনুষ্ঠান

2025-01-20

এম নাজমুস সাহাদাত, মোথাবাড়ী : মালদার মোথাবাড়ী কেশরপুর কদমতলা এলাকায় একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় বিদ্যালয়। এই কিশলয় বিদ্যালয়ের উদ্যোগে নিজ স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের প্রথমদিন ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগি শিশুদের জন্যে আকর্ষণীয় খেলা গুলি চামচ দৌড়, আলু দৌড়, কাক উড়ে-ঘর উড়ে, বিস্কুট দৌড় ছাড়াও বড়ো ছাত্রছাত্রীদের ১০০ মিটার দৌড়, শার্ট গেঞ্জি দৌড় (ছেলেদের), অঙ্ক কষা দৌড়, স্কিপিং ও মিউজিক্যাল চেয়ার (মেয়েদের) এছাড়াও বিশেষ আকর্ষণীয় খেলায় মুগ্ধ হয় ছাত্রছাত্রীরা। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য তথা মোহাম্মাদীয়া হাই মাদ্রাসার সহকারী শিক্ষক জাকির হোসেন, কালিয়াচক বনি চাইল্ড মিশন এর ডিরেক্টর সামিম জাভেদ আলী। এছাড়াও কিশলয় বিদ্যালয়ের পক্ষে সম্পাদক গোলাম ইয়াসদানী ও প্রধান শিক্ষক গোলাম রাব্বানী সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। রবিবার কিশলয় বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেসমস্ত প্রতিযোগি ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে উপস্থিত অতিথিদের। মাধ্যমে পুরস্কৃত করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা আছে। এখনকার সময়ে মোবাইল গেম ও ভিডিও দেখার নেশা থেকে দূর করতে এবং শারিরীক সুস্থতার উদ্দেশ্যে শিশুদের মাঠমুখী করা আবশ্যিক ক্রীড়া চর্চার প্রয়োজন। এছাড়াও দ্বিতীয় দিনের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (উত্তরাঞ্চল), প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসি কলেজ এবং বর্তমানে দক্ষিণ দিনাজপুর দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যক্ষ ড. আব্দুল অহাব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈম আসগার, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী তথা যুব কাফেলার সম্পাদক যুবরাজ ত্রিবেদী, আল আযহার ইসলামিক ও জান্নাতুল আযহার ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবু তাহের সহ স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, গজল, নাতে রাসুল, সুরা পাঠ, দেশাত্মবোধক সঙ্গীত, ক্যুইজ প্রতিযোগিতা সহ শিক্ষনীয় নাটকের মাধ্যমে অনুষ্ঠান পর্ব চলে। এছাড়াও অতিথিদের তাৎক্ষণিক বক্তব্য এবং তাদের হাত দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিজে না পেয়ে অন্য জনেদের পাকা ঘর পাইয়ে নিজে কাঁচা ঘরে রয়েছেন তৃণমূল দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা রেখা মহালদার |

2025-01-17

নিজে না পেয়ে অন্য জনেদের পাকা ঘর পাইয়ে নিজে কাঁচা ঘরে রয়েছেন তৃণমূল দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা রেখা মহালদার | গত দুইবার নির্বাচনে জয়ী হওয়ার পর পাকা ঘর পাওয়ার আবেদন করেছিলেন তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েতের সদস্য রেখা মহালদার | কিন্তু তার ভাগ্যে এখনো জোটেনি পাকা ঘর | পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েত টি রয়েছে বর্তমানে বিজেপি পরিচালিত | আর ওই গ্রাম পঞ্চায়েতের মুচিয়া গোলাপট্টি এলাকায় বাড়ি রয়েছে রেখা মহলদারের | চাটাই, টালি ও টিন দেওয়া ভাঙাচোরা বাড়িতেই কোনরকম দিন কাটছে রেখা দেবীর পরিবারের | শুধু তাই নয় রেখা দেবীর স্বামী সজল মহালদার বিগত দিনে তিনবারের তৃণমূল দলের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিলেন | রেখা দেবীর স্বামী সজল মহলদার জানান বছরের বিভিন্ন সময়ে নিজের জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করে রোজগার করি | প্রথমে তো ভেবেছিলাম আগে এলাকার প্রকৃত উপভোক্ত তারা পাকা ঘর পাক | তারপরে নিজের জন্য আবেদন করব | স্ত্রী পাকা ঘর পাওয়ার জন্য আবেদন করেছেন দীর্ঘদিন আগে | কিন্তু তালিকায় নাম আসেনি, | জানিনা আগামীতে পাকা ঘরের সুবিধা পাব কিনা | তবে তৃণমূল দল ছাড়বো না |

সাত সকালে রেললাইনের ধারে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামে।

2025-01-17

উজ্জ্বল পাল মালদাঃ- সাত সকালে রেললাইনের ধারে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুর গ্রামে। খুন নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আজ,শুক্রবার সকালে নারায়ণপুর গ্রামে জলাশয়ে এক দেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর চাউর হতেই জলাশয় ঘিরে মানুষ ভিড় জমান। ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। দেহটি উদ্ধার করার চেষ্টা করেন।

শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

2025-01-17

মালদা :- শুক্রবার মালদায় এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি মালদায় এসেই সোজা গেলেন জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া নিজেও। রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছতেই তাকে সাদর অভ্যর্থনা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েকের মধ্যে মালদায় একাধিক খুনের ঘটনা ঘটে। যারমধ্যে অন্যতম খুনের ঘটনা মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে। এছাড়াও গত মঙ্গলবার মালদার কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মোমিন পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, শুট আউট ও শুট আউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল সেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসারুদ্দিন সেখ। এই সংঘর্ষ এবং বাবলা সরকার খুনকান্ড-এই দুটি ঘটনার ছবি সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে উঠেছেন। এই পরিস্থিতিতে শুক্রবার মালাদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করবেন বলে খবর। তাই বৈঠকে তিনি জেলা পুলিশ কর্তাদের কী বার্তা দেন এখন সেটাই দেখার।

বিবেকানন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

2025-01-17

বিবেকানন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিলিগুড়ি প্রতিবছরের মতো এই বছরও বিবেকানন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিবেকানন্দ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকার, এছাড়া আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা। ৫০ মিটার ১০০ মিটার দৌড় সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। বিভিন্ন ইভেন্ট গুলিতে যারা জয়ী হবে তাদের দেওয়া হবে পুরস্কার।

জাতীয় সড়কের উপর নির্মীয়মান ব্রিজের গ্রাডরেল নির্মাণের সময় ভেঙে পড়লো একাংশ গুরুতর আহত ১

2025-01-15

জাতীয় সড়কের উপর নির্মীয়মান ব্রিজের গ্রাডরেল নির্মাণের সময় ভেঙে পড়লো একাংশ গুরুতর আহত ১ দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে দীর্ঘদিন আর সেই কারণেই এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি করতে হচ্ছে ওভার ব্রিজ। সেইমতো কাজ চলছিল ডানকুনি এলাকায় একটি ওভার ব্রিজের। ডানকুনি ক্রসিংয়ে জাতীয় সড়কের ওপর নির্মাণ কাজ চলাকালীন ওভার ব্রিজের গ্রাডরেল ঢালাই করার সময় ঢালাইয়ের একাংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান যিনি আহত হয়েছেন তিনি নির্মীয়মান ব্রিজের তলায় (নিরাপত্তার) গার্ডের কাজ করছিলেন যান চলাচলে নিয়ন্ত্রণ ও এই নির্মাণ কাজের মধ্যে কেউ যেন এসে না পরে, আর সেই সময় এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্ন ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। ইতিমধ্যেই গুরুতর আহত ব্যক্তিকে শ্রীরামপুর গার্লস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হচ্ছে, কাজের শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হবে সেটাই প্রশ্ন চিহ্ন উঠেছে । পাশাপাশি এদিন একটা বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচশ একটা প্রাণ, এলাকাবাসীর আরো অভিযোগ পর্যাপ্ত পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত থাকেনা এখানে। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা জাতীয় সড়কের ওপর বহু মানুষ সারাদিন যাতায়াত করে। গোটা ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ডানকুনি এলাকায় ।

আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের প্রাচীন শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুড়চি মেলা উদ্বোধন হলো ইন্দাসে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত একগুচ্ছ প্রশাসনিক আধিকারিক

2025-01-15

আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের প্রাচীন শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুড়চি মেলা উদ্বোধন হলো ইন্দাসে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত একগুচ্ছ প্রশাসনিক আধিকারিক, ইন্দাস, বাঁকুড়া:- আবারো দেদার ফূর্তি আনন্দ হইহুল্লোড় ও উদ্দীপনার মধ্য দিয়ে ইন্দাসে শুরু হলো প্রায় ৪০০ বছরের প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলা এই মেলা। এই মেলার নাম শুনলেও আপনার মনে ভক্তি আবির্ভূত হবে মেলার নাম "শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুড়চি মেলা"। মেলায় রয়েছে ৪০০ বছরের প্রাচীন ইতিহাস। পুরনো ইতিহাস ঐতিহ্য রীতি রেওয়াজ মেনে আজো বর্তমান প্রজন্ম এই মেলা বহন করে নিয়ে চলেছে। বহু যুগ আগে এই মেলা একদিনের হত কিন্তু এলাকার মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে বেলা মানুষের দাবিকে শিরোধার্য করে মেলা কমিটি এই মেলাতে ৬ দিন করেছে। অর্থাৎ ১৪ ই জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয়েছে শেষ হবে ১৯শে জানুয়ারি। জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমান ইতিহাসের সাদ পেতে। ৬ দিন ধরে মেলায় থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর মেলার শুভ সূচনার সাথে মেলা প্রাঙ্গণে মহাপ্রভুর একটি মন্দিরের দ্বারোদঘাটনও করা হয়। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতো, উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, বিষ্ণুপুর মহাকুমার আরাখাধক্ষ্য আধিকারিক সুপ্রকাশ দাস, কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি পতিহার , রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা , ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত , ইন্দাস বিডিও সুরেন্দ্রনাথ পতি, ইন্দাস রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমলাত্মানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই ছটা দিন মেলা কে কেন্দ্র করে উৎসবমুখী এলাকার মানুষজন। শুধুমাত্র ইন্দাস নয় আশেপাশের ব্লক এবং আশেপাশের জেলা থেকে হাজার মানুষ ভিড় জমান এই মেলা দেখার জন্য।

উদ্বোধন হলো শালবনী জীববৈচিত্র্য পার্কের

2025-01-15

শালবনী, পশ্চিম মেদিনীপুর: বর্তমান সমাজে যেখানে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে গিয়ে আর্টিফিশিয়াল যোগে পদার্পণ করছে মানুষ, ঠিক সেই সময় শালবনী পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিক এর উদ্যোগে তৈরি হল জীববৈচিত্র্য পার্ক। একদা এক সময়, মাওবাদীদের বন্ধুকের আওয়াজে সূর্য উদয়ের মাধ্যমে বিকশিত হতো জঙ্গলমহল তথা শালবনি বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের জামবনী এলাকার মানুষের জীবনযাপন। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর একটু একটু করে উন্নয়নের আলোয়ে বিকশিত হয়েছে জঙ্গলমহলের শালবনি ব্লকের বিভিন্ন এলাকা। বর্তমানে জামবনি এলাকায় রয়েছে সরকারি আইটিআই কলেজ, রয়েছে ভারতীয় মুদ্রণ ছাপাখানা ও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর কোবরা বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র। ঠিক তারই অদূরে লাল মাটির উপর গড়ে উঠলো ভেসেজ জীব বৈচিত্র্য পার্ক। দীর্ঘদিনের লাল মাটির খরা কাটিয়ে স্থাপন হয়েছে রঙিন মাছ তৈরীর পুকুর। আই লাভ শালবনী হয়ে উঠেছে কচিকাঁচা থেকে বয়স্কদের স্বপ্নের সেলফিজোন। শালবনী জীববৈচিত্র্য পার্কের উদ্বোধনে এসে মেদিনীপুর এর বিধায়ক সুজয় হাজরা বলেন, এলাকার মানুষের মনোরঞ্জন এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে জীব বৈচিত্র পার্ক গড়ে তোলা হলো। আবেদন এলাকার মানুষকেই সঠিকভাবে এর রক্ষণাবেক্ষণ করতে হবে। অন্যদিকে শালবনী সমষ্টি উন্নয়ন আধিকার রোমান মণ্ডল বলেন, আমি এখানে আসার পরেই শুনেছিলাম এ ধরনের একটি পার্ক তৈরীর প্রস্তাব এনেছে এলাকার তৎকালীন গ্রাম পঞ্চায়েত প্রধান কৌশিক দোলই। সেই মতোই এলাকার মানুষকে উপহার দিতেই শালবনী ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে লাল মাটির উপর অবস্থান করা হলো জীব বৈচিত্র্য পার্কের। এলাকার মানুষ এই পার্কে এসে শিখুক জীববৈচিত্র্য ও গাছের উপকারিতা।

শিক্ষা বর্ষের শুরুতেই 'সবুজ সাথী'র সাইকেল পেল স্কুল পড়ুয়ারা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন প্রশাসনের তরফে ইন্দাস ব্লক এলাকার ছাত্র ছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দেওয়া হয়।

2025-01-14

শিক্ষা বর্ষের শুরুতেই 'সবুজ সাথী'র সাইকেল পেল স্কুল পড়ুয়ারা। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন প্রশাসনের তরফে ইন্দাস ব্লক এলাকার ছাত্র ছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দেওয়া হয়। বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। সেই ধারাবাহিকতা মেনে এদিন ইন্দাস মিনি ইণ্ডোর ভবন থেকে ইন্দাস হাই স্কুল, আকুই ননীবালা গার্লস হাই স্কুল সহ সাতটি স্কুলের পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হলো। নতুন সাইকেল পেয়ে খুশী ছাত্র ছাত্রী থেকে অভিভাবক প্রত্যেকেই। দূরবর্তী গ্রাম থেকে স্কুলে আসা ছাত্র ছাত্রীরা এই সাইকেল পেয়ে ভীষণ উপকৃত হবেন বলেও তারা জানিয়েছেন।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ! অন্যতম পৌষ সংক্রান্তি,

2025-01-13

শিলিগুড়ি : বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর এই ১৩ পর্বের মধ্যে উল্লেখযোগ্য পৌষ সংক্রান্তি। রাত পেরোলেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানে জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন। পিঠেপুলি পাটিসাপটা পায়েস খেতে কে না ভালোবাসে। পৌষ সংক্রান্তির পিঠে পুলি পায়েসের চাহিদা বেড়ে যায়। সংশ্লিষ্ট জিনিসগুলি তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে। শিলিগুড়ির বিভিন্ন বাজার গুলিতে দেখা গেল চালের গুড়ো বিক্রি হচ্ছে। চালের গুঁড়ো কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেল। দাম ১০০ টাকা কিলো কোথাও বা তার কিছুটা বেশি। এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে মোটামুটি বিক্রি শুরু হয়েছে, আশা রাখছেন এই বছর প্রত্যেক বছরের মতো পৌষ সংক্রান্তির সময় চালের গুড়ো ভালই বিক্রি হবে। পাশাপাশি বিভিন্ন মিষ্টির দোকানগুলোতেও দেখা গেল পাটিসাপটা, খোয়াখির, মালপোয়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টান্ন উপকরণ বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে। পৌষ সংক্রান্তি স্বাভাবিকভাবেই চাহিদা বেশি রয়েছে পাটিসাপটা রসমালাই মালপোয়ার।

তৃণমূলের বুথ সভাপতির একাউন্টে আবাসের টাকা! সরব শাসকদলেরই নেতা শোরগোল চন্দ্রকোনায়!

2025-01-13

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: তৃণমূল বুথ সভাপতির পেল্লায় পাকা বাড়ি থাকা সত্বেও বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও পেয়ে গিয়েছেন। এনিয়ে সরব খোদ তৃণমূলের স্থানীয় নেতারা, খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। বুথ সভাপতির দাবি তার পাকা বাড়ি নেই মাটির বাড়ি রয়েছে, ঝামেলার ভয়ে সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলছেন পাকা বাড়ি তৃণমুল নেতার। অথচ গ্রামের এমন অনেক আছে যারা বাড়ি পাওয়ার যোগ্য, আবেদন করেও মিলেনি পাকা বাড়ি এমনটাই বলছেন অনেকে।যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্বেও যদি বাড়ি পেয়ে থাকে এরকম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিডিও কে জানানো হবে।মুখ্যমন্ত্রীর একাধিক বার কড়া নির্দেশ দিয়েছিলেন স্বচ্ছতার সাথে সমীক্ষা ও যোগ্যরা যাতে বাড়ি পাই। প্রশ্ন উঠছে প্রশাসনের বিভিন্ন স্তরে সমীক্ষা নিয়ে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের খুড়শী গ্রামের। এই গ্রামের বাসিন্দা তপন মন্ডল, তার স্ত্রী কাজল মন্ডল ও এক ছেলে (অবিবাহিত) সুমন মন্ডলকে নিয়ে তপন বাবুর পরিবার।তপন মন্ডল পেশায় কৃষক সাথে খুড়শী বুথের তৃণমূলের বুথ সভাপতি। স্ত্রী ছেলেকে নিয়ে মাটির বাড়িতে বসবাস করলেও গ্রামেই নবনির্মিত একটি একতলা পেল্লায় পাকা বাড়ি তৈরি করেছেন।এযাবৎ ঠিকই ছিল, কিন্তু তাল কাটলো তার বুথেরই দলের নেতা। খুড়শী গ্রামের বাসিন্দা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য নাজির হুসেন খাঁন তার বুথ সভাপতি পাকা বাড়ি থাকা সত্বেও বাংলা বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়া নিয়ে সরব হয়েছেন।তার অভিযোগ, "বুথ সভাপতি তপন মন্ডলের পাকা বাড়ি থাকা সত্বেও বাংলা বাড়ি প্রকল্পের তালিকায় নাম রয়েছে এমনকি প্রথম কিস্তির টাকাও ঢুকে গিয়েছে। অথচ বুথে এমন অনেক মানুষ রয়েছে তারা বাড়ি পাওয়ার যোগ্য তা মিলেনি। এনিয়ে প্রশাসনকেও জানানো হয়েছে। "তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে তৃণমূলের স্থানীয় নেতার এহেন অভিযোগে জোর জল্পনা শুরু হয়েছে চন্দ্রকোনায়। এবিষয়ে বুথ সভাপতি তপন মন্ডলের প্রতিক্রিয়া নিতে গেলে তিনি অবশ্য সরাসরি অস্বীকার করেন তার পাকা বাড়ি থাকা নিয়ে, তার দাবি মাটির বাড়ি রয়েছে তাতেই বসবাস করেন। তবে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেয়েছেন এবং প্রথম কিস্তির টাকাও ঢুকেছে তা স্বীকার করে নিয়েছেন।তপন মন্ডল পাকা বাড়ি তার নই বললেও তার স্ত্রী কাজল মন্ডল আমতা আমতা করে স্বীকার করেছেন পাকা বাড়িটি তাদেরই। এনিয়ে গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলতে গেলে তৃণমূল নেতার প্রসঙ্গে কেউ মুখ খুলতে চাননি। তবে গ্রামে অনেকেই বাড়ি পাওয়ার যোগ্য থাকা সত্বেও আবেদন করেও বাড়ি মিলেনি এমনটাই জানিয়েছেন তারা।এনিয়ে শাসকদলকে বিঁধেছে বিজেপি। বিজেপির চন্দ্রকোনা-১ মন্ডল সভাপতি সুকান্ত দোলই বলেন, "আবাস যোজনার বাড়ি বন্টনে প্রশাসন ও তৃণমূলের দুর্নীতি নিয়ে তারা বরাবরই অভিযোগ করে আসছে, খুড়শীর বুথ সভাপতির পাকা বাড়ি থাকা সত্বেও বাড়ি পাওয়ার বিষয়টি তারাও জানেন। শুধু তারাই নই শাসকদলের নেতারাও আবাস যোজনায় স্বজনপোষন নিয়ে মুখ খুলছেন। তাদের দলের বুথ সভাপতির বাড়ি পাওয়া নিয়ে দলের নেতারা সরব হওয়ায় প্রমানিত তাদের অভিযোগ ভুল না। "যদিও এবিষয়ে ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোনাজুর মোল্লা জানিয়েছেন, "এবিষয়ে আমাদের জানা নেই,এখনও পর্যন্ত তাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তৃণমূলের বুথ সভাপতি বাড়ি পেয়েছেন এমন অভিযোগ আসলে তদন্ত করে বিডিওকে জানানো হবে। "তৃণমূলের বুথ সভাপতির পাকা বাড়ি থাকা সত্বেও বাংলা বাড়ি প্রকল্পের বাড়ি পাওয়া নিয়ে খোদ শাসকদলের নেতা সরব হওয়া নিয়ে শোরগোল চন্দ্রকোনায়।

বিশ্ব ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো যাদবপুর স্টেডিয়ামে যাদবপুর, পশ্চিম বঙ্গ

2025-01-12

লীনা মন্ডল ময়রার সঙ্গে মোঃ হাবিবুল্লাহ :- সিতো রিও ক্যারাটে এসোসিয়েশনের পক্ষ থেকে যাদবপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।সিতো রিও ক্যারাটে এ্যাসোসিয়েশন ভারতীয় হলেও এই সংস্হাটি সম্পূর্ণ পরিচালিত হয় জাপান আন্তর্জাতিক সিতো রিও ক্যারাটে ডু এর দ্বারা।এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত ক্যারাটে অনুপ্রাণিত ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিযোগীরা যেমন ভারত সহ শ্রীলঙ্কা,নেপাল, ভুটান, বাংলাদেশ ,মায়ানমারসহ অন্যান্য দেশসমূহ। এই চমকপ্রদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হয় । প্রধান উদ্যোক্তা মাননীয় শিয়ান সনাতন হালদার(৬তম ব্লাক বেল্ট) মহাশয় বলেন "স্কুল পড়ুয়াদের পড়াশোনার করার পাশাপাশি ক্যারাটে, যোগাসহ নানান রকম খেলাধুলা ও শরীর চর্চা করার পরামর্শ দেন উপস্থিত সকল অভিভাবকদেরকে।এই প্রতিযোগিতার অন্যতম আরেক উদ্যোক্তা মাননীয় শিয়ান জয়ন্ত পুরকাইত (৫তম ব্লাক বেল্ট)মহাশয় বলেন মহিলাদের স্কুলে পড়াশোনার করার পাশাপাশি ক্যারাটে শিখে নিজেকে আত্মরক্ষা করার পাশাপাশি শরীর চর্চা করার সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নারী দূর্বল বা অবলা নয় নিজেকে মেলে ধরতে উদ্যোগী হতে হবে। চলুন শুনে নেওয়া যাক আমাদের প্রতিনিধি লীনা মন্ডল ময়রার মাধ্যমে মাননীয় জয়ন্ত পুরকাইত মহাশয় বলেনঃ- তিনি আরো বলেন পশ্চিম বঙ্গের বিভিন্ন প্রান্তে যেমন বারুইপুর, জয়নগর, বালিগঞ্জসহ বিভিন্ন জায়গায় তিনি এবং তাঁর সহযোগীদের নিয়ে স্বমহিমায় ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে চলেছেন, তাঁর লক্ষ্য আগামীতে ভারত তথা পশ্চিম বঙ্গ ক্যারাটেতে এক অন্যন্য নজির স্থাপন করবে। তিনি উল্লেখ করেন তাঁর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র বারুইপুর প্রগতি সংঘের মাঠে প্রশিক্ষণ প্রাপ্ত নিলাদ্রী মন্ডল,সায়ন নস্কর,রাজদ্বীপ সিকদার,অঙ্কুশ নস্কর,মৌর্য্যনীল পুরকাইত, ঐশী কর্মকার মন্ডল,অশ্মী কর্মকার মন্ডল, মৈনাক,অনিকেত নস্করসহ আরোও অনেকেই স্বর্ণপদক থেকে রৌপপদক লাভ করেছে, এমনকি তাঁর‌ই প্রশিক্ষণপ্রাপ্ত BSF জোয়ান‌ও পদক লাভ করেছেন।আগামী দিনে তাদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে শুভেচ্ছা প্রদান করে মুখ্য আয়োজক সমাপনী ভাষণের মাধ্যমে সমাপ্ত করেন।

কন্যাশ্রী টাকা হজম, এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকায় গায়েব।

2025-01-12

কন্যাশ্রী টাকা হজম, এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকায় গায়েব। এ বিষয়ে কিছুই জানেনা কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা। তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক একাউন্ট। সবকিছুই ভুয়ো বলে জানান তারা। আর গোটা বিষয়টা নিয়েই তোলপাড় স্কুল, আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা।অভিযোগ স্কুলের সহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক ১৪জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছন মানিকচক থানায়। এ নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে।  এ প্রসঙ্গে বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাদীউজ জামান অভিযোগ করেন প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের  প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার। সেই সময়ে কেটু ফ্রম ফিলাপ করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রী টাকা গায়েব করেন। যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে একাউন্টে। এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না। তিনি আরো অভিযোগ করেন প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে। এটা কি করে সম্ভব। বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে। জনপ্রকাশে্ আসে এবং সঠিক বিচার পাই তাই আবেদন রেখেছেন তিনি।

প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি, অপরাধীদের ফাঁসির দাবি রাখছি।

2025-01-12

মালদা:- প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি, অপরাধীদের ফাঁসির দাবি রাখছি। আমরা কেউ নিরাপদ নই। নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সাথে শনিবার রাত্রে দেখা করতে গিয়ে এলাকার মহিলারা একত্রিত হয় সেই দাবি তুলে ধরলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কাছে। পাশাপাশি এই রাজ্য নেতৃত্বকে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা। রবিবার দুলাল সরকারের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আর এই স্মরণসভায় যোগ দিতে শনিবার রাত্রে মালদায় আসেন জয়প্রকাশ মজুমদার। নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর সাথে দেখা করতে মহানন্দা পল্লীতে যান তিনি। সেই সময় তাকে ঘিরে ধরে মহিলারা এই দাবি তুলে ধরেন। এই বিষয়ে জয়প্রকাশ মজুমদার জানান, পরিবার পরিবারের কথা বলছে পুলিশ আছে প্রশাসন আছে বিষয়টি নিয়ে তদন্ত করছে। সঠিক তদন্ত হবে আমরা পরিবারের পাশে আছি এই কারণে আজকে এসেছিলাম। এদিকে প্রয়াত জননেতা দুলাল সরকারকে যারা ষড়যন্ত্র করে নিশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবী তোলে মালদা জেলা, নাগরিক কমিটির পক্ষ থেকে মহানন্দা পল্লী থেকে হাতে প্লে কার্ড সহকারে মহিলারা মিছিল করেন। শয়ে শয়ে মহিলা অংশ নেন মিছিলে।

বির সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন।

2025-01-12

মালদা,১২ জানুয়ারি :- বির সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন। রবিবার সকাল নয়টা নাগাদ রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা সহ অন্যান্য কাউন্সিলররা। স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরুপানন্দজী মহারাজ সহ অন্যান্য মহারাজ ও জন প্রতিনিধিরা। এরপর মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে একটি প্রভাত ফেরীর আয়োজন করা হয়। প্রভাত ফেরীতে পা মেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। স্বামীজী, সারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরীতে অংশ নেয় ছাত্রছাত্রীরা। স্বামীজীর ছবি ও বাণী লেখা প্লাকার্ড হাতে প্রভাত ফেরীতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা। সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরী শেষ হয় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে।

মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা হয়ে গেল রবিবার।

2025-01-12

মালদা:-মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা হয়ে গেল রবিবার। এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রামকৃষপল্লী ময়দানে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তৃণমূলের রাজ্যনেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই। সকলে মিলে এদিন প্রথমে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণে মিনিট নীরবতা পালন করেন। এরপর এক এক করে সকলে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। দল বাবলাবাবুর অবদানের কথা তুলে ধরেন।

এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তির বাজার অটল মার্কেটে শুভসূচনা করাহয় তিনদিনব্যাপী পিঠে পুলি উৎসব ২০২৫

2025-01-12

এক অনুষ্ঠানের মধ্যদিয়ে শান্তির বাজার অটল মার্কেটে শুভসূচনা করাহয় তিনদিনব্যাপী পিঠে পুলি উৎসব ২০২৫ শান্তির বাজার দেশবন্ধুক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচী করেথাকে। বাঙ্গালীর বারোমাসে তেরো পার্বন। বাঙ্গালীদের চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে প্রত্যেক বছর ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠীত করাহয়পিঠেপুলি উৎসব। অন্যান্যবছরেরন্যায় এইবছরও দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে শান্তির বাজার অটল মার্কেটে তিনদিনব্যাপী পিঠেপুলি উৎসবের আয়োজন করাহয়। ক্লাব আয়োজিত আজকের অনুষ্ঠানে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রবীর বরন দাস, ক্লাবের সভাপতি তথা শান্তির বাজার পৌর পরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার পৌরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাস, দক্ষিন জেলাপরিষদের সদস্য নিতিশ দেবানাথ, বিশিষ্ট সমাজসেবী দেবাশিষ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন ক্লাবের সম্পাদক প্রবীরবরন দাস। তিনি জানান দেশবন্ধুক্লাবের এইধরনের অনুষ্ঠান আয়োজন করার পিছনে তিনটি কারন রয়েছে। এরমধ্যে প্রথম কারন হলো ঐতিয্যবাহী চিরাচরিত প্রথাকে টিকিয়েরাখা। বর্তমানসময়ে ডিজিটালযুগে পিঠেপুলির প্রথাকে ভুলেযাচ্ছে সকলে। তাই এই চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে ক্লাবের এইবিশেষ উদ্দ্যোগ। পিঠেপুলি উৎসব করার পিছনে ক্লাবের দ্বীতিয় লক্ষ্যহলো শান্তির বাজর পৌর এলাকার স্ব সহায়ক দলের সদস্যদের আর্থিকদিকদিয়ে সাবলম্বন করা। দেশবন্ধু ক্লাব আয়োজিত পিঠেপুলি উৎসবে শান্তির বাজার পৌর এলাকাথেকে ৩৮ টি স্বসহায়ক দল ষ্টলনিয়ে হাজির হয়েছে। সকলে নিজেদের তৈরি বিভিন্নপ্রকারের পিঠেনিয়ে এইষ্টলগুলো সাজিয়েতুলেছে। দেশবন্ধু ক্লাবের পক্ষথেকে সকল স্বসহায়ক দলের সদস্যদের পিঠেতৈরির সামগ্রী প্রদানকরাহয়েছে। ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত মেলার পিছনে তৃত্বীয় কারনহলো সকলের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন তৈরিকরা। মেলায় সকল অংশের লোকজনের সমাগমে সকলের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টিহবে বলে আশাব্যক্ত করেন উদ্দ্যোগতারা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বিধায়ক জানান আগরতলায় আয়োজিত ফুড ফেষ্টিবেলে সকলে যাওয়ার সুযোগহয়েউঠেনা তাই গ্রামীন এলাকায় এইধরনের অনুষ্ঠানের আয়োজনকরাতে ক্লাব কতৃপক্ষকে ধন্যবাদজানান বিধায়ক। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে রাজ্যের বিভিন্ন প্রান্তথেকে আগত শিল্পীদেরনিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকরাহয়। আজকের এই মেলারশুভ সূচনা ও মেলার বিভিন্নদিকগুলো নিয়ে সংবাদমাধ্যমের সামনে জানালেন ক্লাবের সম্পাদক প্রবীরবরন দাস। তিনি জানান এইবছর মেলা পঞ্চমবছরে পদার্পন করেছে। তিনদিনব্যাপী চলবে এই পিঠেপুলি উৎসব। ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত পিঠেপুলি উৎসবকেকেন্দ্রকরে মহকুমার বিভিন্নপ্রান্তথেকে ব্যাপকহারে লোকসমাগমঘটে।

রামকৃষ্ণ ময়দানে ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উতসবের অন্তর্গত ক্রীড়া প্রতিযোগিতা

2025-01-12

রামকৃষ্ণ ময়দানে ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উতসবের অন্তর্গত ক্রীড়া প্রতিযোগিতা শিলিগুড়ি গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসব উন্মিলন। এ কয়দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমতলা যুব সমিতির অনুষ্ঠান মঞ্চে, এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা, কেরাম প্রতিযোগিতা ব্যাডমিন্টন প্রতিযোগিতা সহ আরো বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ তারিখ সকালে এই ওয়ার্ড উৎসবের শুভ উদ্বোধন হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওয়ার্ড উৎসব এর শুভ উদ্বোধন হয়েছিল। এদিন রামকৃষ্ণ ময়দানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০০ মিটার দৌড়, ৭৫ মিটার দৌড়, ডিসকাস্ থ্রো, এছাড়া মাটির হাড়িভাঙ্গা প্রতিযোগিতা সহ আরো বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই বিভিন্ন রকমের প্রতিযোগিতা শুরু হয় রামকৃষ্ণ ময়দানে।

মহিলা টোটো চালকদের শীতবস্ত্র বিতরণ

2025-01-12

মহিলা টোটো চালকদের শীতবস্ত্র বিতরণ শিলিগুড়ি যুগপুরুষ স্বামী বিবেকানন্দের আজ ১৬৩ তম জন্মজয়ন্তী, এদিন স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষেতে শিলিগুড়ি শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা টোটো চালকদের হাতে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠান। শিলিগুড়ি ফুলেশ্বরীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মহিলা টোটো চালকদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। উপস্থিত হয়েছিলেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ এছাড়া আরো বিশিষ্টজনেরা।

শুরু হয়েছে ৩৬ তম মালদা বইমেলার প্রস্তুতি। ইতিমধ্যে মালদা কলেজ ময়দানে চলছে শেষ মুহূর্তের কাজ।

2025-01-11

মালদা,১১ জানুয়ারি :- শুরু হয়েছে ৩৬ তম মালদা বইমেলার প্রস্তুতি। ইতিমধ্যে মালদা কলেজ ময়দানে চলছে শেষ মুহূর্তের কাজ। আগামী ১৩ জানুয়ারি শুভ উদ্বোধন হবে মালদা বইমেলার। কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলায়। বিখ্যাত সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার। এছাড়াও অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে। মেলা উদ্বোধনের আগে বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে বইমেলা মিছিলের আয়োজন করা হবে শহরে। প্রয়াত সাহিত্যিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে কয়েকজনের নামে তৈরি হবে মঞ্চ। বইয়ের স্টল সহ প্রায় ২০০ টি স্টল তৈরি হবে বইমেলায়। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বইমেলার বিভিন্ন মঞ্চে বলে জানান, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক প্রসেজিৎ দাস।

মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাত্রে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল ।

2025-01-11

মালদা, ১১ জানুয়ারি :-মালদার হরিশ্চন্দ্রপুরে গতকাল গভীর রাত্রে এক বৃদ্ধ দম্পতিকে বাড়িতেই ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠল । সকালে হাসপাতালে মৃত্যু বৃদ্ধের। স্ত্রীকে আশঙ্কা জনক অবস্থায় মালদা ট্রান্সফার। ইংলিশ বাজারের কাউন্সিলর বাবলা সরকারের খুনের ঘটনার দশ দিন কাটতে না কাটতেই এবারে হরিশ্চন্দ্রপুর থানায় আবার খুনের ঘটনা ঘটলো। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাত্রে নিজের বাড়ীর বারান্দায় শুয়েছিলেন কুশলপুর গ্রামের বাসিন্দা, মোহাম্মদ জসীমউদ্দীন (৭০) ও তার স্ত্রী শাহনাজ বিবি (৪৫)। রাত্রে বেলা চিৎকার চেঁচামেচির আওয়াজে এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে দেখতে পান ওই দুই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় নিজেদের বারান্দায় পড়ে রয়েছেন। কেউবা কারা ধারালো অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়েছে। এরপর স্থানীয়রা তাদের প্রথমে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল পরে অবস্থা আশঙ্কাজনক থাকায় চাচোল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যু হয়। এরপরে শাহনাজ বিবিকে গুরুতর আশঙ্কা জনক অবস্থায় মালদা মেডিকেল কলেজের স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে এই নিয়ে শঙ্কায় স্থানীয় গ্রামবাসীরা।

দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞ।

2025-01-11

দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞ। সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা করি সংগ্রহ হয় তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে। মোবাইলের চ্যাটগুলি ও খতিয়ে দেখা হয়। মোবাইলের ম্যাসেজ পরীক্ষা করা হয়। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা করা হয়। মোবাইলের কথোপকথন ও চ্যাট এই ঘটনা তদন্তে অন্যতম প্রমাণ।  পাশাপাশি পলাতকদের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ। পুলিশকে চোখে ধুলো দেওয়ার জন্য কখনো তাদের লোকেশন নেপাল কখনো উত্তর প্রদেশ কখনো বিহার কখনো শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে।  পুলিশের চোখে ধুলো দেবার জন্যই এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে।  অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মোবাইল চ্যাট থেকে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে অন্যতম চক্রান্তকারীদের ফোনে ফোন গিয়েছিল। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর  থেকে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে

2025-01-11

মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর  থেকে প্রায় ১ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর আমিনুল এর‌ বাড়ি থেকে নিকাশি বিল পর্যন্ত প্রায় ১৩০০ মিটার ঢালাই রাস্তা ও চাঁচল-২ ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা দূর্গা মন্দির থেকে ভক্ত ওঁরাও এর বাড়ি পর্যন্ত, রাস্তা দৈর্ঘ্য প্রায় - ৭০০ মি. প্রস্থ্য - ৩.৭৫ মি. প্রায় ৭০ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করলেন রাস্ট্রমন্ত্রী মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া, সঙ্গে উপস্থিত মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি মহাশয়।

শুরু হয়েছে উত্তরণ ক্রীড়া প্রতিযোগিতা।কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।

2025-01-11

শুরু হয়েছে উত্তরণ ক্রীড়া প্রতিযোগিতা।কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে শুরু হলো ২৮ তম উত্তরণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় শিলিগুড়ি পুর নিগম। কাঞ্চনজংগা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে উত্তরণ। আজ থেকে শুরু হয়েছে চলবে আগামীকাল পর্যন্ত। বিভিন্ন রকমের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করছেন প্রতিযোগিতাগুলিতে অনেক প্রতিযোগী ও প্রতিযোগিনী।

ভারত সরকারের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বীরভূমের খয়রাশোলে দেড় মাসের টেলারিং ও এমব্রডয়ারী প্রশিক্ষণ কর্মশালা

2025-01-10

ভারত সরকারের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বীরভূমের খয়রাশোলে দেড় মাসের টেলারিং ও এমব্রডয়ারী প্রশিক্ষণ কর্মশালা ! জীবিকার দিশা দিতে বীরভূমের খয়রাশোলে দেড় মাসের টেলারিং ও এমব্রডয়ারী প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঋত্বিক বিশ্বাস, ইউকো ব্যাংকের খয়রাশোল শাখার ব্রাঞ্চ ম্যানেজার ধবলেশ্বর শেঠি,স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুজিত মণ্ডল প্রমুখ। এই সেমিনারে খয়রাশোল, বাবুইজোড়,বড়রা লোকপুর গ্রাম এলাকার মহিলারা অংশগ্রহণ করেন। এই সেমিনারে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে পুঁজি সংগ্রহ ও বাজার তৈরি করার নানা তথ্য প্রদান করেন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার ঋত্বিক বিশ্বাস। স্বনির্ভরতার লক্ষ্যে কিভাবে ঋণ পাওয়া যায় সে বার্তা দেন ব্রাঞ্চ ম্যানেজার ।এদিন রুপা বাঁশরী, অনিতা রুইদাস, মানসী লোহার, মল্লিকা হাজরা প্রমুখ মহিলারা এই প্রশিক্ষণ যুক্ত হতে পেরে খুশি ব্যক্ত করেন। এদিন টেলারিং এর যাবতীয় কিটস প্রশিক্ষণরত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়।

হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজের উদ্যোগে বই ও খাদ্য মেলা

2025-01-10

বইয়ের সঙ্গে খাবারের স্টল দিয়ে পড়ুয়াদের আত্মনির্ভর করার উদ‍্যোগ নেওয়া হ'লো দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজে। পড়ার অভ‍্যাস ফিরিয়ে আনাও এমন মেলার মেজাজে বিশেষ অনুষ্ঠানের অন‍্যতম উদ্দেশ‍্য। বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ও অধ‍্যাপকদের পারস্পরিক সহযোগিতায় এমন উদ‍্যোগ নেওয়া সুষ্ঠুভাবে সম্ভব হয়েছে। পাশাপাশি দুঃস্থ পড়ুয়াদের সাহায‍্য করা হবে এখানকার আর্থিক লাভ থেকে বলে জানান হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি। এদিন কলেজের পাশে ইণ্ডোর স্টেডিয়ামে ১২ টি বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রী মিলে বিভিন্ন রকম খাবারের পসরা সাজিয়ে ছিলেন। কেউ বানিয়ে এনেছেন পিঠেপুলি, কেউ আবার পায়েস। শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয়, উল্টো দিকে স্টলে দেখা মিলল ফুচকা, ঘুগনি, পরোটারও। এখানেই শেষ নয়, চা, কফি, স্পেশাল মোমো, রেশমী কাবাব, ঘটি গরম, অমলেট, চিকেন পকোড়া, ক্রিস্পি চিকেন সহ নানান খাবারের পদ। কলেজ কর্তৃপক্ষের দাবি, ছাত্র-ছাত্রীদের এত আনন্দ করতে দেখে তাঁরাও আপ্লুত। প্রথম বছর পাইলট প্রজেক্ট হিসেবে এই বই ও খাদ্য মেলার আয়োজন করা হয়েছিল। খুব ভালোই সাড়া পাওয়া গিয়েছিল। তাই এ বছরও করা হল বলে জানান প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি। তিনি আরও জানান, ছাত্রছাত্রীরা অনেকেই নিজের হাতে খাবার তৈরি করেছে। বেশ কয়েকটি স্টল তৈরি করে সেখানে সেই খাবার বিক্রি করেছে তারা। ক্রেতা কখনও শিক্ষক, কখনও সহপাঠী বন্ধুরা। তবে লেখাপড়ার পাশাপাশি খাবার তৈরি এবং তা বিক্রি করে যে স্বনির্ভর হওয়া যায়, সেটা একেবারে হাতে-কলমে বুঝে গেল ছাত্রছাত্রীরা। আজকে মেলার আয়োজনের পর বুঝতে পারলাম আমাদের পড়ুয়াদের মধ্যেও অনেক প্রতিভা লুকিয়ে আছে। ওরা নানা ভাবে স্বনির্ভর হতে পারে।

সরিষা হাই স্কুল মাঠে কৃষি মেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণ গুনীজনদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়

2025-01-09

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- হস্তশিল্পীদের এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোর আয় বাড়াতে সরিষা হাই স্কুল মাঠে ভিন্নস্বাদের আয়োজনে অনুষ্ঠিত আঠারোদিন ব্যাপী কৃষি ও স্বনির্ভর মেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই কৃষি ও স্বনির্ভর মেলা সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,এছাড়াও উপস্থিত ছিলেন উস্থি থানার ওসি আসাদুল শেখ,ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি, সংখ্যালঘু সেলের সভাপতি রফিক মোল্লা,কামার পোল পঞ্চায়েত প্রধান মইদুল ইসলাম, নীতিস মদক সহ অন্যান্য সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। সূত্রে জানা যায় ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা ভিন্নস্বাদ এর আয়োজনে ২০ তম বর্ষ এই কৃষি ও স্বনির্ভর মেলার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী অর্কেস্ট্রা সহযোগে সঙ্গীত প্রতিযোগিতা, হস্তশিল্পের ও কৃষিজ পণ্য , প্রদর্শনী প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের প্রত্যেকের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এই কৃষি ও স্বনির্ভর মেলা কমিটির সাধারণ সম্পাদক সামিম আহমেদ তিনি এই মেলাতে সমাপ্তিতে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনে পুরস্কার বিতরন অনুষ্ঠানে। এবং এই মেলার দিনগুলিতে উপস্থিত থেকে আপনারা যেমন সহযোগিতা করেছেন সেইরূপ ভাবে এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিতি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসবের শুভ সূচনা

2025-01-09

শিলিগুড়ি আজ থেকে সূচনা হলো শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের। এদিন সকালে প্রদীপ প্রজ্জালনের মাধ্যমে ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হয়। উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এম এমআইসি তথা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরী শ্রাবণী দত্ত এছাড়া আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিবছর শীতের সময় ওয়ার্ড উৎসব হয়ে থাকে ১৪ নম্বর ওয়ার্ডে। এবছরও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে এই ওয়ার্ড উৎসব। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা। আমতলা যুব সমিতির অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১২ তারিখ পর্যন্ত চলবে এই ওয়ার্ড উৎসব। এদিন আমতলা যুব সমিতির সামনে থেকে উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ওয়ার্ড এর বিভিন্ন পথ অতিক্রম করে। শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এছাড়া এম এমআইসি তথা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি দত্ত সহ আরো অন্যান্যরা।

শুরু হলো ৩৪ তম বর্ষের 'রোল গোপালনগর চিচিঙ্গা ফাটিকা মিলন মেলা'।

2025-01-09

শুরু হলো ৩৪ তম বর্ষের 'রোল গোপালনগর চিচিঙ্গা ফাটিকা মিলন মেলা'। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন বিষ্ণুপুর এস.ডি.পি.ও সুপ্রকাশ দাস , উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ, এস.ডি.পি.ও সুপ্রকাশ দাস, সোনামুখীর সার্কেল ইন্সপেক্টর, বিশিষ্ট সমাজসেবী বিক্রমজিৎ চট্টোপাধ্যায় ,ইন্দাসের বিডিও সুরেন্দ্রনাথ পতি, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী শেখ হামিম, ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, বিশিষ্ট সমাজসেবী শেখ আলী ,সহ অন্যান্যরা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মিলন মেলা আগামী ছ'দিন ধরে চলবে। মেলা উপলক্ষ্যে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেমন থাকছে তেমনই ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে এলাকার ১৫০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে বলেও তাঁরা জানিয়েছেন।

ব্রিজের উপর শুয়ে পড়ল ট্রাক মালিকরা, চললো অবরোধ!

2025-01-09

মহনপুর, পশ্চিম মেদিনীপুর: ব্রিজের উপর দিয়ে ট্রাক চালানোর দাবিতে বিক্ষোভ কয়েকশো ট্রাক মালিকদের! বার বার আবেদন জানিয়েছেন, দিয়েছেন আলাদা করে রাস্তা তৈরি করে নেওয়ার প্রস্তাব তাতেও সম্মতি না হওয়ায় অবশেষে ব্রিজের উপর শুয়ে পড়ে মোহনপুর অবরোধ করে দিল ট্রাক ড্রাইভার ও মালিকরা। যদিও তাদের এই অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে মোহনপুর ব্রিজ। আগামী দিনে দাবি-দাওয়া পূরণ না হলে মেদিনীপুর শহরে অলিতে গলিতে ট্রাক ঢুকিয়ে অবরুদ্ধ করে দেওয়া হবে জেলা শহরকে, হুমকি ট্রাক মালিকদের। মেদিনীপুরের সঙ্গে অপরদিকে খড়গপুর হয়ে কলকাতার মূল যোগাযোগ মাধ্যম বীরেন্দ্র সেতু যাকে মোহনপুর ব্রিজ বলা হয়। কিন্তু বছর তিনেক ধরে এই ব্রিজের উপর দিয়ে ছোট বড় গাড়ি সহ মারুতি ভ্যান রিক্সা যাতায়াত করলেও বন্ধ বড় বড় ট্রাক।তার কারণ এই ব্রিজ দুর্বল ও নড়বড়ে। রীতিমতো প্রশাসন থেকে নির্দেশিকা জারি করা হয় ব্রিজে ওঠার মুখে। যার ফলে জীবন জীবিকা নিয়ে সমস্যায় পড়েন ভারি ভারি যানবাহন ট্র্যাক চালকের মালিকসহ সেই পরিবহনের সঙ্গে যুক্ত কয়েক হাজার কর্মী। তাদেরকে এই ব্রিজ এর পরিবর্তে ঘুরপথে শ দেড়েক কিলোমিটার ঘুরিয়ে দেওয়া হয়। যার ফলে এক একটি ট্রিপে গাড়ি নিয়ে যেতে প্রায় কয়েক হাজার টাকা করে এক্সট্রা খরচ পড়ে এই ট্রাক মালিকদের। গত ২০২২ সাল থেকে বন্ধ ভারী যান চলাচল এই ব্রিজের উপর। যার ফলে জীবন জীবিকা নিয়ে দুর্বিসহ অবস্থায় পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

চিত্তরঞ্জন থানার উদ্যোগে গরীব দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ

2025-01-09

বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চিত্তরঞ্জন থানায় উদ্যোগে এলাকার ৫০জন গরীব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো।এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ডি.সি (ওয়েস্ট)সন্দীপ করার, এসিপি(কুলটি)এস.কে জাবেদ হোসেন,চিত্তরঞ্জন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইসমাইল আলী,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।এদিন ডি.সি(ওয়েস্ট)সন্দীপ করার জানান এলাকায় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং শীতের কথা মাথায় রেখে আজ চিত্তরঞ্জন থানার তরফে কম্বল বিতরণ করা হলো।আগামী দিনে অন্যান্য থানা গুলিতেও করা হবে।

পশ্চিমবঙ্গ সরকার জল সেচ সম্পদ উন্নয়ন বিভাগ এর উদ্যোগে পুকুর খনন এর কাজ এর সূচনা হল বুধবার

2025-01-09

সালানপুর ব্লকের কল্ল্যা পঞ্চায়েত এর অন্তর্গত কল্যা গ্রামে একটি পুকুরের পুনঃ সংস্কার এর কাজ শুরু করা হল যার কাজের ফিতা কেটে নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, কল্যা পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর,সমাজ সেবী ভোলা সিং ।এদিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জানান প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ সরকার জল সেচ সম্পদ উন্নয়ন বিভাগ এর উদ্যোগে ও বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয়ের প্রচেষ্টায় কল্যা গ্রামে প্রায় বহু পুরাতন একটি বিশাল আকারের পুকুরকে মাটি কেটে পুনরায় তৈরি করা হবে ।স্থানীয় গ্রাম বাসীরা বহুদিন আগে জানিয়ে ছিলেন এই পুকুরটিতে পলি জমে প্রায় বুজে গিয়েছিল যার কারনে গ্রামের মানুষের স্নান করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজের সমস্যা হয়ে পড়েছিল ।সেই সমাধানের জন্যে আজকে এই পুকুরটি কাটা হল ।তাছারা এই পুকুর কেটে মাছ চাষ করা হবে যাতে স্থানীয় বহু বেকার যুবক এর কাজের যোগান হবে । স্থানীয় এক বাসিন্দা উত্তম রায় জানান যে এই পুকুরটি প্রায় আঠারো বিঘা জমির উপর রয়েছে যা আগে থেকেই পুকুর ছিল কিন্তু পুকুরটি নোংরা আবর্জনা ও পলি জমে প্রায় ভরাট হয়ে গেছিল ।তাতে গ্রামের মানুষের বহু অসুবিধা হচ্ছিল সেই কারনে বিধান উপাধ্যায় মহাশয় কে জানানোর পর আজ পুকুরটি খনন করা হচ্ছে ।

কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু।

2025-01-06

কালিয়াচকে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক এক ব্লকের আলিপুর ২ অঞ্চলের শেরশাহীর লক্ষ্মীপুরে। যে দুটি বাচ্চা বোমায় আহত হয়েছে তাদের নাম হলো আবাদিল খান বয়স ৯ বছর পিতা রফিকুল খান। অপরজন সায়েম খান বয়স ৭ বছর পিতা নাসিউল খান উভয়ের বাড়ি শেরসাহির দক্ষিণ লক্ষ্মীপুরে। আহত শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন। বেশ কিছু দিন থেকে এলাকায় ঝামেলা লেগে রয়েছে। ঘটনা স্থলে রয়েছে কালিয়াচক থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরায় লক্ষ্য করা গিয়েছে দুটি শিশু দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিশু বোমাটি মাটিতে মারে। সঙ্গে সঙ্গে বোমাটি বাস্ট হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বোমা গুলি কোথা থেকে আসলো, কারা মজুদ করেছিল এবং কিভাবে ছোট শিশুদের হাতে বোমা গুলি পৌঁছালো তারও তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এ ঘটনায় কালিয়াচকের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির সমর্থকরা একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়া শুরু করেছে।

ব্ল্যাঙ্কেট এ করে মাদক পাচারের পর্দা ফাঁস। দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে।

2025-01-06

মালদা:- ব্ল্যাঙ্কেট এ করে মাদক পাচারের পর্দা ফাঁস। দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা এস টি এফ এর খবর এর ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দা কে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় চার কেজি 460 গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য 2 কোটি ২০ লক্ষ টাকা। মনিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি।

আজকের আবহাওয়া

2025-01-06

আজকের আবহাওয়া সোমবার ফের কমলো সামান্য তাপমাত্রা। রাতের তাপমাত্রা পৌঁছালো১৪ ডিগ্রী সেলসিয়াসের ঘরে এবং দিনের তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে হাওয়া অফিসে পূর্বাভাসে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়বে । এবং এই কয়েকদিন আবহাওয়ার খামখেয়ালিপনা নজরে আসবে। তুমি শুক্রবার থেকে আবারও জাঁকিয়ে শীত পড়া সম্ভাবনা রয়েছে বঙ্গে। সোমবার ও মঙ্গলবারও গোটা রাজ্যে কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে। সবথেকে বেশি কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলিতে। ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে আসতে পারে বলে জানা যাচ্ছে। সে কারণেই যান চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিরও দেখা মিলতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবার ফের পরিষ্কার হয়ে যাবে আকাশ।

মেয়াদ শেষ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘর গুলিতে মজুত রয়েছে ৩০ লক্ষ আলুর প্যাকেট ।

2025-01-06

মেয়াদ শেষ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘর গুলিতে মজুত রয়েছে ৩০ লক্ষ আলুর প্যাকেট । এদিকে বাজারে যোগান দিচ্ছে নতুন আলু। ফলে কোল্ডস্টোরে মজুত আলু নিয়ে চিন্তিত আলু ব্যাবসায়ীরা। চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: রাজ্য সরকারের নির্দেশ ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার । কিন্তু এখন রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু। পশ্চিম মেদিনীপুর জেলায় হিমঘর গুলিতে এখন পর্যন্ত ৩০ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুত আলু নিয়ে চিন্তা সংরক্ষনকারীদের। এদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ, ফলে কোল্ড স্টোরে মজুত রয়েছে আলু। অন্যদিকে বাজারে চাহিদা জোগাচ্ছে নতুন আলু। রাজ্যের সমস্ত হিমঘর গুলিতে বন্ধ করে দেওয়া হবে গ্যাস আর এ নিয়ে আরো চরম দুশ্চিন্তায় আলু সংরক্ষণকারীরা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ জানান মেদিনীপুর এবং বাঁকুড়াকে বঞ্চিত করা হচ্ছে । স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুর ধ্বংস হয়ে যাবে। কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি তা এখন দেখার বিষয়।

কুলিক এক্সপ্রেসে করে কলেজ যাওয়ার পথে মাঝপথে নিখোঁজ ভিন রাজ্যে পাঠরত ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী, ফারাক্কা ব্রিজ থেকে পাওয়া গেল ফোন ব্যাগ সহ যাবতীয় সরঞ্জাম, ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরা, অপহরণের

2025-01-06

কুলিক এক্সপ্রেসে করে কলেজ যাওয়ার পথে মাঝপথে নিখোঁজ ভিন রাজ্যে পাঠরত ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী, ফারাক্কা ব্রিজ থেকে পাওয়া গেল ফোন ব্যাগ সহ যাবতীয় সরঞ্জাম, ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরা, অপহরণের আশঙ্কা মালদা:- পার্শ্ববর্তী রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। বাড়ি থেকে ট্রেনে করে রওনা দিয়ে ছিল কলেজের উদ্দেশ্যে। তারপর মাঝপথে নিখোঁজ। ফারাক্কা ব্রিজে পাওয়া গেল ছাত্রীর ব্যাগ, মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম।পুলিশ খোঁজ দিলো বাড়িতে। অপহরণের আশঙ্কা পরিবারের। তবে কি রেলপথে কোন ভাবে পাচারের শিকার হলো ওই ছাত্রী। পাশেই রয়েছে ঝাড়খন্ডের একাধিক অপরাধপ্রবণ এলাকা। উঠছে বিভিন্ন প্রশ্ন? মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভাগত (২০)। পড়াশোনা করতেন ঝাড়খন্ডের দুমকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবে। সেখান থেকে আরেকটি ট্রেন ধরে যাবে দুমকা। মালদা টাউন স্টেশন ঢোকার আগেও পরিবারের সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু তারপর থেকে নিখোঁজ। এদিকে ফারাক্কা ব্রিজে পাওয়া যায় দীপ্তির ব্যাগ মোবাইল সহ অন্যান্য সরঞ্জাম। এক ব্যক্তি সেই সব জিনিস এনটিপিসি ফাঁড়িতে জমা দেয়। সেখান থেকে খবর আসে দীপ্তির পরিবারের কাছে। এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। কি হলো তাদের মেয়ের। কোথায় নিয়ে যাওয়া হয়েছে দীপ্তিকে। ক্রমশ দানা বাঁধছে রহস্য। পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওল্ড মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো

2025-01-05

মালদা:- ওল্ড মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও হর্টিকালচার ডিপার্টমেন্টের সহযোগিতায় এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো পুরাতন মালদার সাহাপুর আমবাগান এলাকায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদ থেকে হটিকালচার হেড অফিসার ডাক্তার টিডিকিস, জেলা উদ্যানপালন দপ্তরের আধিকারিক দীপক নায়েক, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ একাধিক সদস্যরা। এদিনের এই বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য ছিল সামনেই আসছে আমের সিজন মালদার আম মূলত জগত বিখ্যাত আর এই আমকে আরো ভালোভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই নিয়ে আলোচনা হয় তার পাশাপাশি বিশ্বের মালদার আম পরিচিত মূলত হিমসাগর এবং লক্ষণভোগ এদের বাজারজাত সবথেকে বেশি তাই আজকের এই সাধারণ সভায় চাষী এবং ব্যবসায়ীদের নিয়ে আলোচনা করা হয় কিভাবে আরো মালদার এই আমকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

সাউথ মালদা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

2025-01-05

মোঃ আবুল কাশিম কালিয়াচক :- পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা ছাড়া ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিকাশ অসম্ভব বলে মনে করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাও খুবই জরুরী। এদিন মালদহের বৈষ্ণবনগর সাউথ মালদা কলেজের জমজমাট ভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার। এছাড়াও ছিলেন, সাউথ মালদা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ আহমদ হোসেন প্রথমে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে শ্রদ্ধা জানিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এছাড়াও মশাল দৌড়, পেরেড ও প্রদীপ প্রজ্জ্বলন এবং শপথ গ্রহনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ মালদা কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। এই ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল ছাত্র-ছাত্রীরা খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় হয়। সাউথ মালদা কলেজ ক্রীড়া বিভাগের অধ্যাপক ইকবাল আহমেদ জানান, আমি আশা রাখছি আমাদের ছাত্র ছাত্রীরা আরও ভালো খেলবে।বিভিন্ন জেলা সহ রাজ্য স্তরে আমাদের ছাত্রছাত্রীরা খেলাধুলা করুক ও কলেজের মুখ উজ্জ্বল করুক। তিনি আরও বলেন, এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সকল শিক্ষক শিক্ষিকা সর্বদা পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

৪৬ তম বর্ষের সুন্দরবন মেলা শুরু হল উদ্বোধন করলেন সাংসদ প্রতিমা মন্ডল।

2025-01-04

ক্যানিংয়ে মাতলা নদীর চরে এই মেলা চলবে আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল। উপস্থিত ছিলেন দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুন্দরবনের কৃষকদের উৎসাহ দিতে, এখানকার কৃষ্টি, সংস্কৃতি ও লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে শুরু হয়েছিল এই মেলা। এছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এই মেলার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ এই মেলার মধ্য দিয়ে প্রতি বছরই নেওয়া হয়। এবারও সরকারি ও বেসরকারি বহু স্টল এই মেলায় থাকছে। থাকছে শিক্ষামূলক স্টলও। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরাও নিজেদের হস্তশিল্প সামগ্রী নিয়ে মেলায় উপস্থিত হয়েছেন। এবারে এই মেলার বিশেষ আকর্ষণ বারুইপুর প্রেসক্লাবের বিশেষ ফটোগ্রাফি প্রদর্শনী ‘চিত্তে চিত্র’। জেলার অন্যতম বড় মেলা হিসেবে এই মেলা দীর্ঘদিন ধরেই মানুষের মন জয় করেছে। মেলার মূল মঞ্চ থেকে প্রতিদিনই পরিবেশিত হবে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিলিগুড়ি ১১ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসবের বর্ণাঢ্য সূচনা শোভা যাত্রার আয়োজন

2025-01-04

আজ শিলিগুড়ি ১১ নম্বর ওয়ার্ডের সূচনা হয়ে গেল ওয়ার্ড উৎসবের। ওয়ার্ড উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।এদিন শুক্রবার ১১ নং ওয়ার্ডের গীত অঞ্জলি ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হয়। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওয়ার্ড উৎসবের শুভ সূচনা হয়। আগামী কয়েক দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ওয়ার্ড উৎসব উপলক্ষে। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুশ্রী পাল, নান্টু পাল এছাড়া আরো অনেকে। শোভাযাত্রাটি শুরু হয় ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত খুদিরামপল্লী মিত্র সম্মিলনীর সামনে থেকে , ওয়ার্ড এর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার সংশ্লিষ্ট স্থানে এসে শেষ হয়।

বছরের শুরুতেই রোগী ও দুঃস্থদের ফল বিতরণ

2025-01-04

সমাজসেবায় নিজেকে নিয়োজিত করে নতুন বছরের প্রথম দিনে দুবরাজপুর গ্রামীন হাসপাতালের রোগী ও বক্রেশ্বর শিব মন্দিরে দুঃস্থ মানুষদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান। পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস। রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে দিনটি উদযাপন করেন। কিন্তু দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার রফিউল হোসেন খান এই বিশেষ দিনে গরিব ও দুঃস্থদের মুখে হাসি ফোটানোর জন্য ফল ও মিষ্টি বিতরণের উদ্যোগ নেন। এদিন দুবরাজপুর গ্রামীন হাসপাতালের রোগী ও বক্রেশ্বর শিব মন্দিরে শতাধিক দুঃস্থকে ফল ও মিষ্টি দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার রফিউল হোসেন খান, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুন চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, যশপুর অঞ্চল তৃণমূল সভাপতি মুন্সী মোজাম্মেল হক, শিক্ষক কল্যাণ দে সহ বিভিন্ন অঞ্চলের তৃণমূল সভাপতি ও কর্মীরা।

পথ দুর্ঘটনায় মৃত্যু জনপ্রিয় ক্রিকেটার ও তার বন্ধুর

2025-01-04

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরতাজা যুবকের। গতকাল রাত্রি ১১ টা নাগাদ রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের সাতকেন্দুরি মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল শুভম ঘোষ ওরফে টুবাই এবং অজয় কাহার নামে দুজন যুবকের। স্থানীয় সূত্রে খবর, তাঁরা দুজনে হেঁটে বাড়ি ফিরছিল। কিন্তু সিউড়িগামী লরির ধাক্কায় দুজনের মৃত্যু হয়। শুভম ঘোষ ওরফে টুবাই এর বাড়ি দুবরাজপুরের নিরাময় এলাকায়। সে একজন খুব ভালো ক্রিকেটার। ইসলামপুর প্রিমিয়ার লিগের খেলায় আজ দুপুরে মাঠে নামার কথা ছিল। তবে তাঁর খেলার মাঠে আর নামা হল না। ইসলামপুরের জনপ্রিয় থ্রী স্টার ক্লাবের ওপেন ব্যাটসম্যান ছিল শুভম। তাছাড়াও রাজ্য পর্যায়েও তাঁকে খেলতে দেখা দেখা গেছে বলে জানান ইসলামপুর প্রিমিয়ার লিগের সদস্য সাদ্দাম হোসেন। অন্যদিকে, অজয় কাহারের বাড়ি হেতমপুরে। সে পেশায় একজন ওয়েলণ্ডিং মিস্ত্রি। ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ। তাঁদের দুজনের মৃতদেহ ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পাণ্ডে মৃতের পরিবারের সাথে দেখা করেন এবং সমবেদনা জানান।

২০০১ সালে কেশপুরের ছুতারগেড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল ও সভায় কুনাল ঘোষ।

2025-01-03

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: ২০০১ সালে বাম সরকারের আমলে রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করতে এসেছিলেন কেশপুরে। সভা শুরু হওয়ার আগে কেশপুর ব্লকের ছুতারগেড়া এলাকায় মিছিলরত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর সিপিএমের হার্মাদ বাহিনী বর্বর রচিত আক্রমণ করে। তারপরে প্রতিবাদে গর্জে উঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ছুতারগেড়া এলাকায় ধিক্কার মিছিল প্রতিবাদ সভা করে আসছে। এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কুনাল ঘোষ। বাংলাদেশের যে ঘটনা বর্তমানে ঘটছে, আগেও সিপিএমের আমলেও বহু ঘটতো। কোন বাইরের রাজ্য থেকে যদি লোক আসে, সেই বিষয়টা দেখার কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি বিষয়টি দেখুন। পাশাপাশি কুনাল ঘোষ বলেন আগের থেকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অনেক ভালো। তবে পুলিশকে বলব আত্মতুষ্টিতে না থেকে আরো ভালোভাবে কাজ করতে হবে। কয়েকদিন আগে অসম ও ত্রিপুরা থেকে বহিরাগতরা এসেও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছিল, এটা তো পুরো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। বিএসএফ যদি বর্ডার পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে। পাশাপাশি কেশপুরের মাটি যে সংগ্রামের মাটি, এদিন তাও তিনি উল্লেখ করে কর্মী সমর্থকদেরকে বার্তা দেন। সেইসঙ্গে তিনি বলেন কেশপুর থেকে লড়াকু নেত্রী শিউলি সাহা যেইভাবে সংগঠন করে কাজ করে চলেছে, আগামী দিনে আমরা কেশপুর থেকে বিপুল সংখ্যক মানুষের মতামত নিয়ে ভোটে জয়লাভ করব।

প্রত্যেকদিন বাড়ি বাড়ি খবরের কাগজ পৌছে দেন কিন্তু আজ সকালে এক মিনিট নীরবতা পালন করলেন মালদা‌ জেলা সংবাদপত্র পরিবেশক সমিতির সদস্যরা।

