2025-02-27 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ,মিশন সংবাদ | Kaliachak Sangbad | Views : 1221
নাজমুস সাহাদাত, কালিয়াচক: মালদা জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াচকের টার্গেট পয়েন্ট (আর) স্কুল। এবছরের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রায় নয়শত ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়। একই দিনে কালিয়াচক টার্গেট পয়েন্ট এর নিজস্ব শাখার পাশাপাশি কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। আজকে সর্বমোট কয়েক হাজার ছাত্রছাত্রী টার্গেট পয়েন্ট স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তির প্রবেশিকা পরীক্ষা সুশৃংখলভাবে সম্পন্ন হয়। সম্প্রতি কালিয়াচক টার্গেট পয়েন্ট স্কুলের বিগত দিনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সহ ডাক্তারি নিট পরীক্ষায় চমকপ্রদ রেজাল্টের ফলে মালদা জেলার বিশেষ চাহিদা সম্পন্ন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীর অভিভাবকরা জানান, এখন নজরে শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য ভিড়। তবে ছেলেমেয়েদের কোয়ালিটি সম্পন্ন ও তাদের সুদূর ভবিষ্যৎ এবং একজন প্রকৃত মানুষ রূপে গড়ে তুলতে যে শিক্ষা দরকার সেটা আমরা আমাদের এলাকার টার্গেট পয়েন্ট স্কুলে দেখতে পাচ্ছি। একটা স্কুলের সুনাম তখনই হয় যখন সেই স্কুলের শিক্ষার মান, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের ব্যবহার, শিক্ষা প্রতিষ্ঠানের কঠিন পরিকাঠামো এবং ছাত্র-ছাত্রীদের সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সকলের কঠিন পরিশ্রম খুবই প্রয়োজন। আমরা মনে করি টার্গেট পয়েন্ট স্কুল আগামীর পথ আরো উজ্জ্বলময় হবে। টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন জানান, আমাদের প্রতিবছরই ভর্তি প্রবেশিকা পরীক্ষা খুব সুষ্ঠুভাবে এবং কঠিন নিয়ম নীতির মাধ্যমে নেওয়া হয়। এছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে বলব, আমাদের বরাবর কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে নিয়মিত পাঠ দান করে থাকে ও নীতি আদর্শের উপর চরিত্র গঠন লেখাপড়া, রেজাল্ট ভালো করা ইত্যাদি দিয়েই আমরা সুনাম অর্জন করছি। অতএব আপনি আপনার ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নিরাপত্তার দিক দিয়ে এবং তাদের রেজাল্টের উপর নিশ্চিন্তে থাকুন। আজকের পরীক্ষার ফলাফল আগামী ৭ই মার্চ প্রকাশিত হবে। মোবাইল নম্বরে এসএমএস এবং স্কুলের ওয়েবসাইট ও স্কুলের উল্লেখিত যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও যারা ভর্তির সুযোগ পাবে অর্থাৎ ছেলে ও মেয়ে উভয়ের জন্য পৃথক ক্লাসরুম ও হোস্টেলের ব্যবস্থা রয়েছে।