2024-11-13 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 379
মালদা:- পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের অধীন মালদা জেলা শিল্প কেন্দ্র কর্তৃক আয়োজিত জেলাস্তর হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন। মঙ্গলবার দুপুরে মালদা শহরের অতুল মার্কেট সংলগ্ন এলাকায় জেলা শিল্প কেন্দ্রের প্রদর্শনী কক্ষে হস্তশিল্পের প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে দুই দিনব্যাপী জেলাস্তর হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, মন্ত্রী তাজমুহ হোসেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও হস্ত শিল্পীরা। জানা গিয়েছে, শতাধিক শিল্পী হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। কাঠ,শোলা, কাপড়, বাঁশ,মাটি,সুতো, মার্বেল ডাস্ট সহ বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে হস্তশিল্প তৈরি করে প্রদর্শনীতে অংশ নেন জেলার শতাধিক শিল্পীরা। শিল্পীদের স্বনির্ভর করার লক্ষ্যে হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা আয়োজন করার উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল শিল্পীদের পুরস্কৃত করা হয়। প্রদর্শনী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।