2024-10-30 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 90
হাতে গোনা আর মাত্র এক'দিন। তারপর বঙ্গ মাতবে শ্যামা মায়ের পূজা আরাধনায়। যে কোনও পুজো বা সামাজিক উৎসব আসলেই আশা বাড়ে ফুলচাষিদের। এই সময়টাতেই তাঁদের লাভ ভালো হয়। কিন্তু এবার দানার ঝাপটায় আশাহত হয়েছে পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের নজরপুর গ্রামের ফুলচাষিরা। তবে ডানা আঘাত করলেও আশা ছাড়তে নারাজ ফুল চাষী রা। চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। ইতিমধ্যে কালীপুজোর বাজারে নিয়ে যাওয়ার জন্য ফুল ভাঙতে শুরু করেছেন তাঁরা। মুচিয়া নজরপুর এলাকার ফুলচাষি দুঃখু মণ্ডল এবার চার বিঘা জমিতে গাঁদাফুলের চাষ করেছেন। দু'বিঘা জমিতে ফুল ফুটতে শুরু করেছে। বাকি দু'বিঘায় গাছ এখনও বড় হয়নি। দুঃখুবাবু জানান 'এই সময় বাজারে ফুলের দাম একেবারেই নেই। ১০০ থেকে ১২০ টাকা প্রতি পাল্লা দরে গাঁদা ফুল বিক্রি হচ্ছে। কালীপুজোর সময় বাজার কিছুটা উঠতে পারে বলে আশা করছি। তাই ফুল ভাঙা শুরু করেছি। কিন্তু এবার ঝড়ে আমার বেশ ক্ষতি হয়ে গিয়েছে। গাছগুলো সবেমাত্র ফুল দিতে শুরু করেছিল। তখনই শুরু হয়েছিল দানা ঝড়ের দাপট। ভেঙে যায় অনেক ফুলের গাছ। অনেক কষ্ট করে গাছগুলো ফের খাড়া করা গিয়েছে। জমির ফুল অবশ্যই কালীপুজোর বাজারে নিয়ে যাব। দেখা যাক, কী হয়!' শুধু দুঃখুবাবুই নয়, কালীপুজোয় ভালো বাজারের আশায় দিন গুনছেন পুরাতন মালদার সব ফুলচাষিই। এখন দেখা যাক, শ্যামা মা তাঁদের কতটা আশীর্বাদ করেন।