2025-01-03

মালদা: সকালটা শুরু করলেন অন্যভাবে। প্রত্যেকদিন বাড়ি বাড়ি খবরের কাগজ পৌছে দেন কিন্তু আজ সকালে এক মিনিট নীরবতা পালন করলেন মালদা‌ জেলা সংবাদপত্র পরিবেশক সমিতির সদস্যরা। শুক্রবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকায় এই নীরবতা পালন করেন। গতকাল মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান কাউন্সিলর তথা মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকারকে দুষ্কৃতীরা গুলি করে খুন করেছে। সেই মৃত্যুর কারণে আজ তারা কালো ব্যাচ পড়ে প্রথমে এক মিনিট নীরবতা পালন করেন তারপর নিজ নিজ কাজে বেরিয়ে যান সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক‌ চন্দন বসাক সহ সংগঠনের সদস্যরা।

কাউন্সিলরকে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি তবে এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

2025-01-03

মালদা:- কাউন্সিলরকে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি তবে এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো মালদার ইংলিশ বাজারের যদুপুর গাব গাছির বাসিন্দা টিংকু ঘোষ এবং এবং বিহারের কাটিহার এর আজমনগর থানার কান হাড়িয়া এলাকার বাসিন্দা, সামি আক্তার। জানা গেছে দুষ্কৃতীরা প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে বাবলা সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল। তারপরও পুলিশের কাছে কোন খবর ছিল না। আজ মৃত কাউন্সিলর এর দেহ শেষকৃত্য করা হবে। ইতিমধ্যেই মৃত কাউন্সিলরের দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানন্দা পল্লী এলাকায় নিয়ে আসা হয়েছে।

মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ধৃতদের তোলা হল মালদা জেলা আদালতে।

2025-01-03

মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ধৃতদের তোলা হল মালদা জেলা আদালতে। তৃণমূল নেতা দুলাল সরকার এখনও পর্যন্ত গ্রেফতার তিন, জানালো পুলিশ। গতকাল বিকেলে দুইজনকে গ্রেফতার করা হয়।এরপর গভীর রাতে বিহারের কাটিহারের বাসিন্দা আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মোহাম্মদ সামি আক্তার (20)বিহারের কাটিহার জেলার আজমনগর থানা কানহাড়িয়া এলাকার বাসিন্দা। ধৃত আব্দুল গনি,(20) বিহারের কাটিহার জেলার সালমারি থানার নাজিরপুর সালমারি এলাকার বাসিন্দা। ধৃত তৃতীয় জন টিংকু ঘোষ 22 ইংরেজবাজারের গাবগাছি যদুপুরের বাসিন্দা। তিনজনকেই হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের।

ফ্র্যাটারনিটি মুভমেন্টের পশ্চিমবঙ্গ শাখার নবনির্বাচিত সভাপতি হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ব্রাদার মনোয়ার হোসেন

2025-01-03

বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- জানুয়ারি ২০২৫ এর শুরুতে রাজ্যের বাছাইকৃত সদস্যদের উপস্থিতিতে রাজ্য অফিস যাত্রাগাছি, নিউ টাউন এ ফ্র্যাটারনিটি মুভমেন্টের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ব্রাদার লুবাইব বাসির এর তত্ত্বাবধানে রাজ্য কমিটি ও রাজ্য সভাপতি নির্বাচন সম্পন্ন হয়। এদিন ফ্র্যাটারনিটি মুভমেন্টের পশ্চিমবঙ্গ শাখার নবনির্বাচিত সভাপতি মনোনীত হলেন দক্ষিণ চব্বিশ পরগনার ব্রাদার মনোয়ার হোসেন। পাশাপাশি এদিন বিদায়ী রাজ্য সভাপতি ব্রাদার আরমান আলী নবনির্বাচিত রাজ্য কমিটি ও রাজ্য সভাপতি কে হার্দিক শুভকামনা জানান। ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি জনাব শাহজাহান আলী নবনির্বাচিত রাজ্য সভাপতি ব্রাদার মনোয়ার হোসেনকে অভিবাদন জানান।

কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে সোনার গহনা কেনাকাটায়, বড়দিনের বড় উপহার' মিললো একটি বাইক। খুশি'তে আত্মহারা এক পরিবার।

2025-01-03

কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে সোনার গহনা কেনাকাটায়, বড়দিনের বড় উপহার' মিললো একটি বাইক। খুশি'তে আত্মহারা এক পরিবার। হ্যাঁ, অবাক লাগলেও যা শুনছেন এটাই সত্যি কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে চলছে বড়দিনের বড় উপহার। অফারটি চলবে আগামী পাঁচ এ জানুয়ারি অব্দি। এখনো রয়েছে ফোরহূইলার জেতার সুবর্ণ সুযোগ। মাত্র ৫০ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেখানেই মিলবে আপনার ভাগ্য পরীক্ষা, স্ক্র্যাচ কার্ড ঘুষলেই পেতে পারেন চার চাকা অর্থাৎ ফোর হুইলার অথবা দুই চাকা অর্থাৎ বাইক, রয়েছে স্কুটি, আই ফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। শুধু তাই নয় বিভিন্ন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ও। সোনা কিনলে, মজুরিতে পাবেন UPTO ৩০% ছাড়, আর হিরে কিনলে পাবেন ৫০% ফ্ল্যাট ডিসকাউন্ট। ডাবল ধামাকা। অরিয়ান্ট জুয়েলার্সে বড়দিনের বড় উপহারে ইতিমধ্যেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন অনেকেই পাশাপাশি আজ বৃহস্পতিবার বড়দিনের বড় উপহারে অংশগ্রহণ করে বাজিমাত মালদার অভিরামপুর এলাকার এক পরিবার। লক্ষাধিক টাকার কেনাকাটা করায় স্ক্র্যাচ কার্ড মাধ্যমে পেয়ে গেলেন একটি বাইক। আনন্দে আত্মহারা যুবক। সোনার গহনা কেনাকাটায় আলোড়ন সৃষ্টি করেছে অরিয়েন্ট জুয়েলার্স বিভিন্ন জায়গায় তার স্টোর গড়ে উঠেছে তারই পাশাপাশি কালিয়াচক হাই স্কুল সংলগ্ন এলাকায় রয়েছে অরিয়েন্ট জুয়েলার্স এর কালিয়াচক শাখা। সেখানেই চলছে এই ধামাকা অফার বড়দিনের বড় উপহার এই ধামাকা অফারে অংশগ্রহণ করতে হলে আজই আসুন কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে, আর মাত্র ৫০ হাজার টাকার কেনাকাটায় পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার। মাত্র লক্ষাধিক টাকার কেনাকাটা করেই বাইক উপহার পেয়ে কি বলছেন ওই যুবক ও তার পরিবার এবং কি বলছেন এই জুয়েলার্সের কর্মকর্তারা শুনুন।

পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবারে ঘোষগ্রামের লক্ষ্মী মন্দির লাগোয়া কড়ির মেলায় উপচে পড়ল ভিড়।

2025-01-02

পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবারে ঘোষগ্রামের লক্ষ্মী মন্দির লাগোয়া কড়ির মেলায় উপচে পড়ল ভিড়। এই গ্রামের আরাধ্যাদেবী মা লক্ষ্মী। আর এই উপলক্ষ্যে লক্ষ্মী মন্দিরকে ঘিরে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে গ্রামে বসে কড়ির মেলা। বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় কড়ি সংগ্রহ করতে জমায়েত হয়েছেন বিভিন্ন মানুষ। প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি, পরবর্তীতে মুদ্রা ও টাকার প্রচলন হলেও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলেছে ময়ূরেশ্বরের ঘোষগ্রাম। লক্ষ্মীমাতা সেবাইত সঙ্ঘের আহ্বায়ক গুরুসরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগে কড়ির বিনিময়ে ধান কেনাবেচা চলত। টাকা পয়সা চালু হওয়ার পর কড়ি বিলুপ্তির পথে। তাই কড়িকে বাঁচিয়ে রাখতে বহুবছর ধরে এই মেলা হয়ে আসছে। যতদিন যাচ্ছে এই মেলা ততই প্রসিদ্ধ হচ্ছে। লক্ষ্মীর গ্রাম হিসাবে পরিচিত ঘোষগ্রাম। কথিত আছে, হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী পরিভ্রমণ করেছিলেন মায়ের সাধনার সন্ধানে। বীরভূমের রাঢ় অঞ্চল ঘুরতে ঘুরতে তিনি ঘোষগ্রামে এসে পৌঁছন। সেখানে তিনি স্বপ্ন দেখেন ক্রেতাযুগে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমান বসবাসের জন্য কিছুদিন এই গ্রামে বিচরণ করে গিয়েছেন। আবার দুর্যোধনের চক্রান্তের শিকার হয়ে পান্ডবরা কিছুদিন এই এলাকায় অজ্ঞাতবাসে ছিলেন। সাধনার উপযুক্ত স্থল হিসাবে এই গ্রামের একটি নিম গাছের তলাতে তিনি সাধনা শুরু করেন। পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গ্রাম লাগোয়া কাঁদর থেকে শ্বেতপদ্ম ও একটি কাঠের খণ্ড তুলে নিয়ে এসে গঙ্গামাটির প্রলেপ দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করেন। সেই থেকে আরাধ্যদেবী রূপে পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী। কোজাগরী লক্ষ্মীপুজো ও পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই মন্দিরকে ঘিরে বসে মেলা। তবে এই কড়ির মেলার বৈশিষ্ট্যই আলাদা। এই মেলায় অধিকাংশ দোকানদার দুধ কড়ি, ফুল কড়ি, তিল কড়ি, বুজ কড়ি ও স্নোত কড়ি সহ বিভিন্ন ধরনের কড়ির পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে। জনশ্রুতি আছে, কড়ি মায়ের চরণে ছুঁইয়ে বাড়িতে রাখলে অভাব দূর হয়। বীরভূমের কোটাসুর থেকে আসা সুব্রত দাস, দেখুড়িয়া থেকে আগত বিভা মন্ডল, মুর্শিদাবাদের কাঁদি থেকে আগত ববিতা দাস সহ একাধিক দর্শনার্থীরা জানিয়েছেন "পুজোর ডালা সাজিয়ে মায়ের চরণে নিবেদন করলাম, ঠিক তার পাশাপাশি কড়ি সংগ্রহ করলাম বাড়ির পুজোর জন্য। "

রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ১০ বিঘা জমির খড়, বুধবার রাতে ইন্দাসের আকুই গ্রাম পঞ্চায়েত এলাকার মান্দড়া গ্রামের ঘটনা।

2025-01-02

বাঁকুড়াঃ রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ১০ বিঘা জমির খড়, বুধবার রাতে ইন্দাসের আকুই গ্রাম পঞ্চায়েত এলাকার মান্দড়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মান্দড়া গ্রামের মহাদেব পাঁজা ও সমীর পাঁজার দু'টি পাশাপাশি খামারে খড় ছিল। এদিন রাতে হঠাৎই ওই খড়ের পালুই থেকে আগুন দেখতে পান গ্রামেরই যুবক। খবর দেওয়া হয় আকুই ফাঁড়িতে। পরে আকুই ফাঁড়ির পুলিশ ও সম্মিলীত গ্রামবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সদস্যদের দাবি, অন্তত ১০ বিঘা জমির খড় পুড়ে গেছে। তবে ঠিক কি কারণে এই আগুন লাগলো বিষয়টি স্পষ্ট নয় বলেই তারা জানিয়েছেন।

2025 সালের প্রথম দিনে সারা রাজ্যের সাথে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস |

2025-01-01

2025 সালের প্রথম দিনে সারা রাজ্যের সাথে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে সাড়ম্বরে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস | তাই এই দিনটি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা জুড়ে পালিত হচ্ছে নানান কর্মসূচি | এমনই ছবি নজরে এলো বুধবার সকালে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলে | প্রথমেই দলের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে কেক কেটে একে অপরকে কেক খাইয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস,মুচিয়া গ্রাম পঞ্চায়েতের যুব প্রেসিডেন্ট গোপাল দাস, কনভেনার সজল মহালদার,তপন মন্ডল সহ অন্যান্যরা |

পুরাতন মালদার মুচিয়া লক্ষ্মীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী উদযাপন হলো মহা সাড়ম্বরে।

2025-01-01

পুরাতন মালদার মুচিয়া লক্ষ্মীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী উদযাপন হলো মহা সাড়ম্বরে। বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বুধবার সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় |এই প্রভাত ফেরীটি গোটা লক্ষ্মীপুর এলাকা পরিক্রমা করে। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গনে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন মালদা কলেজের প্রাক্তন অধ্যাপক ফণীভূষণ রায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন সিকদার, বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল এবং হবিবপুর ব্লকের বিজ্ঞান মঞ্চের সম্পাদক রামচন্দ্র সরকার সহ অন্যান্য অতিথি ও অভিভাবক। এ দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের নাচ গান আবৃত্তি পরিবেশন করে। মুচিয়া লক্ষীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে এসে অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ জানান, একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের একটি সাজানো গোছানো অনুষ্ঠান করছে তা ভাবাই যায় না ,তাই তিনি এই কর্তৃপক্ষকে এবং এলাকাবাসীকে সাধুবাদ জানান এই ধরনের অনুষ্ঠান করার জন্য।

মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন।

2025-01-01

পশ্চিম মেদিনীপুর: প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে রাত বারোটার ঘরের কাঁটায় বেজে উঠল, সকলে মিলে যখন হ্যাপি নিউ ইয়ার উইশ করতে আনন্দে মশগুল ঠিক এর মাঝেই বন্দেমাতরাম ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে পালিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। হ্যাপি নিউ ইয়ার ২০২৫, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস।১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের। দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে ২৭ টা বছর, এর মধ্যে সারা দেশ সাক্ষী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নানা গণ আন্দোলনের। বাংলার মানুষের দুহাত ভরা আশীর্বাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মা মাটি মানুষের সরকার।নান্নুরচকের নিকটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মেদিনীপুরের সাংগঠনিক জেলার কার্যালয়ে ২৮তম প্রতিষ্ঠা দিবসের মঙ্গলবার মধ্যরাতে দলীয় পতাকা উত্তোলন করলেন মেদিনীপুরের বিধায়ক ভূমিপুত্র সুজয় হাজরা। অন্যদিকে কেশপুর ব্লকেও মন্ত্রী শিউলি সাহা মঙ্গলবার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে গিয়ে দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে দলের ২৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন। বক্তব্য রাখতে গিয়ে সুজয় হাজরা বলেন, বিরোধীদের অপপ্রচার নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এই ২৭ টা বছর পেরিয়েছে তাদের রাজনৈতিক দল। আর তাই আগামী ২০২৬ এ চতুর্থ বারের জন্য রাজ্যের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবে। তাই ২০২৫ থেকেই তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিককে আরো ভালো কাজ করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা দিবসে সেই প্রতিজ্ঞা নিয়েই নতুন করে পথ চলা। এই সাড়ে ১০ কোটি রাজ্যের মানুষের প্রধান আশা ভরসা এই তৃণমূল। তাই সকল মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অভিনন্দন ও শুভেচ্ছা শুভেচ্ছা জানান।

আজ থেকে ইংরেজি নববর্ষ শুরু, নতুন বছরের প্রথম দিন পিকনিক করতে মানুষের ঢল।

2025-01-01

শিলিগুড়ি :- আজ থেকে ইংরেজি নববর্ষের সূচনা হলো। আর এই বিশেষ দিনটি চড়ুইভাতির মাধ্যমে আনন্দে কাটাতে উৎসাহিত। ইংরেজি নববর্ষের প্রথম দিন মানে এক আলাদা রকম নস্টালজিয়া। এদিন সকাল থেকে যথেষ্ট ঠান্ডা অনুভূত হয়েছে, ঠান্ডার মধ্যে পিকনিক উপভোগ করতে, কেউবা পাহাড়ি এলাকায়, কেউ আবার ডুয়ার্সে গিয়েছেন। শিলিগুড়ির অদূরে বৈকুন্ঠপুর ফরেস্ট সংলগ্ন এলাকায় দেখা গেল প্রচুর মানুষ এসেছেন পিকনিক করতে। কিছু বছর পিকনিক করার বিধি নিষেধ ছিল এই জায়গায়। এই বছর থেকে আবারও পিকনিক করবার জন্য সংলগ্ন এলাকাটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে বনদপ্তরের নজরদারি থাকছে, এছাড়া পুলিশ প্রশাসনের নজরদারি থাকছে। প্রচুর মানুষ এসেছে আনন্দ উপভোগ করতে এখানে। অনেকেই জানিয়েছেন বাড়ি থেকে সামনে হবার কারণে তাদের অনেক সুবিধা হয়েছে।

বছরের প্রথম দিনে ইসকন মন্দিরের ভক্তদের ভিড়

2025-01-01

শিলিগুড়ি :- শিলিগুড়ি ইসকন মন্দির সারা বছরই কিন্তু এই মন্দিরে ভক্তদের ভিড় থাকে। শিলিগুড়ি তো বটেই আশেপাশে এলাকা থেকেও প্রচুর ভক্ত ইসকন মন্দিরে এসে থাকেন। রাস পূর্ণিমা, রথযাত্রা, ঝুলন যাত্রা ও অন্যান্য উৎসবের দিনগুলিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। আজ ইংরেজি নববর্ষ ২০২৫ প্রথম দিন, লক্ষ্য করা গেল প্রচুর মানুষ ইসকন মন্দিরে এসেছেন। কেউবা এসেছেন পরিবারের সাথে কেউবা বন্ধু-বান্ধবদের সাথে। নতুন বছরের প্রথম দিন ভগবানকে দর্শন করার জন্য অনেকেই ইসকন মন্দিরে গেছেন।

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিজেপি নেতাদের ঢেঁড়স, পচা আলু বলে কটাক্ষ।

2025-01-01

সেখ ইফতেখার আলী,মালদা: - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমূল হোসেন ব্যবস্থাপনাই হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতিষ্ঠা দিবসের শুরুতে দলের পতাকা উত্তোলন এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও দলের প্রতিষ্ঠা দিন উপলক্ষে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং কুড়ি হাজার মানুষের জন্য নতুন বছরের মধ্যাহ্নভোজনের আয়োজন করেন মন্ত্রী তজমূল হোসেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সদস্য বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর 1(A) ও ২ নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তাবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানা, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিরোধী দলনেতা মক্রম আলী, মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান ও মোশারফ হোসেন এবং এলাকার তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। এদিন হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সী।আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি করা ভাষায় আক্রমণ করেন বিজেপি দুই নেতার বিরুদ্ধে। তিনি জানান পশ্চিমবঙ্গের দুইজন ব্যক্তি একজন শুভেন্দু অধিকারী ও অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,এই দুই ব্যক্তি অসংবিধানিক মানুষ ,ঢেঁড়স ও পচা আলু মতো। পাশাপাশি তিনি জানান এই সমস্ত পচা মানুষগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজে এবং সমাজের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এইসব মানুষদেরকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। মন্ত্রী তজিমুল হোসেন জানান প্রতিবছরের নেই এ বছরও পার্টির প্রতিষ্ঠা দিবস আয়োজন করে থাকি এবং এলাকার প্রায় দশ হাজার দুস্থ অসহায় মানুষদেরকে কম্বল বিতরণ করা হয়।

আনন্দময়ী কালীবাড়িতে পালিত কল্পতরু উৎসব

2025-01-01

শিলিগুড়ি :- প্রতি বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব পালন করা হয়ে থাকে।আধ্যাত্মিক চেতনায় জাগ্রত ভক্তদের কাছে এটি একটি পূন্য দিবস মানা হয়। আনন্দময়ী কালী বাড়িতে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। নতুন বছরের প্রথম দিনে এই আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন অগণিত ভক্ত। সকাল থেকেই ছিল মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লম্বা লাইন। পাশাপাশি এই আনন্দময় কালী মন্দিরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। পাশাপাশি দুস্থদের কম্বল বিতরণ করা হয়।

প্রয়াস মক টেস্ট পরীক্ষা দুবরাজপুরে

2025-01-01

পড়ুয়াদের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ‍্যমিক। আর এই পরীক্ষায় বসার আগে যাতে প্রস্তুতি নির্ভুল থাকে তার উদ‍্যোগ নিলো বিধান শিশু উদ্যান। সপ্তাহব‍্যাপী প্রয়াস মক টেস্টের মাধ‍্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হয়েছে। ২০২৫ সালের মাধ্যমিকের প্রস্তুতির জন্য বিধান শিশু উদ্যানের উদ্যোগে এবং দুবরাজপুরের নেতাজি শিশু মন্দিরের পরিচালনায় বিএসইউ প্রয়াস মক টেস্ট নেওয়া হল দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর্ গার্ল্স স্কুলে। দুবরাজপুরের শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, সারদেশ্বরী বিদ্যামন্দির ফর্ গার্ল্স, হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়, পাঁচরা উচ্চ বিদ্যালয়, রুপুষপুর উচ্চ বিদ্যালয়ের ১১ জন ছাত্রছাত্রী প্রয়াস মক টেস্ট পরীক্ষায় বসে। নেতাজি শিশু মন্দিরের কর্ণধার তথা বিধান শিশু উদ্যানের দুবরাজপুর শাখার কো-অর্ডিনেটর বরুণ চট্টোপাধ্যায় জানান, বিগত কয়েক বছর ধরে এখানে প্রয়াস মক টেস্ট নেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষায় বসার আগে ছাত্রছাত্রীদের ভীতি কাটাতে এই টেস্ট নেওয়া হয়। উল্লেখ্য, রাজ্যজুড়ে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রায় ১০,০০০ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা বিধান শিশু উদ্যান পরিচালিত এই পরীক্ষায় অংশ নিতে পারে। খুব কম খরচে এই পরীক্ষা দেওয়া যায়। রাজ্যের কয়েকশো শিক্ষক-শিক্ষিকা প্রায় বিনা পারিশ্রমিকে তাঁদের অবসর সময়ে এই কাজে পূর্ণ সহযোগিতা করেন বলে জানা যায়।

হুগলীর রঘুনাথপুরে প্রজেক্ট শক্তির অধীনে ক্যারাটে প্রশিক্ষণ শিবির

2024-12-31

হুগলী:- হুগলীর উওরপাড়া সংলগ্ন ডানকুনির রঘুনাথপুরে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। প্রজেক্ট শক্তির অধীনে ওয়ার্ল্ড সতোকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে সেনসি রানা মন্ডলের তত্বাবোধনেই এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে হুগলী, বর্দ্ধমান, কোলকাতা,হাওড়া থেকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী আংশগ্রহণ করে। সিহান সুবীর বাগচী,সেনসি রানা মন্ডল,সেনসি স্বাগতা মন্ডলের উপস্থিতি ও তত্বাবোধনেই মূলত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হলো। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মহিলাদের আত্মরক্ষা সুরক্ষা সচেতনতার বিষয়টি এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ক্যারাটের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন, মার্শাল আর্ট প্রদর্শন, মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল এই শিবিরে হাতে কলমে শেখানো হয়। সিহান সুবীর বাগচী জানান তারা প্রজেক্ট শক্তির অধীনে আয়োজিত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মেয়েদের পাশাপাশি, সকল বাচ্ছাদের ও অংশগ্রহণের ও আবেদন জানান পাশাপাশি অবিভাবকদের ও আরো বেশি করে তাদের ছেলেমেয়েদের উৎসাহ প্রদান করার কথাও বলেন। মুখ্য উদ্যোক্তা সেনসি রানা মন্ডল জানান তারা আগামীদিনে আরো বৃহৎ আকারে এই শিবির আয়োজন করতে চান। সেনসি স্বাগতা মন্ডল ও মহিলাদের আত্মরক্ষার বিষয়ের উপর বিশেষ আলোকপাত করেন। প্রশিক্ষণ শিবির শেষে সকল অংশগ্রহণকারী ক্যারাটের ছাত্রছাত্রীদের হাতে মেডেল ও শংসাপত্র ও তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রী ও তাদের অবিভাবকরাও জানান তারাও এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে এসে নতুনত্ব অনেক কিছুই শিখলো।শ্রুতি মন্ডল,শ্রেয়া সাতরা, পার্বতী ঠাকুর,অংকুস,অদ্দিতি, হিয়া, কৃষ্ণ, সেক সাহেব আলি, মানুষী, পার্বতী, শ্রেয়া, অঞ্জন, প্রিয়া, সঙ্গীতা, অধিজ্য, রাজ, পৌলবী, সুতি, সুমনা, অনুশ্রী, রুপালী, রুপম এদের ক্যারাটের প্রদর্শন সকলের নজর কেড়েছে।

রাজ্যের পটের গ্রাম নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া।

2024-12-30

রাজ্যের পটের গ্রাম নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া। ২০১০ সাল থেকে এই গ্রামে পটমেলা শুরু হয়, কখনও জেলা প্রশাসনের সহযোগিতায় আবার কখনও বেসরকারি সংস্থার তরফে এই মেলায় পট শিল্পীরা তাদের পট শিল্প কারুকার্য সম্ভার, ফুল-পাতা থেকে প্রাকৃতিক রং তৈরী ও পটচিত্র আঁকার পদ্ধতি প্রদর্শন করেন। এ বছর রাজ্য সরকারের উদ্যোগে এবং জেলা পর্যটন দফতরের সহযোগিতায় এই পটচিত্র মেলা আজ ২৭ এ ডিসেম্বর থেকে শুরু। আগামী ৩ রা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এই গ্রামে বসবাসকারী ১৩৬ পরিবার বসবাসকারী পট চিত্র শিল্পীরা একসময় পৌরাণিক কাহিনীর বড় পট চিত্র এঁকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গান শুনিয়ে দিন গুজরাণ করতেন। এখন সময় পাল্টেছে, তাই শিল্পমনেও পরিবর্তনে এসেছে। এখন শিল্পীরা শুধু কাগজের পট চিত্র এঁকেই ক্ষান্ত নন, নানান সামাজিক ঘটনাবলীর বিষয়বস্তু তাদের তুলির কলম ফুটে ওঠার সাথে সাথেই নিত্য প্রয়োজনীয় নানা জিনিসের ওপর তাদের শিল্পকলার ছোঁয়া লেগেছে। শাড়ি, জামা, পাখা, বাতি নানা জিনিসের ওপর নানা রঙের বাহারি চিত্র এখন ফুটিয়ে তুলছেন তাঁরা। রাজ্য সহ বাইরেও এ সকল জিনিসের কদর বাড়ছে তরতর করে। কেনা বেচা ছাড়াও বাংলার নানা প্রান্তের শিল্পীদের লোকসাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার অন্যতম আকর্ষণ। স্থানীয় ব্যক্তিরাই শুধু নন, রাজ্য, জেলা সহ রাজ্যের বাইরের বাসিন্দাদের মধ্যেও অনেকেও অধীর আগ্রহে এই উৎসবের জন্য অপেক্ষা করেন। বিদেশ থেকেও অতিথিরা গ্রামে আসেন এই সময়। শুক্রবার বিকেলে পিংলা ব্লকের নয়া পটচিত্র মেলার সরকারি ভাবে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা সবং এর বিধায়ক ডক্টর মানস রঞ্জন ভূঁঞ্যা এবং খড়গপুর মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগন। শুক্রবার থেকেই পিংলার নয়ার পট শিল্প গ্রামে ভিড় জমিয়েছেন উৎসুক অতিথিরা তাঁরা পট শিল্পীদের কারুকার্য চাক্ষুষ করছেন এদিকে পটের গান শোনানোর জন্য সম্ভার সাজিয়ে অপেক্ষারত পট শিল্পীরা।

শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের সংবর্ধনা

2024-12-30

এদিন শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে বয়স্ক নাগরিকদের সংবর্ধনা দেওয়া হলো। শুরু হয়েছে ১৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব সুচেতনা। প্রতিবছর শিলিগুড়ি পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড গুলিতে ওয়ার্ড উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড উৎসব শুরু হয়েছে। শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উতসব শুরু হয়েছে। ডেপুটি মেয়র তথা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন সরকার ও ওয়ার্ড কমিটির উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই ওয়ার্ড উৎসব অনুষ্ঠিত হচ্ছে। খেলাধুলার সাথে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হচ্ছে। এদিন সংশ্লিষ্ট ওয়ার্ডে ওয়ার্ড উৎসবের অনুষ্ঠান মঞ্চে ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার এ ছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সদস্যরা এছাড়া ওয়ার্ডের বাসিন্দারা। প্রতিবছর ওয়ার্ডের বয়স্ক নাগরিকদের ওয়ার্ড উৎসবে সংবর্ধনা দেওয়া হয়ে থাকে এ বছরও দেওয়া হল।

আবাস যোজনার টাকা কাউকে না দেওয়ার আবেদন জানিয়ে মাইকে প্রচার তৃণমূলের

2024-12-30

আবাস যোজনার টাকা কাউকে না দেওয়ার আবেদন জানিয়ে মাইকে প্রচার তৃণমূলের আবাস যোজনায় কাটমানি খাওয়ার অগুনতি অভিযোগ রয়েছে। তবে এবার আবাস যোজনায় উপভোক্তাদের সতর্ক করতে শুরু হল সচেতনতা প্রচার। আবাস যোজনার বাড়ির টাকা কোনো দালাল, কোনো কর্মী বা কোনো অফিসার কাটমানি চাই তাহলে তাঁদের ফাঁদে না পড়ে সরাসরি তৃণমূল পঞ্চায়েত কার্যালয়ে জানানোর জন্য মাইকে করে প্রচার করেন দুবরাজপুর ব্লকের হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাঁরা হেতমপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে মাইকে করে এই বার্তা প্রচার করেন। তাঁরা জানান, এরকম যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিনিবেশ রায়, হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবুর আলী, গ্রাম পঞ্চায়েত সদস্য সেখ হেরাসতুল্লাহ সহ অন্যান্য কর্মীরা। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আমার মনে হয় এই ধরনের প্রচার করা মানে পরোক্ষে চুরি করা।

রবিবার মালদা জেলা সংবাদপত্র পরিবেশন সমিতির নির্বাচন করব অনুষ্ঠিত হলো মালদা শহরের বিভূতিভূষণ হাই স্কুলে।

2024-12-30

মালদা:- রবিবার মালদা জেলা সংবাদপত্র পরিবেশন সমিতির নির্বাচন করব অনুষ্ঠিত হলো মালদা শহরের বিভূতিভূষণ হাই স্কুলে। এই দিন বিকেল বেলায় সংগঠনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি সহ-সভাপতি সম্পাদক ও কোষাধক্ষ্য পদের কর্মকর্তাদের নির্বাচনের জন্য ভোট দান করেন। এই চারটি পদের জন্য ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনের ভোটার সংখ্যা ৬৯ জন এই দিন ভোট গ্রহণ শুরু হতেই প্রবল উৎসাহ দেখা দেয় কর্মীদের মধ্যে এবং ১০০% ভোট পোল হতে দেখা যায়। এদিন ভোট গণনার শেষে সর্বাধিক ভোট পেয়ে সম্পাদক পদে বিজয়ী হন চন্দন বসাক। তিনি সর্বাধিক ৪৮ টি ভোট পেয়েছেন। সভাপতি পদে গোপাল দাস পেয়েছেন ৪১ টি ভোট সহ-সম্পাদক পদে বাপি দত্ত পেয়েছেন ৪১টি ভোট এছাড়াও কোষাধক্ষ্য পদে অনুপ্রা মানিক ৪২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাবাডি এসোসিয়েশনের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান কবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় অষ্টম তম কবাডি চ্যাম্পিয়নশিপ  এর ফাইনাল খেলা হলো বর্ধমানের কালি বাজারে কবাডি এসোসিয়েশনের মাঠে ।

2024-12-30

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাবাডি এসোসিয়েশনের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান কবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় অষ্টম তম কবাডি চ্যাম্পিয়নশিপ  এর ফাইনাল খেলা হলো বর্ধমানের কালি বাজারে কবাডি এসোসিয়েশনের মাঠে । পুরুষ দলের ২২ টা এবং মহিলা দল ১৮ টা দল এই খেলায় অংশগ্রহণ করে । প্রায় ৮০০ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন এই খেলায়।  রাজ্য শাখার সভাপতি স্বপন ব্যানার্জি (বাবুন) ও এবং সহ-সভাপতি  মন্ত্রী স্বপন দেবনাথ ও অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান  পরেশ চন্দ্র সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুঠোফোনের দৌলতে গুরুত্ব কমেছে গ্রিটিংস কার্ডের

2024-12-30

শিলিগুড়ি :- আগামী পরশু থেকে নতুন বছর শুরু। ২০২৫ ইংরেজি নববর্ষ। পুরনো কে ভুলে নতুনের আগমনের অপেক্ষা। একটা সময় ছিল ইংরেজি নতুন বছর সামনে এলেই গ্রিটিংস কার্ড দেওয়া-নেওয়া রীতি ছিল। নতুন বছর পড়ার দুদিন আগে তো বিভিন্ন গিফটের দোকানগুলিতে রীতি মত লাইন দিয়ে কার্ড কিনতে হত। নিজের প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর রীতি ছিল এই গ্রিটিংস কার্ড এর মাধ্যমে। তবে সময় বদলেছে, যুগ বদলেছে, এখন কিন্তু সেই ভাবে আর গ্রিটিংস কার্ডের চাহিদা নেই। এদিন একটি গিফটের দোকানে দেখা গেল বেশ কিছু গ্রিটিংস কার্ড। এই প্রসঙ্গে উক্ত দোকানের এক কর্মচারী জানান আগের মত আর চাহিদা নেই। বিক্রি হচ্ছে তবে আগে যেরকম একটা চাহিদা ছিল সেই চাহিদা আর নেই। মুঠোফোনের মাধ্যমেই তো শুভেচ্ছা জানানো হয়ে থাকে নিজের প্রিয়জনদের। সেই কারণে আর আগের মত বিক্রি হয় না গ্রিটিংস কার্ড।

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দজীর স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান !!

2024-12-27

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দজীর স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান !! গত ১৫ ডিসেম্বর ১০১ বছর বয়সে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দলোকে বিলীন হন কলকাতা বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা বীরভূমের জয়দেব কেন্দুলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দ মহারাজ৷ ১৫ ডিসেম্বর,সোমবার রাত ৩.২৫ মিনিটে বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তাঁর জীবনাবসান হয়। আজ ২৭শে ডিসেম্বর ১৩ দিনের মাথায় সংঘপতি স্বামী গৌরানন্দজীর প্রতি স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠান নিবেদিত হয় জয়দেব রামকৃষ্ণ আশ্রমে। দূরদূরান্ত থেকে দুই শতাধিক সাধু সন্ন্যাসী সেইসঙ্গে কয়েক হাজার ভক্ত শিষ্য পুন্যার্থী এই অনুষ্ঠানে যোগ দান করে।পরে গৌরানন্দজীর প্রতি ফুল ও শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত শিষ্য ভাণ্ডারার প্রসাদ গ্রহণ করেন। উল্লেখ্য ১৯২৪ সালের এপ্রিল মাসের শুভ রামনবমীর পূন্য লগ্নে বর্তমান ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার একতালা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে ছিলেন এই গৌরানন্দজী। বাল্যকাল থেকেই বীরভূমের সিউড়ি রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেবের কাছেই আশ্রয় নেন। এখানে শিক্ষা,ব্রহ্মচর্য এবং ঠাকুর সত্যানন্দ দেব এর কাছে দীক্ষিত হন।এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গৌরানন্দজির সারা জীবনের জীবন গাঁথা বক্তারা তুলে ধরেন। উল্লেখ্য, স্বামী গৌরানন্দজীর দীর্ঘ ৬৮ বছর সন্ন্যাসী জীবন অতিক্রান্ত হয় বীরভূমের এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এদিন তার জীবনগাথা তুলে ধরেন বক্তারা।।

শীতকালে আম! নাম তোতাপুরি , এক একটি ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম

2024-12-27

শিলিগুড়ি :- শীতকাল মানে কমলালেবু আমরা সকলেই জানি কিন্তু, শীতকালে আম পাওয়া যায়! অবাক করার বিষয়। কাঞ্চনজংগা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একজন ব্যক্তির ঠেলায় করে বিক্রি করছেন আম। লম্বা লম্বা সাইজের সেই আম, যেমন স্বাদ তেমন খেতে। নাম তোতাপুরি, ব্যাঙ্গালোরের আম। যেমন দেখতে কেমন স্বাদ। এমনটাই জানাচ্ছেন সেই আম বিক্রেতা। তবে দামটা একটু বেশি, এই প্রসঙ্গে সংশ্লিষ্ট আম বিক্রেতা জানিয়েছেন দুশো কুড়ি টাকা করে কিলো প্রতি আম। মোটামুটি ভালই বিক্রি হচ্ছে, ক্রেতারা নিচ্ছেন সেই আম। ৭০০ থেকে ৮০০ গ্রামের ওজন রয়েছে এক একটি আমের।

শমীক ভট্টাচার্য্যের তত্ত্বাবধানে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন

2024-12-27

শমীক ভট্টাচার্য্যের তত্ত্বাবধানে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন কামারহাটিতে ফের সদস্য সংগ্রহ অভিযানে সামিল হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কলকাতা উত্তর শহরতলী জেলার কার্যালয়ের সামনে বসে পথ চলতি মানুষদের দলে নতুন করে নাম নথিভুক্ত করান। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলী জেলার সভাপতি অরিজিৎ বক্সি সহ মন্ডলের কর্মী সমর্থকরা। এলাকার বহু মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ছ বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে । তারপরেই নতুন করে পার্টিতে নতুন করে সদস্য হতে হয়। প্রধানমন্ত্রী নিজে মেম্বার করিয়েছেন। বিজেপির এমন কোন দুর্দশা আসেনি যেখানে তৃণমূলের মত পরিবার তান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের নিয়ে মতামত দেওয়ার ইচ্ছে নেই। দেশ এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি রক্ষা করতে হয় সেখানে কোন রাজনৈতিক বিভাজন রাখলে চলবে না। রাজনৈতিক ঐক্যমত এবং জনসচেতনতার মধ্য দিয়ে এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। ত্রিপুরায় জঙ্গি আক্রমণের ঘটনা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।

সততার নজির ! হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত দিলেন

2024-12-27

শিলিগুড়ি :- সততার নজির, হারিয়ে যাওয়া ব্যাগ ফেরত দিলেন শিলিগুড়ি টিকিয়াপাড়া বাসিন্দা ঊষা বাল্মিকী। প্রসঙ্গত জানা গেছে ভদ্রমহিলা গতকাল সকালে দেখতে পান একটি কালো রঙের ব্যাগ হাতি মোড়ে পড়ে রয়েছে। ব্যক্তির মধ্যে ছিল বেশ কিছু কাগজপত্র ল্যাপটপ , আরো অন্যান্য জিনিস। এরপর যে ব্যক্তির ব্যাগটি হারিয়ে যায় তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় অবশেষে যোগাযোগ করতে সক্ষম হন তারা। যে ভদ্রলোকের ব্যাগ হারিয়ে গিয়েছে তার নাম সৌমেন ধারা তিনি দুর্গাপুরের বাসিন্দা টিভিএস কোম্পানিতে চাকরি করেন এবং বিভিন্ন শোরুম গুলিতে তিনি ভিজিট করে থাকেন। যে ভদ্রলোকের ব্যক্তি হারিয়ে গিয়েছিল সৌমেন ধারা তার সাথে যোগাযোগ করা হয় এরপর তারই একজন পরিচিত টিভিএস শোরুমে কর্মরত দীপক সরকার নামে এক ভদ্রলোক এদিন সংলগ্ন এলাকায় এসে ব্যাগটি নিয়ে যান। হারিয়ে যাওয়া ব্যক্তি পেয়ে সৌমেন ধারা ও তার পরিচিত যথেষ্ট খুশি। এদিকে ব্যাগটি ফেরত দিতে পেরে যথেষ্ট আনন্দিত টিকিয়াপাড়ার বাসিন্দা ও তার পরিবার।

রাত্রের অন্ধকারে ধানের গোডাউনে চুরি! তদন্তে পুলিশ।

2024-12-27

রাত্রের অন্ধকারে ধানের গোডাউনে চুরি! তদন্তে পুলিশ। চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: টিনের ছাউনির কেটে রাত্রের অন্ধকারে ধানের গোডাউনে চুরি! খোয়া গেছে নগদ ৯০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকছড়ি গ্রামে। গ্রামের প্রতিমা কৃষি ভান্ডারের গোডাউনে চুরির ঘটনাটি ঘটে। গোডাউনের মালিক পলাশ পাত্র, পিতা নিত্যানন্দ পাত্র। অন্যান্য দিনের মতোই দোকান খুলে ব্যবসা করে, প্রত্যেক দিনই বন্ধ করে যান রাত্রি ৯ টা ও দশটার মধ্যে। স্বাভাবিক ভাবে গতকাল রাত্রিতেও সেই ভাবেই গোডাউন বন্ধ করে বাড়ি যান, আজ সকাল হতেই স্থানীয় লোকজন দেখে গোডাউনের শাটার ভাঙ্গা, পালাশ বাবুকে কিছু লোক খবর দেয়। তিনি ঘটনাস্থলে এসে দেখেন, গোডাউনের টিনের ছাউনি চাল কাটা রয়েছে। গোডাউন খুলে দেখে ড্রয়ারের মধ্যে নগদ ৯০ হাজার টাকাও নেই! হতভাগ হয়ে মাথায় হাত প্ধান ব্যবসায়ী পলাশ পাত্র পড়ে রয়েছে। মেশিনে করে কাটার টুকরো পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছায় রামজীবনপুর আউটপোস্ট এর পুলিশ। ঘটনার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। এই ধরনের চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শুরু হলো বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট

2024-12-27

শুরু হলো বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্ট শিলিগুড়ি আজ থেকে শুরু হলো বাবলাতলা ক্রিকেট টুর্নামেন্টের। আজ সকালে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। শিলিগুড়ি কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হলো। মোট আটটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। নকআউট ভিত্তিতে খেলা চলবে। আটটি দল থেকে পরবর্তী রাউন্ডে চারটি দল উঠবে। এরপর চারটি দল থেকে পরবর্তী রাউন্ড অর্থাৎ ফাইনালে খেলবে দুটি দল। সাদা বল ও রঙিন পোশাকে এই টুর্নামেন্ট খেলা হচ্ছে। শিলিগুড়ি র পাঁচটি দল ও শিলিগুড়ির বাইরে মোট তিনটি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। প্রথম দিন ছিল ম্যাচ দেখতে দর্শকদের যথেষ্ট ভিড়। এদিন সকালে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়। এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনের সময় উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব।

বড়দিনের দিন উৎসবমুখর গোটা শহর

2024-12-27

বড়দিনের দিন উৎসবমুখর গোটা শহর শিলিগুড়ি আজ ২৫শে ডিসেম্বর বড়দিন, সেজে উঠেছে গোটা শহর। বড়দিনের প্রাক্কালে গোটা শহরকে সাজিয়ে তোলা হয়। এদিন শিলিগুড়ি শহরের বিভিন্ন চার্চ গুলিতে ছিল সকাল থেকেই ভিড়। অনেকেই এই দিন সকাল সকাল প্রার্থনা করতে গিয়েছিলেন বিভিন্ন চার্চ গুলিতে। হাকিম পাড়ায় অবস্থিত চার্চকেও সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি শহরের অন্যান্য চার্চ গুলিকেও সুন্দর করে সাজিয়ে তোলা হয়।রংবেরঙের কাগজ , বেলুন দিয়ে সাজানো হয়। আজ বড়দিন ছুটির দিন , আর এই দিন পিকনিক করার দিন। বড়দিনের দিন অনেকেই বিভিন্ন পিকনিক স্পট গুলিতে পিকনিক করতে দেখা যায়। সকাল থেকেই ছিল গোটা শহরে উৎসবমুখর পরিবেশ। দোকান বাজার গুলিতে যথেষ্ট জনসমাগম লক্ষ্য করা যায়।

জামুরিয়ার চাঁদা মরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক মোটরসাইকেল চালকের,।

2024-12-27

জামুরিয়ার চাঁদা মরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক মোটরসাইকেল চালকের,। জামুরিয়া থানার অন্তর্গত চাঁদা মরে প্রায় সাড়ে বারোটা নাগাদ ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা, এই ঘটনায় প্রাণ হারাতে হলো এক মোটরসাইকেল চালককে, ঘটনাস্থল থেকে জানা যাচ্ছে মোটরসাইকেল চালক আসানসোল থেকে রানীগঞ্জ বা দুর্গাপুর দিকে যাচ্ছিলেন, এরপর চাঁদা মরে ট্রাফিক সিগন্যালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রোডে পড়ে যান, এবং পেছন থেকে আসা আসানসোল নলহাটি বাসে ধাক্কা খান, এই ঘটনায় মোটরসাইকেল চালকে প্রাণ হারাতে হয় এবং বাসটি প্রায় দুশো মিটার দূরে গিয়ে দাঁড়ায়, দাঁড় করিয়ে বাস চালক বাস ছেড়ে পালিয়ে যায়। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায়, তাদের অভিযোগ প্রায়দিনই এরূপ দুর্ঘটনা ঘটে এখানে, এরপর পরই ঘটনাস্থলে পুলিশ প্রশাসন পৌঁছায় এবং বিক্ষোবিদের সঙ্গে কথাবকথন করে ঘটনা নিয়ন্ত্রণে আনে, তারপর মৃত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার হয় এবং মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়, তারপর ধীরে ধীরে রাস্তার জ্যাম ছাড়ানো হয়, এই বিষয়ে কি বললেন স্থানীয় বাসিন্দারা আমরা শুনবো।।

বড়দিনের মাঝেই বীরভূমের বক্রেশ্বরে দেখা গেল অগণিত ভক্তবৃন্দের ভিড়।

2024-12-27

বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার একটি শহর। এই স্থানটি ৫১ টি শক্তি পিঠগুলির মধ্যে একটি হিসাবেও বিখ্যাত, যেখানে আদি শক্তিকে উত্সর্গীকৃত একটি মন্দির রয়েছে। এটি হিন্দুদের একটি প্রধান তীর্থস্থান। তারাপীঠে অবস্থিত বক্রেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি উল্লেখযোগ্য তীর্থস্থান। মন্দিরটি সাতটি উষ্ণ প্রস্রবণ দ্বারা বেষ্টিত, যেগুলির ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি তার স্থাপত্য সৌন্দর্য এবং নির্মল পরিবেশের জন্যও পরিচিত।মন্দিরটি একটি উল্লেখযোগ্য তীর্থস্থান, সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে। মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান শিব, একটি শিব লিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। মন্দির কমপ্লেক্সে অন্যান্য দেবতাও রয়েছে, যা একটি সামগ্রিক আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে।মন্দিরটি ভারত জুড়ে তাদের আধ্যাত্মিক যাত্রায় ভক্তদের জন্য একটি জনপ্রিয় স্টপ, বিশেষ করে যারা এই অঞ্চলের অসংখ্য শিব মন্দিরে যান। আর আজ ২৫শে ডিসেম্বর বীরভূমের বক্রেশ্বর ধামে দেখা যায় অগণিত ভক্তবৃন্দদের ভিড়। গরম জলের ঘাট গুলিতে ও অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়।। এই বীরভূমের সতী পিঠে প্রতিটি মানুষ এসে পূজার জন্য থেকে শুরু করে উষ্ণ প্রস্রবণে স্নান করে নিজেদের মনস্কামনা পূর্ণ করে । এর পাশাপাশি দেখা যায় না না স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এই বীরভূমের বক্রেশ্বর ধাম পরিদর্শনে আসেন।

ড.বি.আর আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে, কেশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল।

2024-12-24

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর কে নিয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা র অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও ধিক্কার মিছিল পালিত হয় এদিন। সোমবার বিকেলে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য নেতৃত্বের নির্দেশে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি কেশপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে, কলেজ হয়ে পুনরায় কেশপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। প্রায় ৮০০০ কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মেলান বলে জানিয়েছেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা। পাশাপাশি তিনি আরো বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যেইভাবে ভারতীয় সংবিধানের রচয়িতা ড: বি আর আম্বেদকর কে নিয়ে কুরুচুকর মন্তব্য করেছেন তার জন্য তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। যতদিন না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা না চান, ততদিন তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে।

কয়েক হাজার তৃণমূল কর্মীর উপস্থিতিতে ময়ূরেশ্বরের কোটাসুরে ধিক্কার মিছিলের আয়োজন করলো ময়ূরেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।

2024-12-24

কয়েক হাজার তৃণমূল কর্মীর উপস্থিতিতে ময়ূরেশ্বরের কোটাসুরে ধিক্কার মিছিলের আয়োজন করলো ময়ূরেশ্বরের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই ভারতবর্ষের পার্লামেন্ট থেকে ডঃ বি আর আম্বেদকর কে কটুক্তি কর মন্তব্য করে বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ অর্থাৎ সোমবার দুপুর তিনটে থেকে বৈকাল ৪:৩০ পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর সেখানেই উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমদ রায় সহ ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন হটিনগর স্কুল মোড় থেকে কোটাসুর বাজার পর্যন্ত পদযাত্রা করে এই মিছিলে সামিল হলেন ময়ূরেশ্বর ২ নম্বর ব্লক এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা । প্রতিবাদ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় কি জানালেন শুনুন।

ছাত্রীদের হস্টেলমুখী করতে পদক্ষেপ দুবরাজপুর ব্লক প্রশাসনের

2024-12-24

দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশপুর উচ্চ বিদ্যালয়ের KGBV(কস্তুর্ভা গান্ধী বালিকা বিদ্যালয়) হস্টেল আজ দুপুরে পরিদর্শন করলেন দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, দুবরাজপুর দক্ষিণ চক্রের এসআই সৌরিশ চ্যাটার্জি সহ আরও অনেকে। ছাত্রীদের এই হস্টেলে আসন সংখ্যা ৭৫। তবে বর্তমানে ছাত্রী রয়েছে ১৫ জন। আর এই কম ছাত্রী থাকার কারণেই চিন্তায় রয়েছে ব্লক প্রশাসন। এই হস্টেলে থাকা-খাওয়া, পড়াশোনা করা সবই বিনামূল্যে। তা সত্ত্বেও কেন ছাত্রীরা এখানে থাকতে চাইছে না তা সরজমিনে খতিয়ে দেখতে যান দুবরাজপুরের ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। জানা গেছে, করোনা মহামারীর আগে এই হোস্টেলে ছাত্রীর সংখ্যা ৭৫ জনই ছিল। কিন্তু করোনা পরবর্তী সময়ে সেই ছাত্রীর সংখ্যা আর নেই। এত সুরক্ষা সত্ত্বেও কেন ছাত্রীর সংখ্যা কম? তাই নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এদিন জেলা প্রশাসনের নির্দেশে দুবরাজপুর ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা সহ শিক্ষকদের নিয়ে একটি মিটিং হয়। তারপর ওই হাই স্কুলের পাশে থাকা ছাত্রীদের হস্টেল পরিদর্শন করেন প্রত্যেকেই। ছাত্রীদের সঙ্গে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেন দুবরাজপুরের বিডিও এবং দুবরাজপুর থানার ওসি।

দেড় দশক পর নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি বাসিন্দারা

2024-12-24

বিগত ১৫ বছর ধরে রাস্তা খারাপের জন্য ভুগতে হচ্ছিল দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চমরুচকপাড়ার বাসিন্দাদের। কিন্তু এবার থেকে খারাপ রাস্তার জন্য আর ভুগতে হবে না। দুবরাজপুর পৌরসভার উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলার তথা উপ পৌরপতি মির্জা সৌকত আলীর ঐকান্তিক প্রচেষ্টায় নতুন ঢালাই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। এই রাস্তা চলাচলের অযোগ্য ছিল বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে দীর্ঘদিন পর এই রাস্তা হওয়ায় খুশি তাঁরা। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে এই নতুন রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। ৫০০ মিটার রাস্তা তৈরি করতে খরচ প্রায় সাড়ে চার লক্ষ টাকা হয়েছে বলে জানালেন দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী। তাছাড়াও নমাজ পড়ার জন্য এখানে হুসাইনি মসজিদ যেতে খুবই কস্ট করে পারাপার করতে হত মোসাল্লিদের। এবার আর সেই কস্ট করতে হবে না। সেখ রবিউল আজম এবং সেখ মুস্তাক আলম জানান, এই রাস্তা হওয়ায় আমাদের খুব সুবিধা হল। কারন কোনো রোগীকে এম্বুলেন্সে নিয়ে যাওয়া যেত না। এমনকী বাড়ি নির্মাণ করার জন্য ইট, বালি, পাথর দূর থেকে বইয়ে আনতে হত। প্রায় ১৫ বছর পর এই রাস্তা হল। আমরা পৌরসভার উপপৌরপতি মির্জা সৌকত আলীকে এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।

শীতের স্নিগ্ধতায় পিকনিকে মেতে উঠেছে গড়বেতার গনগনি।

2024-12-23

গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গরবেতার গনগনিতে পর্যটকদের সমাহার। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ বলা হয়। যদি উঁচুনিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয়, তা হলে দারুণ লাগবে গনগনি। একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাঁকরে ঢাকা গিরিখাত। একদিকে শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বইয়ে চলা অপরদিকে সবুজ শ্যামল অটবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্তে সূর্যাস্ত স্বচক্ষে প্রত্যক্ষ করা এনে দেবে এক আলাদা অনুভূতি। সূর্যাস্তের সময় শিলাবতীর রূপ মোহিত করতে পারে। তবে সেই দৃশ্য দেখতে হলে সূর্যাস্তের আগেই নদীখাত থেকে উপরে উঠে আসতে হবে। তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন। দূর দূরান্ত থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের অবহাতে একটু মনের আনন্দে পিকনিক করতে আসছেন। বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক, ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে, পরিবেশপ্রেমীদের জন্য।

বর্ধমানে ভুয়া ডাক্তার গ্রেফতার। অভিযুক্ত বাবা ও ছেলে দুই ডাক্তারকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করল বর্ধমান থানার পুলিশ।

2024-12-23

বর্ধমান শহরের লক্ষীপুর মাঠ এলাকায় ভুয়ো ডাক্তারকে বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করে বর্ধমান আদালতে পেশ করলো শনিবার অভিযুক্তদের নাম দীপেশ কুমার প্রসাদ ও অশোক কুমার প্রসাদ সম্পর্কে বাবা ও ছেলে। বাবা ছেলের কুক কীর্তি সামনে আসতে চক্ষু চরক গাছ সকলের। প্যারামেডিকেল কোর্স করেই জেনারেল ফ্রিজিয়ান এমবিবিএস এর মত ডিগ্রী লেখা বোর্ড ভিজিটিং কার্ড পাওয়া গেল তাদের চেম্বার থেকে। গুণধর দুই ডাক্তারের ভিজিটিং কার্ডে উল্লেখিত ডিগ্রী দেখলেই কপালে উঠে যাবে চোখ। রম রোমিয়ে চলছিল ব্যবসা, যা মানুষকে বোকা বানিয়ে ভুয়ো ডিগ্রীর আশ্রয় নিয়ে চলছিল। শুক্রবারেই তাদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।

রক্তদান উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি।

2024-12-23

মোহাঃ আবুল কাশিম, মোথাবাড়ি :- প্রতিবছরের মতো এই বছরও সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সাথে, মানুষের পাশে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ, পরিবেশ বন্ধু ও গুনিজনদের সামাজিক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । রবিবার রক্তদানের মধ্য দিয়েই এই শিবিরের উদ্বোধন করেন। সাহানাজ কাদরী মহাশয় এবং উপস্থিত ছিলেন চেয়ারম্যান টিংকু রহমান বিশ্বাস ও আমাদের সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সায়েম চৌধুরী মহাশয় জেলা পরিষদ মেম্বার ও সেফ লাইফ ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্য। এছাড়াও এদিন ৫৩,জন স্বেচ্ছায় রক্তদান দান করেন এই শিবিরে। মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি মহাশয় বলেন রক্তদানের যে গুরুত্ব সেই সম্পর্কে বক্তব্য পেশ করেন তিনি এবং সংস্থার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। মুমূর্ষ রোগীর পরিবার বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবাররা ব্লাড ব্যাংকে গিয়ে একফোঁটা রক্তের জন্য হাহাকার করেন সেই সমস্ত পরিবারের কাছে দাঁড়ানোর জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেক বছরের মত এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বিশ্বজুড়েই চরম উদ্বেগের কারণ রক্তের এই জটিল ব্যাধি। মারণ রোগ থ্যালাসেমিয়ার মূল কারণ জিনগত ত্রুটি। যার ফলে রক্তে হিমোগ্লোবিন তৈরির হার কমে যায় মারাত্মক হারে। আক্রান্তের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ তো কমেই, কমে যায় লোহিত কণিকার আয়ুও। মূলত সচেতনার অভাবেই আজও ছড়াচ্ছে এই রোগ। এমনটাই মত বিশেষজ্ঞদের। এই রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ সম্ভব হলেও, বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এদেশে ক্রমশ বাড়তে থাকা থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা। থ্যালাসেমিয়ার নিয়ে এক সচেতনতার ও রক্ত দান শিবিরে আইনজন করলো সেভ লাইফ ওয়েলফেয়ার সোসাইটি নামক স্বেচ্ছায়সেবী সংস্থা ।এদিনের এই রক্তদান শিবিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি মহাশয় আরো অনেকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য ।

গভীর রাতে নিয়ন্ত্রণহীন ভাবে কালভার্টে ধাক্কা মেরে গাড়ির সামনের দুই চাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়ন জলিতে উল্টে গেল পাট বোঝায় দশ চাকা লরি।

2024-12-21

গভীর রাতে নিয়ন্ত্রণহীন ভাবে কালভার্টে ধাক্কা মেরে গাড়ির সামনের দুই চাকা গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়ন জলিতে উল্টে গেল পাট বোঝায় দশ চাকা লরি। ঘটনা টি ঘটেছে মেমারির দুর্গ ডাঙ্গা সংলগ্ন চাকতি পাড়া এলাকায়, স্থানীয় ও ড্রাইভার সূত্রে জানা যায় - নদীয়ার বাদকূল্লা থেকে সাতগাছিয়া - মেমারি রোড হয়ে শক্তিগরের বরসুলের একটি জুট মিলের দিকে যাচ্ছিল গাড়িটি - গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ড্রাইভার, তার ফলস্বরূপ এরকম দুর্ঘটনা। তবে গাড়িতে ড্রাইভার ছাড়া খালাসী ছিল না, ড্রাইভার একাই নদীয়া থেকে গাড়ি টি চালিয়ে নিয়ে আসছিলেন, যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই- সকাল হতেই স্থানীয়দের ভিড় জমে দুর্ঘটনাস্থলে, ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ,পাশাপাশি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয়দের ধারণা গভীর রাতে বিপরীত দিকে কোন গাড়ি ছিল না , যদি বিপরীত দিকে কোন গাড়ি থাকতো আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো , নয়ন জলি'তে উল্টে যাওয়া পাট বোঝায় দশ চাকার লড়ি টি উদ্ধারের ব্যবস্থা করছে মেমারি থানা পুলিশ।

প্রতি বছরের মতো এবারও শনিবার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের আদমপুর মহামায়া মন্দিরে অনুষ্ঠিত হলো ৪১ তম মহামায়া উৎসব।

2024-12-21

প্রতি বছরের মতো এবারও শনিবার পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের আদমপুর মহামায়া মন্দিরে অনুষ্ঠিত হলো ৪১ তম মহামায়া উৎসব। এই উৎসব কে কেন্দ্র করে মন্দির চত্বরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এবং মহামায়া মাকে পুজো দেওয়ার জন্য মহিলাদের দীর্ঘ লম্বা লাইন পড়ে যায়। মহামায়া উৎসবকে সামনে রেখে মন্দির প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় পাশাপাশি মহা ভক্তি ও নিষ্ঠার সহিত পুরোহিতদের দ্বারা মহাযজ্ঞ অনুষ্ঠান হয় । এই উৎসব কে কেন্দ্র করে মন্দিরের পার্শ্বস্থ এলাকায় একটি মেলারও আয়োজন করা হয়েছে। মন্দিরে আগত ভক্তবৃন্দের উদ্দেশ্যে এক বিশাল নরনারায়ণ সেবার আয়োজন হয় এবং এই সেবায় প্রচুর ভক্ত অংশ নেয়। ফলে আনন্দ মুখরিত হয়ে ওঠে এলাকাবাসী

হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে সরিষা হাই স্কুল মাঠে ভিন্নসাদ এর আয়োজনে কৃষি ও স্বনির্ভর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও সহ অন্যান্য র

2024-12-21

হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে সরিষা হাই স্কুল মাঠে ভিন্নসাদ এর আয়োজনে কৃষি ও স্বনির্ভর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও সহ অন্যান্য র বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- হস্তশিল্পীদের এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোর আয় বাড়াতে রাজ্য সরকার জেলায় জেলায় গ্রামীণ মেলা আয়োজনের নির্দেশ দিয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরকে এই মেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী, কারিগর এবং তাঁতি সহ অন্যান্য দৈনন্দিন জীবনে ব্যবহার যোগ্য সমস্ত ধরনের তৈরি সামগ্রী বিক্রির জন্যই এই মেলা আয়োজন বলে সূত্রে জানা গিয়েছে। "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" বাংলার বারো মাসে তেরো পার্বণ,শুধুমাত্র কথার কথা নয়। দক্ষিন ২৪ পরগনা জেলায় গ্রামে গ্রামে দেখা যায় বিভিন্ন ধরনের উৎসব মেলা পার্বণ। সূত্র জানা যায় ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা ভিন্নস্বাদ এর আয়োজনে এদিন ২০ তম বর্ষ এমনি এক মেলা চলছে ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল মাঠে। এদিন বিশিষ্ট জনদের সংবর্ধনার শুরুতে বর্ণাঠ্য শোভাযাত্রা এবং প্রদীপ প্রজ্জ্বলন ও বস্ত্র বিতরণ এর মধ্য দিয়ে ১৭ দিনের এই কৃষি ও স্বনির্ভর মেলার শুভ সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে,এস ডি পি ও শাকিল আহমেদ,ডায়মন্ড হারবার থানার আই সি ও বিডিও সহ ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা এই মেলা কমিটির সম্পাদক সামিম আহমেদ, ডা:হা: ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,২নম্বর ব্লক পূর্তকর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি,জেলা পরিষদের সদস্যা মনমোহিনি বিশ্বাস,১নম্বর ব্লক পূর্তকর্মাধ্যাক্ষ সন্দ্বীপ সরকার,পঞ্চায়েত সমিতির সভাধিপতি লায়লা বিবি, জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, টাউন যুব সভাপতি সৌমেন তরফদার কামারপোল পঞ্চায়েত প্রধান মইদুল ইসলাম মোল্লা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এছাড়াও অর্কেস্ট্রা সহযোগে সঙ্গীত প্রতিযোগিতা,হস্তশিল্পের ও কৃষিজ পণ্য,প্রদর্শনী প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কার।

শিক্ষা সংস্কৃতি ও মিলন মেলার শনিবার বৈকাল চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।

2024-12-21

বীরভূমের মল্লারপুর ধরনী সমাদীশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে নবীনের হাত ধরে প্রবীণের বরণ ও স্মৃতিচারণ এর উদ্দেশ্যে শিক্ষা সংস্কৃতি ও মিলন মেলার শনিবার বৈকাল চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সাংসদ অসিত মাল, জেলাশাসক বিধান রায় সহ আরও অন্যান্য ব্যাক্তিবর্গ। এই অনুষ্ঠানে স্কুলের কচিকাঁচারা বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে। পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। আর আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল।

খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তির অনুদান দিয়ে বাংলার বাড়ি, প্রকল্পের শুভ সূচনা করেছেন।

2024-12-21

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তির অনুদান দিয়ে বাংলার বাড়ি, প্রকল্পের শুভ সূচনা করেছেন। গাজোল ব্লক প্রশাসন এবং গাজোল পঞ্চায়েত সমিতি সহযোগিতায় শনিবার বেলা দুটো নাগাদ ব্লক প্রাঙ্গণে উপভোক্তাদের সুবিধা প্রদান করা হয়েছে।উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা মহিলা সভানেত্রী সাগরিকা সরকার,জয়েন্ট বিডিও, থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা। জানা গিয়েছে গাজোল ব্লকে প্রায় 4 হাজারের কাছাকাছি লিস্টে রয়েছেন। এদিন প্রথম কিস্তির ৬০ হাজার টাকার সেনসোন লিটার দেওয়া হল। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে সমীক্ষা হয়। গ্রামে গ্রামে আধিকারিকেরা ঘোরেন। এরপর লিস্ট টাঙানো হয়। তারপর টাকা প্রদান করা হয়।

পড়াশোনা করার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব!

