2025-04-10 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 917
আমেরিকার নিউ ইয়র্ক থেকে বাংলা তথা মালদার কালিয়াচক কলেজের ওয়েবিনারে যোগদান করলেন বাবু খালফান এবং তাজিম খালফান। এই আন্তর্জালিক পদ্ধতিতে অনুষ্ঠিত দুই-দিবসীয় আন্তর্জাতিক সেমিনারের মূল বিষয় "ব্রেকিং দ্যা বেরিয়ার্স : এন্ট্রো্প্রেনারসিপ ফর অল উইথ স্পেশাল ফোকাস অন উইমেন"। শতাধিক ছাত্র-ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকার যোগদানে সাফল্যমন্ডিত হয় এই কর্মসূচি। কলেজের ক্যারিয়ার কাউন্সেলিং শেল প্লেসমেন্ট সেল এবং উইমেন্স সেল এর সংযুক্ত উদ্যোগে আয়োজিত ও পরিচালিত হয় এই আলোচনা চক্র মূলক কর্মকাণ্ড। এই সময় উপযোগী বিষয়ের উপরে অনুষ্ঠিত ওয়েবেনারে সভাপতিত্ব করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান। দুই দিন ব্যাপী এই ওয়েবিনারের কনভেনার নিযুক্ত হয়েছিলেন আরবি বিভাগের প্রধান ডঃ মুজতবা জামাল এবং রসায়ন বিভাগের পৌলমী জানা। প্রথম ও দ্বিতীয় দুই দিনেই টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডঃ মনিরুল ইসলাম । এই অনলাইন সেমিনারের প্লেনারি সেশন পরিচালনা করেন কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরান্স সেল ( আইকিউএসি ) এর কো-অর্ডিনেটর ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুব্রত কুমার দাস। প্রথম টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইংলিশ বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট এ. কে. ফজলুল হক দ্বিতীয় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন পলিটিক্যাল সাইন্স এর বিভাগীয় প্রধান অধ্যাপিকা বিজয়া মিশ্র এবং এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপিকা মৌসুমী সরকার। সভাপতিির ভাষণে প্রিন্সিপাল, ড. নাজিবর রহমান, আমেরিকা থেকে যোগদানকারী দুই রিসোর্স পারসন সহ শিক্ষাবিদ, অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্র-ছাত্রীদের কৃতজ্ঞতা স্বীকার করেন, কালিয়াচক কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল এর মূল্যায়নে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ এই তিন জেলার মধ্যে একমাত্র "এ গ্রেড" কলেজের স্বীকৃতি পাওয়ার জন্য। তিনি আরো উল্লেখ করেন একবিংশ শতাব্দীর বর্তমান প্রজন্মের যুবক-যুবতী, ছাত্র-ছাত্রীদের এবং আগন্তুক প্রজন্মের নাগরিকদের নতুন দিশা দেখানোর দায়িত্ব পালন করে চলেছে ভারতের প্রথম শ্রেণীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত কালিয়াচক কলেজ । আর তারই ফলশ্রুতি হিসেবে শুধু চাকুরী-প্রার্থী সুলভ মানসিকতা তৈরি হওয়ার চাইতে উদ্যোগপতি হওয়ার মাধ্যমে চাকুরীদাতা সুলভ মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে বেশি করে জাগ্রত করার লক্ষ্যে এই ধরনের এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট বিষয়ে সেমিনার আয়োজন করা হয়। ইউনাইটেড স্টেটস এর নিউ ইয়র্ক সিটির সিগনেজ প্লাস ডিকাল কোম্পানির প্রতিষ্ঠাতা মি. বাবু খালফান তার কিইনোট এড্রেস এ তুলে ধরেন উদ্যোগ বা এন্টারপ্রেনারশিপ রাতারাতি গড়ে ওঠে না, ধৈর্য সহকারে, সততার সাথে বীজ বপন করতে হয় এবং লাগাতোর প্রচেষ্টার ফলে বিশাল আকার বৃক্ষ হিসেবে বৃদ্ধি লাভ করার মাধ্যমে সাফল্য অর্জিত হয় । সিগনেজ বিজনেস এর অপর কর্ণধার তাজিম খালফান বিশেষ ভাষণে উল্লেখ করেন, ব্যবসা-বাণিজ্য গড়ে তোলা বা উদ্যোগপতি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে মহিলাদের সামাজিক ও পারিবারিক কিছু বাধ্যবাধকতা থাকলেও তাদের যোগ্যতা ও দক্ষতা প্রশ্নাতীত, পরিবেশ এবং সহযোগিতা পেলে তারাও শিল্প ও ব্যবসা করার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে অনায়াসেই।