2024-11-08 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ,সম্পাদকীয় | Kaliachak Sangbad | Views : 393
নাজমুস সাহাদাত, কালিয়াচক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টাতেই শুধু নয়, রাজ্যের সংখ্যালঘু দপ্তরেরও উপদেষ্টা হয়েছেন কালিয়াচকের ভূমিপুত্র ড. আবদুস সাত্তার। তার মুকুটে নতুন এই পালকের খবরে তার জন্মভূমি কালিয়াচকের মজমপুর গ্রামে এখন খুশির জোয়ার। উল্লেখ্য, কালিয়াচক এখন রাজ্যের মধ্যে বহুল চর্চিত নাম। এই কালিয়াচকের মাটিতে অসংখ্য প্রতিভার জন্ম হয়েছে। শিক্ষা, ব্যবসা, চাষবাস, গবেষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও বহু উচ্চ শিখরে পৌঁছে গৌরব উজ্জ্বল হয়েছে এবং গোটা দেশে ছড়িয়েছে কালিয়াচকের সুনাম। তবে রাজনীতিতেও পিছিয়ে নেই কালিয়াচক। আজও মানুষের মুখে শোনা যায় বিগত দিনের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম। প্রসঙ্গত, কালিয়াচকের ভূমিপুত্র হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবদুস সাত্তার। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা বিধানসভার বিধায়ক ও বাম সরকার আমলের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন কালিয়াচকের ভূমিপুত্র অধ্যাপক আবদুস সাত্তার। তিনি মালদহের কালিয়াচক এলাকার মোজমপুর গ্রামের এক কৃষক পরিবারে ১৯৬৯ সালের ১২ই জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ছোট বেলায় তার গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি নিয়ে পড়াশোনা শুরু হয়। তারপর তিনি কালিয়াচক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনস্ত সিটি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক হন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং "বাংলা সাহিত্যে রোমান্টিক আখ্যান উৎস ও বিবর্তন" বিষয়ে গবেষণা করেছেন তিনি। প্রথম নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু হয় তার। তিনি মাত্র ৩০ বছর বয়সে ২০০০ সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি পদে নিযুক্ত হন। ভারতবর্ষের ইতিহাসে কোনো পর্ষদের সর্বকণিষ্ঠ সভাপতির নজির গড়েছিলেন অধ্যাপক ড. আব্দুস সাত্তার। মাদ্রাসা শিক্ষার আধুনিক চিন্তা নবচেতনা ও প্রযুক্তি বিদ্যায় নবজাগরণের উন্মেষ ঘটে তার হাত দিয়ে। তিনি ৩২ তম ইউনেস্কো সম্মেলনে যোগদানের বিরলতম নজির সৃষ্টি করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রতিনিধি হিসেবে। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীও ছিলেন। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য সংখ্যালঘু উপদেষ্টা পদে অধিষ্ঠিত হলেন ড. আবদুস সাত্তার। এখন তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য মর্যাদা পাবেন এবং এখন থেকে তিনি রাজ্যের সংখ্যালঘুদের কল্যাণে প্রয়োজনীয় পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরকে। এই পদে নিয়োগ হওয়ার খবর ছড়াতেই খুশির উন্মাদনা দেখা যায় কালিয়াচকে। তার সাথে সাথে কালিয়াচকের বাসিন্দাদের বক্তব্য, বাম সরকারের মন্ত্রী থাকাকালীন মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন তিনি। তৃণমূল শাসিত সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের উপদেষ্টা পদে নিয়োগ হয়েছে তাতে আমরা ভীষণ খুশি। আমাদের দৃঢ় বিশ্বাস তার ব্যাপক অভিজ্ঞতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার নিঃসন্দেহে শাসনের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অর্থপূর্ণ অগ্রগতি এবং উন্নয়নে অবদান রাখবে।