2025-02-15 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 310
মালদা :- রোগী মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদা শহরের সিংঙ্গা তলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনাস্থলে ছুটে আসতে হল ইংলিশ বাজার থানার চার চার জন পুলিশ অফিসার কে। পরে পরিবারের উপস্থিতিতে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মালদা শহরের দেশবন্ধু পাড়া এলাকার বাসিন্দা প্রাক্তন রেল কর্মী প্রবীর চন্দ্র সুর গত ৪ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে প্রথমে রেল হাসপাতাল এবং পরে মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ দুই দুইবার অস্ত্র প্রচার করা হয় প্রবীরবাবুর। কর্তব্যরত চিকিৎসকরা জানান অস্ত্র প্রচার সফল হয়েছে তাদের রোগী সুস্থ রয়েছে। কিন্তু হঠাৎ করে আজকে নার্সিংহোমে এসে তারা জানতে পারেন তাদের রোগী মারা গেছে। তাদের পরিবারের সদস্য কখন মারা গেছে তা জানানো হয়নি নার্সিংহোমের কর্তৃপক্ষের তরফ থেকে, সেই সঙ্গে পরিবারের অভিযোগ কোন রকমের রিপোর্ট এবং বিল দেওয়া হচ্ছে না তাদের। তার সঙ্গে তারা মনে করছেন চিকিৎসার গাফিলতি হয়েছে। অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের বাড়ির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেত উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কিছুই বলতে চাইনি।