2025-01-10 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 863
বইয়ের সঙ্গে খাবারের স্টল দিয়ে পড়ুয়াদের আত্মনির্ভর করার উদ্যোগ নেওয়া হ'লো দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজে। পড়ার অভ্যাস ফিরিয়ে আনাও এমন মেলার মেজাজে বিশেষ অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের পারস্পরিক সহযোগিতায় এমন উদ্যোগ নেওয়া সুষ্ঠুভাবে সম্ভব হয়েছে। পাশাপাশি দুঃস্থ পড়ুয়াদের সাহায্য করা হবে এখানকার আর্থিক লাভ থেকে বলে জানান হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজের প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি। এদিন কলেজের পাশে ইণ্ডোর স্টেডিয়ামে ১২ টি বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রী মিলে বিভিন্ন রকম খাবারের পসরা সাজিয়ে ছিলেন। কেউ বানিয়ে এনেছেন পিঠেপুলি, কেউ আবার পায়েস। শীতের মিঠে রোদে কেবল মিষ্টি খাবার নয়, উল্টো দিকে স্টলে দেখা মিলল ফুচকা, ঘুগনি, পরোটারও। এখানেই শেষ নয়, চা, কফি, স্পেশাল মোমো, রেশমী কাবাব, ঘটি গরম, অমলেট, চিকেন পকোড়া, ক্রিস্পি চিকেন সহ নানান খাবারের পদ। কলেজ কর্তৃপক্ষের দাবি, ছাত্র-ছাত্রীদের এত আনন্দ করতে দেখে তাঁরাও আপ্লুত। প্রথম বছর পাইলট প্রজেক্ট হিসেবে এই বই ও খাদ্য মেলার আয়োজন করা হয়েছিল। খুব ভালোই সাড়া পাওয়া গিয়েছিল। তাই এ বছরও করা হল বলে জানান প্রিন্সিপাল ডক্টর গৌতম চ্যাটার্জি। তিনি আরও জানান, ছাত্রছাত্রীরা অনেকেই নিজের হাতে খাবার তৈরি করেছে। বেশ কয়েকটি স্টল তৈরি করে সেখানে সেই খাবার বিক্রি করেছে তারা। ক্রেতা কখনও শিক্ষক, কখনও সহপাঠী বন্ধুরা। তবে লেখাপড়ার পাশাপাশি খাবার তৈরি এবং তা বিক্রি করে যে স্বনির্ভর হওয়া যায়, সেটা একেবারে হাতে-কলমে বুঝে গেল ছাত্রছাত্রীরা। আজকে মেলার আয়োজনের পর বুঝতে পারলাম আমাদের পড়ুয়াদের মধ্যেও অনেক প্রতিভা লুকিয়ে আছে। ওরা নানা ভাবে স্বনির্ভর হতে পারে।