2024-12-15 | মালদা,মিশন সংবাদ, মালদা,পশ্চিমবঙ্গ,মিশন সংবাদ | Kaliachak Sangbad | Views : 1134
এম নাজমুস সাহাদাত, কদমতলা: কালিয়াচকের চতুর্দিকে শিক্ষার জোয়ার। প্রতিটা গ্রামে গ্রামে শিক্ষার আলো জ্বালিয়ে চলেছে এই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। তার সাথে সাথে শিক্ষিত বেকার যুবক যুবতীরা ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা দিয়ে উচ্চমানের জায়গায় প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এদিন কদমতলা এলাকা কালিয়াচকের একদম শেষপ্রান্ত বলা যেতে পারে। রবিবার কদমতলা এম.এস.কে স্কুলের পার্শ্বে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির পথচলা শুরু করল। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও একগুচ্ছ অতিথিদের উপস্থিতিতে স্কুলের প্রবেশদ্বারের ফিতে কেটে এবং ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। কদমতলা ব্রাইট ফিউচার অ্যাকাডেমির উদ্বোধন করেন শিলচর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিবিএস হাই মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মোমতাজ হোসেন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আরপিএফ মকবুল হোসেন, কদমতলা এমএসকের প্রধান শিক্ষক সুদেব মন্ডল, কদমতলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার দাস ও সহকারী শিক্ষক সুমিত দাস সহ আরও অনেকে। ব্রাইট ফিউচার অ্যাকাডেমির সম্পাদক ফেরাজুল সেখ, প্রধান শিক্ষক মুকলেসুর রাহমান, ভারপ্রাপ্ত শিক্ষক রাজু মোমিন, সভাপতি আব্দুল ওয়াদুত আলি, উপদেষ্টা অজিত ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, বিভিন্ন গানের সুরে নৃত্য পরিবেশন, অতিথিদের বরণ ও ভাষণের মাধ্যমে অনুষ্ঠান চলে। এটি নার্সারি থেকে শ্রেণী পর্যন্ত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলের পরিচালকগণ জানান, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি সবুজায়ন প্রকৃতির সৌন্দর্যে এক মনোরম সুস্বাস্থ্যকর পরিবেশে এবং খেলাধুলার জন্য মুক্ত মাঠ দ্বারা পরিবেষ্টিত। এছাড়াও আমাদের এখানে ইংরেজি ও অংক বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, ইংরেজিতে কথা বলার ক্লাস করানো হবে, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পঠনপাঠন, সুসজ্জিত খেলার মাঠ, দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্যে গাড়ির সুবিধা, অল্প খরচে উন্নতমানের শিক্ষাদানের ও স্কুলের চারিদিকে নজর রাখতে সিসিটিভির ব্যবস্থা রয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট শিক্ষাগত পরিবেশ প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, আমাদের এই উদ্যোগ কদমতলা ও আশেপাশের এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন দিশা দেখাবে। এই সমাজ ও দেশ শিক্ষার আলোতে এগিয়ে যাক এটাই আমরা তৈরী করতে চাই।