2024-12-08 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 446
নাজমুস সাহাদাত, মোথাবাড়ী: "আল মোস্তফা ফাউন্ডেশন" এর উদ্যোগে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোথাবাড়ীর গঙ্গাপ্রসাদ ও ধুলাউড়ি কলোনি এলাকার রুগীদের জন্যে বিনামূল্যে এক চিকিৎসা শিবিরের আয়োজন করেন। এদিনের বিনামূল্যে চিকিৎসা শিবির মূলত শিশুরোগ ও দন্তরোগ সমস্যার রুগীদের জন্যে। চিকিৎসক হিসেবে ছিলেন, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ সালিম ইউসুফ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আয়েশা সিদ্দিকা। এছাড়াও এদিনের শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদ এর পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ সেখ, এজিজেএস হাই মাদ্রাসার সম্পাদক মামুন সেখ, আল মোস্তাফা ফাউন্ডেশনের সভাপতি গোলাম সামদানী, সম্পাদক মুহাম্মদ হাবিল, সারফারাজ আলাম, মোসারফ হোসেন, ফরিদ আনওয়ার, মুরসালিম সেখ ছাড়াও অন্যান্য সদস্যরা। উল্লেখ্য, প্রতিবছর এই আল মোস্তাফা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষামূলক সেমিনার, শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা ছাড়াও এবছরের ভূতনির গঙ্গা ভাঙ্গনে বন্যায় কবলিত দুর্যোগে বিপদগ্রস্ত মানুষদের জন্যে খাদ্য সামগ্রী নিয়ে বরাবর পাশে দাঁড়িয়েছেন এই মোস্তফা ফাউন্ডেশন। এছাড়াও বহু সমাজ সেবামূলক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। মোস্তাফা ফাউন্ডেশনের পক্ষে সারফারাজ আলাম বলেন, আজকে একটি বিনামূল্যে চিকিৎসা শিবির করা হল। এই শিবিরে শিশু সহ পুরুষ ও মহিলা রুগীদের ভালোই সাড়া আমরা দেখতে পেয়েছি। এর আগেও আমরা চিকিৎসা শিবির ও ওষুধ বিতরণ ক্যাম্প করেছি এবং আগামীতে একটি বড়ো ক্যাম্পের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনও অনেক পরিবার রয়েছে যারা অসুস্থ হলে ডাক্তার ফিজের অভাবে তারা শরীরের রোগ অসুস্থতা দেখাতে পারেন না। তাদের পাশে আমাদের ফাউন্ডেশন সবসময় রয়েছে। আমাদের ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য হল শিক্ষামূলক সেমিনার, মেধা যাচাই পরিক্ষা ও পুরস্কার বিতরণী, পিছিয়ে সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আল মোস্তাফা ফাউন্ডেশনের যোদ্ধারা।