2025-01-15 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 871
আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় ৪০০ বছরের প্রাচীন শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুড়চি মেলা উদ্বোধন হলো ইন্দাসে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত একগুচ্ছ প্রশাসনিক আধিকারিক, ইন্দাস, বাঁকুড়া:- আবারো দেদার ফূর্তি আনন্দ হইহুল্লোড় ও উদ্দীপনার মধ্য দিয়ে ইন্দাসে শুরু হলো প্রায় ৪০০ বছরের প্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলা এই মেলা। এই মেলার নাম শুনলেও আপনার মনে ভক্তি আবির্ভূত হবে মেলার নাম "শ্রী শ্রী ঠাকুর বাঁকুড়া রায়ের কুড়চি মেলা"। মেলায় রয়েছে ৪০০ বছরের প্রাচীন ইতিহাস। পুরনো ইতিহাস ঐতিহ্য রীতি রেওয়াজ মেনে আজো বর্তমান প্রজন্ম এই মেলা বহন করে নিয়ে চলেছে। বহু যুগ আগে এই মেলা একদিনের হত কিন্তু এলাকার মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে বেলা মানুষের দাবিকে শিরোধার্য করে মেলা কমিটি এই মেলাতে ৬ দিন করেছে। অর্থাৎ ১৪ ই জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয়েছে শেষ হবে ১৯শে জানুয়ারি। জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ এই মেলায় ভিড় জমান ইতিহাসের সাদ পেতে। ৬ দিন ধরে মেলায় থাকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর মেলার শুভ সূচনার সাথে মেলা প্রাঙ্গণে মহাপ্রভুর একটি মন্দিরের দ্বারোদঘাটনও করা হয়। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন বাঁকুড়া জেলার অতিরিক্ত জেলাশাসক নকুল চন্দ্র মাহাতো, উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, বিষ্ণুপুর মহাকুমার আরাখাধক্ষ্য আধিকারিক সুপ্রকাশ দাস, কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালি পতিহার , রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা , ইন্দাস ব্লকের বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত , ইন্দাস বিডিও সুরেন্দ্রনাথ পতি, ইন্দাস রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অমলাত্মানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই ছটা দিন মেলা কে কেন্দ্র করে উৎসবমুখী এলাকার মানুষজন। শুধুমাত্র ইন্দাস নয় আশেপাশের ব্লক এবং আশেপাশের জেলা থেকে হাজার মানুষ ভিড় জমান এই মেলা দেখার জন্য।