2024-10-30 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 348
কলকাতা উচ্চ আদালতের নির্দেশে মালদাতে অর্থলগ্নী সংস্থার জমি নিলামের প্রক্রিয়া শুরু। মালদা শহরের পিরোজপুর এলাকায় একটি অর্থলগ্নী সংস্থার প্রায় সাড়ে পাঁচ কাটা জমি চিহ্নিত করল হাইকোর্ট নিযুক্ত কমিটি। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশকে সঙ্গে নিয়ে আজ এলাকায় যান হাইকোর্টের প্রতিনিধিরা। জমি চিহ্নিত করে তাতে সরকারি নোটিশ ঝোলানো হয়। এরপর ওই জমি হাইকোর্টের মাধ্যমে নিলাম করে প্রাপ্য অর্থ আমাদকারীদের ফেরানো হবে। মালদাতে অর্থলগ্নী সংস্থার এই জমির মূল্য কয়েক কোটি টাকা। এরআগেও ওই সংস্থার শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং সোদপুরের বেশকিছু জমি নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান আমানতকারীদের আইনজীবী। এদিন হাইকোর্টের প্রতিনিধিদের ওই জমি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অভিযোগকারী আমানতকারীরাও। মালদহ শহরের ইংরেজবাজার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকায় ওই জমির মালিকানা ছিল অর্থলগ্নী সংস্থার নামে। পরে ২০১৪ সালে ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রচারণার অভিযোগে মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে। এরপর থেকে মামলার বিচারপর্ব চলছে। এদিন হাইকোর্টের প্রতিনিধিরদের পরিদর্শনের পর অর্থ ফেরতের আশা দেখছেন প্রতারিত আমানতকারীরা।