2024-11-13 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 297
ময়ূরেশ্বরে আবাসের তালিকায় গড়মিল!ব্লক অফিসে আবেদন শতাধিকের রয়েছে মাটির কাঁচা বাড়ি, কিন্তু নাম নেই আবাস যোজনার তালিকায়! মাথার উপর পাকাপোক্ত ছাদ ছাড়াই অনেক কষ্টে থাকতে হচ্ছে মাটির বাড়িতেই আর তাই মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লক অফিসে জমায়েত হয়ে অভিযোগ বক্সে এসে আবাস যোজনা তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানালেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার বহু মানুষ। আবেদনকারীদের অভিযোগ, গ্রামে যাদের পাকা বাড়ি রয়েছে কম বেশি তাদেরই নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, কিন্তু যারা মাটির বাড়িতে বসবাসকারী আবাস যোজনার বাড়ির দাবিদার তাদেরই তালিকায় নাম নেই অনেকাংশে। আর তার জন্যই ব্লক অফিসে এসে অভিযোগ বক্সে লিখিতভাবে বাড়ির ছবি সহ আবাস যোজনায় বাড়ি পাওয়ার আবেদন জানালেন তারা। যদিও এই বিষয় নিয়ে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান যে বর্তমানে আবাস যোজনার লিষ্ট ধরে সকল ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে ,যারা আসল উপভোক্তা তাদের আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে নির্দিষ্ট একটি পদ্ধতির মাধ্যমে । আবেদন করলে অবশ্যই সরকার তাদের আবেদন গ্রহণ করবে সবদিক খতিয়ে, অন্যদিকে যারা প্রাপক না তাদের নাম ওই লিস্ট থেকে বাদ যাবে বলে জানিয়েছেন তিনি । এখন দেখার বিষয় আসল যারা এই আবাস যোজনার দাবিদার বা উপভোক্তা তারা কবে এই সুবিধা ভোগ করতে পারেন । মঙ্গলবার সকাল ১১ টা থেকে বৈকাল চারটে পর্যন্ত এই আবেদন পত্র জমা পরলো ময়ূরেশ্বর এক নম্বর ব্লক অফিসের অভিযোগ বক্সে।