2024-11-19 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 212
বিগত চার মাসের সাম্মানিক ভাতা না পাওয়ায় রামপুরহাট মহকুমা শাসক দফতরে অঙ্গনারী কর্মীদের বিক্ষোভ* রামপুরহাট, ১৯ নভেম্বর: গত চার মাস ধরে নিজেদের সাম্মানিক ভাতা না পাওয়ায় রামপুরহাট মহকুমা শাসক দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন অঙ্গনারী কর্মীরা। এই প্রসঙ্গে, কর্মীরা আজ একটি লিখিত অভিযোগ পেশ করেছেন এবং তাদের দাবির পূরণের জন্য প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিন সকালে রামপুরহাট মহকুমা শাসকের দফতরে প্রায় শতাধিক অঙ্গনারী কর্মী উপস্থিত হয়ে তাদের দাবির পক্ষে বিক্ষোভ করেন। তারা দাবি করেন যে, ২০২৪ সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত তাদের কোন সাম্মানিক ভাতা প্রদান করা হয়নি, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে। অঙ্গনারী কর্মীদের অভিযোগ, নিয়মিতভাবে তাদের কাজের দায়িত্ব পালন করলেও তাদের প্রাপ্য বেতন বা ভাতা না পাওয়া অত্যন্ত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অঙ্গনারী কর্মীরা জানান, তাদের মাসিক সাম্মানিক ভাতা সাধারনত ৫ হাজার টাকা, কিন্তু দীর্ঘদিন ধরে সেই ভাতা বন্ধ থাকায় তারা বহু কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করার জন্য বিভিন্ন বার যোগাযোগ করলেও কোন সুরাহা মেলেনি। এ বিষয়ে অঙ্গনারী কর্মী নেত্রী মিতা রায় বলেন, "আমরা সরকারের গৃহীত সকল কার্যক্রমে সহযোগিতা করে আসছি, কিন্তু আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের বেতন বা ভাতা যাতে অবিলম্বে প্রদান করা হয়, সেই দাবি আমরা প্রশাসনের কাছে জানিয়ে এসেছি।" মহকুমা শাসক অফিসের এক কর্মী জানিয়েছেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, বিক্ষোভরত কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি তাদের দাবি পূরণ না হয়, তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।