2024-11-21 | পশ্চিমবঙ্গ,শিক্ষা | Kaliachak Sangbad | Views : 151
*বাঘমারি ইসলামীয়া হাই মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষক আব্দুর রউফ লস্করের বিষাদের সুরে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গণে* *বাইজিদ মণ্ডল জয়নগর:•* বিদায় মানে সব ভুলে যাওয়া নয়, বরং বিদায় মানে অতীত স্মৃতি মনে রেখে বেঁচে থাকার শুরু। বাঘমারি ইসলামীয়া হাই মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা,শিক্ষাকর্মী ও সকল ছাত্র ছাত্রীদের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে অশ্রুসিক্ত ভরাক্রান্ত মনে বিষাদি সুরের শিক্ষক আব্দুর রউফ লস্করের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ প্রধান শিক্ষক আব্দুল মোতালেব এর পক্ষ থেকে সারক দিয়ে সম্মাননার পাশাপাশি বিভিন্ন গিফট দিয়ে সংবর্ধনা জানানো হয়। শিক্ষক আব্দুর রউফ লস্করের ৩৭ বছরের শিক্ষক জীবনের অবসর নেওয়া বা বিদায়ী বছর হিসাবে বিভিন্ন অনুষ্ঠনের আয়োজন করা হয় এদিন। এখানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্তিত ছিলেন রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা রত্ন পুরষ্কার প্রাপ্ত মফাক্কের হোসেন, বাঘমারী ইসলামীয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মোতালেব,পরিচালনা কমিটির সম্পাদক হাসান সরদার, শিক্ষিকা সাবেরা খানম, এই অনুষ্ঠানে সঞ্চালন করেন জেলা পরিষদের সদস্য জিয়ারুল হক খান সহ সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রমুখ। প্রধান শিক্ষক আব্দুল মোতালেব ওনার অক্লান্ত পরিশ্রমে এদিন দুপুর ১২ টার সময় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই হৃদয়ে কম্পন সৃষ্টি কারি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। মাদ্রাসার ছাত্র ছাত্রীরা তাঁদের প্রাণপ্রিয় শিক্ষক কে সংবর্ধনা দেন, তারপর সকল শিক্ষক ও কিছু কিছু শিক্ষার্থী, একে একে এই বিদায় সভায় বক্তব্য রাখেন ও সভার শেষে অবসর জীবনে পদার্পণ কারী শিক্ষক এর হাতে বৃহৎ থেকে ক্ষুদ্র উপহার তুলে দেওয়া হয়।