2024-11-13 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 351
আম গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার দিনমজুরের, ঘটনায় খুনের অভিযোগে সরব পরিবারের লোকজন। মঙ্গলবার সাত সকালে ঘটনা সামনে আসতে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার ভুতনি থানার দক্ষিন চন্ডীপুর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের শঙ্করটোলা বাঁধ এলাকায়। স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিজয় মন্ডল বয়স আনুমানিক ৪৫, পেশায় তিনি দিনমজুর। মৃতর পরিবারের সদস্যদের অভিযোগ গ্রামেরই এক বাসিন্দা গতকাল সন্ধ্যায় বিজয় মন্ডলের বাড়ি আসে এবং কিছুক্ষণ থাকার পর সাথে নিয়ে যায়। গতকাল সন্ধ্যা থেকেই আর বাড়ি ফিরেনি বিজয় মণ্ডল। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজিও করে। অবশেষে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে জমির মধ্যে একটি আমগাছে ঝুলন্ত দেহ দেখতে পায় গ্রামের লোকজন। তড়িঘড়ি বিজয় মণ্ডলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে সেটি তারই দেহ। সাথে সাথে খবর দেওয়া হয় ভুতনি থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃতদেহর মধ্যে ধুলাবালি মাটি লেগে আছে পরিবার লোকের সন্দেহ খুন করা হয়েছে। অন্যদিকে ভুতনি থানার পুলিশ মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে খুন নাকি আত্মহত্যা তা তদন্তে পরেই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর শোকের ছায়া গ্রাম ও পরিবারবর্গের।