2024-12-21

শিলিগুড়ি :- ইচ্ছে থাকলে সব সম্ভব হয়, পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব , পুরো নাম গৌরব মন্ডল। মহাবীর স্থান সংলগ্ন বাজারে তাদের ফলের দোকান। আর শীতকাল মানে কিন্তু কমলালেবু, তাদের দোকানে ও কমলালেবু বিক্রি হচ্ছে। এই প্রসঙ্গে সে জানিয়েছে প্রত্যেকদিন ভালোই বাজার রয়েছে কমলালেবুর। দার্জিলিং এর পাশাপাশি নাগপুর পাঞ্জাব সহ আরো বিভিন্ন এলাকার কমলালেবু শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। প্রত্যেক বছর শীতের সময় কমলালেবুর চাহিদা থাকে শিলিগুড়ির বাজারে এবারও রয়েছে সেই চাহিদা। গৌরব এই বিষয়ে জানিয়েছে ভালোই বিক্রি হচ্ছে, সে শিলিগুড়ি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে। এই বিষয়ে জানায় দোকান চালানোর জন্য কর্মচারী রাখলে আলাদা করে মাইনে দিতে হবে, তাই জন্য সে নিজেই বাবাকে সাহায্য করছে পাশাপাশি পড়াশোনাও করছে কিন্তু জোর কদমে। শিলিগুড়ি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র সে। তার এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাতেই হয়।

প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে এক ব্যবসায়ের সাত বছরের মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতীরা।

2024-12-21

প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে এক ব্যবসায়ের সাত বছরের মেয়েকে অপহরণ করলো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সালালপুর গ্রামে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। প্রতিবেশীরা জানাই দুই ব্যক্তি মাথায় হেলমেট পড়ে বাইক নিয়ে এসেছিল এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরই মেয়েটিকে তুলে নিয়ে চম্পট দেয়। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পরে আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে।

পন্যবাহী লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের। আহতরা ভর্তি হাসপাতালে

2024-12-21

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বুড়াপাট এলাকায়। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে ধাক্কা দিল যাত্রীবাহী বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা চন্দ্রকোনা টাউন থেকে মেদিনীপুর দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে সজরে ধাক্কা দেয় বাসটি। বাসটির সামনের অংশ দুমড়ে মুছে যায়। যার ফলে বাসে থাকা যাত্রীদের অল্পবিস্তর আঘাত লাগে। পায়ে ও কোমরে চোট পান যাত্রীবাহী বাসের চালক। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে কেশপুর ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্র। ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ পৌঁছে বাসটিকে রাস্তার থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো খতিয়ে দেখছে পুলিশ।

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল।

2024-12-20

মালদাঃ-: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের উদ্যোগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। শুক্রবার মালদা শহরের ফার্ম এলাকায় জেলা উদ্যান পালন দপ্তরে আয়োজন করা হয়েছিল এই প্রশিক্ষণ শিবিরের। এদিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিল জেলার ৬০ জন কৃষক। উন্নত পদ্ধতিতে কিভাবে সবজি চাষ,ফল চাষ করা হয় সে নিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত এবং সংরক্ষণ নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে কৃষকদের মধ্যে আলোচনা করা হয় কিভাবে তারা এই প্রকল্পগুলির সুবিধা পেতে পারে।

মুখমন্ত্রী কড়া নির্দেশের পর জেলা প্রশাসনের অবৈধভাবে যে পুকুরগুলো ভরাট করা হয়েছিল সেগুলো খোঁজার কাজ।

2024-12-20

মুখমন্ত্রী কড়া নির্দেশের পর জেলা প্রশাসনের অবৈধভাবে যে পুকুরগুলো ভরাট করা হয়েছিল সেগুলো খোঁজার কাজ।আজকে আসানসোল উত্তরথানার অন্তর্গত ১৯নম্বর জাতীয় সড়কের পাশে পলাশডিহি ও ফরচুন পার্ক এলাকা পরিদর্শন এলাকা পরিদর্শন করেন।আসানসোল পৌরনিগম ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং আসানসোল উত্তর থানার পুলিশ পরিদর্শন করেন।আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মন্ডল জানান ইতিমধ্যে পাঁচটি জায়গা বা প্লট চিন্নিত করা হয়েছে।পুরো বিষয়টি উচ্চ আধিকারিক কে তাঁরা জানাবেন বলে জানান।

কুন্ডলা ফুটবল মাঠে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

2024-12-20

কুন্ডলা ফুটবল মাঠে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুণ্ডলা সত্যানন্দ বয়েস আশ্রম ফুটবল ময়দানে শুক্রবার আয়োজন করা হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। কুন্ডলা ফুটবল ময়দানে ১০ তম এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল বিদ্যাসাগর শিশু বিদ্যামন্দির বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আর সেখানেই উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার একাধিক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য আজ এই ক্রীড়া প্রতিযোগিতায় ৫০ মিটার থেকে শুরু করে ২০০ মিটার পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করা হয়, এছাড়াও বিভিন্ন রকম দৌড়, বল ছোড়া প্রতিযোগিতা থেকে আরো বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের অঙ্কুর থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। খেলায় প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরস্কারের পাশাপাশি সার্টিফিকেট ও দেওয়া হলো আজ, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হলো বিদ্যাসাগর শিশু বিদ্যামন্দিরের পক্ষ থেকে। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষক উজ্জল মন্ডল।

ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উৎসাহ বাড়ানোর জন্য একদিন ব্যাপী মেলার আয়োজন কুলটির SCMS স্কুলে

2024-12-20

ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উৎসাহ বাড়ানোর জন্য একদিন ব্যাপী মেলার আয়োজন কুলটির SCMS স্কুলে প্রত্যেক বছর নতুন কিছু না কিছু করে থাকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত রাধানগরের সেন্ট কৃষ্টফের মিশন স্কুলে। সে মতে আজ সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একদিন ব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছিল স্কুল প্রাঙ্গণে উদ্দেশ্য স্কুলের ছাত্র-ছাত্রী থেকে আরম্ভ করে স্কুলের অভিভাবকদের স্কুলের প্রতি উৎসাহ বাড়িয়ে তোলার। আজকের এই একদিন ব্যাপী মেলার মধ্যে যেখানে ছাত্র-ছাত্রীদের নিজের হাতে তৈরি করা বিভিন্ন ধরনের খাবার সামান থেকে আরম্ভ করে বিজ্ঞান প্রদর্শনী সহ একাধিক স্টলের আয়োজন করা হয়েছিল।

মধ্যবিত্তের কপালে ভাঁজ, ডিমের দাম উর্ধ্বমুখী

2024-12-19

শিলিগুড়ি :- মধ্যবিত্তের কপালে ভাঁজ বাজারে ডিম কিনতে গিয়ে ছ্যাকা খাওয়ার মত অবস্থা। প্রত্যেক বছর শীতের সময় ডিমের দাম বেড়ে যায়। ডিম কে না খেতে ভালোবাসে, শীতের কনকনে ঠান্ডায় ডিমের ঝোল আর ভাত লাজবাব। কিন্তু ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে কিছুটা অস্বস্তিতে সাধারণ মানুষ। প্রসঙ্গত প্রত্যেক বছর শীতের সময় ডিমের দাম একটু বেশি হয়ে যায়, প্রত্যেক বছর ডিমের দাম বেড়ে যায়, এ বছর কিন্তু দামটা কিছুটা বেশি। শীতকালে অন্ধ থেকে ডিম আসে, এছাড়া গরমের সময় হরিয়ানা থেকে আসে ডিম।

দার্জিলিং বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে বক্সিং প্রতিযোগিতা

2024-12-19

শিলিগুড়ি :-দার্জিলিং বক্সিং অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বক্সিং প্রতিযোগিতা। আগামী কুড়ি ডিসেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত। দার্জিলিং বক্সিং অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে ও শিলিগুড়ি জাতীয় যুব সংঘের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী একুশে ডিসেম্বর সকালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় যুব জাতীয় যুব সংঘের প্রাঙ্গণে তৈরি হচ্ছে এই প্রতিযোগিতার জন্য মঞ্চ। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

মারাং বুরুর মন্দির উদ্বোধন দুবরাজপুরে

2024-12-19

দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত নতুনপল্লীর আদিবাসী এলাকায় আদিবাসীদের দেবতা মারাং বুরুর একটি মন্দিরের উদ্বোধন করা হয়। এদিন এই মন্দিরের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, কাউন্সিলার সনাতন পাল, সাগর কুণ্ডু, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য, বিশিষ্ট শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সেখ নিজাম উদ্দিন ওরফে সেখ নাজাই সহ আরও অনেকে। এই ওয়ার্ডের সভাপতি সেখ নিজাম উদ্দিন ওরফে সেখ নাজাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় মারাং বুরুর মন্দির নির্মাণ করা হয়। ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মারাং বুরুর এই মন্দির। উল্লেখ্য, আদিবাসীদের মধ্যে মারাং বুরুকে শক্তির সর্বোচ্চ উৎস হিসেবে পূজা করা হয়। এর কোনো আকৃতি, মুখ বা প্রতিমা নেই। মারাং বুরু প্রকৃতির আকৃতিতেই পূজিত হোন। এই প্রকৃতিকেই মারাং বুরু বলে মনে করা হয় যিনি সবকিছু দেন। বৃষ্টি, জল, বাতাস, জমি, বন, নদী সবকিছু যা যা এই প্রকৃতিতে রয়েছে এবং যা তারা তাঁদের জীবনে ব্যবহার করে এই সবকিছুকেই তাঁরা মারাং বুরু বলে ডাকেন এবং পুজো করেন।

পূর্ব বর্দ্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুলতানপুর অঞ্চলের গ্রামীন হাট হাটবেলেতে।

2024-12-19

পূর্ব বর্দ্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সুলতানপুর অঞ্চলের গ্রামীন হাট হাটবেলেতে। আজ হাটের দিন(বৃহস্পতিবার) হাটে উপস্থিত সকল সবজি বিক্রেতা মাছ বিক্রেতা, জামা কাপড় বিক্রেতা বাজারের চায়ের দোকান মিষ্টির দোকান তেলে ভাজা ফুলুরি বিক্রেতা সকলের সাথে কুশল বিনিময় করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি হাটে টিনের আচ্ছাদন পুরনো হয়ে গিয়েছিল , হাটে ভালো শৌচাগার নেই ,হাটের সকলকে তিনি আশ্বাস দিলেন আর আচ্ছাদন নতুন করে করে দেওয়া হবে আর ক্রেতা বিক্রেতা এবং সাধারন মানুষের জন্য একটি আধুনিক শৌচাগার বানিয়ে দেওয়া হবে ।

শালবনী আই টি আইতে রেশমি কোম্পানির ক্যাম্পাসিং, চাকরি হলো শতাধিক ছেলে মেয়ের

2024-12-19

শানবনী, পশ্চিম মেদিনীপুর: বর্তমান সমাজে বেকার সমস্যা একটি বড় সামাজিক সমস্যা এবার সেই বেকার সমস্যা কাটাতে উদ্যোগী হলো রেশমি গ্রুপ ও শালবনী ব্লকের আইটিআই কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোগে শালবনির বাকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রাইভেট আইটিআই তে আয়োজিত হল বিশেষ জব ক্যাম্পাসিং ও জব প্রদান কর্মসূচি। পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এমনকি অন্যান্য রাজ্য থেকেও অনেক বেকার ছেলে এই ক্যাম্পাসিং এ অংশগ্রহণ করেন। মূলত ১৮ থেকে ২৩ বছরের মধ্যে ছাত্র-ছাত্রীদের জব দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আইটিআই কলেজের চেয়ারম্যান। ইলেকট্রিশিয়ান ফিটার থেকে শুরু করে বিভিন্ন রকমের জব এর ডালি নিয়ে হাজির ছিলেন খড়গপুর রেশমি কোম্পানির উদ্যোক্তারা। প্রচুর ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ ও আগামীকাল এই ক্যাম্পাসিংটি দুদিন চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। এখানে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের পাশাপাশি কিভাবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হয় সেই সমস্ত কিছুই যেমন শেখানো হয় তেমন সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কোম্পানিতে যোগ দেবার সুযোগেরও ব্যবস্থা ছিল। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় চলছে জবফেয়ার মেলা এদিন শালবনী প্রাইভেট আইটিআই ও খড়্গপুর রেশমী কোম্পানির যৌথ উদ্যোগে এই শিবিকে কোথাও সেই জব ফেয়ারের নকল প্রতিলিপি মনে করছেন অনেকে। অবশ্য বিষয়টিতে কোন রকম তেমন কিছুর যোগ নেই বলে জানিয়েছেন শালবনি প্রাইভেট আই টি আই কলেজের তরফে। এমনকি এই কলেজে পড়া ছাত্র-ছাত্রীদের কোনরকম বিশেষ সুযোগ-সুবিধাও দেওয়া হবে না যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এবং সবকিছু হবে একদম স্বচ্ছ পদ্ধতিতে। স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন রেশমি ও শালবনি প্রাইভেট আইটিআই কলেজ কর্তৃপক্ষ। প্রথম দিন প্রায় ৫৭০ জন ছাত্রছাত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে জানা গেছে রেশমি গ্রুপের পক্ষ থেকে। সেই সাথে তাদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে এখানে ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করছে সকলে তথ্য এবং বায়োডাটা আমরা সংগ্রহ করে রাখলাম ভবিষ্যতে এই তথ্য আমাদের কাজে আসবে। এবং এই ইন্টারভিউতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার থাকবে। যেকোনো ছাত্রছাত্রী পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই ক্যাম্পাসিং-এ অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন শালবনি প্রাইভেট আইটিআই কলেজের প্লেসমেন্ট সেলের প্রধান উদয় ডাঙ্গর। ছাত্র-ছাত্রীদের আসতে আহ্বান জানিয়েছেন কলেজের প্রিন্সিপালও শুভম গোস্বামী।

বিশ্বভারতী কো-অপারেটিভ সোসাইটি ব্যাঙ্কে শেয়ারহোল্ডারদের বিক্ষোভ ।।

2024-12-18

বিশ্বভারতী কো-অপারেটিভ সোসাইটি ব্যাঙ্কে শেয়ারহোল্ডারদের বিক্ষোভ ।। অবিলম্বে নির্বাচন, বাৎসরিক স্মারক প্রদান, লোনের উপর সাবভেনশন সহ একাধিক দাবিতে বিক্ষোভ, ডেপুটেশনকে ঘিরে কেন্দ্র করে উত্তাল বিশ্বভারতীর কো-অপারেটিভ সোসাইটি। দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুমকি বিশ্বভারতীর শেয়ারহোল্ডার কর্মীদের। কার অঙ্গলী হেলোনে দীর্ঘ ৪-৫ বছর ধরে নির্বাচন হচ্ছে না রবি ঠাকুরের শান্তিনিকেতনে বিশ্বভারতী কো-অপারেটিভ সোসাইটি ব্যাংকের ? বাৎসরিক স্মারক প্রদান সহ একাধিক দাবিতে মঙ্গলবার বিশ্বভারতীর শেয়ারহোল্ডার কর্মীরা বিক্ষোভে সামিল হলেন। বিশ্বভারতীর কো-অপারেটিভ ব্যাংকের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান তারা। শেয়ারহোল্ডারদের বিক্ষোভকে ঘিরে রীতিমতো শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমবায় ব্যাংকে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। আন্দোলনকারী বিশ্বভারতীর কো-অফারেটিভ শেয়ার হোল্ডারদের দাবি, অবিলম্বে সমবায় ব্যাংকে নির্বাচন করতে হবে। দীর্ঘদিন ধরে অসাধুচক্রের অঙ্গুলী হেলনে নির্বাচন আটকে রয়েছে। যে কারণগুলি সামনে আনা হচ্ছে তা অত্যন্ত যুক্তিহীন। এছাড়াও ব্যাংকের সদস্য হিসেবে এ সমস্ত সুযোগ-সুবিধা পাওয়া যায় তা বঞ্চিত। আমাদের দাবি না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

উত্তরে শীতের ঝড়ো ব্যাটিং শুরু হলেও বর্তমানে উধাও শীত, গরম পোশাক বিক্রিতে ভাটা

2024-12-18

শিলিগুড়ি :- ডিসেম্বরে শুরুতেই শীত যেভাবে ঝড়ো ব্যাটিং শুরু করেছিল, ডিসেম্বরের মধ্যে কখন বাংলার পৌষ মাস পড়ে গিয়েছে কিন্তু শীতের রেশ অনেকটাই ফিকে উত্তরবঙ্গে। শিলিগুড়িসহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দিনের বেলায় রোদের যথেষ্ট তেজ, ঠান্ডা উধাও। সকালে ও রাতের দিকে কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে কিন্তু দিনের বেলা সূর্যের রোদের প্রকোপ বেশি। ঠান্ডা কেমন যেন মলিন হয়ে গেছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়ছে। আসলে উত্তরবঙ্গে শীত অনেকটা পশ্চিমী ঝঞ্ঝার উপর নির্ভর করে। পশ্চিমী ঝঞ্ঝা জোরালো না হলে উত্তরের শীতের দাপট অনুভূত হয় না। সকালে মেঘমুখ তো আকাশ থাকবার জন্য রোদের দাপট বেড়েছে। সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন , আগামী শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে দিনের বেলায় পুনরায় শীতের আমেজ পাওয়া যাবে। শীতের শুরুতেই শিলিগুড়ির ভুটিয়া মার্কেটে গরম জামা কাপড়ের মার্কেট যথেষ্ট জনপ্রিয়। শীতের শুরুতেই বসে যায় মার্কেট এ বছরও বসেছে। তবে গত কিছুদিন সেই ভাবে ঠান্ডা অনুভব হচ্ছে না এই প্রসঙ্গে একজন ব্যবসায়ী জানিয়েছেন যে কিছুদিন ধরে ঠান্ডা অনুভব হচ্ছে না দিনের বেলায়, রোদ উঠছে সেই জন্য গরম জামাকাপড় বিক্রি হচ্ছে না সেই ভাবে তবে আশা রাখছেন যে আগামীতে ঠান্ডা পড়বে ও গরম পোশাক বিক্রি হবে।

আটচল্লিশ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও ৪৮ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন, ধর্মীয় শোভাযাত্রা

2024-12-18

আটচল্লিশ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও ৪৮ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন, ধর্মীয় শোভাযাত্রা নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি শ্রবণ নগর অধিবাসীবৃন্দের ব্যবস্থাপনায়, ও গৌর ভক্তের সহযোগিতায় ৪৮ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও ৪৮ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন, প্রবননগর রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে। আজ এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সংশ্লিষ্ট শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অনেকেই। আজ থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো। প্রসঙ্গত এই অনুষ্ঠান চলবে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত। নতুন বছরের দ্বিতীয় দিন পর্যন্ত এই অনুষ্ঠান চলবে । আজ ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আগামীকাল রয়েছে অধিবাস, এরপর শুক্রবার থেকে ডিসেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত চলবে ছয় দিন ব্যাপী নাম সংকীর্তন। পাশাপাশি 26 শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে শ্রী শ্রী রাধা গোবিন্দ লীলা কীর্তন। বছরের প্রথম দিন নবম সংকীর্তন অনুষ্ঠিত হবে, পাশাপাশি মহাপ্রভুর মহাবুব ও মহা প্রসাদ বিতরণ হবে।

বাংলার ডেয়ারী পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন করে গড়ে ওঠা সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়।

2024-12-18

বাংলার ডেয়ারী পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন করে গড়ে ওঠা সংস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়।বাংলায় পুষ্টি, বাংলার সৃষ্টি।নতুন প্রোডাক্ট তৃপ্তি স্পেশাল দুধের প্যাকেট লঞ্চ করা হলো আজ সল্টলেকের প্রানীসম্পদ দপ্তর থেকে উদ্বোধনে মন্ত্রী স্বপন দেবনাথ।

ট্রাফিক ওসির উপস্থিতিতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ময়ূরেশ্বর থানার কোটাসুর বাজারে।

2024-12-18

ট্রাফিক ওসির উপস্থিতিতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ময়ূরেশ্বর থানার কোটাসুর বাজারে। দ্রুতগতির গাড়িচালকদের নিয়ন্ত্রণ রাখতে ও ট্রাফিক লঙ্ঘনকারীদের সঠিকভাবে গাড়ি চালানোর নির্দেশ দিতে মঙ্গলবার সকালে এগারোটা থেকে দুপুরে একটা পর্যন্ত কোটাসুর বাজার থেকে হটিনগর স্কুল মোড় পর্যন্ত সচেতনতার বার্তা নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করলেন ট্রাফিক ওসি ও তার দলবল। মূলত যে সমস্ত গাড়ি চালকরা দুইয়ের অধিক নিয়ে মোটরবাইক চালান বা দ্রুতগতিতে মোটর বাইক চালিয়ে থাকেন, পাশাপাশি যে সমস্ত গাড়ি চালকরা সিট বেল্ট ছাড়া বা ট্রাফিক নিয়ম অমান্য করে গাড়ি চালিয়ে থাকেন তাদেরকে সজাগ করিয়ে দিতে আজকের এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বলে জানা যায় ট্রাফিক ওসির পক্ষ থেকে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁইথিয়া ট্রাফিক ওসি সহ ময়ূরেশ্বর ও সাঁইথিয়া এলাকার একাধিক সিভিক ভলেন্টিয়াররা।

৪০ থেকে ৫০ টি হাতির দল দাপিয়ে বেড়ালো চন্দ্রকোনা এলাকায়।

2024-12-17

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ব্লকের বিভিন্ন জায়গায় রাতভোর ৪৫ থেকে ৫০ টি হাতির দল দাপিয়ে বেড়ালো। চন্দ্রকোনা শ্রীনগর ও গড়বেতার সন্ধিপুর, চৈতন্যপুর এর মাঠে তাণ্ডব চালায় হাতির দলটি। নাজেহাল হয়ে যায় গ্রামের মানুষজন ও বনদপ্তর কর্মীরা। বিভিন্ন ভাবে জঙ্গলে ও মাঠে ছড়িয়ে ছিটিয়ে যায় হাতিগুলি। অবশেষে বনদপ্তরের কর্মীদের প্রচেষ্টায় ৪৫ থেকে ৫০ টি হাতির পালটিকে মাঠ থেকে সরিয়ে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় জঙ্গলে গিয়ে পৌঁছে দেয়। স্থানীয় সূত্র জানা গিয়েছে, হাতির দাপটে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকশো বিঘা জমি। ফসল নষ্ট হয়েছে, আলু সহ বিভিন্ন শীতের সবজি। এমনিতেই ধার দেনা করে আলু লাগিয়ে চিন্তিত চাষিরা, তার উপর গজরাজের এই অত্যাচারে জর্জরিত একাধিক কৃষকরা। একদিকে আলু চাষ অন্যান্য বছরে তুলনায় এই বছর অনেকটাই পিছিয়ে, তার উপর আবার ৪৫ থেকে ৫০ টি হাতির দল নষ্ট করল আলু চাষের জমি। কোথাও সবে লাগানো আলু, কোথাও আবার গাছ বেরিয়ে গেছে! কিভাবে কি করবে? ভেবে উঠতে পারছে না একাধিক চাষী। যদিও বনদপ্তর এর পক্ষ থেকে এখনো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা আশ্বাস মেলেনি।

শিক্ষা এমন এক অস্ত্র যার দ্বারা পৃথিবীকে বদলে ফেলা যায়

2024-12-17

এম নাজমুস সাহাদাত, কালিয়াচক: শিক্ষা এমন এক অস্ত্র যার দ্বারা পৃথিবীকে বদলে ফেলা যায়। শিক্ষার মাধ্যমেই সমাজ ও দেশের কল্যাণ করা যায়। তবে দিনের পর দিন শুধুমাত্র আধুনিকতার শিক্ষা অর্জনের দোহাই দিয়ে ঘুষ-দূর্নীতি সহ কেলেঙ্কারিতে বিনষ্ট হচ্ছে মানবিকতার এবং দেশের কল্যাণে কাজ করার মন মানসিকতা। আর এইসব থেকে দূর করতে পারে একমাত্র ধর্মীয় শিক্ষা। তাই কালিয়াচকের মাটিতে শুধুমাত্র মিশনের ভিড় নয়, এখানে ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি ধর্মের শিক্ষা ও পিছিয়ে পড়া সমাজের এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দূরান্ত চিন্তাভাবনার শিক্ষা দিয়ে চলেছে। আগামীতে আরও শিক্ষার সৎ পথ প্রদর্শনের মাধ্যমে কালিয়াচকের সাথে গোটা দেশের সুনাম অর্জন করতে প্রস্তুত। দ্বিনি ও দুনিয়াবী একটি আদর্শ আধুনিক, ইসলামিক ও ক্বুরআন হিফয এর নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ ইসলামিক ভাবাদর্শে শিশু শিক্ষার সেরা প্রতিষ্ঠান জান্নাতুল আযহার ইসলামিক মিশনের শুভ উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু করল। এই জান্নাতুল আযহার মিশন ইসলামিক ও জেনারেল শিক্ষায় এক অনন্য নিদর্শন। এটি কালিয়াচকের সাহাবাজপুর ছারকাটোলার একেবারে সড়কের ধারেই অবস্থিত এবং এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী ও হিফয বিভাগ পর্যন্ত পড়াশোনা করানো হয়। এদিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ জি.বি.এস হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন সাকিলুর রাহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈম আসগার, শিক্ষাপ্রেমী জাকির হোসেন বিশ্বাস সহ স্থানীয় বহু বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠানের সম্পাদক আবু তাহের জানান, শিক্ষার্থীরা আজকাল যে শিক্ষার পিছনে ছুটে চলেছে তা হল পুঁথিগত বিদ্যা। কিন্তু পুঁথিগত বিদ্যার সার্টিফিকেট আদৌ কি প্রকৃত মানুষ গড়ে তুলছে? অনেক অভিভাবকদের ধারণা তাদের সন্তানরা শুধুমাত্র নামকরা ফলাফল পেলেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। নীতিবিবর্জিত বিদ্যা অর্জন প্রকৃত শিক্ষা নয়। আরও লক্ষ করা যায়, যেসব পাঠ্যপুস্তক থেকে ছাত্রছাত্রীরা যে জ্ঞান অর্জন করছে তা শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে ভালো একটা চাকুরি ও পেশায় নিযুক্ত হওয়ার আশায়। কিন্তু আদর্শ শিক্ষার উদ্দেশ্য তা নয়; উপলব্ধি করা জ্ঞান বিদ্যা নিজের মধ্যে প্রয়োগ করার নামই হচ্ছে প্রকৃত অর্থে শিক্ষা। নিজেকে জানা ও নিজের মধ্যে আদর্শ মূল্যবোধ তৈরি করা এবং তা সমাজে প্রসারিত করা। তাই এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের ভিত্তি স্থাপন মজবুত করছি, যাতে সহজে ভেঙে না যায়। এছাড়া নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হয়।

কর্তব্যরত মহিলা শিক্ষা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে! অস্বীকার অভিযুক্তের

2024-12-16

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ে কর্তব্যরত শিক্ষা কর্মীর অশ্লীল ছবি তোলার অভিযোগ প্রাইমারি শিক্ষকের বিরুদ্ধে! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত কেশপুর এক চক্র অর্থাৎ নেড়াদেউল অবর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের। গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ বই বিতরণ হচ্ছিল অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে কোয়াই বালিকা বিদ্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় এর চুক্তিভিত্তিক এডুকেশনাল সুপারভাইজার। তার অভিযোগ, তার অজান্তেই কৌশিক মন্ডল তার বিভিন্ন অশ্লীল ছবি তুলে। বারবার বারণ করলেও শোনে না সে, তাকে ছবি তুলতে বাধা দিতে গেলে, অভিযুক্ত উক্ত মহিলা শিক্ষা কর্মীর গায়ে হাত দেন বলে অভিযোগ করেছেন তিনি। পরবর্তীতে সেখান থেকে ওই মহিলা শিক্ষা কর্মী দৌড়ে চলে যান এসআই অফিসে। এসআই অফিসে থাকা শিক্ষকদের এবং এসআই ম্যাডামকেও বিষয়টি জানান তিনি। পরবর্তীতে বাড়িতে জানান এবং আইনের দ্বারস্থ হন, কেশপুর থানায় একটি জেনারেল ডাইরি করেন। আইনের দ্বারস্থ হবার পর, বাড়ি ফেরার পথে ওই অভিযুক্ত শিক্ষক সহ বেশ কয়েকজন কেশপুর বাসস্ট্যান্ডে তাকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে। তাদের কথায় রাজি না হাওয়ায় অভিযুক্ত শিক্ষকগণ দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা শিক্ষা কর্মী। মহিলা শিক্ষা কর্মী আরো বলেন যে, তিনি ভয়-ভীতিতে রয়েছেন, তার প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। ওই মহিলা শিক্ষা কর্মী আরো বলেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ এসআই ম্যাডামকে বিষয়টি জানালেও তিনি কোন পদক্ষেপ নেননি উদাসীন থাকেন। অবশেষে অভিযুক্তদের নামে কেশপুর থানায় এফআইআর দায়ের করেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ কৌশিক মন্ডল জানিয়েছেন, এইসব সাজানো নাটক! উনি নিজেই ঠিক মতো প্রাথমিক বিদ্যালয়ের ইন্সপেক্সানের কাজ করেন না। ওনার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। উনি শোকজ হয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। সেই সময় উনি আমাদের সাহায্য চেয়েছিলেন। আমি বা আমাদের ইউনিয়ন ওনার পাশে না থাকায় উনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ঘটনায় মধ্যে থাকা আরও এক শিক্ষক চন্দন চক্রবর্তী বলেন, উনি আমার নামেও মিথ্যে ক্লেম করেছেন। যে আমি ওনাকে কেশপুর বাসস্ট্যান্ডে নাকি বিষয়টি মিটমাট করার জন্য বলেছি। এইসব কথা সম্পূর্ণ সাজানো এবং মিথ্যে। ওনার বিরুদ্ধে অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে। উনি আমাদের ইউনিয়নের সাহায্য চেয়েছিলেন, আমাদের ইউনিয়ন জানিয়েছে কোন ধরনের অনৈতিক কাজে জড়িত ব্যক্তির পাশে থাকবে না। তাই উনি মিথ্যে নাটক করছেন। তবে এইসব অনৈতিক কাজ কর্মের কথা একেবারেই মানতে রাজি নন ওই মহিলা শিক্ষা কর্মী। তিনি জানিয়েছেন যদি এই ধরনের কোন অনৈতিক কাজ থেকেই থাকতো, তাহলে এতদিন কেন কেউ বলেনি। যখনই আমি থানায় অভিযোগ করেছি তারপর কেন এসব কথা হচ্ছে। আসলে উনারা আইনের হাত থেকে বাঁচতে, এইসব বাহানার নিচ্ছেন। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কেশপুর থানার পুলিশ।

এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু করল কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমি

2024-12-15

এম নাজমুস সাহাদাত, কদমতলা: কালিয়াচকের চতুর্দিকে শিক্ষার জোয়ার। প্রতিটা গ্রামে গ্রামে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে এই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। তার সাথে সাথে শিক্ষিত বেকার যুবক যুবতীরা ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে উচ্চমানের জায়গায় প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এদিন কদমতলা এলাকা কালিয়াচকের একদম শেষপ্রান্ত বলা যেতে পারে। রবিবার কদমতলা এম.এস.কে স্কুলের পার্শ্বে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির পথচলা শুরু করল। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও একগুচ্ছ অতিথিদের উপস্থিতিতে স্কুলের প্রবেশদ্বারের ফিতে কেটে এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির উদ্বোধন করেন শিলচর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিবিএস হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোমতাজ হোসেন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আরপিএফ মকবুল হোসেন, কদমতলা এমএসকের প্রধান শিক্ষক সুদেব মন্ডল, কদমতলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার দাস ও সহকারী শিক্ষক সুমিত দাস সহ আরও অনেকে। ব্রাইট ফিউচার অ্যাকাডেমির সম্পাদক ফেরাজুল সেখ, প্রধান শিক্ষক মুকলেসুর রাহমান, ভারপ্রাপ্ত শিক্ষক রাজু মোমিন, সভাপতি আব্দুল ওয়াদুত আলি, উপদেষ্টা অজিত ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, বিভিন্ন গানের সুরে নৃত্য পরিবেশন, অতিথিদের বরণ ও ভাষণের মাধ্যমে অনুষ্ঠান চলে। এটি নার্সারি থেকে শ্রেণী পর্যন্ত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলের পরিচালকগণ জানান, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি সবুজায়ন প্রকৃতির সৌন্দর্যে এক মনোরম সুস্বাস্থ্যকর পরিবেশে এবং খেলাধুলার জন্য মুক্ত মাঠ দ্বারা পরিবেষ্টিত। এছাড়াও আমাদের এখানে ইংরেজি ও অংক বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, ইংরেজিতে কথা বলার ক্লাস করানো হবে, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পঠনপাঠন, সুসজ্জিত খেলার মাঠ, দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্যে গাড়ির সুবিধা, অল্প খরচে উন্নতমানের শিক্ষাদানের ও স্কুলের চারিদিকে নজর রাখতে সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট শিক্ষাগত পরিবেশ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, আমাদের এই উদ্যোগ কদমতলা ও আশেপাশের এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিশা দেখাবে। এই সমাজ ও দেশ শিক্ষার আলোতে এগিয়ে যাক এটাই আমরা তৈরী করতে চাই।

শীত নামতেই কলায়ের  রুটি না হলে হয়।

2024-12-14

মালদাঃ- শীত নামতেই কলায়ের  রুটি না হলে হয়।এদিন মালদহের হবিবপুর ব্লকের আইহো বাজারে সকাল থেকে দেখা গিয়েছে কলায়ের রুটির চাহিদা বারছে ।বৃহস্পতিবার সাত সকালে দেখা গিয়েছে শীতের আমেজে আইহো বাজারে, কলায়ের রুটি খেতে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ, কলায় রুটির সাথে দেওয়া হয়েছে বেশ মুখরচোক বেগুন পোড়া, ধনেপাতার চাটনি, কাসুন্দি, পেঁয়াজ লংকা বাটা,দিয়ে বেশ জম্পেশ করে সকাল সকাল কলায় রুটি খেতে দেখা গিয়েছে।কড়াইয়ে রুটি বিক্রেতা জানান সেভাবে লাভ না হলেও আর্থিক অভাবের কিছুটা সংসারের হাল ফেরাতে কাজ করতে হচ্ছে, প্রায় চার বছর ধরে এই কলায়ের রুটি বিক্রি করে সংসার চালাচ্ছেন।যদিও জিনিসের দামের সাথে সাথে সাথে রুটির দাম বেড়েছে দাঁড়িয়েছে ১৫ টাকা।

শীতের দাপট , গরম পোশাক কিনতে মানুষের ভিড়

2024-12-14

শিলিগুড়ি :- ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট শুরু উত্তরে। সমতল থেকে পাহাড় শীতের প্রকোপ নিতান্ত বেশি। সকালের দিকে ঘন কুয়াশা বেলা বাড়লেও কিন্তু সেই ভাবে রোদের দেখা মিলছে না। পাশাপাশি চলছে হিমেল হাওয়া, শীত পড়তেই বিধান মার্কেট , সেঠ শ্রীলাল মার্কেটে দেখা গেল অনেকেই গরম পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ২৫ এর কাছাকাছি ঘোরাফেরা করছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় শিলিগুড়িতে নেমে গেছে অনেকটাই। কখনো ১১ ডিগ্রী কখনো বা ১২ কখনো বা তের। পাশাপাশি শৈল শহর দার্জিলিং ও ব্যাপক ঠান্ডার দাপট প্রতিবেশী রাজ্যে ঠান্ডায় কাঁপছে। সম্প্রতি উত্তর সিকিমে তুষারপাতের ঘটনা ঘটেছে। শিলিগুড়িতে ডিসেম্বর মাসের শুরু থেকেই শীতের দাপট চলছে। প্রচন্ড ঠান্ডা সেই কারণে দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন মার্কেট গুলিতে অনেকেই গিয়ে গরম পোশাক কিনছেন।

গীতাজয়ন্তী উপলক্ষ্যে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউমন্দিরে গীতা যঞ্জের আয়োজনকরাহয়। 

2024-12-12

গীতাজয়ন্তী উপলক্ষ্যে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউমন্দিরে গীতা যঞ্জের আয়োজনকরাহয়।  বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস প্রতিনিয়ত নানান ধর্মীয়কর্মসূচী করেযাচ্ছে।  বাইখোড়া জগন্নাথ জিউ মন্দিরকে বিশ্বেরমধ্যে বিশেষ পরিচিতি লাভকরানোর লক্ষ্যেকাজকরযাচ্ছে প্রভুকরুনেশ্বর মাধবদাস।  বুধবার সমস্ত ধর্মীয়রিতিনিতি মেনে প্রভুকরুনেশ্বর মাধবদাসের উদ্দ্যোগে মন্দিরে এক গীতযঞ্জের আয়োজন করাহয়।  প্রভুর উদ্দ্যোগে আয়োজিত আজকের এই যঞ্জ অনুষ্ঠানের রাজ্যের বিভিন্নপ্রান্তথেকে ব্যাপকহারে ভক্তদের সমাগমঘটে।  আজকের এই গীতাযঞ্জের কর্মসূচী ও কেন এই গীতাযঞ্জ পালনকরাহয় তানিয়ে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলেধরলেন প্রভু করুনেশ্বর মাধব দাস।

সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসবে

2024-12-12

সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসবে একদিকে যেখানে দেশের বিভিন্ন জায়গায় একশ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই সময়ে দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধর চোখে পড়ল ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে,বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসব এবছর ২৯ বছরে পদার্পণ করল, প্রতিবছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা পুরো পীরের ঔরস উৎসব, দূর দুরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে, এখানে তারা মানত করেন এবং চাদর চরান, ঔরস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় ওই এলাকায়, উপস্থিত সকল ভক্তকেই খাওয়ানো হয় খিচুড়ি ভোগ, হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষেরা একত্রিতভাবে এই ঔরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন, পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতিবছরই বাবার মাজারে আসি, আমার কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করেছিলাম রোগ সেরে গেছে, তাই চাদর দিতে এসেছিলাম।

শীতে গুড় এক ধরনের নস্টালজিয়া!

2024-12-12

শিলিগুড়ি :- শীতে গুড় এক ধরনের নস্টালজিয়া! পিঠেপুলি, পায়েস আর গুড়ের মিষ্টি স্বাদের জন্য শীতের বাজারে প্রত্যেক বছর গুড়ের চাহিদা যথেষ্ট পরিমাণে থাকে। বিশেষ করে গুড়ের রসগোল্লা ! গরম গরম গুড়ের রসগোল্লার স্বাদ আস্বাদন করতে দুর্দান্ত লাগে। শীত করতেই শিলিগুড়ির বাজারে চলে এসেছে গুড়।শিলিগুড়ির বিভিন্ন বাজারে কী দামে পাওয়া যাচ্ছে খেজুর গুড়? আখি গুড়? কোনটা বেশি মানুষ পছন্দ করছেন? দাম কেমন রয়েছে? এই বিষয়ে একজন ব্যবসায়ী জানিয়েছেন দাম সাধ্যের মধ্যেই আছে সকলের। আশা রাখছেন প্রত্যেক বছরের মত এ বছরেও গুড়ের ভালো বিক্রি হবে।

কাওয়াখালী মাঠে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান, চলছে রেজিস্ট্রেশন

2024-12-11

শিলিগুড়ি :- শিলিগুড়ির কাওয়াখালী মাঠে, আগামী রবিবার দিন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই নিয়ে চলছে, জোর কদমে প্রস্তুতি। চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ঘোগো মালি র সারদা শিশু তীর্থ স্কুলের সামনে আগামী রবিবার ১৫ই ডিসেম্বর কাওয়াখালী মাঠে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। এ বিষয়ে তারা জানিয়েছেন অন্তত এক সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চলছে, ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের অঞ্চলগত বাসিন্দারা এখানে রেজিস্ট্রেশন করছেন। অন্তত দুই হাজার মানুষ এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে নিয়েছেন বলে তারা জানান। প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবার দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল পর্যন্ত চলছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

বিদ্যাসাগর স্কুল মাঠে ২৩ তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

2024-12-11

পশ্চিম মেদিনীপুর: বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে ২৩ তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলার উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, অতিরিক্ত জেলাশাসক, ঘাটালে মহকুমা শাসক সহ জেলা বইমেলা কমিটির সদস্য তথা জেলা প্রশাসনের আধিকারিকরা। বই বিকিনি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে চলবে পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা। জেলা বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া বলেন, ওটা ভারত সরকার দেখছে, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পররাষ্ট্র নিজে এবং ভারত সরকারের পদক্ষেপ বাংলা সরকারের পদক্ষেপ আমরা এর বাইরে যাই না, তবে আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনার প্রবাহ নিয়ে।

আবার মদ্যপ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের বেয়াদপি।

2024-12-11

আবার মদ্যপ অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে এক যুবকের বেয়াদপি। চিকিৎসা করানোর নাম করে চিকিৎসক ও নার্স দের সঙ্গে অশালীন আচরণ এর অভিযোগ।এক্স রে বিভাগেও গিয়ে দেখে নেওয়ার হুমকির অভিযোগও তার বিরুদ্ধে।পাশাপাশি বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের নামে ফোন করে হাসপাতালে দায়িত্বরত পুলিশ কে চাকরি খেয়ে নেওয়ার ও সাসপেন্ড করে দেওয়ার অভিযোগ উঠলো ওই যুবকের বিরুদ্ধে। ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। জানা গিয়েছে,, অনিক দাস নামে যুবকের বাড়ি সোনারপুর। ইতিমধ্যেই ওই যুবকের নামে বারুইপুর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও বিভাস সরদার পুলিশ কে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন।ঘটনায় রীতিমতো আতঙ্কিত হাসপাতালে দায়িত্ব রত অতিরিক্ত সুপার চিকিৎসক মানস গুপ্ত। তিনি বলেন, এবার কী আমাদের হাতে লাঠি থাকবে। আমরা নিরুপায় হয়ে যাচ্ছি।

বকেয়া প্রায় ৪০০ কোটি! অবস্থানে বিক্ষোভে ঠিকাদাররা।

2024-12-11

পশ্চিম মেদিনীপুর: গত ২০২১ সাল থেকে রাজ্য সরকার থেকে বকেয়া প্রায় ৪০০ কোটি টাকা পাচ্ছেন না পশ্চিম মেদিনীপুরের ঠিকাদার সমিতির সদস্যরা। এবার সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসল মঞ্চ বেঁধে। পাশাপাশি তারা ২০১৮ এর পর থেকে সরকারি বিভিন্ন প্রকল্পে টাকা বাড়ানোর দাবি তোলেন। এদিন শহরের শতাধিক ঠিকাদার এই অবস্থার মঞ্চে উপস্থিত হয়ে দুপুর তিনটে পর্যন্ত অবস্থান চালিয়ে যান। অবিলম্বে ২০২১ বিধানসভা ভোটে সিআরপিএফ ক্যাম্পের বকেয়া পেমেন্ট, ১০০ দিনের কাজের মাল সরবরাহের বকেয়া, পথশ্রী- ৩ এর বকেয়া পেমেন্ট সহ 'যশ' ঝড়ের বকেয়া পেমেন্টের দাবিতে এবার অবস্থান বিক্ষোভে বসলো পশ্চিম মেদিনীপুর ঠিকাদার সমিতির সদস্যরা। এইদিন রবীন্দ্রনগরে নিজের অফিসের সামনে মঞ্চ বেঁধে তারা অবস্থান বিক্ষোভ সামিল হয়। এইদিন মূলত 'ফেডারেশন অফ কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ' এর আহবানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্টাক্টরস অ্যাসোসিয়েশন উদ্যোগে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়।এই সমিতির ২০১৮ সালে পুরনো দরপত্র, বর্তমান বাজার দর অনুযায়ী পূর্ত ও সেচ দপ্তর ও সমস্ত সরকারি দপ্তরে সিডিউল অফ রেটস বৃদ্ধি হয়নি কেন তারও জবাব চাওয়া হয় এই অবস্থান বিক্ষোভ থেকে। এদিন এই অবস্থান-বিক্ষোভে নেতৃত্ব দেন কমিটির রাজ্যের জেনারেল সেক্রেটারি আশীষ কুমার ধর, জেলার জেলা সম্পাদক বানীব্রত সিনহা, সমিতির চেয়ারম্যান তাপস মান্না সহ সমস্ত ঠিকাদাররা।তাদের এদিন এও দাবি ছিল পঞ্চায়েতের কাজ, ইরিগেশন এর কাজ সহ প্রায় ৪০০ কোটি টাকা গত চার বছর ধরে তাদের বকেয়া রয়েছে তা পাওনা গন্ডায় মিটিয়ে দেওয়ার। তাদের দাবি এই অবস্থান বিক্ষোভের পর আগামী জানুয়ারি মাসে দীঘায় এক কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে।সেখানে তাদের দাবি-দাওয়ার ব্যাপারে যেমন আলাপ-আলোচনা হবে ঠিক তেমনি আন্দোলনের কর্মসূচি নিয়েও আলাপ আলোচনা হবে।আর তাতে উত্তর না বেরিয়ে হলে আগামী দিনে আন্দোলনের পটভূমিকা নেওয়া হবে ওই মঞ্চ থেকে। এই বিষয়ে এদিন আশীষ কুমার ধর বলেন, "রাজ্যের বিভিন্ন কাজ আমরা করে থাকি দীর্ঘদিন ধরে। কিন্তু ২০১৮ সালের পর থেকে আমাদের কাজের ক্ষেত্রে টাকা বাড়ানো হয়নি। এরই পাশাপাশি গত চার বছর ধরে বকেয়া টাকা দেয়নি রাজ্য সরকার। আমরা নিরুপায় হয়েই এই অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছি। আমরা চাইছি রাজ্য সরকার আমাদের টাকা পাওনা গন্ডায় যেন মিটিয়ে দেয়।"

সকাল হতেই দেখা গেল প্রকৃতির মুখ ভার, আকাশে দেখা গেল ঘন কুয়াশার ছায়া।

2024-12-10

সকাল হতেই দেখা গেল প্রকৃতির মুখ ভার, আকাশে দেখা গেল ঘন কুয়াশার ছায়া। চারিদিক ঘন কুয়াশার সাথে ভরা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে কুয়াশার ঘনত্ব। মঙ্গলবার সকাল ন'টা নাগাদ ময়ূরেশ্বর এলাকায় দেখা গেল রাস্তাঘাট ঘেড়ে রেখেছে ঘন কুয়াশায়। যার ফলে যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে, পাশাপাশি এই ঘন কুয়াশায় এবং প্রকৃতির মুখ ভারের ফলে কিছুটা হলেও শীত পড়েছে গোটা বীরভূম জুড়ে। সকালে নেই কোন সূর্যের দেখা যার ফলে সমগ্র ময়ূরেশ্বর এলাকা ঘিরে রেখেছে ঘন কুয়াশায়। তবে এই ঘন কুয়াশার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে পথ চলতি মানুষ থেকে শুরু করে সমগ্র যানবাহন চালকদের। ধীরগতিতে গাড়ি যাতায়াত হচ্ছে সাঁইথিয়া কাঁদি রাজ্য সড়ক হয়ে। মঙ্গলবার সকালে এমনই চিত্র ধরা পরল কোটাসুর বাজার সংলগ্ন এলাকায়।

শীতের ঝড়ো ব্যাটিং শুরু, জমজমাট ফুটবল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

2024-12-10

শীতের ঝড়ো ব্যাটিং শুরু, জমজমাট ফুটবল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শীতের ব্যাটিং শুরু, ডিসেম্বর মাসের শুরু থেকেই শীত তার ঝড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে। এদিন সকাল থেকেই গোটা শহর ছিল কুয়াশায় আবৃত। বাড়ির দরজা খুললে মনে হচ্ছে যেন এক টুকরো দার্জিলিং। শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ও এদিন যথেষ্ট কুয়াশার লক্ষ্য করা যায়। চলছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগের খেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে। এদিন এসএসবি মুখোমুখি হয়েছিল ডি এস ইউ এর। কনকনে ঠান্ডার সাথে কুয়াশা জমজমাট ফুটবল দেখতে দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করেছে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। কুয়াশার চাদরে আবৃত হয়ে পড়ে গোটা শহর। ডিসেম্বর মাসের শুরু থেকেই ঠান্ডায় মজেছে শহর শিলিগুড়ি।

ওয়েব সিরিজের জমানায় পুষ্পা 2 এর দৌলতে সিনেমা অভিমুখী দর্শক মহল

2024-12-10

ওয়েব সিরিজের জমানায় পুষ্পা 2 এর দৌলতে সিনেমা অভিমুখী দর্শক মহল শিলিগুড়ি :- ওয়েব সিরিজের জমানায় আবার পুষ্পা 2 দৌলাতে আবার সিনেমা হল অভিমুখী। বর্তমানে ওয়েব সিরিজের দিকেই মানুষের ঝোঁক বেশি। আগে এক সময় রমরমা থাকতো সিনেমা হল। বিভিন্ন সিনেমাগুলো রিলিজের দিন উপচে পড়তো সিনেমা হল গুলিতে মানুষের ভিড়। রীতিমতো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো। তবে কালের নিয়মে সবাই নিয়মে সমস্ত কিছুই যেন পাল্টে গেছে, ওয়েব সিরিজের দৌলতে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সিনেমা হল গুলিতে শো টাইম গুলি প্রায় ফাঁকাই থাকে। তবে দুর্দান্ত সাফল্য মিলেছে পুষপা টু, প্রায় এক সপ্তাহ ধরে এই সিনেমাটি রিলিজ হলেও এখনো কিন্তু প্রচুর মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখছেন। রীতিমতো নজর কেড়েছে মানুষের মনে জায়গা করে নিয়েছে পুষ্পা টু। শিলিগুড়ি নিউ সিনেমা প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে। প্রসঙ্গত সংশ্লিষ্ট সিনেমা হলের ম্যানেজার জানিয়েছেন, প্রথম দিন থেকে মানুষের ভালোই ছাড়া মিলেছে। চারটে শো টাইমে যথেষ্ট দর্শক আসছেন সিনেমাটি দেখতে।

শিলিগুড়িতে চলছে উত্তরবঙ্গ বইমেলা

2024-12-09

শিলিগুড়িতে চলছে উত্তরবঙ্গ বইমেলা শুরু হয়ে গেছে উত্তরের গর্ব উত্তরবঙ্গের বইমেলা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।এবারে এই বইমেলা ৪২ তম বর্ষে পদার্পণ করল। শুক্রবার দিন বইমেলা উপলক্ষে একটি পদযাত্রা বের হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। শনিবার দিন আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হয়। আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে বইমেলা। একাধিক নামকরা প্রকাশনী সংস্থার স্টল রয়েছে এই বই মেলাতে। প্রতিদিন দুপুর দুটোর থেকে রাত্রি নটা পর্যন্ত বইমেলা খোলা থাকছে।

আবারো ঘটলো সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনা! বাসের সাথে বাইকের সংঘর্ষ!

2024-12-09

আবারো ঘটলো সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনা! বাসের সাথে বাইকের সংঘর্ষ! চলে গেল একটি তরতাজা প্রাণ! একই রোডে বারবার দুর্ঘটনা! আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা! পথ দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার, বর্ধমান আরামবাগ রোডের গোপালপুর সংলগ্ন এলাকায়। বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়না থানা সহ ট্রাফিক পুলিশের বিশাল পুলিশ বাহিনী। বাইকে থাকা দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে একজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর একজন বাইক আরোহী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মৃত ব্যক্তির নাম রমজান আলী, বাড়ি রায়না এক ব্লকের শাকনাড়া এলাকায়। গুরুতর আহত ব্যক্তি হলেন, তুষার মন্ডল যার বাড়ি রায়না দুই ব্লকের মাধবদীহি থানার মেয়রে। ঘটনার দরুন যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। গত শুক্রবার ঠিক একই রোডে পথ দুর্ঘটনা ঘটে, যার দরুন মৃত্যু হয় মা ও সাত মাস বয়সের শিশু কন্যার, আবারো পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের। অনেকের দাবি বন্ধ করে দেওয়া হোক এই রোড। কেন নিয়ন্ত্রণে আসছে না নিত্যদিন যাতায়াত করা যানবাহনের গতি? প্রশ্ন সাধারণ মানুষের।

রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দেবে! বিষ্ফোরক দিলীপ ঘোষ।

2024-12-09

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর: বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের উপর, না হলে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা পিটিয়ে ঠান্ডা করে দেবে। বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি জায়গা ঘুরে সদস্যতা অভিযান করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফৌজিদের নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাকে। আজ তিনি নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি অঞ্চল সহ একাধিক এলাকায় বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানে নামেন। সেখান থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এক সময় আমরা আফগানিস্তানকে দেখেছি। সেখানে কি ধরনের উন্মাদনা হয়েছিল মৌলবাদের। তার পরিণামে সেই দেশটা প্রায় ২০-২৫ বছর পিছিয়ে গেছে। আজকে যেখানে বাংলাদেশের লোকেদের খাওয়া-দাওয়া কাজকর্ম নেই, চাকরি নেই। সেখানে কিছু মৌলবাদী লোক ভারত বিদ্বেষে নেমেছে। যে ভারতের উপর পুরোপুরি বাংলাদেশ নির্ভর। খাওয়া- পরা, থাকা জীবনযাত্রা থেকে ওষুধপত্র। মাথা খারাপ হলে এরকম করে লোকে। লাভটা কার হচ্ছে? ভারতের কি করতে পারবে ওরা? ভারতের যদি ইচ্ছে হয়, পুরো ব্লক করে দেয় তাহলে ওই দেশটা পুরো শুকিয়ে যাবে। খেতেও পাবে না। ওষুধও পাবে না। বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের প্রতি, আমরা চাইলে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দিবে।

চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়

2024-12-09

মালদা: চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়। এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতেনাতে পাকড়াও এক যুবক।ধৃত যুবককে ইংরেজবাজার থানার হাতে তুলে ওই মহিলা সহ স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরীর দোকানে ডালপুরি খাচ্ছিলেন। সেই সময় ও যুবক ওই মহিলার পুলিশকর্মীর পাশে এসে দাঁড়ায়। মহিলা পুলিশ কর্মী এর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা। প্রথমে ঐ যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে। এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানায় নিয়ে যায় বলে জানা যায়।

অবলুপ্তীর পথে এই সার্কাস,বর্তমান সার্কাস কে বাঁচিয়ে রাখতে বারুইপুর রাস মেলা মাঠে চলছে এন কে Rolex সার্কাস

2024-12-09

অবলুপ্তীর পথে এই সার্কাস,বর্তমান সার্কাস কে বাঁচিয়ে রাখতে বারুইপুর রাস মেলা মাঠে চলছে এন কে Rolex সার্কাস বাইজিদ মন্ডল বারুইপুর:• দক্ষিণ ২৪ পরগনার জেলার বারুইপুর রাস মাঠে বসেছে এন কে রোলেক্স সার্কাস।১৮৮০, তৎকালীন সময়ে দেশে সর্বপ্রথম সার্কাস অনুষ্ঠিত হয়েছিলো মহারাষ্ট্রের বোম্বে আজাদ ময়দানে।নাম ছিলো ইউরোপিয়ান সার্কাস। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই সার্কাস কে। এরপর প্রচুর নামজাদা সার্কাস কোম্পানী তৈরী হয় দেশের বিভিন্ন প্রান্তে। একদা বাঘ,সিংহ,হাতি ঘোড়া,কুকুর সহ বিভিন্ন জীবজন্তুর খেলা দেখা যেতো সার্কাসে।বর্তমানে বিভিন্ন আইন প্রনয়নের জন্য সেই জৌলুস হারিয়েছে সার্কাস গুলো।তবে সার্কাসের একেবারেই মরণাপন্ন নয়। আজও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন নামীদামী সার্কাস। তবে সেখানেও বেশকিছু সরকারী বিধি নিষেধ মেনেই চলতে হয়।এই সার্কাসের উপর বহু পরিবার নির্ভরশীল।এক সময় সার্কাস দেখতে মানুষের ভীড় উপচে পড়তো। এমন কি সিনেমা হলের মতোই টিকিটের কালোবাজারি চলতো রমরমা,আজ যেন অমলিন, হারিয়ে যেতে বসেছে। বর্তমান যা পরিস্থিতি বিভিন্ন সার্কাস মালিকরা চিন্তিত আগামী ভবিষ্যত নিয়ে।তাঁদের আবার কেউ কেউ দাবী তুলেছেন রাজ্য কিংবা কেন্দ্র সরকার সার্কাস কে বাঁচিয়ে রাখার উদ্যোগ না নিলে ভবিষ্যতে হারিয়ে যাবে। সার্কাস কি? তা আগামী প্রজন্ম জানতেই পারবে না।বর্তমানে সার্কাস কে বাঁচিয়ে রেখে বিভিন্ন জিম্যাস্টিকের উপর ভর করেই মূলত বেঁচে রয়েছে সার্কাস। শীতের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর রাস মাঠে বসেছে এন কে রোলেক্স সার্কাস।

আল মোস্তাফা ফাউন্ডেশন এর উদ্যোগে স্বাস্থ্য শিবির মোথাবাড়ীতে

2024-12-08

নাজমুস সাহাদাত, মোথাবাড়ী: "আল মোস্তফা ফাউন্ডেশন" এর উদ্যোগে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোথাবাড়ীর গঙ্গাপ্রসাদ ও ধুলাউড়ি কলোনি এলাকার রুগীদের জন্যে বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করেন। এদিনের বিনামূল্যে চিকিৎসা শিবির মূলত শিশুরোগ ও দন্তরোগ সমস্যার রুগীদের জন্যে। চিকিৎসক হিসেবে ছিলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ সালিম ইউসুফ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা সিদ্দিকা। এছাড়াও এদিনের শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদ এর পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ সেখ, এজিজেএস হাই মাদ্রাসার সম্পাদক মামুন সেখ, আল মোস্তাফা ফাউন্ডেশনের সভাপতি গোলাম সামদানী, সম্পাদক মুহাম্মদ হাবিল, সারফারাজ আলাম, মোসারফ হোসেন, ফরিদ আনওয়ার, মুরসালিম সেখ ছাড়াও অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, প্রতিবছর এই আল মোস্তাফা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা ছাড়াও এবছরের ভূতনির গঙ্গা ভাঙ্গনে বন্যায় কবলিত দুর্যোগে বিপদগ্রস্ত মানুষদের জন্যে খাদ্য সামগ্রী নিয়ে বরাবর পাশে দাঁড়িয়েছেন এই মোস্তফা ফাউন্ডেশন। এছাড়াও বহু সমাজ সেবামূলক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। মোস্তাফা ফাউন্ডেশনের পক্ষে সারফারাজ আলাম বলেন, আজকে একটি বিনামূল্যে চিকিৎসা শিবির করা হল। এই শিবিরে শিশু সহ পুরুষ ও মহিলা রুগীদের ভালোই সাড়া আমরা দেখতে পেয়েছি। এর আগেও আমরা চিকিৎসা শিবির ও ওষুধ বিতরণ ক্যাম্প করেছি এবং আগামীতে একটি বড়ো ক্যাম্পের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনও অনেক পরিবার রয়েছে যারা অসুস্থ হলে ডাক্তার ফিজের অভাবে তারা শরীরের রোগ অসুস্থতা দেখাতে পারেন না। তাদের পাশে আমাদের ফাউন্ডেশন সবসময় রয়েছে। আমাদের ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য হল শিক্ষামূলক সেমিনার, মেধা যাচাই পরিক্ষা ও পুরস্কার বিতরণী, পিছিয়ে সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আল মোস্তাফা ফাউন্ডেশনের যোদ্ধারা।

রাতের অন্ধকারে দূর সাহসিক চুরি, রাধা মাধবের মন্দিরে

2024-12-07

রাতের অন্ধকারে দূর সাহসিক চুরি, রাধা মাধবের মন্দিরে। বীরভূমের মাড়গ্রাম থানার বিষ্ণুপুর পঞ্চায়েতের বসোয়া বাজারপাড়ার আনুমানিক ২০০ বছরের পুরনো রাধামাধবের মন্দিরে চুরি হয়ে যায় গতকাল গভীর রাতে। সকালে ঘুম থেকে উঠে প্রত্যক্ষদর্শিত দেখতে পাই যে মন্দিরে চুরি হয়ে যায় এরপর তিনি পুলিশের খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌছাই এবং কে বা কারা চুরি করেছে তার তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ। জানা যায় যে প্রায় অলংকার ধরে তিন থেকে চার লাখ টাকার চুরি হয়েছে এই প্রাচীন মন্দির থেকে।

কুয়াশায় আবৃত , ভরপুর শীতের আমেজ অনুভূত শহর শিলিগুড়িতে

2024-12-07

শিলিগুড়ি ডিসেম্বর মাস পরে গেল সেই ভাবে ঠান্ডা পরছিল না । আক্ষেপ ছিল শিলিগুড়ি বাসির, তবে সেই আক্ষেপ মিটেছে। গতকাল রাতের থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করেছে, পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। সকাল থেকেই ছিল কুয়াশার দাপট শহর জুড়ে, ঘন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না সকালের দিকে। তবে বেলা বাড়লেও রোদের দেখা সেই ভাবে মেলেনি। শীতের আমেজ ভরপুর অনুভূত হচ্ছে। সকাল থেকেই পথ চলতি মানুষদের রীতিমতো গরম পোশাক পরে বের হতে হয়েছে।

পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় পাঠরত ছাত্রীদেরজন্য শিক্ষামূলক ভ্রমনের আয়োজন করাহয়।

2024-12-07

পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় পাঠরত ছাত্রীদেরজন্য শিক্ষামূলক ভ্রমনের আয়োজন করাহয়। বগাফা কেন্দ্রীয় বিদ্যালয় পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রূপান্তরিত হবারপর শিক্ষার অনেকটা মান উন্নয়নহয়েছে। এরইমধ্যে বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান উন্নয়নে বিদ্যালয়ের প্রিন্সিপল রাজেশ মিনার উদ্দ্যোগে এক শিক্ষামূলক ভ্রমনের আয়োজনকরাহয়। পুথিগত ঞ্জান অর্জনের পাশাপাশি বিঞ্জানের বিভিন্ন দিকগুলোর ঞ্জান অর্জনের জন্য আজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরনিয়ে উদয়পুর সাইন্স সিটি ভ্রমনের আয়োজন করাহয়। এই শিক্ষামূলক ভ্রমনের বিভিন্ন দিকগুলোসম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান বিদ্যালয়ের প্রিন্সিপল রাজেশ মিনা ও ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীরা জানায় এই ভ্রমনে ঞ্জান অর্জনের পাশাপাশি সকলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে। পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফার উদ্দ্যোগে আয়োজিত আজকের শিক্ষামূলক ভ্রমনে অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

মনোকামনা মন্দিরে ভগবান রামের স্থাপনা হলো আজ।

2024-12-07

মনোকামনা মন্দিরে ভগবান রামের স্থাপনা, পুজো পাঠের আয়োজন শিলিগুড়ি :- মনোকামনা মন্দিরে ভগবান রামের স্থাপনা হলো আজ। শিলিগুড়ি পুরো নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে অন্তর্গত এই রাম মন্দির। ডিসেম্বর মাসে 2 তারিখ থেকে শুরু হয়েছে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। কলস যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চারদিন ধরে চলে পূজা পাঠ, আজ অর্থাৎ শুক্রবার 6 ডিসেম্বর ভগবান রামের স্থাপনা করা হলো। পাশাপাশি যজ্ঞের আয়োজন করা হয়। সকাল থেকে প্রচুর ভক্তরা উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট অনুষ্ঠানে। ভক্তদের জন্য ভোট প্রসাদেরও ব্যবস্থা ছিল। এছাড়া এছাড়া সীতা, লক্ষণ, বজরংবালি হনুমানজি, মা দুর্গা স্থাপনা হল এই মন্দিরে। সংশ্লিষ্ট মন্দির কমিটির তরফ থেকে একটি নিঃসুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন স্থানীয় তৃণমূল নেতা রাজিব মন্ডল।

2024-12-07

বিভিন্ন কাজের টেন্ডার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালেন স্থানীয় তৃণমূল নেতা রাজিব মন্ডল। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পুজা হাঁসদার বিরুদ্ধেই একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষনের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা। শুক্রবার দুপুরে মালদা জেলাশাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মন্ডল। বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন। স্থানীয় ওই তৃণমূল নেতা রাজীব মন্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন। নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন । বারবার নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বাতিল করা হচ্ছে । বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতে কোনরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এসব বিষয়ের এদিন জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান পূজা হাঁসদা অবশ্যই এব্যাপারে কোনরকম মন্তব্য করেন নি।

উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা! বইমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন

2024-12-07

উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা! বইমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন শিলিগুড়ি :- উত্তরের গর্ব উত্তরবঙ্গের বই মেলা, ৪২ তম উত্তরবঙ্গ বইমেলা উপলক্ষে এদিন একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন দুপুরে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের নিকট থেকে একটি শোভা যাত্রার আয়োজন করা হয় উত্তরবঙ্গ বইমেলা উপলক্ষে। সংশ্লিষ্ট শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি, পুরো নিগমের মেয়র গৌতম দেব এছাড়া আরো অনেকেই। পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এবারে এই উত্তরবঙ্গ বইমেলা ৪২ তম বর্ষে পদার্পণ করছে। প্রতিবছর শীতের শুরুতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এর মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা। উত্তরবঙ্গ বইমেলায় প্রচুর বইপ্রেমী মানুষ এসে থাকেন। এবারও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে উত্তরের গর্ব উত্তরবঙ্গ বইমেলা। আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা, এবারও থাকছে বিভিন্ন প্রকাশনী সংস্থার বই।

"শ্রেষ্ঠ পুরুষ ২০২৪" সম্মানে সম্মানিত হলেন কালিয়াচকের হাজিরুল ইবকার

2024-12-06

নাজমুস সাহাদাত, কালিয়াচক: কালিয়াচকের চিকিৎসক ডা: হাজিরুল ইবকার সমাজ উন্নয়নে বিশেষ অবদানের জন্য "শ্রেষ্ঠ পুরুষ" ২০২৪ সম্মানে সম্মানিত হলেন কলকাতার সাইনসিটি হল এ। বিভিন্ন সমাজ মূলক কাজে মোট ২০জন ব্যক্তিত্বকে শ্রেষ্ঠ পুরুষ সম্মানে সম্মানিত করা হয়। চিকিৎসার পাশাপাশি, দীর্ঘ প্রায় কুড়ি বছর সমাজ উন্নয়নে নানান ভূমিকায় তার কর্মযজ্ঞ চলছে। ক্রমশ তার সেবামূলক কর্মযজ্ঞের ব্যাপ্তি ঘটে চলেছে। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি, কুসংস্কার মুক্ত সমাজ, রক্ত সংকটমোচনে অগ্রণী ভূমিকায়, দুস্থ রোগীদের অবিচল সাহায্যের হাত, ছাত্র-ছাত্রীদের অর্থ সাহায্য, শিক্ষার প্রসার ও মান উন্নয়নে এবং বাল্যবিবাহ রোধে নিরলস কাজ করে চলেছেন তিনি। কে এই ডা: হাজিরুল ইবকার? তিনি রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াগ্রামের মাটি তার জন্মস্থান, বর্তমানে কালিকাপুর সন্নিকটে বসবাসের আর এক ঠিকানা। গ্রাম পঞ্চায়েত মেডিকেল অফিসার হিসেবে সদ্য রাজনগর থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি গ্রাম পঞ্চায়েত মেডিকেল অফিসারস এসোসিয়েশনের প্রাক্তন রাজ্য সভাপতি। দীর্ঘকাল ধরেই কালিয়াচকের সকল চিকিৎসকদের ধরে রেখেছেন ডক্টরস ক্লাব নামক ছাতার তলায়। "হিলফুল ফুজুল" নামক আর একটি সংগঠনের মাধ্যমে বছর ভর নানান কর্মসূচির মাধ্যমে মানুষের সেবায় আপ্রাণ নিয়োজিত। কালিয়াচক কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করে চলেছেন দীর্ঘকাল ধরেই। বাল্যবিবাহ রোধে নিয়মিত প্রচারের পাশাপাশি সর্বত্র সজাগ দৃষ্টি ও নেশা মুক্ত সমাজ গড়তে নিরলস প্রচেষ্টা অব্যাহত। প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারি কর্মসূচি রূপায়ণে এক অনন্য ভূমিকায় শিক্ষার অগ্রসর, কুসংস্কার মুক্ত সমাজ ও শান্তির বাতাবরণের আবেদন তার পক্ষ থেকে সর্বদা এবং সর্বত্র দেখা যায়। তাই সমাজ সেবায় তিনি পুরস্কৃত ও সম্মানিত হলেন রাজ্যের একজন অন্যতম পুরুষ হিসেবে কলকাতার সায়েন্সসিটি হলএ। ডাক্তারবাবুর কাছে বিভিন্ন সমস্যায় নিয়মিত নিষ্কৃতি পান এলাকার বহু মানুষ। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার বহুল খরচ জনিত সমস্যায় সর্বদা থাকেন মানুষের সাথে মানুষের পাশে। হয়তো এমন দিন নেই যে ৫-১০ জন মানুষ তার কাছে উপকৃত হননি বা সাহায্য পাননি। ধারাবাহিকভাবে প্রতিবছর মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকেছেন ক্রাতা হিসেবে, দুস্থ রোগীদের সাহায্যের হাত ক্রমশ বাড়ছে। মারন রোগগুলি থেকে মুক্তি পেতে লাগাতার সচেতনতা মূলক প্রচার অনুষ্ঠান করে চলেছেন। সুস্থ সমাজ গড়তে ও শিক্ষার প্রসার ঘটাতে নিরন্তর মানুষের সাথে, মানুষের পাশে। তার জীবনের নিত্য সঙ্গী তানিয়া রহমত তিনিও সমাজসেবা ও শিক্ষার প্রসারে নিজেকে উজাড় করে চলেছেন। ধারাবাহিকভাবে তিনিও নানান পুরস্কার ও সম্মানে সম্মানিত। ডাক্তারবাবুর বড় কন্যা আলিশা ইবকার আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা এবং কমনওয়েলথ স্কলার। বর্তমানে সে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে গবেষণারত। ছোট কন্যা আলিফিয়া ইবকার ভূগর্ভস্থ জল গবেষণায় বর্তমানে আমেরিকার নিউ জার্সিতে। সত্যিই কালিয়াচকের মাটিতে এক অনন্য গর্বের পরিবার। চিকিৎসক হাজিরুল ইবকার বলেন, মানবিক দৃষ্টিতেই সেবামূলক কাজগুলো দীর্ঘদিন ধরেই করে গেছি নিরন্তর। সমাজ বা রাষ্ট্রের প্রতি দায়িত্ব বা কর্তব্যবোধ থেকেই এই অনুপ্রেরণা। নিয়মমাফিক বছর ভর এই কাজগুলো করা ভীষণ কঠিন। তবুও করে গেছি এবং করে যাচ্ছি। শত শত মানুষ আছেন যারা কখনো দৈহিকভাবে, কখনো মানসিকভাবে, আবার কখনো আর্থিক সাহায্য নিয়ে হাত বাড়িয়েছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। পুরস্কার বা সম্মাননার প্রত্যাশী কখনোই ছিলাম না। আজ এই পুরস্কার পেয়ে নিশ্চয়ই গর্বিত ও আনন্দিত। তবে মানুষের মধ্যে থাকা ও মানুষের পাশে থাকার অনুভূতি অবশ্যই আলাদা। মানুষের শুভেচ্ছা ও ভালোবাসা আনুষ্ঠানিক এই পুরস্কার গুলো থেকে অবশ্যই বহু মূল্যবান।

