2024-12-21 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 1285
হস্তশিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীগুলির আয় বাড়াতে সরিষা হাই স্কুল মাঠে ভিন্নসাদ এর আয়োজনে কৃষি ও স্বনির্ভর মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও এসডিপিও সহ অন্যান্য র বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- হস্তশিল্পীদের এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোর আয় বাড়াতে রাজ্য সরকার জেলায় জেলায় গ্রামীণ মেলা আয়োজনের নির্দেশ দিয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরকে এই মেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী, কারিগর এবং তাঁতি সহ অন্যান্য দৈনন্দিন জীবনে ব্যবহার যোগ্য সমস্ত ধরনের তৈরি সামগ্রী বিক্রির জন্যই এই মেলা আয়োজন বলে সূত্রে জানা গিয়েছে। "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" বাংলার বারো মাসে তেরো পার্বণ,শুধুমাত্র কথার কথা নয়। দক্ষিন ২৪ পরগনা জেলায় গ্রামে গ্রামে দেখা যায় বিভিন্ন ধরনের উৎসব মেলা পার্বণ। সূত্র জানা যায় ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরিষা ভিন্নস্বাদ এর আয়োজনে এদিন ২০ তম বর্ষ এমনি এক মেলা চলছে ডায়মন্ড হারবার সরিষা হাই স্কুল মাঠে। এদিন বিশিষ্ট জনদের সংবর্ধনার শুরুতে বর্ণাঠ্য শোভাযাত্রা এবং প্রদীপ প্রজ্জ্বলন ও বস্ত্র বিতরণ এর মধ্য দিয়ে ১৭ দিনের এই কৃষি ও স্বনির্ভর মেলার শুভ সূচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে,এস ডি পি ও শাকিল আহমেদ,ডায়মন্ড হারবার থানার আই সি ও বিডিও সহ ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক তথা এই মেলা কমিটির সম্পাদক সামিম আহমেদ, ডা:হা: ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,২নম্বর ব্লক পূর্তকর্মাধ্যক্ষ অভিষেক ব্যানার্জি,জেলা পরিষদের সদস্যা মনমোহিনি বিশ্বাস,১নম্বর ব্লক পূর্তকর্মাধ্যাক্ষ সন্দ্বীপ সরকার,পঞ্চায়েত সমিতির সভাধিপতি লায়লা বিবি, জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, টাউন যুব সভাপতি সৌমেন তরফদার কামারপোল পঞ্চায়েত প্রধান মইদুল ইসলাম মোল্লা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এছাড়াও অর্কেস্ট্রা সহযোগে সঙ্গীত প্রতিযোগিতা,হস্তশিল্পের ও কৃষিজ পণ্য,প্রদর্শনী প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় পুরস্কার।