2024-10-09 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 84
পুজোর মরশুমে ব্লক প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ। মালদা,০৯ অক্টোবর: পুজোর মরশুমে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী ও বস্ত্র বিতরণ। বুধবার দিন দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বড়োল গ্রামের প্রায় ৩০০ জন মহিলা,পুরুষ, ও বাচ্চাদের বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি, হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল, সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।এছাড়াও গতকাল ব্লক প্রশাসনের উদ্যোগে সাদলিচক গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত ভুনা এলাকার মানুষদের খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বন্যা কবলিত এলাকা উত্তর ভাকুরিয়াতে গবাদি পশুদের খাদ্য বিতরণ করা হয় বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। এদিনের বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উৎসবের মরশুমে হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বড়োল গ্রামের প্রায় ৩০০ জন মানুষকে ও বাচ্চাদের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।