2024-09-29 | রাজ্য,Viral ,শিক্ষা,,,,, | Kaliachak Sangbad | Views : 8372
বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে। জমা জলেই চলছে পঠন পাঠন। তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের। ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল। প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয়, তখন এই বিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হয় ক্লাস রুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে। তবুও ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস। শুধু তাই নয়, জল থাকার কারণে একই ঘরে চলে ৩টি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘ দিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বর্ষার কারণে অল্প বৃষ্টিতেই ক্লাস রুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধের সম্মুখীন হচ্ছে সবাই। তবে শুধু বিদ্যালয়ের শ্রেণী কক্ষেই নয়, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়েই বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মন্ডল বলেন, তিনি এই অসুবিধের কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন। কিন্তু কোন সুরাহা হয়নি। বিদ্যালয়ের ১০ বছরের টিচার ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান, তিনি দশ বছর ধরে জানালেও কোন সুরাহা হয়নি। বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াংকা খাঁ বলেন, এস আই অফিসেও বারবার জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে। কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোন সূরাহা হয়নি। এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানতে চাইলে তিনি জানিয়েছেন, বিষয়টি সত্যি। তিনি আরও জানিয়েছেন, পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। উল্লেখ্য, এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী পড়তে আসে, তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের। বিদ্যালয়ে গেলে দেখা যায়, জল যন্ত্রণা সহ্য করেই ক্ষুদে ক্ষুদে সব পড়ুয়ারা ক্লাস করছে।