2025-01-01 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 35
পুরাতন মালদার মুচিয়া লক্ষ্মীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী উদযাপন হলো মহা সাড়ম্বরে। বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বুধবার সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয় |এই প্রভাত ফেরীটি গোটা লক্ষ্মীপুর এলাকা পরিক্রমা করে। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গনে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, এছাড়া উপস্থিত ছিলেন মালদা কলেজের প্রাক্তন অধ্যাপক ফণীভূষণ রায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন সিকদার, বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল এবং হবিবপুর ব্লকের বিজ্ঞান মঞ্চের সম্পাদক রামচন্দ্র সরকার সহ অন্যান্য অতিথি ও অভিভাবক। এ দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের নাচ গান আবৃত্তি পরিবেশন করে। মুচিয়া লক্ষীপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে এসে অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ জানান, একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের একটি সাজানো গোছানো অনুষ্ঠান করছে তা ভাবাই যায় না ,তাই তিনি এই কর্তৃপক্ষকে এবং এলাকাবাসীকে সাধুবাদ জানান এই ধরনের অনুষ্ঠান করার জন্য।