2024-12-01 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 875
দাঁতন, পশ্চিম মেদিনীপুর: তৃনমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার রাজ্য জুড়ে ব্লকে ব্লকে চলছে মিছিল। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে মিছিল করলো ব্লক তৃনমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে বাংলার নারী ও শিশুরা সুরক্ষায় আছে, কেন্দ্রের সরকারকে চাপ দিয়ে অপরাজিতা বিলকে আইনে পরিণত করবে। ফলে বাংলায় বিরোধী শক্তি মুখ ফোটাতে পারবে না। এমনই মন্তব্য উঠে এলো দাঁতন দুই নম্বর ব্লকের মহা মিছিল থেকে। প্রসঙ্গত বাংলার বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে, মূলত এই দাবিতে দাঁতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলীর নেতৃত্বে মহা মিছিলের আয়োজন করল দাঁতন দুই ব্লক তৃণমূল কংগ্রেস। বাংলায় নারী ও শিশুরা বিপন্ন অবস্থায় আছে এমনটাই দাবি করে এসেছে রাজ্যের বিরোধীদলগুলো। বিরোধীদের এই দাবিকে কার্যত বাংলা থেকে নশ্যাৎ করতে তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৎপরতার সঙ্গে বাংলার বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল ,আর এই বিলকে আইনে পরিণত করতে দিচ্ছে না কেন্দ্রের সরকার এমন টাই পাল্টা দাবি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। ফলে অবিলম্বে বাংলার বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল কে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।