বিশ্বভারতীর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সহ ও স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক সুনিত কুমার প্রয়াত।

2024-12-05

বিশ্বভারতীর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সহ ও স্বর্ণপদক প্রাপ্ত অধ্যাপক সুনিত কুমার প্রয়াত। বিশ্বভারতীর তিব্বতিয়ান ভাষার প্রতিষ্ঠাতা, বৌদ্ধ পন্ডিত নামে খ্যাত তথাপি রাষ্ট্রপতি পুরষ্কারসহ স্বর্ণপদক প্রাপ্ত, প্রায় ৯ টি ভাষায় প্রবন্ধ লেখায় যিনি পারদর্শী ছিলেন,অধ্যাপক সুনীতিকুমার পাঠকের অকাল প্রয়াণ মৃত্যুকালে তার বয়স-১০১ বছর। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে অধ্যাপক সুনীত কুমার পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানাতে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। আজকে প্রয়াত অধ্যাপকের বিশ্বভারতী বাড়িতে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করলেন কাজল শেখ। এছাড়া অধ্যাপকের বাড়িতে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন সহ অন্যান্য বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মীবৃন্দ। একটা পন্ডিত যুগের অবসান হলো। ভাষা চর্চার জগতে অধ্যাপকের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে বিশ্বভারতী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকার সর্বধর্ম মিলিত হয়ে আশাপুর রাস যাত্রা মহামিলন উৎসবে গা শিউরে ওঠার মতো জীবন্ত মানুষ দারা পরিচালিত ভূতের অভিনয়

2024-12-05

এলাকার সর্বধর্ম মিলিত হয়ে আশাপুর রাস যাত্রা মহামিলন উৎসবে গা শিউরে ওঠার মতো জীবন্ত মানুষ দারা পরিচালিত ভূতের অভিনয় বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- রাজ্যের একাধিক জেলায় রাস উৎসব ঘিরে এখন উৎসবের আমেজ। সনাতনী ধর্মাবলম্বী মানুষদের মধ্যে রাস উৎসবের জনপ্রিয়তা রয়েছে। রাস উৎসব দেখার জন্য অনেকের মনেই আগ্রহ বেড়েছে ।মেলা হল যখন একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয়। মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয়।মেলার আক্ষরিক অর্থ মিলন,আর সেই মহামিলন উৎসব উপলক্ষ করে ২২ দিন ব্যাপী আশাপুর সার্বজনীন রাস যাত্রা মহামিলন উৎসব ২৫ তম বর্ষ ২৪ শে নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। এই রাস মেলা তে এখানে বিশেষ আকর্ষণীয় হচ্ছে জীবন্ত মানুষ দারা পরিচালিত গা শিউরে ওঠার মতো শিল্পীদের নিয়ে ভূতের অভিনয়। গ্রামীণ মৃৎশিল্প দের হাতের তৈরি জিনিস গুলো,বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশি জনপ্রিয় ও মেলার আরেক আকর্ষণ করে তোলে। এদিন এই ঐতিহ্যবাহী রাস মেলা উৎসব এ এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

গোটা বছরের মধ্যে শীতের সময় দার্জিলিং ও সিকিমে পর্যটকদের ঢল নামে।

2024-12-04

শীতের সময় দার্জিলিং সিকিমে বেড়াতে ভালোবাসেন পর্যটকরা। গোটা বছরের মধ্যে শীতের সময় দার্জিলিং ও সিকিমে পর্যটকদের ঢল নামে। তবে রাস্তা খারাপ রাখার জন্য কিছুদিন বন্ধ ছিল নর্থ সিকিম, সম্প্রতি খুলে গেছে নর্থ সিকিম। শিলিগুড়ির প্রধান নগর সংলগ্ন এস এন টি বাসস্ট্যান্ড থেকে সিকিম অভিমুখী বাস যায়। অনেকেই বাসে করে এই বাস স্ট্যান্ড থেকে সিকিম অভিমুখে যাত্রা করেন। শীতের সময় পর্যটকরা দার্জিলিং ও সিকিম বেড়াতে ভালো বাসেন। শীতের মুহূর্ত গুলি অনেকেই পাহাড়ের উপভোগ করতে চান। সংশ্লিষ্ট বাসস্ট্যান্ডের ড্রাইভার ও কন্টাকটাররা জানিয়েছেন নর্থ সিকিম যাওয়ার রাস্তা সম্প্রতি খুলে গেছে সেই  কারণে মোটামুটি পর্যটকরা যাচ্ছেন।

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা

2024-12-04

কেশপুর কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত ছাত্র কেশপুর, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের কেশপুর কলেজে শাসক দলের ছাত্র সংগঠনের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো কলেজ চলাকালীন সোমবার বিকেলে। কলেজের ভেতরেই বাঁশ লাঠি নিয়ে একে অপরকে মারধরের ঘটনায় রক্তাক্ত হলেন কয়েকজন ছাত্র। যাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে সেখানে হাজির হয় কেশপুর ও আনন্দপুর থানার পুলিশ। এই ঘটনায় কলেজের পক্ষ থেকে এফআইআর করেছেন প্রিন্সিপাল। ঘটনায় একটি গোষ্ঠী অভিযোগ করেছেন অপর গোষ্ঠীর বিরুদ্ধে ৷ প্রিন্সিপালের দাবি- “বাইরে থেকে কয়েকজন এসে কোদাল দিয়ে কলেজের গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছিল৷ তারপর সংঘর্ষ। আমি কড়া ব্যাবস্থা নিতে অনুরোধ করেছি পুলিসকে। গত কয়েকদিন ধরেই কেশপুর কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, সেই কারণেই নাকি নবীন বরণ অনুষ্ঠানের বিশাল আয়োজন বাতিল করা হয়। তারপরেও অভ্যন্তরীণ উত্তপ্ত পরিস্থিতি ছিলই। এর মাঝে সোমবার বিকেলে হঠাৎ কলেজ চলাকালীন কলেজের ভেতরে একদল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। লাঠি-সোটা নিয়ে একে অপরকে মারধর হয় কলেজ চত্বরে। ঘটনায় প্রায় পাঁচ জন কম বেশি আহত হয়। তবে তাদের মধ্যে এক প্রথম বর্ষের ছাত্রের কানের অনেকটা অংশ কেটে যাওয়ায় রক্তাক্ত অবস্থায় কেশপুর হাসপাতাল থেকে রেফার করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেখ আসাদুল্লা নামে ওই ছাত্র মেদিনীপুর হাসপাতালে বলেন- কলেজের রাজনীতির সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নয়। আমি ক্রিকেট খেলার পর প্রিন্সিপালের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখনই কয়েকজন সেখানে অতর্কিত মারধর শুরু করে দেয়। ওদের দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট চলছিল। আমাকে মাঝখানে প্রচন্ডভাবে মারপিট করে দেয় ওরা। ওদের এই রাজনীতির সঙ্গে কোনোভাবেই আমি জড়িত নই। কলেজের অপর একছত্র একই দাবী করে বলেন- তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হচ্ছিল। আমরা খেলার শেষে প্রিন্সিপালের রুমের সামনে আইডেন্টি কার্ড আনতে গিয়েছিলাম। তখনই এই সংঘর্ষ শুরু হয়ে যায়। বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। তবে বাইরে থেকে বেশকিছু লোকজন ঢুকে এই সংঘর্ষ করেছে ঘটনার পরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে সেখানে ছুটে আসে কেশপুর ও আনন্দপুর থানার পুলিশ। ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনীর মোতায়েন করে দেওয়া হয়। সংঘর্ষ স্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কলেজের প্রিন্সিপাল দীপক কুমার ভূঁইয়া বলেন- আমি বাইরের কাউকে কখনো ভেতরে অনুমতি দিইনা৷ আমি ক্লাস চলাকালীন দেখতে পেলাম বাইরে থেকে কয়েকজন কোদাল দিয়ে কলেজ গেটের তালা ভেঙে ভিতরে ঢুকেছিল। সে সময় পুলিশ নিরাপত্তা রক্ষী সবই ছিল। তারপরেও এই ঘটনা ঘটলো। এই ঘটনা কাঙ্ক্ষিত নয়। পুলিশের কাছে এফআইআর করা হচ্ছে। কড়া ব্যবস্থা নিতে অনুরোধ করেছে পুলিশকে। সিসিটিভি ফুটেজ হ্যান্ডওভার করে দেওয়া হচ্ছে পুলিশকে।

২রা ডিসেম্বর উদ্বোধন হয়ে গেলো ২দিন ব্যাপী প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগার মেলা ২০২৪।

2024-12-04

২রা ডিসেম্বর উদ্বোধন হয়ে গেলো ২দিন ব্যাপী প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগার মেলা ২০২৪। এদিন বিভিন্ন বিষয়ে বিশিষ্ট ৩৬ জনকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন উচ্চপদাধিকারিক ব্যক্তিবর্গ, আইএএস সংঘমিত্রা ঘোষ সহ প্রমুখ। সকলেই একটা বার্তা দিলেন এখান থেকে যে আজ কেউই বিশিষ্ট ক্ষমতাসম্পন্ন বলে কম কিছু নয় । তারা যথেষ্ট কৃতিত্ব বলেই তাদের আজ রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এভাবেই পাশে থেকে আরো এগিয়ে যেতে হবে সকলকে।

রাম মন্দির উদ্বোধন ,চলছে রামায়ণ পাঠ সহ বিভিন্ন অনুষ্ঠান

2024-12-04

শিলিগুড়ি পুরো নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান চলছে। গতকাল অর্থাৎ সোমবার থেকে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠান চলবে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন কর্মসূচি রয়েছে, এদিন রামায়ণ পাঠ অনুষ্ঠিত হয়। এই কটা দিন রয়েছে আগত ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা। আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠান সমাপ্ত হবে। সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে গত দুই ডিসেম্বর শুরু হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠান চলবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত। পুজো পাঠের আয়োজন করা হয়েছে এছাড়া আগত ভক্তদের জন্য থাকতে প্রসাদের ব্যবস্থা। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় আনন্দের বাতাবরণ।

স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল মালদহে।

2024-12-04

মালদা :- স্কুলে স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হল মালদহে। নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্কুলস্তরের পড়ুয়াদের শুধুমাত্র নম্বরভিত্তিক অগ্রগতি বিচার্য হবে না। বরং দেখা হবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি তাঁদের ব্যবহার, আচার-আচরণ, খেলাধুলা, মানসিকতা প্রভৃতি বিভিন্ন বিষয়ের উন্নয়ন। নতুন এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কার্যকারিতা কি হবে এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সচেতন করতে মালদহে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের উদ্যোগে কর্মশালা হল মঙ্গলবার। মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লা মঞ্চে এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক বিশ্বজিৎ দাস, মালদহের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্যরা। জেলার পাঁচশোর বেশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকরা এই কর্মশালায় যোগ দেন।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে দিলীপ

2024-12-04

গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১, ২ ও ৩ নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। সেই অভিযানে অংশগ্রহণ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, বিজেপির নিজস্ব সংবিধান মেনে প্রতি ৬ বছর ছাড়া আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এবারও তার অন্যথা হয়নি, শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। তিনি আরো জানান নরেন্দ্র মোদির আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানের মতো উন্নতশীল দেশের সাথে তুলনা করা হয়। তাই বিজেপির সদস্য হওয়া আপনার কাছে গর্বের। বিজেপির সদস্য আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে। সারা পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি। এদিন তিনি গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা করেন আলু বীজ মার্কেটে সকল ব্যবসায়ী ও চাষীদের সাথে কথা বলেন পথ চলতি মানুষের সাথে। সকলকে আবেদন করেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিয়ে বিজেপির সদস্য হতে। ঘুরে দেখেন গড়বেতা ২ নম্বর ব্লকের গোয়ালতোড় বাজারও। সবশেষে গড়বেতা এক নম্বর ব্লকে একটি পথসভা ও মিছিল করেন এবং তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির হাত শক্ত করতে সকল গড়বেতাবাসীকে এক হয়ে বিজেপির সদস্য হতে আবেদন করেন। তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী বাংলাদেশ শরণার্থীর নামে রোহিঙ্গা নিয়েছে পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা প্রদেশ বানাতে চাইছে। বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে দেশে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয় সেই দেশের আইন শৃঙ্খলা কতটা ভয়াবহ সে কথা অনুমেয়। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। বাংলাদেশের সর্বনাশ আসন্ন।

আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক অফিসের সামনে জমায়েত গ্রামবাসীদের

2024-12-03

আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক অফিসের সামনে জমায়েত গ্রামবাসীদের। বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের সাধারণ মানুষ বাড়ি না পাওয়ার অভিযোগে বিডিও অফিসের সামনে উপস্থিত হন আজ। তাদের অভিযোগ যে, আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে তাদের। অনেকের মাটির বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পায়নি, অন্যদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও বেশ কিছু ব্যক্তির নাম আবাস যোজনার মধ্যে এসেছে, ফলে যে যারা স্কুটিনি করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয় পরিজনদের নামে এই আবাস যোজনার নাম তালিকায় নথিভুক্ত করেছেন তারা। এছাড়াও কেউবা আবার বলছেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এই চক্রান্তের আঙুল উঠছে পুরো পুরি শাসক দলের দিকে। তবে আজ দাসপলসা অঞ্চলের রাধানগর গ্রামের প্রায় ৯৩ জন মানুষ আবাস তালিকায় নাম নথিভুক্ত করতে ময়ূরেশ্বর ব্লক অফিসে এসে বাড়ির ছবি সহ কাগজ জমা করলেন। এ বিষয়ে বিজেপির রাজ্য সহ-সভাপতি শ্যামাপদ মন্ডল জানান "অফিসারদের ভয় দেখিয়ে হোক বা টাকার বিনিময় হোক বিজেপি যারা করে তাদের নামগুলো বাদ দেওয়া করিয়াছে।" অপরদিকে তৃণমূলের ব্লক সভাপতি প্রমোদ রায় জানান "আমাদের কোন লিডার বা নেতৃত্ব তদন্তকারী দলের সাথে তো যায়নি, তাহলে কারা বিজেপি বা কারা অন্য দল করছে তাহলে তাদের নাম কিভাবে বাদ যাবে।" এ বিষয়ে ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা জানিয়েছেন, "উনারা দরখাস্ত করেছেন আমরা দরখাস্ত গ্রহণ করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তারা যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো তদন্ত করে দেখা হবে, তারা যদি অরিজিনালি প্রাপক হয় তাহলে তারা আবার তালিকায় নাম নথিভুক্ত হবে।

শীতে মুড অন করতে চায়ের জুড়ি মেলা ভার

2024-12-02

শীতকালে চায়ের কদর বেড়ে যায়, চা পিপাসুদের তো বটেই যা যারা চা খুব একটা সচরাচর পছন্দ করেন না তাদেরও শীতে চায়ের জুড়ি মেলা ভার। প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচতে এক কাপ চা ভরসা হয়ে ওঠে। দার্জিলিং এর কোলে ঘেসাসহ শিলিগুড়িতে সারা বছরই চায়ের কদর থাকে তবে শীতের সময় যেন সেই চায়ের কদর আরো বেড়ে যায়। পড়তেই চায়ের দোকানগুলিতে ব্যস্ততা বেড়ে যায়। ডিসেম্বর জানুয়ারিতে সে ব্যস্ততা তুঙ্গে পৌঁছায়, কারণ সেই সময় শিলিগুড়িতে যথেষ্ট ঠান্ডা থাকে। শীতে মুড অন করতে চায় জুড়ি মেলা ভার। ইতিমধ্যে ডিসেম্বর মাস পরে গেছে, ধীরে ধীরে হিমেল হাওয়া ঢুকতে শুরু করেছে শহরে। লক্ষ্য করা যাচ্ছে চায়ের দোকানগুলিতে চা পিপাসুদের ভিড় বাড়ছে। চায়ের প্রকারভেদ বেড়েছে, গ্রিন টি, মালাই চা, মসলা চা, আরো কত কি? কারো পছন্দ গ্রিন টি কারো বা মালাই কারো বা মসলা চা। তবে শীতে প্রচন্ড ঠান্ডা থেকে একটু উষ্ণতার খোঁজে চায়ের কোন বিকল্প নেই। চায়ের কাপে চুমুক দিয়ে শীতের দুপুরে কিংবা বিকেলে আড্ডা যেন আরো জমজমাট হয়ে ওঠে।

দার্জিলিংয়ের কমলালেবু শিলিগুড়িতে, দাম কত?

2024-12-02

শিলিগুড়ি :- দার্জিলিংয়ের কমলালেবু শিলিগুড়িতে। প্রতিবছর শীতের শুরুতে দার্জিলিংয়ের কমলালেবু পৌঁছে যায় শিলিগুড়িতে। দার্জিলিংয়ের কমলালেবুর বিশেষ সুখ্যাতি রয়েছে। শিলিগুড়ির বাজারে এ কমলালেবুর যথেষ্ট চাহিদা থাকে প্রতি বছর। এ বছরও রয়েছে চাহিদা। শিলিগুড়ির বিধান মার্কেটের ক্ষুদিরাম পল্লী বাজারের বিভিন্ন ফলের দোকানগুলিতে বিক্রি হচ্ছে দার্জিলিংয়ের কমলালেবু। তবে দামটা একটু বেশি কোথাও ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে কিলো প্রতি কোথাও বা দেড়শ টাকা। কোথাও ১৩০ টাকা কিলো প্রতি। এই প্রসঙ্গে বিক্রেতারা জানিয়েছেন যে এবার সেই মতো ফলন হয়নি সেই কারণে দার্জিলিংয়ের কমলালেবুর দাম বেশি। দাম বেশি হলেও ক্রেতারা নিচ্ছেন কমলালেবু।

অপরাজিতা বিল পাশের দাবিতে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ।

2024-12-01

পশ্চিম মেদিনীপুর: রাজ্যজুড়ে অপরাজিতা বিল পাস করতে হবে এই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকে পথে বসে বিক্ষোভ দেখালো মহিলাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা। অপরাজিতা বিল পাস এবং তা আইন পরিণত করা হচ্ছে না কেন্দ্র সরকারের তরফে, সেই দাবিতে বিক্ষোভ দেখিয়ে তৃণমূলের ব্লকে ব্লকে প্রতিবাদ জনসভা আয়োজিত হল রবিবার। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শুদ্ধ মেদিনীপুরের বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা। অপরাজিতা বিল পাস না করার জন্য রাজ্যপাল ও রাষ্ট্রপতি কোন পদক্ষেপ নিচ্ছেন না কেন সে বিষয়েও সন্ধিহান প্রকাশ করেন।

পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন দক্ষিন ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানে সাংগঠনিক আলোচনার সভা অনুষ্ঠিত হয় শেহড়দা জামিয়া কোরানিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণ

2024-12-01

পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন দক্ষিন ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানে সাংগঠনিক আলোচনার সভা অনুষ্ঠিত হয় শেহড়দা জামিয়া কোরানিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ ২৪ পরগনা জেলা সাংগঠনিক এর উদ্যোগে বিভিন্ন সরকারি অনুমোদিত মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও উন্নয়নের লক্ষ্যে শেহরদা জামিয়া কোরোনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এম এস কে, এস এস কে সহ আরও অন্যান্য বিভিন্ন সরকারি অনুমোদিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত নানান সমস্যার সুষ্ঠ সমাধানের লক্ষ্যে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য সেনাপতি সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কে পাথেও করে তৃণমূল কংগ্রেসের ঊর্ধতর নেতৃত্বের নির্দেশ মত পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার সাংগঠনিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন শেহড়দা জামিয়া কোরানিয়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তথা মুখ্য উপদেষ্টা পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন মনিরুল মোল্লা,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সৈয়দ জাহির হোসেন, পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও আহ্বায়ক নুরুল হক, সপ্তগ্রাম সিনিয়ার মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত আব্দুল কাদের, নেতড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রহমত সাঁপুই,নুরপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সম্রাট দাস,রেজাউল ইসলাম,মাস্টার তৌহিদ আহমেদ। এছাড়াও এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সকল সিনিয়ার, জুনিয়ার হাই,এম এস কে, এস এস কে,অনুমোদিত আনএইডেড মাদ্রাসা সমূহের সকল প্রধান শিক্ষক,সুপারিনটেনডেন্ট, সহকারি শিক্ষক,শিক্ষিকা,শিক্ষকর্মী প্রমুখ।

মনিপুরে ও উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে ও প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আই এস এফ এর পক্ষে তিনটি স্থানে ডেপুটেশন দেওয়া হয়,ও

2024-12-01

মনিপুরে ও উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন বন্ধ করতে ও প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আই এস এফ এর পক্ষে তিনটি স্থানে ডেপুটেশন দেওয়া হয়,ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিধায়ক নওশাদ সিদ্দিকী বাইজিদ মন্ডল কলকাতা :- মনিপুরে দু'বছর ধরে লাগাতার জাতিদাঙ্গা বন্ধ করে শান্তি ফেরানোর দাবিতে, উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন-পীড়ন ও ধর্মীয় অধিকার সুনিশ্চিত করার দাবিতে ও প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু জাতিগোষ্ঠীর ওপর অত্যাচার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কলকাতায় অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তিনটি স্থানে ডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। পাশাপাশি এদিন মনিপুর ভবন ও উত্তর প্রদেশ ভবনে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।মনিপুর সরকারের পক্ষে ভারপ্রাপ্ত আধিকারিক জি এস জয়রিতা স্মারকলিপি গ্রহণ করেন। বিকেলে পার্ক সার্কাসে বাংলাদেশ উপ দূতাবাসের সামনে আইএসএফের কর্মী সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আইএসএফ নেতৃত্ব সেখানেই বসে পড়েন ও বিক্ষোভ দেখাতে শুরু করেন,পরে স্মারকলিপি জমা দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পোঁছান আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেবার দাবিতে সোচ্চার হন। পাশাপাশি ভারতের পতাকাকে যেভাবে ঐ দেশের কতিপয় মানুষ অবমাননা করছে, তার তীব্র সমালোচনাও করেন। তিনি বলেন,এটা বরদাস্ত করা যায় না। এই বিষয়ে ঐ দেশের তত্ত্বাবধায়ক সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আবেদন জানান। তিনি আরো বলেন, বাংলাদেশে মাজার সহ বিভিন্ন ধর্মীয় স্থান আক্রান্ত হচ্ছে। এগুলি বন্ধ করতে ঐ দেশের সরকারকে উদ্যোগ করতে হবে। সম্প্রতি চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী খুনের ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে নওসাদ সিদ্দিকী বলেন, মিথ্যা মামলা দিয়ে কাউকে যেন ফাঁসানো না হয়। তিনি বলেন, দুইদেশের কিছু রাজনৈতিক কারবারী এই বিপজ্জনক পরিস্থিতিতে ফায়দা লোটার চেষ্টা করছে। বিভাজনের রাজনীতির এই চক্রান্তে পা না দেওয়ার জন্য দুইদেশের জনসাধারণের প্রতি তিনি আহ্বান জানান। সংখ্যালঘুদের নিরাপত্তা সংখ্যাগুরুদেরই দিতে হবে বলে তিনি জানান। দুই প্রতিবেশী দেশ মৈত্রী ও সৌহার্দ্যের পরিবেশে এগোতে হবে বলে তিনি মতপ্রকাশ করেন। উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে আইএসএফ চেয়ারম্যান উদ্বেগ প্রকাশ করে বলেন, কোন অবস্থাতেই উপসনার স্থল (বিশেষ বিধান) আইন ১৯৯১ লঙ্ঘন করা যাবে না। সুপ্রিম কোর্টকে অবিলম্বে এই আইনের সঙ্গে সঙ্গতি রেখে এই ধরণের সমীক্ষা বন্ধে হস্তক্ষেপ করতে হবে। তিনি বলেন, এটা সর্বোচ্চ আদালত ২০১৯ সালে অযোধ্যা রায়ে বহাল রেখেছিল,তার অন্যথা কেন হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। দলের স্মারকলিপিতে সম্ভলের ঘটনার উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্তের দাবি সহ নিহতের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেবার দাবি জানানো হয়েছে। এই কর্মসূচীতে উপস্থিত আইএসএফের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি সামসুর আলি মল্লিক, সম্পাদক বিশ্বজিত মাইতি, অফিস সম্পাদক নাসিরুদ্দিন মীর, রাজ্য কমিটির অন্যতম সদস্য গাজী সাহাবুদ্দিন সিরাজী, তাপস ব্যানার্জি প্রমুখ। কলকাতা সহ আশেপাশের জেলাগুলি থেকেও দলের বহু কর্মী সমর্থক বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

ভেটারেন্স প্লেয়ারস এর পরিচালনায় বাপন দে একদিবেশীয় নকআউট প্রতিযোগিতার আয়োজন

2024-12-01

ভেটারেন্স প্লেয়ারস এর পরিচালনায় বাপন দে একদিবেশীয় নকআউট প্রতিযোগিতার আয়োজন শিলিগুড়ি কলেজ গ্রাউন্ড ভেটারেন্স প্লেয়ার্স -এর পরিচালনায় বাপন দে নক আউট একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন । এবারে এই প্রতিযোগিতা সপ্তম বর্ষে পদার্পণ করল। মোট আটটি দল অংশগ্রহণ করছে টুর্নামেন্টে। একদিনের এই টুর্নামেন্ট হচ্ছে নকআউট পদ্ধতিতে। শিলিগুড়ির মোট চারটি দল রয়েছে এছাড়া বাইরে থেকে চারটি দল এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। উত্তরবঙ্গ ছাড়া দক্ষিণবঙ্গেরও দল রয়েছে। সংশ্লিষ্ট প্রতিযোগিতার উদ্যোক্তারা এই বিষয়ে জানিয়েছেন যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে রানার আপ ট্রফি রয়েছে, এছাড়া আরো বিভিন্ন ট্রফি রয়েছে। এছাড়া আর্থিক পুরস্কার মূল্য রয়েছে চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা এছাড়া রানার দল পাবে ১৫০০০ টাকা।

রাতে দোকান থেকে বাড়িতে ফেরার সময় গৃহবধূ দেখেন তার ঘরের মধ্যে কোন এক ব্যক্তি ঢুকে চুরি করছে।

2024-12-01

গৃহ বধূর বুদ্ধিতে ধরা পড়লো চোর, গতকাল রাতে দোকান থেকে বাড়িতে ফেরার সময় গৃহবধূ দেখেন তার ঘরের মধ্যে কোন এক ব্যক্তি ঢুকে চুরি করছে। তারপর ছুটে যায় নিজের স্বামীর কাছে দোকানে,কারণ দোকান বাড়ি থেকে খানিকটা দূরে।স্বামী স্ত্রী যখন বাড়িতে আসে তখনো চোর মত্ত চুরি করতে বাড়ির ভিতরে। গৃহবধূ পাশের একটি বাড়ি থেকে তালা নিয়ে এসে বাইরে থেকে তালাটি দিয়ে দেয় চোর তখন ভিতরে আটকা পড়ে যায়।খবর দেওয়া হয় ঠাকুরপুকুর থানার পুলিশকে পুলিশ এসে ওই চোরকে অ্যারেস্ট করে। খোয়াগাছে বেশ কিছু টাকা ও অর্নামেন্টস, তবে পুলিশ সমস্ত কিছু সমেত চোরটিকে অ্যারেস্ট করেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বেহালা সখের বাজারে।

পূর্ববদ্ধমানের কালনা এক নম্বর ব্লকে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে নওপাড়া ধান ক্ষেতে ক্ষেতমজুরদের কাস্তে বিতরণ করছেন এলাকার বিধায়ক মন্ত্রী স্বপন দেবনাথ মাঠে উপস্থিত প্রায় ৫০ জন খেত মজুরদের ধান কাটা

2024-12-01

পূর্ববদ্ধমানের কালনা এক নম্বর ব্লকে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতে নওপাড়া ধান ক্ষেতে ক্ষেতমজুরদের কাস্তে বিতরণ করছেন এলাকার বিধায়ক মন্ত্রী স্বপন দেবনাথ মাঠে উপস্থিত প্রায় ৫০ জন খেত মজুরদের ধান কাটার কাস্তে বিতরণ করলেন মন্ত্রী। এদের সকলের কাছে তিনি জানতে চাইলেন আপনারা লক্ষীর ভান্ডার , স্বাস্থ্য সাথী , বিনা পয়সায় রেশন , তাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার পোশাক, মিড ডে মিল সব কিছু সরকারি সুবিধা পান কিনা। সকলে উত্তরে বললেন মমতা ব্যানার্জির দেওয়া এই সুযোগগুলো আমরা পাই এবং তাতে করে আমদের পরিবারের উপকার ও হয়।

তিনদিনের ক্রেতা সুরক্ষা মেলা শুরু বর্ধমানে

2024-12-01

দক্ষিণবঙ্গের মধ্যে বর্ধমানে এই প্রথম ক্রেতা সুরক্ষা মেলা শুরু হল । চলবে তিন দিনব্যাপীয় এই মেলা ২৯শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত।এই মেলায় মোট স্টল রয়েছে ৬০ টি । এই মেলায় মানুষদের যেমন সচেতন করা হচ্ছে তার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে নানান রকম ছোটখাটো ব্যবসা এবং কিছু মেশিনারি এই মেলায় প্রদর্শনই হচ্ছে। বর্ধমান শহরে মেলা হওয়ায় খুশি বর্ধমান জেলার মানুষ । আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো এই মেলা শুক্রবার ‌। উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী স্বপন দেবনাথ, ও জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্যরা। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে প্রশাসনিক আধিকারিকগণ । ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী জানান যেভাবে বিভিন্ন সময় অনলাইন থেকে শুরু করে অন্যান্য বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে দুর্নীতি হচ্ছে খাবার নিয়ে। সেই সব রুখতে হবে এবং তাদের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে প্রশাসনিক আইনগত কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শহরের রাস্তা হোক বা বাড়ির ট্যাপ কল, পরিশ্রুত পানীয় জল অপচয়ের ক্ষেত্রে এবার তদারকি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ।

2024-12-01

মালদা:-শহরের রাস্তা হোক বা বাড়ির ট্যাপ কল, পরিশ্রুত পানীয় জল অপচয়ের ক্ষেত্রে এবার তদারকি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পানীয় জলের অপচয় রুখতে রাজ্য প্রশাসনকে সতর্কবার্তা দিয়েছে। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ পৌঁছে গিয়েছে প্রতিটি জেলায়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে এবারে রাস্তায় নেমে নজরদারি চালাবে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। শহরের অলিগলির রাস্তায় মজুত থাকা ট্যাপ কলগুলির থেকে যত্রতত্র জল পড়ে অপচয় হচ্ছে কিনা সে ব্যাপারেও বিশেষভাবে নজরদারি চালাবে পুরসভা। এছাড়াও শহরের নাগরিকদের প্রতিটি বাড়িতে কি পরিমান জল খরচ করা হচ্ছে, তারও একটি রিপোর্ট সংগ্রহ করবে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার বেশ কয়েকটি এলাকায় রাস্তার ধারে ট্যাপ কল রয়েছে। পুরসভার নিয়ম করেই সেইসব ট্যাপ কলে জল আসলেই ব্যবহার করেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট এলাকার একাংশ বাসিন্দাদের বক্তব্য, অধিকাংশ সময় রাস্তার ধারে ট্যাপকলের মুখ খারাপ হয়ে থাকছে। ফলে অনর্গল জল অপচয় হচ্ছে। এব্যাপারে পুরসভাকে নজর দেওয়া উচিত।

মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স।

2024-12-01

মালদা,৩০ নভেম্বর :- মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ করতে তৎপর জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স। ইতিমধ্যে বিভিন্ন প্রজাতির আলু নেমেছে বাজারে। ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে সাধারণ আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশ জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে প্রশাসনের উদ্যোগে মালদা শহরে মকদুমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার, নেতাজি পৌর বাজার এবং ঝলঝলিয়া পৌর বাজারে প্রশাসনিক স্টলে ২৫ - ২৬ টাকা কেজি দরে বিক্রি করা হবে আলু। মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু এবং মকদুমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেশ ঘোষ জানান, আলুর দাম নিয়ন্ত্রণ করতে জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে মালদা শহরের তিনটি বাজারে খোলা হবে সরকারি স্টল। এর পাশাপাশি আলু ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে খুচরো বাজারে আলুর দাম ৩০ টাকার মধ্যে রাখার জন্য।

চাকরি জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এএস‌আই দীনেশ চন্দ্র রায়।

2024-12-01

মালদা, ৩০ নভেম্বর:- চাকরি জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এএস‌আই দীনেশ চন্দ্র রায়। তাঁর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে পুলিশ মহল। দীনেশবাবু কোচবিহারের বাসিন্দা। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মালদায় বসবাস করছেন। বর্তমানে তিনি মকদুমপুরের গ্রিনপার্ক এলাকায় বসবাস করতেন। তিনি জানান, ওয়েলফেয়ার বোর্ডের জেলা কনভেনার থাকার সুবাদে বিভিন্ন সময়ে মালদা জেলার রক্ত সংকটের বিষয়টি জানা। দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। আজ অবসরের শেষ দিনেও মানুষের সেবায় রক্তদানের উদ্যোগ। আমার পাশাপাশি সহকর্মীরাও রক্তদানে এগিয়ে এসেছেন।

অন্তত ৫০ বছরের পুরনো ভুটিয়া মার্কেট! পাহাড়ে নয়, সমতলে।

2024-12-01

শিলিগুড়ি :- আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সকালে রোদের তেজ নেই বললেই চলে। দুপুর গড়িয়ে বিকেল পরতেই ঠান্ডা ঠান্ডা ভাব। গায়ে সোয়েটার চাপাতে হচ্ছে সন্ধের পরে। শীতকাল শিলিগুড়িতে যথেষ্ট আনন্দদায়ক। চায়ের দোকানগুলোতে লক্ষ্য করা যাচ্ছে আগের তুলনায় ক্রেতাদের ভিড় বেশি। পাশাপাশি প্রতিবছরের মতো এবছরও ভুটিয়া মার্কেট বসে গেছে। বৃহস্পতিবার থেকে ভুটিয়া মার্কেট বসেছে। প্রসঙ্গত প্রত্যেক বছর শীতের শুরু থেকে আরম্ভ করে শীতের শেষ পর্যন্ত ভুটিয়া মার্কেট বসে । ভুটিয়া মার্কেট মানে রকমারি গরম পোশাকের সমাহার। বহু পুরনো এই মার্কেট প্রত্যেক বছর শীতের শুরুর থেকে এই মার্কেট বসে। অন্তত ৫০ বছরের পুরনো এই মার্কেট। শীতকালে ভুটিয়া মার্কেটে প্রচুর ক্রেতাদের আগমন ঘটে। কারণ এই মার্কেটে পাওয়া যায় গরম পোশাক, ফুল সোয়েটার, হাফ সোয়েটার, জ্যাকেট, মাফলার টুপি সহ উলের বস্ত্র। এ বছরে দেখা গেল মার্কেটে বিভিন্ন স্তরগুলিতে রয়েছে গরম বস্ত্রের সম্ভার। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই মার্কেট, এদিন দেখা গেল দোকানদাররা তাদের স্টল গুলি সাজাতে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন আশা রাখছেন ঠান্ডা পড়বে এবং ঠান্ডা পড়ার সাথে সাথে বিক্রিও বাড়বে গরম পোশাকের। স্থানীয় ক্রেতারা তো বটেই বাইরের থেকেও কিন্তু অনেক ক্রেতাই আসেন এখানে গরম পোশাক কিনতে।

অপরাজিতা বিলের সমর্থনে তৃনমূলের মিছিল দাঁতনে।

2024-12-01

দাঁতন, পশ্চিম মেদিনীপুর: তৃনমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে চলছে মিছিল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে মিছিল করলো ব্লক তৃনমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে বাংলার নারী ও শিশুরা সুরক্ষায় আছে, কেন্দ্রের সরকারকে চাপ দিয়ে অপরাজিতা বিলকে আইনে পরিণত করবে। ফলে বাংলায় বিরোধী শক্তি মুখ ফোটাতে পারবে না। এমনই মন্তব্য উঠে এলো দাঁতন দুই নম্বর ব্লকের মহা মিছিল থেকে। প্রসঙ্গত বাংলার বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, মূলত এই দাবিতে দাঁতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলীর নেতৃত্বে মহা মিছিলের আয়োজন করল দাঁতন দুই ব্লক তৃণমূল কংগ্রেস। বাংলায় নারী ও শিশুরা বিপন্ন অবস্থায় আছে এমনটাই দাবি করে এসেছে রাজ্যের বিরোধীদলগুলো। বিরোধীদের এই দাবিকে কার্যত বাংলা থেকে নশ্যাৎ করতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৎপরতার সঙ্গে বাংলার বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল ,আর এই বিলকে আইনে পরিণত করতে দিচ্ছে না কেন্দ্রের সরকার এমন টাই পাল্টা দাবি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ফলে অবিলম্বে বাংলার বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল কে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

বই প্রেমী মানুষদের জন্য সুখবর শুরু হয়ে গেল শিলিগুড়ি মহকুমা বইমেলা

2024-12-01

শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় তথা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার স্থানীয় গ্রন্থাগার কৃত্যক -এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ি মহকুমা বইমেলা। বইপ্রেমী মানুষদের জন্য সুখবর আজ থেকে শুরু হয়ে গেল শিলিগুড়ি মহকুমা বইমেলা। এবারে এই বইমেলা ১৪তম বর্ষে পদার্পণ করল। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন হয়ে গেল শিলিগুড়ি মহকুমা বইমেলার। প্রথম থেকেই লক্ষ্য করা যায় বই প্রেমী মানুষদের আগমন। এবারে মেলায় রয়েছে অন্তত ৫০ টি বইয়ের স্টল, যে সমস্ত স্টোর গুলিতে সব বয়সী দের জন্য রয়েছে বইয়ের সম্ভার। ঠাকুরমার ঝুলি থেকে আরম্ভ করে, মনীষীদের বই সহ আরো বিভিন্ন ধরনের বই রয়েছে বিভিন্ন স্টল গুলিতে। প্রথম দিনই লক্ষ্য করা যায় বিভিন্ন স্টল গুলিতে বইপ্রেমী মানুষদের ভিড়। মেলা চলবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত। প্রত্যেকদিন দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে এই বইমেলা। প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে শুভ উদ্বোধন হয় শিলিগুড়ি মহকুমা বইমেলার। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অসময়ে বৃষ্টি!চিন্তা বাড়িয়েছে ধান চাষীদের!

2024-12-01

পূর্ব বর্ধমান:-অসময়ে বৃষ্টি চিন্তায় ধান চাষীরা! বিগত দিনে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিচ্ছিরি অবস্থা ছিল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার চাষীদের। চরম সমস্যায় পড়েছিলেন নদী তীরবর্তী এলাকার কৃষি উপযোগী মানুষজন। বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকরা। এবার আবারো মেঘের ঘনঘটা। শনিবার সকাল থেকেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। অসময়ে এই বৃষ্টি সমস্যা বাড়িয়েছে ধান চাষীদের। ধান কাটার মুখে আচমকা বৃষ্টির আবির্ভাবে ক্ষতির আশঙ্কা করছেন এলাকার ধান চাষীরা! পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার ইঁদুটি মৌজার এক চাষী মুন্সি নাসির হোসেন জানান, "বৃষ্টি যদি বাড়ে ধানের বিশাল ক্ষতি হয়ে যাবে। ধান চাষীদের সব শেষ হয়ে যাবে। ধান রোয়ার সময় প্রবল বৃষ্টি,আবার কাটার সময় বৃষ্টি অল্প হলেও যদি বাড়ে এই বৃষ্টি, তাহলে প্রচণ্ড ক্ষতি হবে ধানের। মাঠে মাঠে ধান কাটার কাজ চলছে এই সময় বৃষ্টি হলে লোক কাজ করতেও চাইবে না"। অসময়ে বৃষ্টি চিন্তা বাড়িয়েছে ধান চাষীদের।

রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই মোতাবেক আজ সকাল ৭টা থেকেই এই আন্দোলন শুরু হয়েছে।

2024-12-01

নলহাটি নাগরিক মঞ্চের দাবি না মেটায়, আজ নলহাটি নাগরিক মঞ্চের উদ্যোগে রেল রোকো আন্দোলন। নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে আগামীকাল, ১লা ডিসেম্বর রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই মোতাবেক আজ সকাল ৭টা থেকেই এই আন্দোলন শুরু হয়েছে। প্রায় ৫০০ থেকে ১০০০ জন মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছেন। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা এবং উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তবে নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তারা আংশিক দাবি মানতে রাজি নয়। নাগরিক মঞ্চের প্রতিনিধিরা বলেছেন, “আমাদের দাবিগুলি জনগণের স্বার্থে। সেগুলি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।” রেল কর্তৃপক্ষের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে গেরুয়া রং করা কে ঘিরে জোর বিতর্ক মালদা জেলা জুড়ে।

2024-11-30

এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে গেরুয়া রং করা কে ঘিরে জোর বিতর্ক মালদা জেলা জুড়ে। যখন রাজ্য-জুড়ে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে নীল সাদা রং। তখন হঠাৎ করেই বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতে এক লহমায় রঙের পরিবর্তন। নীল সাদা থেকে গেরুয়া রঙে রেঙে গেল পঞ্চায়েত ভবন। তারপরেই তুঙ্গে বিতর্কের ঝড়। তৃণমূলের অভিযোগ পঞ্চায়েত দপ্তরকে পার্টি অফিস করেছে বিজেপি। সাথে তাদের দাবি যদি গেরুয়া রং করা হয় তবে রাজ্য থেকে সমস্ত টাকা নেওয়া বন্ধ করা হোক। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি বিজেপির। বিজেপির মতে পঞ্চায়েত স্ব শাসিত সংস্থা তাই সেখানে কেউ রং নির্ধারণ করতে পারবে না। পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, সাম্প্রতিক কয়েক বছরে ভাবুক অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। বিগত পঞ্চায়েত ভোটে যখন জেলা জুড়ে দেখা গেছে সবুজ ঝড়। তখনো ভাবুক নিজেদের দখলে রেখেছে গেরুয়া শিবির। একক ভাবে এই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিজেপি। তৃণমূলের অভিযোগ পঞ্চায়েত ভবনের রং ছিল নীল সাদা। বিজেপির প্রধান সেই রং পরিবর্তন করে ভবনের রং করেছে গেরুয়া। ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েত কে পার্টি অফিস প্রমাণ করতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই পঞ্চায়েত আধিকারিকদের সেই বিষয় সম্বন্ধে অবগত করেছে তৃণমূল নেতৃত্ব। রং পরিবর্তন না হলে আন্দোলনের হুঁশিয়ারি। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি পঞ্চায়েত স্বশাসিত সংস্থা এখানে রঙের কোন ব্যাপার নেই। তৃণমূল সরকারি ক্ষেত্রে নীল সাদা রং নিয়ে রাজনীতি করে। ভাবুক অঞ্চল বিজেপির মানুষের জন্য কাজ করে। তাই এই পঞ্চায়েতে প্রত্যেকটি বুথে বিজেপির লিড ছিল। তৃণমূল অহেতুক রাজনীতি করছে। রংয়ের রাজনীতি নিয়ে পুরাতন মালদায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে পঞ্চায়েত প্রধান বা আধিকারিকদের এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লোনের টাকা দিতে দেরী হওয়ায় বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টারদের বিরুদ্ধে।

2024-11-29

লোনের টাকা দিতে দেরী হওয়ায় বাড়িতে এসে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টারদের বিরুদ্ধে। সূত্রের খবর, তাহেরপুর থানার বীরণগর পুরসভার সর্বজ্ঞ পাড়ার বাসিন্দা এক মহিলা লক্ষী মাতা লোন সংস্থা নামে এক বেসরকারি লোন সংস্থার কাছ থেকে মাত্র 20 হাজার লোন দেন। এর পর নিয়ম মেনে প্রতি সপ্তাহে লোনের কিস্তি দিলেও কর্ম সূত্রে বাইরে থাকায় রবিবার লোনের কিস্তির টাকা সময়ে দিতে পারেননি ওই মহিলা। অভিযোগ, এর পরই ওই লোন সংস্থার তিন কর্মী রবিবার রাতে ও সোমবার সকালে দুই বার ওই মহিলার বাড়ী আসেন। অভিযোগ সেই সময় বাড়িতে ওই মহিলার যুবতী মেয়ে একাই ছিলো। অভিযোগ ওই লোন কালেক্টাররা ওই যুবতীকে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ করে ও ভয় দেখায়। আর এর পরই ভয়ে ও অপমানে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী। পরে ওই যুবতীর ভাই বাড়ী এসে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় সোমবার রাতে তাহেরপুর থানায় ওই লোন সংস্থা ও তার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ।

তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এর আশ্বাসে অবশেষে ১৪ দিনের মাথায় ধর্না মঞ্চ তুলে নিলেন তৃণমূলের অঞ্চল নেতৃত্বরা।

2024-11-29

তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এর আশ্বাসে অবশেষে ১৪ দিনের মাথায় ধর্না মঞ্চ তুলে নিলেন তৃণমূলের অঞ্চল নেতৃত্বরা। উল্লেখ্য ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে আগেই ইসলামপুর ব্লক সভাপতি জাকির হুসেন প্রধানকে দল থেকে বহিষ্কার করেন। এরপর প্রধান নুরি বেগম প্রধান পদ থেকে অপসারণ ও আইনি ব্যবস্থার দাবি তুলে ধর্না ও অবস্থান বিক্ষোভ শুরু করেন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা। প্রায় ১৪ দিনের মাথায় অবশেষে জেলা সভাপতি অভাব অভিযোগের কথা শুনে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ধর্না তুলে নেন তৃণমূলের নেতৃত্বরা। ধর্না মঞ্চ তুলে নেওয়ার পর প্রধানের অপসারণ ও আইনি পদক্ষেপের দাবি তুলে ইসলামপুর বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। প্রায় ২০০ বাইক নিয়ে মিছিল করে ইসলামপুর বিডিও অফিসে সামনে উপস্থিত হন কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতৃত্বরা। নেতৃত্বদের সাথে রয়েছেন গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েকশো সাধারন মানুষ। বিডিও কাছে অভিযোগ জানানোর পর কোনও সুরাহা না হলে আগামীদিনে বিডিও অফিসের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে পড়বেন বলে তৃণমূলের নেতৃত্বরা জানিয়েছেন

চুরির ঘটনায় গ্রেফতার এক উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

2024-11-29

শিলিগুড়ি : গত আগস্ট মাসে দয়মন্ত্রি সাহা বাড়ি থেকে চুরি যাওয়ার ঘটনা ঘটে । ভারত নগর তুরুন তীর্থ ক্লাব সামনে তার বাড়ি , বাড়ি থেকে থেকে চুরি হয় । এরপর ঘটনার অভিযোগ দায়ার করা হয় শিলিগুড়ি থানায়। অভিযোগ পাওয়ার পর তদন্ত নামে, গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম পলাশ মন্ডল, দুর্গাদাস কলোনি তে ওই ব্যক্তি ভাড়া থাকতো বলে জানা গেছে। ঘটনা তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে উদ্ধার করা হয় চুরি যাওয়ার সামগ্রী। বুধবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় বলে জানা গেছে।

ঘটালের নদীবাঁধগুলি নির্মানের দাবিতে মেদিনীপুরে সেচ দপ্তরে স্মারকলিপি প্রদান

2024-11-28

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদীর নিম্নাংশ সহ কংসাবতী নদী এলাকার সংস্কারের কাজ শুরু, চন্দ্রেশ্বর খালকে শীলাবতীর সাথে সংযুক্তিকরণ, ডেবরার জগন্নাথপুরের ঝাপা বা এসকেপ বাধা, ভেঙে যাওয়া সমস্ত নদীবাঁধগুলি পাকাপোক্তভাবে নির্মান সহ বিভিন্ন দাবীতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজ মেদিনীপুরের সেচ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দীপঙ্কর মাইতি, সুধীর চন্দ্র বাকলি, ভীম চন্দ্র মান্না, পঙ্কজ কুমার দেব, মদন চন্দ্র মন্ডল প্রমূখ। সেচ দপ্তরের সুপারিনটেন্ডিং ও এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ৯ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। আধিকারিকগন আগামী বর্ষার পূর্বে শীলাবতীর নিম্নাংশের ২৩ কিমি, ওল্ড কাঁসাইয়ের ১০ কিমি, কাঁকি ও পলাসপাই নদী এবং শোলাটপা খাল সংস্কারের কাজ শুরু হবে বলে জানান। এছাড়াও ঘাটাল সার্কিট বাঁধকে শক্তপোক্ত করা সহ নারায়নী ও দুধের বাঁধ এলাকায় দুটি পাম্প হাউস নির্মিত হবে বলেও প্রতিনিধিদলকে আশ্বাস দেন। চন্দ্রেশ্বর খালকে শীলাবতীর সাথে যুক্ত করার পরিকল্পনার কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে বলে আধিকারিকবৃন্দ বলেন। নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন,কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানার কারণে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ায় প্রতি বছরের ন্যায় এ বছরও ঘাটাল - ডেবরা - পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ বিধ্বংসী বন্যা কবলিত হয়। অথচ কেন্দ্র ও রাজ্য সরকার মাস্টার প্ল্যান নিয়ে পরস্পর পরস্পরকে দোষারোপ করে চলেছে। যদিও রাজ্য সরকার ২০২৫ সাল থেকে মাস্টার প্ল্যানের কাজ শুরু করবে বলে ঘোষণা করেছে। আমরা চাই,অতি দ্রুত শীলাবতী নদীর নিম্নাংশ খনন করার মধ্য দিয়ে কাজ শুরু হোক।

এবার মৎস্যজীবী ট্রলারে বসানো শুরু হলো অত্যাধুনিক 'টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার' যন্ত্র।

2024-11-27

দক্ষিণ ২৪ পরগনা: এবার ট্রলারে বসবে অত্যাধুনিক 'টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার'। ইতিমধ্যে ট্রলার মালিকদের এই যন্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বেশ কিছু ট্রলারে বসানো শুরু হয়েছে। এই যন্ত্রের সাহায্যে দুর্যোগের সময় পাঠানো যাবে লিখিত বার্তা। এই যন্ত্রে ‌ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা ও তথ্য আসবে। সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের। অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন। কোনও ট্রলার যদি ভারত-বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে, তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে। এটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কাজ করবে। জল সীমানায় দ্রাঘিমাংশ ও অক্ষাংশ ধরে 'জিও ফেন্সিং' করে রাখা থাকবে। তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রলারে বসানো যন্ত্রটি। যে মুহূর্তে ট্রলার জলসীমা পার করতে যাবে, কেন্দ্রীয় অফিসে তখনই আল্যার্ম বেজে উঠবে। প্রথম পর্যায়ে ৫০০টি যন্ত্র বসবে ট্রলারে। তার মধ্যে ৩০০টি দক্ষিণ ২৪ পরগনায় এবং বাকি ২০০টি পূর্ব মেদিনীপুরে। এরপর ধাপে ধাপে সমস্ত ট্রলারের জন্য 'টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার' যন্ত্র আনা হবে। এই যন্ত্রটি আগের থেকে অনেক উন্নত হবে।নামখানা কাকদ্বীপ পাথরপ্রতিমা সহ বিভিন্ন মৎস্যবন্দরের ট্রলারে এই ট্রান্সপন্ডার বসানোর কাজ শুরু হয়েছে।

শিলিগুড়ি প্রিমিয়ার লিগ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে

2024-11-27

শুরু হয়েছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগ। গত তেইশে নভেম্বর থেকে শুরু হয়েছে শিলিগুড়ি প্রিমিয়ার লিগ। আজ ছিল খেলার তৃতীয় দিন, পরস্পর মুখোমুখি হয় এস এস বি ও এ এস এস । শিলিগুড়ি কাঞ্চনজঙ্গা ক্রীড়াঙ্গনে শিলিগুড়ি কাপ অনুষ্ঠিত হচ্ছে। আজ এদিন খেলা দেখতে দর্শকদের সমাগম লক্ষ্য করা যায়। শীতের দুপুরে জমজমাট খেলা দর্শকদের নজর কাড়ে।

মহেশতলায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সন্ধ্যা নামলেই শুরু হয় মদ জুয়ার আসর নেই কোন প্রশাসনিক নজরদারি।

2024-11-26

মহেশতলায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সন্ধ্যা নামলেই শুরু হয় মদ জুয়ার আসর নেই কোন প্রশাসনিক নজরদারি। মহেশতলা ২৪ নম্বর ওয়ামর্ডের চক কৃষ্ণনগর মন্ডলপাড়ায় সরকারি স্বাস্থ্য কেন্দ্রর ভগ্নদশা । স্বাস্থ্য কেন্দ্রে যাবার আগেই রাস্তায় রয়েছে হাঁটু সমান জল চূড়ান্ত দুর্ভোগে সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যকর্মীরা । সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নেই কোন নজরদারি সন্ধ্যা নামলেই শুরু হয় স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে ও বাইরে মদ জুয়া গাঁজার আসর । বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল । মহেশতলার প্রসূতি মহিলাদের কথা ভেবে বাম আমলে প্রসূতি বিভাগের জন্য তৈরি হয় বিল্ডিং তৈরি হবার ১৫ বছর কেটে গেলেও আজও শুরু হয়নি। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ তাদের স্বাস্থ্য কেন্দ্রে এসে মদের গ্লাস ও মোদের বোতল সরিয়ে শুরু করতে হয় কাজ, দীর্ঘদিন ধরেই চলছে এই ধরনের অসামাজিক কাজকর্ম তারা একাধিকবার প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি এই স্বাস্থ্যকেন্দ্রে মদ জুয়ার আসর তবে ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ সাহা স্বাস্থ্যকেন্দ্রে অসামাজিক কাজকর্মের কথা স্বীকার করে নিলেও এলাকার মানুষের উপরে দোষ চাপিয়ে দেন। কবে এই স্বাস্থ্যকেন্দ্র সংস্কার হবে, কবে বন্ধ হবে এই জোয়ার ঠেক সেটা নিয়েই প্রশ্ন তুলেছেস্বাস্থ্যকর্মীরা।

বয়েজ হাই স্কুল ১৯৭৮ ব্যাচ তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি

2024-11-26

বয়েজ হাই স্কুল ১৯৭৮ ব্যাচ তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শিলিগুড়ি: একটি গাছ একটি প্রাণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের অনেকখানি ভূমিকা রয়েছে। তবে বর্তমানে জনসংখ্যা বাড়ছে, শহরের পরিধি বাড়ছে । পাল্লা দিয়ে বাড়ছে গরম, গাছের সংখ্যা কমে যাচ্ছে। সেই কারণেই কিন্তু গরম বাড়ছে পরিবেশ বিদদের মতামত অনুসারে। এদিন সকালে দেখা গেল শিলিগুড়ি শহরের কলেজ পাড়ায় কলেজের সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল ১৯৭৮ ব্যাচের তরফ থেকে এই বৃক্ষরোপন কর্মসূচি চলে। এই প্রসঙ্গে তারা জানিয়েছেন আগামীতেও তারা চালাবেন এই বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয় বৃক্ষরোপণ কর্মসূচির পর গাছগুলিকে যথাযথ রক্ষণাবেক্ষণও করবেন তারা।

ব্লক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন CMOH, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল দিলেন সাঁইবাবা ট্রাস্ট।

2024-11-24

ব্লক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন CMOH, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল দিলেন সাঁইবাবা ট্রাস্ট। মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করলেন CMOH ও BMOH, শনিবার বেলা বারোটা নাগাদ বীরভূম জেলার মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত রোগী সহ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন CMOH, মূলত ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত রোগীদের সঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা ও রোগীদের ঠিক কি কি সমস্যা রয়েছে সে বিষয়কে লক্ষ্য রেখেই এদিনের পরিদর্শন বলে জানা যায়। ঠিক এর পাশাপাশি আজ অর্থাৎ ২৩ নভেম্বর সত্য সাঁইয়ের ৯৯ তম জন্মদিন আর সত্য সাঁইয়ের জন্মদিন উপলক্ষে আজ অর্থাৎ শনিবার দুপুর একটা নাগাদ মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে সাঁইবাবা ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত রোগীদের ফল ও শিশুদের নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে বলে জানা যায়।

তিন দিনব্যাপী বাংলা মোদের গর্বর কর্মসূচি আজ শুভ সূচনা হল ইসলামপুর কোর্ট ময়দানে।

2024-11-24

তিন দিনব্যাপী বাংলা মোদের গর্বর কর্মসূচি আজ শুভ সূচনা হল ইসলামপুর কোর্ট ময়দানে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়াল পোখোরের বিধায়ক গোলাম রব্বানী, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ,ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস ,সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল, রায়গঞ্জ পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব, সহ উত্তর দিনাজপুরর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সুভম চক্রবর্তী, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ,সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ জ্বালিয়ে শুভ অনুষ্ঠানের সূচনা করা হয় । বিভিন্ন নিত্যানুষ্ঠান সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে এই মঞ্চে তিন দিনব্যাপী। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রদর্শনী শালার ফিতে কেটে কেটে উদ্বোধন করেন মন্ত্রী ও বিধায়ক। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন রাজ্যে সব জেলাতেই এই কর্মসূচি শুরু হয়েছে যার সঙ্গে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের কোট ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী আরো বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠান মানুষের মনকে ড্রাইভার করে মানুষের মনকে খুশি আনে ‌। বাইট=গোলাম রব্বানী (পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক)

সংসদ দেব এর উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত হলেন কয়েকজন, বৈঠক ছাড়লেন দেব

2024-11-24

সংসদ দেব এর উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত হলেন কয়েকজন, বৈঠক ছাড়লেন দেব ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: ঘাটালে শিশুমেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে। তবে সেই গোষ্ঠ কোন দল এবার রক্তারক্তিতে পরিণত হলো। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশুমেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবের। সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে। অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক সংকটদলের অনুগামীরাও আসতে শুরু করে। সাংসদ এসে পৌঁছালে দেবের সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তার থেকে শুরু হয় লাঠি হাতে তাড়া করে যাওয়া, শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে। সংসদের সামনে চলে কিল-ঘুসি-চড়। শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যাই দীপক অধিকারী।

শিলিগুড়িতে কবাডি ও খোকো প্রতিযোগিতা

2024-11-24

শিলিগুড়িতে কবাডি ও খোকো প্রতিযোগিতা শিলিগুড়ি এদিন দুপুর থেকে অনুষ্ঠিত হলো কবাডি ও খোকো প্রতিযোগিতা শিলিগুড়ির সারদামণি বিদ্যাপীঠ স্কুলের প্রাঙ্গনে। রবিবার ছুটির দিন হওয়ার কারণে অনেকেই এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমান। মোট পাঁচটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিলিগুড়ি মহাকুমা পরিষদের সহযোগিতায় ও স্টুডেন্ট হেলথ হোম এর উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে রায়গঞ্জ খো খো টিমের কোচ জানান মাঝে কয়েক বছর প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হয়নি, আবারো শুরু হয়েছে এই প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতা আগেও হয়েছে। মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে দলগুলি হল যথাক্রমে শিলিগুড়ি জলপাইগুড়ি, রায়গঞ্জ। কালিয়াগঞ্জ ও গঙ্গারামপুর।

কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে সোনামুখী পৌরশহরে কার্নিভালের চেহারা নিল , তৈরি হয়েছে জনসমুদ্র , মোতায়েন বিশাল পুলিশবাহিনী ।

2024-11-22

বাঁকুড়া : কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে সোনামুখী পৌরশহরে কার্নিভালের চেহারা নিল , তৈরি হয়েছে জনসমুদ্র , মোতায়েন বিশাল পুলিশবাহিনী । কালী কার্তিকের শহর হিসেবেই পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী । এখানে দুর্গাপুজো নয় কালী ও কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে উঠেন সকল সাধারণ মানুষ । সোনামুখী পৌরশহরে কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে তৈরি হয়েছে জনসমুদ্র । যেকোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি এড়াতে অত্যন্ত সতর্ক বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন এবং সোনামুখী পৌরসভা । বাঁকুড়া জেলা পুলিশের তরফে সোনামুখী পৌর শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । সোনামুখী পৌরশহরে লাইসেন্স প্রাপ্ত কার্তিক পুজোর সংখ্যা রয়েছে ১৯ টি । নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে প্রতিটি পুজো কমিটি নিজেদের কার্তিক ঠাকুর নিয়ে সোনামুখী পৌরশহরের প্রাণকেন্দ্র চৌমাথায় উপস্থিত হন এবং সেখানে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন । প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত পুজো কমিটির সদস্যরা চৌমাথায় আনন্দ উচ্ছ্বাস করেন । এইভাবে প্রতিটি কার্তিক পুজো কমিটি চৌমাথায় উপস্থিত হয় । কার্তিক ঠাকুর বিসর্জন রীতিমতো কার্নিভালের চেহারা নেয় । আট থেকে আশি সকলেই কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে মেতে ওঠেন । পাশাপাশি কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনরকম কোন অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক থাকেন । সোনামুখী পৌরশহরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । ঐতিহ্য অনুযায়ী বুধবার রাতভর কার্তিক পুজো কমিটির সদস্যরা নিজেদের ঠাকুর নিয়ে সোনামুখী পৌরশহরের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করবেন এবং বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট স্থানে ঠাকুর বিসর্জন করবেন ।

নিজের সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা।

2024-11-22

নিজের সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা। জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ঠুটাপাকরি এলাকায় সৎমা তার সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা এবং কিছুক্ষণ পরে বালিশ চাপা দিয়ে মারার চেষ্টা করেন তার সন্তানকে। যে ছেলেটিকে খুনের চেষ্টা করা হয় তার নাম প্রসেনজিৎ রায় বয়স আনুমানিক ২১ থেকে ২২ বছর বয়স। প্রসেনজিৎ রায়ের বাবা নরেশ রায় জানান গতকাল রাত ৭:৩০ নাগাদ এই ঘটনাটি ঘটে। সেই ছেলেটি আবার প্রতিবন্ধী কি কারনে নিজের ছেলেকে কুপিয়ে খুন করার চেষ্টা সেটি জানা যায়নি। অবশেষে সেই ছেলেটিকে বাড়ির লোকজন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন এবং গ্রামের মানুষরা সেই মহিলাকে আটক করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেন। যে মহিলাটি খুনের চেষ্টা করেছিল সেই মহিলাটির নাম পিংকি রায় বয়স আনুমানিক 35 থেকে 40 বছর। আজ তাদের বাড়ির লোকজন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় আসেন এবং সেই মহিলার নামে এফ আই আর করেন। সেই আহত ছেলেটির বাবা কি বললেন আমরা শুনবো। জলপাইগুড়ি থেকে হাতিম আলীর রিপোর্ট নিউজ টাইম 24×7.

