2024-11-06 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 54
আগে খেলার জন্য পর্যাপ্ত মাঠ ছিল না কিন্তু খেলোয়াড় ছিল। আর বর্তমানে খেলার মাঠ আছে কিন্তু খেলোয়াড় কম। কারণ দিন দিন ছেলেমেয়েরা বিভিন্ন গেমে আসক্ত হয়ে পড়ছে। ফলে মাঠ থেকে বহু দূরে রয়েছে তারা। তাই তাঁদের মাঠমুখী করতে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করল ইসলাম স্পোর্টিং ক্লাব। দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ইসলামপুরের ইসলাম স্পোর্টিং ক্লাবের ৫৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী যে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ ফাইনাল খেলা সম্পন্ন হল। গত ৩ নভেম্বর ৮ টি ফুটবল টীম নিয়ে এই টুর্ণামেন্টের সূচনা করা হয়েছিল। আজ ফাইনাল খেলায় মুখোমুখি হয় পশ্চিম বর্ধমান জেলার গোবিন্দপুর একাডেমি ও বীরভূম জেলার আলফা বয়েজ ওপো ইসলামপুর। দুই দলই কোনো গোল না করায় টাইব্রেকারে আলফা বয়েজ ওপো ইসলামপুর ফুটবল টীমকে পরাজিত করে বিজয়ী হয় পশ্চিম বর্ধমানের গোবিন্দপুর একাডেমি ফুটবল টীম। এদিন বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা এবং বিজিত দলকে ট্রফি সহ নগদ ৭ হাজার টাকা প্রদান করা হয়। তাছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এবং বেষ্ট গোল কিপারকে ট্রফি প্রদান করা হয়। এদিন মঞ্চে হাজির ছিলেন দুবরাজপুর পৌরসভার উপ পৌরপতি মির্জা সৌকত আলী, ইসলাম স্পোর্টিং ক্লাবের সভাপতি সেখ সর্দার আলী, সেখ আব্দুল কাদের, আবু সামা, সেখ আনোয়ার, সেখ নসীব উদ্দিন, আসিফ আহ্ম্মদ সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।