2024-11-12 | পশ্চিমবঙ্গ | Kaliachak Sangbad | Views : 316
সোনারপুর বৈকুন্ঠপুর ১০০০১ পথ দিয়ে জগদ্ধাত্রী পুজোতে অন্নকূট৷ সোনারপুরে বিশেষ পুজোতে এই ধরনের ভোগ দেওয়া হয়। মাকে দেওয়া হয় প্রায় ১০০০ পদে ভোগ। ৫৬ বছর ধরে এভাবেই দেবী জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈকন্ঠপুর এলাকায়। পুজো উদ্যোক্তারা নিত্য ঘোষ জানান, মায়ের পুজোয় থাকে অন্নকূট, বহু পুরানো এবং ঐতিহ্যবাহী এই পুজো। সুদূর রাজস্থান থেকে নিয়ে আসা হয়সাড়ে ৮ ফুটের এই শ্বেত পাথরের মূর্তি । একটি গোটা পাথর খোদাই করে এই মূর্তি তৈরি করা হয়। আজ থেকে ৫৭ বছর আগে এই পুজো শুরু হয়। বৈকন্ঠপুর সাধারণ সম্মিলনির পরিচালনায় এবং এলাকার মানুষের সহায়তায় এই পুজো সুসম্পন্ন হয়ে আসছে বছরের পর বছর ধরে। মায়ের এই পুজোয় দেওয়া হয় প্রায় ১০০০টি ভোগ। যা অন্নকূট নামে বিশেষ পরিচিত। তিন দিন এই এলাকার মানুষেরা উৎসবের আমেজের মেতে ওঠে। প্রায় গ্রামের সাত হাজার মানুষ মায়ের এই অন্ন ভোগ গ্রহণ করে। এছাড়াও মায়ের এই অন্নকূট দেখতে দূর দুরান্ত থেকে মানুষ আসেন বৈকন্ঠপুরে মায়ের এই পুজো মণ্ডপে। এই অন্নকূটে মাকে দেওয়া হয় ১৩৫ রকমের মিষ্টি। ১৫৭ রকমের বিভিন্ন পদের রান্না। ৪৮ রকমের সব্জী। ১৫ রকমের আচার, ১০ রকমের চাটনি, ১৭ রকমের শাক ভাজা। ৩৩ রকমের ফল-মূল সহ বিভিন্ন রকমের স্ন্যাক্স, ১৮০ রকমের চিপস, বাদাম ও অনান্য খাদ্য। বেনারসি সমেত ১২০টি শাড়ি ও ১১৭ রকমের বিভিন্ন প্রসাধনী।যা দান করে দেওয়া হয়।মায়ের ভোগ বিতরণ প্রসাদ পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরের দর্শন করে এবং প্রসাদ গ্রহণ করেন।