2025-05-21 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 138
ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ বর্ষের প্রথম সাধারণ সভা ও ডি আই অফিসে ডেপুটেশন। মালদা, 21 মে: মালদা নেতাজি মার্কেটের সভাকক্ষে ২০২৫ বর্ষের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইন্সট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের। জাতীয় সংগীত পাঠের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। আজকের সভায় সংগঠনের বিগত বছরের হিসাব-নিকাশ করা হয় এবং সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ভোলাপদ রায়, সম্পাদক অলক সরকার সহ মালদা জেলার বিভিন্ন স্কুলের কম্পিউটার শিক্ষকগণ। সংগঠনের সভাপতি ভোলাপদ রায় জানান, আজকের সভায় বিগত বছরের হিসেব-নিকাশ হয়। এবং সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, আজকে আলোচনার পর ডি আই অফিসে দশ দফা ডেপুটেশন দেওয়া হবে। এই দশ দফা ডেপুটেশনে উল্লেখিত আছে, বকেয়া বেতনের এরিয়ার বিল, কম্পিউটার শিক্ষকদের পিএফ একাউন্ট চালু করা, ডাইং হারনেস, কম্পিউটার সাবজেক্টকে সিলেবাসে অন্তর্ভুক্তি করন, ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার বই প্রদান সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হলো।