Monday 7 July







বন্যার ভয়াবহ পরিস্থিতিতে আইএসএফ রাজ্য কমিটির আবেদন

2024-09-18 | রাজ্য | Kaliachak Sangbad | Views : 8578


নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: ডিভিসি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে। তাতে হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি। গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ দামোদর। তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি। অভিযোগ যে ডিভিসি জেলা প্রশাসন, সেচ বিভাগ কাউকেই আগাম সতর্ক করেনি। আজকের এই আধুনিক প্রযুক্তির যুগে এটা তো করা উচিত। এই গাফিলতির জন্য রাজ্য সরকারের ডিভিসি কর্তৃপক্ষকে কড়া প্রতিক্রিয়া জানানো উচিত। এই জল ছাড়ার জন্য হুগলীর পুরশুড়া, তারকেশ্বর, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা ২ নম্বর ব্লক , এমনকি পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও জল ঢুকেছে। অবিলম্বে সরকারের ত্রাণ ও অন্যান্য সাহায্য পাঠানো দরকার। অভিযোগ উঠেছে, হুগলির কিছু এলাকায় সরকারী ত্রাণের কিছুই নাকি মিলছে না। মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে থাকতে পারে ও ত্রাণ সাহায্য পান সেটা সরকারকে দেখার জন্য আবেদন জানানো হচ্ছে। এছাড়া আইএসএফ রাজ্য কমিটি বন্যা কবলিত মানুষদের সাহায্য ও সহযোগিতা করার জন্য আশপাশের এলাকার পার্টি কর্মী-সমর্থকদের আবেদন করছে।



ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা।

মালদা: ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় এই রাজ্যে প্রথম মালদায় সাজা ঘোষণা। অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তথা তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করল অতিরিক্ত দায়রা আদালতের দ্বিতীয় বিচারক রাজীব সাহা। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। একই সঙ্গে ওই নির্যাতিতা পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২১ সালের ৫ই জুন মালদার মানিকচক থানা এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ২০২১ এর বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থিত এই পরিবারের নাবালিকা সদস্যকে ধর্ষণ করেছিল এই তৃণমূল নেতা বলে জানান সিবিআই পক্ষের আইনজীবী অমিতাব মৈত্র। হাইকোর্টের নির্দেশে ৫৫ টি মামলার দায়িত্ব নিয়েছিল সিবিআই। তার মধ্যে প্রথম এই রাজ্যের মালদায় আজ সাজা ঘোষণা হলো।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে

কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলী দ্বারা পরিকল্পিতভাবে গণধর্ষণের অভিযোগ তুলে এবং কসবা থানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা বিজেপি নেতৃত্ব। এদিনের এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, গাজল ও হবিবপুর বিধানসভার বিধায়ক চিন্ময় বর্মন , জুয়েল মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পুরাতন মালদা নগর মন্ডলের সভানেত্রী বাসন্তী রায়, উত্তর মালদার সাংগঠনিক জেলা সম্পাদক স্নাংশু স্নেহাংশু ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রায় আধা ঘন্টা প্রতীকি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপি কর্মীরা | এদিনের এই অবরোধে উত্তর মালদার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ জানান, গোটা রাজ্যে খুন , ধর্ষণ চলছে এবং সম্প্রীতি কলকাতার কসবায় গত একদিন আগে ল কলেজের এক ছাত্রীকে গনধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে কসবা থানায় আমাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থানায় প্রতিবাদ জানাতে গেলে তাদের অ গনতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয়েছে | তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।

মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি।

মালদার সুজাপুর বিধানসভা এলাকায় শক্তিবৃদ্ধি করল আসাউদ্দিন ওয়েশির দল অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন অর্থাৎ AIMIM পার্টি। কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রাম তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে AIMIM যোগদান করলেন প্রায় ১০০ জোন। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মীসভা আয়োজন করা হয় কালিয়াচক-১ ব্লকের অন্তর্গত সিলামপুর-১ গ্রাম পঞ্চায়েতের ঝাঁকসুটোলা ও দাল্লুগ্রামে । সেখানেই প্রথমে যোগদান কর্মসূচি করা হয়। পরে কর্মীসভা করে উপস্থিত নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন অল ইন্ডিয়া মজলিশ-এ ইত্তেহাদুল মুসলেমিন দলের, দক্ষিণ মালদা জেলা সভাপতি রেজাউল করিম। ও কালিয়াচক ওয়ান ব্লক সভাপতি মোহাম্মাদ আবুল কাশিম সহ অন্যান্যরা।

আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা।

একসময় আকাশপথে সংযুক্ত ছিল মালদা জেলা। প্রায় পঞ্চাশ-ষাট বছর আগে, ১৯৬০-এর দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা। সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও, কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি ১৯৬২ সালের দিকে একটি ছোট ডোমেস্টিক এয়ারস্ট্রিপ হিসেবে নির্মিত হয়। প্রথমদিকে বায়ুদূতের মতো সংস্থা এখানে পরিষেবা দিত। কিন্তু আর্থিক অকার্যকারিতা, যাত্রীসংখ্যার অভাব ও পরিকাঠামোগত ঘাটতির কারণে ১৯৮৬ সালে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর ২০১৪ সালের ১ জানুয়ারি রাজ্য সরকার 'Pawan Hans'-এর মাধ্যমে হেলিকপ্টার পরিষেবা চালু করে কলকাতার বেহালা থেকে মালদা ও বালুরঘাট রুটে। সপ্তাহে একদিন, বুধবার পরিষেবা থাকলেও, ২০১৭ সালে বিমানবন্দরের পুনর্নির্মাণ শুরু হওয়ায় পরিষেবাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বর্তমানে মালদা বিমানবন্দরটি অচল অবস্থায় রয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের UDAN (Ude Desh ka Aam Nagrik) প্রকল্পের আওতায় এটিকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু মাটি স্তরে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।এদিকে, বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে জোরালো জনমত। নেটিজেনদের একাংশ এ নিয়ে সরব হয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিমানবন্দরের নামকরণ সংক্রান্ত বিতর্ক। নামকরণ নিয়ে মতবিরোধ: অনেকেই চাইছেন বিমানবন্দরের নাম হোক প্রয়াত এ. বি. এ. গনি খান চৌধুরী-এর নামে। মালদার উন্নয়নে তার অসামান্য অবদান এবং জাতীয় রাজনীতিতে তার ভূমিকার কথা স্মরণ করে নেটিজেনদের দাবি, “মালদার প্রকৃত স্থপতির নামেই হোক বিমানবন্দরের নামকরণ। আবার কেউ কেউ বলছেন, জেলার ঐতিহ্যবাহী রেশম শিল্পকে সামনে রেখে "মালদা সিল্ক এয়ারপোর্ট" নামটাই আরও অর্থবহ হবে

কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

নাজমুস সাহাদাত, কালিয়াচক: বুধবার কালিয়াচকের টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে নিট প্রবেশিকা পরিক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে টার্গেট পয়েন্ট স্কুল থেকে এবছরের নিটে ১১ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ লাভ করে এবং ১ জন আইআইটিতে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন, স্কুলের অন্যতম কর্ণধর কুরবান সেখ, হায়দার আলী, জোহর আহমেদ, রাফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছিলেন কৃতি ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা গন। এবছরে নিটে ওয়াহিদুর রহমান, ফারিয়া হোসেন, রিদা কালিমী, নাইমা খাতুন, ফাহিম আব্রার, জিসান আলী, পুনাম মণ্ডল, আব্দুল আজিজ, সায়েদ হোসেন, সুহানা আক্তার, সাকিব মোমিন ও গোলাম মাসুদ বিশ্বাস (আইআইটি) তারা প্রত্যেকেই টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন বলেন, এবছরে নিটে উত্তীর্ণ লাভ করেছে ১১ জন ছাত্রছাত্রী এবং ১ জন আইআইটিতে সুযোগ পেয়েছে। প্রতিবছরই আমাদের টার্গেট পয়েন্টে স্কুল থেকে পেয়ে যাচ্ছে। কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলব যারা চিকিৎসক হবে তারা যেন ভালোভাবে হয় এবং চিকিৎসক ভালোভাবে করে। ভালো ডাক্তার হয়ে একজম ভালো মানুষ হতে হবে। এবং রুগীদেরকে ভালো ট্রিটমেন্ট দিতে হবে। তার কারণ হচ্ছে একটা ডাক্তারের উপরে রুগীর জীবন নির্ভর করে। তাই ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট দেয় বা যদি ভুল ঔষধ দিয়ে দেওয়া হয় তাহলে তার জীবনটা শেষ হয়ে যাবে। এবং আরও বলব তারা যেন রুগীদের সঙ্গে ভালো ব্যবহার করে। তার সাথে সাথে যে ইঞ্জিনিয়ার হবে সে যেন ভালো ও সৎ ইচ্ছা নিয়ে কনস্ট্রাকশন করে। আরও যেন সে গবেষণামূলক কাজে এগিয়ে যায়। স্কুলের অন্যতম কর্ণধার কুরবান সেখ জানান, এইরকম একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরে টার্গেট পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষদের পক্ষ থেকে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। টার্গেট পয়েন্ট স্কুল যে আশা ও স্বপ্ন নিয়ে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তা আল্লাহ পাকের রহমতে ধীরে ধীরে সেটা আমরা পেতে চলেছি। আগামীতে আরও টার্গেট পয়েন্ট স্কুল অগ্রগতির পথে এগিয়ে যাবে এই আশা আমি রাখছি। এবং আমাদের এই ছাত্রছাত্রীরা আজকে যে সফলতা অর্জন করেছে তারা আরো বড় হোক। দেশের ও টার্গেট পয়েন্ট স্কুলের নাম উজ্জ্বল করুক এবং নিজেদের বাবা-মায়ের নাম কে উজ্জ্বল করুক এই আশা আমি তাদের কাছে করবো। এবং তারা যাতে একজন সৎ নিষ্ঠাবান নাগরিক হয়ে উঠুক।

মালদা নালাগোলা জাতীয় সড়কের ধারে দুটি দোকান আর্থ মুভার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে |

উচ্চ আদালতে নির্দেশে বুধবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকার মালদা নালাগোলা জাতীয় সড়কের ধারে দুটি দোকান আর্থ মুভার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে | জানাযায় মুচিয়া মহাদেবপুরে মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে প্রায় 30 বছর ধরে অবৈধভাবে মৌসুমী দাসের রায়তি জায়গা দখল করে দুটি অবৈধভাবে দোকান করে আসছিল সুদামা মন্ডল সহ আরো একজন | বারবার জবরদখোল কারিদের অনুরোধ করা সত্ত্বেও তারা দোকান তুলতে রাজি হয়নি | অবশেষে জায়গার মালিক কলকাতার উচ্চ আদালতে দারস্ত হয় এবং উচ্চ আদালতের নির্দেশে মালদা জেলা প্রশাসনের মাধ্যমে অভিযোগকারী মৌসুমী দাসের জায়গা খালি করে বুঝিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক বুধবার দুপুরে মালদা জেলা পুলিশ প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিক এবং জেলাশাসকের প্রতিনিধিরা দাঁড়িয়ে থেকে একটি কাপড়ের দোকান এবং একটি কাঠের দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় | যদিও বুধবার দুপুরে দোকান ভাঙ্গার সময় জবরদখলকারী দোকানের মালিকদের দোকানের সামনে দেখতে পাওয়া যায়নি | তবে মৌসুমী দাস অর্থাৎ জায়গার মালিকপক্ষের আইনজীবী জানান, দীর্ঘদিন মামলা চলার পর উচ্চ আদালত বারবার দোকান সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু কোন কর্ণপাত করেননি জবরদখলকারীরা | অবশেষে আজ মালদা জেলা পুলিশ প্রশাসন উচ্চ আদালতের রায় কে মান্যতা দিয়ে আসল জায়গার মালিক কে এবং পিডব্লিউডির কিছু জায়গাকে দখল মুক্ত করে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। এই অভিযানে জবরদখল মুক্ত করতে প্রচুর পুলিশ লক্ষ্য করা যায় |

বিশ্ব যোগ দিবস তাই বিশ্বব্যাপী যোগ দিবস উদযাপনের সাথে তাল মিলিয়ে পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রমের ১১তম আন্তর্জাতিক যোগ দিবস

