2025-04-03 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1246
দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় সরিষা হাই স্কুল মাঠে ৫ দিনের সবলা মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ মন্ডল ও এডিএম সহ অন্যান্যরা বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- রাজ্যের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্ত দপ্তরের দক্ষিন ২৪ পরগনা জেলা সবলা মেলা সরিষা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।৫ দিনের এই জেলা সবলা মেলা এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহকুমা শাষক অঞ্জন ঘোষ,এ ডি এম ডেভলপমেন্ট ভাস্কর পাল,অতিরিক্ত জেলা শাসক আতিবুর রহমান,শিশু ও মহিলা দপ্তরের কর্মাধ্যক্ষ সোচি নস্কর,ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার,জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি, এস ডি আই সি ও ম্যাডাম ব্রতি বিশ্বাস,দুই নম্বর ব্লকের বিডিও সুদীপ্ত অধিকারী,এক নম্বর ব্লকের বিডিও দিন মহম্মদ ইসলাম,ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারী,ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি,দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি লায়লা বিবি,এক নম্বর ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ সন্দ্বীপ সরকার,এছড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা ওহিদা রহমান গায়েন,জেলা পরিষদের সদস্যা মনমোহিনী বিশ্বাস,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য,জেলা পরিষদের সদস্যা ডলী কয়াল সহ অন্যান্য রা।