2024-12-27 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 52
রাত্রের অন্ধকারে ধানের গোডাউনে চুরি! তদন্তে পুলিশ। চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: টিনের ছাউনির কেটে রাত্রের অন্ধকারে ধানের গোডাউনে চুরি! খোয়া গেছে নগদ ৯০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বকছড়ি গ্রামে। গ্রামের প্রতিমা কৃষি ভান্ডারের গোডাউনে চুরির ঘটনাটি ঘটে। গোডাউনের মালিক পলাশ পাত্র, পিতা নিত্যানন্দ পাত্র। অন্যান্য দিনের মতোই দোকান খুলে ব্যবসা করে, প্রত্যেক দিনই বন্ধ করে যান রাত্রি ৯ টা ও দশটার মধ্যে। স্বাভাবিক ভাবে গতকাল রাত্রিতেও সেই ভাবেই গোডাউন বন্ধ করে বাড়ি যান, আজ সকাল হতেই স্থানীয় লোকজন দেখে গোডাউনের শাটার ভাঙ্গা, পালাশ বাবুকে কিছু লোক খবর দেয়। তিনি ঘটনাস্থলে এসে দেখেন, গোডাউনের টিনের ছাউনি চাল কাটা রয়েছে। গোডাউন খুলে দেখে ড্রয়ারের মধ্যে নগদ ৯০ হাজার টাকাও নেই! হতভাগ হয়ে মাথায় হাত প্ধান ব্যবসায়ী পলাশ পাত্র পড়ে রয়েছে। মেশিনে করে কাটার টুকরো পড়ে থাকতে দেখে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে পৌঁছায় রামজীবনপুর আউটপোস্ট এর পুলিশ। ঘটনার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। এই ধরনের চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।