2025-01-10 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1102
ভারত সরকারের উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বীরভূমের খয়রাশোলে দেড় মাসের টেলারিং ও এমব্রডয়ারী প্রশিক্ষণ কর্মশালা ! জীবিকার দিশা দিতে বীরভূমের খয়রাশোলে দেড় মাসের টেলারিং ও এমব্রডয়ারী প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নবদিশা ওয়েলফেয়ার সোসাইটি। এদিন উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঋত্বিক বিশ্বাস, ইউকো ব্যাংকের খয়রাশোল শাখার ব্রাঞ্চ ম্যানেজার ধবলেশ্বর শেঠি,স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুজিত মণ্ডল প্রমুখ। এই সেমিনারে খয়রাশোল, বাবুইজোড়,বড়রা লোকপুর গ্রাম এলাকার মহিলারা অংশগ্রহণ করেন। এই সেমিনারে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে পুঁজি সংগ্রহ ও বাজার তৈরি করার নানা তথ্য প্রদান করেন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার ঋত্বিক বিশ্বাস। স্বনির্ভরতার লক্ষ্যে কিভাবে ঋণ পাওয়া যায় সে বার্তা দেন ব্রাঞ্চ ম্যানেজার ।এদিন রুপা বাঁশরী, অনিতা রুইদাস, মানসী লোহার, মল্লিকা হাজরা প্রমুখ মহিলারা এই প্রশিক্ষণ যুক্ত হতে পেরে খুশি ব্যক্ত করেন। এদিন টেলারিং এর যাবতীয় কিটস প্রশিক্ষণরত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়।