2024-11-22 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 50
বাঁকুড়া : কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে সোনামুখী পৌরশহরে কার্নিভালের চেহারা নিল , তৈরি হয়েছে জনসমুদ্র , মোতায়েন বিশাল পুলিশবাহিনী । কালী কার্তিকের শহর হিসেবেই পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী । এখানে দুর্গাপুজো নয় কালী ও কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে উঠেন সকল সাধারণ মানুষ । সোনামুখী পৌরশহরে কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে তৈরি হয়েছে জনসমুদ্র । যেকোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি এড়াতে অত্যন্ত সতর্ক বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন এবং সোনামুখী পৌরসভা । বাঁকুড়া জেলা পুলিশের তরফে সোনামুখী পৌর শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । সোনামুখী পৌরশহরে লাইসেন্স প্রাপ্ত কার্তিক পুজোর সংখ্যা রয়েছে ১৯ টি । নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে প্রতিটি পুজো কমিটি নিজেদের কার্তিক ঠাকুর নিয়ে সোনামুখী পৌরশহরের প্রাণকেন্দ্র চৌমাথায় উপস্থিত হন এবং সেখানে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন । প্রশাসনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত পুজো কমিটির সদস্যরা চৌমাথায় আনন্দ উচ্ছ্বাস করেন । এইভাবে প্রতিটি কার্তিক পুজো কমিটি চৌমাথায় উপস্থিত হয় । কার্তিক ঠাকুর বিসর্জন রীতিমতো কার্নিভালের চেহারা নেয় । আট থেকে আশি সকলেই কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে মেতে ওঠেন । পাশাপাশি কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনরকম কোন অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক থাকেন । সোনামুখী পৌরশহরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী । ঐতিহ্য অনুযায়ী বুধবার রাতভর কার্তিক পুজো কমিটির সদস্যরা নিজেদের ঠাকুর নিয়ে সোনামুখী পৌরশহরের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করবেন এবং বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট স্থানে ঠাকুর বিসর্জন করবেন ।