2024-12-27 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 53
শমীক ভট্টাচার্য্যের তত্ত্বাবধানে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন কামারহাটিতে ফের সদস্য সংগ্রহ অভিযানে সামিল হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কলকাতা উত্তর শহরতলী জেলার কার্যালয়ের সামনে বসে পথ চলতি মানুষদের দলে নতুন করে নাম নথিভুক্ত করান। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলী জেলার সভাপতি অরিজিৎ বক্সি সহ মন্ডলের কর্মী সমর্থকরা। এলাকার বহু মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন। এদিনের এই কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ছ বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে । তারপরেই নতুন করে পার্টিতে নতুন করে সদস্য হতে হয়। প্রধানমন্ত্রী নিজে মেম্বার করিয়েছেন। বিজেপির এমন কোন দুর্দশা আসেনি যেখানে তৃণমূলের মত পরিবার তান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের নিয়ে মতামত দেওয়ার ইচ্ছে নেই। দেশ এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি রক্ষা করতে হয় সেখানে কোন রাজনৈতিক বিভাজন রাখলে চলবে না। রাজনৈতিক ঐক্যমত এবং জনসচেতনতার মধ্য দিয়ে এইরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায়। ত্রিপুরায় জঙ্গি আক্রমণের ঘটনা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।