2025-01-03 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 357
কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে সোনার গহনা কেনাকাটায়, বড়দিনের বড় উপহার' মিললো একটি বাইক। খুশি'তে আত্মহারা এক পরিবার। হ্যাঁ, অবাক লাগলেও যা শুনছেন এটাই সত্যি কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে চলছে বড়দিনের বড় উপহার। অফারটি চলবে আগামী পাঁচ এ জানুয়ারি অব্দি। এখনো রয়েছে ফোরহূইলার জেতার সুবর্ণ সুযোগ। মাত্র ৫০ হাজার টাকার কেনাকাটা করলেই পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেখানেই মিলবে আপনার ভাগ্য পরীক্ষা, স্ক্র্যাচ কার্ড ঘুষলেই পেতে পারেন চার চাকা অর্থাৎ ফোর হুইলার অথবা দুই চাকা অর্থাৎ বাইক, রয়েছে স্কুটি, আই ফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। শুধু তাই নয় বিভিন্ন কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ও। সোনা কিনলে, মজুরিতে পাবেন UPTO ৩০% ছাড়, আর হিরে কিনলে পাবেন ৫০% ফ্ল্যাট ডিসকাউন্ট। ডাবল ধামাকা। অরিয়ান্ট জুয়েলার্সে বড়দিনের বড় উপহারে ইতিমধ্যেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন অনেকেই পাশাপাশি আজ বৃহস্পতিবার বড়দিনের বড় উপহারে অংশগ্রহণ করে বাজিমাত মালদার অভিরামপুর এলাকার এক পরিবার। লক্ষাধিক টাকার কেনাকাটা করায় স্ক্র্যাচ কার্ড মাধ্যমে পেয়ে গেলেন একটি বাইক। আনন্দে আত্মহারা যুবক। সোনার গহনা কেনাকাটায় আলোড়ন সৃষ্টি করেছে অরিয়েন্ট জুয়েলার্স বিভিন্ন জায়গায় তার স্টোর গড়ে উঠেছে তারই পাশাপাশি কালিয়াচক হাই স্কুল সংলগ্ন এলাকায় রয়েছে অরিয়েন্ট জুয়েলার্স এর কালিয়াচক শাখা। সেখানেই চলছে এই ধামাকা অফার বড়দিনের বড় উপহার এই ধামাকা অফারে অংশগ্রহণ করতে হলে আজই আসুন কালিয়াচক অরিয়েন্ট জুয়েলার্সে, আর মাত্র ৫০ হাজার টাকার কেনাকাটায় পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার। মাত্র লক্ষাধিক টাকার কেনাকাটা করেই বাইক উপহার পেয়ে কি বলছেন ওই যুবক ও তার পরিবার এবং কি বলছেন এই জুয়েলার্সের কর্মকর্তারা শুনুন।