2024-12-27 | বীরভূম,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 879
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দজীর স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান !! গত ১৫ ডিসেম্বর ১০১ বছর বয়সে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দলোকে বিলীন হন কলকাতা বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা বীরভূমের জয়দেব কেন্দুলী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী গৌরানন্দ মহারাজ৷ ১৫ ডিসেম্বর,সোমবার রাত ৩.২৫ মিনিটে বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে তাঁর জীবনাবসান হয়। আজ ২৭শে ডিসেম্বর ১৩ দিনের মাথায় সংঘপতি স্বামী গৌরানন্দজীর প্রতি স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠান নিবেদিত হয় জয়দেব রামকৃষ্ণ আশ্রমে। দূরদূরান্ত থেকে দুই শতাধিক সাধু সন্ন্যাসী সেইসঙ্গে কয়েক হাজার ভক্ত শিষ্য পুন্যার্থী এই অনুষ্ঠানে যোগ দান করে।পরে গৌরানন্দজীর প্রতি ফুল ও শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত শিষ্য ভাণ্ডারার প্রসাদ গ্রহণ করেন। উল্লেখ্য ১৯২৪ সালের এপ্রিল মাসের শুভ রামনবমীর পূন্য লগ্নে বর্তমান ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার একতালা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়ে ছিলেন এই গৌরানন্দজী। বাল্যকাল থেকেই বীরভূমের সিউড়ি রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেবের কাছেই আশ্রয় নেন। এখানে শিক্ষা,ব্রহ্মচর্য এবং ঠাকুর সত্যানন্দ দেব এর কাছে দীক্ষিত হন।এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গৌরানন্দজির সারা জীবনের জীবন গাঁথা বক্তারা তুলে ধরেন। উল্লেখ্য, স্বামী গৌরানন্দজীর দীর্ঘ ৬৮ বছর সন্ন্যাসী জীবন অতিক্রান্ত হয় বীরভূমের এই জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এদিন তার জীবনগাথা তুলে ধরেন বক্তারা।।