2024-11-17 | পশ্চিমবঙ্গ,ফুটবল | Kaliachak Sangbad | Views : 364
কেশপুরের নেড়াদেউলে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ফুটবল খেলা রক্তদান শিবির কেশপুর, পশ্চিম মেদিনীপুর: শীতের স্নিগ্ধতায় ফুটবল প্রেমীদের মনোরঞ্জনের জন্য কেশপুর ব্লকের ৪ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় দু-দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন। ৮ টি দলকে নিয়ে দুই দিনের এই ফুটবল খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি চূড়ান্ত ফাইনাল খেলার দিনেই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, ৪ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ফুটবল পরিচালন কমিটির সভাপতি মির্জা সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ও সদস্যা শ্যামল আচার্য ও হাবিবা বেগম, কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ জাহাঙ্গীর খান, স্বপ্না খান, ৪ নম্বর গোলাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু দলবেরা এবং উপপ্রধান মাসারুল হাসান চৌধুরী, যুব সভাপতি সঞ্জয় চৌধুরী, অঞ্চল নেতৃত্ব সাফাত চৌধুরী সহ কেশপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা। চূড়ান্ত ফাইনাল খেলায় উপনীত হয় নেড়াদেউল উজ্জ্বল ক্লাব বনাম খাগড়াগাড়িয়া কেপিসি। খেলার শেষে খাগড়াগাড়িয়া কেপিসি কে ২ গোলে পরাজিত করে নেড়াদেউল উজ্জ্বল ক্লাব জয়লাভ করে। কেশপুর ব্লক এর অন্তর্গত চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের ফুটবল ম্যাচকে স্বাগত জানিয়েছেন খেলোয়াড়, এলাকার দর্শক, ও ফুটবলপ্রেমী মানুষরা। অঞ্চল সভাপতি মির্জা সাইফুল ইসলাম ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকটি খেলোয়াড় ও দর্শকদের। তিনি বলেন আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতি। আপনি মঞ্চে আসবেন তিনি আরো বলেন, একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে আজকে নিজেকে ধন্য মনে করছি। মানুষ যেইভাবে আগ্রহ দেখিয়ে ফুটবল খেলা দেখেছে এবং রক্তদান করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে।