2024-12-09 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 371
অবলুপ্তীর পথে এই সার্কাস,বর্তমান সার্কাস কে বাঁচিয়ে রাখতে বারুইপুর রাস মেলা মাঠে চলছে এন কে Rolex সার্কাস বাইজিদ মন্ডল বারুইপুর:• দক্ষিণ ২৪ পরগনার জেলার বারুইপুর রাস মাঠে বসেছে এন কে রোলেক্স সার্কাস।১৮৮০, তৎকালীন সময়ে দেশে সর্বপ্রথম সার্কাস অনুষ্ঠিত হয়েছিলো মহারাষ্ট্রের বোম্বে আজাদ ময়দানে।নাম ছিলো ইউরোপিয়ান সার্কাস। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই সার্কাস কে। এরপর প্রচুর নামজাদা সার্কাস কোম্পানী তৈরী হয় দেশের বিভিন্ন প্রান্তে। একদা বাঘ,সিংহ,হাতি ঘোড়া,কুকুর সহ বিভিন্ন জীবজন্তুর খেলা দেখা যেতো সার্কাসে।বর্তমানে বিভিন্ন আইন প্রনয়নের জন্য সেই জৌলুস হারিয়েছে সার্কাস গুলো।তবে সার্কাসের একেবারেই মরণাপন্ন নয়। আজও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন নামীদামী সার্কাস। তবে সেখানেও বেশকিছু সরকারী বিধি নিষেধ মেনেই চলতে হয়।এই সার্কাসের উপর বহু পরিবার নির্ভরশীল।এক সময় সার্কাস দেখতে মানুষের ভীড় উপচে পড়তো। এমন কি সিনেমা হলের মতোই টিকিটের কালোবাজারি চলতো রমরমা,আজ যেন অমলিন, হারিয়ে যেতে বসেছে। বর্তমান যা পরিস্থিতি বিভিন্ন সার্কাস মালিকরা চিন্তিত আগামী ভবিষ্যত নিয়ে।তাঁদের আবার কেউ কেউ দাবী তুলেছেন রাজ্য কিংবা কেন্দ্র সরকার সার্কাস কে বাঁচিয়ে রাখার উদ্যোগ না নিলে ভবিষ্যতে হারিয়ে যাবে। সার্কাস কি? তা আগামী প্রজন্ম জানতেই পারবে না।বর্তমানে সার্কাস কে বাঁচিয়ে রেখে বিভিন্ন জিম্যাস্টিকের উপর ভর করেই মূলত বেঁচে রয়েছে সার্কাস। শীতের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর রাস মাঠে বসেছে এন কে রোলেক্স সার্কাস।