বাঘমারি ইসলামীয়া হাই মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষক আব্দুর রউফ লস্করের বিষাদের সুরে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

2024-11-21

*বাঘমারি ইসলামীয়া হাই মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষক আব্দুর রউফ লস্করের বিষাদের সুরে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে* *বাইজিদ মণ্ডল জয়নগর:•* বিদায় মানে সব ভুলে যাওয়া নয়, বরং বিদায় মানে অতীত স্মৃতি মনে রেখে বেঁচে থাকার শুরু। বাঘমারি ইসলামীয়া হাই মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা,শিক্ষাকর্মী ও সকল ছাত্র ছাত্রীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে অশ্রুসিক্ত ভরাক্রান্ত মনে বিষাদি সুরের শিক্ষক আব্দুর রউফ লস্করের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এর পক্ষ থেকে সারক দিয়ে সম্মাননার পাশাপাশি বিভিন্ন গিফট দিয়ে সংবর্ধনা জানানো হয়। শিক্ষক আব্দুর রউফ লস্করের ৩৭ বছরের শিক্ষক জীবনের অবসর নেওয়া বা বিদায়ী বছর হিসাবে বিভিন্ন অনুষ্ঠনের আয়োজন করা হয় এদিন। এখানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্তিত ছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা রত্ন পুরষ্কার প্রাপ্ত মফাক্কের হোসেন, বাঘমারী ইসলামীয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মোতালেব,পরিচালনা কমিটির সম্পাদক হাসান সরদার, শিক্ষিকা সাবেরা খানম, এই অনুষ্ঠানে সঞ্চালন করেন জেলা পরিষদের সদস্য জিয়ারুল হক খান সহ সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রমুখ। প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ওনার অক্লান্ত পরিশ্রমে এদিন দুপুর ১২ টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই হৃদয়ে কম্পন সৃষ্টি কারি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। মাদ্রাসার ছাত্র ছাত্রীরা তাঁদের প্রাণপ্রিয় শিক্ষক কে সংবর্ধনা দেন, তারপর সকল শিক্ষক ও কিছু কিছু শিক্ষার্থী, একে একে এই বিদায় সভায় বক্তব্য রাখেন ও সভার শেষে অবসর জীবনে পদার্পণ কারী শিক্ষক এর হাতে বৃহৎ থেকে ক্ষুদ্র উপহার তুলে দেওয়া হয়।

মনোযোগ সহকারে শুনলেন এবং তাদের খাবার তাদের সাথেই একসাথে বসে ভাগ করে খেলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

2024-11-20

পূর্ব বর্দ্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার সমুদ্র গ্রাম পঞ্চায়েতের নিচু চাপাহাতি মুড়িগঙ্গা নদীর পাড়ে কৃষি কাজে নিযুক্ত শ্রমিকদের অভাব ও অভিযোগ মনোযোগ সহকারে শুনলেন এবং তাদের খাবার তাদের সাথেই একসাথে বসে ভাগ করে খেলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

বিগত চার মাসের সাম্মানিক ভাতা না পাওয়ায় রামপুরহাট মহকুমা শাসক দফতরে অঙ্গনারী কর্মীদের বিক্ষোভ

2024-11-19

বিগত চার মাসের সাম্মানিক ভাতা না পাওয়ায় রামপুরহাট মহকুমা শাসক দফতরে অঙ্গনারী কর্মীদের বিক্ষোভ* রামপুরহাট, ১৯ নভেম্বর: গত চার মাস ধরে নিজেদের সাম্মানিক ভাতা না পাওয়ায় রামপুরহাট মহকুমা শাসক দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন অঙ্গনারী কর্মীরা। এই প্রসঙ্গে, কর্মীরা আজ একটি লিখিত অভিযোগ পেশ করেছেন এবং তাদের দাবির পূরণের জন্য প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিন সকালে রামপুরহাট মহকুমা শাসকের দফতরে প্রায় শতাধিক অঙ্গনারী কর্মী উপস্থিত হয়ে তাদের দাবির পক্ষে বিক্ষোভ করেন। তারা দাবি করেন যে, ২০২৪ সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত তাদের কোন সাম্মানিক ভাতা প্রদান করা হয়নি, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। অঙ্গনারী কর্মীদের অভিযোগ, নিয়মিতভাবে তাদের কাজের দায়িত্ব পালন করলেও তাদের প্রাপ্য বেতন বা ভাতা না পাওয়া অত্যন্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অঙ্গনারী কর্মীরা জানান, তাদের মাসিক সাম্মানিক ভাতা সাধারনত ৫ হাজার টাকা, কিন্তু দীর্ঘদিন ধরে সেই ভাতা বন্ধ থাকায় তারা বহু কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করার জন্য বিভিন্ন বার যোগাযোগ করলেও কোন সুরাহা মেলেনি। এ বিষয়ে অঙ্গনারী কর্মী নেত্রী মিতা রায় বলেন, "আমরা সরকারের গৃহীত সকল কার্যক্রমে সহযোগিতা করে আসছি, কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের বেতন বা ভাতা যাতে অবিলম্বে প্রদান করা হয়, সেই দাবি আমরা প্রশাসনের কাছে জানিয়ে এসেছি।" মহকুমা শাসক অফিসের এক কর্মী জানিয়েছেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, বিক্ষোভরত কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি তাদের দাবি পূরণ না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

শিশু বান্ধব গ্ৰাম ' বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  

2024-11-19

উলুবেড়িয়া , হাওড়া :- উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েত - এর উদ্যোগে 2025 - 2026 বর্ষের উন্নয়ন পরিকল্পনার লক্ষে বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ।সুস্থ সুন্দর নির্মল আনন্দ পরিসরে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের নিয়ে শিশু সুরক্ষা,শিশুর শারীরিক, মানসিক বিকাশের অনুকূল পরিবেশ পরিকাঠামো উন্নয়ন গড়ে তোলার লক্ষ্যে হাটগাছা ১ অঞ্চলের নির্বাচিত ও প্রশাসনিক আধিকারিক বৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ও পরিচালনায় অনুষ্ঠিত হলো " শিশু বান্ধব গ্রাম " বিষয়ক আলোচনা সভা এবং অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ই ছিলো চোখে পড়ার মতো বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও আন্তরিকতা এবং উৎসাহের সাথে শিশুদের অংশগ্রহণ দেখে আধিকারিক বৃন্দ খুবই প্রশংসা করেন। গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে এইরকম এক অভিনব উদ্যোগ দেখে শিক্ষক শিক্ষিকা,শিশুরাও খুবই উৎসাহ বোধ করেন। অনুষ্ঠান শেষে গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিটি শিশু কে পুরস্কৃত করে উৎসাহিত করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন - আমাদের বিদ্যালয়ের শিশুরা দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পরিবেশ চর্চার মাধ্যমে বিদ্যালয়ের নাম বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক স্তরে সমাদৃত করেছে।যার ফল স্বরূপ আজকের এই কর্মসূচি ।আমাদের শিশুদের নিয়ে এই কর্মসূচি পালন করার জন্য হাটগাছা ১ গ্রাম পঞ্চায়েত এর আধিকারিক বৃন্দ কে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা, হাটগাছা ১ অঞ্চলের প্রধান প্রসেনজিৎ দাস,সেক্রেটারি শম্ভুনাথ মিশ্র,সমাজসেবী শংকর মহল,এলাকার দুই জন প্রতিনিধি দেলোয়ার থান্দার ও রঘুনাথ মান্না সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান মহকুমা হাসপাতালে শুরু হল ডায়ালিসিস ইউনিট ।

2024-11-19

ইসলামপুর দীর্ঘ প্রতীক্ষার অবসান মহকুমা হাসপাতালে শুরু হল ডায়ালিসিস ইউনিট । পাঁচ বেডর এই ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দের কুমার মিনা, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা, মহকুমা শাসক প্রীতি যাদব, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল, ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা আজ ফিতা কেটে ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন করেন। জেলাশাসক বলেন ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দীর্ঘদিনের প্রচেষ্টায় আজকে এই ইউনিটের শুভ উদ্বোধন এটা খুবই ভালো উদ্যোগ । মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা বলেন পাবলিক পার্টনারশিপে এটি চালু হলো কোভিড এর কারণে দেরি হয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে। ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী বলেন এটি খুব ভালো উদ্যোগ এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালা লাগারওয়াল বলেন দীর্ঘদিনের দাবী ছিল এখানে একটি ডায়ালাইসিস উইনিটের। অবশেষে তা আজ পূরণ হলো এটি খুব আনন্দের বিষয়। বাইট=সুরেন্দ্র কুমার মিনা জেলা শাসক উত্তর দিনাজপুর জেলা বাইট=পুরান কুমার শর্মা মুখ্য স্বাস্থ্য আধিকারিক উত্তর দিনাজপুর জেলা সিএমওএইচ

Awas Yojana: আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু! যাঁরা পাননি কবে পাবেন টাকা? তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দফতর, এখনই জানুন

2024-11-19

Awas Yojana: আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু! যাঁরা পাননি কবে পাবেন টাকা? তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দফতর, এখনই জানুন আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ। ২৩ শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে। জেলায় জেলায় নির্দেশ দিল পঞ্চায়েত দফতরের। তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী, গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক, এসডিও, জেলাশাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ হলে তার মীমাংসা ও করতে হবে। জেলায় জেলায় আবাস তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দফতরের। প্রসঙ্গত, আসাব যোজনার টাকার দুর্নীতি রাজ‍্যজুড়ে তোলপাড়। অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে৷ আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বিগত কয়েকদিনে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে৷ এই তালিকার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কিছুদিন আগেই ১১ দফা নির্দেশ জারি করে পঞ্চায়েত দফতর। এবার আরও এক ধাপ এগিয়ে টাকা বরাদ্দ করার নির্দেশ।

বীরভূমের ইলামবাজারে ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।।

2024-11-19

বীরভূমের ইলামবাজারে ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী বীরভুমের ইলামবাজার ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও আজ ১৯ নভেম্বর যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হয়। বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলিতে ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে সম্মিলিত হয় ব্লক কংগ্রেস নেতৃত্ব। উল্লেখ্য ১৯১৭ সালের এমন এক ১৯ শে নভেম্বর জন্মেছিলেন ভারতের একমাত্র এই মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৭২ সালে তাকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়।উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ নাজিমউদ্দিন, সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রথমেই ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বক্তব্যে তুলে ধরা হয় ইন্দিরা গান্ধীর জীবনের নানা দিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের কার্যকরী সভাপতি সকল সাধারণ মানুষকে একজোট হয়ে আগামী দিনে ভারতের নতুন ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করে দলীয় নেতৃত্বকে এগিয়ে যাওয়ার বার্তা দেন।। ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন শোনা যাক,,,

ভায়াবহ ভাঙ্গন মালদার মানিকচক ঘাট এলাকায়। বেশ কয়েকটি দোকান নদীর তলায়।

2024-11-19

ভায়াবহ ভাঙ্গন মালদার মানিকচক ঘাট এলাকায়। বেশ কয়েকটি দোকান নদীর তলায়। ক্ষতিগ্রস্ত প্রায় 30 থেকে 40 টি বাড়ি। এক দোকানের বিক্রেতা জানাই, এই মানিকচক ঘাট এলাকায় আমার তেলের দোকান ছিল, হঠাৎই আমি সকাল বেলা শুনতে পাই আমার দোকান নদীর গর্ভে।

কেশপুরে ভোটার তালিকায় নাম তোলার কাজে বিএসকের কর্মীরা।

2024-11-19

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: ভোটার তালিকায় নাম সংশোধন, সংযোজন, বিয়োজন ও স্থানান্তকরন এর কাজ শুরু হচ্ছে দেশজুড়ে। ১২ নভেম্বর থেকে ১২ ওই ডিসেম্বর পর্যন্ত চলবে এই কাজ। সাধারণত বিএলওরা এই কাজ করে থাকেন অফলাইনে। তবে বর্তমান সময়ে অফলাইনের পাশাপাশি অনলাইনেও শুরু হয়েছে এই কাজ। তাই একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় প্রত্যেকটি ১৮ বছরের উর্ধ্ব মানুষ যাতে ভারতের নাগরিক হতে পারে, সেই জন্য ভারত সরকারের পক্ষ থেকে ভোটার তালিকায় প্রত্যেক বছর নাম তোলার কাজ চলে। কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে এই কাজে লাগানো সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জন্য বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেলে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল কেশপুর সমস্ত উন্নয়ন আধিকারিক। কেশপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ বলেন আমরা কেশপুরের প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষদেরকে সহযোগিতা করার জন্য বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে এই কাজে লাগাচ্ছি। এর ফলে কেশপুরের ২ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন বলেও তিনি জানান।

রাজনগরের হরিপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৭৩তম বীরভূম শুভাগমন স্মরণোৎসব উদযাপিত

2024-11-18

৭৩ বছর পূর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের “বীরভূম শুভাগমন” স্মরণোৎসব অনুষ্ঠিত হলো রাজনগরের হরিপুরে!! পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ “৭৩ তম বীরভূম শুভাগমন” স্মরণোৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ১৭ নভেম্বর বীরভূমের রাজনগর ব্লকের হরিপুরে যথাযোগ্য শ্রদ্ধায় উদযাপিত হয়। উল্লেখ্য, ১৯৫২ সালের ১৬ নভেম্বর বেলা ১১.৩০ টায় তিনি সপার্ষদ রাজনগরের হরিপুরে “বড়মা’র” নামে খরিদ করা জমি দেখতে আসেন।১৯৪৮ সালে ৬০ একর ৪২ শতক জমি খরিদ করা হয়। এই দিনটিকে স্মরণীয় করতে ঠাকুরের ভক্ত শিষ্যরা “শ্রী শ্রী ঠাকুরের বীরভূম আগমনী দিবস” হিসেবে মিলন উৎসবে মিলিত হয়।সকাল থেকেই উষাকীর্তন ও সমবেত প্রার্থনা দুপুরে সাধারণ সভায় আলোচিত হয় ঠাকুরের জীবনগাথা। এই অনুষ্ঠানে কড়িধ্যা সৎসঙ্গ আশ্রমের কর্ণধার অনিল চক্রবর্তী ঠাকুর অনুকূল চন্দ্রের ৭৩ বছর আগে ঠাকুরের বীরভূম পদার্পণের কথা ও জীবনগাথা উপস্থিত ভক্তদের কাছে তুলে ধরেন। উপস্থিত ছিলেন দেওঘর সৎসঙ্গের দীপাঞ্জন প্রসাদ, ডাঃ কুমার মধুপ,কৃপা বিভব, ডাঃ বিধান মণ্ডল প্রমুখ।পরে এই মঞ্চে অনুষ্ঠিত হয় মাতৃ সম্মেলন। পরিবেশিত হয় সংগীতাঞ্জলি। দুর-দূরান্ত থেকে আগত অন্ততঃ ১৫ হাজার ভক্ত-শিষ্যরা এদিন দুপুরে একসঙ্গে গ্রহণ করেন ভাণ্ডারার মহাপ্রসাদ। প্রশাসনের করা নিরাপত্তার মধ্য দিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হয়। এই অনুষ্ঠানে ছোট-বড় থেকে সকলে মেতে উঠেন।।

সিগারেট এবং অন্যান্য তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রি এবং বিজ্ঞাপন নিষিদ্ধকরণ

2024-11-18

সিগারেট এবং অন্যান্য তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রি এবং বিজ্ঞাপন নিষিদ্ধকরণ এবং প্রকাশ্যে সেবন এব্যাপারে সচেতনতা অভিযান চালালো বীরভূম জেলা তামাক নিয়ন্ত্রক সংস্থা। সোমবার বেলা ১টা নাগাদ সিগারেট এবং অন্যান্য তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রি এবং সেবনের ব্যাপারে সচেতনতা অভিযান চালানো হয় নলহাটি শহরে। এদিন বীরভূম জেলা তামাক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নলহাটী শহরের বেশ কয়েকটি চা ও পানের দোকানে অভিযান চালিয়ে নেশা জাতীয় দ্রব্য প্রকাশ্যে বিক্রির অপরাধে তাদের জরিমানা এবং সচেতন করতে দেখা যায়। একই ভাবে প্রকাশ্যে খোলা জায়গায় ধূমপান করার অপরাধেও বেশ কয়েক জনকে জরিমানা সহ সচেতন করা হয় বীরভূম জেলা তামাক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে। এদিন বীরভূম জেলা তামাক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে মোহাম্মদ আলী কি জানালেন সেই সঙ্গে এলাকার খুচরা ব্যবসায়ীরা প্রতিক্রিয়ায় কি জানালেন শুনুন বিস্তারিত।

আধুনিক ও ইসলামিক শিক্ষার বিপ্লব ঘটিয়েছে কালিয়াচকের কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেন

2024-11-18

নাজমুস সাহাদাত, কালিয়াচক: আধুনিক সভ্যতার প্রতিযোগিতামূলক স্তরে আধুনিকতম যুগোপযোগী ও তার পাশাপাশি ইসলামিক শিক্ষার অত্যন্ত প্রয়োজন। আধুনিক ও ইসলামিক শিক্ষার বিপ্লব ও উন্নয়নকে পাথেয় করে, ছোট্ট চারাগাছকে বিশাল মহীরুহে পরিণত করার আশা ও সুদৃঢ় পদক্ষেপ নিয়ে শুরু হয়েছিল কালিয়াচকের শেরশাহী দক্ষিণ লক্ষীপুরে কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেন। বহু সমস্যা ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়েও শিক্ষার আলো ছড়াতে পিছপা বা দিশেহারা হয়নি। প্রতিষ্ঠার দশটা বছর অতিক্রম করে চিন্তাশীলতা ও মননশীলতাকে কাজে লাগিয়ে একের পর এক ঐতিহাসিক ঘটনার বিরল সাক্ষী এই কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেন। প্রকৃত শিক্ষার দ্বারা মানুষজাতী তার আদিম স্বভাবের অজ্ঞতা মূর্খতাকে পরাস্ত করে পূর্ণাঙ্গ মানুষ রূপে ধীরে ধীরে গড়ে উঠতে সক্ষম। তবে যুগের পর যুগ মানুষ তার জ্ঞানের শিখায় কোটি কোটি মানুষের অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছে। দেখা যাচ্ছে সর্বস্তরের অভিভাবকরা তার সন্তান-সন্ততিদের সামগ্রিক বিকাশ সাধনকে উন্নতি করার লক্ষ্যে অন্যান্য নজির সৃষ্টি করতে এবং ভবিষ্যৎ ক্ষতির মুখ থেকে প্রতিটি শৈশবকে রক্ষা করতে এই ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসছে। তার সাথে সাথে আগাছা দমন করে প্রতিটি শিশুকে বাগানের মালির ন্যায় লালন পালন করে গড়ে তুলতে বদ্ধপরিকর 'কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেন' স্কুল। এই স্কুলটি নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর একটি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিশু শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে মেধা প্রবেশিকা পরিক্ষায় কৃতি হিসেবে পুরস্কৃত। বিজ্ঞানমঞ্চ মেধা পরিক্ষায়, জানা-অজানা মেধা পরিক্ষায়, আল আমীন মিশন, কালিয়াচক ট্যালেন্ট সার্চ সহ জেলা ও রাজ্যে স্থানাধীকারী হয়েছে। এই কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের পঠনপাঠনে বিভিন্ন ধরনের বৃত্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পাঠ দান, পাঠ পরিকল্পনা ভিত্তিক পাঠদান ও পাঠ্যানুশীল, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় পুষ্টি যুক্ত খাদ্য ও আর্সেনিক মুক্ত পানীয় জলের সরবরাহ, সকল ছাত্রছাত্রীদের জন্য বিষয় ভিত্তিক বিভিন্ন স্বনামধন্য ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে প্রতিদিন কোচিং-এর ব্যবস্থা, ক্লাস টেস্ট ও ইউনিট টেস্ট এবং টার্মিনাল টেস্টের এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল ও আরও বেশি বিষয় ভিত্তিক জ্ঞানার্জনের জন্য সৃজনশীল পদ্ধতিতে গ্রুপ ওয়ার্ক, স্পট টেস্ট, ক্লাস ইউনিট টেস্ট, সারপ্রাইজ টেস্ট, মাসিক টেস্ট, টিউটোরিয়াল পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশেষ ভাবে প্রস্তুতি গ্রহণের ব্যবস্থা। এছাড়াও দৈহিক ও মানসিক দিক থেকে সময় রাখতে নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা ও বিদ্যুতের পরিবর্তে শক্তি যোগানের জন্যে জেনারেটরের সুব্যবস্থা এবং আবাসিক ছাত্রছাত্রীদের জন্যে পৃথক পৃথক আবাসন করা হয়েছে। এদিন রবিবার এই কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেনের ভর্তি মেধা প্রবেশিকা পরিক্ষা নেওয়া হয় এবং এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্কুলের পক্ষ থেকে শিক্ষারত্ন প্রাপ্তি শিক্ষিকা তানিয়া রহমত, অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক আমিনুল ইসলাম, চিকিৎসক হাজেরুল ইবকার ও শিক্ষানুরাগী আব্দুর রশিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও ছিলেন, কচিকাচা ইসলামিক কিন্ডারগার্টেনের সম্পাদক আনিকুল ইসলাম ও প্রধান শিক্ষক নাজমুল হক সহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

রোটারী ক্লাব গার্ডেনরিচ ও সি আই ডি পি এর যৌথ উদ্যোগে দেরীয়া হাই স্কুলে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ

2024-11-18

রোটারী ক্লাব গার্ডেনরিচ ও সি আই ডি পি এর যৌথ উদ্যোগে দেরীয়া হাই স্কুলে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও এলাকার দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:• কলকাতা রোটারি ক্লাব গারদেরিচ এবং সি আই ডি পি এর যৌথ উদ্যোগে দেরিয়া হাই স্কুলে স্বাস্থ্য শিবিরের পাশাপাশি সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে উপস্তিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি ডা: বিশ্বজিৎ সাহা, সি আই ডি পি সভাপতি যৌপদিপ বোস, সি আই ডি পি সম্পাদক শুভেন্দু বোস,ইনার হুইল ক্লাবের সভাপতি মিনা ঝাঁ,এছাড়াও উপস্তিত ছিলেন মেডিসিন,হার্ট ও গাইনোলোজিস্ট সহ আরও অন্যান্য বিশিষ্ঠ ডাক্তার বাবুরা। এখানে রেয়ান্ডাম সুগার টেস্ট,প্রেসার চেকআপ, ই,সি,জি পরীক্ষা সহ এলাকার অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র, মশারী ও স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে বই খাতা সহ স্কুল সরঞ্জাম বিতরণ করা হয়। এই নিয়ে রোটারী ক্লাবের সভাপতি ডাঃ বিশ্বজিৎ সাহা তিনি জানান আমরা প্রান্তিক ইলাকার প্রত্যন্ত গ্রামের অসহায় দুঃস্থ মানুষদের মধ্যে শীতের সময় শীত বস্ত্র ও ধর্মীয় অনুষ্ঠানে তাদের মধ্যে নতুন পোশাক দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পাশাপাশি এদিন কলকাতা থেকে অভিজ্ঞ ডাক্তার দের নিয়ে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা র সঙ্গে তাদের কে প্রত্যেকের হাতে ওষুধও তুলে দেওয়া হয়। এবং পরবর্তীতে এই গ্রামের দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। সি আই ডি পি এর সম্পাদক শুভেন্দু বোস তিনি জানান এলাকায় এমন দুঃস্থ মানুষ আছে তারা অর্থের অভাবে ঠিক মত ডাক্তার দেখতে পারে নাই,তাদের সুবিধার্তে স্বাস্থ্য পরীক্ষা শিবির এর পাশাপাশি শীত বস্ত্র, মশারী,জুতো,ও স্কুল সামগ্রী বিতরণ করা হয়। এতে খুশি এলাকার বহু মানুষ।

র্যটকদের জন্য সুখবর আবারো চালু হচ্ছে টয়ট্রেন

2024-11-17

পর্যটকদের জন্য সুখবর আবারো চালু হচ্ছে টয়ট্রেন নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং শীতের আবহাওয়া ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর শীতের সময় দার্জিলিং এ পর্যটকদের ঢল নামে। প্রত্যেক বছর শীতের সময় প্রচুর পর্যটক যান দার্জিলিং। আর দার্জিলিং মানেই হল টয়ট্রেন। দার্জিলিং গিয়ে টয় ট্রেন ভ্রমণ করতে ভালোবাসেন পর্যটকরা। শীতের মুখে পর্যটকদের জন্য সুখবর রবিবার থেকে আবার চালু হচ্ছে টয় ট্রেন। পুনরায় পাহাড়ের বাঁকে দেখতে পাওয়া যাবে টয় ট্রেনকে, আবার শোনা যাবে কু ঝিকঝিক শব্দ। নিঃসন্দেহে পর্যটকদের কাছে সুখবর, সুধীর কদিন ধরে বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। পাহাড়ের বুকে কু ঝিকঝিক শব্দ দীর্ঘদিন শোনা যায়নি। পাহাড়ে ধসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল টয় ট্রেন। অবশেষে সমস্ত সমস্যা কাটিয়ে, আবারো রবিবার থেকে চালু হচ্ছে টয় ট্রেন পরিষেবা। এই সংবাদ নিঃসন্দেহে পর্যটকদের কাছে আনন্দদায়ক। আবারো টয় ট্রেনে করে চেপে যাওয়া যাবে দার্জিলিং।

ছয় মাথা বারো হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয়ে আসছে মালদহের হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে।

2024-11-17

ছয় মাথা বারো হাত বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয়ে আসছে মালদহের হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে। এই কার্তিক পূজার মূল আকর্ষণ রাতে চার প্রহরের চার বার পূজো হয়। এছাড়াও কথিত আছে পুত্র সন্তানের আশায় এখানে পুজো দিয়ে আসেন ভক্তরা। এমনকি ভক্তদের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট আকারের কার্তিক ঠাকুর দিয়ে থাকে এই পুজোয়। এই রেওয়াজ মেনেই ৬৬ বছর ধরে হয়ে আসছে এই পুজো। গ্রামের চার ব্যক্তি পুত্র সন্তান লাভের আশায় এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকেই নিয়মিত এই পুজো হয়ে আসছে। এখানে কার্তিক ঠাকুর ষড়ানন রূপে পূজা হয়। বর্তমানে জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই পুজোয়। অনেকেই এখানে পুত্র সন্তান লাভের আশায় মনস্কামনা করেন। পূরণ হলেই কার্তিক ঠাকুর দিয়ে থাকেন। পুজোর উপলক্ষে ১৫ দিনব্যাপী চলে বিশাল মিলন মেলার আসর। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলকাপ গান অনুষ্ঠিত হয়ে আসছে এই পূজা উপলক্ষে। জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলা দেখতে।

কেশপুরের নেড়াদেউলে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ফুটবল খেলা রক্তদান শিবির

2024-11-17

কেশপুরের নেড়াদেউলে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ফুটবল খেলা রক্তদান শিবির কেশপুর, পশ্চিম মেদিনীপুর: শীতের স্নিগ্ধতায় ফুটবল প্রেমীদের মনোরঞ্জনের জন্য কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দু-দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন। ৮ টি দলকে নিয়ে দুই দিনের এই ফুটবল খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি চূড়ান্ত ফাইনাল খেলার দিনেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, ৪ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ফুটবল পরিচালন কমিটির সভাপতি মির্জা সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও সদস্যা শ্যামল আচার্য ও হাবিবা বেগম, কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ জাহাঙ্গীর খান, স্বপ্না খান, ৪ নম্বর গোলাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু দলবেরা এবং উপপ্রধান মাসারুল হাসান চৌধুরী, যুব সভাপতি সঞ্জয় চৌধুরী, অঞ্চল নেতৃত্ব সাফাত চৌধুরী সহ কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা। চূড়ান্ত ফাইনাল খেলায় উপনীত হয় নেড়াদেউল উজ্জ্বল ক্লাব বনাম খাগড়াগাড়িয়া কেপিসি। খেলার শেষে খাগড়াগাড়িয়া কেপিসি কে ২ গোলে পরাজিত করে নেড়াদেউল উজ্জ্বল ক্লাব জয়লাভ করে। কেশপুর ব্লক এর অন্তর্গত চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ফুটবল ম্যাচকে স্বাগত জানিয়েছেন খেলোয়াড়, এলাকার দর্শক, ও ফুটবলপ্রেমী মানুষরা। অঞ্চল সভাপতি মির্জা সাইফুল ইসলাম ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকটি খেলোয়াড় ও দর্শকদের। তিনি বলেন আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি। আপনি মঞ্চে আসবেন তিনি আরো বলেন, একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আজকে নিজেকে ধন্য মনে করছি। মানুষ যেইভাবে আগ্রহ দেখিয়ে ফুটবল খেলা দেখেছে এবং রক্তদান করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে।

শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিকের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তো রাস্তায় পড়ে থাকা জলের পাইপ,চিন্তায় রয়েছে নৌকা চালক থেকে শুরু করে ব্যাবসায়ীরা:-

2024-11-17

শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিকের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তো রাস্তায় পড়ে থাকা জলের পাইপ,চিন্তায় রয়েছে নৌকা চালক থেকে শুরু করে ব্যাবসায়ীরা:- শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিক করতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা।কলকাতা, আসানসোল,দুর্গাপুর, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসে।আসে পার্শবর্তী রাজ্য ঝাড়খন্ড থেকে পর্যটকরা পিকনিক করতে ।শীতের মরশুমে প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশে পিকনিক করতে আসে পর্যটকরা,সাথে মা কল্যানেশ্বরী মন্দির দর্শন থেকে মাইথন জলাধার, নৌকা বিহারতো রয়েছে।তবে পিকনিকের মরসুম ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই মাইথন জলাধারে পর্যটক দের ভিড় দেখা যায়।আর এই পিকনিকের সিজিনের দিকে তাকিয়ে থাকে এলাকার নৌকা চালক থেকে ব্যাবসায়ীরা।কারণ পর্যটকদের ভিড় হলে পর্যটকরা নৌকা বিহার করলে তাঁদের অর্থ উপার্জন হবে তাতে তাঁদের সংসার চলবে।তবে মাইথন জলাধার থেকে জলের প্রকল্পের কাজ চালু হওয়াতে সেই জলের পাইপ রাস্তার ধারে রাখা রয়েছে ফলে পিকনিকের সিজিনে পর্যটকদের ভিড় হলে যানবাহন পার্কিং করতে অসুবিধে হবে বলে মনে করছেন নৌকা চালক থেকে স্থানীয় ব্যাবসায়ীরা।কারণ বেশির ভাগ যে জায়গায় পাইপ গুলো জমা করে রাখা রয়েছে সেই জায়গা গুলোতে যানবাহন পার্কিং করা হয়ে থাকে পিকনিকের সিজিনে ।তবে এই বিষয়ে হোটেল ব্যাবসায়ী মনোজ তেওয়ারি বলেন এটা নিয়ে আমরা চিন্তিত আছি বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে।পাইপ যে স্টক করে রাখা আছে এই জায়গা গুলোতে যানবাহন পার্কিং করা হতো এখন ওই পাইপ গুলোকে অনত্র সরিয়ে ওই জায়গা গুলো খালি করা যাবে কিনা সেটা আলোচনার বিষয়।আলোচনা চলছে বিকল্প ব্যবস্থার।কারণ এই দুমাসের সিজিনের উপর নির্ভর করে থাকে স্থানীয় ব্যাবসায়ী থেকে নৌচালকরা।এই বিষয়ে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য সেরকম ব্যবস্থা এইবার ও থাকবে।পানীয় জলের ব্যবস্থা থাকবে পরিষ্কার,পরিছন্ন রাখার দিকটাও বিশেষ লক্ষ্য থাকবে। সাথে মানুষকে সচেতন করার ব্যাপারটা থাকবে।তবে নৌকা চালক থেকে স্থানীয় ব্যাবসায়ীরা আসা করছেন প্রত্যেক বছরের মতো এই বছরেও পর্যটকদের ভিড় হবে বলে মনে করছেন।তবে রাস্তায় পড়ে থাকা পাইপ তাদের সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়।

মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনা আরও এক গ্রেফতার।

2024-11-17

মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনা আরও এক গ্রেফতার। মালদাহের হবিবপুর থানা অন্তর্গত কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিবপুর থনার পুলিশের হাতে ধরা পরল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সিতাইমারি স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি । ওই অভিযুক্তর শিক্ষকের নাম মনোজিৎ বর্মন, বাড়ি দিনহাটা এলাকায়।অভিযুক্ত মনোজিৎ বর্মনের জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব একাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে তার মধ্যে, প্রায় আটটি একাউন্টে ট্যাব কান্ডের টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে।এছাড়াও অভিযুক্তের দাদা ও বৌ এর একাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানাগিয়েছে ।হবিবপুর থানা তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা জেলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

পর্যটকদের জন্য সুখবর আবারো চালু হচ্ছে টয়ট্রেন

2024-11-16

পর্যটকদের জন্য সুখবর আবারো চালু হচ্ছে টয়ট্রেন নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং শীতের আবহাওয়া ধীরে ধীরে তৈরি হচ্ছে। আর শীতের সময় দার্জিলিং এ পর্যটকদের ঢল নামে। প্রত্যেক বছর শীতের সময় প্রচুর পর্যটক যান দার্জিলিং। আর দার্জিলিং মানেই হল টয়ট্রেন। দার্জিলিং গিয়ে টয় ট্রেন ভ্রমণ করতে ভালোবাসেন পর্যটকরা। শীতের মুখে পর্যটকদের জন্য সুখবর রবিবার থেকে আবার চালু হচ্ছে টয় ট্রেন। পুনরায় পাহাড়ের বাঁকে দেখতে পাওয়া যাবে টয় ট্রেনকে, আবার শোনা যাবে কু ঝিকঝিক শব্দ। নিঃসন্দেহে পর্যটকদের কাছে সুখবর, সুধীর কদিন ধরে বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। পাহাড়ের বুকে কু ঝিকঝিক শব্দ দীর্ঘদিন শোনা যায়নি। পাহাড়ে ধসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল টয় ট্রেন। অবশেষে সমস্ত সমস্যা কাটিয়ে, আবারো রবিবার থেকে চালু হচ্ছে টয় ট্রেন পরিষেবা। এই সংবাদ নিঃসন্দেহে পর্যটকদের কাছে আনন্দদায়ক। আবারো টয় ট্রেনে করে চেপে যাওয়া যাবে দার্জিলিং।

রঞ্জি ট্রফির ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, মধ্য প্রদেশ কে ১১ রানে হারিয়ে দিল বাংলা

2024-11-16

রঞ্জি ট্রফির ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই, মধ্য প্রদেশ কে ১১ রানে হারিয়ে দিল বাংলা প্রায় এক বছর পর বাইশ গজে ,শামি খেললেন। রঞ্জি ট্রফিতে বাংলার ঘরে এলো জয়। মধ্যপ্রদেশের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষ হাসি হাসলো বাংলা, ১১ রানে জিতা নিলাম ম্যাচ।প্রথম ইনিংসে নিয়েছিলেন চার উইকেট, দ্বিতীয় ইনিংসে নিলেন ৩ উইকেট। বাংলা দু’ইনিংসে করে ২২৮ ও ২৭৬ রান। মধ্যপ্রদেশ প্রথম ইনিংস শেষ হয় ১৬৭ রানে। দ্বিতীয় ইনিংস সমাপ্ত হয় ৩২৬ রানে। দুটো দলই জিতবার জন্য আপ্রাণ চেষ্টা করে। মধ্যাহ্নভোজের বিরতিতে জিততে হলে ১০০ রান থেকে দূরে ছিল মধ্য প্রদেশ। এরপর চা বিরতিতে মধ্যপ্রদেশের রান ছিল ৮ উইকেটে ৩২৩ রানে। জেতার খুব কাছে চলে এসেছিল তারা। কিন্তু এরপর মাত্র তিন রান যোগ হয়, তারপর অলআউট হয়ে যায় মধ্যপ্রদেশ। শাহবাজ আহমেদ ১৯ ওভার বল করে ৪৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট । পাশাপাশি মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসেও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ইনিংসে ২৪.২ ওভার বল করে ১০২ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এই জয়ের কারণে রঞ্জি ট্রফিতে বাংলার নকআউট পর্বে যাওয়ার আশা টিকে থাকলো।

অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে সমাজের সেরা পুরুষ সম্মান পুরস্কার দেওয়া হলো

2024-11-16

অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে সমাজের সেরা পুরুষ সম্মান পুরস্কার দেওয়া হলো কলকাতা: শুক্রবার, ১৫ই নভেম্বর, অল বেঙ্গল মেন্স ফোরামের তরফ থেকে সমাজের সেরা পুরুষ সম্মান পুরস্কার দেওয়া হলো ২০জন পুরুষকে। তালিকায় ছিলেন সমাজসেবী থেকে শুরু করে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এমনকি এক সিঙ্গেল ফাদারকেও পুরস্কৃত করা হয় এদিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য মহাশয়া এবং এক সদস্য মৌ গুহ। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সকলেই খুশি প্রকাশ করার পাশাপাশি নিজেদের বক্তব্য রাখেন পুরুষ অধিকার আন্দোলন ও পুরুষদের কঠিন জীবনযাপন নিয়ে। এই বিষয়ে সকলে কি বললেন চলুন শুনে নেওয়া যাক

লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে দেব দীপাবলি পালন

2024-11-16

লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে দেব দীপাবলি পালন শিলিগুড়ি বিহারী সেবা সমিতির তরফ থেকে আজ উদযাপন করা হলো দেব দীপাবলি। শুক্রবার সন্ধ্যায় দেব দীপাবলি উপলক্ষে মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে প্রদীপ জ্বালানোর মাধ্যমে উদযাপন করা হয় দেব দীপাবলি। প্রচুর মানুষ সামিল হয়েছিলেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্টজনেরা। আলোয় ভরে উঠেছিল গোটা এলাকা। প্রসঙ্গত কার্তিক পূর্ণিমার পনেরো দিন পরে উদযাপন করা হয়ে থাকে এই দেব দিপাবলী। লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এই দেব দীপাবলি উৎসব দেখতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন, পুরান মতে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন দেবাদিদেব মহাদেব। দেবতারা অত্যাচার মুক্ত হয়েছিলেন, এরপর দেবতারা দেবাদিদেব মহাদেবের স্থান কাশিতে এসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেছিলেন। তারপর থেকেই পালন করা হয় দেব দীপাবলি। গোটা দেশের মতো শিলিগুড়িতেও পালন করা হলো এই উৎসব।

গঙ্গাসাগরে ৩১ জন ছাত্রছাত্রীর ট্যাব এর টাকার এখনো সুরহা না হওয়ায় হতাশার সুর শিক্ষকের মুখে । 

2024-11-16

গঙ্গাসাগরে ৩১ জন ছাত্রছাত্রীর ট্যাব এর টাকার এখনো সুরহা না হওয়ায় হতাশার সুর শিক্ষকের মুখে ।  সারা রাজ্যে যখন টেপ কেলেঙ্কারি নিয়ে আলোড়ন পড়ে গেছে, ঠিক সেই সময়ে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে ৩১ টি স্টুডেন্টদের ট্যাবের টাকা তুলে নিয়েছে হ্যাকাররা।গতকাল গঙ্গাসাগর থানা তে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন স্কুলের এক ছাত্র ছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছে প্রতারকরা। সাগর থানার অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা শিক্ষা অধিকর্তার কাছে। সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছেন।

জয়নগরের সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের ইতিহাস

2024-11-16

জয়নগর:-নদীয়া শান্তিপুরের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রান্তে সারম্ভড়ে পালন করা হয় রাস উৎসব। বাংলার বিভিন্ন জায়গায় রাস উৎসবের সুখ্যাতি রয়েছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তেমনি জয়নগর উওরপাড়া সরকার বাড়ির রাস উৎসবের সুখ্যাতি অর্জন করেছে এক পৃথক কারণে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এলাকার সরকার বাড়ির রাস উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ডাক্তার নীলরতন সরকারের নাম। আজ থেকে প্রায় আনুমানিক ২০০ বছর আগে জয়নগর উওরপাড়ার সরকার বাড়িতে জাঁকজমকের সঙ্গে পালন করা হতো দূর্গা উৎসব। দুর্গোৎসবের পাশাপাশি জয়নগর এলাকার সরকার বাড়ির পরিবারের সদস্যরা উৎসবের আমেজকে ধরে রাখতে পালন করতো রাস উৎসব। জয়নগরে এই সরকার বাড়ির রাস উৎসব অতীতের জৌলুস হারিয়েছে কিন্তু প্রাচীন প্রথা মেনে এখনো পালন করা হয় জয়নগর সরকার বাড়িতে রাস উৎসব।শুক্রবার রাস পূর্ণিমার পুন্য লগ্নে রাস উৎসবের মাতবে গোটা বাংলার গোটা বাংলার পাশাপাশি জয়নগরের সরকার বাড়িতেও সাড়ম্বরে পালন করা হবে রাস উৎসব। কথিত রয়েছে, আজ থেকে আনুমানিক প্রায় ২০০ বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর এলাকায় স্বর্গীয় গোপাল চন্দ্র সরকারের হাত ধরে জয়নগরের সরকার বাড়িতে রাস উৎসবের শুভ সূচনা করা হয়। প্রাচীন প্রথা মেনেই প্রায় ২০০ বছর ধরে চলে আসছে সেই রাস উৎসব। দক্ষিণ ২৪ পরগনার নেতড়া এলাকায় জন্মগ্রহণ করেন ডঃ নীলরতন সরকার। তৎকালীন সময়ে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু জয়নগরে মামার বাড়িতে থেকেই চালিয়ে যেত ড: নীলরতন সরকার।এই মামার বাড়ি থেকেই সে বহড়ু হাইস্কুলে পড়াশোনা করেছিল। কর্মজীবনে বেশিরভাগ অংশই জয়নগর কেন্দ্রিক হয়ে গিয়েছিল ডক্টর নীলরতন সরকারের। প্রতিবছর রাস উৎসবে জয়নগরের এই সরকার বাড়িতে ছুটে আসতেন ডক্টর নীলরতন সরকার। তৎকালীন সময়ে জাঁকজমকের সঙ্গে পালন করা হতো সরকার বাড়িতে এই রাস উৎসব। এ বিষয়ে সরকার বাড়ির বর্তমান সদস্য শৈলেন্দ্রনাথ সরকার জানান,এই রাস পুজো হয় গোপাল জিউর,রাধা ও বিষ্ণুর মূর্তিকে সামনে রেখে আগের মতন জৌলুস আর নেই এই সরকার বাড়ির রাস উৎসবে। আগে এলাকার বহু মানুষ এই রাস উৎসব চালানোর জন্য এগিয়ে আসতো কিন্তু এখন আর এলাকার মানুষ এই রাস উৎসব নিয়ে আগ্রহ দেখায় না।আগে এক সপ্তাহ ধরে মেলা বসতো।পুতুল নাচ,যাত্রা,বাউল,কীর্তনের অনুষ্ঠানে আশে পাশের এলাকা থেকে বহু মানুষ উপস্থিত হতো।পূর্ণদাস বাউলের মতন শিল্পী এখানে এসে অনুষ্ঠান করে গেছে।এখানকার রাসে একশোর ওপর মাটির সঙ তৈরি করা হয়।এখন চারদিন ধরে চলে এই উৎসব।আগে জয়নগর মিত্রগঞ্জ বাজারের সবজি,মাছের বাজার বসতো এখানে এক সপ্তাহ ধরে। এখনকার তা বসে না। অতীতের সেই জৌলুস হারিয়ে গিয়েছে। এখন যথ সামান্য সঞ্চয়ের মধ্যে দিয়ে এই রাস উৎসবকে চালিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান বংশধরেরা।তাঁরা চায় এলাকার মানুষ এগিয়ে আসুক এই উৎসবে আরো বেশি করে। আনন্দের সঙ্গে কেটে যায় রাস উৎসবের কয়েকটা দিন। অতীতের সেই ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উওরপাড়ার সরকার বাড়ির সদস্যরা।আর এই সরকার বাড়ির পাশে ঘোষ বাড়ির রাস ও আগে জমজমাট হতো। এখন শুধু ইতিহাস টেনে নিয়ে চলেছে এই বাড়ির বংশধরেরা। ১২০০ বঙ্গান্দে কৃপারাম ঘোষের পুত্র রামজয় ঘোষ স্বপ্নাদেশ পেয়ে নন্দ নন্দন মূর্তি প্রতিষ্ঠা করেন। আজও সেই মূর্তিতে রাস যাত্রা হয়ে আসছে।

অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদিবসে শিশুদের বিশেষ উপহার বিতরণে নজির সৃষ্টি করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা 'মানবতা'।

2024-11-15

নাজমুস সাহাদাত, কালিয়াচক: অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদিবসে শিশুদের বিশেষ উপহার বিতরণে নজির সৃষ্টি করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা 'মানবতা'। গোটা দেশজুড়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা মানবতার উদ্যোগে রাজ্যের একাধিক স্থানে সাড়ম্বরে শিশুদের মুখে হাসি ফুটিয়ে এই দিবস পালিত করা হয়। অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে শিশু দিবসে সহস্রাধিক শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র সহ বিশেষ উপহার। শিশুদের অধিকার, শিক্ষা এবং জনকল্যাণমুখী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৪ই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে শিশু দিবস হিসেবে সাড়ম্বরে পালন করা হয়। শিশু দিবসে মনের আনন্দকে সামনে রেখে শিশু দিবসের দিন একই সাথে রাজ্যের পাঁচটি জেলায় 'মানবতা'র সেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। প্রসঙ্গত, হুগলী জেলার খানাকুল ব্লকের পোল-১ পঞ্চায়েতের হাটতলাতে শিশু দিবস উপলক্ষে মানবতার পক্ষ থেকে প্রায় দুইশত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া ও মিষ্টিমুখ করানো। পোশাক বিতরণে ছিলেন, মানবতা'র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা, মানবতার অন্যতম পরিচালক সোহেল জাভেদ, পোল-১ পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুন, খায়রুল হাসান, আরেফুল ইসলাম প্রমুখ। এদিনের শিশু দিবসে মানবতা ও আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটি'র যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মাড়তলা গ্রামে দুইশত শিশুকে নতুন বস্ত্র ও টিফিন প্রদান করেন আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটির সম্পাদক অমিত পাল, বিলু পাত্র, প্রতাপ মান্না সহ সংস্থার অন্যান্যরা। এছাড়াও মানবতা ও দিগন্তের দিশারী'র যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের সারিয়া অঞ্চলের পূর্বভাতভাঙ্গা গ্রামের 'আলোর দিশারী' পাঠশালার শিশু সহ ওই এলাকার শিশুদের উপহারে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয় দুইশো জনকে। বিতরণ করেন, দিগন্তের দিশারী সংস্থার সভাপতি শিক্ষক অঞ্জন কুমার জানা, বিমল মাহাতো, ধ্রুবেন্দু মাহাতো, প্রদীপ দাস, পূর্ণচন্দ্র টুডু সহ এলাকার বিশিষ্টজন। এবং মানবতা ও বাঁকুড়ার সমাজকর্মী তাপস কুমার দে'র যৌথ উদ্যোগে বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের বিবর্দা অঞ্চলের আদিবাসী অধ্যুষিত নতুনগ্রাম ও বাগিশ বাঁধ গ্রামে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয় দুইশো জন শিশুকে। উপস্থিত ছিলেন, তাপস কুমার দে, বিশ্বজিৎ দে, অর্জুন গড়াই, অচিন্ত্য মান্ডি ও 'মানবতা কমিউনিটি কোচিং সেন্টারে'র শিক্ষিকা মৌসুমী মান্ডি। মানবতা ও নতুন আলো'র যৌথ উদ্যোগে মালদা জেলার রতুয়া-২ ব্লকের রাণীনগর পুখুরিয়া'র মাননুমোড়ে দুশোজন শিশুদের হাতে শিশু দিবসে উপহার হিসেবে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয়। উপস্থিত ছিলেন মানবতা'র সদস্য টিপু সুলতান, আবু কালাম, আসিফ আক্তার, আরিয়ান, নতুন আলো'র সদস্য সালমা শবনম প্রমুখ। 'মানবতা'র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা শুভেচ্ছা বার্তায় বলেন "সেই ছোট্ট ছোট্ট তারাদের যারা আমাদের জীবনে জ্বলজ্বল করে আমাদের মুগ্ধতায় ভরিয়ে রাখে যারা আমাদের জীবনের সুখ এবং হাসি ছড়িয়ে দেয় সেই সব নিষ্পাপ শিশুদের সকল স্বপ্ন পূরণ হোক, আজকের শিশু হয়ে উঠুক আগামীর দেশ ও জাতির সম্পদ। অকৃত্রিম ভালবাসার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামণা করি। পৃথিবীর সব শিশুকে জানাই একটা সুন্দর ভবিষ্যতের একরাশ শুভেচ্ছা।" জুলফিকার আলী কবিতার পংক্তি তুলে ধরে সমাজের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন এবং শিশুদের প্রতি অনুরাগী হওয়ার আহ্বান জানান।

আদক পাড়ায় অতন্ত গ্ৰাম্য এলাকায় আনন্দধারা বিদ্যামন্দিরে ট্যালেন্ট কম্পেটিশন এর মধ্য দিয়ে শিশু উৎসব পালন

2024-11-15

আদক পাড়ায় অতন্ত গ্ৰাম্য এলাকায় আনন্দধারা বিদ্যামন্দিরে ট্যালেন্ট কম্পেটিশন এর মধ্য দিয়ে শিশু উৎসব পালন বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:• প্রতি বছরের ন্যায় এবছরও মথুরাপুর ২-নং ব্লকে খাড়ী অঞ্চলে আদক পাড়ায় অতন্ত গ্ৰাম্য এলাকায় আনন্দধারা বিদ্যামন্দিরে অভিনব প্রক্রিয়ায় ট্যালেন্ট কম্পেটিশন এর মধ্য দিয়ে শিশু উৎসব পালন করা হয়।এদিন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের প্রতিযোগিতা শুরু হয়।কবিতা,গল্প, নৃত্য, ছদ্মবেশ যুক্তিতর্ক ও গল্গ নিয়ে সারাদিনের অনুষ্ঠান ছিলো চোখে পড়ার মতন।প্রায় দুইশত প্রতিযোগি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্ৰহন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিমাংশু মন্ডল( প্রাক্তন শিক্ষক), সুরঞ্জন চক্রবর্তী(নাট্যকার ও সমাজ সেবক), হিল্লোল মন্ডল(নাট্যকার), ধনঞ্জয় বৈদ্য(সঙ্গীত শিক্ষক), নৃত্যগোপাল বসু (ডক্টর)ও অন্যান অতিথিবৃন্দ। আনন্দধারা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মনীষা মন্ডল তিনি বলেন শিশু দিবস উপলক্ষ্যে সুন্দর অনুষ্ঠান করে বিশেষ করে আমি আনন্দীত। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেলে মেয়েরা নানা ধরনের শিক্ষা অনুভব করেছেন। যেমন চলার ভঙ্গিমা, মুখস্থ, ভলার ভঙ্গিমা, কি ভাবে শব্দ দিয়ে তিনটি করে বাক্য রচনা করা যায় সাহসের প্রতিভা বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আরো শিক্ষা মুলক অনুষ্ঠান আনন্দধারা বিদ্যামন্দীরে করা হবে বলে জানান।সকল মানুষ জনের আরো বশী করে সহযোগিতা প্রয়োজন শিশুদের শিক্ষা জগতে আলোর সংস্পর্ষে আনার জন্য। শেষ পর্বে সফল প্রতিযোগীগনের হাতে প্রথম, দ্বীতীয়, তৃতীয় ফপুরষ্কার ও প্রশংশা পত্র তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিধুভুষন ঘোষ ও তহিন হালদার।আনন্দধারা বিদ্যামন্দিরের প্রতিটি শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠা সুন্দর ভাবে পরিচালনা করেছেন।

জহরলাল নেহেরুর জন্মবার্ষিকীতে শিশু দিবস পালন করা হলো পূর্ববর্দ্ধমানের দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমে ।

2024-11-14

জহরলাল নেহেরুর জন্মবার্ষিকীতে শিশু দিবস পালন করা হলো পূর্ববর্দ্ধমানের দামোদর পাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমে । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।।

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ও মালদা মার্টিন চেম্বার অব কমার্সের সহযোগিতায় অনুষ্ঠিত হলো খাজনা গ্রহণ শিবির।

2024-11-14

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ও মালদা মার্টিন চেম্বার অব কমার্সের সহযোগিতায় অনুষ্ঠিত হলো খাজনা গ্রহণ শিবির। মালদা মার্চেন্ট চেম্বার ও কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান আজ সকাল ১১ টা থেকে শুরু হয়েছে এই খাজনা গ্রহণ চলবে সন্ধ্যায় ছটা পর্যন্ত। এই খাজনা গ্রহণ কেন্দ্রে ব্যবসায়ী বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষরাও তাদের খাজনা দিতে ভিড় জমান।

রাতের অন্ধকারে অগ্নিকাণ্ড,আগুনে ভ*স্মীভূত হয় ৩ টি দোকান।

2024-11-14

রাতের অন্ধকারে অগ্নিকাণ্ড,আগুনে ভ*স্মীভূত হয় ৩ টি দোকান। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায় । জানা গেছে,শিলিগুড়ির এস এফ রোডে তিনটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে । তার মধ্যে রয়েছে ফার্নিচারের দোকান , আর দুটি খাবারের দোকান। হঠাৎ গভীর রাতে আগুন লাগে পুরোপুরি ভস্মীভূত হয় তিনটি দোকান। খবর পাওয়ার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আগুন নেভানোর কাজে নামেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি । দমকল কর্মীরা অনুমান করছেন বিরিয়ানির দোকান থেকেই আগুন লেগেছে। ঘটনার তদন্ত চলছে।

প্রতি বছরের মত এ বছরও ওপার বাংলার পরম্পরা ধরে শ্রীকৃষ্ণের পুষ্পরথ টেনে চলেছেন পুরাতন মালদা

2024-11-13

প্রতি বছরের মত এ বছরও ওপার বাংলার পরম্পরা ধরে শ্রীকৃষ্ণের পুষ্পরথ টেনে চলেছেন পুরাতন মালদা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সারদা কলোনি এলাকায়। প্রায় ২৭ বছর ধরে শ্রীকৃষ্ণের রথের আয়োজন করে আসছে সারদা কলোনির ব্রযো রাধাগোবিন্দ মন্দিরের কর্মকর্তারা। বুধবার বিকেলে শ্রীকৃষ্ণের এই পুস্পরথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণ থেকে। এই রথের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ,১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অসীম ঘোষ, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার ,বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রথের দড়ি টানতে ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মত |এই পুষ্প রথকে ঘিরে আনন্দ মুখরিত সমস্ত এলাকাবাসী |

ফাইবার লেন্সের রমরমাবাজারে অবলুপ্তের পথে বাড়িতে তৈরি কাঁচের লেন্স তৈরির কাজ অনাহারে কারিগররা।

2024-11-13

ফাইবার লেন্সের রমরমাবাজারে অবলুপ্তের পথে বাড়িতে তৈরি কাঁচের লেন্স তৈরির কাজ অনাহারে কারিগররা। দক্ষিণ ২৪ পরগনার: একটা সময়ে এলাকায় ঘরে ঘরে চশমার লেন্স তৈরির কাজ হত। কাচের লেন্স তৈরির প্রচুর কারখানা ছিল এলাকায়। স্থানীয় বহু মানুষের রুজি-রোজগারের অন্যতম মাধ্যম ছিল এই শিল্প। চশমার কাঁচের পাওয়ার দেওয়ার প্রাথমিক পর্যায়ের কাজ হয় ছোট ছোট কারখানায় । দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার জয়নগর এলাকায় বেশ কিছু এ ধরনের ছোট ছোট চশমার কাঁচ তৈরির কারখানায় কাজ করতেন এলাকার বহু মানুষ। কিন্তু বাজারে ফাইবার লেন্স চলে আসাতে কাঁচের কারখানাগুলো একে একে বন্ধ হতে চলেছে আর যার ফলে কারিগরদের গ্রাম বাড়ি ছেড়ে কলকাতা থেকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। একদিকে যেমন নতুন প্রজন্ম আর এই কাজে আসছে না। তা ছাড়া, কাচের লেন্সের বদলে এখন ফাইবারের ব্যবহারই বেশি। যার জন্য একে একে বন্ধ হয়ে গিয়েছে এই কারখানা গুলি। এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বক্তব্য, ইদানীং কাচের লেন্সের চাহিদা অনেকটাই কমেছে। ন্যায্য দামও পাওয়া যায় না। এই কারিগর গুলি কেউ কেউ বসে গিয়েছে আবার কেউ কেউ রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে চলে গিয়েছে। কারণ পেটের তাগিদে সংসার চালানোর জন্য। আর কোনদিন ফিরবে কিনা এই কাঁচের লেন্স তা জানে না তাই বাধ্য হয়ে এই কারিগরগুলি নিজেদের হাতের কাজ শিখেও অন্য কাজে চলে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় ফাইবারের লেন্সের দাপটে এখন প্রায় বিলুপ্তির পথে চশমার কাচের লেন্স।

সাত সকালে বাড়ির ভেতর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার তেতুলিয়া গ্রামে

2024-11-13

সাত সকালে বাড়ির ভেতর থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার তেতুলিয়া গ্রামে দেখুন সেই ছবি পরিবার সূত্রে জানা যায় হরিহরপাড়া থানার তক্তিপুর এলাকার যুবক শাহিন শেখ এর সাথে গত তিন মাস আগে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে তাদের পরিচয় হয় । তারপর তারা দুজন দুজনকে বিয়ে করে ছেলে শাহিন শেখ এর পরিবারের সম্মতি ছাড়া । তারপরে প্রেমিক শাহিন শেখ শশুর বাড়িতে কিছুদিন ঘরজামাই থাকেন তারপর তারা একটা জমি কিনে সেখানে তারা বাড়ি করে তেতুলিয়ার বাসিন্দা হয়ে ওঠে । দুজনে প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো কিন্তু আজ সাত সকালে ঘরের ভেতর থেকে খুশি খাতুনের মৃতদেহ উদ্ধার হয় খুশি খাতুন এর পরিবারের দাবি তাদের মেয়ে খুশি খাতুনকে মেরে ফেলেছে তার স্বামী শাহিন শেখ তবে কি কারণে এই ঘটনা খুন নাকি আত্মহত্যা এর তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

গোপন সূত্রে মালদা, গাজোল: জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করল পুলিশ, পুলিশের হাতে এলো আন্ত রাজ্য মাদক পাচারকারী দলের দুই সদস্য।

2024-11-13

উজ্জ্বল পাল মালদা,১২ নভেম্বর:- গোপন সূত্রে মালদা, গাজোল: জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করল পুলিশ, পুলিশের হাতে এলো আন্ত রাজ্য মাদক পাচারকারী দলের দুই সদস্য। জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদক গুলি মনিপুর থেকে নদীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। গাজোল ব্লকের মশালদিঘি এলাকায় ১২ নং জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ২৫ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। জানা যাচ্ছে ধৃত দুজনের নাম রতন দেবনাথ 53, মহেশ সরকার ৩১, এইতো দুজনের বাড়ির ত্রিপুরায়। মাদক গুলি নদীয়া হয়ে বাংলাদেশে পাচার করা হতো কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সুন্দরবনের লবণাক্ত মাটিতে হবে কলা চাষ, হাজারেরও বেশি চাষীদের কাছে দেয়া হলো জি - ৯ টিস্যু কালচার কলা চারা।

2024-11-13

সুন্দরবনের লবণাক্ত মাটিতে হবে কলা চাষ, হাজারেরও বেশি চাষীদের কাছে দেয়া হলো জি - ৯ টিস্যু কালচার কলা চারা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লবণাক্ত জমিতে হবে কলা চাষ প্রায় এক হাজার চাষীকে দেয়া হলো জি ৯ টেস্টটিউব কলা চারা(টিস্যু কালচার) । টেস্ট টিউবে কোলা চারার জন্ম! হত্যা টিস্যু কালচারে, হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি বিশেষ বৈজ্ঞানীক পদ্ধতিতে টেস্টটিউব এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার ফলে উন্নত মানের কোলা চারা জন্ম হলো। দি টরেন্টো কলকাতা ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় পূর্ব দারিকাপুর মুনস্টার সঙ্গের ব্যবস্থাপনায় পাথর প্রতিমা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্লকের চারটি অঞ্চলের উদ্যোগী প্রায় হাজার চাষীকে ৪ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি লম্বার এই উন্নত মানের কলা চারা তুলে দেয়া হয়। এই কলা চাষে কোন রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করার কথা জানানো হয়। মাত্র ৬ থেকে ৭ মাসের মধ্যেফলন ধররে যে কলার কাঁদিতে প্রায় একশটির বেশি কলা থাকবে। এই কলা চারা হাতে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ।

ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণব নগর থেকে গ্রেপ্তার এক।

2024-11-13

মালদাঃ— ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মালদার বৈষ্ণব নগর থেকে গ্রেপ্তার এক। হাসান শেখ নামে একজনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান থানার পুলিশ। মালদার বৈষ্ণব নগর ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার। বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। এই যুবকের একটি সাইবার ক্যাফে রয়েছে। এই যুবকের বিরুদ্ধে ট্যাপ কেলেঙ্কারিতে যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

পরিযায়ী শ্রমিকদের উন্নতিকল্পে মালদায় অনুষ্ঠিত হলো একটি কর্মশালা।

2024-11-13

মালদা:- পরিযায়ী শ্রমিকদের উন্নতিকল্পে মালদায় অনুষ্ঠিত হলো একটি কর্মশালা। মঙ্গলবার দুপুরে মালদা টাউন হলে কর্মসাথী নামক পরিযায়ী শ্রমিকদের এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, শ্রম দপ্তরের মালদার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার তানিয়া দত্ত সহ বিশিষ্ট জনেরা। এদিন মালদা জেলার ১৪৬ টি গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন পরিযায়ী শ্রমিক পরিবারদের সঙ্গে নিয়েই মূলত রাজ্য সরকারের এই কর্মসাথী প্রকল্পের সুবিধামূলক বিষয়ের আলোচনা করা হয়। পাশাপাশি এখনো পর্যন্ত যেসব পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে নাম রেজিস্ট্রেশন করা হয় নি, সেক্ষেত্রেও সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের তদারকি করার কথাও জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীন মালদা জেলা শিল্প কেন্দ্র

2024-11-13

মালদা:- পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীন মালদা জেলা শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত জেলাস্তর হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন। মঙ্গলবার দুপুরে মালদা শহরের অতুল মার্কেট সংলগ্ন এলাকায় জেলা শিল্প কেন্দ্রের প্রদর্শনী কক্ষে হস্তশিল্পের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে দুই দিনব্যাপী জেলাস্তর হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, মন্ত্রী তাজমুহ হোসেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও হস্ত শিল্পীরা। জানা গিয়েছে, শতাধিক শিল্পী হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। কাঠ,শোলা, কাপড়, বাঁশ,মাটি,সুতো, মার্বেল ডাস্ট সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে হস্তশিল্প তৈরি করে প্রদর্শনীতে অংশ নেন জেলার শতাধিক শিল্পীরা। শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল শিল্পীদের পুরস্কৃত করা হয়। প্রদর্শনী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

জেলা হস্তশিল্প প্রতিযোগিতা সিউড়িতে।

2024-11-13

জেলা হস্তশিল্প প্রতিযোগিতা সিউড়িতে। বীরভূম জেলা শিল্পকেন্দ্রের আয়োজনে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হলো সিউড়ি সুপার মার্কেটের জেলা শিল্পকেন্দ্র কার্যালয়ে l জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের হস্তশিল্প সামগ্রী এখানে প্রদর্শিত হয়েছেl তিনটি গ্রুপে শিল্পকর্মগুলিকে রাখা হয়েছে l প্রথম গ্রুপে কাঁথা বাটিক শিল্প থেকে ৬জন সফল শিল্পীকে নির্বাচিত করেন বিচারকরা l দ্বিতীয় গ্রুপে কাঠ, শোলা, কচুরিপানা,খেজুরপাতা ও ঘাস দিয়ে তৈরি শিল্পকর্মকে রাখা হয় l এই গ্রুপ থেকে ৩ জন শিল্পীর শিল্পকর্ম নির্বাচিত হয় l তৃতীয় গ্রুপে চর্ম, মেটাল, ডোকরা, টেরাকোটা ও সেরামিক শিল্পকে রাখা হয় l এই গ্রুপ থেকেও ৩ জন শিল্পীর শিল্পকর্ম নির্বাচিত হোন। বিচারক হিসেবে ছিলেন শিল্পগুরু এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী তৃপ্তি মুখার্জী ছাড়াও দুই জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী কমল মালাকার ও দেবু মুর্মু l জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার সৌমেন দত্ত এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে l

আম গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার দিনমজুরের, ঘটনায় খুনের অভিযোগে সরব পরিবারের লোকজন।

2024-11-13

আম গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার দিনমজুরের, ঘটনায় খুনের অভিযোগে সরব পরিবারের লোকজন। মঙ্গলবার সাত সকালে ঘটনা সামনে আসতে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভুতনি থানার দক্ষিন চন্ডীপুর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্করটোলা বাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিজয় মন্ডল বয়স আনুমানিক ৪৫, পেশায় তিনি দিনমজুর। মৃতর পরিবারের সদস্যদের অভিযোগ গ্রামেরই এক বাসিন্দা গতকাল সন্ধ্যায় বিজয় মন্ডলের বাড়ি আসে এবং কিছুক্ষণ থাকার পর সাথে নিয়ে যায়। গতকাল সন্ধ্যা থেকেই আর বাড়ি ফিরেনি বিজয় মণ্ডল। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজিও করে। অবশেষে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে জমির মধ্যে একটি আমগাছে ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামের লোকজন। তড়িঘড়ি বিজয় মণ্ডলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে সেটি তারই দেহ। সাথে সাথে খবর দেওয়া হয় ভুতনি থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহর মধ্যে ধুলাবালি মাটি লেগে আছে পরিবার লোকের সন্দেহ খুন করা হয়েছে। অন্যদিকে ভুতনি থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে খুন নাকি আত্মহত্যা তা তদন্তে পরেই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর শোকের ছায়া গ্রাম ও পরিবারবর্গের।

শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

2024-11-13

শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিলিগুড়ি আজ সন্ধ্যায় দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো শিলিগুড়ি প্রাথমিক বালিকা বিদ্যালয় এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুভ সূচনা করেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনা , সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমবেত সংগীতের মাধ্যমে সংশ্লিষ্ট অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

শ্রী শ্যাম জন্ম মহোৎসবের উপলক্ষে বর্ণাধ্য শোভাযাত্রা নিয়ামতপুরে।

2024-11-13

শ্রী শ্যাম জন্ম মহোৎসবের উপলক্ষে বর্ণাধ্য শোভাযাত্রা নিয়ামতপুরে। প্রত্যেক বছরের মতো এ বছরও পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের নিয়ামতপুর স্থিত শ্রী শ্যাম এবং দাদী মন্দির কমিটির তরফে শ্রী শ্যাম জন্ম মহোৎসবের উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো। শোভাযাত্রাটি আজ সকাল ৯টায় নেয়ামতপুর ঠাকুরবাড়ি থেকে আরম্ভ করা হয় এর শোভাযাত্রাটি নিয়ামতপুর পরিক্রমা করে শ্রী শ্যাম এবং দাদী মন্দিরে সমাপ্ত হয়। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বেশ সংখ্যায় মহিলারা উপস্থিত ছিলেন।

ময়ূরেশ্বরে আবাসের তালিকায় গড়মিল!ব্লক অফিসে আবেদন শতাধিকের

2024-11-13

ময়ূরেশ্বরে আবাসের তালিকায় গড়মিল!ব্লক অফিসে আবেদন শতাধিকের রয়েছে মাটির কাঁচা বাড়ি, কিন্তু নাম নেই আবাস যোজনার তালিকায়! মাথার উপর পাকাপোক্ত ছাদ ছাড়াই অনেক কষ্টে থাকতে হচ্ছে মাটির বাড়িতেই আর তাই মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লক অফিসে জমায়েত হয়ে অভিযোগ বক্সে এসে আবাস যোজনা তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানালেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার বহু মানুষ। আবেদনকারীদের অভিযোগ, গ্রামে যাদের পাকা বাড়ি রয়েছে কম বেশি তাদেরই নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, কিন্তু যারা মাটির বাড়িতে বসবাসকারী আবাস যোজনার বাড়ির দাবিদার তাদেরই তালিকায় নাম নেই অনেকাংশে। আর তার জন্যই ব্লক অফিসে এসে অভিযোগ বক্সে লিখিতভাবে বাড়ির ছবি সহ আবাস যোজনায় বাড়ি পাওয়ার আবেদন জানালেন তারা। যদিও এই বিষয় নিয়ে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান যে বর্তমানে আবাস যোজনার লিষ্ট ধরে সকল ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে ,যারা আসল উপভোক্তা তাদের আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে নির্দিষ্ট একটি পদ্ধতির মাধ্যমে । আবেদন করলে অবশ্যই সরকার তাদের আবেদন গ্রহণ করবে সবদিক খতিয়ে, অন্যদিকে যারা প্রাপক না তাদের নাম ওই লিস্ট থেকে বাদ যাবে বলে জানিয়েছেন তিনি । এখন দেখার বিষয় আসল যারা এই আবাস যোজনার দাবিদার বা উপভোক্তা তারা কবে এই সুবিধা ভোগ করতে পারেন । মঙ্গলবার সকাল ১১ টা থেকে বৈকাল চারটে পর্যন্ত এই আবেদন পত্র জমা পরলো ময়ূরেশ্বর এক নম্বর ব্লক অফিসের অভিযোগ বক্সে।

