2024-10-21 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 67
পঞ্চায়েত সমিতির সভাপতি নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে আজ ভালুকা রোড রেল স্টেশনে ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হলো। ভালুকা রোড স্টেশনে তিস্তা তোর্সা, যোগবানি, কুলিক এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবি, মালদা কাঠিয়ার, মালদা নিউ জলপাইগুড়ি, বালুরঘাট শিলিগুড়ি লাইনে ট্রেন সংখ্যা বৃদ্ধি, কাটিহার অথবা বারসই স্টেশন পর্যন্ত আজিমগঞ্জ প্যাসেঞ্জার এর সম্প্রসারণ, কুমেদপুর স্টেশনে কুলিকএক্সপ্রেস হরিশ্চন্দ্রপুর স্টেশনে দার্জিলিং মেল এর স্টপেজ, কুমেদপুর স্টেশন থেকে মালাহা স্টেশন পর্যন্ত সমস্ত রেলওয়ে আন্ডার পাশে ছাউনির ব্যবস্থা, কুমেদ পুর স্টেশনের কানেক্টিং রাস্তা নির্মাণ, উত্তর মালদার সমস্ত স্টেশনে পানীয় জল শৌচালয়ের ব্যবস্থার দাবিতে আজ হরিশ্চন্দ্রপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এই ডেপুটেশন প্রদান করেন। এদিন সকালে হরিশ্চন্দ্রপুর ২ এর পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল ভালুকা রোড স্টেশনে জমায়ত। এরপরই কর্তব্যরত স্টেশন ম্যানেজারের কাছে দাবি পত্র তুলে দেন শাসক দলের প্রতিনিধিরা। এদিন এই ডেপুটেশন ঘিরে রেল পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।