বিশ্ব যোগ দিবস তাই বিশ্বব্যাপী যোগ দিবস উদযাপনের সাথে তাল মিলিয়ে পুরাতন মালদার সাহাপুর ভারত সেবাশ্রমের ১১তম আন্তর্জাতিক যোগ দিবস অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয়। এই যোগ দিবসে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার , আজকেকার যোগের উদ্যোক্তা,মালদা জেলার পতঞ্জলির কর্ণধার ছাড়াও অনেক অতিথি বর্গরা | আজকের এই যোগ দিবসে উপস্থিত অতিথিবর্গরা সমাজকে বার্তা দেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগের গুরুত্বকে জোর দেওয়া | আজ সকালে যোগ ব্যায়াম সেশনের মাধ্যমে দিনের শুরু হয় যেখানে বিভিন্ন স্তরের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগব্যায়াম বিভিন্ন প্রকার আসন, শ্বাস-প্রশ্বাসের কৌশল এবং ধ্যান অনুশীলন করেন এবং শেখানো হয় যে এই অনুশীলনগুলি কিভাবে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে |

ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল অল বেঙ্গল স্টেট রেংকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়ি ১৮ই জুন থেকে শুরু হয়েছে জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল অল বেঙ্গল স্টেট র‍্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্ট । ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ৬ দিনব্যাপী এই টুর্নামেন্টের আজ হলো তৃতীয় দিন। গত ১৮ই জুন থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট চলবে আগামী 23 শে জুন পর্যন্ত।। ছেলে ও মেয়েদের উভয় বিভাগেই খেলা অনুষ্ঠিত হচ্ছে। ছেলেদের ক্ষেত্রেও যেরকম ছয়টি বিভাগ রয়েছে মেয়েদের ক্ষেত্রেও ছটি বিভাগ রয়েছে। প্রসঙ্গত এই বিষয়ে আরো জানা গেছে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। অন্তত ১ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা থেকে। আজ এই প্রতিযোগিতার তৃতীয় দিন চলবে আগামী ২৩ শে জুন পর্যন্ত। ইতিমধ্যে মেয়েদের বিভাগের খেলা প্রায় শেষের পর্যায়ে, ছেলেদের বিভাগের খেলা চলছে।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হাজারী বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির।

বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো হাজারী বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির। শনিবার দুপুরে নেতাজি পৌর বাজার সংলগ্ন এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সাধারণ সভার আয়োজন করা হয়। সারা বছরের আয় ব্যয়ের হিসেব পেশের পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সাধারণ সভায়। উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক, যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার, হাজারী বিল্ডিং ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিকাশ দাস, সম্পাদ বিজয় কুমার গুপ্ত সহ অন্যান্য ব্যবসায়ীরা।

তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার জঞ্জাল করকে জনবিরোধী আখ্যা দিয়ে এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম।

মালদা,২১ মে :- তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার জঞ্জাল করকে জনবিরোধী আখ্যা দিয়ে এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছে সিপিআইএম। আন্দোলনের অঙ্গ হিসেবে শহর জুরে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জঞ্জাল কর প্রত্যাহারের দাবীতে শহরের বিভিন্ন বাজারের সামনে প্রতিবাদ সভা করতে চলেছে। এবং প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের গণস্বাক্ষর সংগ্রহ করে সেই স্বাক্ষরপত্র প্রেরণ করতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নিকট। শনিবার এই মর্মে মালদা জেলা সিপিআইএম সদর কার্যালয় মিহির দাস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান দিলেন সিপিআইএম ইংরেজবাজার শহর এরিয়া কমিটির সম্পাদক শুভজিৎ মিত্র, সিপিআইএম নেতা দোলন চাকী, অনীক ভট্টাচার্য সহ অন্যান্যরা।



Ads








অনুসন্ধান







Follow us on                  

About Us
Kaliachak Sangbad, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kaliachak, Malda
Call : +91 7001942597
WhatsApp : +91 9749218411
Email : kaliachaksangbad@gmail.com

Total Visitor : 100752