2025-06-29 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 259
কসবা ল কলেজের ছাত্রীকে তৃণমূলী দ্বারা পরিকল্পিতভাবে গণধর্ষণের অভিযোগ তুলে এবং কসবা থানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা প্রতিমন্ত্রীর সুকান্ত মজুমদারকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়ে শনিবার সন্ধ্যায় পুরাতন মালদার বুলবুলি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা বিজেপি নেতৃত্ব। এদিনের এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, গাজল ও হবিবপুর বিধানসভার বিধায়ক চিন্ময় বর্মন , জুয়েল মুর্মু এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির পুরাতন মালদা নগর মন্ডলের সভানেত্রী বাসন্তী রায়, উত্তর মালদার সাংগঠনিক জেলা সম্পাদক স্নাংশু স্নেহাংশু ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্রায় আধা ঘন্টা প্রতীকি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপি কর্মীরা | এদিনের এই অবরোধে উত্তর মালদার বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহ জানান, গোটা রাজ্যে খুন , ধর্ষণ চলছে এবং সম্প্রীতি কলকাতার কসবায় গত একদিন আগে ল কলেজের এক ছাত্রীকে গনধর্ষণ করা হয়েছে তারই প্রতিবাদে কসবা থানায় আমাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থানায় প্রতিবাদ জানাতে গেলে তাদের অ গনতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয়েছে | তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি।