2024-11-19 | পশ্চিমবঙ্গ,, | Kaliachak Sangbad | Views : 218
Awas Yojana: আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু! যাঁরা পাননি কবে পাবেন টাকা? তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দফতর, এখনই জানুন আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ। ২৩ শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে। জেলায় জেলায় নির্দেশ দিল পঞ্চায়েত দফতরের। তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী, গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই তিনটি স্তরে শুরু হবে এই তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। আবাস যোজনার তালিকা প্রত্যেকটি ব্লক, এসডিও, জেলাশাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তালিকা দিতে হবে। ওই সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ হলে তার মীমাংসা ও করতে হবে। জেলায় জেলায় আবাস তালিকা নিয়ে ফের নির্দেশ পঞ্চায়েত দফতরের। প্রসঙ্গত, আসাব যোজনার টাকার দুর্নীতি রাজ্যজুড়ে তোলপাড়। অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে প্রায় রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে৷ আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জায়গায় বিগত কয়েকদিনে বিক্ষোভের ঘটনা সামনে এসেছে৷ এই তালিকার ক্ষেত্রে স্বচ্ছতা আনতে কিছুদিন আগেই ১১ দফা নির্দেশ জারি করে পঞ্চায়েত দফতর। এবার আরও এক ধাপ এগিয়ে টাকা বরাদ্দ করার নির্দেশ।