2024-12-01 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 884
পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন দক্ষিন ২৪ পরগনা জেলা শাখার উদ্যোগে বিভিন্ন সমস্যা সমাধানে সাংগঠনিক আলোচনার সভা অনুষ্ঠিত হয় শেহড়দা জামিয়া কোরানিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ ২৪ পরগনা জেলা সাংগঠনিক এর উদ্যোগে বিভিন্ন সরকারি অনুমোদিত মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ও উন্নয়নের লক্ষ্যে শেহরদা জামিয়া কোরোনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এম এস কে, এস এস কে সহ আরও অন্যান্য বিভিন্ন সরকারি অনুমোদিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত নানান সমস্যার সুষ্ঠ সমাধানের লক্ষ্যে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য সেনাপতি সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ কে পাথেও করে তৃণমূল কংগ্রেসের ঊর্ধতর নেতৃত্বের নির্দেশ মত পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার সাংগঠনিক বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন শেহড়দা জামিয়া কোরানিয়া মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তথা মুখ্য উপদেষ্টা পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন মনিরুল মোল্লা,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য সৈয়দ জাহির হোসেন, পশ্চিম বঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও আহ্বায়ক নুরুল হক, সপ্তগ্রাম সিনিয়ার মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত আব্দুল কাদের, নেতড়া গ্রাম পঞ্চায়েত প্রধান রহমত সাঁপুই,নুরপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সম্রাট দাস,রেজাউল ইসলাম,মাস্টার তৌহিদ আহমেদ। এছাড়াও এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সকল সিনিয়ার, জুনিয়ার হাই,এম এস কে, এস এস কে,অনুমোদিত আনএইডেড মাদ্রাসা সমূহের সকল প্রধান শিক্ষক,সুপারিনটেনডেন্ট, সহকারি শিক্ষক,শিক্ষিকা,শিক্ষকর্মী প্রমুখ।