2025-06-25 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ,মিশন সংবাদ | Kaliachak Sangbad | Views : 873
নাজমুস সাহাদাত, কালিয়াচক: বুধবার কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে টার্গেট পয়েন্ট স্কুল থেকে এবছরের নিটে ১১ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ লাভ করে এবং ১ জন আইআইটিতে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধর কুরবান সেখ, হায়দার আলী, জোহর আহমেদ, রাফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছিলেন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা গন। এবছরে নিটে ওয়াহিদুর রহমান, ফারিয়া হোসেন, রিদা কালিমী, নাইমা খাতুন, ফাহিম আব্রার, জিসান আলী, পুনাম মণ্ডল, আব্দুল আজিজ, সায়েদ হোসেন, সুহানা আক্তার, সাকিব মোমিন ও গোলাম মাসুদ বিশ্বাস (আইআইটি) তারা প্রত্যেকেই টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন বলেন, এবছরে নিটে উত্তীর্ণ লাভ করেছে ১১ জন ছাত্রছাত্রী এবং ১ জন আইআইটিতে সুযোগ পেয়েছে। প্রতিবছরই আমাদের টার্গেট পয়েন্টে স্কুল থেকে পেয়ে যাচ্ছে। কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলব যারা চিকিৎসক হবে তারা যেন ভালোভাবে হয় এবং চিকিৎসক ভালোভাবে করে। ভালো ডাক্তার হয়ে একজম ভালো মানুষ হতে হবে। এবং রুগীদেরকে ভালো ট্রিটমেন্ট দিতে হবে। তার কারণ হচ্ছে একটা ডাক্তারের উপরে রুগীর জীবন নির্ভর করে। তাই ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট দেয় বা যদি ভুল ঔষধ দিয়ে দেওয়া হয় তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে। এবং আরও বলব তারা যেন রুগীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তার সাথে সাথে যে ইঞ্জিনিয়ার হবে সে যেন ভালো ও সৎ ইচ্ছা নিয়ে কনস্ট্রাকশন করে। আরও যেন সে গবেষণামূলক কাজে এগিয়ে যায়। স্কুলের অন্যতম কর্ণধার কুরবান সেখ জানান, এইরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরে টার্গেট পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষদের পক্ষ থেকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। টার্গেট পয়েন্ট স্কুল যে আশা ও স্বপ্ন নিয়ে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তা আল্লাহ পাকের রহমতে ধীরে ধীরে সেটা আমরা পেতে চলেছি। আগামীতে আরও টার্গেট পয়েন্ট স্কুল অগ্রগতির পথে এগিয়ে যাবে এই আশা আমি রাখছি। এবং আমাদের এই ছাত্রছাত্রীরা আজকে যে সফলতা অর্জন করেছে তারা আরো বড় হোক। দেশের ও টার্গেট পয়েন্ট স্কুলের নাম উজ্জ্বল করুক এবং নিজেদের বাবা-মায়ের নাম কে উজ্জ্বল করুক এই আশা আমি তাদের কাছে করবো। এবং তারা যাতে একজন সৎ নিষ্ঠাবান নাগরিক হয়ে উঠুক।