2025-01-01 | মালদা,পশ্চিমবঙ্গ,রাজনীতি | Kaliachak Sangbad | Views : 896
সেখ ইফতেখার আলী,মালদা: - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমূল হোসেন ব্যবস্থাপনাই হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রতিষ্ঠা দিবসের শুরুতে দলের পতাকা উত্তোলন এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও দলের প্রতিষ্ঠা দিন উপলক্ষে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং কুড়ি হাজার মানুষের জন্য নতুন বছরের মধ্যাহ্নভোজনের আয়োজন করেন মন্ত্রী তজমূল হোসেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা পরিষদের সদস্য বুলবুল খান, হরিশ্চন্দ্রপুর 1(A) ও ২ নং ব্লকের সভাপতি জিয়াউর রহমান এবং তাবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিয়া সুলতানা, হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের বিরোধী দলনেতা মক্রম আলী, মালদা জেলার সাধারণ সম্পাদক জম্মু রহমান ও মোশারফ হোসেন এবং এলাকার তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। এদিন হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সী।আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি করা ভাষায় আক্রমণ করেন বিজেপি দুই নেতার বিরুদ্ধে। তিনি জানান পশ্চিমবঙ্গের দুইজন ব্যক্তি একজন শুভেন্দু অধিকারী ও অন্যজন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,এই দুই ব্যক্তি অসংবিধানিক মানুষ ,ঢেঁড়স ও পচা আলু মতো। পাশাপাশি তিনি জানান এই সমস্ত পচা মানুষগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজে এবং সমাজের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এইসব মানুষদেরকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। মন্ত্রী তজিমুল হোসেন জানান প্রতিবছরের নেই এ বছরও পার্টির প্রতিষ্ঠা দিবস আয়োজন করে থাকি এবং এলাকার প্রায় দশ হাজার দুস্থ অসহায় মানুষদেরকে কম্বল বিতরণ করা হয়।