2024-10-11 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 244
সাবেকি থিম নিয়ে উদ্বোধন হলো পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের দুর্গাপূজা । হরিশ্চন্দ্রপুর, মালদা : দুর্গাপূজা মানেই বাঙালির আনন্দের উৎসব। আর এই আনন্দ উৎসবে সাবেকী থিমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রতিবারের ন্যায় এ বছরও দিচ্ছে পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব। মহাসপ্তমীর দিনে উদ্বোধন করা হয়। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূল কংগ্রেসের ১নং ব্লক সভাপতি জিয়াউর রহমান, মোশারফ হোসেন,মক্রম আলী সহ অন্যান্যরা। মন্ত্রী তাজমুল হোসেন বলেন শারদ উৎসবের আমেজ যেমন ভেসে উঠলো তেমনি প্রশংসিত হল পূজা মন্ডটির প্রতিমা ও প্যান্ডেল। পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব প্রতিবছরই বিভিন্ন আকর্ষণীয় থিম তুলে ধরে মানুষের মন জয় করে। তাই আমি ধন্যবাদ জানাই ক্লাবের প্রতিটি সদস্যকে। এই ক্লাব সংহতি ও সম্প্রীতির বার্তা দেয় মানুষকে। বিশেষ করে বুলবুল খানের ক্রিকেট খেলা এবং এই দুর্গাপুজো দুটোই হরিশ্চন্দ্রপুর বাসির কাছে ভীষণ জনপ্রিয়। পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের সম্পাদক বুলবুল খান জানায় গত বছর বিশ্বের বড় দুর্গা, তাঁর আগের বছর হাজার হাতের দুর্গা প্রভৃতি নানান থীম নজর কেরেছিল হরিশ্চন্দ্রপুর তথা পুরো মালদা বাসীর । পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের এই বছরও যার অন্যথা হচ্ছে না। আজ আমরা কিছু গরিব ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলাম এবং গতকাল ও বস্ত্র বিতরণ করা হবে। এদিন মন্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্লাবের সভাপতি অভয় চক্রবর্তী জানায় এই বছর সাবেকি থিমের উপরে পুজো করা হয়েছে। এই বছর ১২ লক্ষ টাকা ব্যয়ে আমাদের পুজো উনিশ তম বর্ষে পদার্পণ করলো।