2025-01-12 | পশ্চিমবঙ্গ,, | Kaliachak Sangbad | Views : 1410
লীনা মন্ডল ময়রার সঙ্গে মোঃ হাবিবুল্লাহ :- সিতো রিও ক্যারাটে এসোসিয়েশনের পক্ষ থেকে যাদবপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।সিতো রিও ক্যারাটে এ্যাসোসিয়েশন ভারতীয় হলেও এই সংস্হাটি সম্পূর্ণ পরিচালিত হয় জাপান আন্তর্জাতিক সিতো রিও ক্যারাটে ডু এর দ্বারা।এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিভিন্ন জায়গা থেকে আগত ক্যারাটে অনুপ্রাণিত ব্যক্তিবর্গ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিযোগীরা যেমন ভারত সহ শ্রীলঙ্কা,নেপাল, ভুটান, বাংলাদেশ ,মায়ানমারসহ অন্যান্য দেশসমূহ। এই চমকপ্রদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা দেওয়া হয় । প্রধান উদ্যোক্তা মাননীয় শিয়ান সনাতন হালদার(৬তম ব্লাক বেল্ট) মহাশয় বলেন "স্কুল পড়ুয়াদের পড়াশোনার করার পাশাপাশি ক্যারাটে, যোগাসহ নানান রকম খেলাধুলা ও শরীর চর্চা করার পরামর্শ দেন উপস্থিত সকল অভিভাবকদেরকে।এই প্রতিযোগিতার অন্যতম আরেক উদ্যোক্তা মাননীয় শিয়ান জয়ন্ত পুরকাইত (৫তম ব্লাক বেল্ট)মহাশয় বলেন মহিলাদের স্কুলে পড়াশোনার করার পাশাপাশি ক্যারাটে শিখে নিজেকে আত্মরক্ষা করার পাশাপাশি শরীর চর্চা করার সঙ্গে বিভিন্ন জায়গায় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নারী দূর্বল বা অবলা নয় নিজেকে মেলে ধরতে উদ্যোগী হতে হবে। চলুন শুনে নেওয়া যাক আমাদের প্রতিনিধি লীনা মন্ডল ময়রার মাধ্যমে মাননীয় জয়ন্ত পুরকাইত মহাশয় বলেনঃ- তিনি আরো বলেন পশ্চিম বঙ্গের বিভিন্ন প্রান্তে যেমন বারুইপুর, জয়নগর, বালিগঞ্জসহ বিভিন্ন জায়গায় তিনি এবং তাঁর সহযোগীদের নিয়ে স্বমহিমায় ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে চলেছেন, তাঁর লক্ষ্য আগামীতে ভারত তথা পশ্চিম বঙ্গ ক্যারাটেতে এক অন্যন্য নজির স্থাপন করবে। তিনি উল্লেখ করেন তাঁর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র বারুইপুর প্রগতি সংঘের মাঠে প্রশিক্ষণ প্রাপ্ত নিলাদ্রী মন্ডল,সায়ন নস্কর,রাজদ্বীপ সিকদার,অঙ্কুশ নস্কর,মৌর্য্যনীল পুরকাইত, ঐশী কর্মকার মন্ডল,অশ্মী কর্মকার মন্ডল, মৈনাক,অনিকেত নস্করসহ আরোও অনেকেই স্বর্ণপদক থেকে রৌপপদক লাভ করেছে, এমনকি তাঁরই প্রশিক্ষণপ্রাপ্ত BSF জোয়ানও পদক লাভ করেছেন।আগামী দিনে তাদের মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে শুভেচ্ছা প্রদান করে মুখ্য আয়োজক সমাপনী ভাষণের মাধ্যমে সমাপ্ত করেন।