2025-06-25 | মালদা | Kaliachak Sangbad | Views : 743
উচ্চ আদালতে নির্দেশে বুধবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকার মালদা নালাগোলা জাতীয় সড়কের ধারে দুটি দোকান আর্থ মুভার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে | জানাযায় মুচিয়া মহাদেবপুরে মালদা নালাগোলা রাজ্য সড়কের ধারে প্রায় 30 বছর ধরে অবৈধভাবে মৌসুমী দাসের রায়তি জায়গা দখল করে দুটি অবৈধভাবে দোকান করে আসছিল সুদামা মন্ডল সহ আরো একজন | বারবার জবরদখোল কারিদের অনুরোধ করা সত্ত্বেও তারা দোকান তুলতে রাজি হয়নি | অবশেষে জায়গার মালিক কলকাতার উচ্চ আদালতে দারস্ত হয় এবং উচ্চ আদালতের নির্দেশে মালদা জেলা প্রশাসনের মাধ্যমে অভিযোগকারী মৌসুমী দাসের জায়গা খালি করে বুঝিয়ে দেওয়া হয়। সেই মোতাবেক বুধবার দুপুরে মালদা জেলা পুলিশ প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর আধিকারিক এবং জেলাশাসকের প্রতিনিধিরা দাঁড়িয়ে থেকে একটি কাপড়ের দোকান এবং একটি কাঠের দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় | যদিও বুধবার দুপুরে দোকান ভাঙ্গার সময় জবরদখলকারী দোকানের মালিকদের দোকানের সামনে দেখতে পাওয়া যায়নি | তবে মৌসুমী দাস অর্থাৎ জায়গার মালিকপক্ষের আইনজীবী জানান, দীর্ঘদিন মামলা চলার পর উচ্চ আদালত বারবার দোকান সরানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু কোন কর্ণপাত করেননি জবরদখলকারীরা | অবশেষে আজ মালদা জেলা পুলিশ প্রশাসন উচ্চ আদালতের রায় কে মান্যতা দিয়ে আসল জায়গার মালিক কে এবং পিডব্লিউডির কিছু জায়গাকে দখল মুক্ত করে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়। এই অভিযানে জবরদখল মুক্ত করতে প্রচুর পুলিশ লক্ষ্য করা যায় |