2024-11-12 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 365
মাছের পেটির আড়ালে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল দুইজন।উদ্ধার হল প্রচুর পরিমাণ গাঁজা। রানীগঞ্জ থানার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ওপাঞ্জাবি মোড়ের পুলিশ শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানে যৌথভাবে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে মাছের পেটির সঙ্গে এই গাঁজা রাখা ছিল।এই ঘটনায় গাড়িতে থাকা দুইজন কে আটক করা হয়েছে। জানা গেছে গাড়িটি মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুরের দিকে যাচ্ছিল সেই সময় একটি মাছ বোঝাই ট্রাককে আটক করে।যে ট্রাক থেকে প্রায় ২ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে পুলিশ ট্রাকটির চালক শুভঙ্কর ও খালাসী অভিজিৎকে আটক করেছে তারা জানতে পেরেছে যে এই ট্রাকটি বেলদা থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছে, যদিও চালক ও হেলপার সেরকম আর কিছুই বলতে পারেননি।তাদের কাছে জিজ্ঞাসা বাদ করে পুলিশ জানতে পারে যে তারা একটি ফোন নাম্বার নিয়ে দুবরাজপুর এর দিকে ট্রাকটি নিয়ে যাচ্ছিল।তিনি জানান, ট্রাকে মাছের নিচে গাঁজা বোঝাই করা হয়েছে তা তিনি জানতেন না। ট্রাক চালক শুভঙ্কর জানান, ট্রাকের মালিকের নাম রাজু এবং সে কান্তাইয়ের বাসিন্দা।খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জের বিডিও শুভদীপ গোস্বামী পৌচ্ছায়।ঘটনার তদন্তে পুলিশ।