2025-03-09 | কালিয়াচক, মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 333
কালিয়াচক: তৃণমূল কংরেস কিষান ক্ষেত মজদুর মালদা জেলা কমিটির উদ্যোগে কৃষক সচেতনতা কর্মসূচি বৈষ্ণবনগর বিধানসভা এলাকার চরিঅনন্তপুরে। এদিন তৃণমূল কংগ্রেস কিষাণ মজদুর রাজ্য কমিটির রাজ্য সম্পাদক অসীম সিকদার ও মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক কুরবান শেখের নেতৃত্বে এলাকার কৃষকদের চাষবাস ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিশেষ আলোচনা করেন। চাষিরা নিজেদের সমস্যার কথা তাদের সম্মুখে তুলে ধরেন। কৃষকদের প্রধান সমস্যা হল জল সরবরাহ থেকে শুরু করে তড়িৎ প্রবাহ ব্যবস্থা না থাকার ফলে তারা বহু সমস্যায় ভুগছেন। অনেক বড় মাঠভরা ক্ষেত কিন্তু এখানে বিদ্যুতের সংযোগ না থাকাই চাষবাসে অসুবিধা। যাতায়াত করতেও অনেক আতঙ্কিত আমরা। এদিন কৃষকদের সঙ্গে রাজ্যের সাধারণ সম্পাদক তথা কৃষক নেতা অসীম সিকদার বিভিন্ন ফসল উৎপাদন ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কিত আলোচনা তুলে ধরেন। মানুষের নেতা, কৃষকের নেতা, শিক্ষা জগতের অন্যতম কান্ডারী কুরবান সেখ সকল চাষীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিলেন। আরও বলেন, আমরা সর্বদা মানুষের পাশে থাকি, পিছিয়ে পড়া সমাজের হয়ে কথা বলি। প্রত্যেকটি অভাব অভিযোগের কথা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব এবং সমস্যার সমাধান বের করব।