মালদা টাউন হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা এবং এক দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল রবিবার।

2024-11-12

উজ্জ্বল পাল মালদা:- মালদা টাউন হাইস্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা এবং এক দিবসীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল রবিবার। মালদা টাউন হাইস্কুলের প্রাক্তন ছাত্র কৌশিক চক্রবর্তীর প্রয়াত পিতা-মাতা নির্মল চক্রবর্তী এবং নমিতা চক্রবর্তীর স্মরণে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় মালদা টাউন হাইস্কুলের প্রয়াত শিক্ষক শ্যামল কুমার দাসের স্মরণে। তিনদিন ব্যাপী আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে নক আউট. ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে দশটি দল অংশগ্রহণ করে। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, টাউন হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত ঝা সহ অন্যান্যরা।

মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুইজন।উদ্ধার হল প্রচুর পরিমাণ গাঁজা।

2024-11-12

মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুইজন।উদ্ধার হল প্রচুর পরিমাণ গাঁজা। রানীগঞ্জ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ওপাঞ্জাবি মোড়ের পুলিশ শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানে যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে মাছের পেটির সঙ্গে এই গাঁজা রাখা ছিল।এই ঘটনায় গাড়িতে থাকা দুইজন কে আটক করা হয়েছে। জানা গেছে গাড়িটি মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুরের দিকে যাচ্ছিল সেই সময় একটি মাছ বোঝাই ট্রাককে আটক করে।যে ট্রাক থেকে প্রায় ২ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে পুলিশ ট্রাকটির চালক শুভঙ্কর ও খালাসী অভিজিৎকে আটক করেছে তারা জানতে পেরেছে যে এই ট্রাকটি বেলদা থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছে, যদিও চালক ও হেলপার সেরকম আর কিছুই বলতে পারেননি।তাদের কাছে জিজ্ঞাসা বাদ করে পুলিশ জানতে পারে যে তারা একটি ফোন নাম্বার নিয়ে দুবরাজপুর এর দিকে ট্রাকটি নিয়ে যাচ্ছিল।তিনি জানান, ট্রাকে মাছের নিচে গাঁজা বোঝাই করা হয়েছে তা তিনি জানতেন না। ট্রাক চালক শুভঙ্কর জানান, ট্রাকের মালিকের নাম রাজু এবং সে কান্তাইয়ের বাসিন্দা।খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জের বিডিও শুভদীপ গোস্বামী পৌচ্ছায়।ঘটনার তদন্তে পুলিশ।

মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুইজন।উদ্ধার হল প্রচুর পরিমাণ গাঁজা।

2024-11-12

মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুইজন।উদ্ধার হল প্রচুর পরিমাণ গাঁজা। রানীগঞ্জ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ওপাঞ্জাবি মোড়ের পুলিশ শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানে যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে মাছের পেটির সঙ্গে এই গাঁজা রাখা ছিল।এই ঘটনায় গাড়িতে থাকা দুইজন কে আটক করা হয়েছে। জানা গেছে গাড়িটি মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুরের দিকে যাচ্ছিল সেই সময় একটি মাছ বোঝাই ট্রাককে আটক করে।যে ট্রাক থেকে প্রায় ২ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে পুলিশ ট্রাকটির চালক শুভঙ্কর ও খালাসী অভিজিৎকে আটক করেছে তারা জানতে পেরেছে যে এই ট্রাকটি বেলদা থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছে, যদিও চালক ও হেলপার সেরকম আর কিছুই বলতে পারেননি।তাদের কাছে জিজ্ঞাসা বাদ করে পুলিশ জানতে পারে যে তারা একটি ফোন নাম্বার নিয়ে দুবরাজপুর এর দিকে ট্রাকটি নিয়ে যাচ্ছিল।তিনি জানান, ট্রাকে মাছের নিচে গাঁজা বোঝাই করা হয়েছে তা তিনি জানতেন না। ট্রাক চালক শুভঙ্কর জানান, ট্রাকের মালিকের নাম রাজু এবং সে কান্তাইয়ের বাসিন্দা।খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জের বিডিও শুভদীপ গোস্বামী পৌচ্ছায়।ঘটনার তদন্তে পুলিশ।

সোনারপুর বৈকুন্ঠপুর ১০০০১ পথ দিয়ে জগদ্ধাত্রী পুজোতে অন্নকূট৷

2024-11-12

সোনারপুর বৈকুন্ঠপুর ১০০০১ পথ দিয়ে জগদ্ধাত্রী পুজোতে অন্নকূট৷ সোনারপুরে বিশেষ পুজোতে এই ধরনের ভোগ দেওয়া হয়। মাকে দেওয়া হয় প্রায় ১০০০ পদে ভোগ। ৫৬ বছর ধরে এভাবেই দেবী জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈকন্ঠপুর এলাকায়। পুজো উদ্যোক্তারা নিত্য ঘোষ জানান, মায়ের পুজোয় থাকে অন্নকূট, বহু পুরানো এবং ঐতিহ্যবাহী এই পুজো। সুদূর রাজস্থান থেকে নিয়ে আসা হয়সাড়ে ৮ ফুটের এই শ্বেত পাথরের মূর্তি । একটি গোটা পাথর খোদাই করে এই মূর্তি তৈরি করা হয়। আজ থেকে ৫৭ বছর আগে এই পুজো শুরু হয়। বৈকন্ঠপুর সাধারণ সম্মিলনির পরিচালনায় এবং এলাকার মানুষের সহায়তায় এই পুজো সুসম্পন্ন হয়ে আসছে বছরের পর বছর ধরে। মায়ের এই পুজোয় দেওয়া হয় প্রায় ১০০০টি ভোগ। যা অন্নকূট নামে বিশেষ পরিচিত। তিন দিন এই এলাকার মানুষেরা উৎসবের আমেজের মেতে ওঠে। প্রায় গ্রামের সাত হাজার মানুষ মায়ের এই অন্ন ভোগ গ্রহণ করে। এছাড়াও মায়ের এই অন্নকূট দেখতে দূর দুরান্ত থেকে মানুষ আসেন বৈকন্ঠপুরে মায়ের এই পুজো মণ্ডপে। এই অন্নকূটে মাকে দেওয়া হয় ১৩৫ রকমের মিষ্টি। ১৫৭ রকমের বিভিন্ন পদের রান্না। ৪৮ রকমের সব্জী। ১৫ রকমের আচার, ১০ রকমের চাটনি, ১৭ রকমের শাক ভাজা। ৩৩ রকমের ফল-মূল সহ বিভিন্ন রকমের স্ন্যাক্স, ১৮০ রকমের চিপস, বাদাম ও অনান্য খাদ্য। বেনারসি সমেত ১২০টি শাড়ি ও ১১৭ রকমের বিভিন্ন প্রসাধনী।যা দান করে দেওয়া হয়।মায়ের ভোগ বিতরণ প্রসাদ পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরের দর্শন করে এবং প্রসাদ গ্রহণ করেন।

বাঙালির বারো মাসে তেরো পার্বণ।

2024-11-12

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব- জগদ্ধাত্রী পুজোর। দেবী জগদ্ধাত্রীকে মনে করা হয় জগতের পালিকা শক্তি। দেবী চতুর্ভূজা। তাই ইন্দাস ব্লকের আকুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পূর্বপাড়ায় তিন পরিবার চ্যাটার্জী মুখার্জি ও রায় পরিবারের যৌথ উদ্যোগে জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরে পালন করা হয়। এবছর এই পুজো ৫৫ বছরে পদার্পণ করল আকুই পূর্ব পাড়ায় একমাত্র এখানেই হয় জগদ্ধাত্রী পুজো এক দিনেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো হয়ে থাকে। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন এলাকার মানুষজন এবং দূর দুরান্ত থেকে বহু মানুষ। এই পূজা দেখতে ভিড় করেন। এই পুজোকে ঘিরে তিন দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা হয়ে থাকে বিসর্জনের দিন বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয়।

জগদ্ধাত্রীকে ভারতমাতা রূপে পুজো দুবরাজপুরে

2024-11-12

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও এক বড় উৎসব- জগদ্ধাত্রী পুজোর। দেবী জগদ্ধাত্রীকে মনে করা হয় জগতের পালিকা শক্তি। দেবী চতুর্ভূজা। তাই আজ দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত লালবাজারের ভারতমাতা সংঘের জগদ্ধাত্রী পুজো সাড়ম্বরে পালন করা হয়। এবছর এই পুজো ২৮ বছরে পদার্পণ করল। দুবরাজপুর শহরে একমাত্র এখানেই হয় জগদ্ধাত্রী পুজো। দেবী জগদ্ধাত্রীকে ভারতমাতা রূপে এখানে পুজো করা হয়। এখানে মায়ের এক হাতে থাকে ভারতের জাতীয় পতাকা। এক দিনেই সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো হয়ে থাকে। এই পুজোকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন এলাকার মানুষজন। এবছর প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বাজেটের এই পুজো। নতুন মন্দির হবে বলে পুরনো মন্দির ভেঙ্গে ফেলা হয়েছে। আর সে কারণেই এবছর পুজো উদ্যোক্তারা থিম তৈরি করে প্যান্ডেলে পুজো করছেন। অষ্টমীতে চাল কুমড়ো ও আখ বলিদানের প্রথা রয়েছে। তবে বলিদানের পরই শুরু হয় জয়তারা উৎসব। এই সময়ে পাড়ার যুবকরা বিভিন্ন অস্ত্র নিয়ে মিছিল করে জয়তারা উৎসবে মেতে ওঠে। পুজো উপলক্ষে হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিসর্জনের দিন বাদ্যযন্ত্র সহকারে প্রতিমা সহ গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করানো হয়।

আজ থেকে বৃন্দাবনে ময়দানে শুরু হল। অন্তঃ জেলা অনূর্ধ্ব ১৪ ফুটবলের ক্লাসটার পর্বের খেলা।

2024-11-12

মালদা,১১ নভেম্বর :- আজ থেকে বৃন্দাবনে ময়দানে শুরু হল। অন্তঃ জেলা অনূর্ধ্ব ১৪ ফুটবলের ক্লাসটার পর্বের খেলা। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত IFA - র পরিচালনায় মালদা DSA এর ব্যবস্থাপনায় আন্তঃজেলা অনূর্ধ্ব ১৪ ফুটবলের ক্লাস্টার পর্বের খেলা বৃন্দাবনী ময়দানে অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ২.৩০ টায় শুরু হয় প্রতিযোগিতা। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মালদা জেলা বনাম উত্তর দিনাজপুর জেলা।মালদা জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা অংশ নিবে প্রতিযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা সোমেশ দাস,প্রণব ভট্টাচার্য সহ অন্যান্য ক্রীড়া প্রেমীরা।

মাদারিহাট বিধানসভার শিশুবাড়ি ও খয়েরবাড়ি এলাকায় তৃনমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সমৰ্থনে প্রচারে ইউসুফ পাঠান

2024-11-12

মাদারিহাট বিধানসভার শিশুবাড়ি ও খয়েরবাড়ি এলাকায় তৃনমূল প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সমৰ্থনে প্রচারে ইউসুফ পাঠান আজ মাদারিহাট বিধানসভার অন্তর্গত শিশুবাড়ি এবং খয়েরবাড়ি এলাকায় তৃনমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পোর সমৰ্থনে প্রচার করলেন ভারতীয় ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান l আগামী পরশু অর্থাৎ 13 নভেম্বর মাদারিহাট সহ রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন l আজ ছিল শেষ প্রচার l এদিনের শেষ প্রচারে সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক l

সোমবার সন্ধ্যা অনুমানিক সাড়ে ছটা নাগাদ স্থানীয় কাঠ মিল সংলগ্ন ময়দানে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।

2024-11-12

সোমবার সন্ধ্যা অনুমানিক সাড়ে ছটা নাগাদ স্থানীয় কাঠ মিল সংলগ্ন ময়দানে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক,ডেকোরেটর অ্যাসোসিয়েশনের রাজ্য উপদেষ্টা গোপাল সরকার,নর্থ বেঙ্গল ডেকোরেটর অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য টিংকু দত্ত, ডেকোরেটর অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ বাগচী সহ ডেকোরেটর অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্য ও তাদের পরিবারবর্গ। এদিন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এই মিলন উৎসবে। সংগঠনের সভাপতি জানান এই প্রথম আমাদের মিলন উৎসবের আয়োজন করা হয়েছে, আগামীতে আরও ভালোভাবে এই মিলন উৎসবকে সাফল্যমন্ডিত করা হবে।

ফের মালদার চাঁচল বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা।

2024-11-12

ফের মালদার চাঁচল বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডিউটি থেকে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। জানা গিয়েছে,  চাঁচল থেকে সামসি গামী একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি চার চাকার গাড়ি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় চাঁচল থানার কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার রানু খাতুনের। আহত দুর্ঘটনাগ্রস্থ টোটোর আরও পাঁচ যাত্রী। তাঁদের ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায এলাকায়। কান্নায় ভেঙে পড়ে মৃতার পরিবার। হাসপাতালে পৌঁছান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু সহ পদস্থ পুলিশ কর্তারা। উল্লেখ্য, দিন কয়েক আগেই চাঁচল বাইপাসে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় প্রাতঃভ্রমণকারী তিনজনের। তারপরে আবার এই ঘটনা যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাচল থানার পুলিশ

কালিয়াচকের সাহাবাজপুর মাস্টারপাড়ায় গড়ে উঠেছে বিকাশ মিশন

2024-11-12

নাজমুস সাহাদাত, কালিয়াচক: মালদা জেলার শিক্ষার হাব কালিয়াচক। এই কালিয়াচকে বহু উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানের ভিড়ে আরো এক মনুষ্য জাতির মূল মন্ত্রে শিক্ষার্থীদের দীক্ষিত করতে এবং বর্তমান বিশৃংখল সমাজে সঠিক পথ দেখাতে কালিয়াচকের সাহাবাজপুর মাস্টারপাড়ায় গড়ে উঠেছে বিকাশ মিশন। এই বিকাশ মিশন এক দশক পেরিয়ে এক শিক্ষার জলন্ত প্রদীপ হিসেবে নিজেদের প্রচেষ্টাতে কোনরুপ শৈথিল্য করেনি তার প্রমাণ বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রাজ্যে দশম স্থান অধিকার ধ্রুবজ্যোতি মন্ডলের (২০২৪) ও ফাইজ মাসুদের (২০২২)। এছাড়াও তামান্না নুরজাহান (২০২৩) মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৭৪, শিরিন পারভীন (২০২০) সালের মাধ্যমিকে প্রাপ্ত ৬৭৯ নম্বর। এই বিকাশ মিশনের বিশেষত্ব অর্থাৎ ছাত্র-ছাত্রীদের যেভাবে পঠন-পাঠন দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের পুঁথিগত শিক্ষাদানের পাশাপাশি নৈতিক ও যুগোপযোগী শিক্ষাদান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ মেধার ভিত্তিতে পড়াশোনার ব্যবস্থা, দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা, প্রতিটি শিক্ষাবর্ষে তিনটি পার্বিক দুটি ডেভেলপমেন্ট টেস্ট ও সাপ্তাহিক টেস্ট এবং সারপ্রাইজ টেস্টের ব্যবস্থা, প্রতিটি পার্বিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দুর্বল ছাত্র-ছাত্রীদের বাছাই করে তাদের মেধার ভিত্তিতে রবিবার করে রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা, দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য অতিরিক্ত চারটি পরীক্ষা স্পেশাল এভালুয়েশন, সাইন্স এভালুয়েশন, শর্ট ইনহান্সমেন্ট, স্টার এলিজিবিলিটি টেস্ট নেওয়া হয়। এছাড়াও রয়েছে সম্পূর্ণ নতুনরূপে পূর্ণাঙ্গ স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষাদান, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল প্রভৃতি খেলাধুলা ও শরীরচর্চার জন্য নিজস্ব মিশনের খেলার মাঠ রয়েছে। প্রতিযোগিতা মুখী সাপ্তাহিক মিসলেনিয়াস ক্লাস, মানসিক বৃদ্ধি ও সাধারণ জ্ঞান অর্জনের জন্য একবার শিক্ষামূলক ভ্রমণ, মিশনের ছাত্র-ছাত্রীদের পৃথক আবাস, অনাবাসিক ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য গাড়ি, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, সম্ভাবনাময় ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ যত্ন ও ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ছাত্রীদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে। এবং বিশেষ করে ছাত্রীদের মানসিক দিক-দৃঢ় অপূর্ণতা অর্জনের জন্য প্রতিটি পালনীয় সসম্মানে উৎসবের আমাজে পালন করা হয়। প্রতিবছর বিকাশ দর্পণ নামে ম্যাগাজিন যেখানে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের বাংলা ও ইংরেজি কবিতা, গল্প ও সৌজন্যমূলক সাক্ষাৎকার ছাপানো হয়। বিকাশ মিশনের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলী, সম্পাদক আতিকুর রহমান, সভাপতি সাফিউর রহমান আনসারি, পরিচালক সাদেক আলী, সহ প্রধান শিক্ষক রাইসুদ্দিন আহমেদ, সদস্য মোঃ হাফিজুদ্দিন, আসাদুল হক ও মুকাদ্দার সেখ সহ সকল শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টায় ও সকলের সহযোগিতায় এই বিকাশ মিশনের সফলতা। মিশনের প্রধান শিক্ষক জুলফিকার আলী বলেন, আমরা ২০১২ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্র-ছাত্রী ভর্তির কাজ ও অনেক গুণীজনদের সাহায্য সহযোগিতায় কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় পঠন পাঠন। শুরু হয় কর্তৃপক্ষের প্রতিটি সদস্যদের রাতদিন অক্লান্ত পরিশ্রম। তবে আজ ২০২৪ শে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের এই সেই পরিশ্রম বিফলে যায়নি। আমাদের ছাত্র-ছাত্রীরা প্রতি বছর সফলতার শিখরে পৌঁছাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বোর্ডে এক থেকে দশের মধ্যে বেশ কয়েকবার দখল করেছে। আমাদের এই মিশন থেকে পড়াশোনা করে যাওয়া অনেক ছাত্র-ছাত্রী এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার। খুব ভালো লাগে এবং মনটা আনন্দে ভরে ওঠে যখন আমাদের ছাত্র-ছাত্রীদের এইসব সফলতার খবর শুনি। তবে এই সফলতা কারও একার পরিশ্রমে গড়ে ওঠেনি। এর পেছনে রয়েছে কর্তৃপক্ষ শুরু করে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিভিন্নভাবে মিশনের কাজের সঙ্গে জড়িত এখন মানুষের পরিশ্রম ও ভালোবাসা। আজ যেমন বিকাশ মিশনের পরিচিতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। মালদা তথা উত্তরবঙ্গ ও মধ্য বঙ্গে এই মিশনের সুনাম ছড়িয়ে পড়েছে এবং আমাদের বিশ্বাস আগামী দিনে বিকাশ মিশনের সুনাম পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে পড়বে।

বহরমপুরে ব্যারাক স্কয়ারের প্রাচীন ঐতিহাসিক গাছের ডাল ভেঙে বিপত্তি।

2024-11-09

বহরমপুরে ব্যারাক স্কয়ারের প্রাচীন ঐতিহাসিক গাছের ডাল ভেঙে বিপত্তি। ক্ষয়ক্ষতি না হলেও সাময়িকভাবে রাস্তা বন্ধ। সিভিল ডিফেন্স এর তৎপরতায় রাস্তা সচল করা হয়। বহরমপুরে ব্যারাক শহরের পুলিশ লাইনের পাশে একটি কয়েকশো বছর পুরনো গাছের ডাল রাস্তার উপরে ভেঙে পড়ে। যদিও ওই সময় রাস্তা দিয়ে কোন যাত্রী চলাচল করছিল না বলে কোন দুর্ঘটনা ঘটেনি। প্রত্যক্ষ দর্শকেরা জানান যেভাবে গাছের ডালটি ভেঙে পড়ল বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। সেই সময় পথ চলাচল না করাই দুর্ঘটনা কোন বড়সড় দুর্ঘটনা ঘটেনি। প্রশাসন খবর পেলে তড়িঘড়ি সিভিল ডিফেন্সের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং গাছের গুড়ি কেটে রাস্তা পুনরায় সাধারণ মানুষের চলাচলযোগ্য করে দেয়।  তবে ওই এলাকার ব্যবসায়ীরা আতঙ্কিত বলে জানাচ্ছেন। প্রাচীন ঐতিহাসিক গাছ গুলির কোন যত্ন নেওয়া হয় না বলেও অভিযোগ। গাছের শুকনো ডাল কোনটা কখন ভেঙে পড়ে, সেই নিয়েই আতঙ্কিত এলাকার ব্যবসায়ী ও পথ চলতি মানুষ।

তৃণমূল এর পঞ্চায়েত সদস্যার স্বামী আক্রান্ত, বিজেপির দিকে অভিযোগ।

2024-11-09

তৃণমূলের দলীয় মিটিং এ আসার পথে বেগমপুর পঞ্চায়েত এর তৃণমূল সদস্য বিজলী গায়েনের স্বামী গৌর গায়েন কে ইঁট দিয়ে মাথায় মের ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো এলাকার বিজেপির কর্মী সমরেশ কয়াল ওরফে মেজর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় তৃণমূল কর্মী গৌর গায়েন লুটিয়ে পড়লে চম্পট দেয় সমরেশ কয়াল। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বারুইপুর এর কাটাখাল এলাকায়।জখম তৃণমূল কর্মী কে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন তৃণমূল কর্মীরা। অভিযুক্ত বিজেপি কর্মীর গ্রেপ্তার এর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। ঘটনা স্থলে যায় বারুইপুর থানার পুলিশ। একজন কে আটক করা হয়েছে এই ঘটনায়। এলাকায় উত্তেজনা রয়েছে।

তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন পালন।

2024-11-08

তৃণমূলের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্মদিন পালন। দেখুন সেই ছবি মুর্শিদাবাদের ভগবানগোলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন 25 নম্বর জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপন আবু সাইম রিপন এর উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর 37 তম জন্মদিন পালন। উপস্থিত ছিলেন ব্লক সহ সভাপতি আবু বাসার বাপি সহ অন্যান্য যুব তৃণমূলের নেতা নেতৃবৃন্দ। ভগবানগোলা রেল স্টেশনে কেক কাটলেন তারা এবং কেক কাটার পরে গরিব অসহায় মানুষদের কম্বল বিতরণ করলেন আবু সাইম রিপন।

মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের উপদেষ্টা হলেন, কালিয়াচকের ভূমিপুত্র ড. আবদুস সাত্তার

2024-11-08

নাজমুস সাহাদাত, কালিয়াচক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টাতেই শুধু নয়, রাজ্যের সংখ্যালঘু দপ্তরেরও উপদেষ্টা হয়েছেন কালিয়াচকের ভূমিপুত্র ড. আবদুস সাত্তার। তার মুকুটে নতুন এই পালকের খবরে তার জন্মভূমি কালিয়াচকের মজমপুর গ্রামে এখন খুশির জোয়ার। উল্লেখ্য, কালিয়াচক এখন রাজ্যের মধ্যে বহুল চর্চিত নাম। এই কালিয়াচকের মাটিতে অসংখ্য প্রতিভার জন্ম হয়েছে। শিক্ষা, ব্যবসা, চাষবাস, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও বহু উচ্চ শিখরে পৌঁছে গৌরব উজ্জ্বল হয়েছে এবং গোটা দেশে ছড়িয়েছে কালিয়াচকের সুনাম। তবে রাজনীতিতেও পিছিয়ে নেই কালিয়াচক। আজও মানুষের মুখে শোনা যায় বিগত দিনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম। প্রসঙ্গত, কালিয়াচকের ভূমিপুত্র হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবদুস সাত্তার। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা বিধানসভার বিধায়ক ও বাম সরকার আমলের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন কালিয়াচকের ভূমিপুত্র অধ্যাপক আবদুস সাত্তার। তিনি মালদহের কালিয়াচক এলাকার মোজমপুর গ্রামের এক কৃষক পরিবারে ১৯৬৯ সালের ১২ই জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তার গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি নিয়ে পড়াশোনা শুরু হয়। তারপর তিনি কালিয়াচক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত সিটি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক হন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং "বাংলা সাহিত্যে রোমান্টিক আখ্যান উৎস ও বিবর্তন" বিষয়ে গবেষণা করেছেন তিনি। প্রথম নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু হয় তার। তিনি মাত্র ৩০ বছর বয়সে ২০০০ সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত হন। ভারতবর্ষের ইতিহাসে কোনো পর্ষদের সর্বকণিষ্ঠ সভাপতির নজির গড়েছিলেন অধ্যাপক ড. আব্দুস সাত্তার। মাদ্রাসা শিক্ষার আধুনিক চিন্তা নবচেতনা ও প্রযুক্তি বিদ্যায় নবজাগরণের উন্মেষ ঘটে তার হাত দিয়ে। তিনি ৩২ তম ইউনেস্কো সম্মেলনে যোগদানের বিরলতম নজির সৃষ্টি করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রতিনিধি হিসেবে। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীও ছিলেন। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সংখ্যালঘু উপদেষ্টা পদে অধিষ্ঠিত হলেন ড. আবদুস সাত্তার। এখন তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা পাবেন এবং এখন থেকে তিনি রাজ্যের সংখ্যালঘুদের কল্যাণে প্রয়োজনীয় পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরকে। এই পদে নিয়োগ হওয়ার খবর ছড়াতেই খুশির উন্মাদনা দেখা যায় কালিয়াচকে। তার সাথে সাথে কালিয়াচকের বাসিন্দাদের বক্তব্য, বাম সরকারের মন্ত্রী থাকাকালীন মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন তিনি। তৃণমূল শাসিত সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উপদেষ্টা পদে নিয়োগ হয়েছে তাতে আমরা ভীষণ খুশি। আমাদের দৃঢ় বিশ্বাস তার ব্যাপক অভিজ্ঞতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার নিঃসন্দেহে শাসনের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখবে।

ছট পুজোর মধ্যে দিয়েও পরিবেশ বাঁচানোর বার্তা। মূলত নদী দূষণ রোধের বার্তা দিতেই এমন পরিকল্পনা মালদহ শহরের জয়সওয়াল পরিবারের।‌

2024-11-07

মালদা: ছট পুজোর মধ্যে দিয়েও পরিবেশ বাঁচানোর বার্তা। মূলত নদী দূষণ রোধের বার্তা দিতেই এমন পরিকল্পনা মালদহ শহরের জয়সওয়াল পরিবারের।‌ বিগত কয়েক বছর ধরেই বাড়ির ছাদে ছট পালন করছেন এই পরিবারের সদস্যরা। বাড়ির ছাদে তৈরি করা হয়েছে চৌবাচ্চা। সেখানে জল ভরে নদীর মত জল তৈরি করা হয়েছে। ফারাক্কা গঙ্গা নদী থেকে নিয়ে আসা হয়েছে সেই জল। সেই জলেই আজ পালন করা হল ছট পুজো। শুধু তাই নয়, ছটের আমন্ত্রণ পত্রেও পরিবেশ রক্ষার বার্তা। আমন্ত্রণ পত্রেও পরিবেশ বান্ধব ছট পালনের আহ্বান জানানো হয়েছে। ছটের মধ্যে দিয়ে পরিবেশন বাঁচাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ এই জয়সওয়াল পরিবারের। মালদহ শহরের শরৎপল্লীর বাসিন্দা সুভাষ জয়সওয়াল। তাঁর দুই মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। বর্তমানের দুই মেয়ের উদ্যোগেই বাড়িতে ছট উৎসব হয়ে আসছে। করোনার সময় প্রথম বাড়ির ছাদে ছট পালন করেন। তারপর থেকেই নদী দূষণ রোধের বার্তা দিতে প্রতিবছর বাড়ির ছাদে ছট পালন করে আসছেন। এবারেও তার কোন ব্যাতিক্রমী হয়নি। মালদহ শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। দুই তীরে কয়েক হাজার মানুষ ছট পালন করে থাকেন। ছটের পর দেখা যায় বিভিন্ন ভাবে নদী দূষিত হচ্ছে। পুজোর ফেলে দেওয়া নানান সামগ্রী, পুজোর নৈবদ্য থেকে নদী দূষিত হচ্ছে। এখনি সময় নদী দূষণ রোধে সকলে এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের মধ্যে এই বার্তা পৌঁছে দিতেই বিগত কয়েক বছর ধরেই নদীর জলে না নেমে বাড়ির ছাদে চৌবাচ্চায় ছট পালন করে আসছে জয়সওয়াল পরিবার। শুধুমাত্র তাই নয় পুজোর পরে ফেলে দেওয়া নানান সামগ্রী নষ্ট না করে সেগুলি দিয়ে জৈব সার তৈরি করেন। তারপর সেগুলি দিয়ে বাড়ির ছাদে ফুল গাছের পরিচর্যা করে থাকেন। ছটের মধ্যে দিয়ে পরিবেশ বান্ধবের এক দৃষ্টান্ত উদাহরণ মালদহ শহরের এই পরিবারের ছট উৎসব।

আর কত গরীব হলে মিলবে ঘর? প্রশ্ন ধুমসাডাঙি গ্রামবাসীদের, ক্ষোভ 

2024-11-07

আর কত গরীব হলে মিলবে ঘর? প্রশ্ন ধুমসাডাঙি গ্রামবাসীদের, ক্ষোভ  হরিশ্চন্দ্রপুর : ২০১৭ সালের বন্যায় ভেঙে গিয়েছে ঘর। জরাজীর্ণ কাচা ঘরে দিন গুজরান করছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ধুমসা ডাঙ্গি গ্রামের বাসিন্দারা। 'আবাস প্লাস' সার্ভের তালিকায় গ্রামের কারও নাম না থাকায় হতাশগ্রস্ত হয়ে পড়েছে বাসিন্দারা। আর কত গরীব হলে মিলবে ঘর প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকা গামী রাজ্য সড়কের ধারে রয়েছে গ্রাম টি। প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। কেউ দিনমজুর করে,কেউ আবার ভিন রাজ্যে কাজ করে সংসার চালায়। অর্থাভাবে পাকা ঘর করা তো দূরের কথা তিন বেলা খাবার জোগাড় করতে পারেন না। ভূমিহীন পরিবারগুলো কেউ পলিথিন টাঙিয়ে,কেউ টালি ও টিনের ছাউনি দিয়ে জরাজীর্ণ কাচা ঘরে কোনরকমে দিন গুজরান করেন। সরকারি ঘরের আশায় চেয়ে রয়েছে পরিবারগুলো। স্থানীয় বাসিন্দা পুনায় মিশর,বকনি মিশর ও বিনয় মিশররা বলেন, যাদের পাকা বাড়ি রয়েছে তাদের তালিকায় নাম রয়েছে। আমরা পলিথিন টাঙিয়ে কাচা ঘরে বসবাস করছি। সার্ভের তালিকায় নাম নেই। আমাদের কেউ খোঁজ নিতেও আসে না। কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজয় মিশর বলেন,পরিবারগুলোর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দিন মজুর করে চলে তাদের জীবন। পরিবারগুলো জরাজীর্ণ ঘরে খুব কষ্টে দিন কাটাচ্ছে। ২০১৮ সালের আবাস যোজনার তালিকায় গ্রামের কারও নাম নেই। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে চূড়ান্ত সমীক্ষার কাজ। নাম না থাকায় গ্রামে কেউ সার্ভে করতে আসেনি। ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । এমনকি দিদিকে বল তে ফোন করে অভিযোগ করেছি । কিছুই উত্তর আসেনি । হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও সৌমেন মন্ডল বলেন, ২০১৮ সালে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকে সার্ভের তালিকায় প্রায় ১৮,০০০ হাজার নাম ছিল। ২০২২ সালে সার্ভেতে ৯,২২২ টি নাম টিকে ছিল। রাজ্য সরকারের নির্দেশে ২১ অক্টোবর থেকে  আবার সার্ভে শুরু হয়েছে। ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। ধুমসা ডাঙ্গি গ্রামের বাসিন্দাদের সার্ভের তালিকায় কেন নেই খোঁজ নিচ্ছি।

গোটা জেলা লুট করছে ধৃতিমান! পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে আক্রমণ শুভেন্দুর।

2024-11-07

মেদিনীপুর: আগামী ১৩ ই নভেম্বর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন! মেদিনীপুরের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে শুভেন্দু অধিকারীর একটি মহামিছিল করার কথা ছিল। সেই মতোই দলীয় কর্মী সমর্থকরা ও প্রস্তুত হয়েছিলেন। তবে বুধবার সন্ধ্যায় মেদিনীপুরের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক বাতিলের নির্দেশ জানায় বিজেপির প্রার্থীকে। তারপরেই মেদিনীপুরের কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েন। তবে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী হতাশা ফেরাতে প্রোগ্রাম বাতিল হলেও দলীয় কার্যালয়ে উপস্থিত হন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর সিপাই বাজারে দলীয় কার্যালয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে একাধিক ভাষায় আক্রমণ করেন। শুভেন্দু অধিকারী বলেন ধৃতিমান সরকার আছে মানেই প্রোগ্রাম বাতিল হবে এটা তো জানা কথা। ঝারখণ্ড থেকে যেভাবে গরু পাচার করে ডায়মন্ড হারবারে ভাইপোর এলাকায় পাঠাচ্ছে এবং তার থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে পুলিশ সুপার। গোটা পশ্চিম মেদিনীপুর জেলা বিক্রি করে দেবেন বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন মেদিনীপুরের মানুষ যদি ভোট দিতে পারে বিজেপির জয় কার্যত সময়ের অপেক্ষা। দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের পর মেদিনীপুর শহরের এলআইসির মোড় থেকে কালেক্টরেট পর্যন্ত পায়ে হেঁটে পথচারী মানুষ এবং পার্শ্ববর্তী দোকানদারদের হাতে লিফলেট তুলে দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন আরজিকর এ ডাক্তার বোনের দোষীদের শাস্তি দিতে মেদিনীপুরের মানুষকেও এগিয়ে আসতে হবে এবং বিজেপির হাত শক্ত করতে হবে। পরে দলীয় কর্মী সমর্থকদের বাইকে চড়েই মেদিনীপুর শহরের মানুষের সাথে জনসংযোগ সারলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।

1981 সাল থেকে সাহনি পরিবার প্রতি বছর ছট মহাপর্বের উৎসব পালন করে আসছে।

2024-11-07

1981 সাল থেকে সাহনি পরিবার প্রতি বছর ছট মহাপর্বের উৎসব পালন করে আসছে। এই পূজা চার দিন ধরে চলে - প্রথম দিন - স্নান করে খাওয়া এবং দ্বিতীয় দিন-খরনা তৃতীয় দিন-সন্ধ্যা অর্ঘ চতুর্থ দিন-পরাণ বা সকালের অর্গ। শিলিগুড়ির ৩৫ নং ওয়ার্ডে প্রতি বছর এই আচার-অনুষ্ঠান পালিত হয়।

ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বিজয়ী গোবিন্দপুর একাডেমি

2024-11-06

আগে খেলার জন্য পর্যাপ্ত মাঠ ছিল না কিন্তু খেলোয়াড় ছিল। আর বর্তমানে খেলার মাঠ আছে কিন্তু খেলোয়াড় কম। কারণ দিন দিন ছেলেমেয়েরা বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়ছে। ফলে মাঠ থেকে বহু দূরে রয়েছে তারা। তাই তাঁদের মাঠমুখী করতে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করল ইসলাম স্পোর্টিং ক্লাব। দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ইসলামপুরের ইসলাম স্পোর্টিং ক্লাবের ৫৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী যে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ ফাইনাল খেলা সম্পন্ন হল। গত ৩ নভেম্বর ৮ টি ফুটবল টীম নিয়ে এই টুর্ণামেন্টের সূচনা করা হয়েছিল। আজ ফাইনাল খেলায় মুখোমুখি হয় পশ্চিম বর্ধমান জেলার গোবিন্দপুর একাডেমি ও বীরভূম জেলার আলফা বয়েজ ওপো ইসলামপুর। দুই দলই কোনো গোল না করায় টাইব্রেকারে আলফা বয়েজ ওপো ইসলামপুর ফুটবল টীমকে পরাজিত করে বিজয়ী হয় পশ্চিম বর্ধমানের গোবিন্দপুর একাডেমি ফুটবল টীম। এদিন বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা প্রদান করা হয়। তাছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এবং বেষ্ট গোল কিপারকে ট্রফি প্রদান করা হয়। এদিন মঞ্চে হাজির ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি সেখ সর্দার আলী, সেখ আব্দুল কাদের, আবু সামা, সেখ আনোয়ার, সেখ নসীব উদ্দিন, আসিফ আহ্ম্মদ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন

2024-11-06

আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ গিয়ে থাকেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে। শিলিগুড়িতেও কিন্তু বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। তার মধ্যে রয়েছে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজো, এবারে তাদের পুজো ১৫ তম বর্ষে পদার্পণ করল। প্রতিবছর ঘটা করে অনুষ্ঠিত হয়ে থাকে জগদ্ধাত্রী পুজো। পুজোর কয়েকদিন বেশ কিছু কর্মসূচি হয়ে থাকে। আজ এই পুজোর শুভ উদ্বোধন সম্পন্ন হল। উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, অলক চক্রবর্তী মহাশয় সহ আরো বিশিষ্টজনেরা। প্রত্যেক বছরের মত এ বছরও বর্ণাঢ্যভাবে আলিঙ্গনের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন সম্পন্ন হলো। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পূজার শুভ উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই পুজোর শুভ উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। উদ্যোক্তারা জানিয়েছেন এ বছরও প্রত্যেক বছরের মত পুজোর কয়েকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবারে তাদের পুজো মণ্ডপ হয়েছে মায়াপুরের মন্দিরের অনুকরণে।

রাজনৈতিক কারণে শাসক দলের মদতে সি, ডি, পি ও ১৩ জন অঙ্গনওয়াড়ি কর্মীদের অকারণে বদলির বিরুদ্ধে মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন

2024-11-05

রাজনৈতিক কারণে শাসক দলের মদতে সি, ডি, পি ও ১৩ জন অঙ্গনওয়াড়ি কর্মীদের অকারণে বদলির বিরুদ্ধে মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:• মথুরাপুর ১ নং ব্লকে ১৩ জন আই সি ডি এস কর্মীকে বদলির অর্ডার দিয়ে দীর্ঘ ছুটিতে চলে যান সি ডি পিও। কর্মীরা হঠাৎ বদলির নির্দেশ পাওয়ায় দিশেহারা তারা। কর্মীদের কিংবা তাদের সেন্টারের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকা সত্ত্বেও শুধু রাজনৈতিক কারণে শাসক দলের মদতে কয়েক জন কর্মীর বিশেষ সুবিধা পাইয়ে দিতে এই বদলির অর্ডার দেওয়া হয়েছে বলে কর্মীদের অভিযোগ। কয়েক জন কর্মীরা আরো অভিযোগ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও শাসকদলের লোকেরা তাদের হুমকি দিচ্ছে, এমনকি একজন কর্মীকে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে বার করে দিয়ে সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে পঞ্চায়েত সদস্য। আজ বদলির কবলে পড়া আই সি ডি এস কর্মীরা ডায়মণ্ড হারবার মহকুমা শাসকের নিকট তাদের অভিযোগ পত্র জমা দিয়ে অবিলম্বে বদলির অর্ডার প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। রাজনৈতিক স্বার্থে আর্থিক লেনদেনের বিনিময়ে এই বদলির অর্ডার দেওয়া হয়েছে বলে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এণ্ড হেল্পার্স ইউনিয়নের অভিযোগ। ইউনিয়নের পক্ষ থেকেও মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিয়ে অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। ইউনিয়নের পক্ষ থেকে আই সি ডি এস কর্মী ইয়াসমিনা হালদার জানান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বদলির কোন বিধান নেই, তৎসত্ত্বেও ক্ষমতার অপপ্রয়োগ করে সি ডি পি ও বদলির অর্ডার দিয়েছেন। এই অর্ডার প্রত্যাহার না করলে ব্লকের সমস্ত আই সি ডি এস কর্মী বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান। আন্দোলনের জন্য যদি মা ও শিশুদের পরিষেবায় কোন প্রভাব পড়ে তার দায় নিতে হবে সিডিপিওকে।

রাত্রিরের সাথী প্রকল্পের অধীনে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কী কী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে

2024-11-05

রাত্রিরের সাথী প্রকল্পের অধীনে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কী কী পরিকাঠামো গড়ে তোলা হয়েছে তা মঙ্গলবার পরিদর্শন করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব রাহুল নাথ ও দীপঙ্কর ভৌমিক। তারা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেন। বৈঠকের পর স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট, মাতৃমা বিভাগ, জরুরী বিভাগ সহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম মুখোপাধ্যায়, হাসপাতাল সুপার ডাঃ প্রসেনজিৎ বর সহ অন্যান্যরা। তাদের নিয়েই স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা এক এক করে হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন। পরে এই প্রসঙ্গে মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জানান

শালবনীর কাসীজোড়ায় কালী মন্দিরে পূজো দিয়ে ভোট প্রচারে সুজয় হাজরা।

2024-11-05

শালবনী, পশ্চিম মেদিনীপুর:- আগামী ১৩ ই নভেম্বর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ভোট। মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে শালবনী ব্লকের চারটি অঞ্চল। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মঙ্গলবার শালবনী ব্লকের কাশীজোড়া অঞ্চলে যান ভোট প্রচারে। একেবারে নিজের স্কুটিতে চড়ে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে ভোট প্রচার করতে দেখা গেল সুজয় হাজরা কে। সকালে কাশীজোড়া অঞ্চলের পাথরাজুড়ি বুথের একটি  কালীমন্দিরে পূজা দেন। দলীয় কর্মীসমর্থক ও স্থানীয় বাসিন্দারা নির্বাচনী প্রচারের সফলতা কামনা করে দেবীর আশীর্বাদ নিতে সেখানে জড়ো হন, যা ভোটের প্রস্তুতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। পুজো দেওয়ার পর তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান সরকারের উন্নয়নের তুলে ধরে আশীর্বাদ চান। এভাবেই তিনি স্কুটি নিয়ে শালবনির বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা।

আর দুদিন বাদেই গোটা দেশ মাতবে ছট পূজায়

2024-11-04

আর দুদিন বাদেই গোটা দেশ মাতবে ছট পূজায় | তাই ছট পুজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার সকালে পুরাতন মালদা পৌরসভা এলাকার অন্তর্গত বিভিন্ন ঘাটের পরিকাঠামো দেখতে পরিদর্শন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ । এদিন মঙ্গলবাড়ী স্কুল পাড়া ঘাট, নবাবগঞ্জ ঘাট এবং দোহর ঘাট ও সদর ঘাটের পরিকাঠামো এবং জলের গভীরতা খতিয়ে দেখেন পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন এজেন্সির লোকজন।পুরাতন মালদা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া ঘাট পরিদর্শন করতে এসে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, ছট পূজা উপলক্ষে প্রতি বছর ভক্তদের জন্য ঘাট পরিষ্কার করে ড্রেসিং করানো হয় এবং আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা হয় তাছাড়া মহিলাদের জন্য প্রসাধন পরিবর্তনের জন্য আলাদা ঘর ও বাথরুমের ব্যবস্থা করে থাকি | তাই এবারও আমরা ছট ভক্তদের জন্য সব ধরনের পরিষেবার ব্যবস্থা করেছি তাছাড়া এবার নদীর জলের গভীরতা বেশি থাকায় ঘাট গুলির পাড়ে শালবলি দিয়ে ব্যারিগেট করে দেওয়া হবে | যাতে ব্যারিগেটের বাইরে নদীতে ভক্তরা না নামতে পারে। পাশাপাশি দুর্ঘটনা এরানোর জন্য পৌরসভার পক্ষ থেকে নৌকোর ব্যবস্থা থাকবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে ঘাট গুলোতে।

মাঝ বয়সী এক মহিলার ঝুলন্ত  দেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর এলাকায় চাঞ্চল্য

2024-11-04

মাঝ বয়সী এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে,যদিও মৃত মহিলার ছেলের দাবি মা অসুস্থ থাকায় সম্ভবত মানসিক অবস্থাতে আত্মঘাতী হয়েছে। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ ছেলে এবং বৌমা মিলে গলা টিপে মেরে ফেলেছে যদিও পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। জানা গেছে মৃত মহিলার নাম রত্না (৫৫) সরকার, বাড়ি পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের নজরপুর গ্রামে ,পরিবারে তার একমাত্র ছেলে এবং পুত্রবধূ রয়েছে। মৃত মহিলার ছেলে সুব্রত সরকার জানায় , গোটা রাত মা অসুস্থ ছিল তাকে নিয়ে আমরা জেগে ছিলাম সকালবেলা বাথরুমে যায় এবং বাথরুম থেকে ফিরে এসে দেখি মা ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলছে ,কিন্তু অন্যদিকে পাড়া-প্রতিবেশীদের অভিযোগ, ছেলে এবং বৌমা মিলে মৃত মহিলার উপরে অত্যাচার করত এমনকি মারধরও করত , প্রতিবেশীরা আরো জানান ,মৃত মহিলার গোটা শরীর যদি তদন্ত করে দেখা যায় দেখা তবে আঘাতের চিহ্ন অবশ্যই পাওয়া যাবে তাই এলাকাবাসীর দাবি মৃত মহিলার ছেলে এবং বৌমার জন্য উপযুক্ত শাস্তি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ।

কুসুমকলি মিশন স্কুলে স্বর্গীয় বন্দনা দত্তের ১১ তম মৃত্যু বার্ষিকী স্মৃতির উদ্দেশ্যে ৯ তম বোধিপিঠ পাঠাগার এর শুভ উদ্বোধন ও পড়ুয়াদের স্কুল সরঞ্জাম বিতরণ

2024-11-04

কুসুমকলি মিশন স্কুলে স্বর্গীয় বন্দনা দত্তের ১১ তম মৃত্যু বার্ষিকী স্মৃতির উদ্দেশ্যে ৯ তম বোধিপিঠ পাঠাগার এর শুভ উদ্বোধন ও পড়ুয়াদের স্কুল সরঞ্জাম বিতরণ বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:• স্বর্গীয় বন্দনা দত্তের ১১ তম মৃত্যু বার্ষিকী স্মৃতির উদ্দেশ্যে এবং রাজিব দত্তের সহযোগিতায় কুসুমকলি মিশন স্কুলে ৯ তম বোধিপিঠ পাঠাগার এর শুভ উদ্বোধন হয় এদিন। এদিন ফিতে কেটে এই বোধিপিঠ পাঠাগারের শুভ উদ্বোধন করেন কবি ও সমাজকর্মী আহেদা খাতুন, বোধিপিঠ পাঠাগারের সম্পাদক বিশিষ্ঠ সমাজ কর্মী শুভেন্দু বোস,বাগাড়িয়া রিলিফ ওয়েলফেয়ার এম্বুলেন্স সোসাইটির সম্পাদক ও উক্ত স্কুলের সভাপতি গোপাল মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি এদিন স্বর্গীয় বন্দনা দত্তের স্মৃতির উদ্দেশ্যে স্কুলের সকল ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা,পেন্সিল ,রবার সহ স্কুল সরঞ্জাম বিতরণ করা হয় এবং ছাত্রছাত্রীদের জন্য সামান্য টিফিনের আয়োজন করা হয়।জানা যায় শিশুদের হাতে মোবাইলের বদলে বই তুলে দেওয়া,এছাড়া শিশুদের এবং বড় ও অভিভাবকদের বই মুখি করার লক্ষ্যে এই বোধীপিঠ পাঠাগার তৈরি করা হয়।

দুবরাজপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু মহিলার

2024-11-04

জলের পাম্প মেশিনের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল বছর ৩১ এর এক মহিলার। মৃতার নাম লতা অঙ্কুর। মৃতার বাড়ী দুবরাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নামো পাড়ায়। তবে ঘটনাটি ঘটেছে শনিবার বৈকালে দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধাক্কা মোড়ে শ্যামল গড়াই এর বাড়িতে। জানা যায়, প্রতিদিন রুটিন মাফিক এদিনও শ্যামল গড়াই এর বাড়িতে কাজে এসেছিলেন লতা অঙ্কুর। তিনি শ্যামল গড়াই এর বাড়িতে কাজকর্ম করছিলেন। তখন পাম্প মেশিন থেকে ওভার হতে শুরু করে। তড়িঘড়ি তিনি জলের পাম্প মেশিন বন্ধ করতে যান এবং তখনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। গৃহকর্তী সোনালি গড়াই তাঁকে দুধ করে খাওয়ান। তারপর দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে এলে লতা অঙ্কুরের মৃত্যু হয় বলে জানা যায়। লতা অঙ্কুরের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদেরকে মানুষ করার জন্য এবং স্বামী অসুস্থ থাকায় তিনি লোকের বাড়িতে কাজকর্ম করে সংসার নির্বাহ করতেন বলে জানান তাঁর স্বামী মণ্টু অঙ্কুর। গৃহকর্তী সোনালি গড়াই জানান, বিগত দেড় বছর ধরে আমার বাড়িতে কাজ করত লতা। কিন্তু এদিন আমি বাথরূমে ছিলাম। তারপর বিকট আওয়াজ শুনে বাইরে বেরোতেই দেখি লতা মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। তাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু এখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে আসেন লতা অঙ্কুরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

দীপাবলীর পর ছট পুজো! পুজোর দ্রব্য সামগ্রী বিক্রি হচ্ছে

2024-11-04

নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি :- দীপাবলির পরে ধুমধাম করে পালন করা হয় ছট পুজো, মহা উৎসব। ছট পুজো হলো সূর্য দেবতার পূজো। সূর্য দেবতাকে আরাধনা করা হয়ে থাকে। প্রত্যেক বছর আরম্বরের সাথে শহর শিলিগুড়িতে ধুমধাম করে পালন করা হয় ছট পুজো, মহা উৎসব। আর দুই দিনের অপেক্ষা তারপরেই রয়েছে ছট পুজো। ছট পুজোর উপকরণ সামগ্রী হল, বিভিন্ন রকমের ফল, কুলো , ঝুড়ি, পুজোর দ্রব্য সামগ্রী, ঘট, নারিকেল এছাড়া আরো অনেক কিছু। প্রত্যেক বছর ছট পুজোর আগে এই সমস্ত সামগ্রী গুলি শিলিগুড়ির মহাবীরস্থান বাজারে বিক্রয় হয়। এছাড়া শিলিগুড়ির আরো অন্যান্য বাজারগুলি তো বিক্রি হয়। এবছরও ছট পুজোর আগে উল্লেখিত জিনিসগুলি যথারীতি বিক্রি হচ্ছে। ছট পূজার ব্রতীরা এই সকল দ্রব্য সামগ্রী গুলি পূজোর আগে কিনে থাকেন। এদিনও দেখা গেল শিলিগুড়ি মহাবীর স্থান বাজারে ক্রেতারা এসেছেন। পুজোর দ্রব্য সামগ্রী কিনছেন। এ বিষয়ে এক ব্যবসায় জানিয়েছেন বিক্রি হচ্ছে তবে গত বছরের তুলনায় কিছুটা কম, তবে আশা রাখছেন পুজোর আগেই বিক্রি বেড়ে যাবে।

দুবরাজপুরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু মহিলার

2024-11-03

জলের পাম্প মেশিনের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত্যু হল বছর ৩১ এর এক মহিলার। মৃতার নাম লতা অঙ্কুর। মৃতার বাড়ী দুবরাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নামো পাড়ায়। তবে ঘটনাটি ঘটেছে শনিবার বৈকালে দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধাক্কা মোড়ে শ্যামল গড়াই এর বাড়িতে। জানা যায়, প্রতিদিন রুটিন মাফিক এদিনও শ্যামল গড়াই এর বাড়িতে কাজে এসেছিলেন লতা অঙ্কুর। তিনি শ্যামল গড়াই এর বাড়িতে কাজকর্ম করছিলেন। তখন পাম্প মেশিন থেকে ওভার হতে শুরু করে। তড়িঘড়ি তিনি জলের পাম্প মেশিন বন্ধ করতে যান এবং তখনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। গৃহকর্তী সোনালি গড়াই তাঁকে দুধ করে খাওয়ান। তারপর দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে এলে লতা অঙ্কুরের মৃত্যু হয় বলে জানা যায়। লতা অঙ্কুরের এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তাদেরকে মানুষ করার জন্য এবং স্বামী অসুস্থ থাকায় তিনি লোকের বাড়িতে কাজকর্ম করে সংসার নির্বাহ করতেন বলে জানান তাঁর স্বামী মণ্টু অঙ্কুর। গৃহকর্তী সোনালি গড়াই জানান, বিগত দেড় বছর ধরে আমার বাড়িতে কাজ করত লতা। কিন্তু এদিন আমি বাথরূমে ছিলাম। তারপর বিকট আওয়াজ শুনে বাইরে বেরোতেই দেখি লতা মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। তাই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু এখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে আসেন লতা অঙ্কুরের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

ওয়াকফ বিল ও,ও বি সি সংরক্ষণ রক্ষায় বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের ডাকে মিল্লী ইত্তেহাদের পক্ষ থেকে উস্থী হাট এলাকায় বিশিষ্টজন সমাবেশ ও সেমিনারের আয়োজন

2024-11-03

ওয়াকফ বিল ও,ও বি সি সংরক্ষণ রক্ষায় বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের ডাকে মিল্লী ইত্তেহাদের পক্ষ থেকে উস্থী হাট এলাকায় বিশিষ্টজন সমাবেশ ও সেমিনারের আয়োজন বাইজিদ মণ্ডল মগরাহাট:• সমগ্র বিশ্বের সকল দেশের তুলনায় ভারতবর্ষে সবচেয়ে বেশি ওয়াকাফ সম্পত্তি বিরাজমান। সংখ্যার নিরিখে সারা দেশে ৮,৭লক্ষ ওয়াকাফ সম্পত্তি আছে,জার পরিমাণ ৯,৪ লক্ষ্য একর,যেটা কোনো মুসলিম রাষ্ট্রেও এত পরিমাণ ওয়াকাফ সম্পত্তি নেই। বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকার ৮,৮,২০২৪ তারিখে মুসলিমদের এই ওয়াকাফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রীয় ভাবে একটি বিল লোকসভায় উল্থাপন করেছে। এই ওয়াকাফ সম্পত্তির মধ্যে আছে মসজিদ,মাদ্রাসা,ঈদগাহ, কবরস্থান, মাজার, পীরত্বের সম্পত্তি,ইসলামিক প্রতিষ্ঠান ইত্যাগী। এদের মধ্যে বিশেষ করে এই ওয়াকফ বিল ও,ও বি সি সংরক্ষণ রক্ষার জন্য বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের ডাকে এবং মগরাহাট ব্লক ১ মিল্লি ইত্তেহাদ কমিটির পক্ষ থেকে ওয়াকাফ বাঁচাও মঞ্চ, ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় উস্থী হাট এলাকায় সচেতনতার শিবিরের মাধ্যমে বিশিষ্টজন সমাবেশ ও সেমিনারের আয়োজন করা হয়।এখানে উপস্তিত ছিলেন খিদিরপুর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল শামসুর আলম ,কলকাতার হাই কোর্ট এর আইনজীবী আসফাক আহমেদ,এই সেমিনারের মুখ্য আহ্বায়ক অধ্যাপক ও সমাজ কর্মী ডা: জাহান আলী পুরকাইত,কলকাতা হাই কোর্টের আইনজীবী হাফিজুর রহমান, অধ্যাপক ও সমাজ কর্মী সালেহা বেগম,প্রফেসর এছাড়াও মিল্লি ইত্তেহাদের পক্ষ থেকে সভায় বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম মোল্লা,মাস্টার নুর নবী সরদার, মাও: আলিনুর পুরকাইত, শিরাকল মহা বিদ্যালয়ের অধ্যাপক বদরুদ্দোজা, মনোয়ার হোসেন মোল্লা, রওশন হাবিব, সেখ নাসির হোসেন, মেহেরুল্লাহ গাজি,রেজাউল মন্ডল,শামসুর রহমান, ইবাদাত হোসেন, কবির লস্কর, মাও: নুর আলম মোল্লা, সিকান্দার লস্কর, মাও:সাইফুদ্দিন সহ অন্যান্যরা। উপস্তিত বিশিষ্ঠ ব্যক্তিবর্গ রা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ হন। পাশাপাশি এই ওয়াকাফ বিলের বিরোধিতা করে সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পরবর্তীতে কলকাতা মহা সমাবেশের করার বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি চলো ডাক দেওয়ার হুংকার দিয়ে যান। এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে পথে নামার আহ্বান জানিয়েছেন উপস্তিত এলাকার সর্বসাধারণ মানুষজন।

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চাকদায় বিজয়া সম্মেলন মগরাহাট ২ নম্বর ব্লক তৃণমূলের উপস্তিত সাংসদ প্রতিমা মণ্ডল ও বাপি হালদার

2024-11-03

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে চাকদায় বিজয়া সম্মেলন মগরাহাট ২ নম্বর ব্লক তৃণমূলের উপস্তিত সাংসদ প্রতিমা মণ্ডল ও বাপি হালদার বাইজিদ মণ্ডল মগরাহাট:• ২০২৬ -এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চাকদা হাট এলাকায় মগরাহাট ২ নম্বর ব্লকে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের। যে বিজয়া সম্মেলন থেকে দলীয় কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার বার্তা দেওয়ার পাশাপাশি মগরাহাট ২ নম্বর ব্লক এলাকায় সংগঠনকে আরও ভালোভাবে মজবুত করার বার্তা দিলেন উপস্তিত তৃণমূলের নেতৃত্বরা। এদিন চাকদা হাট এলাকায় ব্লক সভাপতি সেলিম লস্কর এর ব্যবস্থাপনায় বরিষ্ঠো ও প্রবীণ তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মেতে উঠেন মগরাহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে মূলত শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার বার্তা দেওয়া হয়। এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল,মথুরাপুর লোকসভার সাংসদ তথা সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার, সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দির বাজার বিধান সভার বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পূর্বের বিধায়িকা নমিতা সাহা, মগরাহাট ২ নম্বর ব্লকের সভাপতি সেলিম লস্কর, মগরাহাট ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, মগরাহাট ২ নম্বর ব্লকের যুব সভাপতি বাচ্চু শেখ সহ সকল পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি এবং ব্লক এলাকার সকল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

ইসলাম স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট

2024-11-03

দেখতে দেখতে ৫৪ বছরে পদার্পণ করল দুবরাজপুরের ইসলামপুরে ইসলাম স্পোর্টিং ক্লাব। ১৯৭০ সালে এই ক্লাবের প্রতিষ্ঠা হয়। তাই ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ক্লাবেরই নিজস্ব ময়দানে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এদিন ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি সেখ সর্দার আলি। এই টুর্ণামেন্টে বীরভূম ছাড়াও বর্ধমান জেলার ৮ টি দল অংশগ্রহণ করে। আজকের খেলায় মুখোমুখি হয় দুবরাজপুরের আলম বাবা একাদশ এবং জয়দেবের KPD অর্ঘ্য FC. ফুটবল টীম। আগামী ৫ নভেম্বর ফাইনাল খেলা সম্পন্ন হবে। ফাইনালে বিজয়ী দলকে ট্রফি সহ ১০ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ ৭ হাজার টাকা দেওয়া হবে। তাছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ সহ অন্যান্য পুরস্কারও দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি সেখ সর্দার আলি, সম্পাদক সেখ আনোয়ার, ক্রীড়া সম্পাদক সেখ নসিব উদ্দিন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাবের সভাপতি সেখ সর্দার আলি জানান, বর্তমানে ছেলেমেয়েরা মোবাইলের দিকে ঝুঁকে যাচ্ছে। তাই তাঁদের খেলার মাধ্যমে মাঠমুখী করা আমাদের মূল উদ্দেশ্য।

হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজো কমিটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ।

2024-11-03

মালদা ,02 নভেম্বর: হরিশ্চন্দ্রপুর থানা এবং কালী পুজো কমিটির উদ্যোগে শনিবারের দিন বিকেলে সার্বজনীন প্রায় ১০০০ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন। সেদিন এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান এবং মার্জিনা খাতুন, মালদা জেলার সাধারণ সম্পাদক জুম্মা রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নং ও দু নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, ও হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার ও কমার্স এর সম্পাদক পবন কেড়িয়া সহ বিশিষ্ট সমাজসেবীরা। এদিন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, প্রতি বছরের নেই এবারও থানার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। এই ধরনের অনুষ্ঠান করার জন্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন কালী পূজা উপলক্ষে যে সাত দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তার অঙ্গ হিসাবে আজ এই বস্ত্র বিতরণ। আমরা প্রায় আজ হাজার খানের উপরে কম্বল বিতরণ করতে পেরেছি।

অনুভবের তরফ থেকে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন।

2024-11-03

শিলিগুড়ি।আজ ভাই ফোঁটা খুব শুভ দিন, ভাইয়ের মঙ্গল কামনায় বোন ভাইকে ফোটা দেয়। এদিন মিত্র সম্মিলানিতে অনুভব ক্রেস সেন্টারে তরফ থেকে ভাইফোঁটা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শারীরিক ও মানসিক চাহিদা সম্পন্নদের ভাইফোঁটা দেওয়া হয়। উপস্থিত ছিলেন নান্টু পাল সংলগ্ন ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুশ্রী পাল সহ আরো অনেকেই।

আজ ভাই ফোঁটা ভাইদের দাদাদের মঙ্গল কামনায় দিদি বোনেরা ভাই দাদাদের ফোটা দিয়ে থাকে ।

2024-11-03

আজ ভাই ফোঁটা ভাইদের দাদাদের মঙ্গল কামনায় দিদি বোনেরা ভাই দাদাদের ফোটা দিয়ে থাকে । আজকের এই শুভ দিনে মালদা, ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর বিওপি ৭০ নাম্বার বিএসএফ ব্যাটেলিয়ান জওয়ানদের কপালে ফোটা দেয় দক্ষিণ মালদা বিজেপি মহিলা মোর্চার মহিলারা । শঙ্কর ধনী উলুধ্বনির পাশাপাশি মিষ্টিমুখো করানো হয় বিএসএফ জওয়ানদের । বিএসএফের মহিলা জনরাও বিএসএফ জওয়ানদের ভাই ফোঁটা দিয়ে থাকে । সীমান্তে যারা কঠোর পাহাড়ে রাত দিন দেশবাসীর কে সুরক্ষার দিচ্ছে আজকের এই দিনটিতে তাদেরকেও ভাইফোঁটা দিয়ে তাদের মঙ্গল দীর্ঘায় আয়ু কামনা করে

মেদিনীপুরে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ভাতৃদ্বিতীয়া।

2024-11-03

মেদিনীপুর:- বাঙালির এ আরেক মহতী সম্প্রীতির উৎসব ভাতৃদ্বিতীয়া! সম্প্রীতির বার্তা দিতে মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচনের প্রাক্কালে ভাইফোঁটার উৎসবে মাতলেন জেলা মহিলা মোর্চা। ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় করতে এবং আগামীতে একত্রিত ভাবে লড়াইয়ের ময়দানে একে অপরের দায়িত্ব নেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে মহাসমারোহে পালিত হলো ভাইফোঁটা। পশ্চিম মেদিনীপুর জেলার মহিলা মোর্চার পক্ষ থেকে রবিবার বিজেপির জেলা কার্যালয়ে হয় এই উৎসব। পাশাপাশি এই উৎসবে যোগদান করেন মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। ভাইফোঁটা উৎসব পালন করার পর প্রার্থী শুভজিৎ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী। এটা আমাদের ধর্মের একটা অঙ্গ! তাই এই দিনে আমরা দিদির কাছে আশীর্বাদ নিলাম এবং অঙ্গীকারবদ্ধ হলাম সকল মা ও বোনেদের সুরক্ষা দেওয়ার। অন্যদিকে জেলা মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত বলেন, প্রত্যেক বছর ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা ভাইফোঁটা উৎসব পালন করে আসছে মেদিনীপুরে। তাই আমরা এই বছর জেলা কার্যালয়ে ভাই ফোঁটার উৎসব পালন করলাম। সেই সঙ্গে এই বছর মেদিনীপুরের ভাই ফোঁটার সময় বিধানসভার উপনির্বাচন চলছে। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন শুভজিৎ দাস ওরফে বান্টি দাকেও আমরা বোনেরা সবাই মিলে ভাই ফোঁটার মধ্য দিয়ে অভিনন্দন ও এগিয়ে যাওয়ার অভিবাদন জানালাম ভোটে জয়যুক্ত হওয়ার জন্য। মেদিনীপুরের মানুষ সৌভাগ্যপূর্ণভাবে আগামী দিনে একে অপরের সঙ্গে থাকবে এটাই আমাদের কামনা।

প্রতিবাদী গান, কবিতা, মত বিনিময়ের মধ্য দিয়ে মিলন আসর

2024-11-03

প্রতিবাদী গান, কবিতা, মত বিনিময়ের মধ্য দিয়ে মিলন আসর , কলকাতা: শুক্রবার, ১লা নভেম্বর, কলকাতায় অবস্থিত বেঙ্গল মোশন পিকচারস হলে প্রতিবাদী গান, কবিতা, মত বিনিময়ের মধ্য দিয়ে মিলন আসর আয়োজন করা হয়। এদিন সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকলেই আর জি করের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে নিজেদের বক্তব্য প্রকাশ করেন। পাশাপাশি, কি করে আন্দোলন আরো শক্তিশালী করে তোলা যায়, তা নিয়ে মত পর্যন্ত নেওয়া হয়। অনেকেই গান, কবিতা ও বক্তব্য রাখেন। অবশেষে ঠিক করা হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আন্দোলনে পরবর্তী পরিকল্পনা করার। এদিনের বিশেষ আকর্ষণ ছিল জুনিয়র ডাক্তার ত্রিনেশ মন্ডলের ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা। সকলেই তোলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।

হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজো কমিটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ।

