2025-01-20 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ,মিশন সংবাদ | Kaliachak Sangbad | Views : 195
এম নাজমুস সাহাদাত, মোথাবাড়ী : মালদার মোথাবাড়ী কেশরপুর কদমতলা এলাকায় একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় বিদ্যালয়। এই কিশলয় বিদ্যালয়ের উদ্যোগে নিজ স্কুল প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের প্রথমদিন ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগি শিশুদের জন্যে আকর্ষণীয় খেলা গুলি চামচ দৌড়, আলু দৌড়, কাক উড়ে-ঘর উড়ে, বিস্কুট দৌড় ছাড়াও বড়ো ছাত্রছাত্রীদের ১০০ মিটার দৌড়, শার্ট গেঞ্জি দৌড় (ছেলেদের), অঙ্ক কষা দৌড়, স্কিপিং ও মিউজিক্যাল চেয়ার (মেয়েদের) এছাড়াও বিশেষ আকর্ষণীয় খেলায় মুগ্ধ হয় ছাত্রছাত্রীরা। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য তথা মোহাম্মাদীয়া হাই মাদ্রাসার সহকারী শিক্ষক জাকির হোসেন, কালিয়াচক বনি চাইল্ড মিশন এর ডিরেক্টর সামিম জাভেদ আলী। এছাড়াও কিশলয় বিদ্যালয়ের পক্ষে সম্পাদক গোলাম ইয়াসদানী ও প্রধান শিক্ষক গোলাম রাব্বানী সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। রবিবার কিশলয় বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেসমস্ত প্রতিযোগি ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে উপস্থিত অতিথিদের। মাধ্যমে পুরস্কৃত করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও জাতীয় সংগীত এর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা আছে। এখনকার সময়ে মোবাইল গেম ও ভিডিও দেখার নেশা থেকে দূর করতে এবং শারিরীক সুস্থতার উদ্দেশ্যে শিশুদের মাঠমুখী করা আবশ্যিক ক্রীড়া চর্চার প্রয়োজন। এছাড়াও দ্বিতীয় দিনের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (উত্তরাঞ্চল), প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামসি কলেজ এবং বর্তমানে দক্ষিণ দিনাজপুর দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যক্ষ ড. আব্দুল অহাব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈম আসগার, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী তথা যুব কাফেলার সম্পাদক যুবরাজ ত্রিবেদী, আল আযহার ইসলামিক ও জান্নাতুল আযহার ইসলামিক মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবু তাহের সহ স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি, গজল, নাতে রাসুল, সুরা পাঠ, দেশাত্মবোধক সঙ্গীত, ক্যুইজ প্রতিযোগিতা সহ শিক্ষনীয় নাটকের মাধ্যমে অনুষ্ঠান পর্ব চলে। এছাড়াও অতিথিদের তাৎক্ষণিক বক্তব্য এবং তাদের হাত দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।