2024-10-03 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 109
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বানভাসীদের জন্য নিজের উদ্যোগে দুয়ারে ত্রাণ বিলি করলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, এছাড়া উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা।প্রায় তিন মাস ধরে বন্যায় জলবন্দী মানিকচক ব্লকের ভুতনি বিস্তীর্ণ এলাকা। এছাড়াও রতুয়া ১ ব্লকের বেশ কিছু এলাকাও নদীর জলেও প্লাবিত হয়েছে। এরই মধ্যে বানভাসীদের পাশে দাঁড়িয়ে ক্রমাগত সমস্যার সমাধান ও ত্রাণ বিলি করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতোই প্রায় প্রতিদিনই মালদার মানিকচক এবং রতুয়া ১ ব্লকের বন্যা কবলিত এলাকাগুলিতে বানভাসিদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করে চলেছেন মন্ত্রী থেকে প্রশাসনের পদস্থ কর্তারা । বৃহস্পতিবার দুপুরে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বন্যা কবলিত মানিকচক ব্লকের ভুতনি এবং রতুয়া ১ ব্লকের কাহালা , বিলাইমারি এলাকায় যান। সেখানে বন্যা পরিস্থিতি তদারকি করেন। পাশাপাশি বানভাসি দুই হাজার বানভাসি মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন মন্ত্রী।