2025-05-26 | মালদা,পশ্চিমবঙ্গ, | Kaliachak Sangbad | Views : 809
মরণোত্তর দেহদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে দৃষ্টান্ত স্থাপন করলেন মালদা জেলা সিপিআইএম-এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র। সস্ত্রীক দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিলেন সিপিআইএম জেলা নেতৃত্বের হাতে। শনিবার তিনি মালদা জেলা সিপিআইএম-এর সদর কার্যালয় মিহির দাস ভবনে গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত অঙ্গীকার পত্র সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ দলের অন্যান্য নেতৃত্বের হাতে তুলে দেন। তবে শুধু অম্বরবাবু একা নন। তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী রীনা মিত্রও এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র তুলে দেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে মালদা জেলা সিপিআইএম-এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র এবং তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী রীনা মিত্র দুজনেই জানান, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির স্বার্থে জেলা সিপিআইএম নেতৃত্বের অনেকেই ইতিমধ্যেই মরণোত্তর দেহদান করেছেন। তারাও সেই পথে হেঁটে শনিবার মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিয়েছেন। আশা করছেন এর ফলে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধন ঘটবে। ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা উপকৃত হবে। এছাড়াও মরণোত্তর দেহদানের ফলে তাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গ মুমূর্ষ রোগীদের কাজে লাগতে পারে। তাই সমস্ত দিক ভেবে-চিন্তে একমাত্র ছেলে অবীন মিত্রের সম্মতি নিয়েই সস্ত্রীক মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হয়ে অঙ্গীকারপত্র তুলে দিয়েছেন দলের জেলা নেতৃত্বের হাতে।এই প্রসঙ্গে সিপিআইএম-এর মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র বলেন, সাম্প্রতিককালে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বামপন্থী সহ প্রগতিশীল ভাবনার মানুষজনের দেহদান দৃষ্টান্ত স্থাপন করেছে। মৃত্যুর পরেও যে মানব কল্যাণে কাজ করা যায় তা বামপন্থীরা মরণোত্তর দেহদানের মধ্যে দেখিয়ে গেছেন। সেই পথে হেঁটেই মালদা জেলা সিপিআইএম-এর প্রবীণ নেতা অম্বর মিত্র এবং তার স্ত্রী রীনা মিত্র মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র জমা দিয়েছেন। যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত।