2025-03-09 | মালদা,পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 307
মালদা:-মালদা কলেজ ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের মউ সাক্ষর অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় বাণিজ্য ভবনে। এর পাশাপাশি জিএসটি নিয়েও কর্মশালা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে। এদিন প্রদীপ প্রজনন করে কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করা হয়, উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক দপ্তরের জয়েন্ট কমিশনার সুদীপ কুমার মল্লিক আধিকারিক দয়মন্ত্রী ভট্টাচার্য সহ অন্যান্য ব্যবসায়ীরা। পেশাদার হিসেব রক্ষক ও পরীক্ষকের ঘাটতি মেটানো এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থানের বন্দোবস্ত করতে যৌথ উদ্যোগে মালদা কলেজ কর্তৃপক্ষ ও মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের। শনিবার দুই পক্ষের মধ্যে মালদা কলেজের বাণিজ্য বিভাগের পড়ুয়াদের হিসাব বিষয়ক পেশাদার প্রশিক্ষণ দেওয়া সংক্রান্ত একটি মৌ সাক্ষর অনুষ্ঠিত হয় । সম্পাদক উত্তম বসাক জানান জিএসটি আধুনিক বাণিজ্যের সংজ্ঞা অনেকটাই বদলে দিয়েছে। সপ্তাহে অন্তত একদিন পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। জিএসটি কর্তৃপক্ষ এই বিষয়ে অত্যন্ত ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন তারা সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।