2024-11-03

হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজো কমিটির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ। মালদা ,02 নভেম্বর:   হরিশ্চন্দ্রপুর থানা এবং কালী পুজো কমিটির উদ্যোগে  শনিবারের দিন  বিকেলে  সার্বজনীন  প্রায় ১০০০ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন। সেদিন এই অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান এবং মার্জিনা খাতুন, মালদা জেলার সাধারণ সম্পাদক জুম্মা রহমান, হরিশ্চন্দ্রপুর ১ নং ও দু নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার,  ও হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার ও কমার্স এর সম্পাদক পবন কেড়িয়া  সহ বিশিষ্ট সমাজসেবীরা। এদিন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, প্রতি বছরের নেই এবারও থানার উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। এই ধরনের অনুষ্ঠান করার জন্য হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের  মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাই। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন কালী পূজা উপলক্ষে যে সাত দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় তার অঙ্গ হিসাবে আজ এই বস্ত্র বিতরণ। আমরা প্রায় আজ হাজার খানের উপরে কম্বল বিতরণ করতে পেরেছি।

শিলিগুড়িতে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মায়ের আদলে তৈরি প্রতিমা 

2024-11-03

দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী পুজো বিখ্যাত। প্রতি বছর নির্দিষ্ট সময়কালে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী পুজো হয়ে থাকে। মাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তবৃন্দ এসে থাকেন। এবার শিলিগুড়িতে দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মায়ের আদলে তৈরি হয়েছে প্রতিমা, দক্ষিণ ভারত নগরের পুজো কমিটির পুজোতে দক্ষিণ দিনাজপুরের  বোল্লা কালির মায়ের  আদলে প্রতিমা হয়েছে। প্রতিদিনই প্রচুর ভক্ত মাকে দর্শন করতে ভিড় জমাচ্ছেন।

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এবং নৈহাটি কালী পুজোর জন্য বিখ্যাত।

2024-11-01

নৈহাটি: উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এবং নৈহাটি কালী পুজোর জন্য বিখ্যাত। নতুন নতুন ভাবনার পুজো মন্ডপ নজরকাড়ে এই দুই শহরে। নৈহাটির কালীপুজো এখন শুধু আর নৈহাটির মধ্যে সীমাবদ্ধ নেই। পার্শ্ববর্তী কাকিনাড়া, ভাটপাড়া, পানপুর সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কাকিনাড়া স্টেশন থেকে কিছু পথ হাঁটলেই পানপুর চৌমাথায় বিডিও অফিসের পাশেই ওল্ড কেএমডিএর মাঠে পানপুর বালক বৃন্দের শ্যামাপুজোর আয়োজন করা হয়। এবছর ৩৯তম বর্ষে পদার্পণ করল এই পুজো মন্ডপ। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত গ্রাম-গঞ্জের মানুষজনরা ছুটে আসছেন তাজমহল দর্শনে। এবারকার পুজোর থিম তাজমহলের অনুকরণে মন্ডপ। শ্যামাপ্রতিমার বৈশিষ্ট্যও বেশ চমৎকার ও আকর্ষণীয়। মেদিনীপুর 'থেকে এই প্রতিমার আগমন। প্রতিমার রূপ লক্ষ লক্ষ দর্শকের মন জয় করছে । পুজোকে কেন্দ্র করে পাশে মেলা বসেছে।

আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত প্রায় ২০টি পরিবার।

2024-11-01

আবাস যোজনার পাকা ঘর থেকে বঞ্চিত প্রায় ২০টি পরিবার।এরপাশাপাশি বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে পাকা ঘর দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ।আর এই চিত্র দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভগবানগোল-২ ব্লকের খড়িবোনা পঞ্চায়েতের আলাইপুর গ্রামে। এলাকাবাসীদের অভিযোগ,তাদের পাকা বাড়ি নেই।তাই তাদেরকে কাচা বাড়িতে বসবাস করতে হচ্ছে। পাটকাঠি,বাঁশ, টিন বা টাল দিয়ে তারা বাড়ি বানিয়েছে।কিন্তু বর্ষাকালে টাল বা টিনের ফুটো দিয়ে ঘরের মধ্যে জল পরে।ঝড়ে বাড়ি মাঝেমধ্যে ভেঙে যায়।কিন্তু আবাস যোজনার পাকা বাড়ি থেকে এখনো তারা বঞ্চিত।বার বার সরকারি দপ্তর বা জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয় নি। এলাকবাসীদের মধ্যে আবার কারো কারো দাবি,তাদের আবাস যোজনার পাকা বাড়ি দেওয়ার নাম করে টাকা চাওয়া হচ্ছে।সার্ভে করতে এসেও টাকা চাওয়া হচ্ছে। যদিও এই রমক অভিযোগ সম্পর্কে তিনি এখনো কিছু জানেন না বলে দাবি করেছেন বর্ণালী খাতুন বিবি। অন্যদিকে ভগবানগোলা-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু জানান,কোনো উপভোক্তা যেন কাওকে টাকা না দেয়। যাদের কাঁচা বাড়ি আছে তারাই আবাস যোজনার পাকা বাড়ি পাবে।

কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় বিধ্বংসী আগুন

2024-11-01

কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় বিধ্বংসী আগুন। কাপড়ের ব্যাগ তৈরির দোকানে আগুন। দমকলের একটি ইঞ্জিন। পটকার আগুন থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান বাসিন্দাদের।

মালদা তথা বাংলার রূপকার এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮তম জন্মদিন পালন।

2024-11-01

মালদা তথা বাংলার রূপকার এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮তম জন্মদিন পালন। কোতুয়ালি নিজস্ব বাসভবনের মাজারে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর, ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি মহাশয়, জেলা যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার, জাকির হোসেন সহ বিশিষ্ট জনেরা।

প্রতিবারের মতো এইবারও পুরনো নিয়ম-নীতি মেনে শ্রদ্ধা ভক্তির সাথে পালবাড়ি র দক্ষিণা কালী মায়ের পুজো সম্পূর্ণ হল

2024-11-01

প্রতিবারের মতো এইবারও পুরনো নিয়ম-নীতি মেনে শ্রদ্ধা ভক্তির সাথে পালবাড়ি র দক্ষিণা কালী মায়ের পুজো সম্পূর্ণ হল । অমাবস্যার তিথিতে এই পুজো প্রতিবার কালীপুজোর দিন হয়ে থাকে । ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়ার্ড মালঞ্চ পল্লীর পালবাড়ি দক্ষিণা কালীর পুজো বিগত 40 থেকে 42 বছর ধরে হয়ে আসছে । এই পুজোতে শুধু পালবাড়ীর সদস্যরা উপস্থিত হয় না এই পুজোতে তিন নম্বর ওয়ার্ড মালঞ্চ পল্লীর বাসিন্দারাও পুজোতে অংশগ্রহণ করে । এছাড়াও শহর থেকে বাইরে ও অনেক ভক্তরা এই পুজোতে অংশগ্রহণ করে থাকে । মায়ের পুজোর পাশাপাশি বাড়ির সদস্যরা এবং প্রতিবেশীরা এই পুজোতে সবাই আনন্দে মেতে উঠেন । ঢাকের তালে কোমর দুলিয়ে নাচ করে থাকে । পাশাপাশি কালী পূজার পরের দিন সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়

মালদার বিগ বাজেট এর পুজোর মধ্যে পল্লীশ্রী ৮৬ কালী পুজো অন্যতম। এই পুজোর শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব

2024-11-01

মালদার বিগ বাজেট এর পুজোর মধ্যে পল্লীশ্রী ৮৬ কালী পুজো অন্যতম। এই পুজোর শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমনা আগরওয়াল, কাউন্সিলর শুভময় বসু, মালদা মারছেন চেম্বার অফ কমার্স সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট জনেরা, পুজো উদ্বোধনের পাশাপাশি মালদা অ্যানিমেল কেয়ার ইউনিটের সদস্যদের সম্মানিত করা হয় ক্লাবের পক্ষ থেকে এছাড়াও সুস্থ ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষার সরঞ্জাম হাতে তুলে দেওয়া হয়। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় নজরে পড়ে পূজা মন্ডপে এ বছর তাদের পুজো মন্ডপের থিম নারী শক্তি।

বঙ্গ মেতেছে শ্যামা মায়ের পূজার আরাধনায়

2024-10-31

বঙ্গ মেতেছে শ্যামা মায়ের পূজার আরাধনায় | তাই নিজেদের বাড়িঘর ছেড়ে দেশ সেবায় নিযুক্ত হয়েছে বিএসএফ জাওয়ান রা | তাই  বৃহস্পতিবার পুরাতন মালদার ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফের 12 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে মুচিয়া বিএসএফ ক্যাম্পে মহা ধুমধামে পালিত হল দীপাবলি উৎসব |উপস্থিত ছিলেন বিএসএফের ডিআইজি অজিত কুমার,বিএসএফের 12 নম্বর ব্যাটেলিয়ানের co শ্রী দিলবাগ সিং, মুচিয়া বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর জয় দেশ নারায়ণ ছাড়া অন্যান্য বিএসএফ কর্মকর্তারা | এ নিয়ে বিএসএফের ডিআইজি অজিত কুমার কি জানালো শুনুন তার নিজের মুখ থেকে

মহাসমারোহে পালিত হচ্ছে বীরভূমের বক্রেশ্বরের ঝুঁপোকালি মন্দিরের পুজো

2024-10-31

বীরভূমের বক্রেশ্বর দুর্গাপুজোর পর হিন্দু বাঙালির সবচেয়ে বড় উৎসব হল কালীপুজো। যা শ্যামা পুজো, দীপান্বিতা পুজো বা মহানিশা পুজো নামেও পরিচিত। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই পুজো আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, অসম, ত্রিপুরা এবং বাংলাদেশেও সাড়ম্বরে কালীপুজো পালিত হয়। দেশের বাঙালি বসতি এলাকা এবং বিদেশের বাঙালি বসতি এলাকাতেও প্রতিবছর পালিত হয় কালীপুজো। রাতে বা নিশিকালে এই পুজো হয়।  এবছর কালীপুজো ৩১ অক্টোবর। দুপুর ৩ টে ৭ মিনিট ৪২ সেকেন্ড থেকে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ৮ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।  দেশজুড়ে দীপাবলি চলে পাঁচ দিন ধরে। এই উৎসবের শুরু হয় কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে, ধনতেরস বা ধনদা ত্রয়োদশী দিয়ে। এই তিথিতে সোনা-রুপোর গয়না, বাসন, ঝাড়ু- এই সব কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরসের পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী।  ওই দিন ১৪ শাক খাওয়া রীতি এবং ১৪ প্রদীপ জ্বালাতে হয়। তার পরের দিন, কার্তিক অমাবস্যায় বাঙালিরা করেন দেবী কালীর আরাধনা। অনেকে ওই দিন অলক্ষ্মী বিতাড়ন পুজোরও আয়োজন করেন। অবাঙালিরা আবার করে থাকেন লক্ষ্মী ও গণেশের আরাধানা। প্রতিটি জায়গার পাশাপাশি সেই একই চিত্র কিন্তু নজরবন্দী  হল বীরভূমের বক্রেশ্বরের ঝুঁপোকালি মন্দিরে। বীরভূমের বক্রেশ্বরে ঝুঁপোকালি মন্দিরে প্রতিবছরের মতো এবছরও দেখা গেল  মহাসমারোহে পালিত হচ্ছে দেবীর পুজো। এখানে প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয়ে থাকে।এই বীরভূমের বক্রেশ্বরের ঝুঁপোকালি মন্দিরের পুজো প্রায় ১২০ বছর ধরে হয়ে আসছে বীরভূম থেকে সংকল্প দে রিপোর্ট।

রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

2024-10-31

রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান কলকাতা: ২৯সে অক্টোবর অরিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের তরফ থেকে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের। এদিন সংগঠনের পদাশীন ব্যক্তিদের ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা। পাশাপাশি, সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সকলেই দেশের তৎকালীন এবং বর্তমান পরিস্থিতির পার্থক্য তুলে ধরেন এবং জানান কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই করে দেশকে স্বাধীন করতে হয়েছে। এদিনের বিশেষ আকর্ষণ ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বংশের কন্যা নুপুর কাজীর বক্তব্য ও গান।

রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

2024-10-31

রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান কলকাতা: ২৯সে অক্টোবর অরিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের তরফ থেকে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের। এদিন সংগঠনের পদাশীন ব্যক্তিদের ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যরা। পাশাপাশি, সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সকলেই দেশের তৎকালীন এবং বর্তমান পরিস্থিতির পার্থক্য তুলে ধরেন এবং জানান কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের লড়াই করে দেশকে স্বাধীন করতে হয়েছে। এদিনের বিশেষ আকর্ষণ ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বংশের কন্যা নুপুর কাজীর বক্তব্য ও গান।

এক বছরের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মালদা মেডিকেলের বেশিরভাগ ফ্রিজার।

2024-10-31

এক বছরের বেশি সময় ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে মালদা মেডিকেলের বেশিরভাগ ফ্রিজার। এই দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজারের মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ। বিশেষত বেওয়ারিশ দেহ মর্গে জমে থাকতে থাকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে মেডিকেলের মর্গ চত্বরে। মেডিকেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে মেরামতের টাকা না মেলায় ফ্রিজার সারাইয়ের কাজ সম্ভব হয়নি। মাস খানেক আগে মেরামতের টাকা মিললেও এখনও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মেডিকেল কলেজের অন্দরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, মালদা মেডিকেলের মর্গ, অ্যানাটমি বিভাগ ও ওয়ার্ড মাস্টারের অফিস মিলিয়ে মোট আটটি ফ্রিজার রয়েছে। এই ফ্রিজারগুলি মিলিয়ে প্রায় ৫০টি মৃতদেহ মজুত রাখার পরিকাঠামো রয়েছে। মেডিকেলের একটি সূত্র জানাচ্ছে বছর খানেকের বেশি সময় ধরে মেডিকেলের সমস্ত ফ্রিজার খারাপ হয়ে পড়ে রয়েছে।

ইন্দাস থানা গ্রামরক্ষী বাহিনীর সর্বজনীন কালী পূজার উদ্বোধন হলো। বুধবার এই পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন

2024-10-31

ইন্দাস থানা গ্রামরক্ষী বাহিনীর সর্বজনীন কালী পূজার উদ্বোধন হলো। বুধবার এই পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বিষ্ণুপুরের এস.ডি.পি.ও, ইন্দাস বিডিও, ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্যরা।      এদিন কালী পূজা উদ্বোধনী মঞ্চ থেকে পুলিশের পক্ষ থেকে ইন্দাস এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে শীওবস্ত্র তুলে দেওয়া হয়।     পুলিশ সুপার বৈভব তিওয়ারী সকলকে কালী পূজা ও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, উৎসবের দিন গুলিতে যেকোন প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ট্রাফিক সহ অন্যান্য সমস্ত বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে তিনি জানান।

শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে গ্যাসের সিলিন্ডারে অগ্নিসংযোগ ঘটে। 

2024-10-31

শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে গ্যাসের সিলিন্ডারে অগ্নিসংযোগ ঘটে।  ঘটনার বিবরনে জানাযায় বুধবার শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীর নিকট খবর আসে শান্তির বাজার মডেল দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে অগ্নিসংযোগঘটে।  ঘটনার খবরপেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটেযায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা।  দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে দেখতেপায় বিদ্যালয়ে একটি গ্যাসের সিলিন্ডারে অগ্নিসংযোগ ঘটে।  দমকলবাহিনীর কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে।  শান্তির বাজার দমকলবাহিনীর কর্মীরা সময়মতো ঘটনাস্থলে উপস্থিত নাহলে বড়সড় দুর্ঘটনা ঘটেযেতো।  অগ্নি সংযোগের সুত্রপাত সম্পর্কে সঠিক কিছু জানাযায়নি।

আনন্দময়ী কালীবাড়িতে বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের মূর্তির উন্মোচন 

2024-10-31

আনন্দময়ী কালীবাড়িতে বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের মূর্তির উন্মোচন  শিলিগুড়ি প্রতিবছরের মতো এ বছরও আনন্দময়ী কালী বাড়ির কালী পূজো ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে। এদিন উদ্বোধন হয়ে গেল। কালীপূজো উপলক্ষে গোটা মন্দির আলোকসজ্জায় সজ্জিত। এদিন বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের মূর্তির উন্মোচন হল । প্রতিবছর আনন্দময়ী কালীবাড়িতে ঘটা করে শ্রী শ্রী শ্যামা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও হচ্ছে ধুমধাম করে পুজো। এদিন উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সন্ধ্যায় আনন্দময়ী কালীবাড়িতে বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের মূর্তির উন্মোচন হয়। প্রসঙ্গত আনন্দময়ী কালীবাড়িতে মায়ের নিত্য পুজো হয়ে থাকে, এছাড়া শ্রী শ্রী শ্যামা পূজা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় ঘটা করে। পুজোর পরের দিন দর্শনার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে।

আসানসোলের সিতারামপুর স্টেশনে ৫০০ কোটি টাকা খরচে প্ল্যাটফর্মের ওপর থেকে আরেকটি প্ল্যাটফর্ম করা হবে।

2024-10-31

আসানসোলের সিতারামপুর স্টেশনে ৫০০ কোটি টাকা খরচে প্ল্যাটফর্মের ওপর থেকে আরেকটি প্ল্যাটফর্ম করা হবে। গয়া এবং পাটনা উদ্দেশ্যে যখন ট্রেন যায় তখন সীতারামপুর স্টেশনে অপরদিকে লাইনে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়।এ সমস্যার সমাধানের জন্য সিতারামপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মের উপর থেকে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে তার জন্য খরচ হবে ৫০০ কোটি টাকা এবং এ কাজের টেন্ডার ও করা হয়েছে খুব শীঘ্রই শুরু হবে প্ল্যাটফর্মের উপর থেকে আরেকটি প্লাটফর্মের কাজ অর্থাৎ ওভার প্ল্যাটফর্মের কাজ তারই পরিদর্শন করলেন আসানসোল DRM চেতনা নন্দ সিং।

এ মুহূর্তে এক দুঃখজনক খবরের দিকে নজর রাখবো পদ্মায় সাঁতার কাটতে গিয়ে নিহত হলো এক পাঁচ বছরের শিশু।

2024-10-31

এ মুহূর্তে এক দুঃখজনক খবরের দিকে নজর রাখবো পদ্মায় সাঁতার কাটতে গিয়ে নিহত হলো এক পাঁচ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার বিনিপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় সকাল ১১ টার সময় বন্ধুদের সঙ্গে গোসল করার জন্য পদ্মা নদীতে যায় তার কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ ওই শিশু গ্রামবাসীরা জানতে পারার পর প্রায় তিন ঘণ্টা খোঁজা খুজির পর উদ্ধার করতে পারেন শিশুটিকে । শিশুটির নাম রামিজ রাজা তার বাবার নাম ইলিয়াস শেখ বয়স পাঁচ বছর।

বিজয়া সম্মিলনীর মঞ্চেই যোগদান কর্মসূচি আবারো বড়সড় ভাঙ্গন বিরোধী দলে।

2024-10-30

মালদা:- বিজয়া সম্মিলনীর মঞ্চেই যোগদান কর্মসূচি।আবারো বড়সড় ভাঙ্গন বিরোধী দলে। পঞ্চায়েত সদস্য, বুথ সভাপতি, প্রাক্তন উপপ্রধান, প্রাক্তন কর্মদক্ষ, ব্লক কমিটির সদস্য সহ প্রায় ১৫০০ জন কংগ্রেস, বিজেপি ,ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের অচিন্তলা হাই মাদ্রাসা স্কুলে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানেই বিরোধী শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি, রথবাড়ি, উত্তর পঞ্চানন্দপুর, ও উত্তর লক্ষীপুর সদস্য থেকে শুরু করে বুথ সভাপতিরা যোগদান করেন। তৃণমূলের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন, শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিধায়ক আব্দুর রহিম বক্সি, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিরোধী দল ছেড়ে আসা নেতা কর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন । মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিরোধী দল থেকে দল থেকে এদিন প্রায় ১৫০০ জন তৃণমূলে যোগদান করেছেন। এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পান নি । এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা করেই তাঁরা তৃণমূলকেই বেছে নিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজয়া সম্মেলনের মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগদানকারী বিরোধী দলের নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়। অপরদিকে বিরোধীদল থেকে আসা যোগদানকারীরা জানান বিরোধী দলে থেকে তারা কোনরকম কাজ করতে পারছেন না এছাড়াও যোগ্য মর্যাদা পাচ্ছেন না তাই এদিন ১৫০০ জন বিভিন্ন দল ছেড়ে আসা মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।

হাতে গোনা আর মাত্র এক'দিন। তারপর বঙ্গ মাতবে শ্যামা মায়ের পূজা আরাধনায়।

2024-10-30

হাতে গোনা আর মাত্র এক'দিন। তারপর বঙ্গ মাতবে শ্যামা মায়ের পূজা আরাধনায়। যে কোনও পুজো বা সামাজিক উৎসব আসলেই আশা বাড়ে ফুলচাষিদের। এই সময়টাতেই তাঁদের লাভ ভালো হয়। কিন্তু এবার দানার ঝাপটায় আশাহত হয়েছে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামের ফুলচাষিরা। তবে ডানা আঘাত করলেও আশা ছাড়তে নারাজ ফুল চাষী রা। চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ইতিমধ্যে কালীপুজোর বাজারে নিয়ে যাওয়ার জন্য ফুল ভাঙতে শুরু করেছেন তাঁরা। মুচিয়া নজরপুর এলাকার ফুলচাষি দুঃখু মণ্ডল এবার চার বিঘা জমিতে গাঁদাফুলের চাষ করেছেন। দু'বিঘা জমিতে ফুল ফুটতে শুরু করেছে। বাকি দু'বিঘায় গাছ এখনও বড় হয়নি। দুঃখুবাবু জানান 'এই সময় বাজারে ফুলের দাম একেবারেই নেই। ১০০ থেকে ১২০ টাকা প্রতি পাল্লা দরে গাঁদা ফুল বিক্রি হচ্ছে। কালীপুজোর সময় বাজার কিছুটা উঠতে পারে বলে আশা করছি। তাই ফুল ভাঙা শুরু করেছি। কিন্তু এবার ঝড়ে আমার বেশ ক্ষতি হয়ে গিয়েছে। গাছগুলো সবেমাত্র ফুল দিতে শুরু করেছিল। তখনই শুরু হয়েছিল দানা ঝড়ের দাপট। ভেঙে যায় অনেক ফুলের গাছ। অনেক কষ্ট করে গাছগুলো ফের খাড়া করা গিয়েছে। জমির ফুল অবশ্যই কালীপুজোর বাজারে নিয়ে যাব। দেখা যাক, কী হয়!' শুধু দুঃখুবাবুই নয়, কালীপুজোয় ভালো বাজারের আশায় দিন গুনছেন পুরাতন মালদার সব ফুলচাষিই। এখন দেখা যাক, শ্যামা মা তাঁদের কতটা আশীর্বাদ করেন।

বুধবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী নলডুবি রেলগেট এর কাছে রাজ্য সড়কের ধারে এক মৃত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

2024-10-30

বুধবার সকালে পুরাতন মালদার মঙ্গলবাড়ী নলডুবি রেলগেট এর কাছে রাজ্য সড়কের ধারে এক মৃত ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম নগরদীপ ঘোষ (৫০), বাড়ি পুরাতন মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খইহাট্টা এলাকায়। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তি পেশায় ভিন রাজ্যের শ্রমিক ছিলেন | দুইদিন আগেই বাইরে থেকে কাজ করে বাড়ি ফিরেছেন | কিন্তু বাড়ি ফেরার পরেই প্রচন্ড হারে নেশা করতেন | মঙ্গলবার রাত্রে প্রচন্ড হারে নেশা করেছিল এবং বুধবার সকাল বেলা মঙ্গলবাড়ী রেলগেট এলাকায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে এলাকায় এই ব্যক্তির মৃত্যু হয়েছে এই এলাকায় প্রচন্ড হারে বেআইনিভাবে মদ বিক্রি হয় এখানকার হোটেলগুলোতে | এবং এই হোটেলগুলোতে মদ খাওয়ার পরই অতিরিক্ত মদ্যপানের জেরে এই ব্যক্তির মৃত্যু হয়েছে | কারণ মৃত ব্যক্তির হাতে খাওয়ার এঁটো এখনো লেগে রয়েছে তাই এর থেকে প্রমাণ হয় অতিরিক্ত নেশা করে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবি এই এলাকায় যেন মদ বিক্রি বন্ধ হয় কারণ অতিরিক্ত নেশার জন্য অনেকের মৃত্যু হচ্ছে।

তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে দলে নেওয়াতেই, প্রকাশ্যে এল তৃণমূলের গস্টিদ্বন্দ্ব

2024-10-30

তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্যকে দলে নেওয়াতেই, প্রকাশ্যে এল তৃণমূলের গস্টিদ্বন্দ্ব নির্বাচনে মালদায় নির্বাচনী প্রচারে এসে অভিষেক ব্যানার্জি বারবার বলেছিলেন দলের বিরুদ্ধে গিয়ে যারা নির্দল থেকে দাঁড়াবে তাদের দলে নেওয়া হবে না। কিন্তু বছর না ঘুরতেই অভিষেক ব্যানার্জির সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনজন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্যকে যোগদান করানোর অভিযোগ উঠল মালদহের ইংলিশবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিভা সিংহের বিরুদ্ধে। আর এই নিয়ে ব্লক সভাপতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে সংশ্লিষ্ট কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের ২২ জন তৃণমূল কংগ্রেস সদস্য এবং অঞ্চল সভাপতি। গ্রাম পঞ্চায়েতের ২২ জন সদস্য, অঞ্চল সভাপতি এবং জেলা নেতৃত্বকে না জানিয়েই এই যোগদান বলে অভিযোগ করেছেন তারা। প্রতিবাদ জানিয়ে ব্লক সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তারা। এই নিয়ে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের ২২ জন তৃণমূল সদস্যকে সাথে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঞ্চল সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান, আমি অঞ্চল সভাপতি অথচ আমাকেও এই যোগদান সম্বন্ধে জানানো হয়নি। বিষয়টি আমরা লিখিত আকারে জেলা নেতৃত্বকে জানিয়েছি। আমরা এই যোগদান কিছুতেই মেনে নিতে পারছি না। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, কার নির্দেশে তিনজন নির্দল সদস্যকে দলে যোগদান করানো হয়েছে তা আমি স্পষ্ট নয়। আমাকেও এই যোগদানের বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে। যদিও পাল্টা দাবি করেছেন ব্লক সভাপতি প্রতিভা সিংহ। তার দাবি দলের নির্দেশ মেনেই তিনজন নির্দল সদস্যকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে।

চোপড়া ব্লকের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজাপতি পার্ক তৈরি করা হয়েছে ।

2024-10-30

চোপড়া ব্লকের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজাপতি পার্ক তৈরি করা হয়েছে । ব্লক প্রশাসন সুত্রে জানা গিয়েছে, বাটারফ্রাই পার্কের ব্যাপারে সোনাপুরহাট মহাত্মাগান্ধী হাইস্কুল ও আসারুবস্তি জালালউদ্দিন হাইমাদ্রাসার নাম পাঠানো হয়। ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বাটারফ্রাই পার্কের কাজ শেষ হয়েছে।সোনাপুরহাট মহাত্মাগান্ধী হাইস্কুলের প্রধান শিক্ষক ধ্রুব তেওয়ারি বলেন, বাটারফ্লাই পার্কে মূলত পড়ুয়াদের মন ভরাতে নানান রকম ফুলের গাছ লাগানো হয়েছে।পার্ক তৈরির জন্য মোট বরাদ্দ ১লক্ষ্য ২০ হাজার । স্কুল চত্বরে পার্ক তৈরি করা হয়েছে। অন্যদিকে আসারুবস্তি জালালউদ্দিন হাইমাদ্রাসার প্রধান শিক্ষক কি বললেন চলুন শুনে নেওয়া যাক

আগামীকাল শিলিগুড়িতে মহামায়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বছরের বড়মার পুজোর উদ্বোধন

2024-10-30

আগামীকাল শিলিগুড়িতে মহামায়া স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় বছরের বড়মার পুজোর উদ্বোধন শিলিগুড়ি মহামায়া স্পোর্টিং ক্লাব পালপাড়া প্রত্যেক বছর শ্যামা পূজার আয়োজন করে থাকে। গত বছর থেকে তারা বড়মার পূজা করেছেন। এ বছর তাদের বড়মার পুজোর দ্বিতীয় বর্ষ। আগামীকাল সন্ধ্যায় উদ্বোধন হবে, দর্শনার্থীরা আগামীকাল সন্ধ্যা থেকে বড়মার প্রতিমা দর্শন করতে পারবেন। উদ্যোক্তারা জানিয়েছেন চারদিন ধরে নিষ্ঠার সাথে বড়মার পুজো করা হবে।

দীপাবলি উপলক্ষে অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির, ৫১ সতীপীঠের অন্যতম, ১৫০১ খ্রিষ্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেন মহারাজা ধন্য মানিক্য।

2024-10-30

দীপাবলি উপলক্ষে অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির, ৫১ সতীপীঠের অন্যতম, ১৫০১ খ্রিষ্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেন মহারাজা ধন্য মানিক্য। দীপাবলিতে সেজে উঠেছে ত্রিপুরেশ্বরী মন্দির। ৫১ সতীপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী দেবী। ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য ১৫০১ খ্রিষ্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেন। মন্দিরে দেবী প্রতিমা কষ্টি পাথরে নির্মিত। দীপাবলি উপলক্ষে রাজ্যের অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু গোমতী জেলার, উদয়পুর মাতারবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরাসুন্দরী মন্দির হিসেবেও পরিচিত। দীপাবলি উপলক্ষে রাজ্যের অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ত্রিপুরেশ্বরী মন্দির। ৫১ পীঠের একপিঠ ত্রিপুরা সুন্দরী দেবী। ৫২০ বছরের পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে প্রতিবছর দীপাবলি উৎসব ও মেলার আয়োজন হয়। ত্রিপুরার ১৪৫তম মহারাজা ধন্য মানিক্য ১৫০১ খ্রিস্টাব্দে ত্রিপুরাসুন্দরী মন্দির স্থাপন করেন। মন্দিরে দেবী প্রতিমা কষ্টি পাথরে নির্মিত। দেবীর মূর্তি উচ্চতায় এক মিটার ৫৭ সেন্টিমিটার, প্রস্থ ৬১ সেন্টিমিটার। প্রসঙ্গত, ১৯৪৯ সালে ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়, সেই সময় ত্রিপুরার রানী কাঞ্চন প্রভাদেবীর অন্যতম শর্ত ছিল কয়েকটি মন্দিরের পরিচালনার ভার সরকারকে নিতে হবে। কেন্দ্রীয় সরকার শর্তে রাজি হয়। এরপরই রাজ্য সরকার ত্রিপুরা সুন্দরী মন্দিরের পরিচালনার দায়িত্ব নেয়। পদাধিকারবলে মন্দিরের সেবায়েত গোমতী জেলার জেলাশাসক। ২০১৮ সালের নতুন সরকার গঠিত হওয়ার পর মাতাবাড়ি মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করে রাজ্য সরকার। সরকার পরিচালিত মন্দিরের সমস্ত কাজ হলেও আজকের দিনেও রাজ পরিবারের বর্তমান প্রতিনিধি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নামে পুজোর অর্ঘ্য আহুতি হয়। কার্তিক অমাবস্যায় হবে দেবী শক্তির আরাধনা। ঐ দিনের কালীপুজো দীপান্বিতা কালীপুজো নামেও পরিচিত। আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। দক্ষিণেশ্বর, তারাপীঠ, লেক কালীবাড়ি-সহ বিভিন্ন কালীতীর্থে চলবে কালী পুজো। নিষ্ঠাভরে পুজোপাঠের আয়োজন চলে মন্দিরে মন্দিরে। এমনকি করোনা কালেও কোভিড বিধি মেনেই হয় এই বিশেষ পুজো। প্রতিবছর কালী পুজোয় কুমারী পুজো হয় তারাপীঠে। তবে গোটা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের পাশাপাশি প্রদীপের আলোয় সাজানো হয় অসমের নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দির চত্বরও। ৫১ সতীপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী দেবী, দীপাবলিতে জাঁকজমক ত্রিপুরেশ্বরী মন্দিরে। নতুন রূপে সাজছে উত্তর-পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্যের পীঠস্থান মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির। পৌরাণিক কাহিনীর অনুযায়ী কথিত আছে, কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে নেই ধর্মের বেড়াজাল, পুজো দিতে আসেন মুসলিম এবং খ্রিস্টানরাও। আগরতলা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে উদয়পুরে অবস্থিত ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী মন্দির। প্রতি বছর আলোর উৎসব দীপাবলির আগে সেজে ওঠে এই মন্দির। ১৫০১ সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। ৫১ পীঠস্থানের মধ্যে অন্যতম হল এই পীঠটি। কথিত যে ত্রিপুরার এই অংশে দেবীর ডান পায়ের অংশ পড়েছিল। দেবীকে এখানে ষোড়শী রূপে পুজো করা হয়। অর্থাৎ দেবী এখানে ১৬ বছরের এক বালিকা। কালিকা পূরাণে কালীকে দশমহাবিদ্যা রূপে উল্লেখ করা হয়েছে। এই দশমহাবিদ্যা হলেন — কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, মাতঙ্গী, বগলা এবং কমলা। চট্টগ্রামের পাহাড় থেকে মায়ের মূর্তি নিয়ে আসা হয়। কথিত, তৎকালীন মহারাজা ধন্য মাণিক্য এখানে নারায়ণের মন্দির প্রতিষ্ঠা করবেন ভেবেছিলেন। কিন্তু মহারাজ এখানে মাতৃ মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান। সেই সঙ্গে তিনি নির্দেশও পান কোথায় মূর্তি পাওয়া যাবে। সেই নির্দেশ অনুযায়ী চট্টগ্রামের পাহাড় থেকে প্রথম মায়ের মূর্তি থেকে নিয়ে আসেন মহারাজা। এই মন্দিরের একটি বিশেষত্ব রয়েছে। এখানে মন্দিরের স্থানটি কচ্ছপের পিঠের আকারের। মূল বিগ্রহের পাশে রয়েছে আরও একটি ছোট বিগ্রহ। তাঁকে বলা হয় ছোট মা। মহারাজা যখন যুদ্ধে যেতেন বা শিকারে যেতেন এই ছোট মা’কে সঙ্গে নিয়ে যেতেন পুজো করার জন্য। কারণ- তাঁর মাতৃভক্তি ছিল প্রবল। কষ্টি পাথরের তৈরি এই বিগ্রহকে নিয়েও রয়েছে বেশ কিছু গল্প রয়েছে। মাতারবাড়ি মন্দিরে হিন্দু, মুসলিম, খ্রিস্টান — সব ধর্মের মানুষ আরাধনা করতে পারেন। যে কেউ মাকে শ্রদ্ধা ভরে পুজো করলে মা সেই পুজো স্বীকার করেন। মা তাঁদের মনোস্কামনা পূরণও করেন। আর শুধু আমি নই, এখানকার প্রত্যেক বাসিন্দা এটাই বিশ্বাস করেন। আর সেই কারণে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন মায়ের পুজো দিতে। কালীপুজোর সময় তিন দিন ব্যাপী বিরাট মেলা হয় এই মন্দিরকে ঘিরে। প্রসঙ্গত উল্লেখ্য, দীঘির শহর উদয়পুরের প্যাঁড়া বেশ বিখ্যাত। পাশ্ববর্তী আসাম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, উত্তর প্রদেশ, বিহার, দিল্লি থেকে অগনিত ভক্তদের আগমনের পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বহু সাধু-সন্ন্যাসীরাও অংশ নেন মাতারবাড়ির এই পূর্ণভূমিতে। ভারত তো বটেই, পড়শি দেশ বাংলাদেশ -সহ আমেরিকা, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, চিন, জাপান, মায়ানমার, নেপাল, ভূটান দেশে সমেত পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমান এই মেলায়। মন্দিরের সামনেই রয়েছে সুবিশাল জলাশয় — কল্যাণ সাগর। এখানে এলেই চোখে পড়বে প্রচুর কচ্ছপ এবং বড় মাছ। কিন

মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে রেসিডেন্স অফ ডাক্তার অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজের উদ্যোগে গণ কনভেনশন।

2024-10-30

মালদা: মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে রেসিডেন্স অফ ডাক্তার অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট অফ মালদা মেডিকেল কলেজের উদ্যোগে গণ কনভেনশন। আর জি করের বিচারের দাবিতে এই গণ কনভেনশন। উপস্থিত একাধিক প্রতিবাদী সিনিয়র ডাক্তার ও জুনিয়র ডাক্তাররা। অভয়ার বিচারের দাবিতে সরব সবাই। কল্যাণী ও বাঁকুড়ার তে সম্ভব না হলেও মালদাতে এই কনভেনশন হওয়ায় খুশি ডাক্তার থেকে সাধারণ মানুষ। পাশাপাশি আজকের এই গণ কনভেনশন থেকে কলকাতা থেকে আগত চিকিৎসকরা গঠিত হওয়া অভয়া মঞ্চ নিয়েও বিস্তারিত জানান।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের প্রায় চার শতাধিক পড়ুয়াদের নিয়ে বিদ্যাসাগর মেলার আয়োজন।

2024-10-30

মালদা :- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুলের প্রায় চার শতাধিক পড়ুয়াদের নিয়ে বিদ্যাসাগর মেলার আয়োজন। মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার মালঞ্চ পল্লী মিনু ঝা বয়েজ উচ্চ বিদ্যালয়ে বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয়। বিদ্যাসাগরের জীবনী এবং তার রচিত গ্রন্থের উপর কুইজ, অংকন, গান সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় চার শতাধিক পড়ুয়া অংশ নেয় বিদ্যাসাগর মেলায়। এর পাশাপাশি ২৫০ জন শিক্ষক উপস্থিত ছিলেন এই মেলায়। বিদ্যাসাগরের জীবনী ও তার লেখা পড়ুয়াদের সামনে তুলে ধরতে বিদ্যালয় প্রাঙ্গনে তার ছবি ও লেখার পোস্টার ব্যানার আটকানো হয়। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যাসাগরের জীবনী তুলে ধরার লক্ষ্যে বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয়ে এদিন।

কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মালদাতে অর্থলগ্নী সংস্থার জমি নিলামের প্রক্রিয়া শুরু।

2024-10-30

কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মালদাতে অর্থলগ্নী সংস্থার জমি নিলামের প্রক্রিয়া শুরু। মালদা শহরের পিরোজপুর এলাকায় একটি অর্থলগ্নী সংস্থার প্রায় সাড়ে পাঁচ কাটা জমি চিহ্নিত করল হাইকোর্ট নিযুক্ত কমিটি। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশকে সঙ্গে নিয়ে আজ এলাকায় যান হাইকোর্টের প্রতিনিধিরা। জমি চিহ্নিত করে তাতে সরকারি নোটিশ ঝোলানো হয়। এরপর ওই জমি হাইকোর্টের মাধ্যমে নিলাম করে প্রাপ্য অর্থ আমাদকারীদের ফেরানো হবে। মালদাতে অর্থলগ্নী সংস্থার এই জমির মূল্য কয়েক কোটি টাকা। এরআগেও ওই সংস্থার শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং সোদপুরের বেশকিছু জমি নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান আমানতকারীদের আইনজীবী। এদিন হাইকোর্টের প্রতিনিধিদের ওই জমি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অভিযোগকারী আমানতকারীরাও। মালদহ শহরের ইংরেজবাজার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকায় ওই জমির মালিকানা ছিল অর্থলগ্নী সংস্থার নামে। পরে ২০১৪ সালে ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রচারণার অভিযোগে মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে। এরপর থেকে মামলার বিচারপর্ব চলছে। এদিন হাইকোর্টের প্রতিনিধিরদের পরিদর্শনের পর অর্থ ফেরতের আশা দেখছেন প্রতারিত আমানতকারীরা।

পুরোনো কর্মীদের সংবর্ধনা প্রদান করতে উস্থি বিধায়ক এর জনসংযোগ কার্যালয় এ হলো তৃনমূলের বিজয়া সম্মেলন

2024-10-29

পুরোনো কর্মীদের সংবর্ধনা প্রদান করতে উস্থি বিধায়ক এর জনসংযোগ কার্যালয় এ হলো তৃনমূলের বিজয়া সম্মেলন মগরাহাট:• সারা রাজ্যের পাশাপাশি মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত উস্থী বিধায়ক এর জনসংযোগ কার্যালয় এ অনুষ্ঠিত হল তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা। দলীয় কর্মী এবং পঞ্চায়েত প্রধান,অঞ্চল সভাপতি ও প্রবীণ ব্যক্তিদের সম্মান প্রদান ও আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে ও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিজয়া সম্মিলনীর আয়োজন করল মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার ব্যবস্থাপনায় ব্লকের উস্থী বিধায়ক এর জনসংযোগ কার্যালয় এ হয় বিজয়া সম্মিলনী। উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার, মগরাহাট পশ্চিম বিধায়ক তথা প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা,মন্দির বাজার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার, প্রাক্তন সুন্দরবন জেলার সভাপতি তথা কুলপি বিধায়ক যগরঞ্জন হালদার,বিধায়ক ডা: অলক জলদাতা রায়দীঘি,সুন্দরবন জেলার সভা নেত্রী পূর্ণিমা হাজারী ,এছাড়াও উপস্তিত ছিলেন মুজিবর রহমান মোল্লা অধ্যক্ষ দ :২৪ পরগনা জেলা পরিষদ, জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি, যুব কার্যকরী সভাপতি নাজমুল দপ্তরী, মগরাহাট পশ্চিম ব্লক নেতৃত্ব সাইদেল হক, এস টি এস সি ব্লক সভাপতি মুরালি মোহন নস্কর, সহ মগরাহাট পশ্চিম ব্লকের সকল নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থক সহ অন্যান্য প্রমুখ। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন বিস্তারের বার্তা দেন উপস্থিত থাকা নেতৃত্বরা। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। পাশাপাশি বিজেপির মায়াজাল এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে সজাগ থাকার বার্তা দেন।

শিলিগুড়িতে বিক্রি হচ্ছে মাটির প্রদীপ

2024-10-29

শিলিগুড়ি আগামীকাল রয়েছে ১৪ প্রদীপ, তারপরের শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি। আলোর উৎসবে মেতে উঠবে গোটা শহর। প্রতিবছরের মতো এ বছরেও শিলিগুড়ির বিধান মার্কেট সহ বিভিন্ন বাজারগুলিতে বিক্রি হচ্ছে মাটির প্রদীপ। বিভিন্ন আকারের বিভিন্ন দামের এই মাটির প্রদীপগুলি। এই বিষয়ে বিক্রেতারা জানিয়েছেন সেভাবে বিক্রি শুরু না হলেও তারা আশা রাখছেন যে ভালই বিক্রি হবে এবছর মাটির প্রদীপ। এদিন সেই চিত্রই দেখা গেল শিলিগুড়ির বিধান মার্কেট বাজারে।

হাতে বাকি আর কয়েকটা দিন তারপরেই আলোর উৎসব দীপাবলি।

2024-10-29

হাতে বাকি আর কয়েকটা দিন তারপরেই আলোর উৎসব দীপাবলি। তাই আসন্ন দীপাবলির প্রাক্কালে মালদায় জমে উঠল প্রদীপ কেনাকাটার বাজার। চিরাচরিত মাটির প্রদীপের পাশাপাশি এবছর বাজার দখল করেছে রঙ-বেরঙের মোমের প্রদীপ। যা মন ভরাচ্ছে ক্রেতাদের। তাই আলোর উৎসব দীপাবলি উপলক্ষে চিরাচরিত মাটির প্রদীপের পাশাপাশি হু হু করে বিকোচ্ছে রঙ বাহারি মোমের প্রদীপ।

মেদিনীপুরে পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! শালবনী থেকে গুড়গুড়িপাল, শুরু হল রুট মার্চ।

2024-10-29

মেদিনীপুরে পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী! শালবনী থেকে গুড়গুড়িপাল, শুরু হল রুট মার্চ। মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মেদিনীপুরে পৌছেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে। মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত খয়েরুল্লাচক, দেলুয়া, বাঘঘরা এবং শালবনীর শালডহরা, দক্ষিণশোল পাশাপাশি মেদিনীপুর সদরের গুড়গুড়ি পাল সহ পার্শ্ববর্তী এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

আবারো বড়সড় ভাঙ্গন বিরোধী দল কংগ্রেসে

2024-10-28

আবারো বড়সড় ভাঙ্গন বিরোধী দল কংগ্রেসে। পঞ্চায়েত সদস্য সহ ৫০০ জন কংগ্রেস কর্মী তৃণমূলে যোগদান করলেন। রবিবার রাতে কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের নয়াবস্তি এলাকায় তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতেই কংগ্রেস দল ছেড়ে আসা নেতা কর্মীরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন । এমনকি সংশ্লিষ্ট এলাকার মাহাতাব সেখ কংগ্রেসের স্থানীয় এক পঞ্চায়েত সদস্য এদিনের এই যোগদান শিবিরে উপস্থিত হয়ে তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে তুলে নেন । এরফলে কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতে নয়াবস্তি এলাকায় তৃণমূলের অনেকটাই সংগঠন মজবুত হলো বলেও দাবি করেছেন স্থানীয় দলীয় নেতৃত্ব । এদিনের এই যোগদান শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান, মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি মেহবুব আলম, অঞ্চল সভাপতি মাসিদুর রহমান সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, কংগ্রেস দল থেকে এদিন গ্রাম পঞ্চায়েত সদস্য মাহাতাব সেখ সহ ৫০০ জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন। এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পান নি । এছাড়াও মুখ্যমন্ত্রীর উন্নয়নের ওপর ভরসা করেই তাঁরা তৃণমূলকেই বেছে নিয়েছেন। এদিন একটি জনসভার মাধ্যমে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে যোগদানকারী বিরোধী দলের নেতা কর্মীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেওয়া হয়। অপরদিকে যোগদানকারী পঞ্চায়েত সদস্য মাহাতাব সেখ জানান কংগ্রেসের থেকে তারা কোনরকম কাজ করতে পারছেন না এছাড়াও যোগ্য মর্যাদা পাচ্ছেন না তাই এদিন ৫০০ কংগ্রেস কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।

মেদিনীপুর টাউনের ২১ নম্বর ওয়ার্ডে রোড শো করলেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা

2024-10-27

মেদিনীপুর টাউনের ২১ নম্বর ওয়ার্ডে রোড শো করলেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মেদিনীপুর: তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মেদিনীপুর টাউনের ২১ নং ওয়ার্ডে সমর্থক ও বাসিন্দাদের কাছে পৌঁছাতে রোড শো-র আয়োজন করলেন। এই কর্মসূচি ছিল তাঁর ভোটপ্রচারের মূল অংশ। অগণিত স্থানীয় সমর্থক, দলের কর্মী এবং এলাকার বাসিন্দারা প্রার্থী সুজয় হাজরার সঙ্গে ব়্যালি করেছেন। পুরো রোড শো জুড়ে, সুজয় হাজরা এলাকার বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনা জানান, তাদের সমস্যার কথা শোনেন এবং মেদিনীপুরের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি সকলের সঙ্গে ভাগ করে নেন। সেখানে ব্যানার, স্লোগান এবং মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস একটা অভিনব পরিবেশ তৈরি করে। যাদের প্রতিনিধিত্ব করতে চান সুজয় হাজরা, তাদের সাথে সর্বদা নিবিড় সংযোগ রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সুজয় হাজরা বলেন, "এই প্রচার কর্মসূচি মূলত মেদিনীপুরের বক্তব্য শুনতে এবং এলাকাবাসীর সকল আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্যই আয়োজিত হয়েছে।" তিনি স্থানীয়দের আশ্বাস দিয়েছেন যে, নির্বাচিত হলে তিনি মেদিনীপুর শহরের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন এবং তাদের সকল সমস্যা সমাধান করার জন্য আন্তরিকভাবে কাজ করবেন৷ রোড শোয়ে গিয়ে সুজয় হাজরা তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, বিভিন্ন সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করতে এবং মেদিনীপুরের ভবিষ্যতের জন্য তৃণমূল কংগ্রেসের পরিকল্পনার প্রতি আস্থা জাগাতে জোর দিয়েছেন।

গৌড়বঙ্গ ডেভলপার অ্যাসোসিয়েশনের উদ্যোগে  অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী।

2024-10-26

মালদা:- গৌড়বঙ্গ ডেভলপার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের এক বেসরকারি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ বিশিষ্ট জনেরা। এই সম্মেলন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গৌড়বঙ্গ ডেভলপার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ্রাংশু দাস জানান প্রতি বছরের ন্যায় এ বছর এক সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

ঘূর্ণিঝড় "দানা" র প্রভাবে অতিবৃষ্টিতে কেশপুরে জলের তলায় চাষের জমি।

2024-10-26

ঘূর্ণিঝড় "দানা" র প্রভাবে অতিবৃষ্টিতে কেশপুরে জলের তলায় চাষের জমি। কেশপুর, পশ্চিম মেদিনীপুর: বন্যার প্রকোপ কাটিয়া উড়তে না উঠতেই আবারও ঘূর্ণিঝড়ের প্রভাবে অতিবৃষ্টি। আর রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন গোটা এলাকা। ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে কেশপুর ব্লকের কয়েকশ বিঘা ধান চাষ। ফলে চিন্তায় চাষিরা! সারা বছরের রুজি রোজগারের প্রধান চাষ ধান! আর সেই ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে সারা বছর কিভাবে সংসার চালাবে ভেবেই পাচ্ছেন না কেশপুর ব্লকের গোহড়িয়া, এলুনি সহ বিভিন্ন এলাকা চাষীরা। চিন্তামগ্ন চাষিরা সরকারের কাছে কাতর আর্জি জানাচ্ছে সাহায্য করার। এই অবস্থায় সরকারি সাহায্য ছাড়া কোনভাবেই আগামী দিন সংসার চালানো সম্ভব নয় বলে ও জানান তারা। শুক্রবার রাতভর বৃষ্টির ফলে ক্ষতি হয়েছে চাষির জমি থেকে শুরু করে সবজি এবং বাড়িঘরেরও। কোথাও কোথাও আবার যাতা তো বন্ধ হয়ে গেছে সাকো ভেঙে যাওয়ায়। এমত অবস্থায় সরকার যদি বিমারের টাকা ছাড় করে এবং কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করে তবেই ঘুরে দাঁড়ানো সম্ভব কেশপুরের চাষীদের।

ঘাকসাপাড়া লক্ষী ক্লাবের ৩৯ তম বর্ষ লক্ষীপূজা উপলক্ষে ৪দিনের মেলার উদ্বোধন হল

2024-10-26

ঘাকসাপাড়া লক্ষী ক্লাবের ৩৯ তম বর্ষ লক্ষীপূজা উপলক্ষে ৪দিনের মেলার উদ্বোধন হল আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত কুমারগ্রাম ব্লকের ঘাকসাপাড়া লক্ষীবাড়ি লক্ষীক্লাব এর লক্ষী পূজা উপলক্ষ্যে ৪ দিনের মেলার উদ্বোধন হল। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেংমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা ঈশ্বরারি, উপপ্রধান দীপক রায় সহ অনন্যারা। লক্ষী ক্লাব এর তরফ জানানো হয়েছে , "এইবারের মেলা ৩৯তম বর্ষে পদার্পণ করল । প্রতি বছরের ন্যায় এবারও ৪দিনের মেলার আয়োজন করা হয়েছে। চার দিনের মেলায় মুক্তমঞ্চে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া মেলায় থাকছে রকমারি দোকান l " মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় এলাকার জনসাধারণদের মধ্যে l

গাছে পাতা কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তি।

2024-10-26

গবাদি পশুর জন্য গাছে পাতা কাটতে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আনোয়ার শেখ (78)। তার বাড়ি লালগোলা থানার ধুলাউড়ি উপর ফতেপুর এলাকায়। শুক্রবার দুপুর ১ টা নাগাদ লালগোলা থানার ধুলাউড়ি এলাকায় গাছে গবাদি পশুর জন্য পাতা কাটতে উঠেছিল আনোয়ার, সে সময় ১১ হাজার ভোল্টেজের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয় সে। আনোয়ার কে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বৃষ্টির জলে চাষের জমি জলমগ্ন মাথায় হাত কৃষকদের

2024-10-25

হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের নৈসারাই এলাকার বিভিন্ন জায়গার জমিতে জমেছে জল। বিগত দুদিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণ বঙ্গ জুড়ে কোথাও বা কম কোথাও বা বেশি। এরই মধ্যে জমি জুড়ে জল জমে থাকার ছবি উঠে এলো হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের নৈসারাই এলাকার বিভিন্ন জায়গার কৃষি জমিতে। আশঙ্কা থাকলেও ঘূর্ণিঝড় দানার বিশেষ প্রভাব পড়েনি বাংলায়। ধামারার কাছে ল্যান্ডফল করে ওড়িশাতেই আটকে গিয়েছে ঘূর্ণিঝড়। সকালেই ল্যান্ডফলের প্রক্রিয়া শেষ করে ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় দানা। ঝড়ের দাপট না থাকলেও বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। তাতেই কপালে চিন্তার হাত কৃষকদের। হুগলি জেলার আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের নৈসারাই এলাকার কৃষি জমিতে থাকা ধান গাছ একেবারে নুইয়ে পড়েছে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার তান্ডবে। জমিতে জল আর ধান গাছ যেন সমান হয়ে গেছে। কৃষকরাও এই বৃষ্টিতে ভিজে মাঠে নেমে পড়েছেন কিছুটা হলেও সামাল দেয়ার জন্য। কিন্তু প্রকৃতির কাছে সকলেই অসহায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। ইতিমধ্যেই নিজেদের ক্ষয়ক্ষতির কথা পঞ্চায়েতে এবং বিডিও অফিসে জানাবেন বলে স্থির করেছেন কৃষকরা। যাতে রাজ্য সরকারের তরফ থেকে কিছুটা হলেও ক্ষতিপূরণ পাওয়া যায়, আপাতত সেই আশায় রয়েছেন তারা। এ কথা জানান স্থানীয় কৃষক শেখ বাবর আলী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সারারাত জেগে ছিলেন ঘূর্ণিঝড়ের গতিবিধি লক্ষ্য করতে। তাই বুথ লেভেলের কর্মী হিসেবে দলীয় কার্যালয়ে বসে সবসময় সজাগ থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন বলে জানালেন স্থানীয় তৃণমূল কর্মী মির চঞ্চল।

নবজ্যোতি সংঘের ৩৮ তম শ্রী শ্রী শ্যামা পুজো, থিম পাখিরালয়

2024-10-25

নবজ্যোতি সংঘের ৩৮ তম শ্রী শ্রী শ্যামা পুজো, থিম পাখিরালয় শিলিগুড়ি : নবজ্যোতি সংঘের ৩৮ তম বর্ষে এবার শ্রী শ্রী শ্যামা পূজার থিম হল পাখিরালয়। চলছে প্যান্ডেল তৈরির কাজ। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে তাদের এবারে পুজোর বাজেট ছয় লক্ষ টাকা। শিলিগুড়ি ইসকন রোডে পাইপ লাইনের পাশেই রয়েছে এই পূজা মন্ডপ। উদ্যোক্তারা জানিয়েছেন পাখি আমাদের কি কি কাজে লাগে সেগুলোই তুলে ধরা হবে। এছাড়া যে বিলুপ্তপ্রায় পাখি রয়েছে ও বর্তমান পাখি রয়েছে সেগুলি আর্টিফিসিয়াল ভাবে দেখানো হবে। এছাড়া বেশ কিছু জীবন্ত পাখিও থাকবে।

ডানা' সহায়তায় কন্ট্রোল রুম মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা

2024-10-25

'ডানা' সহায়তায় কন্ট্রোল রুম মেদিনীপুরের প্রার্থী সুজয় হাজরা পশ্চিম মেদিনীপুর: ঘূর্ণিঝড় 'ডানা'র ধ্বংসলীলার পরিপ্রেক্ষিতে, মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরার। মেদিনীপুর টাউনের ২২ নং ওয়ার্ডে তাঁর বাসভবনে একটি কন্ট্রোল রুম তৈরি করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য দ্রুত পদক্ষেপ নিয়েছেন। শুক্রবার সকাল থেকে সুজয়বাবু নিজেই কন্ট্রোল রুমে প্রয়োজনীয় উদ্ধারকার্য ও ত্রাণকার্য পাঠানোর কাজে সহায়তা করছেন। এই উদ্যোগের লক্ষ্য, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা প্রদান করা। কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দ্রুত প্রতিকারের জন্য সব ব্যবস্থা করা হয়েছে এই কন্ট্রোল রুমে, যা জনসাধারণের জন্য খুলে রাখা হয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য মানুষজন +91 97339 13994 নম্বরে ফোন করতে পারেন। এলাকায় তিনি তার সক্রিয় ভূমিকার জন্য পরিচিত, বাসিন্দাদের এই দুর্যোগের সময়ে যেকোনও সহায়তার জন্য কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন সুজয় হাজরা। তিনি বলেন, “আমরা অগ্রাধিকার দিচ্ছি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সব প্রয়োজন পূরণ করার কাজে। আমাদের দল সহায়তা প্রদান করতে প্রস্তুত এবং নিশ্চিত করছি যাতে কেউ প্রয়োজনীয় জিনিস পেতে বঞ্চিত না হন।" এই উদ্যোগটি এলাকার বাসিন্দাদের প্রতি সুজয়বাবুর নিবেদিত প্রাণকে তুলে ধরেছে, তার নেতৃত্বে এলাকায় ঘূর্ণিঝড়ের পরে সব স্বাভাবিক করার কাজ চলছে।

গোপন সূত্রে খবর পেয়ে ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করলো রানিতলা থানার পুলিশ ।

2024-10-24

গোপন সূত্রে খবর পেয়ে ৪১ জন বাংলাদেশিকে গ্রেফতার করলো রানিতলা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই ৪১ জুনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর তারা বিভিন্ন সময় অবৈধভাবে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার অন্তর্গত সীমান্ত দিয়ে তারা মুর্শিদাবাদের প্রবেশ করেছে । তারমধ্যে ভগবানগোলা থানার অন্তর্গত কানাপাড়া এবং চর লবনগোলা , রানিনগর থানার কাতলামারী , লালগোলা থানার বিরামপুর সীমান্ত দিয়ে তারা মুর্শিদাবাদে প্রবেশ করেছে। আরো জানা যায় বিগত দুই বছর ধরেই তারা ভগবানগোলা থানার বাসিন্দা , শামীম এবং কয়েস শেখ ও মুর্শিদাবাদ থানার বাসিন্দা হালিম শেখের কাছে কাজের জন্য তারা অবৈধভাবে মুর্শিদাবাদে প্রবেশ করছে । বৃষ্টির জন্য তারা তাদের পারিশ্রমিক ঠিক ভাবে না পাওয়ায় তারা তাদের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সোমবার । আর সেই সময়ই সূত্র মারফত খবর পেয়ে রানিতলা থানার অন্তর্গত পার সাহেবনগর মাঠে অভিযান চালিয়ে ৪১ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশের অভিযোগে গ্রেফতার করে রানিতলা থানার পুলিশ।

বড় কালীবাড়ির পূজো ৯৮ তম বর্ষ,

2024-10-24

বড় কালীবাড়ির পূজো ৯৮ তম বর্ষ, শিলিগুড়ি বড় কালী বাড়ির পূজো এবার ৯৮ তম বর্ষে পদার্পণ করবে। চলছে পুজো ঘিরে প্রস্তুতি, প্রতিবছর আনন্দময়ী কালিবাড়ি তথা বড় কালি বাড়িতে মহাসামরহে শ্যামা পূজো অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও চলছে পুজো ঘিরে প্রস্তুতি। প্রসঙ্গত সারাবছর ধরেই দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন এই কালীবাড়িতে। আর শ্যামা পূজো তথা কালীপুজোর দিন আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল নামে। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট কালীবাড়ি কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে, প্রতিবছরের মতো এবছরও মহাসমরে অনুষ্ঠিত হচ্ছে পুজো। এছাড়া প্রসাদেরও ব্যবস্থা থাকবে সকলের জন্য। এবার এই কালীপুজোর ৯৮ তম বর্ষ, পুজোর প্রাক্কালে এই আনন্দময়ী কালী বাড়ির প্রতিষ্ঠাতা বিপ্লবী চারণ কবি মুকুন্দ দাসের মূর্তি উন্মোচন হবে। কালীপুজোর পরের দিন শুক্রবার সকাল ৭ টা থেকে সকাল দশটা পর্যন্ত প্রসাদ বিতরণ করা হবে।

মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সুদৃঢ় করতে, বহিরাগতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রবেশ আটকাতে

2024-10-24

শিলিগুড়ি, মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা সুদৃঢ় করতে, বহিরাগতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রবেশ আটকাতে , উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তিন নম্বর গেট বন্ধ করতে রীতি মত বাধার সম্মুখীন হতে হলে হলো মেডিকেল কর্তৃপক্ষকে। কাওয়াখালী এলাকার স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের স্বার্থে গেট খোলার দাবি নিয়ে গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ করা হয়। প্রসঙ্গত জানা গেছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতাল সংলগ্ন এলাকায় অন্তত 30 হাজার মানুষের বসবাস, বেশ কয়েকটি গেট রয়েছে, যার মধ্যে তিন নম্বর গেটের ওই পারে একটা বাজার বসে, নানারকম খাওয়ার সামগ্রী পাওয়া যায়, রয়েছে হোটেল , উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসা রোগীদের উপর নির্ভর করেই তাদের রুজি রোজগার চলে। এদিন মঙ্গলবার সকালে নিরাপত্তার স্বার্থে মেডিকেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে গিয়ে গেটটি বন্ধ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়েন তারা। পরবর্তী, গেট খোলার দাবিতে নিয়ে গেটের সামনে বসেই বিক্ষোভ প্রদর্শন করে এলাকার বাসিন্দারা। অগত্যা খোলা রেখেই ফিরে যেতে হয় মেডিকেল কর্তৃপক্ষকে। স্থানীয় বাসিন্দাদের দাবি এই গেট বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট এলাকার মানুষের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে।

ম্যাজিক ওয়ার্ল্ড ট্রাস্টের কনভেনশনে ভারতের জাদুকরদের একত্রিত করে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে

2024-10-24

ম্যাজিক ওয়ার্ল্ড ট্রাস্টের কনভেনশনে ভারতের জাদুকরদের একত্রিত করে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে ম্যাজিক ওয়ার্ল্ড ট্রাস্ট সফলভাবে তার বার্ষিক ম্যাজিক কনভেনশন আয়োজন করেছে, যেখানে সারা ভারত থেকে জাদুকর এবং ভেন্ট্রিলোকুইস্টদের একত্রিত করা হয়েছে। এই অনুষ্ঠানটির লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের জন্য ম্যাজিককে একটি সম্ভাব্য পেশা হিসেবে প্রচার করা এবং এই শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অংশগ্রহণকারীদের বয়স ১২ থেকে ৮০ বছর পর্যন্ত, যারা জুনিয়র এবং সিনিয়র প্রতিযোগিতায় তাদের দক্ষতা প্রদর্শন করেছেন, এবং ভারতের বিভিন্ন রাজ্য ও পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে প্রখ্যাত জাদুকর ও ভেন্ট্রিলোকুইস্টরা উপস্থিত ছিলেন। কনভেনশনটিতে কর্মশালা এবং জনসাধারণের জন্য প্রদর্শনীরও আয়োজন করা হয়, যা জাদুকরদের তাদের দক্ষতা শেয়ার করার এবং দর্শকদের বিনোদন দেওয়ার একটি প্ল্যাটফর্ম প্রদান করে। ম্যাজিক ওয়ার্ল্ড ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাদুকর অভিষেক সরকার বলেন, "আমরা গত ১৩ বছর ধরে এই কনভেনশনটি আয়োজন করছি, এর লক্ষ্য ম্যাজিকের শিল্প সম্পর্কে সচেতনতা ছড়ানো এবং এটিকে একটি বিকল্প পেশা হিসেবে প্রচার করা। এই অনুষ্ঠানে ভারতের ম্যাজিক এবং ভেন্ট্রিলোকুইজমের বিভিন্ন প্রতিভা তুলে ধরা হয়।''

দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।

2024-10-24

মেদিনীপুর: কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মহাকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। সকালে মেদিনীপুর দেওয়ান বাবার চক কালী মন্দিরে পুজো দিয়ে সহধর্মিনীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। বিদ্যাসাগর হল থেকে প্রায় ছয় হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে বটতলা কালী মন্দির, কেরানিতলা হয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। একেবারে রঙিন বেলুনে সুসজ্জিত হয়ে বাজনা, ঢাক ও ঢোলকের মধ্য দিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়। মহকুমা শাসকের দপ্তরে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন সারা বছর পড়াশোনা করলে পরীক্ষার আগে যেমন রাত জেগে পড়তে হয় না, ঠিক তেমনি ৩৬৫ দিন সাধারণ মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন পৌঁছে দিলে ভোটের আগে নতুন করে প্রচারের দরকার হয় না তৃণমূল কংগ্রেসের। সেই সঙ্গে তিনি বলেন কেন্দ্রের সরকার ১০ বছরে কি উন্নয়ন করেছে মানুষ তা দেখেছে, আর রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি উন্নয়ন পৌঁছে দিয়েছে। তাই মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে। রাজ্যজুড়ে একটাই নেত্রী মানুষের পাশে সব সময় উন্নয়ন ও বিভিন্ন দুর্ভোগে পাশে থেকেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে মানুষ উন্নয়নের স্বার্থে মেদিনীপুরে আবারও জয়যুক্ত করবেন। সহধর্মিনীকে সঙ্গে নিয়েই সেদিন মহাকুমা শাসকের দপ্তরে প্রবেশ করেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। আরজিকর ইসু কোন প্রভাব ফেলবে না মেদনীপুরের উপ-নির্বাচনে এমনটাই আত্মবিশ্বাসী শাসকদলের প্রার্থী। তিনি বলেন মেদিনীপুরের মানুষ যথেষ্ট বোঝেন, ১৩ ই নভেম্বর কোথায় ভোটটা দিতে হবে সেটা তারা ঠিক করে নিয়েছেন। আপনারা আগামী ১৩ ই নভেম্বর এবং ২৩ নভেম্বর মানুষের উচ্ছ্বাস দেখতে পাবেন সরকারের উন্নয়নের সঙ্গে রয়েছে সেটা সময়ের অপেক্ষা।

ধেয়ে আসছে দানা । বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার প্রশাসন রয়েছে সজাগ।

2024-10-24

ধেয়ে আসছে দানা । বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার প্রশাসন রয়েছে সজাগ। সেই রকম কোনো সতর্কতা জারি না হলেও আতঙ্কিত রয়েছে চাষীরা। আমরা  পৌঁছেছিলাম পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক এ। সেখানে কিছু চাষী দশ কাটা জমিতে করেছে বেগুন চাষ। ইতিমধ্যেই ১৪-১৫ হাজার টাকা খরচ হয়ে গেলেও ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় দানা। আতঙ্কিত তারা, কোনোভাবেই যাতে ফলন্ত গাছ নস্ট না হয়ে যায় তার মরিয়া প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সকাল থেকেই। দড়ি, বাঁশের বাতা দিয়ে মজবুত করে বাঁধা হচ্ছে গাছ। কি বলছেন আতঙ্কিত চাষী শুনবো।

