2024-11-15 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 382
নাজমুস সাহাদাত, কালিয়াচক: অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে শিশুদিবসে শিশুদের বিশেষ উপহার বিতরণে নজির সৃষ্টি করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা 'মানবতা'। গোটা দেশজুড়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থা মানবতার উদ্যোগে রাজ্যের একাধিক স্থানে সাড়ম্বরে শিশুদের মুখে হাসি ফুটিয়ে এই দিবস পালিত করা হয়। অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে শিশু দিবসে সহস্রাধিক শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র সহ বিশেষ উপহার। শিশুদের অধিকার, শিক্ষা এবং জনকল্যাণমুখী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১৪ই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনকে শিশু দিবস হিসেবে সাড়ম্বরে পালন করা হয়। শিশু দিবসে মনের আনন্দকে সামনে রেখে শিশু দিবসের দিন একই সাথে রাজ্যের পাঁচটি জেলায় 'মানবতা'র সেবামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। প্রসঙ্গত, হুগলী জেলার খানাকুল ব্লকের পোল-১ পঞ্চায়েতের হাটতলাতে শিশু দিবস উপলক্ষে মানবতার পক্ষ থেকে প্রায় দুইশত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া ও মিষ্টিমুখ করানো। পোশাক বিতরণে ছিলেন, মানবতা'র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা, মানবতার অন্যতম পরিচালক সোহেল জাভেদ, পোল-১ পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুন, খায়রুল হাসান, আরেফুল ইসলাম প্রমুখ। এদিনের শিশু দিবসে মানবতা ও আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটি'র যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মাড়তলা গ্রামে দুইশত শিশুকে নতুন বস্ত্র ও টিফিন প্রদান করেন আশার আলো হ্যান্ডিক্যাপড সোসাইটির সম্পাদক অমিত পাল, বিলু পাত্র, প্রতাপ মান্না সহ সংস্থার অন্যান্যরা। এছাড়াও মানবতা ও দিগন্তের দিশারী'র যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের সারিয়া অঞ্চলের পূর্বভাতভাঙ্গা গ্রামের 'আলোর দিশারী' পাঠশালার শিশু সহ ওই এলাকার শিশুদের উপহারে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয় দুইশো জনকে। বিতরণ করেন, দিগন্তের দিশারী সংস্থার সভাপতি শিক্ষক অঞ্জন কুমার জানা, বিমল মাহাতো, ধ্রুবেন্দু মাহাতো, প্রদীপ দাস, পূর্ণচন্দ্র টুডু সহ এলাকার বিশিষ্টজন। এবং মানবতা ও বাঁকুড়ার সমাজকর্মী তাপস কুমার দে'র যৌথ উদ্যোগে বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের বিবর্দা অঞ্চলের আদিবাসী অধ্যুষিত নতুনগ্রাম ও বাগিশ বাঁধ গ্রামে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয় দুইশো জন শিশুকে। উপস্থিত ছিলেন, তাপস কুমার দে, বিশ্বজিৎ দে, অর্জুন গড়াই, অচিন্ত্য মান্ডি ও 'মানবতা কমিউনিটি কোচিং সেন্টারে'র শিক্ষিকা মৌসুমী মান্ডি। মানবতা ও নতুন আলো'র যৌথ উদ্যোগে মালদা জেলার রতুয়া-২ ব্লকের রাণীনগর পুখুরিয়া'র মাননুমোড়ে দুশোজন শিশুদের হাতে শিশু দিবসে উপহার হিসেবে নতুন পোষাক ও টিফিন দেওয়া হয়। উপস্থিত ছিলেন মানবতা'র সদস্য টিপু সুলতান, আবু কালাম, আসিফ আক্তার, আরিয়ান, নতুন আলো'র সদস্য সালমা শবনম প্রমুখ। 'মানবতা'র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা শুভেচ্ছা বার্তায় বলেন "সেই ছোট্ট ছোট্ট তারাদের যারা আমাদের জীবনে জ্বলজ্বল করে আমাদের মুগ্ধতায় ভরিয়ে রাখে যারা আমাদের জীবনের সুখ এবং হাসি ছড়িয়ে দেয় সেই সব নিষ্পাপ শিশুদের সকল স্বপ্ন পূরণ হোক, আজকের শিশু হয়ে উঠুক আগামীর দেশ ও জাতির সম্পদ। অকৃত্রিম ভালবাসার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামণা করি। পৃথিবীর সব শিশুকে জানাই একটা সুন্দর ভবিষ্যতের একরাশ শুভেচ্ছা।" জুলফিকার আলী কবিতার পংক্তি তুলে ধরে সমাজের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন এবং শিশুদের প্রতি অনুরাগী হওয়ার আহ্বান জানান।