ফের রেল যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল মালদায়।

2024-10-24

মালদা:-ফের রেল যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল মালদায়। এইবারে চলন্ত ট্রেনে এক রেল যাত্রী নগদ এক লক্ষ টাকা সহ খোডয়া গেল দরকারি কাগজপত্র। এই বিষয়ে রেলযাত্রী মালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে মালদা শহরের রথ বাড়ির এলাকার মানুষ কুন্ডু এক ব্যবসায়ী গত দুইদিন আগে তিনি বিধান নগর যান ছেলেকে মেডিকেলে ভর্তি করতে। সেই কাজ ছেড়ে গতকাল মালদা আসার জন্য বিধান নগর রেলস্টেশনে গৌড় এক্সপ্রেসের এসি টু টায়ার কামরায় ওঠেন। এরপর মালদায় যখন ফেরেন আজ সকালে তখন দেখেন তার ব্যাগ নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করা পরেও তিনি ওই ব্যাগের খোঁজ পাননি। এরপর তিনি মালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান ওই ব্যাগে আধার কার্ড এটিএম কার্ড ব্যাংকের পাস বই সহ এক লক্ষ টাকা নগদ ছিল। তার সমস্ত কিছুই খোয়া গেছে। তিনি ফের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।

বৃহস্পতিবার সাত সকালেই রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকা।

2024-10-24

বৃহস্পতিবার সাত সকালেই রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, গোলাগুলিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদার রতুয়া-১নং ব্লকের ভাদো অঞ্চলের রামপুর এলাকা। উত্তপ্ত হয়ে উঠল এলাকার পরিবেশ-পরিস্থিতি। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুপক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবর। যার জেরে দুপক্ষই একে, অপরকে লক্ষ্য করে বোমাবাজি, গোলাগুলি ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি করে বলে অভিযোগ। ঘটনার জেরে ছয় তৃণমূল কর্মী আহত হয়েছে বলে খবর। আহতদের নিয়ে যাওয়া হয় রতুয়া গ্রামীণ হাসপাতালে। তবে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেরার করা হয়। এদিকে এই ঘটনার খবর পেয়ে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী রামপুর এলাকায় ছুটে যায়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শুরু করে ধরপাকড় অভিযান। সেই অভিযানে দুপক্ষের দুজনকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। বর্তমানে এলাকার পরিস্থিতি রয়েছে যথেষ্টই থমথমে। তাই এলাকায় মোতায়েন রয়েছে রতুয়া থানার পুলিশ বাহিনী।

তিন ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া সহ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী

2024-10-23

মালদায় জলে ডুবে মৃত তিন ছাত্রের পরিবারের পাশে দাঁড়ালেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া সহ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী ।মালদার মালতিপুর বিধানসভার মাগুরা মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তিন ছাত্রের। মঙ্গলবার শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া, মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী ও বিডিও , পরিবারটির পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 2 লক্ষ টাকার অনুদান তুলে দিলেন । এছাড়াও ত্রাণ সামগ্রী তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী, সামসি বিডিও শেখর সেরফা, মালদা জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, থেকে অঞ্চল ও ব্লক নেতৃত্ব ।

ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভা এলাকায় টোটো চলাচলের ক্ষেত্রে রাস টানতে চলেছে প্রশাসন

2024-10-23

ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভা এলাকায় টোটো চলাচলের ক্ষেত্রে রাস টানতে চলেছে প্রশাসন। মালদার দুই পুরসভা এলাকার টোটো ছাড়া বাইরের টোটো শহরে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও কড়া সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক করে এব্যাপারে মালদা জেলা টোটো সংগঠনগুলিকে পরিস্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও প্রশাসনের এই নির্দেশ মানতে নারাজ টোটো চালকদের সংগঠন মালদা জেলা ড্রাইভারস্ এন্ড অপারেটর্স ইউনিয়ন। এদিন দুপুরে জেলা প্রশাসনিক ভবনে দুই পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষের উপস্থিতিতে জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা আরটিও আধিকারিক সুরোজ কুমার দাস সহ পদস্থ কর্তারা একটি বৈঠক করেন। সেখানে জেলার সর্ববৃহৎ টোটো চালকদের ওই সংগঠনকেও আহ্বান জানানো হয়। আর এই বৈঠকেই প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দুই পুরসভা এলাকায় আশেপাশের গ্রামীণ এলাকা থেকে আসা কোন টোটোকেই প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি দুই পুরসভা এলাকার টোটো চালকদের যাত্রী নিয়ে চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট একটি রুট বেঁধে দেওয়া হবে।

কালিয়াগঞ্জের এক অসহায় প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চ্যায়ার তুলে দিলেন পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা

2024-10-23

কালিয়াগঞ্জের এক অসহায় প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চ্যায়ার তুলে দিলেন পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা।পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বসন্ত রায়ের মারফত জানতে পারেন মহাদেবপুর এলাকার বাসিন্দা সুবল মাহাতোর একটি হুইল চ্যায়ার প্রয়জন।তার কাছ থেকে জানতে পেরে মঙ্গলবার পুরসভার কাউন্সিলারের উপস্থিতিতে পুরপ্রধান রাম নিবাস সাহা সুবল মাহাতোর হাতে হুই চ্যায়ারটি তুলেদেন।পুরপ্রধান রাম নিবাস সাহা বলেন বিভিন্ন সময় তারা হুইল চ্যায়ের পেয়ে থাকেন বিভিন্ন সংস্থার মারফর। বিগত দিনেও তারা পুর এলাকার মানুষদের হুইল চ্যায়ার তুলে দেওয়া হয়েছে আজ ১৭ নম্বর ওয়ার্ডের এক নাগরীককে হুইল চ্যায়ার দেওয়া হল।

দুবাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের।

2024-10-23

দুবাইয়ে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার পরিযায়ী শ্রমিকের। মালদা,২২ অক্টোবর: পেটের টানে দুবাইয়ে কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রাম এক পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম তজমুল হক(৪৯)।মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার রয়েছে স্ত্রী ,এক ছেলে ও এক মেয়ে। পরিবার সূত্রে জানা যায়,তিন বছর আগে দুবাইয়ে কাজ করতে যায়। সেখানে এক কোম্পানিতে কাজ করতো তজমুল ।গতকাল সন্ধ্যা নাগাদ তার শোয়ার রুমের বাইরে তাকে পড়ে থাকতে দেখে তার সহকর্মীরা।তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।আজ সকালে ফোন আসে পরিবারের কাছে যে তিনি আর এই পৃথিবীতে নেই।বাড়ির একমাত্র উপার্জন কারীর মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবারের লোকেরা।পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। মৃতের শশুর ইদ্রিস আলী বলেন,আমার জামাই তিন বছর আগে দুবাইয়ে কাজ করতে গিয়েছিল।সেখানে এক কোম্পানিতে কাজ করতো।তারপর আজকে সকালে হঠাৎ সেখান থেকে ফোন আসে আমার জামাই নাকি মারা গেছে।হৃদরোগে না কিভাবে মারা গেল আমরা বুঝতেই পারছি না।বাড়িতে তার বউ ও এক ছেলে,এক মেয়ে রয়েছে। সরকারের কাছে সাহায্যের আবেদন করছি।

কাজ চলে যাওয়ায় মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হলেন এক ব্যক্তি

2024-10-23

কাজ চলে যাওয়ায় মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার নেপাল সাহা লেনে। সঞ্জীব মাইতি নামে বছর ৪২ এর ওই ব্যক্তিকে ফ্ল্যাটের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে ঘুমিয়ে ছিল তার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যক্তি একটি বেসরকারি সংস্থার অধীনে পার্কিংয়ের কাজ করত। দুর্গা পুজোর আগে সঞ্জীবের কাজ চলে যায়। এই নিয়ে সে গত কয়েকদিন মানসিক অবসাদে ভুগছিলেন। সেই থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘর থেকে কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি।

এসপি এন্টারটেইনমেন্টস কলকাতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

2024-10-23

এসপি এন্টারটেইনমেন্টস কলকাতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এসপি এন্টারটেইনমেন্টস কলকাতার তরফ থেকে চতুর্থীর দিন আয়োজন করা হয় বেঙ্গল আইডল সিজন ওয়ান অনলাইন সিঙ্গিং কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জাজ হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রী ঘোষাল। উপস্থিত সকলের সামনে গান তুলে ধরেন গায়িকা সুস্মিতা মুখার্জি। এই অনুষ্ঠানে কি হলো চলুন জেনে নেওয়া যাক

সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় আগুন লাগে।

2024-10-22

সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় আগুন লাগে। আগুন ভোর প্রায় চারটে নাগাদ লাগে। ঘটনা খবর দেয়া হয় দমকলকে, খবর পেয়ে ঘটনা সালে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায় ও আগুন টাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালান। কিন্তু দমকল সূত্রে জানা যাচ্ছে গেঞ্জি এলাকা হবার ফলে ঘটনাস্থল পর্যন্ত দমকলের গাড়ি পৌঁছাতে পারেনি তবে তারা নিজের পাম্প একটি পুকুর থেকে জল নিয়ে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই ঘটনা কোনরকম হতে হতে খবর না থাকলেও ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশে আরো একটি ঘরে, এই ঘটনায় দুটো বাড়ি আগুন লাগে প্রথমে স্থানীয়রা আগুন নেবানোর জন্য এগিয়ে আসেন। তবে আগুন কি কারনে লেগেছে তা অস্পষ্ট জানা যায়নি।

মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু মৃত্যু তিন কিশোরের।

2024-10-21

মালদা-- মহানন্দা নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু মৃত্যু তিন কিশোরের। ফলে গভীর শোকের ছায়া বিরাজ করেছে রতুয়া দুই নম্বর ব্লকের পুখুরিয়া থানার টেকনা ঘাট এলাকায়। মৃত তিন কিশোরের নাম বিশ্বজিৎ চৌধুরী, আদিত্য চৌধুরী এবং সত্যজিৎ চৌধুরী। তিনজনই সম্পর্কে কাকাতো ভাই। সোমবার বিকাল নাগাদ শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, গত রবিবার ছয় বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে মহানন্দা নদীর টেকনা ঘাটে স্নান করতে গিয়েছিল। কিন্তু স্নান করার সময় তিন বন্ধু আগেই বাড়ি ফিরে আসে। এরপর বাকি তিনজন মিলে স্নান করছিল। তখনই হঠাৎ করে তিনজন জলে তলিয়ে যায় বলে খবর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদী ঘাটে ভিড় জমতে শুরু করে স্থানীয় লোকজনের। সঙ্গে সঙ্গে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে উদ্ধার কার্য শুরু করেন। অবশেষে বেলা আড়াইটা নাগাদ তিনজনের নিথর দেহ উদ্ধার হয়।তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।কিন্তু চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।আজ বিকাল নাগাদ শোকাগ্রস্ত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

পঞ্চায়েত সমিতির সভাপতি নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে আজ ভালুকা রোড রেল স্টেশনে ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হলো।

2024-10-21

পঞ্চায়েত সমিতির সভাপতি নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে আজ ভালুকা রোড রেল স্টেশনে ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হলো। ভালুকা রোড স্টেশনে তিস্তা তোর্সা, যোগবানি, কুলিক এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি, মালদা কাঠিয়ার, মালদা নিউ জলপাইগুড়ি, বালুরঘাট শিলিগুড়ি লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধি, কাটিহার অথবা বারসই স্টেশন পর্যন্ত আজিমগঞ্জ প্যাসেঞ্জার এর সম্প্রসারণ, কুমেদপুর স্টেশনে কুলিকএক্সপ্রেস হরিশ্চন্দ্রপুর স্টেশনে দার্জিলিং মেল এর স্টপেজ, কুমেদপুর স্টেশন থেকে মালাহা স্টেশন পর্যন্ত সমস্ত রেলওয়ে আন্ডার পাশে ছাউনির ব্যবস্থা, কুমেদ পুর স্টেশনের কানেক্টিং রাস্তা নির্মাণ, উত্তর মালদার সমস্ত স্টেশনে পানীয় জল শৌচালয়ের ব্যবস্থার দাবিতে আজ হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এই ডেপুটেশন প্রদান করেন। এদিন সকালে হরিশ্চন্দ্রপুর ২ এর পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল ভালুকা রোড স্টেশনে জমায়ত। এরপরই কর্তব্যরত স্টেশন ম্যানেজারের কাছে দাবি পত্র তুলে দেন শাসক দলের প্রতিনিধিরা। এদিন এই ডেপুটেশন ঘিরে রেল পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।

মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের তৎপরতা

2024-10-21

মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের তৎপরতা মেদিনীপুর: রাজ্যের ৬ টি বিধানসভায় উপনির্বাচন। যার মধ্যে রয়েছে মেদিনীপুর বিধানসভাও। উপনির্বাচনের নির্বাচনী বিধির প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার থেকে। ভোটের দিন ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ১৩ ই নভেম্বর ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা হবে ২৩ শে নভেম্বর। শুরু হয়ে গেছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। যদিও নির্বাচন আধিকারিক তথা সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী বলেন এবারে মনোনয়ন জমা দেওয়ার আগে ক্যান্ডিডেট কে "নো ডিউস্ সার্টিফিকেট" জমা দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার মধ্যে মেদিনীপুর শহর মেদিনীপুর বিধানসভা। এই বিধান সভার সদর ব্লকের কিছুটা ও শালবনীর কিছুটা অংশ নিয়ে গঠিত। ১৮ ই অক্টোবর থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। যা চলবে ২৫ শে অক্টোবর পর্যন্ত। ইতিমধ্যেই প্রশাসনিক সমস্ত তৎপরতা এবং প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৩৬ নং মেদিনীপুর বিধানসভার এবারে ভোটার ২ লক্ষ ৯১ হাজার ৬৪৩ জন। যার মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৪৮ হাজার ১০০ জন পুরুষ ভোটার ১ লক্ষ ৪৩ হাজার ৫৪২ জন। এবারে মোট পোলিং স্টেশন করা হয়েছে ৩০৪ টি। মোট মহিলা বুথের সংখ্যা ২ টি, সেক্টর ২৫ টি। পুরো বিধানসভায় চষে বেড়াবে ৪ টি ফ্লাইং স্কোয়াড টিম। ওয়েব কাস্টিং, CAPF ডেপ্লয়েড ১০০% করা হয়েছে। এবারে আগের বারের মতনই PWD ভোটার থাকছে ৭৮২ জন পাশাপাশি ৮৫ + বয়সের ভোটার ২৬০৭ জন। থার্ড জেন্ডার মাত্র ১ জন ভোটার। আগের বারের মতো এবারেও VVPAT থাকছে ৫৯৪ টি, CU – ৫৯৩, BU – ৬০৬ টি। প্রতিবারের মতন এবারেও হেল্পলাইন থাকছে ১৯৫০ নম্বর।

মেরামতির কারণে বন্ধ খড়ি নদীর নাদন ঘাট ব্রিজ!ব্যাপক ভোগান্তিতে সাধারণ মানুষ

2024-10-21

মেরামতির কারণে বন্ধ খড়ি নদীর নাদন ঘাট ব্রিজ!ব্যাপক ভোগান্তিতে সাধারণ মানুষ মেরামতির কারণে বন্ধ পূর্ব বর্ধমান জেলার,নাদন ঘাট ব্রিজ ৩১ শে অক্টোবর পর্যন্ত, ব্যাপক ভোগান্তিতে সাধারণ মানুষ। নবদ্বীপ বর্ধমান রোডে খরী নদীর উপর দীর্ঘদিন ধরেই রয়েছে নাদনঘাট ব্রিজ। ব্যস্ততম এই রোডের প্রতিদিনই যাতায়াত করে কয়েক হাজার গাড়ি। কিন্তু বিগত কয়েকদিন আগে থেকেই সেখানে লাগিয়ে দেয়া হয়েছে একটি সাইনবোর্ড। ব্রিজের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণে, ১০ টনের ঊর্ধ্বে সমস্ত ভারী যানবাহন ও পণ্যবাহী গাড়ির সম্পূর্ণ বন্ধ থাকবে বলে নির্দেশিকাতে বলা হয়েছে। ফলে এই রোড দিয়ে যাওয়া বাস, বিভিন্ন পণ্যবাহী গারী, যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। ফলে অনেক ঘুরে যেতে হচ্ছে তাদের আর যার ফলেই ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন তারা, এদিন শুক্রবার বেলা দেরটা অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে গিয়ে পন্যবাহী বিভিন্ন জিনিসের খরচ বেড়ে যাচ্ছে, ক্ষতির মুখে পড়তে হচ্ছে।পাশাপাশি স্থানীয় এক গৃহবধূ তিনি বলেন মেয়ের বাড়ি যাবো বলে বেরিয়েছিলাম বাস মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছি।

মদের আসরে বচসা থেকে খুন,অভিযুক্তর বাড়িতে আগুন উত্তেজিত জনতার, খুনের ঘটনায় গ্রেফতার দুই

2024-10-21

মদের আসরে বচসা থেকে খুন,অভিযুক্তর বাড়িতে আগুন উত্তেজিত জনতার, খুনের ঘটনায় গ্রেফতার দুই কাঁথি দেশপ্রাণ ব্লক ও কাঁথি থানা এলাকায় দেউলপোতা গ্রামে মদের আসরে বচসা থেকে খুন ঘিরে উত্তেজনা ছড়ায়। জানা যাচ্ছে , গত রাতে এই এলাকার পূর্ব আমতলিয়ার বাসিন্দা গোবিন্দ পাত্র-৪৫ (পেশায় ব্যাবসায়ী ও সুদ কারবারি) কে মদের দেউলপোতা গ্রামে ডাকে অভিযুক্ত উত্তম পাত্র(৩৫) সহ কয়েকজন। পেশায় সুদ ব্যাবসায়ী গোবিন্দ বহু দিন আগে টাকা ধার দিয়েছিল অভিজিৎ পাত্র কে। গোবিন্দ টাকার জন্য চাপ দিচ্ছিল বলেই জানা যাচ্ছে। আর সেই থেকেই একটি পরিকল্পনা করে গোবিন্দ কে বাড়ি থেকে ডেকে আনে সহ যোগীদের সাথে নিয়ে গিয়ে বলেই খবর। আসরে মদ খাওয়ার সময় টাকার প্রসঙ্গে আলোচনা ও বচসা হলে পাশে থাকা গোটা ইট দিয়ে প্রথমে মাথায় মারে এবং পরে সেই ইট দিয়ে পুরো মাথা থেঁতলে দেয় বলে স্থানীয়রা জানাচ্ছেন। পরে খবর রাতে জানা জানি হতেই উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সমগ্ৰ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত উত্তমের বাড়িতে আগুন দিয়েছে বলেই জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়ে এলাকায় যায় দমকল বাহিনী ও পুলিশ। সমগ্ৰ ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত উত্তম পাত্র(৩৫) ও বাটুল মাইতি কে গ্রেপ্তার করেছে।

মাঝ রাস্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান।

2024-10-21

ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ভূটনীর বন্যা কবলিত এলাকা সাহায্য করতে আশতেই প্রথমে ভূত্নীর মাঝ রাস্তায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান। শুভেন্দু অধিকারী কে ভুতনি ব্রিজে যাবার সময় ভূতনিবাসীদের একাংশ শুভেন্দু অধিকারী কে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান জানালে আরেক অংশ স্বাগত জানিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন কিছু টাকা দিয়ে ৩০ থেকে ৪০ টা কর্মী রাখা হয়েছে। এরপরই তিনি সভাস্থলে চলে যান। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মালদা জেলার সভাপতি পার্থ সারথি ঘোষ, মালদা জেলার সাধারণ সম্পাদ গৌড় মন্ডল, রাজ্য যুব সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্ব।

সমস্ত জল্পনা শেষ করে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে সব রাজনৈতিক দলের মধ্যে প্রথম প্রার্থী ঘোষণা করা হলো বিজেপির।

2024-10-21

সমস্ত জল্পনা শেষ করে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে সব রাজনৈতিক দলের মধ্যে প্রথম প্রার্থী ঘোষণা করা হলো বিজেপির। বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় ওরফে (বান্টি)কে এই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। অনেকেই মনে করছেন সুনিপুণভাবে সমস্ত লবীকে ব্যালেন্স করে হয়তো স্থান পেলেন শুভজিৎ রায়।কারন অনেকের নামই ছিল প্রার্থী তালিকাতে ৷ সকলের উর্দ্ধে নিজের স্থান রাখলেন বান্টি ৷ প্রার্থী হয়েছেন খবর পেয়েই অনুগামীদের ভিড় শুরু হয়ে যায় মেদিনীপুরের গান্ধীমূর্তি পাদদেশে। শুভজিৎ রায় ওরফে বান্টি মেদিনীপুর শহরের বার্জ টাউন এলাকার বাসিন্দা। বিজেপির পুরনো কর্মী। তিনবার নির্বাচনের লড়ার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১১ সালে মেদিনীপুর বিধানসভাতে লড়াই করেছিলেন প্রার্থী হিসেবে তিনি। তবে হেরে গিয়েছিলেন। এরপর দুবার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন মেদিনীপুর থেকেই। ২০১৭ তে পৌরসভা নির্বাচনে ও ২০২৩ এর পৌরসভা নির্বাচনেও মেদিনীপুর থেকেই লড়াই করেছিলেন কাউন্সিলার পদের জন্য। কোন বারেই অবশ্য জয়লাভ করতে পারেননি। এবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে ফের প্রার্থী করেছে দল। বিজেপির প্রার্থী হিসেবে শুভজিৎ রায়ের নাম ঘোষণা হওয়ার সময় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর শহরের গান্ধী মূর্তি মোড় এলাকার চায়ের দোকানে হাজির ছিলেন তিনি। ঘোষণা হওয়ার সাথে সাথেই তার দুটি ফোন রীতিমতো ব্যস্ত হয়ে যায়। বিজেপির বেশ কিছু তার অনুগামী ভিড় করতে শুরু করেন সেখানে। কেউ উত্তরীয় পরিয়ে দেন কেউবা হ্যান্ডশেক করার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দেন। শুভজিৎ রায় জানান -” আমার ওপর ভরসা রাখার জন্য কেন্দ্র ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ। যে দায়িত্ব দেওয়া আছে তা পুরোপুরি পূর্ণ করার চেষ্টা করব। লোকসভা নির্বাচনে খুব অল্প ব্যবধানে আমরা মেদিনীপুর বিধানসভাতে হেরেছি৷ ফলে জেতার জন্য আপ্রাণ লড়াই জারি থাকবে।”

তলিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার

2024-10-21

প্রায় ১৯ ঘন্টা পর তলিয়ে যাওয়া শিশুর মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম আবীর অঙ্কুর, বয়স ৬ বছর। জানা যায়, গতকাল দুপুর ১ টা নাগাদ দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের হিংলো নদীতে বাবার সাথে স্নান করতে এসে তলিয়ে যায় ঐ শিশু। স্থানীয় সূত্রে খবর, লোবা পঞ্চায়েতের জোপলাই গ্রামের বাসিন্দা গোপীনাথ অঙ্কুর তাঁর ছেলেকে নিয়ে হিংলো নদীতে স্নান করতে এসেছিলেন। কিন্তু তার বাবা শিশুটিকে রেখে মিনিট পাঁচেক মাঠের দিকে যেতেই এই বিপত্তি ঘটে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরও শিশুটির খোঁজ পাওয়া যায় নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং দুবরাজপুর ব্লক প্রশাসন। সেখানে ব্লক বিপর্যয় মোকাবিলা টিম শিশুটির খোঁজে নামে। কিন্তু রাত পেরিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম এসে হিংলো নদীতে নামে। তবে তার আগেই খবর আসে অজয় নদীর বাবুপুর ঘাটে ঐ শিশুর মৃতদেহ জলে ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি শিশুটিকে নদী থেকে উদ্ধার করেন। কান্নায় ভেঙে পড়েন মৃত শিশুর পরিবারের লোকজন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুবরাজপুর থানার পুলিশ মৃতদেহটি দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা প্রদান সহ আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে খণ্ডঘোষ থানায় সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল খণ্ডঘোষ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে।

2024-10-21

নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা প্রদান সহ আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে খণ্ডঘোষ থানায় সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল খণ্ডঘোষ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে। খণ্ডঘোষ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি সেখ শাহানাজ উদ্দিন শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ডেপুটেশন দেওয়ার পর তিনি জানিয়েছেন। আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা, তার প্রতিবাদ জানানোর পাশাপাশি, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নারীদের সুরক্ষার দাবি জানিয়ে সাত দফা দাবিতে থানায় ডেপুটেশন দেওয়া হয় সকল সদস্যকে সঙ্গে নিয়ে। খণ্ডঘোষ থানায় ডেপুটেশন দেওয়ার পর পুলিশ আধিকারিকরা তাঁদের আশ্বাস দিয়েছেন বলে খণ্ডঘোষ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি এদিন জানিয়েছেন।

রকমারি আলোর যুগে মাটির প্রদীপের চাহিদা আজও অব্যাহত

2024-10-21

শিলিগুড়ি : মাটির প্রদীপ, কালীপুজো দীপাবলি এলে চাহিদা বেড়ে যায়। প্রত্যেক বছর কালীপুজোর দীপাবলির প্রাক্কালে মাটির প্রতি চাহিদা কিন্তু বৃদ্ধি পায়। শিলিগুড়ির পালপাড়া তে প্রচুর পরিমাণে তৈরি হয় মাটির প্রদীপ, তৈরি হওয়া মাটির প্রদীপ শিলিগুড়ির বিভিন্ন বাজারে তো যায় পাশাপাশি শিলিগুড়ির বাইরেও যায়। পাইকারি ও খুচরো উভয় ভাবেই বিক্রি হয় মাটির প্রদীপ। এই বিষয়ে এক মাটির প্রতি প্রস্তুতকারী জানিয়েছেন এ বছর তিনি লাখ খানেক প্রদীপ বানিয়েছেন । খুচরো ও পাইকারি উভয় ভাবে বিক্রি হচ্ছে। বিভিন্ন বাজার গুলিতে যাচ্ছে , হাজার পিস এর দাম সাড়ে ৪৫০ থেকে ৫০০ টাকা। দেখা গেল বেশ কয়েকজন ক্রেতাও এসেছেন কিনতে। বাজারে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রংবেরঙের আকর্ষণীয় লাইট, এই প্রসঙ্গে মাটির প্রদীপ প্রস্তুতকারী একজনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, রংবেরঙের আকর্ষণীয় লাইট থাকলেও মাটির প্রদীপের চাহিদা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসছেন মাটির প্রদীপ কিনতে। কালী পুজো দীপাবলির আগে ১৪ প্রদীপ, বিভিন্ন গৃহস্থ বাড়িতে জ্বালানো হয়ে থাকে মাটির প্রদীপ। প্রদীপের আলোয় ভরপুর আলোয় আলোকিত হয়ে ওঠে। দীপাবলি কালী পুজোতে রংবেরঙের আলোতে সেজে ওঠে বাড়ি থেকে সড়ক। তবে রংবেরঙের লাইটের যতই চাহিদা থাকুক না কেন , মাটির প্রদীপ আজও নস্টালজিয়া। মাটির প্রদীপের প্রতি মানুষের ঝোঁক আজও বিদ্যমান।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে বীরভূম জমিয়তে উলামায়ে হিন্দ

2024-10-21

সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা বন্যা পরিস্থিতি হওয়ায় এলাকার মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা গৃহহীন এবং অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সেইসব মানুষদের ত্রাণ সামগ্রীও পোঁছে দেওয়া হয়েছে। এবার বন্যা কবলিত এলাকা গুলিতে অসহায় এবং গৃহহীন মানুষদের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছাবে জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যরা। তাই আজ বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের একাধিক শাখা থেকে নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী এসে পৌঁছল দুববাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত যাত্রা গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশন মাদ্রাসায়। আগামী ২৪ অক্টোবর জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্য সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের হাতে নগদ অর্থ, চাল, বস্ত্র ইত্যাদি তুলে দেব বন্যা কবলিত এলাকাগুলিতে দেওয়ার জন্য বলে জানান বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেব। উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দের সদস্যরা সর্বদা মানুষের পাশে থাকেন এবং মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তাঁরা করোনা অতিমারীর সময়ও গরিব মানুষদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পোঁছে দিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা আনিসুর রহমান সাহেব, জমিয়তে উলামায়ে হিন্দের সদাইপুর থানা এলাকার সভাপতি মৌলানা ইজাজুল হক, খয়রাশোল ব্লক এলাকার প্রতিনিধি হাফিজ নাসির, মহম্মদ বাজার ব্লক এলাকার প্রতিনিধি মৌলানা জামসেদ, সাঁইথিয়া ব্লক এলাকার প্রতিনিধি হাফিজ কুতুব, মুরারই ব্লক এলাকার প্রতিনিধি মৌলানা গুলাম মুস্তাফা, ময়ূরেশ্বর ব্লক এলাকার প্রতিনিধি আব্দুল জব্বার সহ জামিয়া ইসলামিয়া মাদানি শান্তি মিশন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।

ফসল ফলনের উদ্দেশ্যে বংশ পরম্পরায় হয়ে আসছে লক্ষীপুজো টেনোহরি গ্রামে

2024-10-17

*||ফসল ফলনের উদ্দেশ্যে বংশ পরম্পরায় হয়ে আসছে লক্ষীপুজো টেনোহরি গ্রামে||* কৃষিই গ্রাম বাংলার প্রধান আয়ের উৎস। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটির স্বার্থকতা লাভ করে রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামের লক্ষীপুজোয়। বংশ পরম্পরায় সেখানে ফসল ফলনের উদ্দেশ্যে হয়ে আসছে বারোয়ারী লক্ষীপুজো। এবারেও একই দৃশ্য দেখা গেল ওই গ্রামে। সকাল থেকেই পুজোর জোগাড় করতে ব্যস্ত গৃহিণীরা, আল্পনা এঁকে সুন্দর করে সাজিয়ে তুলেছে পুজো মণ্ডপ টি। ঘরে ঘরে বড় করে হচ্ছে লক্ষীপুজো। আবার ওই গ্রামেই সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বারোয়ারী লক্ষীপুজো। পুজো কে কেন্দ্র করে মেলাও হয় পুজো প্রাঙ্গণে। এবারেও সেই মেলা হবে শুক্রবার বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্য বিপ্লব দাস। তিনি বলেন প্রায় ষাট বছর ধরে বংশ পরম্পরায় হয়ে আসছে লক্ষীপুজো। সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করেন গ্রামে ফসল যেন উৎপাদন ভালোমত হয় আর তাতে লাভবান হন গ্রামবাসী। একই সুর শোনা গেল এলাকাবাসি শংকর চন্দ্র দাসের গলাতেও। তিনি বলেন এই গ্রাম কৃষি নির্ভর গ্রাম তাই বহু বছর ধরে সাড়ম্বরে পূজিত হন মা লক্ষী। নতুন প্রজন্মের রিয়া দাস। তিনি জানান বছরের এই সময়টায় মামার বাড়ি আসেন শুধুমাত্র এই পুজোর টানে। বলা যায় দুর্গা পূজার চেয়েও বেশি আনন্দ হয় এখানকার লক্ষী পুজোয়। এমনকি মেলাকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন এলাকাবাসি বলেও জানিয়েছেন তিনি।

আবাস যোজনার নামে তোলাবাজির টাকা ফেরতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের বাড়ির ঘেরাও

2024-10-15

আবাস যোজনার নামে তোলাবাজির টাকা ফেরতের দাবিতে গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের বাড়ির ঘেরাও করে বিক্ষোভ প্রাপকদের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকায়। গ্রামবাসীদের একাংশের অভিযোগ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ তুলে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের সদস্য আর্জুনা বেগম ও তার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত সদস্যার স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের ভাই। উল্লেখ্য কিছুদিন আগে প্রায় ২০০ জন ব্যক্তিকে ১০ হাজার ৫০০ টাকা করে আবাসের তোলাবাজির টাকা ফেরত দেন পঞ্চায়েত প্রধান নুরি বেগম। এখনও অনেকেই টাকা ফেরত পাননি। সোমবার আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি অভিযোগ তুলে প্রথমে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে আবার গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের বাড়িতে গিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও স্হানীয় অঞ্চল সভাপতি আব্দুল সাত্তার। অবশেষে অঞ্চল সভাপতির আশ্বাসে অবস্থান বিক্ষোভ তুলে নেন গ্রামের মহিলারা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আর্জুনা বেগম

পুকুরের জলে ডুবে মৃত্যু শিশুর! এলাকায় শোকের ছায়া।

2024-10-15

*পুকুরের জলে ডুবে মৃত্যু শিশুর! এলাকায় শোকের ছায়া।* চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পুকুরের জলে ডুবে মৃত্যু হল দেড় বছরের শিশুর! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের শোলা গ্রামে। শিশুর নাম বনি আমিন, বাবার নাম রাজ্জাক সরকার। জানা গিয়েছে অন্যান্য দিনের মতো খেলা করছিল ওই শিশুটি। কোনদিনও পুকুরের ধারেই যায় না। বেশ কিছুক্ষণ ধরে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। চারিদিকে খোঁজার পর যখন খুঁজে না পায়, তখন সামনের পুকুরের সামনে গেলে লক্ষ্য করা যায় একটা কি ভাসছে। লোকজন জোটে যায় চিৎকার-চেঁচামেচিতে, কুকুরে নেমে দেহটি উদ্ধার করা হয়। প্রায় এক ঘন্টা পরে শিশুটির মৃতদেহ ভেসে উঠেছে এমনটাই মনে করছে গ্রামবাসীরা। শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে সেখানে মৃত্যু বলে ঘোষণা করে চিকিৎসকরা। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা ও মা সহ পরিবারের লোকজন। বুক ভরা কান্না আর বেদনা নিয়ে ভিন রাজ্য থেকে প্লেনেকরে বাড়ি ফিরছেন বলে জানা গিয়েছে। বাবা ভিন রাজ্যের কাজ করে বলে জানা গিয়েছে। এলাকার মানুষজন অভিযোগ করেন ওই পুকুরে দূষিত জল বেশ কয়েক বছর রয়েছে। ওই পুকুরের জলে ডেঙ্গু জ্বর অথবা মশা ছড়াচ্ছে অসুস্থ হয়ে পড়ছেন ওই পাড়ার মানুষজন। আজ চোখের সামনেই শিশুর মৃত দেখে কাদায় ভেঙে পড়েছেন পরিবার-পরিজনেরা।

সাবেকি থিম নিয়ে উদ্বোধন হলো পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের দুর্গাপূজা

2024-10-11

সাবেকি থিম নিয়ে উদ্বোধন হলো পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের দুর্গাপূজা । হরিশ্চন্দ্রপুর, মালদা : দুর্গাপূজা মানেই বাঙালির আনন্দের উৎসব। আর এই আনন্দ উৎসবে সাবেকী থিমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রতিবারের ন্যায় এ বছরও দিচ্ছে পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব। মহাসপ্তমীর দিনে উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূল কংগ্রেসের ১নং ব্লক সভাপতি জিয়াউর রহমান, মোশারফ হোসেন,মক্রম আলী সহ অন্যান্যরা। মন্ত্রী তাজমুল হোসেন বলেন শারদ উৎসবের আমেজ যেমন ভেসে উঠলো তেমনি প্রশংসিত হল পূজা মন্ডটির প্রতিমা ও প্যান্ডেল। পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব প্রতিবছরই বিভিন্ন আকর্ষণীয় থিম তুলে ধরে মানুষের মন জয় করে। তাই আমি ধন্যবাদ জানাই ক্লাবের প্রতিটি সদস্যকে। এই ক্লাব সংহতি ও সম্প্রীতির বার্তা দেয় মানুষকে। বিশেষ করে বুলবুল খানের ক্রিকেট খেলা এবং এই দুর্গাপুজো দুটোই হরিশ্চন্দ্রপুর বাসির কাছে ভীষণ জনপ্রিয়। পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের সম্পাদক বুলবুল খান জানায় গত বছর বিশ্বের বড় দুর্গা, তাঁর আগের বছর হাজার হাতের দুর্গা প্রভৃতি নানান থীম নজর কেরেছিল হরিশ্চন্দ্রপুর তথা পুরো মালদা বাসীর । পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের এই বছরও যার অন্যথা হচ্ছে না। আজ আমরা কিছু গরিব ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলাম এবং গতকাল ও বস্ত্র বিতরণ করা হবে। এদিন মন্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্লাবের সভাপতি অভয় চক্রবর্তী জানায় এই বছর সাবেকি থিমের উপরে পুজো করা হয়েছে। এই বছর ১২ লক্ষ টাকা ব্যয়ে আমাদের পুজো উনিশ তম বর্ষে পদার্পণ করলো।

পুজোর মরশুমে ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ।

2024-10-09

পুজোর মরশুমে ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ। মালদা,০৯ অক্টোবর: পুজোর মরশুমে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ। বুধবার দিন দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বড়োল গ্রামের প্রায় ৩০০ জন মহিলা,পুরুষ, ও বাচ্চাদের বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি, হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।এছাড়াও গতকাল ব্লক প্রশাসনের উদ্যোগে সাদলিচক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ভুনা এলাকার মানুষদের খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বন্যা কবলিত এলাকা উত্তর ভাকুরিয়াতে গবাদি পশুদের খাদ্য বিতরণ করা হয় বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। এদিনের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উৎসবের মরশুমে হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বড়োল গ্রামের প্রায় ৩০০ জন মানুষকে ও বাচ্চাদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।

নূরপুর পূর্ব কাঁকজল ১৪ তম বছর দুর্গা পুজোর উদ্বোধন ও গুণীজন সংবর্দ্ধনা ও সামাজিক সচেতনতার বার্তা, উপস্থিত ব্লক২ সভাপতি

2024-10-08

*নূরপুর পূর্ব কাঁকজল ১৪ তম বছর দুর্গা পুজোর উদ্বোধন ও গুণীজন সংবর্দ্ধনা ও সামাজিক সচেতনতার বার্তা, উপস্থিত ব্লক২ সভাপতি* *বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:•* শুভ পঞ্চমীর সন্ধ্যায় ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকে নূরপুর অঞ্চলে পূর্ব কাঁকজল সর্ববজনীন পুজো কমিটির ১৪ তম বছরের দুর্গাপুজার সূচনা করলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, এছাড়াও উপস্তিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। পূর্ব কাঁকজল সার্বজনীর পুজো কমিটির পরিচালিত।এবছর পূর্ব কাঁকজল সর্ব্বজনীন দূর্গাউৎসব পুজো কমিটির কর্মকর্তারা তারা সমাজ সচেতনতা ও পরিবেশ সচেতনতা তথা পরিবেশ রক্ষার বার্তাও তারা ফুটিয়ে তুলেছেন তাদের মন্ডপের পারিপার্শিক পরিবেশে।একটি গাছ একটি প্রাণ, জল অপচয় রোধ,সেভ ড্রাইভ,সেফ লাইফ, প্লাস্টিক বর্জন, ডেঙ্গু সচেতনতার বার্তাও তারা দেন। ব্লক সভাপতি অরুময় গায়েন জানান মুখ্যমন্ত্রীর পুজো অনুদান পেয়ে তারা কৃতঞ্জ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরও জানান আমাদের আত্মার আত্মীয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃতীয় বারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এলাকার অসহায় দিন আনে দিন খায় সাধারণ মানুষের মধ্যে উৎসবের উপহার কোনো বিরোধী রাজনৈতিক রঙ চিহ্নিত না করে আমজনতা সকলের সঙ্গে এই উৎসবে আনন্দে সামিল হতে সকলের বাড়িতে বাড়িতে নতুন বস্ত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভ কামনা জানান তিনি।পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এলাকার মানুষজনকে সচেতন থাকতেও তিনি জানান। অনুষ্ঠানে এলাকার বেশকিছু বিশিষ্ঠ ব্যক্তিবর্গ দের বিশেষভাবে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হলো।

চতুর্থীর সন্ধ্যায় উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন*

2024-10-08

*চতুর্থীর সন্ধ্যায় উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন* জগৎ ও জীবনকে প্রথম চেনার পর্ব ছেলেবেলা। ছোটো ছোটো সুখ-দুঃখ মাখা সেই সময়। তাই এবারে বীরভূম জেলার দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজোর থিম ভাবনা ছেলেবেলা। দুর্গাপুজোয় উত্তরাঞ্চল মানেই থিমের চমক। তাঁদের থিমের টানেই দূর দূরান্ত বহু মানুষ এখানে পুজো দেখতে আসেন। গতকাল মঙ্গলবার চতুর্থীর সন্ধ্যায় দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করা হয়। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে দুর্গাপুজোর উদ্বোধন করলেন পাঁচড়া গীতাভনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জী, বনমালী ঘোষ, সাগর কুন্ডু, অধ্যাপক রবীন ঘোষ প্রমুখ। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন উত্তরাঞ্চল ক্লাবের সভাপতি দেবাশিষ মুখার্জী, সহ-সভাপতি বিদ্যুৎ বরন মাহাতা, সম্পাদক কল্যাণ চক্রবর্তী, পুজো কমিটির সম্পাদক করন চৌধুরি, সহ-সম্পাদক রিপন দে, সভাপতি ডাক্তার বিশ্বজিৎ দে, কোষাধ্যক্ষ পিণ্টু মজুমদার, গোপী দেওয়াশী সহ ক্লাবের সদস্যরা। উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজো এবারে ৪৪ বছরে পা দিল। এ বছর তাঁদের থিম ভাবনা ছেলেবেলা। খরচ প্রায় ১৫ লক্ষ টাকা।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়।

2024-10-08

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়। সেখ ইফতেখার আলী, হরিশ্চন্দ্রপুর,মালদা : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া এলাকায়।ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের আমাডোল ঘাট এলাকায়। পরিবার সূত্রে জানা যায় ১৪ বছর পূর্বে এসতাব আলীর মেয়ে জ্যাসমিনারা খাতুনের সাথে বিয়ে হয় রফিকুল হকের। পরিবারে রয়েছে দুই মেয়ে এবং এক ছেলে। এদিন জাসমিনারা খাতুন (৩০) নামে সেই গৃহবধূ ঘুমানোর জন্য ফ্যানের তার ইলেকট্রিক বোর্ডে সংযুক্ত করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। সেই সময় গৃহবধূর বড় মেয়ে আয়েশা খাতুন(১২) স্কুলে যাওয়ার জন্য স্নান করতে গিয়েছিল। এদিকে মায়ের সাথে ঘরে থাকা ছোট ছেলে ও মেয়ে মাকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে। কান্না শুনে বড় মেয়ে ছুটে এসে মাকে মেঝেতে দেখতে পেয়ে কাকিমাকে জানাই। তারপর পরিবারের লোকেরা সেই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। তারপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তদন্ত চলছে যদিও বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। গৃহবধূ স্বামীর রফিকুল হক জানাই আমার স্ত্রী সুস্থ অবস্থায় বাড়িতে ছিল। সকালে কাজে যাওয়ার জন্য আমাকে ঘুম থেকে উঠিয়ে খাবার তৈরি করে দিয়েছিল। আমি খাওয়া দাওয়া করে মাখনা তুলার কাজে চন্ডিপুরে চলে আসি। তারপর আনুমানিক নটার সময় খবর পাই আমার স্ত্রী ঘুমানোর জন্য ফ্যান দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে যায়। নাবালিকা তিন সন্তানকে নিয়ে কি করে সংসার চলবে তা নিয়ে চিন্তিত স্বামী রফিকুল হক সহ তাঁর সমস্ত পরিবার। গৃহবধূর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

বীরভূমের বক্রেশ্বর ধামের মহাপীঠস্থানে বহু বছর ধরে ধুমধামের সাথে পুজো হয়ে আসছে

2024-10-08

*বীরভূমের বক্রেশ্বর ধামের মহাপীঠস্থানে বহু বছর ধরে ধুমধামের সাথে পুজো হয়ে আসছে।* *বীরভূমের বক্রেশ্বর* আজ মহাপঞ্চমির পুণ্য তিথিতে মায়ের আবাহন শুরু হয়েগেছে ইতি মধ্যেই।প্রতিটি মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে ওমা আসায় প্রহর গুনছে আপামর বঙ্গবাসী। আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল বীরভূমের বক্রেশ্বর ধামে ।প্রতিবছরের মত এবছরো দেখা গেলো সেই একই চিত্র ।এই চার দিন ধরে বেশ ধুমধাম ধামের সাথেই পালিত হচ্ছে। এখানে, বহু মানুষের সমাগম ঘটে এবং সেখানে খাওয়া-দাওয়ার ও ব্যবস্থা করা হয়েছিল।আর এবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব তবে ২০২৪ সালে দুর্গাপুজোর সময়সূচী কিছুটা অদল বদল হয়েছে যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ , কি করে হবে এবারের পূজো শুধু পুরোহিত সমাজই নয় পাশাপাশি যারা এ বছর অঞ্জলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠছে যে কিভাবে এ বছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন। আর তার মধ্যেই এখন থেকেই বীরভূমের বক্রেশ্বর ধামে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে।বীরভূমের বক্রেশ্বর ধাম মন্দিরের পুরোহিতের সাথে কথা বলা হলে তিন জানান বহু বছর ধরে এই মহাপীঠস্থানে পুজো হয়ে আসছে।সব রকম আচার , রীতি,নীতি,মেনেই পুজো করা হয়ে থাকে।।এবং মহানবমীর পুন্যলগ্নে সকল ভক্তকে ভোগ,প্রসাদ খাওয়ানো হয়।আর কি বললেন আমাদের ক্যামেরার মুখোমুখি তাই শোনাবো।

ক্ষুদিরাম কলোনি দুর্গোৎসব কমিটির ৭৫ বছরের পুজোর থিম 'ময়দানের দশভূজা

2024-10-07

মদম নাগেরবাজারের ক্ষুদিরাম কলোনি দুর্গোৎসব কমিটির ৭৫ বছরের পুজোর থিম 'ময়দানের দশভূজা'। শিল্পী মধুরিমা ভট্টাচার্যের ভাবনায় সাজছে এই পুজো মণ্ডপ। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, 'মা দুর্গা আমাদের দশভূজা। কথায় আছে মেয়েরা মায়েরই জাত। ঘরে বাইরে কোথাওই মেয়েরা আজ আর পিছিয়ে নেই। দশ হাতে তাঁরা সামলাচ্ছেন সবকিছু। অফিসে, আদালতে, কখনও ডাক্তারিতে, কখনও আবার খেলার মাঠে শ্রেষ্ঠত্বের ছাপ রাখছেন তাঁরা। ক্রিকেটার ঝুলন গোস্বামী হলেন এরকমই একজন অলরাউন্ডার ক্রিকেটার, যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দল, বেঙ্গল উইমেন, ইস্ট জোন উইমেন, এবং এশিয়ার উইমেন ইলেভেন দলের হয়ে ক্রিকেট খেলেন।' তাঁদের আরও বক্তব্য, 'ক্রিকেটের উৎপত্তি কিন্তু এদেশে নয়। সুদূর ইংল্যান্ডে। ১৮ শতাব্দীতে ইউরোপীয় বণিক নাবিকদের দ্বারাই ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের প্রচলন হয়। আর আজকে সেই ভারতীয়রাই নিজের কর্মদক্ষতায় আন্তর্জাতিক ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করেছেন। ঝুলন গোস্বামী আমাদের বাংলার মেয়ে, আমাদের দেশের গর্ব। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তাই শ্রদ্ধা জানাব আমরা।' পুজো কমিটির উদ্দেশ্য, বিশ্বজনীন এই উৎসবে সমগ্র বিশ্বের কাছে ছড়িয়ে পড়ুক বাংলার এই মেয়ের কাহিনি। হুবহু ক্রিকেট খেলার মাঠের আদলেই তৈরি হবে সমগ্র মণ্ডপ। যেখানে মা যেন স্বয়ং তাঁর সন্তানকে আশীর্বাদ করবেন সে যেন আরও এগিয়ে চলেন।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় স্ব-সহায়ক দলের মহিলাদের পরিচালনায় দুর্গা পুজো

2024-10-05

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় স্ব-সহায়ক দলের মহিলাদের পরিচালনায় দুর্গা পুজো। চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: যে রাঁধে, সে চুলও বাঁধে! এখানেই শেষ নয়। মেয়েরা রাঁধা ও চুল বাঁধার পরেও বাড়ির কাজ সামলে এবার শুরু করলেন নিজেদের উদ্যোগে দুর্গাপুজো। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রোকনার পিংলাস গ্রামে হতো না দুর্গা পুজো। দীর্ঘ প্রায় ৬-৭ কিলোমিটার এলাকা জুড়ে কোন গ্রামেই হয়না দুর্গা পুজো। অষ্টমীর দিন বাড়ির মেয়েরা অঞ্জলি দেওয়ার জন্য দীর্ঘ ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতেন দূরের কোন পূজা মণ্ডপে। কখনও আবার এতদূর যাওয়া হয়তো সবার পক্ষে সম্ভব হতো না। তাই নিজেরাই চিন্তা ভাবনা করে গ্রামে দুর্গা পুজো করার উদ্যোগ নেয়। স্ব-সহায়ক দলের মহিলারা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করার পর, গ্রামের মানুষজনদেরকে জানায় বিষয়টি। তবে গ্রামের মানুষরা তাদের কথায় সায় দেয়নি। তবে পিছিয়ে পড়েন নি মেয়েরাও! নিজেদের প্রচেষ্টায় ১৩ জনের একটি কমিটি করে, গ্রামে গ্রামে গিয়ে চাঁদা আদায় করে, শুরু করেন দুর্গাপুজো। ২০২৪ সালে তাদের পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল। এবারের তাদের বাজেট চার লক্ষ টাকা। লক্ষীর ভান্ডারে জমানো পুজি থেকেই চাঁদা দিয়ে এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষের সহযোগিতায় ধুমধামে পালন করছে পুজো। অন্যান্য পুজো কমিটির মতো এই মহিলা পরিচালিত পুজো, রাজ্য সরকারের দেওয়া সাহায্যও পায় না। তাই সরকারের কাছে তারা আবেদনও করেন পরবর্তীকালে এই সাহায্য পেলে আরো ভালো ভাবে পুজো করতে পারবেন। কঠিন পরিশ্রমের মধ্য দিয়েই এই স্ব-সহায়ক দলের মহিলারা গ্রামের মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠিত করে দুর্গাপুজো।

বুনো শূকরের হামলায় মৃত পরিবারের পাশে রাজ্য সরকার।

2024-10-04

বুনো শূকরের হামলায় মৃত পরিবারের পাশে রাজ্য সরকার। পাটের খেতে পাট তুলতে গিয়ে বুনো শুকরের হামলায় নিহত এক শ্রমিকের অসহায় পরিবারকে পাঁচ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক তুলে দিল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কালিয়াচক বন দপ্তরে মন্ত্রী সাবিনা ইয়াসমিন চেক তুলে দিলেন নিহত শ্রমিকের স্ত্রীর হাতে। উল্লেখ্য, গত ১৭ই সেপ্টেম্বর কালিয়াচক-২নং ব্লকের বাঙ্গীটোলা অঞ্চলের সকুল্লাপুর এলাকার টুলু চৌধুরী নামে এক শ্রমিক পাট কাটতে গিয়ে বুনো শূকরের হামলায় নিহত হন। তার মৃত্যুতে তিন নাবালক সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েন তার স্ত্রী। এই পরিস্থিতিতে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। বৃহস্পতিবার বন দপ্তরের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। চেক প্রদান পর্বে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বনাধিকারিক জিজু জেসফার, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, আব্দুর রহমান, ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন সরকারের পক্ষ থেকে টাকা পেয়ে সরকারকে সাধুবাদ জানান মৃতের পরিবারের স্ত্রী রানু চৌধুরী। রানু চৌধুরী জানান স্বামী মারা যাওয়ার পর থেকে তিন সন্তানকে নিয়ে কিভাবে চলব বুঝে উঠতে পারছিলাম না সরকারের সাহায্য পেয়ে আমাদের পরিবারের অনেকটাই সাহায্য হলো তাই রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই।

আকাশবার্তা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান

2024-10-04

আকাশবার্তা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান , কলকাতা: আকাশবার্তা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদমাধ্যমের বহু বিশিষ্ট ব্যক্তিরা। সকল অতিথিকেই সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং সকলেই সংবাদপত্র মাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরেন। এছাড়া ছিল দুস্থ প্রতিবন্ধীদের অর্থ প্রদান এবং দর্শকদের উদ্দেশ্যে কবিতা পাঠ, সঙ্গীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে কি হলো চলুন শুনে নেওয়া যাক পত্রিকার সম্পাদকের থেকে।

দুর্গাপুজোর আগেই জেলাবাসীর জন্য এগিয়ে এলো কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা

2024-10-03

সামনের দুর্গাপুজো আর দুর্গাপুজোর আগেই জেলাবাসীর জন্য এগিয়ে এলো কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। যারা হলো লায়ন্স ক্লাব অফ মালদা উদ্যান লা লায়ন্স ক্লাব অফ মালদা এঞ্জেল সহ মোট চারটি ক্লাব ও মঞ্জুর আলম অপটিক্যালের সহযোগিতায় এক বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হলো। বৃহস্পতিবার দুপুরে মঞ্জুর আলম অপটিক্যালে এই চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। সেইখানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ মালদা প্রেসিডেন্ট সঞ্জয় শর্মা সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সঞ্জয় শর্মা জানান যে লায়ন্স ক্লাব অব মালদা উদ্যান, লায়ন্স ক্লাব অফ মালদা এঞ্জেল সহ মোট চারটি সংগঠনের উদ্যোগে এই বিনামূল্যে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। এই চক্ষু পরীক্ষার পরে প্রায় দেড়শো জনের হাতে চশমা তুলে দেওয়া হয় বিনামূল্যে। তিনি আরো জানান যে আগামীতে এই ধরনের কর্মসূচির আয়োজন করবেন। তাতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে তিনি জানান।

অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেচে গেলেন মৌসম

2024-10-03

বন্যা পরিদর্শনে গিয়ে বিপদে পড়লেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নুর। অল্পের জন্য ফুলহার নদীতে তলিয়ে যাওয়ার থেকে বেচে গেলেন মৌসম। মাঝিদের তৎপরতায় নৌকা ডুবি রক্ষা পেলেও ফুলহার নদীর প্লাবিত জলে পড়ে গেলেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা সোমিত্র রায়। কোনক্রমে স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় পাড়ে উঠলেন তিনি। ঘটনাটি মালদার জেলার রতুয়া থানা এলাকার মহানন্দাটোলা অঞ্চলের কাছে এই দূঘটনা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বানভাসীদের জন্য নিজের উদ্যোগে দুয়ারে ত্রাণ বিলি

2024-10-03

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বানভাসীদের জন্য নিজের উদ্যোগে দুয়ারে ত্রাণ বিলি করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, এছাড়া উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।প্রায় তিন মাস ধরে বন্যায় জলবন্দী মানিকচক ব্লকের ভুতনি বিস্তীর্ণ এলাকা। এছাড়াও রতুয়া ১ ব্লকের বেশ কিছু এলাকাও নদীর জলেও প্লাবিত হয়েছে। এরই মধ্যে বানভাসীদের পাশে দাঁড়িয়ে ক্রমাগত সমস্যার সমাধান ও ত্রাণ বিলি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই প্রায় প্রতিদিনই মালদার মানিকচক এবং রতুয়া ১ ব্লকের বন্যা কবলিত এলাকাগুলিতে বানভাসিদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করে চলেছেন মন্ত্রী থেকে প্রশাসনের পদস্থ কর্তারা । বৃহস্পতিবার দুপুরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বন্যা কবলিত মানিকচক ব্লকের ভুতনি এবং রতুয়া ১ ব্লকের কাহালা , বিলাইমারি এলাকায় যান। সেখানে বন্যা পরিস্থিতি তদারকি করেন। পাশাপাশি বানভাসি দুই হাজার বানভাসি মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মন্ত্রী।

জোয়ার ভাঁটার ছন্দে ম্যানগ্রোভের ডালপালার খসখস উল্লাস।

2024-10-03

আরণ্যক গল্প শোনায় বাংলার বদ্বীপ অঞ্চলের গ্রাম্য সরল মানুষের, যেখানে কান পাতলে শোনা যায় নদীর ফিসফিস, আর জোয়ার ভাঁটার ছন্দে ম্যানগ্রোভের ডালপালার খসখস উল্লাস। এখানেই আছে সেই রহস্যময়, প্রাণবন্ত, ধাঁধা লাগানো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। একসময় এটি ছিল গহীন অরণ্য যেখানে জল ও স্থল অবিচ্ছেদ্য আলিঙ্গনে বেঁধে রেখেছিল একে অপরকে। সুন্দরবনের মানুষজন, প্রকৃতির সাথে, বিভিন্ন প্রতিকুলতাকে সঙ্গী করে, আশা-হতাশা, জীবন-মৃত্যুকে বাজি রেখে এগিয়ে চলেছে জীবনের স্রোতে। এই বদ্বীপ অঞ্চলের অধিবাসীরা জীবিকার সন্ধানে, জীবন স্রোতের বিপরীতে বিপদসংকুল জঙ্গলের মধ্যে মধু, মোম, কাঁকড়া, মাছ ধরার জন্য পারি জমায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এই জঙ্গলের মতনই অতি রহস্যময়; তাকে হয়তো সবসময় চোখে দেখা যায় না কিন্তু তার নিঃশব্দ উপস্থিতি, মায়াবী জ্বলন্ত দৃষ্টি, অদৃশ্য ডোরাকাটা উপস্থিতি অরণ্যবাসীরা যেন সবসময় টের পায়। একটা অদ্ভুত ভয়মিশ্রিত শ্রদ্ধা জড়িয়ে আছে এই অনুভুতির সাথে। আসলে এই অরণ্যে কেউই একা নয়। মানুষ আর বাঘের সাথে আছে তাদের উপাস্য জঙ্গলের দেবী, বনবিবি। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই দেবীর পুজো করেন। বনবিবি জঙ্গলের সকল প্রাণী ও মানুষের রক্ষাকর্তৃ। বনবিবি পালা গানে উল্লেখ পাওয়া যায় আদিম অরণ্যের একমাত্র দেবীর। এই সকল বিষয়ই সুক্ষাতিসুক্ষ কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বেহালা, বহু বছর আগে যা সুন্দরবনেরই অংশ ছিল, আজ তার গায়ে শহুরে রঙ লাগলেও, আজও সে ভোলে নাই বাঘের গর্জন, নদীর ছলছল শব্দ, মানুষের না বলা কথা কিংবা ম্যানগ্রোভের শোঁশোঁ শব্দ। এই কাজের মাধ্যমে বাস্তব ও লোককথার বুননে সুন্দরবনের সেই আদিম, অকৃত্রিম, বন্য, বীভৎস সৌন্দর্য এর নকশী কাঁথাই বোনা হয়েছে। সুন্দরবনঃ ভাটির দেশে অপরাজেয় মানুষ কোলাজের মতন ম্যাপের সারিতে চোখ আটকে থাকে বহুক্ষন। জিজ্ঞাসু দৃষ্টি বারবার ঘুরে চলে দক্ষিণ থেকে উত্তর, মাতলা থেকে বিদ্যাধরী, সীতারামপুর থেকে নেতাধোপানি, ছোট ছোট ঘর, নৌকা, জাল, খাল বিলের কাটাকুটি আর সাগরের জলে পা ডুবিয়ে ভেসে থাকা ব-দ্বীপের সারি দেখতে দেখতে মন চলে যায় সুন্দরবনে, গরাণ, হেতাল, অর্জুনের দেশে। মানচিত্রের ভিড়ে উঁকি মারতে থাকা বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় প্রাণীর দল যেন তাদের বিবর্তনের ইতিহাস বলার জন্যই উঠে এসেছে ইতিহাসের পাতা থেকে। মানচিত্র শুধু মানচিত্রই নয়, তা যেন এই অঞ্চলের প্রায় দেড়শ বছরের নানাবিধ আর্থ-সামাজিক ভৌগলিক পরিবর্তনের দলিল, যা সম্ভব হয়েছে মানুষ ও প্রকৃতির অব্যক্ত বোঝাপড়ায় ও বিবর্তনের নিজ ভাষায়। ম্যাপ দেখতে দেখতে মনটা যখন উজানের টানে ভেসে যেতে চায় ঠিক তখনই পা থেমে যায় বনবিবির সামনে। বনবিবি বা ওলাবিবি সুন্দরবনের সকলের আরাধ্য দেবী। বিভিন্ন গল্প উপকথায় বনবিবির উল্লেখ পাওয়া যায়। বনবিবির কথা বললে দক্ষিন রায়ের কথাতো বলতেই হয়, যদিও কোন একসময় বনবিবি ও তার ভাই জঙ্গলি শাহ দক্ষিণ রায় কে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করে জঙ্গলের একেবারে দক্ষিণ প্রান্তে তার সীমানা নির্দিষ্ট করে দিয়েছিলেন। দক্ষিণ রায় হচ্ছেন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, যাকে দেখতে দেশ বিদেশ থেকে লোক ভিড় জমায় সুন্দরবনের কূলে, উপকূলে। এই ছবিগুলি সবই সেই রয়্যাল বেঙ্গল টাইগারে পায়ের ছাপ

যারা প্রতিমা তৈরি করে, তাদের গ্রামেই হয়না দুর্গাপুজো! আক্ষেপের সুর শিল্পীদের গলায়

2024-10-03

যারা প্রতিমা তৈরি করে, তাদের গ্রামেই হয়না দুর্গাপুজো! আক্ষেপের সুর শিল্পীদের গলায়!* কেশপুর, পশ্চিম মেদিনীপুর: মহালয়ার পুণ্য তিথিতে অশুর পক্ষের নিধনঘটিয়ে দেবিপক্ষের সূচনা হয়েছে ইতিমধ্যে। দিকে দিকে পূজোর আনন্দ। তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পূজোর আয়োজন! স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের। ওদের মধ্যে কেউ মালা তৈরি করে, কেউ চাঁদ মালা, কেউ আবার প্রতিমা তৈরি করে। কুমোর, প্রতিমা শিল্পী, মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন জাতির মানুষদের বসবাস। কিন্তু গ্রামে নেই কোন পূজোর আয়োজন। দুর্গাপূজার রেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন, তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের। অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুলসাড়া গ্রাম। গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা বানানোর কাজ করছে সকাল থেকে শুরু করে ভোররাত পর্যন্ত। তবে দিনরাত পরিশ্রম করে কাজ করলে হয়তো টাকা রোজকার হয় ঠিকই কিন্তু মানসিকভাবে কোথাও একটা তাদের কাছে বিষাদের সূর। গ্রামের মৃৎশিল্পীরাও চায় অন্যান্য গ্রামের মতো তাদের গ্রামেও হোক দুর্গা পুজো আনন্দ উৎসবে মেতে উঠুক গ্রামের সব মানুষজন।

তামিলনাড়ু মীনাক্ষী মন্দিরের আদলে সদিয়ালের দুর্গা উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী!*

2024-10-03

*তামিলনাড়ু মীনাক্ষী মন্দিরের আদলে সদিয়ালের দুর্গা উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী!* তামিলনাড়ু মিনাক্ষী মন্দিরের আদলে সদিয়াল জনকল্যাণ সমিতির দুর্গোউৎসবের শুভ উদ্ভোদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিকের পাঁচটি ভার্চুয়ালি দূর্গা পূজার উদ্বোধন করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী,তার মধ্যে আছে সদিয়াল জনকল্যাণ সমিতি। সদিয়াল জনকল্যাণ সমিতি দুর্গাপূজো মণ্ডপে প্রতিমা দেখতে প্রচুর মানুষ ভিড়জমিয়েছে,সদিয়ালের দুর্গোৎসব এই তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। ঢাকের কাঠি পড়ার সঙ্গে সঙ্গে সদিয়ালের দূর্গা পূজার শুভ সূচনা হয়, দুর্গাউৎসবের শুভ সূচনাতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভ তীর্থ আচার্য,মথুরাপুর থানার ওসি রাজু বিশ্বাস,মথুরাপুর ১ ব্লক ডেভেলপমেন্ট অফিসার সোমনাথ মান্না সহ বিশিষ্ট অধিকারিক গণ। বুধবার সন্ধ্যা ৫ টা ১৫ নাগাদ সদিয়ালের দুর্গা উৎসব ভার্চুয়াল উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।সদিয়ালের দূর্গা পূজা মন্ডপে শুভ সূচনাতে বিশিষ্ট আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন সুন্দরবন পুলিশ জেনার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব তীর্থ আচার্য বলেন আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল এর মাধ্যমে সোদিয়ালের দুর্গো উৎসবের শুভ সূচনা করেন, পশ্চিমবঙ্গের যতগুলি দুর্গাপূজা মন্ডপ আছে তার মধ্যে সদিয়াল জনকল্যাণ সমিতি শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ অন্যতম।

মালদার তিনটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

2024-10-02

মালদা:- মহালয়ার দিন কলকাতা থেকে মালদার তিনটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বিকেলে মালদার ইংরেজবাজার শহরের কালিতলা ক্লাবের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে কালিতলা ক্লাবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রমূখ। পাশাপাশি একইসঙ্গে চাচোল এবং পুরাতন মালদা পুরসভার আরো দুটি ক্লাবের এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই পুজোয় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের এই ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে কালীতলা ক্লাবে উপস্থিত অতিথিরা সাধারণ মানুষের উদ্দেশ্যে শারদীয়ার শুভেচ্ছা জানান। এবং সুষ্ঠু এবং শৃঙ্খলাবদ্ধ থেকেই পুজোর আনন্দ উপভোগ করারও বার্তা দেওয়া হয়।

দুর্গাপুজো উৎসব উপলক্ষে এলাকার দুঃস্থ বয়স্ক নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ

2024-10-02

বুধবার বিকেলে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের মুচিয়া গোলাপট্টি ও মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ড বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল এবং তার সহধর্মিনী রুমা সরকার মন্ডল এর উদ্যোগে আসন্ন দুর্গাপুজো উৎসব উপলক্ষে এলাকার দুঃস্থ বয়স্ক নাগরিকদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল জানান প্রতিবছরের ন্যায় এবারও মালদা বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুধ ভিত্তিক এলাকায় দুস্থ মানুষদের আসন্ন পূজা উপলক্ষে বস্ত্রদান করে থাকি | সেই ধারা বজায় রাখতে আজ মুচিয়ার মুচিয়া গোলাপট্টি এবং মুচিয়া মহাদেবপুর বাস স্ট্যান্ডে বস্ত্রদান শিবিরের আয়োজন করেছি । বিশিষ্ট সমাজসেবী নিতাই বাবুর এই বস্ত্রদান উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান। এবং পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি হয় এলাকাবাসীরা।


Releted News


Ads






Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 100737